নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন, আপনি যতোবার আমার নিকট এসেছেন, ততোবার-ই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিলো......এর কারণ কী ? জিবরাঈল (আ.) নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর প্রশ্নের জবাবে বললেন, ‘ জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি। জাহান্নাম কেমন হবে? ১।জাহান্নামের গভীরতা এমন যে, এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন। ২।জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে। ৩।জাহান্নামবাসীদের শরীরের চামড়া ১২৬ ফুট পুরো করে দেওয়া হবে যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়, তাদের শরীরে আরও থাকবে তিল যার এক একটি উহুদ পাহাড়ের সমান। ৪।প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে। ৫।জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি,পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল।এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এতো বেশী হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে। ৬।জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে, জাহান্নাম বাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে। এই জন্যই বলছি ভাই / বোন আসুন আমরা দীনের পথে চলি ইসলাম মেনে চলি, আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না,কেউ আমার সাথে যাবে না,আমার হিসাব আমাকেই দিতে হবে, দুনিয়া টা একটা ধোকা, লালসাময়, তাই আসুন জাহান্নাম থেকে আমরা বাচিঁ আমাদের পরিবার কে বাচাঁই হে আল্লাহ, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।।🤲
আচ্ছালামুয়ালাইকুম আমি একজন মুরগীর খামারির ছেলে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু এটুকুই বলবো যে মুরগী নিয়ে বানিজ্যিক ব্যবসা শুরু করার আগে মুরগীটা কি খেয়ে বাঁচবে তা নিয়ে একটু ভাবা দরকার কারন, বর্তমানে খাবারের দাম মানুষ এবং মুরগী দুটোর মধ্যে ভেদাভেদ নেই।
এক হচ্ছে এই পাহাড়ি অঞ্চল দেখতে বা ঘুরতে ভালো লাগে আরেকহ হলো এই পাহাড়িদের হাতে বাশের রান্না সাথে আবার বন্য মুরগ বা মুরগী দেখতে ও ভালো লেগেছে এবং খেতেও মন চাচ্ছে অনেক। কিন্তু কেমনে সম্ভব. তবে ধন্যবাদ চ্যানেল ২৪ কে।
الحمد لله رب العالمين الحمد والشكر لله العظيم حمدا كثيرا الحمدلله على كل حال الحمدلله على كل نعمه علينا اللهم صل وسلم وبارك على محمد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمـــــــــــين يــــــــارب الــعــالـــــــــــمين
অসাধারণ একটা ভিডিও বানাইছেন যা অজানা ছিল তবে আপনার মারফতে অনুরোধ করবো এই পাহাড়ে মুরগী গুলো যেন ধ্বংস না হয়ে যায় তারা ফাঁদ পেতে মুরগিগুলো ধরে ধরে খেয়ে ফেলে কিন্তু এত পরিমাণ যাতে না খায় এমন কিছু মুরগি যাতে বিভিন্ন চিরাখানাতে রাখা হয় অথবা লোকাল আনা হয় যাতে আমরা জাতটাকে বৃদ্ধি করতে পারি
ধন্যবাদ ভাই,,, মনে মনে আমিও তাই ভাবছি কারন ছোট্ট কালে পাহাড়ে বন মোরগ অনেক দেখেছি কিন্তু তা ধরা আমার পক্ষে কখনও সম্ভব হয়নি। কারণ সত্যি পাহাড়ী বন মোরগ দূরন্ত চৌতুর!!!
আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো বুনো প্রজাতির হলেও এটি এখন আমাদের দেশি মুরগি। সারা বাংলাদেশই এদের পালন করা হচ্ছে। প্রতিটি গ্রামেই খুজে পাওয়া যাবে। আমাদের নিজেরও এমন বেশ কয়েকটি মুরগি রয়েছে।
حُرِّمَتۡ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃُ وَ الدَّمُ وَ لَحۡمُ الۡخِنۡزِیۡرِ وَ مَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ وَ الۡمُنۡخَنِقَۃُ وَ الۡمَوۡقُوۡذَۃُ وَ الۡمُتَرَدِّیَۃُ وَ النَّطِیۡحَۃُ وَ مَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ۟ وَ مَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَ اَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ ؕ ذٰلِکُمۡ فِسۡقٌ ؕ اَلۡیَوۡمَ یَئِسَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ دِیۡنِکُمۡ فَلَا تَخۡشَوۡہُمۡ وَ اخۡشَوۡنِ ؕ اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا ؕ فَمَنِ اضۡطُرَّ فِیۡ مَخۡمَصَۃٍ غَیۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍ ۙ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳﴾ হুররিমাত ‘আলাইকুমুল মাইতাতুওয়াদ্দামুওয়া লাহমুল খিনঝীরি ওয়ামা-উহিল্লা লিগাইরিল্লাহি বিহী ওয়াল মুনখানিকাতুওয়াল মাওকূযাতুওয়াল মুতারাদ্দিইয়াতুওয়ান্নাতীহাতু ওয়ামা-আকালাছ ছাবু‘উ ইল্লা-মা যাক্কাইতুম ওয়ামা-যুবিহা ‘আলান নুসুবি ওয়া আন তাছতাকছিমূবিলআঝলা-মি যা-লিকুম ফিছকুন আল ইয়াওমা ইয়াইছাল্লাযীনা কাফারূমিন দীনিকুম ফালা-তাখশাওহুম ওয়াখশাওনি আলইয়াওমা আকমালতুলাকুম দীনাকুম ওয়া আত মামতু‘আলাইকুম নি‘মাতী ওয়া রাদীতুলাকুমুল ইছলা-মা দীনান ফামানিদতুররা ফী মাখমাসাতিন গাইরা মুতাজা-নিফিললিইছমিন ফাইন্নাল্লা-হা গাফূরুর রাহীম। তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গীকৃত পশু, কন্ঠরোধে মারা পশু, আঘাত লেগে মরে যাওয়া পশু, পতনের ফলে মৃত পশু, শৃংগাঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু হারাম করা হয়েছে; তবে যা তোমরা যবাহ দ্বারা পবিত্র করেছ তা হালাল। আর যে সমস্ত পশুকে পূজার বেদীর উপর বলি দেয়া হয়েছে তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। এসব কাজ পাপ। আজ কাফিরেরা তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করনা; শুধু আমাকেই ভয় কর। আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দীন হিসাবে মনোনীত করলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় আহার করতে বাধ্য হলে সেগুলি খাওয়া তার জন্য হারাম হবেনা। কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। Forbidden to you (for food) are: Al-Maytatah (the dead animals - cattle-beast not slaughtered), blood, the flesh of swine, and the meat of that which has been slaughtered as a sacrifice for others than Allah, or has been slaughtered for idols, etc., or on which Allah's Name has not been mentioned while slaughtering, and that which has been killed by strangling, or by a violent blow, or by a headlong fall, or by the goring of horns - and that which has been (partly) eaten by a wild animal - unless you are able to slaughter it (before its death) - and that which is sacrificed (slaughtered) on An-Nusub (stone altars). (Forbidden) also is to use arrows seeking luck or decision, (all) that is Fisqun (disobedience of Allah and sin). This day, those who disbelieved have given up all hope of your religion, so fear them not, but fear Me. This day, I have perfected your religion for you, completed My Favour upon you, and have chosen for you Islam as your religion. But as for him who is forced by severe hunger, with no inclination to sin (such can eat these above-mentioned meats), then surely, Allah is Oft-Forgiving, Most Merciful.
চট্টগ্রামের শহর, গ্রাম, মফস্বলের অলিগলিতে এখনো এই জাত পাওয়া যায়। সমস্যায় একটাই ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাওয়াতে এই জাতের বৃদ্ধি খুবই ধীরগতির তাই এই জাত বাণিজ্যিক ভাবে সফলতা পাইনি।
সর্বপ্রথম 24 কে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা প্রতিবেদন প্রচার করার জন্য আপনাদের কাছে একটু হেল্প চাই আমি এই প্রজাতির মুরগির বাচ্চা বা ডিম কিভাবে সংগ্রহ করতে পারব এবং কোথা থেকে একটু জানাবেন দয়া করে।
Many thanks for the information, but I like to say that our local chicken and Hill side chickens are same, our planland chickens were crossed with many kinds of imported chickens and lost lts identity. In hills, there is a kind of chickens is called jungle foul ,which is the origin of all chickens in world. They are small in size and weight, but very immune to disease. Their habitters is destroyed by humans as because of deforestation.
