মাত্র দুমাস আগে আমার জীবনে বড় একটা বিপর্জয় ঘটে গেছে। হয় পাগল হয়ে যাবো নয়তো স্ট্রোক করে মারাই যাবো। কিন্তু এগানটা কয়েকবার শোনার পর কধাগুলো যেন আমাকে মাথায় হাত বুলিয়ে রবি ঠাকুর শান্তনা দিহচ্ছিলেন আর বলছিলেন “কোন কিছুর প্নতি অতি আসক্তি কোন দিন মঙ্গল বয়ে আনেনা। যার প্রতি আসক্ত হলে সর্বমঙ্গল সেই ঈশ্বরের নৈকট্য লাভের জন্য নিজেকে প্রস্তুত কর।” আমি এখন সম্পূর্ণ অন্য মানুষ!
এই গানটা শোনার জন্য you tube এ search করছিলাম। অনেক শিল্পীর মধ্যে আপনার নাম টা চোখে পড়ল। এই গানটি আরো শিল্পীদের কন্ঠে শুনেছি। ভাবলাম আপনার টাও শুনি। এত সাবলীল ভাবে গেয়েছেন মন ছুঁয়ে গেছে।
যত বার শুনি ততবার পরম করুণাময় এর সাথে একাত্মতার বাসনা জাগে। নগণ্য এই মানব জীবনের মাঝে হে করুনাময় তোমার পথে যেন চলি। ধন্যবাদ শিল্পী কে সংগীতের যথাযথ উপস্থাপনা র জন্য।
আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে না চাহিতে মোরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ না চাহিতে মোরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য করে অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে আমি কখনওবা ভুলি, কখনওবা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে এ যে তব দয়া জানি জানি হায় নিতে চাও বলে ফিরাও আমায় এ যে তব দয়া জানি জানি হায় নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য করে আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে
এই শিল্পীর পরিবেশন শুনে মনে হচ্ছে, রবীন্দ্রনাথ যেন এখনও জীবন্ত, eternal. নতুন প্রজন্ম তাঁর গান কে সমৃদ্ধ করেছে। এরজন্য আমরা এনাদের কাছে কৃতজ্ঞ। শুভেচ্ছা রইলো।
রবী ঠাকুর এমনই একজন অনবদ্য স্রষ্টা যিনি জীবনের প্রত্যেক টা সময় এর জন্য লিখে গিয়েছেন। হোক প্রেম কিংবা বিরহ , রাজনৈতিক অথবা সামাজিক ক্ষেত্র সকল ক্ষেত্রেই তার লিখার অবাধ বিচরণ। চমৎকার কন্ঠে এ সৃষ্টিকে আরো কিছুটা উচ্চতর স্থানে নিয়ে গিয়েছেন এই অসাধারণ শিল্পী
Kintu sei agnigorvo situations a Bharat er sadhinotar jonnyo aktao gaan rochona kore jete paren ni....ja Sukanta, Nazrul Pete khuda rekhe tader sristi rekhe gechen
আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান---- আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য করে অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে।। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে; তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়---- পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য করে আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে।।
Apnar ganti sune ami abhibhuto kotobar je suni bolte parbo na opurbo apnar gola styletio rabindrik apnar songe porichoy korar i cha roilo ami praktn shilpi apnar ro onek gaan sonar ichha roilo
Je Trisha jagile tomare harabo ganti korle sune anondo pabo sreekhol sahojoge gaiben eti Robindro gaan noy net e paben apnar fb te ashbo ki dli accept korben eti amar cheler account amar naam sudakshina chatterjee
