Hanif Sanket Eid ul-fitr Natok - Bhul Bhangate Bhul Kora - ভুল ভাঙ্গাতে ভুল করা - 2019

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июн 2019
  • Bangla Eid Natok: Bhul Bhangate Bhul Kora - ভুল ভাঙ্গাতে ভুল করা 2019 by Hanif Sanket
    Starring: Abul Hayat - আবুল হায়াত, Sharmili Ahmed - শর্মিলী আহমেদ, Chanchal Chowdhury - চঞ্চল চৌধুরী, Zakia Bari Momo - জাকিয়া বারী মম and many others
    Writer: Hanif Sanket - হানিফ সংকেত
    Director: Hanif Sanket - হানিফ সংকেত
    Title music lyric: Rafiquzzaman
    Title music tune: Hanif Sanket
    Title music singer: Komol - কমল
    Title music director: Mehedy
    On air: ATN Bangla
    On-air time: Eid al-fitr 2019
    Production: Fagun Audio Vision - ফাগুন অডিও ভিশন
    Hanif Sanket Facebook Page : / hanifsanketfav
    Subscribe to our channel Fagun Audio Vision and watch more shows of Ityadi and creations of Hanif Sanket.
    Warning:
    This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
    #EidNatok #BanglaNatok #ঈদনাটক #EidUlFitrNatok #HanifSanket #বাংলানাটক #নাটক #Natok #ঈদুলফিতর #Natok #হানিফসংকেত
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,2 тыс.

  • @mojarsobvideo2003
    @mojarsobvideo2003 5 лет назад +73

    কিছু শিখতে হলে হানিফ সংকেতের নাটক দেখুন।
    প্রতিটা কথায় জ্ঞানের ছোয়া বিরাজমান ছিলো।

  • @shuvoshekh6152
    @shuvoshekh6152 5 лет назад +24

    মা বাবা হল দোয়ার ফ্যাক্টরি... যার নাই সেই বুঝে। কে করবে আপনার জন্যে এরকম নিসার্থ ভাবে দোয়া!!

  • @smtowhidulislam8163
    @smtowhidulislam8163 5 лет назад +100

    এখন কার নাটকে
    ১ টা রুম,
    ১টা রেস্টুরেন্ট
    ১ টা ছেলে
    ১ টা মেয়ে,,,,
    ঐ সব নাটক Million views হয়,
    এই রকম অসাধারন নাটক মানুষ সহজে দেখে না,,

    • @urmeurme551
      @urmeurme551 5 лет назад +5

      অনেকদিন পর একটা সুস্থ বিনোদন এর নাটক দেখলাম। ফ্যামিলি নাটক তো এখন হয়ই না, সব হল আহ্লাদ ভরা নাটক

    • @fayagahmmadsumon7709
      @fayagahmmadsumon7709 Год назад

      এখন যে নাটকে গালা গালি বেশি সেই নাটকের ভিউ বেশি

  • @khondokerpalash6740
    @khondokerpalash6740 5 лет назад +53

    অন্যান্য নাটক ভালো হলে সবাই সুনাম করে অভিনয় শিল্পীদের
    আর হানিফ সংকেত এর নাটক হলে সব ক্রেডিট হানিফ সংকেত
    এটাই স্যার এর মহিমা

  • @hmmitsrazu4484
    @hmmitsrazu4484 5 лет назад +379

    আমি আর কোন নাটক না দেখলেই চলবে, প্রেম আর প্যানপেনানি নাটক দেখে ক্লান্ত, বেস্ট একটা নাটক
    হানিফ সংকেত স্যার ধন্যবাদ

    • @snehabd20
      @snehabd20 5 лет назад +5

      প্রেম আর প্যানপেনানি নাটক দেখে ক্লান্ত

    • @urmeurme551
      @urmeurme551 5 лет назад +8

      মনের মত একটা কথা বলছেন ভাই,এখনতো নাটক শুধু দুজন মানুষের জীবন নিয়ে, প্রেম পিরিতি আর আহ্লাদ দিয়া ভরা, বাস্তবতা কম,

    • @ibrahimabdullahslifestyle1718
      @ibrahimabdullahslifestyle1718 5 лет назад

