Mrinal Chakraborty Interview : Part 1 : KOLKATA GAAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024
  • KOLKATA GAAN, this Television series is a tribute to the musical treasures of Kolkata. From Hindustani Classical Gharanas to popular Modern Bengali songs, Rabindra Sangeet, Najrul Geeti to polli geeti (folk songs) & ganasangeet (mass choirs) ...Kolkata Gaan reflects the musical soul of the City -- when songs of different genres through Akashvani (All India Radio) and gramophone records were delightful part of every Bengali's life. We interviewed thirteen living legends which lead us to revisit the traditions, explore and experience the Golden Era of Bengali Music & rich Musical History of Kolkata once again. They are DIPALI NAG, SUBIR SEN, SUMITRA SEN, BIMAN MUKHOPADHYAY, RUMA GUHA THAKURTA, AMAR PAL, AMIYA RANJAN BANDYOPADHYAY, ALPANA BANDOPADHYAY, RAMKUMAR CHATTOPADHYAY, MRINAL CHAKRABORTY, MIRA BANDOPADHYAY, NILIMA BANDOPADHYAY and GIRIJA DEVI. These revered maestros shared their memories and performed to thrill our fortunate spectators with their passionate bondage to the purest art of this universe that called the MUSIC. Kolkata Gaan thus takes the privilege to welcome you to this musical tour of this city ...Bon voyage.
    কলকাতা গান
    মৃণাল চক্রবর্তী
    আকাশ আর্কাইভ
    যবে থেকে নগরীটির পত্তন তবে থেকেই হাজারো গানে জড়িয়ে আছে কলকাতা । এ'শহরের ভোর হচ্ছে রামকেলি, কালেঙ্গরা, ভৈরবীতে, সকাল কাটছে কিছু না কিছু রবীন্দ্রসঙ্গীতে, দুপুর ভর করছে স্বর্ণ যুগের বাংলা আধুনিকে, সন্ধেকালে ফিরে আসে বাংলা কবিদের সেই স্মৃতিময় গান এবং রাত নামছে বেহাগ, বাগেশ্রী, দরবারিতে ।
    এক কথায় এ হল কলকাতা গান ।
    আর এই কলকাতা গানের সঙ্গে জড়িয়ে আছেন অগণিত গায়ক ও গায়িকা । অর্থাৎ যাঁদের গান শুনে আমরা জাগি এবং যাঁদের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি রাতে ।
    এমন কিছু শিল্পীদের নিয়ে আমাদের কলকাতা গান নিবেদন । সেই শিল্পীদের সাক্ষ্মাৎকার বলুন, গান বলুন, কিম্বা শুধুই উপস্থিতি আমরা তুলে রেখেছি এই কলকাতা গানের প্রতি পর্বে ।
    কলকাতা গানের দশম পর্বে আমরা কথা বলব মৃণাল চক্রবর্তীর সঙ্গে । 'ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালে থৈ থৈ বন্যা নাচেরে' র গায়ক মৃণাল চক্রবর্তী সেই স্বর্ণযুগেরই শিল্পী যখন একটি গানের পিছনে একজন গীতিকার, একজন সুরকার এবং একজন গায়ক বা গায়িকা দিনের পর দিন পরিশ্রম করে একটি স্বর্ণিল ফসল উদ্ধার করতেন । মৃণালবাবুর ক্ষেত্রে সুরকার ও গায়ক প্রায়শই হতেন একইজন । মৃণালবাবু নিজেই । ওঁর এক সেরা নিবেদন, যা বাঙালি কোনদিন ভুলবেনা, যে নিবেদন 'কলকাতা গান'এর আসরেও তিনি শুনিয়েছেন সেই গান -- কথা দাও ভুলবে না, আমি তো ভুলব না । এ'গানে যে অভিমান ব্যক্ত হয়েছে শিল্পীর তার কী কোনোই কারণ ছিল ? মৃণাল চক্রবর্তীকে আমরা চিরকাল কথা দিয়েছি ভুলব না এবং তিনি চলে যাওয়ার পরেও তাঁকে আমরা ভুলিনি ।
    এভাবেই কথা ও গানে এক অভিনব নৈবেদ্য কলকাতা গান ।
    আকাশবাংলা

