এই বয়সেও ওনার অন্তরের এবং মুখশ্রীর সৌন্দর্য চোখ ধাঁধানো। অপূর্ব সুন্দর। এত সুন্দর Film career শেষ হওয়া ! Raj Kapoor এর থেকে অফার, সব জলাঞ্জলি শুধু মাত্র শশুর বাড়ির ইচ্ছের জন্য! এরকম কত অভিনেত্রী শেষ হয়ে গেছেন ছিঃ ছিঃ যাইহোক হাসি মুখে উনি বলছেন সব কিছু। হয়তো যাদের জন্য এসব বন্ধ হল তারা কেউ এ জগতে নেই কিন্তু একটা সুন্দর অভিনেত্রীর জীবন শেষ করে তারপর গেল। 😢
অনেক ধন্যবাদ গল্প হলেও সত্যি যে কতবার দেখেছি বলতে গেলে প্রায় একদিন বাদে বাদেই দেখি কিন্তু দেখার সময় ওনার কথা খুব মনে পড়ে ওনাকে দেখানোর জন্য অনেক ধন্যবাদ❤❤❤❤❤❤❤❤
"গল্প হলেও সত্যি" দেখার পর থেকেই, ওনার ব্যাপারে খুব জানতে ইচ্ছা করতে। পার্থবাবুর সাথে ওনার জুটি অনবদ্য ছিলো। উনি অভিনয় জগতে থাকলে আরো অনেক প্রচার পেতেন অভিনেত্রী হিসাবে। অসংখ্য ধন্যবাদ ইটিভি ভারত সংবাদ মাধ্যমকে, এতসুন্দর একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। কৃষ্ণাদেবীর দীর্ঘায়ু কামনা করি।🙏
অসাধারণ অভিনয়। খুব ভালো অভিনেত্রী। উনি যদি অভিনয় জগতে থেকে যেতেন তাহলে আরো অনেক ভালো ছবি আমরা উপহার হিসাবে পেতাম। আর একটা কথা না বললেই নয় সেটা হলো ওনার নম্রতা। সত্যি খুব ভালো লাগলো ইন্টারভিউটি দেখে।
'গল্ল হলেও সত্যি'-র 'কৃষ্ণা'-কে সত্যি সত্যিই আমরা ভুলে গিয়েছিলাম বা উনি আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন । etv-কে অজস্র ধন্যবাদ তাঁকে খুঁজে এনে দেওয়ার জন্য । তবে তাঁর কথা শুনে মনে হলো অভিনয় ছেড়ে দেওয়ার জন্য বা অভিনয় না করতে পারার বঞ্চনায় এখনও তাঁর মনে মৃদু ক্ষোভ আছে যা আজও প্রশমিত হয় নি । কি আর করা যাবে । এটাই তো ছিল তদানীন্তন সমাজব্যবস্থা !
গল্প হলেও সত্যি বইটা বারবার দেখতে ইচ্ছে করে। কৃষ্ণাদি অতুলনীয়া। মহাতীর্থ কালীঘাট বইটাতে ও ওনার অভিনয় অতুলনীয়। আমি তখন খুবই ছোট তবুও খুবই মনে পড়ে বইটার কথা। এখনো বারবার দেখতে ইচ্ছে করে ।আপনি আমার প্রণাম নেবেন। কৃষ্ণাদি আপনি আবার অভিনয় করুন। আমরা দেখে মুগ্ধ হই। মায়ের কৃপায় খুব ভালো থাকবেন। ❤❤
গল্প হলেও সত্যি আমার অত্যন্ত প্রিয় সিনেমার একটি, আজ অবধি ছবিটি অগুণিতবার দেখেছি, ওইসময়ের সাধারণ বাঙালি বড়ো পরিবারের চিত্র খুব সুন্দর হাস্যরস বিনোদনের মধ্য দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সব দিকপাল অভিনেতা অভিনেত্রীরা আর সাথে এই কৃষ্ণা দেবীর সুন্দর অভিনয় খুব ভালো লেগেছিলো