      @@snehabd20 km

    • @emumazi404
      @emumazi404 5 лет назад

      Nice

    • @shafiulalamjhazlobongo2732
      @shafiulalamjhazlobongo2732 3 года назад

      @@snehabd20ি অরত্ত৫গ্ধ৪

  • @tarikhossain3084
    @tarikhossain3084 3 года назад +19

    হানিফ সংকেত স্যার মানে সামাজিক ও বাস্তব শিক্ষা।অসাধারণ নাটক।

  • @hridoykhan7810
    @hridoykhan7810 5 лет назад +32

    সত্যি, হুমায়ুন আহম্মেদের মৃত্যুর পরেও ভালো নাটক হয় তাহলে।ধন্যবাদ হানিফ সংকেত সহ সব কলাকৌশলীকে।

  • @rayhanparvez1505
    @rayhanparvez1505 5 лет назад +15

    যেমন শিক্ষামূলক তেমনি আনন্দদায়ক। গুনি নির্মাতার গুনের নমুনা মাত্র। সেলুট সংকেত স্যার আপনার মত প্রতিভাবান যুগে যুগে আসুক এই দেশে এই কামনা করি।

  • @jahidhasan-rk7iq
    @jahidhasan-rk7iq 5 лет назад +82

    প্রত্যেক বছর এটিএন বাংলায় ঈদের দিন রাতে হানিফ সংকেতের নাটক হয়।এবছর টিভিতে না দেখে ইউটিউবে দেখলাম।

  • @joykumar9448
    @joykumar9448 5 лет назад +47

    যার ঘরে বাবা মা নাই
    তার ঘরে কোন শান্তি নাই
    ধন্যবাদ হানিফ সংকেত স্যার 🇧🇩🇧🇩

  • @_SanjayBiswas
    @_SanjayBiswas 5 лет назад +64

    স্যার, একজন নীরব দর্শক হিসাবে কমেন্টের ভাষা হারিয়ে ফেলেছি, এমন সুন্দর নাটক আরো দেখতে চাই |

  • @lovebridge9339
    @lovebridge9339 5 лет назад +11

    আলহামদুলিল্লাহ্! আমি নিজেও একটা আবুল হায়াত ক্যারেক্টার, সব সময়ই আমি চাই ভালোটা শুধু আমার নিযের জন্য নয়, বরং পরিবার সমাজের জন্যই হোক! ভেজাল মুক্ত দেশ ও খাদ্য ,আর সচেতন সুশিক্ষিত নাগরিক তৈরী হোক।।

  • @azadislam5141
    @azadislam5141 5 лет назад +185

    ধন্যবাদ হানিফ সংকেত স্যার,এরকম একটা নাটকের আশাই করেছিলাম। আমার মনের কথাগুলো এই নাটকে ফুটিয়ে তুলেছেন.....

  • @kamruakter8900
    @kamruakter8900 5 лет назад +327

    হানিফ সংকেত ছাড়া এমন রুচিশীল নাটক আর কারো কাছে আশা করা যায়না।লিজেন্ড হানিফ সংকেত

  • @mukul.mahmud
    @mukul.mahmud 5 лет назад +22

    অসাধারণ হয়েছে, এমন শিক্ষনীয় বিনোদন আমাদের জন্য জরুরী হয়ে পড়েছে।
    ধন্যবাদ, হানিফ সংকেত স্যারকে....আল্লাহ আপনাকে দ্বীর্ঘ আয়ু দান করুন।

  • @sarwarkamalopu9828
    @sarwarkamalopu9828 5 лет назад +123

    অসাধারণ ❤️ ধন্যবাদ হানিফ সংকেত সুস্থ ভাবে যে মানুষকে হাসানো যায় আপনি তা দেখিয়ে দিলেন❤️

  • @mdislamrudro6193
    @mdislamrudro6193 5 лет назад +102

    Ki বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না
    আসলেই বাবা যে কি জিনিস থাকলে বুঝা যায় না
    অনেক ভালো বাসি (((বাবা)),তোমাকে