Комментарии • 56

  • @bharatpathik9036
    @bharatpathik9036 4 года назад +17

    তখন মরিয়া হয়ে মরীচিকার পিছনে ছুটেছি, অনেক কিছু পাওয়ার আশায়। জানতেও পারিনি, কি কি হারালাম। আজ এই শিল্পীদের বিনয়, সরলতা, অল্পেতেই খুশি হওয়ার শিক্ষা দেখে মনে হয় এই যান্ত্রিক জীবন নয় ফেলে আসা সেই সরল দিন গুলোই ভালো ছিল।

  • @jabinchowdhury951
    @jabinchowdhury951 Год назад +4

    কি বললে যে এমন শিল্পীর যথাযথ তারিফ করা যায়, জানা নেই! কি সব দারুণ গান গেয়েছেন ! মোটামুটি একই সময়ে এমন সব প্রতিভাবান শিল্পীরা যে গানের জগতে এসে পড়েছিলেন যার কারণে অনেকেই হয়তো তাদের পুরোপুরি মর্যাদাটুকু পাননি। কিন্তু তারপরও কী ভোলা যায় -“ ঠুংঠাং ঠুংঠাং চুড়ির তালে”, “কেন জানিনা যে শুধু”, “ও রঙ্গিলা পাখি “, “সে এক পাহাড়ী বাংলো থেকে” - এমন সব অবিস্মঋণীয় গান?

  • @sandipchattopadhyay3338
    @sandipchattopadhyay3338 3 года назад +14

    উনি স্বর্ণকণ্ঠ শিল্পী। এমন কণ্ঠ প্রায় বিরল সংগীতজগতে।এমন মাদকতাময় কণ্ঠস্বর এই প্রজন্মের খুব অল্প মানুষই জানেন। এটা সর্বকালের সংগীতপ্রেমীদের বেদনা।

  • @saifulislamkhokon1614
    @saifulislamkhokon1614 2 года назад +3

    উনারা চলে গিয়েছেন।আমাদের যেতে হবে ; তবে মন ভরেছে এই ভেবে এই মহান শিল্পীর গান ও কথা শুনেছি শ্রদ্ধাভরে।❤ 🙏 👌!!!

  • @tapasmukhopadhyay4329
    @tapasmukhopadhyay4329 3 года назад +5

    দেখতে দেখতে চোখে জল এসে যায়। এ'রকম অসাধারণ শিল্পীকে আমরা সেইভাবে মর্যাদা দিলাম না। প্রণাম জানাই শ্রদ্ধেয় মৃণাল চক্রবর্তীকে। 🙏🙏

  • @manjulasarkar956
    @manjulasarkar956 Год назад +1

    Thanks for presenting the interview with such an artist with a very sweet voice

  • @pradipbanerjee8705
    @pradipbanerjee8705 3 года назад +4

    চোখে জল এসে গেল। মরে যাওয়ার আগে এই গান শুনতে শুনতে চলে যাই।

  • @anikr4978
    @anikr4978 Год назад +3

    আজকের দিনের অনেক হেঁজিপেঁজি শিল্পী যে মর্যাদা পেয়েছেন বা পান উনি তার ছিটেফোঁটাও পাননি। স্বর্ন যুগের স্বর্নকন্ঠী শিল্পী!!!

  • @abboral
    @abboral 3 года назад +2

    Bahu din por Tomar madhur gaan sunlam Mrinalda
    Asadharan voice ..simple yet heart touching ..

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 3 года назад +2

    এত দরাজ, সুরেলা কণ্ঠ, সব সেদিনের মনে হয়, কোথায় সব হারিয়ে গেল।

  • @bharatichatterjee7360
    @bharatichatterjee7360 Год назад +2

    Osadharon songit silpi binomro srodhya

  • @kstaladhi8449
    @kstaladhi8449 7 месяцев назад +1

    Subarna yuger pranamya shilpi k pronam janai. Atiter surela jagat aj ker dine boro malin lage. Bhasha r karkash music kothao surela prakriti k grash korche. Jodio sarbatra prajoyo noi.agami ashaya railam.