আমরা পাহাড়ি, আমাদের মন সহজ সরল। ধন্যবাদ চ্যানেল ২৪
আপনাদের কেও অসংখ্য ধন্যবাদ ভাই ❤️❤️❤️
❤️❤️❤️
আপনারা সেনাবাহিনীর উপর হামলা করেন কেন,যদি এতই সহজ সরল হন?
এটা কি পাহারি মোরগ?
চাম্পা কলাও সোজা চাকমাও সরল।
পাহাড়ি, সমতল, সমুদ্র, পাহাড় সব ধরণের বৈচিত্র্য নিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশের সন্তান।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,
আপনি যতোবার আমার নিকট এসেছেন,
ততোবার-ই আপনার কপালে শোক ও
দুশ্চিন্তার ছাপ ছিলো......এর কারণ কী ?
জিবরাঈল (আ.) নবীজী সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম - এর প্রশ্নের জবাবে বললেন,
‘ জাহান্নাম সৃষ্টির পর থেকে
আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি।
জাহান্নাম কেমন হবে?
১।জাহান্নামের গভীরতা এমন যে,
এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে
জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে।
বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল
৭০ হাজার ফেরেশতা বহন করবেন।
২।জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
৩।জাহান্নামবাসীদের শরীরের চামড়া
১২৬ ফুট পুরো করে দেওয়া হবে
যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়,
তাদের শরীরে আরও থাকবে তিল
যার এক একটি উহুদ পাহাড়ের সমান।
৪।প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে।
৫।জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি,পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল।এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এতো বেশী হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে।
৬।জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে,
জাহান্নাম বাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।
এই জন্যই বলছি ভাই / বোন
আসুন আমরা দীনের পথে চলি
ইসলাম মেনে চলি, আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না,কেউ আমার সাথে যাবে না,আমার হিসাব আমাকেই দিতে হবে, দুনিয়া টা একটা ধোকা, লালসাময়,
তাই আসুন জাহান্নাম থেকে আমরা বাচিঁ আমাদের পরিবার কে বাচাঁই
হে আল্লাহ,
আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন।
আমিন।।🤲
আমি পেতে চাই কি ভাবে পেতে পারি?
কৃষি আমার বরাবরই একটা প্রিয় সাবজেক্ট। আমার চাকরির পাশাপাশি আমিও কৃষিকাজ করি।
প্রতিবেদনটা দেখে খুব ভাল লাগলো🙂🇧🇩
ruclips.net/video/RpXoh2tT_WA/видео.html
দেখলেই চোখের মনের শান্তি 😊😍
ধন্যবাদ আপনাকে এরকম একটা গুরুত্বপূর্ণ ও ভালো সংবাদ পরিচালনা করার জন্য.