  • @jobairmahmud3315
    @jobairmahmud3315 5 лет назад +17

    হানিফ সংকেত আসলে একটা গুণী মানুষ। এদেশে তার মত মানুষের খুবই অভাব।

  • @touristjamal284
    @touristjamal284 5 лет назад +24

    বাংলার অমিতাভ (আবুল হায়াত)এখন ও কি কথারে বাবা আর টনটনে হাটা। দোয়া করি শত বিশেক হায়াত দারাজ হউক

  • @mdmiah6259
    @mdmiah6259 5 лет назад +25

    অনেক দিন পর ন্যাকামি নাটক থেকে মুক্তি পেলাম
    আর অসাধারণ মানুষদের অসাধারণ অভিনয় সেলুট হানিফ সংকেত আশাকরি আপনি প্রতি ৪ মাস পর পর একটি ভাল নাটক উপহার দিবেন ।।

  • @gulamrabbani5232
    @gulamrabbani5232 5 лет назад +307

    এক কথায় অসাধারণ একটা নাটক। এবারের ঈদের শ্রেষ্ঠ নাটক বলে মনেকরি। ধন্যবাদ নন্দিত নির্মাতা শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যারকে।

  • @tusharimran5205
    @tusharimran5205 5 лет назад +74

    প্রেম আর ভালোবাসার নাটক দেখতে দেখতে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি।যাক অবশেষে একটু বিনোদন পেলাম।ধন্যবাদ হানিফ স্যার,,,,,,

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 5 лет назад +19

    ঈদ মোবারক। ভালবাসা অবিরাম।
    হানিফ সংকেত স্যারের সকল ভক্তের প্রতি রইলো শ্রদ্ধা সম্মান
    হ্নদয় উদার হোক আকাশ সমান।
    মনের গভীরতা হোক সমুদ্রের গহীন পরিমাণ।
    লন্ডন প্রবাসী।

  • @amirulislam2322
    @amirulislam2322 5 лет назад +12

    নাটক দেখতে গেলেই খালি দেখি প্রেম আর প্রেম। পারিবারিক নাটক গুলা হারিয়েই যাচ্ছে। অনেক ভাল লাগল নাটক টি দেখে

  • @jowelrana1089
    @jowelrana1089 5 лет назад +70

    শুদু হানিফ সংকেত এর নাটক পরিবারের সবাই মিলে একসাথে দেখা যাই।

  • @MdKhan-tx4jg
    @MdKhan-tx4jg 5 лет назад +14

    হানিফ সংকেত কে আমাদের মত অভাগ জাতির বিবেক বললে বোধহয় খুব একটা ভুল হবেনা।
    নির্মল আনন্দ আর সামাজিক অবক্ষয়, অনাচারের বিরুদ্ধে তিনি সবসময়ই বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আমি তার দীর্ঘ জীবন কামনা করছি।

  • @jubsology
    @jubsology 5 лет назад +12

    হানিফ সংকেত যে কত বড় ট্যালেন্ট ... এই নাটকের গানের সুর ও তার করা।

  • @thegreatestoftheremixsdjso35
    @thegreatestoftheremixsdjso35 5 лет назад +20

    আমার জিবনের শেরা শিক্ষনীয় নাটক ❤ খুব ভালই লাগছে?

  • @samiaislamkhan1198
    @samiaislamkhan1198 5 лет назад +150

    আবুল হায়াত এর অভিনয় মানেই ভালো কিছুই হবে 👍👍

  • @chegupagolpishi1894
    @chegupagolpishi1894 5 лет назад +374

    বাংলাদেশের সকল নাটক নির্মাতা, পরিচালক, প্রযোজক ও গল্পকারদের উচিৎ হানিফ সংকেতের পা ধুয়ে পানি পান করা। লজ্জা থাকা উচিৎ তাদের।

    • @khansayem8498
      @khansayem8498 5 лет назад +12

      ভাই আমার মনের কথা গুলি আপনি বলে দিয়েছেন,, হানিফ সংকেতের গু খাওয়ার যোগ্যতাও নাই,,

    • @SimonMohaimin
      @SimonMohaimin 5 лет назад +17

      হানিফ সংকেত নিশ্চই বাংলাদেশের লিডিং এন্টারটেইনারদের একজন, কিন্তু তাই বলে এইসব “পা ধুয়ে পানি পান” এর মতন ৩য় শ্রেণীর কথা বলাটাও তো শোভনীয় নয়।

    • @ahadulislam5472
      @ahadulislam5472 5 лет назад +7

      Akjon k boro korte gie r ak jon k chhoto kora juktisongoto mone hoyna

    • @connectwidkazi5836
      @connectwidkazi5836 5 лет назад +2

      Ei natok ta ki etoi sundor hoyeche ???
      Sobai to dekhchi over acting korche ! Dialogue delivery & timings thik nei .
      Tarpore o eto proshongsa hochche bah !