  • @pranergan6276
    @pranergan6276 3 года назад +3

    অসাধারণ শিল্পী ❤️

  • @vachua
    @vachua 3 года назад +3

    What an artist! I feel so fortunate to experience these! Do not know who has the heart to dislike a gem like this!

  • @ajaytalgeri133
    @ajaytalgeri133 4 года назад +2

    My saashshtang pranams. These are all legends. So fortunate to hear & experience their experiences & expressions. Pranams.

  • @tumpabiswas6672
    @tumpabiswas6672 2 года назад +2

    Great singer

  • @somnathdutta8736
    @somnathdutta8736 2 года назад +2

    Jemon.gola..temoni.gaan.sobar.upore..ek.osamanyomarjito.bhadrolok...prankhola..dilkhola..ojatoshatru...enake..bhola.jai.....

  • @surojitdas3295
    @surojitdas3295 5 лет назад +4

    অসাধারণ

  • @paramanandachattaraj8757
    @paramanandachattaraj8757 4 года назад +2

    খুব সুন্দর, বিশেষ অনুরোধ থাকছে বীরভূম জেলা লাভপুর কার্তিক দাস বাউল এর নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ।

  • @debanjaan-theenglishteache2324
    @debanjaan-theenglishteache2324 5 лет назад +3

    Amar pronam apnake Sri Mrinal babu....

  • @chaitidutta2975
    @chaitidutta2975 3 месяца назад

    ভালো লেগেছে 👍👌

  • @kmoobin
    @kmoobin 2 года назад +3

    It is very sad he is underrated singer.

  • @pritimaymajumdar9626
    @pritimaymajumdar9626 2 года назад +1

    Osadharon sur chilo golay

  • @Bangaliloner
    @Bangaliloner 3 года назад +3

    Pure gold

  • @sucharitabhattacharya8169
    @sucharitabhattacharya8169 6 лет назад +3

    Khub bhalo laglo

  • @subhramahanty9832
    @subhramahanty9832 3 года назад +1

    Khub bhalo laglo .

  • @NasrinSultana-kl8uh
    @NasrinSultana-kl8uh Год назад +1

    প্রণাম

  • @كازيبنجلا
    @كازيبنجلا 4 года назад +2

    বাঃ কি দারুণ কণ্ঠস্বর এই বয়সে ।

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 2 года назад +2

    Ki apurba ki apurba ki apurba. Namaskar sir namaskar.

  • @dr.aparnachaturvedi.preeta9368
    @dr.aparnachaturvedi.preeta9368 3 года назад +1

    मृणाल चक्रवर्ती जी की आवाज़ बहुत ही भावपूर्ण है।
    क्या इनके गीत बंगाल के सुप्रसिद्ध नायक, अभिनेता उत्तम कुमार के लिए भी प्ले बैक किया है?

  • @reforcesign2778
    @reforcesign2778 2 года назад +1

    এসব শুনলে, দেখলে মহাজ্ঞান আসে। আমার তেমনটাই মনে হচ্ছে। আহা!

  • @himalaymir8485
    @himalaymir8485 3 года назад +1

    কোনো দিনও ভুলবো না .........