এতো বছর কি করে সরে থাকলেন ভাবতে অবাক লাগে। সংসারে এই সরে থাকার শর্ত মেনে নিয়ে অনেক প্রতিষ্ঠিত মানুষ সরে গেলেন। আপনার ত্যাগ বাংলা র চলচ্চিত্র জগতে ক্ষতি।
ধন্যবাদ, এক টুকরো যুঁই ফুলের সুগন্ধ মাখা আমার প্রথম যৌবনের মধুস্মৃতিকে ক্ষণিকের তরে হলেও ফিরিয়ে দেওয়ার জন্য। একান্নবর্তী পরিবারের বাপ মা মরা অবহেলিতা কন্যা কৃষ্ণাকে কি
আমি কিন্তু আপনাকে এখনও কৃষ্ণা দি বলতেই বেশী পছন্দ করি। ওটা আপনার বিশেষ আইডেন্টিটি। আপনাকে এতদিন পরে দেখে যে কী রকম অনুভুতি হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না দিদি। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ওরকম শান্ত একটা চরিত্রে অভিনয় করে আপনি যে আপামর দর্শক দের হৃদয়ে কতটা জায়গা দখল করে নিয়েছেন তা আপনি নিজেও জানেন না। আমি অসংখ্য বার সিনেমাটা দেখেছি।
উনি যখন নিজেই অভিনয় জগতে পুনরায় ফিরতে রাজী আছেন তাহলে আশা রাখি পরিচালকগন তাঁর প্রতি যোগ্য সম্মান দেখিয়ে কাজের সুযোগ করে দেবেন। দর্শকদের মনে জায়গা করে নেবেন ওনার অভিনয় শৈলী দিয়ে।
দিদি , অসাধারণ প্রতিভাময়ী চলচ্চিত্র অভিনেত্রী। ওনার অভিনয়ের তুলনা নেই। চলচ্চিত্র টিতে উনি অভিনয় করছেন। মনে হয় নি। এরকম অভিনেত্রী আজকের দিনে বিরল। ওনার জন্য আমি গর্ববোধ করি। উনি সুস্থ থাকুন। ভালো থাকুন। ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
বেঁচে থাকা অবস্থায়, এই সমস্ত actor actress দের আরো বেশি করে লাইমলাইটে আনার দরকার। যেমন পথের পাঁচালীর দূর্গার নিউজ দেখানো হল তাঁর মারা যাওয়ার পর। এই সব মূল্যবোধের মানুষ আর দেখতে পাওয়া যাবে না।
গল্প হলেও সত্যি কতবার দেখেছি নিজেই বলতে পারবো না ।সকলের অভিনয় দেখে মনে হয় সিনেমা দেখছি না , চোখের সামনেই হচ্ছে। Etv কে ধন্যবাদ ওনাকে এতো দিন পরে আমাদের কাছে আনলেন সারাটা সিনেমায় কৃষ্ণা, ও কৃষ্ণা ভুলতে পারবো না ।
গল্প হলেও সত্যি কতবার যে দেখেছি আমার প্রিয় সিনেমা।আর স্বর্ন যুগ বলে কথা এই কৃষ্ণা তো খুবই মিষ্টি একটা মুখ শান্ত সৌন্দর্য। আমরা তো তখন ভেবেছিলাম পার্থ কৃষ্ণা জুটি হয়ে গেল আর ও সিনেমা দেখবো এদের কিন্তু কৃষ্ণা কোথায় হারিয়ে গেল আর দেখলাম না তখন তো আর গুগল ইন্টারনেট এসব ছিল না এতো বছর পর ওনাকে দেখে ভালো লাগলো হাসিটা কিন্তু আগের মতই আছে। একটা জিনিষ ভালো লাগলো এরা কতটা নির্লোভ ছিল সংসার করতে এতো সুন্দর কেরিয়ার বিসর্জন দিলেন হয়তো তাই সেই সময়টার নাম স্বর্ণযুগ। মানুষ অভিনেতা অভিনেত্রী রাও অসাধারণ।
