ছোটবেলায় শারদীয়া পূজোর আগে যখন HMV র গানের বই বের হত তখন শ্রদ্ধেয় শিল্পীর ছবি সহ গানের কথা গুলি দেখতাম। আর এখন নিজের বৃদ্ধ বয়সে সেই শিল্পীর গান গুলি শুনছি।
@@imamhasan9466 সত্যিই বাড়িতে গান শোনার কোনও উপকরণ ছিল না। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভাল ছিল না। যেহেতু গান ভাল বাসতাম তাই বাবা প্রতি বছর এই বই টা কিনে দিতেন। এতে আপনার অবাক হওয়ার মত কোনও ব্যাপার তো আমি অন্তত বুঝতে পারলাম না।
@@tapaskumargoswami1688 আমি আপনাকে আঘাত বা অপমান করতে চাইনি। অবাক হয়েছি এই কারণে যে রেকর্ড প্লেয়ার বা রেকর্ড কেনার সামর্থ্য হয়তো তখন অনেকেরই ছিলনা কিন্তু রেডিও তো অ্যাফোরডেবল ছিল। আমি এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলে রেডিও মারফত অনুরোধের আসরের তুমুল জনপ্রিয়তা দেখেছি।
প্রথমেই আমি HMV অধুনা সারেগামা সংস্থাকে ধন্যবাদ জানাই কারন যৌবনকাল পেরিয়ে বার্ধক্যে এসে এইসব মহান শিল্পীর গানের মালা বিগত দিনের স্মৃতি মনকে যে কি আনন্দ ও শান্তি প্রদান করে এককথায় ভাষায় প্রকাশ সম্ভব নয়। এইভাবেই পুরানো প্রজন্মের সকল সুরের পূজারীরা সসন্মানে আমাদের মধ্যে থাকুন।
মৃণাল চক্রবর্তী র কন্ঠ আমাকে স্বপ্নের জগতে নিয়ে যায়। তাঁর গান শুনতে শুনতে কৈশোরে রোমান্টিক হয়ে উঠতো মন। মনে মনে কোন অজানা প্রেমিকের জন্য আবেগ সাজাতাম।আহা! ঈশ্বর প্রদত্ত কন্ঠ।
আমার আর একজন প্রিয় শিল্পী।এর গানো আমি খুব ভালো বাসি।আমাদের জেলায় টেকটাইল কলেজে এসেছিলেন।। আমি দেখেছি ও গান মন দিয়ে শুনেছি ওখুব ভালো লেগেছিল । ভক্তিপূর্ণ প্রনাম জানাই ।।
শৈশবে এক বড় বোনের কন্ঠে শোনা- যমুনা কিনারে শাহজাহানের স্বপ্ন হল এবং যৌবনে বন্ধুর কন্ঠে শোনা - খোলা জানালার ধারে, আজও আনমনা উতল করে আমাকে। আর ফিরে আসবেনা সেই স্বপ্নিল জীবন।
Ikram Ullah Chowdhury - Lake Louise, Top of the majestic Rocky Mountain, Banff National Park, Alberta , Canada. So amazing beautiful unforgettable songs ! Lyrics, melody, music, techniques, language, history & culture is so vast & vivid in these songs. Mrinal Chakraborty is a genius Singer & Musician in Bengali Indian culture. He has taken Bengali music to a new horizon with a monumental transcending human emotions. His songs are so heart rendering & leaves a very powerful message of Love, Friendship & Humanity. I simply feel so happy when I listen to these beautiful songs. I can not hold my tears of joy & melancholy, when I am listening to these songs. His songs are Evergreen, super fresh & full of life, as if they are brand new in the December, 2019 ! Mrinal Chakraborty had the great power to compose our life & feelings into music for the great ancient Bengali Civilization. His songs are simply Universally beautiful. These songs are so loving & so caring, It reminds of my Bangladesh Indian roots & heritage. Reminds me of my lost culture, my people, my village & my country. And, it gets embedded in our hearts & minds forever. These songs inspire me to become young, strong & loving. We all miss our great Bengali Singer & Musician Mrinal Chakraborty deeply. He was a great loving soul of India. Thank You - Mrinal Chakraborty for your unforgettable Evergreen splendid captivating beautiful songs. God bless him in heaven.