রাকিব ভাই আপনার কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ । আমি মানবিক কাজে নতুন....আমার জন্য দোয়া করবেন, এবং সম্ভব হলে পাশে থাকবেন প্লিজ।
ইনশাআল্লাহ চেষ্টা করবে ভাই
Dhonnobad chanel 24 team ke 🙏💕🇧🇩
এটা হল বাম্বু চিকেন ২০১২ সালে খাগড়াছড়ি সাজেক খেয়েছিলাম এক কথায় বলতে খুবই সুস্বাদু খাবার।
ruclips.net/video/RpXoh2tT_WA/видео.html
অসাধারণ প্রতিবেদন 😍
ধন্যবাদ চ্যানেল ২৪ কে 💐
আচ্ছালামুয়ালাইকুম
আমি একজন মুরগীর খামারির ছেলে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু এটুকুই বলবো যে মুরগী নিয়ে বানিজ্যিক ব্যবসা শুরু করার আগে মুরগীটা কি খেয়ে বাঁচবে তা নিয়ে একটু ভাবা দরকার কারন, বর্তমানে খাবারের দাম মানুষ এবং মুরগী দুটোর মধ্যে ভেদাভেদ নেই।
পাহাড়ি গয়াল আর বন মোরগ সংরক্ষন করা উচিত
হুম
রাইট
@@ahil_35 Goyal ki
গয়াল হল পাহাড়ি গরু
হা আর সুন্দর পাহাড়ী মেয়েদের আমাদের সংরক্ষণ করা উচিত
কালিমার দাওয়াত দিয়ে গেলাম
[লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ]
Thank
😂
আলহামদুলিল্লাহ।
আপনারা কৃষি বিষয় নিয়ে অনুষ্ঠান করবেন খুবই ভাল লাগবে অসংখ্য ধন্যবাদ 2023 সালে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা 🌹🌹🌹🌹
আমি জানি
আমি জানি
কিন্তু আমি
আমি জানি
ruclips.net/video/RpXoh2tT_WA/видео.html
আমাদের জন্যই এদেরকে টিকিয়ে রাখা উচিত আমাদের
এক হচ্ছে এই পাহাড়ি অঞ্চল দেখতে বা ঘুরতে ভালো লাগে আরেকহ হলো এই পাহাড়িদের হাতে বাশের রান্না সাথে আবার বন্য মুরগ বা মুরগী দেখতে ও ভালো লেগেছে এবং খেতেও মন চাচ্ছে অনেক। কিন্তু কেমনে সম্ভব. তবে ধন্যবাদ চ্যানেল ২৪ কে।
ruclips.net/video/RpXoh2tT_WA/видео.html
রব্বুল আলামীন তুমি কত নিয়ামত আমাদের দান করেছ, যার জন্য হাজার হাজার শুকরিয়া আদায় করছি।
الحمد لله رب العالمين
الحمد والشكر لله العظيم
حمدا كثيرا
الحمدلله على كل حال
الحمدلله على كل نعمه علينا
اللهم صل وسلم وبارك على محمد
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
آمـــــــــــين يــــــــارب الــعــالـــــــــــمين
আলহামদুলিল্লাহ🥰
রিপোর্টারকে আন্তরিক অভিনন্দন এত সুন্দর রিপোর্ট করবার জন্য
পাহাড়িয়া এই জাত টিকিয়ে রাখা দরকার। সবার নজর থাকা প্রয়োজন
পাহাড়ি মোরগ আর বন মোরগ মোটেও এক নয়, পাহাড়ি মোরগ স্বাস্থ্য সবল সুঠামদেশি বড় জাতের, প্রকান্তরে বন মোরগ পাতলা চিকন লম্বাটে মাঝারী বা ছোট টাইপের বলা যায়।
অসাধারণ একটা ভিডিও বানাইছেন যা অজানা ছিল তবে আপনার মারফতে অনুরোধ করবো এই পাহাড়ে মুরগী গুলো যেন ধ্বংস না হয়ে যায় তারা ফাঁদ পেতে মুরগিগুলো ধরে ধরে খেয়ে ফেলে কিন্তু এত পরিমাণ যাতে না খায় এমন কিছু মুরগি যাতে বিভিন্ন চিরাখানাতে রাখা হয় অথবা লোকাল আনা হয় যাতে আমরা জাতটাকে বৃদ্ধি করতে পারি
অসাধারণ প্রতিবেদন 🔥🔥🔥
Thumbail ta kora hoise...i luv 🐓🐔❤
আমাদের দেশ অনেক সুন্দর💚
কিন্তু দেশের মানুষ সেরা বদমাইশ
সমীক্ষা ছাড়াই এদেশের সবকিছু সম্ভাবনাময়
বাংলাদেশের প্রতি আল্লাহর অনেক রহমত আছে আসলে যা কিছুই মানুষ আশা করে তাই তিনি দেন।শুধু প্রয়োজন শুকরিয়া আদায় করা।
ঠাকুরসাড়া তো আমাদের গ্রাম ❤️❤️❤️
আপনার ফেচবুক আইডি দিতে পারবেন?
ভাই আমাকে dim দিতে পারবেন ভাই?
আপনার ফোন নাম্বার দেন
My love bangladesh 🙏💕🇧🇩
Our agricultural Development doing well all over the country.
Thanks all agricultural person.