দিদি, আমি সালকিয়া জি টি রোডে আপনাদের স্কুল, সম্ভবত "রামকৃষ্ণ সারদা প্রাথমিক বিদ্যালয়ে" প্রথম ও দ্বিতীয় শ্রেনীতে পড়েছি ৬০ এর দশকের প্রথম দিকে। আমার দিদি "দিপ্তী" আপনার বন্ধু ছিল। আজ এতগুলো বছর পরে আপনার কথা শুনে নস্টালজিক হলাম। প্রনাম নেবেন।
খুব কষ্ট holo দেখে..কারণ...আমি জানতাম.. কৃষ্ণা ওরকম ই আছে। একটু ও বড় হয় নি! কৃষ্ণা তখনকার বাঙালী ঘরোয়া ভালো ভদ্র লক্ষী মেয়ে কে represent করে। অনেকেই হয়তো এমন মেয়ে কে খুঁজে বেড়াবে আজকের এগিয়ে যাওয়া দিনে ও।
সংসারের সুখ শান্তির এইটিই গভীর সত্য। সকলে প্রতিষ্ঠিত হবে, সকলে প্রচারের আলোয় আসবে, এতে আর যাই হোক, সংসারে সুখ স্থায়ী হয় না। নীরবে নিঃশব্দে যারা নিজেদের সুখ, আত্ম- প্রচার ত্যাগ করেন , ঔঁনারাই নমস্য। কৃষ্ণা দিদিকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই।
কৃষ্ণা দি আমরা গল্প হলেও সত্যির সেই কিশোরী কে আবার দেখা পাবো এটাই ভাবতেই পারিনা। অনেক স্বর্ণ যুগের অভিনেতা অভিনেত্রীদের মনে পড়ে কিন্তু তাদের কোনো হদিস পরবর্তী কালে পাওয়া যায় না। আপনাকে দিদি দেখতে পেয়ে সত্যিই আমি অভিভূত। প্রনাম নেবেন দিদি 🙏🙏🙏🙏😊
দিদির সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। চলচ্চিত্র,ধারাবাহিক ইত্যাদি নির্মাতাদের কাছে আবেদন জানাই উনাকে অভিনয় জগতে ফিরিয়ে আনার জন্য। আমার ষাট বছরের জীবনে সবচেয়ে বেশী দেখা চলচিত্র "গল্প হলেও সত্যি। "
আমার মেয়ের বয়স 10 । ওর এই সিনেমা টা এত্তো পছন্দের যে , ইউ টিউবে নয় নয় করে একশ বার দেখেছে , তবুও ওর দেখে আর হয় না । মাঝে মাঝেই বলে মা আমাকে ঐ মুভিটা চালিয়ে দাও । আমরাও সবাই এই সিনেমাটা দেখতে পছন্দ করি , কিন্তু আমার মেয়ের মত নয় । আমার মেয়ে হয়তো এই সিনেমার সব থেকে ভক্ত।
কদিন আগেই গল্প হলেও সত্যি দেখলাম। খুব মনে হচ্ছিল আপনার কথা। এই ইন্টারভিউ টি দেখে খুব ভালো লাগলো। আপনি আবার অভিনয় শুরু করুন। আমাদের খুব ভালো লাগবে🙏🏼
এই বয়সেও ওনার অন্তরের এবং মুখশ্রীর সৌন্দর্য চোখ ধাঁধানো। অপূর্ব সুন্দর।
এত সুন্দর Film career শেষ হওয়া ! Raj Kapoor এর থেকে অফার, সব জলাঞ্জলি শুধু মাত্র শশুর বাড়ির ইচ্ছের জন্য!