আমি প্রথমবার লকডাউনে আপনার এই গানটা শুনি। তারপর থেকে শুনেই চলেছি.. যত বয়স হচ্ছে ততই রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটা লাইন আরো ভীষণ প্রিয় হয়ে উঠছে। এই গানটা আপনার গলায় এক অনন্য উচ্চতায় চলে গেছে। আপনি বিশ্বাস করুন অন্য কারো গলায় আর এই গানটা আমার ভালো লাগেনা।আপনারা আর কোন গান আছে কিনা জানাবেন। বিশেষ করে "বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই।" "জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ? " ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন। ভালো থাকবেন।
গানের বাণীগুলি আমি মনে মনে বিশ্বাস করি, সম্পূর্ণ নিরীশ্বরবাদী হয়েও । তারই প্রকাশ হয়তো আপনার চিন্তাকে সামান্য হলেও স্পর্শ করেছে । আপনার অনুভূতি শেয়ার করার জন্যে অসংখ্য ধন্যবাদ ।
এ আমার কাছে অপরিসীম আনন্দের , কারণ এ আমার নিতান্তই এক এক্সপেরিমেন্ট ছিল । আপনার মতো শ্রোতাদের যে এতো ভালো লাগবে সেটা কল্পনাতেই ছিল না । সম্ভব হলে আপনার পরিচিতজনদের শোনান , শেয়ার করুন, পৌঁছে দিন অন্যান্যদের কাছে ।
আমি নিজেই কমপক্ষে ৩০ বার শুনেছি! অসাধারণ দাদা, আপনার গানের তুলনা হয় না সেই সাথে মানানসই কন্টেন্ট দেয়ায় একেবারে ১০০ তে ১০০ পেয়ে গেছেন। ভালোবাসা ও শ্রদ্ধা রইল.....
Last year during lockdown ,while staying away from home for a long time i heard of this song for the first time .All these lines gave me a lot of strength to survive. But was not finding a good version of it to listen to . Finally I discovered you right now. 😊 Its a real bliss.Apnar udatto konthe gan ta shune mone khub shanti pelam . Khub bhalo thakben. 🙏
I myself love this song, moreover my 17 months old son listens this song from his birth. Now this song at least 3 times a day and ami poth vula ek pothik asechi 3 times, I don’t know what he understands but clearly he loves this voice. ❤❤
THIS MUSIC IS VERY VERY AND REALLY BEAUTIFUL AND GOOD GOOD AND BEAUTIFUL BEAUTIFUL AND AMAZING AND FANTASTICK OKEY . AND SUBHARA GHOSH DASTIDER GAD BLESS YOU FEMOUS SINGER . AND ME YOU LIVE LONG OKEY
মাত্র দুমাস আগে আমার জীবনে বড় একটা বিপর্জয় ঘটে গেছে। হয় পাগল হয়ে যাবো নয়তো স্ট্রোক করে মারাই যাবো। কিন্তু এগানটা কয়েকবার শোনার পর কধাগুলো যেন আমাকে মাথায় হাত বুলিয়ে রবি ঠাকুর শান্তনা দিহচ্ছিলেন আর বলছিলেন “কোন কিছুর প্নতি অতি আসক্তি কোন দিন মঙ্গল বয়ে আনেনা। যার প্রতি আসক্ত হলে সর্বমঙ্গল সেই ঈশ্বরের নৈকট্য লাভের জন্য নিজেকে প্রস্তুত কর।” আমি এখন সম্পূর্ণ অন্য মানুষ!
এই গানটা শোনার জন্য you tube এ search করছিলাম। অনেক শিল্পীর মধ্যে আপনার নাম টা চোখে পড়ল। এই গানটি আরো শিল্পীদের কন্ঠে শুনেছি। ভাবলাম আপনার টাও শুনি। এত সাবলীল ভাবে গেয়েছেন মন ছুঁয়ে গেছে।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন
দাদা আপনি গান টা এতো সুন্দর গেয়েছেন যে আমার বলার মত ভাষা নেই ,,ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে জেনো দীর্ঘ আয়ু প্রদান করেন,,🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন ।
খুব সুন্দর, 'গীতাঞ্জলি'র দ্বিতীয় গান, ❤️
যত বার শুনি ততবার পরম করুণাময় এর সাথে একাত্মতার বাসনা জাগে। নগণ্য এই মানব জীবনের মাঝে হে করুনাময় তোমার পথে যেন চলি। ধন্যবাদ শিল্পী কে সংগীতের যথাযথ উপস্থাপনা র জন্য।
ধন্যবাদ জানাচ্ছি । আমারও একই প্রার্থনা ।
আহা, মনে দোলা দেয়া এক কন্ঠ ভরা সুর!