আকাশবাণী কীরকম শিল্পীদের বেঞ্চমার্কিং করেছিল; মৃণাল, ধনঞ্জয়, অখিলবন্ধু, শ্যামল প্রভৃতি শিল্পীদের গান আধঘন্টার স্লটে মাঝের দিকে বাজবে আর বোম্বের শিল্পীদের গান অনুষ্ঠানের শেষে!
এটা ঠিক নয়। আমি নিয়মিত অনুরোধের আসর শুনেছি। হ্যা, শেষের দিকে সাধারনত মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় , সন্ধ্যা মুখোপাধ্যায় এরাই থাকতেন। বোম্বেত তখন হেমন্ত , মান্না, গীতা দত্তরা দাপটের সাথে গান করতেন । কিশোর কুমার আগে বোম্বেতে গান করলেও ' আরাধনা' র পরে উঠে এসেছেন । তারপর বাংলা গানে আসেন । যদিও আগে লুকোচুরি , শেষ থেকে শুরু ও আরও দু'একটি চলচ্চিত্রে গান করেছিলেন। পরে যা গেয়েছেন চলচ্চিত্রের গানই বেশী । আর অনুরোধের আসরে ছায়াছবির গান বাজানো হত না। তালাত মাহমুদ এবং লতা মঙ্গেশকরও থাকতেন। কিন্তু এরা বাংলায় এত জনপ্রিয় ছিল যে এরা বাংলার ঘরের শিল্পী বলেই মনে হত ।তখন বোম্বেতে বাঙ্গালী কন্ঠশিল্পী শুধু নয় বাঙ্গালী সুরকারদেরও দাপট ছিল। ফলে অনেক বাঙ্গালী শিল্পী সূযোগ পেয়েছিলেন। ' আস কা পঞ্ছি ' ছবিতে সুবীর সেনের কন্ঠে এবং রাজেন্দ্র কুমার গেয়েছিলেন ' দিল মেরা এক আশ কা পঞ্ছি ' । দেবানন্দের ' মায়া ' ছবিতে দ্বিজেন মুখোপাধ্যায় গেয়েছিলেন ' এ্যায় দিল কাহা তেরা মঞ্জিল '। গানগুলি হিট করেছিল । কিন্তু দুজনেরই হেমন্তের গলার সঙ্গে মিল থাকায় বেশী দূর যেতে পারেননি। কারণ হেমন্ত আগেই প্রতিষ্ঠিত ছিলেন । আরতি মুখোপাধ্যায় বেশ কয়েকটি ছায়াছবিতে গান গেয়েছিলেন। ' নদীয়া কে পার ' ছবিতে ' শ্যাম তেরা বনসী পুকারে রাধা নাম ' গানটি জনপ্রিয়তা পেয়েছিল । এছাড়া সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, উৎপলা সেনে সবাই একটি , দুটি ছবিতে গেয়েছেন তবে সাফল্য পাননি । এতৎসত্ত্বেও শেষের গান দুটি প্রায়শই হেমন্ত ও সন্ধ্যা থাকত । মৃনাল চক্রবর্তীরা মাঝামাঝি জায়গায় থাকতেন রবিবারের অনুরোধের আসরে । শনিবারে ' গীতিকা ' বলে একটা অনুষ্ঠান হত বেলা দু'টার সময় । সেখানে একই শিল্পীর গানই আধ ঘন্টা ধরে বাজান হ'ত । আর বৃহষ্পতিবার রাত সাড়ে নয়টায় ছায়াছবির গান হত । বোম্বের পুরুষ কন্ঠ বলতে রফি, মুকেশ , কিশোর , হেমন্ত , মান্না । প্রথম দিকে রফি সাহেবে চারটি মাত্র গান ছিল । মুকেশের দুটি । অবশ্য ' সরি ম্যাডাম ' নামে একটি সিনেমায়ও গেয়েছিলেন। কিন্তু দুজনেরই বাংলা উচ্চারণে ত্রুটি ছিল। তাদের গান খুব একটা বাজতনা । সুতরাং আপনার অভিযোগ সঠিক মনে হয় না ।
Amazing Sansar Dil Chhu liya aapki gana mein aur aap ke gane ki award Nahin a Raha ab ki itni acchi voice Ne aapko Charan Sparsh Karte Hain Ham ki aapane itni acchi what Di Hai is gane Mein itni acchi voice aapki aur Hamare bhi aur ham Logon ki pura India ki aur voladki bahut acchi Shiksha mil rahi hai aapki ganon se Hamen Khushi Hui I am happy ki aap itna achha gana ga rahe hain aur ham Logon Ko Suna rahi hai you are very world best voice and song and award Dil Chhu liya