    • @jakiasarker5791
      @jakiasarker5791 5 лет назад +1

      আপনার মন্তব্য শুনে আমি হতবাক কিন্তু খুশিও হয়েছি।

  • @ahmedabbas2755
    @ahmedabbas2755 5 лет назад +24

    শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যার আপনাকে ধন্যবাদ, এরকম সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।

  • @valobasitomay.3571
    @valobasitomay.3571 5 лет назад +26

    চোখের পানির দায় দিতে হবে শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যার কে।
    তবে এটা সত্য বেচে থাকতে মানুষের কোনো মূল্য থাকে না।
    আর এমন শিক্ষামূলক নাটকের একমাত্র রাস্তা স্যার হানিফ সংকেত।
    বাংলার মানুষ কোনোদিন আপনাকে ভুলবে না জনাব.......বেচে থাকুন সবার অন্তরে।

  • @rajibahmed7539
    @rajibahmed7539 5 лет назад +14

    বাংলাদেশ এর বাস্তব রূপ!
    ভালো লাগলো নাটক টা দেখে।

  • @ibrahimsarder9499
    @ibrahimsarder9499 5 лет назад +15

    হানিফ সংকেত , আমাদের বরিশালের গর্ব । বেঁচে থাকুক সুস্থ বিনোদন।

    • @sacchainsahn2106
      @sacchainsahn2106 5 лет назад +1

      বলদা কয় কি।
      চিটাগং বাড়ি হানিফ সংকেতের।
      চিটাগং নাসিরাবাদ।

  • @sujanroy6468
    @sujanroy6468 5 лет назад +33

    হানিফ স্যার মানেই সবার থেকে আলাদা
    এই নাটকে আমাদের সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে,যা দিয়ে আমাদের শিক্ষা নিয়ে ভুল সংশোধন করা উচিত ৷

  • @imrankhan-mn8hi
    @imrankhan-mn8hi 5 лет назад +14

    বরতমানে নাটকের যে অবস্তা হানিফ সংকেত স্যার এর আরো নাটক বানানোর দরকার

  • @zahidulhoque6870
    @zahidulhoque6870 5 лет назад +13

    আমাদের বাংলা নাটকের ঐতিজ্য হাড়িয়ে যেতে গেছে অনেক আগে, তবে হানিফ সংকেত স্যারের নাটক দেখে মনে হয় আবার আমরা ফিরে পেতে পাড়ি আমাদের সোনালী দিন।

  • @johamishkat1732
    @johamishkat1732 5 лет назад +50

    অনেক দিন পর এমন একটা শিক্ষামুলক নাটক দেখলাম। ধন্যবাদ প্রিয় হানিফ সংকেত স্যার

  • @cddevils2039
    @cddevils2039 5 лет назад +16

    বাংলাদেশ এর ডায়মন্ড হানিফ সংকেত স্যার, স্যালুট আপনাকে

  • @faysal.680
    @faysal.680 5 лет назад +22

    অসাধারন। অনেক দিন পর পরিবারের সবাই মিলে একটা নাটক উপভোগ করলাম। ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে এমন একটা অসাধারন নাটক উপহার দেওয়ার জন্য।

  • @sheikhjaforahmed3782
    @sheikhjaforahmed3782 5 лет назад +42

    আজকালকার অসামাজিক নাটকের ছড়াছড়ির মাঝে অসাধারণ একটা নাটক

  • @rezowanarad5847
    @rezowanarad5847 5 лет назад +33

    সব ঈদের শ্রেষ্ঠ নাটক ফাগুন অডিও ভিশন-এর হয়ে থাকে। সমাজ পরিবর্তনের জন্য এমন নাটকই দরকার।