এরকম কত অভিনেত্রী শেষ হয়ে গেছেন ছিঃ ছিঃ
যাইহোক হাসি মুখে উনি বলছেন সব কিছু। হয়তো যাদের জন্য এসব বন্ধ হল তারা কেউ এ জগতে নেই কিন্তু একটা সুন্দর অভিনেত্রীর জীবন শেষ করে তারপর গেল।
😢
আমার প্রণাম নেবেন,, আপনার অভিনয় সত্যি মুগ্ধ করার মতো,, যত বার দেখি গল্পঃ হলেও সত্যি তবু পুরোনো হয়না ,, আপনি ভালো থাকুন,, সুস্থ থাকুন,, 🙏🏻
অনেক ধন্যবাদ গল্প হলেও সত্যি যে কতবার দেখেছি বলতে গেলে প্রায় একদিন বাদে বাদেই দেখি কিন্তু দেখার সময় ওনার কথা খুব মনে পড়ে ওনাকে দেখানোর জন্য অনেক ধন্যবাদ❤❤❤❤❤❤❤❤
আমি অনলাইন ওনাকে খুঁজেছিলাম। কিন্তু বিশেষ কিছু পাইনি। ETV কে অনেক ধন্যবাদ ওনার এই ইন্টারভিউটার জন্য।
আমিও আছি আপনার সঙ্গে। বয়স ৭৬বৎসর কোন্নগর। ⚘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍
হাসিটা দেখে সেই সিনেমার ছোট্ট মেয়েটার মুখ মনে পড়ে যাচ্ছে। ভাল থাকবেন দিদি। 🙏💞
কী সুন্দর দেখতে,কী পরিমার্জিত বক্তব্য। ভালো থাকুন উনি।
"গল্প হলেও সত্যি" দেখার পর থেকেই, ওনার ব্যাপারে খুব জানতে ইচ্ছা করতে। পার্থবাবুর সাথে ওনার জুটি অনবদ্য ছিলো। উনি অভিনয় জগতে থাকলে আরো অনেক প্রচার পেতেন অভিনেত্রী হিসাবে। অসংখ্য ধন্যবাদ ইটিভি ভারত সংবাদ মাধ্যমকে, এতসুন্দর একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য। কৃষ্ণাদেবীর দীর্ঘায়ু কামনা করি।🙏
আপনার সঙ্গে একমত পোষণ করি। ⚘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
নতুন করে আবার তো শুরু করা যায়।। দেখার অপেক্ষায় রইলাম কৃষ্ণাদি। ভালো থাকবেন
কৃষ্ণা দি সত্যিই আপনি ----- অতুলনীয়া। ভালো থাকবেন। আবার অন্তত আর ---১ টি ছবিতে অভিনয় দেখতে চাই।-----Plz.
একদম ঠিক কথ। আবার অভিনয় করুন। আমরা দেখে শান্তি পাই।
আমার প্রণাম নেবেন।আবার ফিরে আসুন এই industry তে।আপনার প্রতিভা আর আপনার বাবার স্বপ্ন পূরণ দুটোই আমরা মুগ্ধ হয়ে দেখতে চাই
অসাধারণ অভিনয়। খুব ভালো অভিনেত্রী। উনি যদি অভিনয় জগতে থেকে যেতেন তাহলে আরো অনেক ভালো ছবি আমরা উপহার হিসাবে পেতাম। আর একটা কথা না বললেই নয় সেটা হলো ওনার নম্রতা। সত্যি খুব ভালো লাগলো ইন্টারভিউটি দেখে।
'গল্ল হলেও সত্যি'-র 'কৃষ্ণা'-কে সত্যি সত্যিই আমরা ভুলে গিয়েছিলাম বা উনি আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন । etv-কে অজস্র ধন্যবাদ তাঁকে খুঁজে এনে দেওয়ার জন্য । তবে তাঁর কথা শুনে মনে হলো অভিনয় ছেড়ে দেওয়ার জন্য বা অভিনয় না করতে পারার বঞ্চনায় এখনও তাঁর মনে মৃদু ক্ষোভ আছে যা আজও প্রশমিত হয় নি । কি আর করা যাবে । এটাই তো ছিল তদানীন্তন সমাজব্যবস্থা !
একদম তাই
গল্প হলেও সত্যি বইটা বারবার দেখতে ইচ্ছে করে। কৃষ্ণাদি অতুলনীয়া। মহাতীর্থ কালীঘাট বইটাতে ও ওনার অভিনয় অতুলনীয়। আমি তখন খুবই ছোট তবুও খুবই মনে পড়ে বইটার কথা। এখনো বারবার দেখতে ইচ্ছে করে ।আপনি আমার প্রণাম নেবেন। কৃষ্ণাদি আপনি আবার অভিনয় করুন। আমরা দেখে মুগ্ধ হই। মায়ের কৃপায় খুব ভালো থাকবেন।
❤❤
অবশ্যই ⚘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
দুর্দান্ত। একশোবার দেখেছি গল্প হলেও সত্যি। আর আপনাকে....