bazlur Thank you for your valuable comment. We are glad that you liked this Video. Keep watching and Subscribe to our channel for latest Videos ..!! :)
Pradip Ghosh দুঃখ থেকে গানের মাধ্যমেই মানুষ আনন্দ খোঁজে। এই মর্মার্থের জন্য লাইক করেছি। এই রকম মহান শিল্পীদের কিন্তু বাস্তবিক অর্থে ভুলে গেছি। আর আমাদের নাগালের মধ্যে এই মহান শিল্পীকে পাওয়ার জন্য ইউ টিউব সংস্থা কে ধন্যবাদ জানাই।
Ridoy choya gaan..j Gan shunle ridoy gungun kore othe, haat payer pata tal dite shuru kore setai asol gaan. Ami sob comments porlam, sobai amar moto senior citizens..amra lucky eisob gaan amader juger. Ekhon kothay bhalo lyricist kothay bhalo surokar j bhalo gaan hobe..Sudhu instrumental support diye ki gaan bhalo hoi.
বাংলা গানের উত্তরণের পথে, যে সব গুণীজনের অবদান সবসময় মন পড়ে, শ্রদ্ধেয় মৃণাল চক্রবর্তী সেইরকম এক শিল্পী । এক শিহরণ জাগানো romantic voice'র অধিকারী ।
Deep romanticism underlies in every song of golden aoge sung by Mrinal Chakraborty.
Down the memory lane... remembering School days .... Blessed to listen such songs ঐশ্বরিক অনুভূতির স্বাদ মৃণাল বাবুর কণ্ঠ ❤❤
এত দরদ, জোয়ারী আর সুর তাঁর জাত চেনায়, সেই সময়ের এক ঝাঁক নক্ষত্রের একজন, সশ্রদ্ধ প্রণাম।
You tube চ্যানেল আছে বলেই
সেইসময়ের স্বনামধন্য গায়ক গায়িকার গান শুনতে পাই ৷
YOU TUBE 👌
অসাধারণ গায়কি ঢং! সুমধুর কন্ঠস্বর ভালো লাগার মত ।
ছোটবেলায় শারদীয়া পূজোর আগে যখন HMV র গানের বই বের হত তখন শ্রদ্ধেয় শিল্পীর ছবি সহ গানের কথা গুলি দেখতাম। আর এখন নিজের বৃদ্ধ বয়সে সেই শিল্পীর গান গুলি শুনছি।
কেন গানগুলো শুধু পড়তেন? শোনার উপায়, উপকরণ কিছু ছিলনা? বেশ অবাক হওয়ার মতো ব্যাপার।
@@imamhasan9466 সত্যিই বাড়িতে গান শোনার কোনও উপকরণ ছিল না। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভাল ছিল না। যেহেতু গান ভাল বাসতাম তাই বাবা প্রতি বছর এই বই টা কিনে দিতেন। এতে আপনার অবাক হওয়ার মত কোনও ব্যাপার তো আমি অন্তত বুঝতে পারলাম না।
@@tapaskumargoswami1688 আমি আপনাকে আঘাত বা অপমান করতে চাইনি। অবাক হয়েছি এই কারণে যে রেকর্ড প্লেয়ার বা রেকর্ড কেনার সামর্থ্য হয়তো তখন অনেকেরই ছিলনা কিন্তু রেডিও তো অ্যাফোরডেবল ছিল। আমি এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলে রেডিও মারফত অনুরোধের আসরের তুমুল জনপ্রিয়তা দেখেছি।
Songs are really wonderful ! It is very nice and beautiful . Worth listening again and again !