  • @jagabandhumukherjee8397
    @jagabandhumukherjee8397 4 года назад +1

    আমার অন্যতম প্রিয় শিল্পী

  • @dollghosh8290
    @dollghosh8290 3 года назад +1

    My favarite singer

  • @meghlamaye1653
    @meghlamaye1653 3 года назад +2

    আহারে! সেই স্বর্ণযুগ আর কি ফিরে আসবে? মহান এই ব্যক্তিত্বদের জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়।

  • @moumitadaspuja1745
    @moumitadaspuja1745 7 лет назад +4

    fantastic

  • @swapanbakshi3648
    @swapanbakshi3648 Год назад +2

    এনারা কন্ঠ ভোলার নয়।🙏🙏🙏🙏🙏🙏

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 3 года назад +1

    এত প্রতিভাবান শিল্পী, তখন এক ঝাঁক প্রতিভার মধ্যেও কিন্তু স্বকীয়তা বজায় রাখতে পেরেছিলেন। এত দরদ আর কোথায়।

  • @sourishghosh9720
    @sourishghosh9720 3 года назад +2

    ❤️❤️❤️❤️❤️কি গলা

  • @kolkatagaan2007
    @kolkatagaan2007  10 лет назад +4

    Kolkata Gaan, a unique experience for us, opened a new horizon of understandings towards the musical lineage of this city of Kolkata. In the year 2008 we decided that we must re-explore the yesteryears’ doyens of Kolkata music mostly oblivious to the common man. So the journey began and we met some fantastic souls, rediscovered the tradition and got plunged into heartwarming stories of this musical city and personal triumphs. It was an eye opener indeed, to us and for the audiences who shared the view. From Bengali Old Modern Songs to Folks, Film Songs to Classical we were fascinated with the vibgyor of this forgotten treasures, and we can still remember the last words of Great Biman Mukhopadhyay…” you should have come little earlier …I am very old now.” We nodded with agreement but still believe that it was better late than never. We at least have the last interviews of some of these legends which we consider as our most valuable possession of life. Thank you all, our solemn veneration to Late Sri Ramkumar Chattopadhyay, Late Smt Dipali Naag, Late Sri Biman Mukhopadhay, Late Smt Meera Bandopadhyay, Late Sri Mrinal Chakroborty , Late Smt Alpana Bandopadhyay & Late Smt Nilima Bandopadhyay.

  • @triptichakraborty8942
    @triptichakraborty8942 6 лет назад +4

    ki misti ! ki misti !

  • @alokekumarghosh2992
    @alokekumarghosh2992 2 года назад +2

    Atulaniya kanthaswar,asadharan pratibha.

  • @somnathdutta8736
    @somnathdutta8736 2 года назад +2

    Mrinal..chakroborty..ra..na.bhulte.parar.desher..manush...

  • @ashokekumarroy2199
    @ashokekumarroy2199 Год назад +2

    এই সব গান ভোলার নয়। গুনী শিল্পী ছিলেন।

  • @somnathbanerjee2534
    @somnathbanerjee2534 2 года назад +1

    অন্তরের বিনম্র শ্রদ্ধা অঞ্জলি

  • @jaydipbiswas4387
    @jaydipbiswas4387 6 лет назад +4

    Ei interview kobe nagad newa hoyechhilo ?

    • @kolkatagaan2007
      @kolkatagaan2007  6 лет назад +2

      ei interview-ti 2008 sale neoya... dekhar jonyo dhonyobad

  • @kousikroy9189
    @kousikroy9189 2 месяца назад

    Dhanjanjay bhattacharya er khub influence chilo onar sangeet life a

  • @chandrimachatterjee8897
    @chandrimachatterjee8897 4 года назад +1

    🙏🙏🙏🙏

  • @sunilkar01
    @sunilkar01 3 года назад +1

    কথা দিলাম ভুলবো না

  • @jababhattacharjee8808
    @jababhattacharjee8808 3 месяца назад +2

    Purono Diner Kolkata kato Sundor chilo,CPM AR TMC Mile 😂 Nasto korlo, Cholbe na ,Manchi na,ar Namaz ,Epang Opang Jhapang Sab janta Mahila😮

  • @BdR7505
    @BdR7505 3 года назад +2

    Uni ki aache ekono

    • @rajmukherjee2796
      @rajmukherjee2796 16 дней назад

      না স্যার, তখনই কত বয়স, এখন আর থাকেন?
      উনি ২০১১ সালে মারা গেছেন।

  • @nurulislam7701
    @nurulislam7701 4 года назад +2

    Atulaniya