❤নিউ দিল্লি
কি সুন্দর কি মিষ্টি দেখতে ওনাকে।😘😘😘😘
গল্প হলেও সত্যি আমার অত্যন্ত প্রিয় সিনেমার একটি, আজ অবধি ছবিটি অগুণিতবার দেখেছি, ওইসময়ের সাধারণ বাঙালি বড়ো পরিবারের চিত্র খুব সুন্দর হাস্যরস বিনোদনের মধ্য দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সব দিকপাল অভিনেতা অভিনেত্রীরা আর সাথে এই কৃষ্ণা দেবীর সুন্দর অভিনয় খুব ভালো লেগেছিলো
মেয়েদের যে কত স্যাক্রিফাইস করতে হয়ে জীবনে! সব শখ আল্হাদ বিসর্জন দিয়েও মুখে হাসি রেখে সব মেনে নেওয়া! বেশিরভাগ মেয়েদের এটাই জীবন! 😢
এর জন্য নিজে উপার্জন করা দরকার। ইদানিং বেশ কিছু মেয়ে চাকরি/ ব্যবসা করা শুরু করলেও বেশীরভাগ ভাগ মেয়ে মোটা মাইনের বর খোঁজে।
Meyeder jeebon tai ei rokom. Sob juge . Sob somoy . Valo thakben.
Aajo bishesh kichu paltai ni.....shudhu modok ta bodlechhe!
"শুরুয়াৎ" নয় শুরু হবে । শুদ্ধ বাংলায় সাক্ষাৎকার নিন । শুদ্ধতা বজায় রাখুন ।
সুন্দর অভিনয় ছিল আপনার। খুব সুন্দর interview. আপনাকে শুভকামনা জানাই।
এতো বছর কি করে সরে থাকলেন ভাবতে অবাক লাগে। সংসারে এই সরে থাকার শর্ত মেনে নিয়ে অনেক প্রতিষ্ঠিত মানুষ সরে গেলেন। আপনার ত্যাগ বাংলা র চলচ্চিত্র জগতে ক্ষতি।
অনেক দিন থেকেই গল্প হলেও সত্যি র নায়িকা কৃষ্ণা র বিষয়ে জানতে আগ্রাহী ছিলাম।আজ আমার সেই আশা পূরণ হল।খুবই ভাল লাগলো মিষ্টি সুন্দর কৃষ্ণার আলাপন শুনে।অতি প্রিয় সিনেমার নায়িকাকে ধন্যবাদ জানাই।ভাল থাকুন। নমস্কার।
আজকাল শুরু কে শুরুয়াৎ বলার চল হয়েছে জানতাম না।
শুরু বলতে লজ্জা করলো আরকি।
Thik ..Thik... Agey Eng dhukto bangla e akhhon Hindi...🤪😛
@@Soma-o7jযেমন আপনি বাংলিশে লিখেছেন...
একদম ভালো থাকবেন এটাও নতুন ভাষা
Bangla bhasa to kobei sesh hoye gechhe
কারো সমালোচনা করছি না... তবে কারো ভালো লাগা কাজ এ বাধা দেওয়া ঠিক নয়.... দিদি ভালো থাকবেন.. 👍❤️💚
খুব ভালো লাগলো কৃষ্ণা ওরফে মন্দিরাদি'র অসামান্য সাক্ষাৎকার অনুষ্ঠান! দিদির সৌন্দর্য ও আভিজাত্য একেবারেই নান্দনিক!
সমৃদ্ধ হলাম। ধন্যবাদ
বাহ খুব সুন্দর লাগল।
পুরান দিনের মানুষ গুলো আজও মনে সাড়া জাগায় ।হাসি খুশী নির্ভেজাল সব চরিত্র।
ভাল থাকুন সুস্থ্য থাকুন সবাই। শুপ্রভাত সকলের জন্য।
ধন্যবাদ, এক টুকরো যুঁই ফুলের সুগন্ধ মাখা আমার প্রথম যৌবনের মধুস্মৃতিকে ক্ষণিকের তরে হলেও ফিরিয়ে দেওয়ার জন্য। একান্নবর্তী পরিবারের বাপ মা মরা অবহেলিতা কন্যা কৃষ্ণাকে কি
অসাধারণ অভিনয় ওনার। মিষ্টি লাজুক হাসি র মেয়ে টির মিষ্টি প্রেমের অভিনয় কোনো দিন ভোলার নয়। খুব ভালো লাগলো দেখে।
আমি যে কতবার খুঁজেছি ওনাকে আপনি ধারণা করতে পারবেন না...