  • @muktasiam3312
    @muktasiam3312 5 лет назад +35

    সত্যিই,, অসাধারণ ছিল,, এখনকার নাটক ফ্যামিলি নিয়ে দেখতে লজ্জা করে,,, but এইটা মানসম্মত 🥰

  • @hamidaakter6678
    @hamidaakter6678 5 лет назад +38

    হানিফ সংকেত,তিনিই বুজেন বর্তমান সমাজ আর সংসারের কি অবস্থা, আর কি সমাধান।বাকিরা সবাই আছে রংঢং নিয়ে।বছরের এই ঈদের সময়েই তার নাটকে আর ইত্যাদিতে তা বুজাজায়।

  • @mdrokibulhasanrabbymsr8434
    @mdrokibulhasanrabbymsr8434 3 года назад +4

    অন্ধকার কবরে ঘমিয়ে থাকা সকল মা বাবাকে আল্লাহু তায়ালা জান্নাত নসিব দ্বান করুক ;; আমিন

  • @jowelrana1089
    @jowelrana1089 5 лет назад +21

    হানিফ সংকেত নাটক দেখার জন্য আমাদের পরিবারের সবাই ঈদের আগের থেইকা অপেককা করি

  • @shorifahmed9344
    @shorifahmed9344 5 лет назад +7

    হানিফ সংকেত স্যারের কাজ মানেই অন্যরকম কিছু, হয় সেটা ইত্যাদি বা নাটক।
    অনেক অনেক বছর বেঁচে থাকুন স্যার আমাদের মাঝে।

  • @sabujthegreen6316
    @sabujthegreen6316 5 лет назад +42

    আবুল হায়াত এর মত অভিনেতা এবং হানিফ সংকেতের মত পরিচালক লেখক আর কোনোদিন পৃথিবীতে আসবে না।

  • @abdullahsafikuddinahmed4062
    @abdullahsafikuddinahmed4062 5 лет назад +21

    এটা আসলেই ঠিক কথা।
    বেঁচে থাকতে মানুষকে কেউ মূল্যায়ন করে না।

  • @kabirhossain30
    @kabirhossain30 5 лет назад +31

    সত্য কথা বললে, কোরআন হাদিস মোতাবেক কথা বললে,জঃগী বলে

  • @user-sn6jq5sk5f
    @user-sn6jq5sk5f 5 лет назад +6

    নাটক অনেকেই বানায়।কিন্তু কিছু মানুষ রুচীসম্মত নাটক বানায়।তার মাঝে হানিফ সংকেত স্যার একজন।
    আমরা ধীরে ধীরে তাদের মত কিছু মেধাবীদের হারিয়ে ফেলছি।

  • @rujalahmed52
    @rujalahmed52 5 лет назад +32

    সবার কত কথা কিন্ত মম'র একটাই কথা তাকে নিয়ে আলাদা সংসার করা। 😁😃🤣😂😂😄

  • @tamannaakter8345
    @tamannaakter8345 5 лет назад +115

    অসাধারন নাটক।হানিফ স্যারের নাটক বলে কথা। সবাইকে ঈদ মোবারক

  • @mrupam6340
    @mrupam6340 5 лет назад +44

    ফাগুন অডিও ভিশন বেঁচে থাকুক আজীবন

  • @ahnafulashfaquearnob6454
    @ahnafulashfaquearnob6454 3 года назад +2

    সবচেয়ে বেশি মজা লেগেছে মমোর কথা গুলো , কথায় কথায় শুধু বলে আপনার ছেলেকে কতবার বলি আমাকে নিয়ে আলাদা বাসায় থাকতে , কিন্তু সে তো শুনেনা , আমার বাবার কত ফ্ল্যাট . এই কথাটা নাহয় ১০-১২ বার বলেছে |
    যাই হোক অনেক শিক্ষণীয় একটি নাটক | হুমায়ুন আহমেদের নাটকগুলো যেমন চোখ জুড়ে দেখা যায় তেমনি হানিফ সংকেতের নাটকগুলোও চোখ জুড়িয়ে দেখা যায় | এবং অনেক কিছু শিখার আছে এইসব নাটক দেখে |