Hasib, Dhaka
অসাধারণ প্রতিবেদন। ধন্যবাদ চ্যানেল ২৪ কে।
SOK RAN SUB HAN ALLAAH......@ amin @ amen @ ameen..........
প্রতিবেদনের মাঝখান দিয়ে বর্ণ পরিবেশে চার-পাঁচটি মোরগ দেখেছেন ওগুলা বন মোরগ আর আপনাদের দাওয়াত যেখানে ওইখানে একটিও বন মুরগি নেই সবগুলো আমাদের দেশি মুরগি
ধন্যবাদ ভাই,,,
মনে মনে আমিও তাই ভাবছি কারন ছোট্ট কালে পাহাড়ে বন মোরগ অনেক দেখেছি কিন্তু তা ধরা আমার পক্ষে কখনও সম্ভব হয়নি। কারণ সত্যি পাহাড়ী বন মোরগ দূরন্ত চৌতুর!!!
চমৎকার প্রতিবেদন
খুবই ভালো লাগল ধন্যবাদ
Thumbnail ta osthir hoise🥴👍🏻
আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো বুনো প্রজাতির হলেও এটি এখন আমাদের দেশি মুরগি। সারা বাংলাদেশই এদের পালন করা হচ্ছে। প্রতিটি গ্রামেই খুজে পাওয়া যাবে। আমাদের নিজেরও এমন বেশ কয়েকটি মুরগি রয়েছে।
এগুলো তো আমাদের দেশি মুরগির মতো।
hmm
SOK RAN SUB HAN ALLAAH.....@ amin @ amen @ ameen.......
এই মোরগের খামার করলে মোরগ তো আর পাহাড়ি থাকলো না 😁
😂😂😂😂😂😂
LOVE FROM SINGAPUR😀❤️
Moinul sir has uplifted the peogram
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ❤️💖
SOK RAN SUB HAN ALLAAH....@ amin @ amen @ ameen.......
আলহামদুলিল্লাহ।
অসাধারণ রিপোর্ট 💝
কিভাবে সহযোগিতা পাবো এই বিষয়ে জানালে অন্তত কিছু মানুষ উপকৃত হবে
আলহামদুলিল্লাহ ।অনেক ভালো লাগলো। আপনাদের আমাদের ভোলায় আপনাদের দাওয়াত রইলো চ্যানেল টোয়েন্টিফোর কে
আমি ও খাগড়াছড়ি থেকে
حُرِّمَتۡ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃُ وَ الدَّمُ وَ لَحۡمُ الۡخِنۡزِیۡرِ وَ مَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ وَ الۡمُنۡخَنِقَۃُ وَ الۡمَوۡقُوۡذَۃُ وَ الۡمُتَرَدِّیَۃُ وَ النَّطِیۡحَۃُ وَ مَاۤ اَکَلَ السَّبُعُ اِلَّا مَا ذَکَّیۡتُمۡ ۟ وَ مَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَ اَنۡ تَسۡتَقۡسِمُوۡا بِالۡاَزۡلَامِ ؕ ذٰلِکُمۡ فِسۡقٌ ؕ اَلۡیَوۡمَ یَئِسَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ دِیۡنِکُمۡ فَلَا تَخۡشَوۡہُمۡ وَ اخۡشَوۡنِ ؕ اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا ؕ فَمَنِ اضۡطُرَّ فِیۡ مَخۡمَصَۃٍ غَیۡرَ مُتَجَانِفٍ لِّاِثۡمٍ ۙ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳﴾
হুররিমাত ‘আলাইকুমুল মাইতাতুওয়াদ্দামুওয়া লাহমুল খিনঝীরি ওয়ামা-উহিল্লা লিগাইরিল্লাহি বিহী ওয়াল মুনখানিকাতুওয়াল মাওকূযাতুওয়াল মুতারাদ্দিইয়াতুওয়ান্নাতীহাতু ওয়ামা-আকালাছ ছাবু‘উ ইল্লা-মা যাক্কাইতুম ওয়ামা-যুবিহা ‘আলান নুসুবি ওয়া আন তাছতাকছিমূবিলআঝলা-মি যা-লিকুম ফিছকুন আল ইয়াওমা ইয়াইছাল্লাযীনা কাফারূমিন দীনিকুম ফালা-তাখশাওহুম ওয়াখশাওনি আলইয়াওমা আকমালতুলাকুম দীনাকুম ওয়া আত মামতু‘আলাইকুম নি‘মাতী ওয়া রাদীতুলাকুমুল ইছলা-মা দীনান ফামানিদতুররা ফী মাখমাসাতিন গাইরা মুতাজা-নিফিললিইছমিন ফাইন্নাল্লা-হা গাফূরুর রাহীম।
তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গীকৃত পশু, কন্ঠরোধে মারা পশু, আঘাত লেগে মরে যাওয়া পশু, পতনের ফলে মৃত পশু, শৃংগাঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু হারাম করা হয়েছে; তবে যা তোমরা যবাহ দ্বারা পবিত্র করেছ তা হালাল। আর যে সমস্ত পশুকে পূজার বেদীর উপর বলি দেয়া হয়েছে তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। এসব কাজ পাপ। আজ কাফিরেরা তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করনা; শুধু আমাকেই ভয় কর। আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দীন হিসাবে মনোনীত করলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় আহার করতে বাধ্য হলে সেগুলি খাওয়া তার জন্য হারাম হবেনা। কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।
Forbidden to you (for food) are: Al-Maytatah (the dead animals - cattle-beast not slaughtered), blood, the flesh of swine, and the meat of that which has been slaughtered as a sacrifice for others than Allah, or has been slaughtered for idols, etc., or on which Allah's Name has not been mentioned while slaughtering, and that which has been killed by strangling, or by a violent blow, or by a headlong fall, or by the goring of horns - and that which has been (partly) eaten by a wild animal - unless you are able to slaughter it (before its death) - and that which is sacrificed (slaughtered) on An-Nusub (stone altars). (Forbidden) also is to use arrows seeking luck or decision, (all) that is Fisqun (disobedience of Allah and sin). This day, those who disbelieved have given up all hope of your religion, so fear them not, but fear Me. This day, I have perfected your religion for you, completed My Favour upon you, and have chosen for you Islam as your religion. But as for him who is forced by severe hunger, with no inclination to sin (such can eat these above-mentioned meats), then surely, Allah is Oft-Forgiving, Most Merciful.
Really informative. Thanks 24
খুব ভালো লাগছে ভিডিওটা
ময়মনসিংহ পাহাড়ি এলাকা থেকে আনছিলাম এখন প্রায় ১১ টা আছে। সর্বোচ্চ ওজন ১.৮০০ গ্রাম প্রাকৃতিক খাবার খায়। নওগাঁ
ভাই আমার কাছে কি দুইটা বিক্রি করা যাবে আমার খুব ইচ্ছা পাহাড়ী মুরগি পালন করার
আপনার কাছে থাকলে আমাকে কিছু দিন। আমি কিনে নিব। আপনার নাম্বার দিন।
মাগনা খাইলে অসাধারণ লাগে
খাটি বচন।
shundor protibedon
দারুণ সংবাদ।
চট্টগ্রামের শহর, গ্রাম, মফস্বলের অলিগলিতে এখনো এই জাত পাওয়া যায়। সমস্যায় একটাই ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাওয়াতে এই জাতের বৃদ্ধি খুবই ধীরগতির তাই এই জাত বাণিজ্যিক ভাবে সফলতা পাইনি।
Good.
আমাদের মধুপুর ভাওয়ালের গড়ে আছে অরজিন্যাল বন মুরগি
আপনার কাছে থাকলে আমাকে কিছু দিন। আমি কিনে নিব। আপনার নাম্বার দিন।
আলহামদুলিল্লাহ
Rifel chakma you are great. You all are very industrious. We love you.
এই মুরগী আমাদেরও আগে অনেক ছিলো তাই বলে কি আমরা পাহাড়ী
ha ha
দেখে আমার মনে চাইছে খাইতে অনেক ধন্যবাদ
অনেক দিনের আশা দেশে গেলে যাবো ইনিশআল্লাহ,কুয়েত প্রবাস।
Best.
Mashallah 🥰🥰
মাশা আল্লাহ
পাহাড়ি মুরগীর মাংস অনেক মজা
বাহ, কি সুন্দর!