আমি কিন্তু আপনাকে এখনও কৃষ্ণা দি বলতেই বেশী পছন্দ করি। ওটা আপনার বিশেষ আইডেন্টিটি। আপনাকে এতদিন পরে দেখে যে কী রকম অনুভুতি হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না দিদি। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ওরকম শান্ত একটা চরিত্রে অভিনয় করে আপনি যে আপামর দর্শক দের হৃদয়ে কতটা জায়গা দখল করে নিয়েছেন তা আপনি নিজেও জানেন না। আমি অসংখ্য বার সিনেমাটা দেখেছি।
Among a host of renowned actors , ' Krishna 's innocent look and easy acting impressed everyone .
উনি যখন নিজেই অভিনয় জগতে পুনরায় ফিরতে রাজী আছেন তাহলে আশা রাখি পরিচালকগন তাঁর প্রতি যোগ্য সম্মান দেখিয়ে কাজের সুযোগ করে দেবেন। দর্শকদের মনে জায়গা করে নেবেন ওনার অভিনয় শৈলী দিয়ে।
দিদি , অসাধারণ প্রতিভাময়ী চলচ্চিত্র অভিনেত্রী।
ওনার অভিনয়ের তুলনা নেই।
চলচ্চিত্র টিতে উনি অভিনয় করছেন। মনে হয় নি।
এরকম অভিনেত্রী আজকের দিনে বিরল।
ওনার জন্য আমি গর্ববোধ করি।
উনি সুস্থ থাকুন। ভালো থাকুন।
ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।
আমাদের ছোটবেলার স্মৃতি ফিরে এল । কি dignified presence অথচ কোনও আড়ম্বর নেই ।
খুব ভাল লাগল ❤❤❤❤,,ওনার সম্পর্কে জেনে❤❤
এখনও খুব সুন্দরী ❤❤
কৃষ্ণাদির সরল কথাগুলো খুব ভালো লাগলো
ভালো থাকবেন দিদিভাই
Khoob bhalo abhinay korechhilen,khoob binoyee ,mayar abhinay hoyechhilo,♥️♥️♥️🙏🙏🙏🙏🌹🌹🌹👏👏👏👌👌👌💐💐
শিল্পীকে অসংখ্য প্রণাম🙏🙏🙏
ভীষণ প্রিয় অভিনেত্রী ❤🙏
'গল্প হলেও সত্যি' আমার all time favorite film. কোনোদিন পুরনো হবার নয়। প্রত্যেকটি চরিত্র এত বাস্তব মনে হয়েছিল, মনেই হয় নি কেউ অভিনয় করছেন।
গল্পঃ হলেও সত্যি দারুণ ভালো লাগা ছবি ওনার অভিনয় ভালো লেগেছিল ইন্টারভিউ নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
বেঁচে থাকা অবস্থায়, এই সমস্ত actor actress দের আরো বেশি করে লাইমলাইটে আনার দরকার। যেমন পথের পাঁচালীর দূর্গার নিউজ দেখানো হল তাঁর মারা যাওয়ার পর। এই সব মূল্যবোধের মানুষ আর দেখতে পাওয়া যাবে না।
চমৎকার সংযোজনা । শিল্পী যে হারিয়ে যান না , স্মৃতি যে শুধু গল্প নয় তা এই সাক্ষাৎকারে বোঝা গেল । অপূর্ব ।
গল্প হলেও সত্যি কতবার দেখেছি নিজেই বলতে পারবো না ।সকলের অভিনয় দেখে মনে হয় সিনেমা দেখছি না , চোখের সামনেই হচ্ছে। Etv কে ধন্যবাদ ওনাকে এতো দিন পরে আমাদের কাছে আনলেন সারাটা সিনেমায় কৃষ্ণা, ও কৃষ্ণা ভুলতে পারবো না ।
খুব জানতে ইচ্ছে হতো, কৃষ্ণা কেমন আছেন । ভালো লাগলো। ধন্যবাদ ই টিভি কে ।
অনেক খুঁজেছি...আজ পেলাম শেষমেশ..
ছবিটা অজস্রবার দেখেছি এসব ছবি যারা দেখেনি তারা অনেক কিছুই হাতছাড়া করেছে , দিনগুলো সোনালী ছিলো আর ফিরে পাওয়া সম্ভব নয় ভাবলেই মনটা দুঃখে ভরে ওঠে 😔😔
ETV অনেক ধন্যবাদ, গল্প হলেও সত্যি, ছবি টি প্রায়৫০ বছর আগের, খুব ভাল ছবি, কালজয়ী সব অভিনেতা, অভিনেত্রী তাদের অভিনয় ভোলা যায় না।
Khub khuje khuje ai sob. Manushder interview.. khub e interesting. ° ! Dhonnobad Krishna di k.