  • @tahminayeasmin7985
    @tahminayeasmin7985 5 лет назад +3

    হানিফ সংকেত স্যার এর নাটক মানেই অন্য রকম অভিজ্ঞতা,,অন্য কারো সাথেই উনার তুলনা হওয়ার নয়
    উনার তুলনা উনি নিজেই।উনি সবসময় চেষ্টা করেন উনার নাটকের মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে।উনি একজন প্রিয় ব্যক্তি আমার কাছে😍

  • @fahidsourav
    @fahidsourav 5 лет назад +9

    সত্যিই এই নাটকে, আমাদের বাস্তব জীবনের ঘটনা উল্লেখ রয়েছে। মানুষ বেঁচে থাকলে কেউ, মুল্য দিতে চায় না। কিন্তূ মরে গেলে আফছুস করে। এজন্য যে ভালো কাজ করে, তাকে অবশ্যই মুল্য দেয়া উচিত। ধন্যবাদ 👍 শেয়ার করার জন্য

  • @mdalaminali8097
    @mdalaminali8097 5 лет назад +14

    খুব শিক্ষনীয় নাটক।নির্মাতাদের উচিত শুধু লাভ স্টোরি ও রোমান্টিক নাটক না করে এধরনের বাস্তবকাহিনী নির্ভর নাটক নির্মাণ করা।

  • @mdasadulislam1629
    @mdasadulislam1629 3 года назад +2

    হানিফ স্যারের নাটক মানে এককথায় অসাধারণ এমন গুণী নির্মাতা দীর্ঘদিন বেঁচে থাকুক আমাদের সকলের মাঝে

  • @minarulislam4811
    @minarulislam4811 Год назад +2

    নাটকের মধ্যে আবুল হায়াত থাকা মানেই সব সময় সেটা পারিবারিক গল্প এবং অসাধারণ নাটক হতেই হবে..........

  • @aputalukder7619
    @aputalukder7619 5 лет назад +10

    এই নাটকটা দেখে বর্তমান সময়ের নাট্যপরিচালক ও নির্মাতাদের শেখা উচিত নাটক কাকে বলে?????ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে।।

  • @allsongworld4720
    @allsongworld4720 5 лет назад +7

    সত্যি অসাধারন। শেখার মত অনেক কিছুই আছে যা অন্য নাটক গুলোতে দেখা যায়না। শুধু প্রেম আর প্রেম এক ঘেয়েমী। কিন্তু হানিফ সংকেত ইজ দ্যা বেশট।

  • @tufayel89
    @tufayel89 5 лет назад +11

    অ‌নেক দিন পর ম‌নের ম‌তো একটা নাটক দেখলাম । ধন্যবাদ হ‌া‌নিফ সং‌কেত ।

  • @musicstudio2980
    @musicstudio2980 5 лет назад +1

    আবুল হায়াত স্যার এই উনিশ শতকেও ঠিক আগের মতোই আছে। স্টার জলসা, জি বাংলা না দেখে, সবাইকে হানিফ সংকেত স্যারের নাটক দেখলে মানুষ অনেক শিক্ষনীয় বিষয় শিখতে পারবে বলে আমি মনে করি।

  • @BornForEntrepreneurs
    @BornForEntrepreneurs 4 года назад +6

    নাটকের মধ্যে ফান থাকবে, উত্তেজনা থাকবে এবং সব থেকে বড় জিনিষ একটি শিক্ষা থাকবে তবেই সেই নাটকের মানুষের কাছে বেশী গ্রহনযোগ্য হবে। সকল দিক বিবেচনার এটি একটি খুব সুন্দর নাটক ছিল।

  • @saifhasanrobin4226
    @saifhasanrobin4226 5 лет назад +3

    সত্যি বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন যার সেই জানে বাবা কি। অনেক অনেক কান্নাকাটি করেছি শেষ দৃশ্য দেখে। আর নাটকটি অসাধারণ, শিক্ষণীয়।

  • @JashimUddin-bs9ix
    @JashimUddin-bs9ix 5 лет назад +10

    ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে। এই ধরনের নাটক পারে সমাজকে বদলে দিতে তাই আমি আশা করি প্রত্যেকেই সমাজের নানা অসংগতি নিয়ে নাটক বানানোর জন্য।