প্রথমেই আমি HMV অধুনা সারেগামা সংস্থাকে ধন্যবাদ জানাই কারন যৌবনকাল পেরিয়ে বার্ধক্যে এসে এইসব মহান শিল্পীর গানের মালা বিগত দিনের স্মৃতি মনকে যে কি আনন্দ ও শান্তি প্রদান করে এককথায় ভাষায় প্রকাশ সম্ভব নয়।
এইভাবেই পুরানো প্রজন্মের সকল সুরের পূজারীরা সসন্মানে আমাদের মধ্যে থাকুন।
অপূর্ব সুন্দর কথ ও সুন্দর সুরলহরী যা চিরদিনের । ধন্যবাদ সবাইকে।
Such beautiful soul stirring songs❤
ভেলভেটের মতো রেশমী স্বর। হৃদয় ছোঁয়া সুর । তেমনি সুন্দর কথা। এক কথায় অনবদ্য।
A talented artiste of Golden Era of Bengali modern songs!
Mrinal Chakraborty is honored all the time for his great contribution in the Ocean of Bangla Modern Song .
Pat hnirjan chalanaakha n
গান শুনতে শুনতে চোখে জল আসে, কতো বছর পিছনে ফেলে এলাম😌
I AGREE WITH U
হাফ প্যান্ট পড়া জীবনের সেই ছোট্ট Transistor Radio আর এই গান বড় Nostalgic.
মৃণাল চক্রবর্তী র কন্ঠ আমাকে স্বপ্নের জগতে নিয়ে যায়। তাঁর গান শুনতে শুনতে কৈশোরে রোমান্টিক হয়ে উঠতো মন। মনে মনে কোন অজানা প্রেমিকের জন্য আবেগ সাজাতাম।আহা! ঈশ্বর প্রদত্ত কন্ঠ।
TUMI KI SAI
আমার পছন্দের এক অন্যতম গায়ক। ওনার গান শুনলে মোহিত হয়ে যাই।অতীতে হারিয়ে যাই।
আমার আর একজন প্রিয় শিল্পী।এর গানো আমি খুব ভালো বাসি।আমাদের জেলায় টেকটাইল কলেজে এসেছিলেন।। আমি দেখেছি ও গান মন দিয়ে শুনেছি ওখুব ভালো লেগেছিল । ভক্তিপূর্ণ প্রনাম জানাই ।।
গানের কথা গুলো এত সুন্দর কিভাবে হয়!!!♥️♥️
SATTI
Setai vabi sange sur o, jeno ak a aporer poripurak, great
Golden voice, golden music, golden composition.
Oshadharan artist 🙏, onar sangit jagat a pratista payer khetra Dhanjanjay bhattacharya obodhan anek
Amar bhison priyo ekjon Shilpi, Oshadharon sundor shob gan .
Mon kemon kora gan. ♥ Nostalgic hoye pori .
Brings back childhood memories. Did not appreciate the song as much as I do today.
Thanks saregama for good uploads.