ধন্যবাদ,,,,,,,
আমাদের গ্রামে এই মুরগীই খাচ্ছি
রওজানের হলুদিয়া পাহাড়ের মধ্যেও এই রকম মরগ মুরগী দেখা যায়
সর্বপ্রথম 24 কে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা প্রতিবেদন প্রচার করার জন্য আপনাদের কাছে একটু হেল্প চাই আমি এই প্রজাতির মুরগির বাচ্চা বা ডিম কিভাবে সংগ্রহ করতে পারব এবং কোথা থেকে একটু জানাবেন দয়া করে।
সুন্দর ভিডিও
অনেক ভালো লাগল সিলেটে তেমন নাই ভাই
আমাদের এই দেশটা কত সুন্দর। অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা বিদেশে যাই।
Deshi variety.
এই পাহাড়ী মুরগি গুলো খেতে অনেক সুস্বাদু দেশী মুরগির তুলনায় অনেক গুণ বেশি মজা
একমত
Nice presentations
Drone shot was amzaing to see!
Thanks a lot Channel24
Mash Allah Alhamdulillah 🤲🤲
Bon morog onek moja
অই ও খাইতাম চাই😋😋
আপু আপনার কাছে অনুরোধ আলহামদুলিল্লাহ । আমি মানবিক কাজে নতুন....আমার জন্য দোয়া করবেন, এবং সম্ভব হলে পাশে থাকবেন প্লিজ।
আমাদের সাতক্ষীরা এলাকায় এ মোরগ বাড়িতে পালি আমরা
কেনো ভাই সুন্দরবনের গুলো কি সব খাওয়া শেষ 😮😮😮😮😮
ভাই আমি এখন ও পাহাড়ে আছি।বন মোরগ আর পাহাড়ি মোরগ এক নয়। বন মোরগ আধা কেজি ওজনের হয় আর পাহাড়ি মোরগ চার থেকে পাচ কেজি ওজনের হয়।
এ জিনিসটা না যেনে ওরা প্রতিবেদন করে ফেললো। ২ টা ২ জিনিস
Ami kico pahari morgi nite cai babostha kore dite parben plz vai
এই বন মোরগ দিয়ে পাহাড়ি লোক বন মোরগ ধরে। পাহাড়িরা খেয়ে ফেলে। এই বন মোরগ খুব চালাক। ধরা খুব কঠিন।
ব্যাবস্থা করে দিতে পারলে ভালো হতো আমি কিনে নিবো
5:53 আপনি আগে ভালো করে দেখুন
Need these typy of documentaries.
Eghuloo tho amader barite o ache. Deshi murgi bole etike. Prochur ache, often jobeh kore khawa hoy.
In Shah Allah 🖤💝
Mashallah jazakallahu khayran
এখানেই যখন হিলি চিকেন খেলেন তাহলে আগের হিলি চিকেন এ সমস্যা কি ছিলো ভাউ?
Many thanks for the information, but I like to say that our local chicken and Hill side chickens are same, our planland chickens were crossed with many kinds of imported chickens and lost lts identity. In hills, there is a kind of chickens is called jungle foul ,which is the origin of all chickens in world. They are small in size and weight, but very immune to disease. Their habitters is destroyed by humans as because of deforestation.
সত্যি কথার জন্য ধন্যবাদ আপনাকে!
Bandorbon tour pahri bon morgi khasi sei test 🥰
Thanks
Red junglefowl
অসাধারণ প্রতিবেদন
আমাদের সিলেটে তো এই মোরগগুলাইয়া আমাদের দেশীয় মরুগ আছে
রিপোর্টার এর নামটা বলবেন? তার ভয়েসটা অসাধারণ।
খুবই ভালো উদ্যোগ।
কিন্তু আমরা এই জাত কিভাবে পাবো?
অসাধারণ তো শুনলাম বুঝলাম। এখন বলেন তাদের মুরগির টাকা দিছেন তো??????
মধ্যপ্রাচ্চে মাংসের ব্যাপক চাহিদা আছে, তাই এই বাজারে রপ্তানির ব্যবস্থা করলে উৎপাদন এমনিতেই বৃদ্ধি পাবে ( দাম বৃদ্ধির কারণে)।
অসাধারন ভিডিও ।