  • @user-vk1fz7xe4f
    @user-vk1fz7xe4f 5 лет назад +72

    একসময় অসত মানুষকে দেখে মানুষ গিনা করত।আর এখন সত মানুষকে গিনা করে।মানুষত্যের বড় অভাব।

  • @jiaurrahman268
    @jiaurrahman268 5 лет назад +40

    উনাকে অনুরোধ করবো ,উনি যেন একটা স্কুল প্রতিষ্টা করেন অভিনয় তথা ভালো নাট্যকার হওয়ার

  • @syedashfuq
    @syedashfuq 5 лет назад +7

    কি সাবলীল ভাষা! কি চমৎকার অভিনয়! অবশেষে বলব চমৎকার পারিবারিক বিনোদন।খুবই অভাব আমাদের এদানিং নির্মল বিনোদনের। অনেক ধন্যবাদ ফাগুন অডিও ভিশনকে, ধন্যবাদ হানিফ সংকেত কে।

  • @omorfaruq6760
    @omorfaruq6760 5 лет назад +7

    হানিফ স্যারের নাটকের জন্য আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করতে। আর এক নাটকে দেখে মন ভরে যায়। সত্যি কথা বললে সবাই বলে পাগল।

  • @saddamajij9375
    @saddamajij9375 5 лет назад +15

    সবাই অনেক শক্তিশালী অভিনয় করছে।

  • @parvinakther8975
    @parvinakther8975 5 лет назад +5

    হানিফ সংকেত স্যার এর নাটক মানেই কিছু শিখতে পারলাম.....

  • @mdalfazakondo2868
    @mdalfazakondo2868 5 лет назад +3

    টেলিভিশনের নাটক আর ইত্যাদির প্রতি ভালোবাসার অপর নাম হানিফ সংকেত 💗💗💗💗💗💗

  • @fahimahmed4544
    @fahimahmed4544 5 лет назад +24

    এই ফ্যামিলি বন্ডিংটা আজকালকার নাটকে একদমই নাই বললে চলে,শুধু সস্তার কমেডি আর প্রেমিক প্রেমিকা নির্ভর হয়ে গেছে ।

  • @ShahinHazari
    @ShahinHazari 5 лет назад +17

    বরাবর এর মতো ই অসাধারণ ও
    শিক্ষনীয়।

  • @mdshuhelrana9222
    @mdshuhelrana9222 5 лет назад +36

    হানিফ সংকেত স্যারের অনুষ্ঠান মানেই হচ্ছে অসাধারণ

  • @MohammadAli-qy4zc
    @MohammadAli-qy4zc 5 лет назад +6

    Hanif sonkat is number one writer!! Nice to see you all senior citizens!! Really Baba no one compared with baba!!

  • @jakirhossan7135
    @jakirhossan7135 5 лет назад +1

    এরকম হানিফ সংকেত আর দু'য়েকটা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। সত্যিকারের নাট্যকার তো তিনিই।

  • @rimabegum366
    @rimabegum366 5 лет назад +53

    আমার মনে হয় হানিফ সংকেত যদি বিটিভির প্ররিচালনার দায়িত্ব নিতেন।তাহলে কাউকে আর জিবাংলা আর স্টার জলসা দেখতে হত না।

  • @ehshanraju7295
    @ehshanraju7295 5 лет назад +8

    নাটকের নামে ভাঁড়ামোর ভীড়ে অনেকদিন পরে শিক্ষনীয় কিছু দেখলাম। ধন্যবাদ হানিফ সংকেত সহ সংশ্লিষ্ট সকলকে।

  • @nasimaferdouse7331
    @nasimaferdouse7331 5 лет назад +2

    মাশাল্লাহ!!!
    একমাত্র হানিফ সংকেত এর পক্ষেই এমন নাটক বানানো সম্ভব।

  • @user-of4eh8jp9q
    @user-of4eh8jp9q 5 лет назад +2

    হুমায়ুন আহমেদ স্যারের পর হানিফ সংকেত বাংলা নাটকের মান ধরে রেখেছে

  • @Shams-cb3kj
    @Shams-cb3kj 5 лет назад +95

    সৎ মানুষের খুব অভাব এ জগতে

  • @goutompaul8505
    @goutompaul8505 5 лет назад +5

    নাটক টা অসাধারণ ছিলো। যা ছিলো খুবই শিক্ষনীয়। হানিফ স্যার এমন নাটক সবসময় দেখতে চাই। যা আমাদের সমজের জন্য কল্যাণকর।হ্যাটস্ অপ!