মনে রাখার মতো গানের পসরা ।
Swapan Dasgupta. চিরদিন মনে রাখার মতো গান ।
One of the Jems of our time. Today Bengali music industry hv forgotten them
শৈশবে এক বড় বোনের কন্ঠে শোনা- যমুনা কিনারে শাহজাহানের স্বপ্ন হল এবং যৌবনে বন্ধুর কন্ঠে
শোনা - খোলা জানালার ধারে, আজও আনমনা উতল করে আমাকে। আর ফিরে আসবেনা সেই স্বপ্নিল জীবন।
Kii j valo lage.sotti harie felechi mon.💖💖💖
চির সবুজের গান
চির চেনা সুর
যাওনা যাবে যত দূর
তবুনা ভুলিবে বাংঙালী
তোদের সুর চির অম্লান
হে সুরেরা সরে যেওনা
সর্গময় বাংলা মায়ের মায়া
চেড়ে।
I don't find words to praise the songs. Beautiful!
Ikram Ullah Chowdhury - Lake Louise, Top of the majestic Rocky Mountain, Banff National Park, Alberta , Canada.
So amazing beautiful unforgettable songs ! Lyrics, melody, music, techniques, language, history & culture is so vast & vivid in these songs. Mrinal Chakraborty is a genius Singer & Musician in Bengali Indian culture. He has taken Bengali music to a new horizon with a monumental transcending human emotions.
His songs are so heart rendering & leaves a very powerful message of Love, Friendship & Humanity. I simply feel so happy when I listen to these beautiful songs. I can not hold my tears of joy & melancholy, when I am listening to these songs. His songs are Evergreen, super fresh & full of life, as if they are brand new in the December, 2019 ! Mrinal Chakraborty had the great power to compose our life & feelings into music for the great ancient Bengali Civilization.
His songs are simply Universally beautiful. These songs are so loving & so caring, It reminds of my Bangladesh Indian roots & heritage. Reminds me of my lost culture, my people, my village & my country. And, it gets embedded in our hearts & minds forever. These songs inspire me to become young, strong & loving.
We all miss our great Bengali Singer & Musician Mrinal Chakraborty deeply. He was a great loving soul of India. Thank You - Mrinal Chakraborty for your unforgettable Evergreen splendid captivating beautiful songs.
God bless him in heaven.
Unforgettable beautiful songs - want to hear again and again.
EK DOM TIK
Sensational songs of my young ages bring back nostalgia and a deep sigh for those colourful days.
1ঁঁঁঁকঁঁঁঁঁঁ
only word “ unparalleled “.
Flash of my youth time that will never be replayed-memory of past is always gold treasure.
Hariye phelechi Mon ganta bhishon nostalgic
Simple and elegant .
রেডিও আর ছোটবেলার কথা মনে পড়ে এসব গান শুনলে
Good to listen. Good voice. Some are so nostalgic.
Pradeep Auddy
Ki Sunder Gan Dhanyabad.
abar purono dine harie jaoa sei misti voice
I like this singer
এই শিল্পী অনেক পরিশ্রম করে, অনেক adversities মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। শুনেছি একজন প্ৰখ্যাত সংগীতকার ওনাকে দিয়ে কোনো গান গাওয়াতে চাননি
আকাশবাণী কীরকম শিল্পীদের বেঞ্চমার্কিং করেছিল; মৃণাল, ধনঞ্জয়, অখিলবন্ধু, শ্যামল প্রভৃতি শিল্পীদের গান আধঘন্টার স্লটে মাঝের দিকে বাজবে আর বোম্বের শিল্পীদের গান অনুষ্ঠানের শেষে!