গল্প হোলেও সত্যি - ছবিটা যখন তৈরি হয় - তার বেশ কয়েক বছর পরে আমার জন্ম । কিন্তু , তপন বাবুর ওই ক্লাসিক ছবিতে দিদির অভিনয় কোনোদিন ভোলা যাবে না ।
On God dudin agei onar kotha vabchilam uni ekhon kothai...acting ar Koren kina,aj onar news dekhe really khub valo laglo
গল্প হলেও সত্যি কতবার যে দেখেছি আমার প্রিয় সিনেমা।আর স্বর্ন যুগ বলে কথা এই কৃষ্ণা তো খুবই মিষ্টি একটা মুখ শান্ত সৌন্দর্য। আমরা তো তখন ভেবেছিলাম পার্থ কৃষ্ণা জুটি হয়ে গেল আর ও সিনেমা দেখবো এদের কিন্তু কৃষ্ণা কোথায় হারিয়ে গেল আর দেখলাম না তখন তো আর গুগল ইন্টারনেট এসব ছিল না এতো বছর পর ওনাকে দেখে ভালো লাগলো হাসিটা কিন্তু আগের মতই আছে। একটা জিনিষ ভালো লাগলো এরা কতটা নির্লোভ ছিল সংসার করতে এতো সুন্দর কেরিয়ার বিসর্জন দিলেন হয়তো তাই সেই সময়টার নাম স্বর্ণযুগ। মানুষ অভিনেতা অভিনেত্রী রাও অসাধারণ।
Asha kori ei interview dekhbar por uni onek offer paben. Ki marjito katha barta, khub bhalo laglo onake dekhe.
Krishna dike dekhe ami ovivuto.onar ovinoy amake mugdho korechhilo.❤❤
Onake dakhe Khub ananda palam❤
খুব মিস করি ওনাকে 🙏💖💖💖💖🌹🌹🌹🌹🌹🌹
অত্যন্ত স্বাভাবিক অভিনয় করেছিলেন। খুব ভালো হয়েছিল
Krishna di k khuja pelam kintu onar bhai k akhono khuja pelam na
দিদি,
আমি সালকিয়া জি টি রোডে আপনাদের স্কুল, সম্ভবত "রামকৃষ্ণ সারদা প্রাথমিক বিদ্যালয়ে" প্রথম ও দ্বিতীয় শ্রেনীতে পড়েছি ৬০ এর দশকের প্রথম দিকে। আমার দিদি "দিপ্তী" আপনার বন্ধু ছিল।
আজ এতগুলো বছর পরে
আপনার কথা শুনে নস্টালজিক হলাম। প্রনাম নেবেন।
Asadharan laglo onar katha, khub bhalo thakben
ইস্! কেন ছাড়লেন অভিনয়? এ যেন সহ্য করা যায় না! আর এতদিন ধরে আপনাকে খুঁজেছি, এতদিনের কোনো ইন্টারভিউ নেই,কিছু নেই!
খুব কষ্ট holo দেখে..কারণ...আমি জানতাম.. কৃষ্ণা ওরকম ই আছে। একটু ও বড় হয় নি!
কৃষ্ণা তখনকার বাঙালী ঘরোয়া ভালো ভদ্র লক্ষী মেয়ে কে represent করে।
অনেকেই হয়তো এমন মেয়ে কে খুঁজে বেড়াবে আজকের এগিয়ে যাওয়া দিনে ও।
কতবার যে দেখেছি ছবিটি। আমার খুব প্রিয় ছবি। কৃষ্ণা চরিত্রটি খুব প্রিয়। এতদিন বাদে ওনাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।
Hmm...ei sedin o dekhchhilam Golpo holeo sotti...darun .
ওনাকে কত খুঁজেছি ইন্টারনেটে। যে এখন কোথায় উনি। ভাবতেই পারছিনা ওনাকে দেখতে পাবো বলে। খুব ভালো লাগলো দেখে।
Darun. Anek. Sundar. Laglo. Krishnadi. KhubSundar laglo.