  • @mdnovel2106
    @mdnovel2106 5 лет назад +1

    স্যার আপনাকে সালাম জানাই।আপনার প্রতিটি নাটক,ও ইত্যাদি আমি দেখি।এতো ভালো লাগে যা বুঝানোর ভাষা নাই।

  • @seeoutlook2074
    @seeoutlook2074 5 лет назад +5

    দৈনন্দিন জীবনের বাস্তবতা এত সুন্দর সাংস্কৃতিক বিনোদন তৈরি করা যায়,
    তা একমাত্র হানিফ সংকেত কিংবা হুমায়ূন আহমেদের পক্ষে সম্ভব ‌😂😂😂😂

  • @riyadlucky7471
    @riyadlucky7471 5 лет назад +3

    বর্তমান যুগে নাটকে পরিবারের কোন সিন নেই শুধু প্রেমের তাও প্রতিটি নাটকের কাহিনী প্রায় একই

  • @sanjidaislam7135
    @sanjidaislam7135 5 лет назад +3

    প্রথমেই ধন্যবাদ জানাই হানিফ স্যারকে শিক্ষামূলক এবং পারিবারিক একটা নাটক উপহার দেওয়ার জন্য।
    হায়াত স্যারের মত আমারও একটু বদভ্যাস আছে। তাই শ্বশুরবাড়িতে অনেকের চক্ষুশূল।কিন্তুু আমি থামি না।সত্য বড়ই তিতা।কিন্তুু হজম করাটাই ভালো। শেষেতো আমি কান্নাই করে দিয়েছি আব্বুর কথা ভেবে।

  • @shayaantv
    @shayaantv 5 лет назад +1

    Onekdin por Valo ekta natok dekhlam... Thank you Banglar Budhhijibi Hanif Sonket.

  • @foysalmahmud5906
    @foysalmahmud5906 5 лет назад +9

    কেন জানি কান্না করে দিলাম বুঝতেই পারছি না😪

  • @mdsuzan7913
    @mdsuzan7913 5 лет назад +5

    সেলুট সার আপনাকে।। প্রত্তেক ইদে এরকম শিক্ষনীয় নাটক উপহার দেয়ার জন্য।।।

  • @syedmustafakamal185
    @syedmustafakamal185 5 лет назад +13

    Hanif Sanket Sir, you are great, all the artist are excellent. Love and respect from Kolkata. S.M.kamal.

  • @aliakbor4698
    @aliakbor4698 4 года назад +2

    সমাজের অপ্রিয় সত্যগুলো এই নাটকে উত্থাপিত করলেন শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যার।

  • @naimislam4918
    @naimislam4918 5 лет назад +1

    আসলে হানিফ সংকেতের তুলনা হানিফ সংকেত নিজেই। ধন্যবাদ আপনাকে এরুকম একটা নাটক তৈরি করার জন্য।

  • @rubelrana2685
    @rubelrana2685 5 лет назад +4

    হানিফ সংকেত অত্তন্ত রুচিশীল ।ধন্যবাদ হানিফ সংকেত

  • @bmmonirhossain8853
    @bmmonirhossain8853 5 лет назад +5

    বাস্তব জীবনের কাহিনি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @shahriarasif2325
    @shahriarasif2325 5 лет назад +1

    ইদে শত শত নাটকের ভিড়ে সব সময় অপেক্ষা করি হানিফ সংকেত এর নাটকের জন্য। আর হানিফ সংকেত বরাবরই সেরাটা দেন।

  • @aowenmoung
    @aowenmoung 5 лет назад +4

    খুব ভালো একটা নাটক শিক্ষা, মানুষ হতে গেলে শিক্ষা খুব প্রয়োজন,ধন্যবাদ হানিফ স্যার?

  • @marufhasan6921
    @marufhasan6921 5 лет назад +8

    একেই বলে সামাজিক নাটক♥