এটা ঠিক নয়। আমি নিয়মিত অনুরোধের আসর শুনেছি। হ্যা, শেষের দিকে সাধারনত মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় , সন্ধ্যা মুখোপাধ্যায় এরাই থাকতেন। বোম্বেত তখন হেমন্ত , মান্না, গীতা দত্তরা দাপটের সাথে গান করতেন । কিশোর কুমার আগে বোম্বেতে গান করলেও ' আরাধনা' র পরে উঠে এসেছেন । তারপর বাংলা গানে আসেন । যদিও আগে লুকোচুরি , শেষ থেকে শুরু ও আরও দু'একটি চলচ্চিত্রে গান করেছিলেন। পরে যা গেয়েছেন চলচ্চিত্রের গানই বেশী । আর অনুরোধের আসরে ছায়াছবির গান বাজানো হত না। তালাত মাহমুদ এবং লতা মঙ্গেশকরও থাকতেন। কিন্তু এরা বাংলায় এত জনপ্রিয় ছিল যে এরা বাংলার ঘরের শিল্পী বলেই মনে হত ।তখন বোম্বেতে বাঙ্গালী কন্ঠশিল্পী শুধু নয় বাঙ্গালী সুরকারদেরও দাপট ছিল। ফলে অনেক বাঙ্গালী শিল্পী সূযোগ পেয়েছিলেন। ' আস কা পঞ্ছি ' ছবিতে সুবীর সেনের কন্ঠে এবং রাজেন্দ্র কুমার গেয়েছিলেন ' দিল মেরা এক আশ কা পঞ্ছি ' । দেবানন্দের ' মায়া ' ছবিতে দ্বিজেন মুখোপাধ্যায় গেয়েছিলেন ' এ্যায় দিল কাহা তেরা মঞ্জিল '। গানগুলি হিট করেছিল । কিন্তু দুজনেরই হেমন্তের গলার সঙ্গে মিল থাকায় বেশী দূর যেতে পারেননি। কারণ হেমন্ত আগেই প্রতিষ্ঠিত ছিলেন । আরতি মুখোপাধ্যায় বেশ কয়েকটি ছায়াছবিতে গান গেয়েছিলেন। ' নদীয়া কে পার ' ছবিতে ' শ্যাম তেরা বনসী পুকারে রাধা নাম ' গানটি জনপ্রিয়তা পেয়েছিল । এছাড়া সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, উৎপলা সেনে সবাই একটি , দুটি ছবিতে গেয়েছেন তবে সাফল্য পাননি । এতৎসত্ত্বেও শেষের গান দুটি প্রায়শই হেমন্ত ও সন্ধ্যা থাকত । মৃনাল চক্রবর্তীরা মাঝামাঝি জায়গায় থাকতেন রবিবারের অনুরোধের আসরে । শনিবারে ' গীতিকা ' বলে একটা অনুষ্ঠান হত বেলা দু'টার সময় । সেখানে একই শিল্পীর গানই আধ ঘন্টা ধরে বাজান হ'ত । আর বৃহষ্পতিবার রাত সাড়ে নয়টায় ছায়াছবির গান হত । বোম্বের পুরুষ কন্ঠ বলতে রফি, মুকেশ , কিশোর , হেমন্ত , মান্না । প্রথম দিকে রফি সাহেবে চারটি মাত্র গান ছিল । মুকেশের দুটি । অবশ্য ' সরি ম্যাডাম ' নামে একটি সিনেমায়ও গেয়েছিলেন। কিন্তু দুজনেরই বাংলা উচ্চারণে ত্রুটি ছিল। তাদের গান খুব একটা বাজতনা । সুতরাং আপনার অভিযোগ সঠিক মনে হয় না ।
Fortis o fifties decades Dhanjanjay Bhattacharya,'s song Radio te beshi shono jeto
All the songs call my childhood.
Gaan gulo khubi bhalo lagche 👍👍
The great singer of Bengal.
Mrinal ek kothae onbodho amar thakbe spsto ucharon and doraj konthoer jonno
One of my favorite singer and songs
Mrinal chakraborty one of my favourite singer.
Mrinal chakrabarty is as memorable as his lovable songs.
A versatile talent.