সংসারের সুখ শান্তির এইটিই গভীর সত্য। সকলে প্রতিষ্ঠিত হবে, সকলে প্রচারের আলোয় আসবে, এতে আর যাই হোক, সংসারে সুখ স্থায়ী হয় না। নীরবে নিঃশব্দে যারা নিজেদের সুখ, আত্ম- প্রচার ত্যাগ করেন , ঔঁনারাই নমস্য। কৃষ্ণা দিদিকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই।
কৃষ্ণা দি আমরা গল্প হলেও সত্যির সেই কিশোরী কে আবার দেখা পাবো এটাই ভাবতেই পারিনা। অনেক স্বর্ণ যুগের অভিনেতা অভিনেত্রীদের মনে পড়ে কিন্তু তাদের কোনো হদিস পরবর্তী কালে পাওয়া যায় না। আপনাকে দিদি দেখতে পেয়ে সত্যিই আমি অভিভূত। প্রনাম নেবেন দিদি 🙏🙏🙏🙏😊
Atodin bade dekhe khub bhalo laglo.
দেখে খুব ভালো লাগলো ❤
ভীষণ ভীষণ ভালো লাগলো।
ভালো লাগলো। অনেক কথা জানা গেলো
Khub valo laglo 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
দারুন লাগলো সাক্ষাৎকার
আজ সকলের পরম পাওয়া ❤❤🙏🙏🙏
দিদির সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। চলচ্চিত্র,ধারাবাহিক ইত্যাদি নির্মাতাদের কাছে আবেদন জানাই উনাকে অভিনয় জগতে ফিরিয়ে আনার জন্য।
আমার ষাট বছরের জীবনে সবচেয়ে বেশী দেখা চলচিত্র "গল্প হলেও সত্যি। "
Ami obosso serial dyakha pochhondo korina... Kintu uni jodi asen khub bhalo lagbe
এইরকম পুরানো দিনের সিনেমার সবাইকে নিয়ে দেখাবেন,আমরাও জানতে চাই,খুব ভালো লাগলো
আমিও ওনাকে খুঁজছিলাম আজ খুঁজে পেলাম অনেক ধন্যবাদ।
আমার মেয়ের বয়স 10 । ওর এই সিনেমা টা এত্তো পছন্দের যে , ইউ টিউবে নয় নয় করে একশ বার দেখেছে , তবুও ওর দেখে আর হয় না । মাঝে মাঝেই বলে মা আমাকে ঐ মুভিটা চালিয়ে দাও । আমরাও সবাই এই সিনেমাটা দেখতে পছন্দ করি , কিন্তু আমার মেয়ের মত নয় ।
আমার মেয়ে হয়তো এই সিনেমার সব থেকে ভক্ত।
Sottie osadharon, protecti choritro. Akdom perfect.
অসাধারণ লাগল
🙏🙏🙏
খুব ভালো লাগলো ।
Thanks for the interview...
Khub bhalo laglo❤
* " PURANO SEI DINER KOTHA" *
NOSTALGIC & WONDERFUL MEMORIES
BHALO THAKBEN DIDI ...❤
সবসময়ের প্রিয় গল্প হলেও সত্যি
অসংখ্য প্রণাম,শ্রদ্ধা ও ভালোবাসা।।। খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।।
অবশ্য ই আবার অভিনয়ে ফিরে আসা উচিত আপনি ফিরে আসুন আমরা অপেক্ষায় রইলাম
ভালো থাকবেন mam 👍👌
কত বার দেখলাম, আর ইউটিউব এর যুগে বারবার দেখতে ভালো লাগে
Darun obhinoy,Ekhono ki sundar dekhte.
আপনাকে ধন্যবাদ , অনেকবার দেখেছি এই ছবি
Onake samne aner jonyo adonkho dhanyobad r onake 🙏 janai
প্রণাম দিদি
Anoboddo cinema. ❤️
খুব ভাল অভিনেত্রী।
Baba maa er dewa Apnar asol porichiti i amader kache saronio hoe thakbe … Sustho thakben , Bhalo thakben Krishna Debi …. Khub bhalo laglo Interview ti …
নমস্কার দিদি-আপনি নিজের প্রতিভা অবহেলায় নস্ট করলেন-আমরাও আপনাকে পেলাম না ..এরকম কেউ যেন না করেন😢❤
Khub valo kaaj. THANKS ETV.