এত রোমান্টিক গান আর কোন শিল্পীর গলায় শুনিনি।
বাংলা সঙ্গীতের দিকপাল শিল্পীকুলের অন্যতম।
Amazing Sansar Dil Chhu liya aapki gana mein aur aap ke gane ki award Nahin a Raha ab ki itni acchi voice Ne aapko Charan Sparsh Karte Hain Ham ki aapane itni acchi what Di Hai is gane Mein itni acchi voice aapki aur Hamare bhi aur ham Logon ki pura India ki aur voladki bahut acchi Shiksha mil rahi hai aapki ganon se Hamen Khushi Hui I am happy ki aap itna achha gana ga rahe hain aur ham Logon Ko Suna rahi hai you are very world best voice and song and award Dil Chhu liya
ভাষা হারিয়ে ফেলেছি পরশঙসা কপাল।
One of my favourite singers. Really feeling nostalgic. Great melodies and voice which we really miss today.
Amar priyo shilpir priyo gan abar hridoy vore sunlam
Mone pare shei dingulo !
I just love all these romantic song
Recalling old childhood days which will never come. Till my death I Will never forget.
mon vore Jay.purono dine fhire jai.
VERY MELODY SOUND AND MUSIC
Very nice melody.
আমি তার একজন ভক্ত
PRONAM PRONAM PRONAM.
ওহ দরুন গান
Great romantic song
Bhison sundar sab gan
Apratim
❤❤❤🙏🙏🙏
aha mon vorey galoo
Jara ei game like kare na tara sangit bole kichui janena
Bah.!
Remember my yong ages & my joys know s bound.
one of fav singer. so sweet voice
bazlur Thank you for your valuable comment. We are glad that you liked this
Video. Keep watching and Subscribe to our channel for latest Videos
..!! :)
Saregama Bengali amar chotobelay fireye niye jay sei anrodher asor ro anek kichu.. .
Kano janina je sudhu tomar kothai mone pore - too much melody to make me silent 😱
Wonderful Voice
99
Sweet memories from childhood
Same
@@sreemagupta3019 0Plpp1paàaqpap
@@sreemagupta3019 0Plpp1paàaqpap
Ki anabodyo sob gan.... thanks Saregama
kono katha nay. chokh bandha kore sudhu shunte ichchhe kare.
Sooooo beautiful!
Jai Shri Ram
my most favorite song
Aami Dakchhi apnake Please Phire Aasun,Amon Gaan Apni Chhara K Sonabe?
songs of Mrinal are best for sad minds
Pradip Ghosh দুঃখ থেকে গানের মাধ্যমেই মানুষ আনন্দ খোঁজে। এই মর্মার্থের জন্য লাইক করেছি। এই রকম মহান শিল্পীদের কিন্তু বাস্তবিক অর্থে ভুলে গেছি। আর আমাদের নাগালের মধ্যে এই মহান শিল্পীকে পাওয়ার জন্য ইউ টিউব সংস্থা কে ধন্যবাদ জানাই।
Nostalgic.
A nice soft romantic voice
Phire pawa aanek bhalo laga
( Dacca) , it was,the capital of Bangladesh is Dhaka,
Mugdho hoi protibar.
My very very feverit song
Ridoy choya gaan..j Gan shunle ridoy gungun kore othe, haat payer pata tal dite shuru kore setai asol gaan. Ami sob comments porlam, sobai amar moto senior citizens..amra lucky eisob gaan amader juger. Ekhon kothay bhalo lyricist kothay bhalo surokar j bhalo gaan hobe..Sudhu instrumental support diye ki gaan bhalo hoi.
remake should be made for learning of us
My tribute to the artist in Dainik Statesman dt.28.05.2019.Pl see epaper.
Why did they write ke jeno amay daake on the title?
Loop
নস্টালজিয়া
আঋছ
À FX
i appreciate but this is not sufficient to honour the artist