অসাধারণ!
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
আমি বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
না চাহিতে মোরে যা করেছ দান
আকাশ আলোক তনু মন প্রাণ
না চাহিতে মোরে যা করেছ দান
আকাশ আলোক তনু মন প্রাণ
দিনে দিনে তুমি নিতেছ আমায়
সে মহা দানেরই যোগ্য করে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
আমি কখনওবা ভুলি, কখনওবা চলি
তোমার পথের লক্ষ্য ধরে
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে
এ যে তব দয়া জানি জানি হায়
নিতে চাও বলে ফিরাও আমায়
এ যে তব দয়া জানি জানি হায়
নিতে চাও বলে ফিরাও আমায়
পূর্ণ করিয়া লবে এ জীবন
তব মিলনেরই যোগ্য করে
আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে
বহু বাসনায় প্রাণপণে চাই
বঞ্চিত করে বাঁচালে মোরে
ধন্যবাদ
Thank you so much....kotha gulo likhe apni khub upokar korechen.... osadharon kotha...music is really a great medium to be connected with the spirit
সত্যি,, মন ছুঁয়ে গেল,,,,প্রণাম,🙏
দারুণ গেয়েছেন দাদা।আজকেই প্রথম কবিগুরুর "গীতাঞ্জলি" পড়তে শুরু করলাম।আর এই গানটাতেই আটকে গেলাম
অসম্ভব গভীর এই গানের বাণী । তবে রবি ঠাকুরের কোন গানে তা নয় !! তবুও এই গানটি আমার খুব প্রিয় । ধন্যবাদ জানাই আপনাকে ।
অপূর্ব, চট্টগ্রাম থেকে শুনছি আর শুনছি
Many singers singing this song,....but u splendid....unbelievable....lyrics &
voice unparallel......
Thank you so much. Since you have liked it so much, please share it with your friends/colleagues/relatives.
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আরও বেড়ে গেল গান গানটি শুনে।
খুব সুন্দর নিবেদন🌹
এত সুন্দর করে কি করে গাওয়া যায়?
হৃদয়ের অন্তস্থল থেকে উৎসর্গ হয়েছে এ গান।
অনেক অনেক ধন্যবাদ শিল্পী কে
আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন
কি গাইলেন দাদা❤🙏🏻❤️। অমর করে গেলেন । কি শান্তি 🥺 কোনও ভাষা খুঁজে পাচ্ছি না
হৃদয় ছুঁয়ে গেল গায়কি ও কণ্ঠস্বর
আমার কৃতজ্ঞতা জানাচ্ছি
খুবই স্নিগ্ধ এক কথায় অসাধারণ
অপূর্ব, অসাধারণ ও অনবদ্য।
এক সুন্দর অনুভূতি এই গানের সৌজন্যে।
অজস্র ধন্যবাদ জানাই শিল্পীকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই
এই শিল্পীর পরিবেশন শুনে মনে হচ্ছে, রবীন্দ্রনাথ যেন এখনও জীবন্ত, eternal. নতুন প্রজন্ম তাঁর গান কে সমৃদ্ধ করেছে। এরজন্য আমরা এনাদের কাছে কৃতজ্ঞ। শুভেচ্ছা রইলো।
আমি আপ্লুত । গভীর কৃতজ্ঞতা জানবেন ।
রবী ঠাকুর এমনই একজন অনবদ্য স্রষ্টা যিনি জীবনের প্রত্যেক টা সময় এর জন্য লিখে গিয়েছেন। হোক প্রেম কিংবা বিরহ , রাজনৈতিক অথবা সামাজিক ক্ষেত্র সকল ক্ষেত্রেই তার লিখার অবাধ বিচরণ। চমৎকার কন্ঠে এ সৃষ্টিকে আরো কিছুটা উচ্চতর স্থানে নিয়ে গিয়েছেন এই অসাধারণ শিল্পী
আপনার মন্তব্যে সমৃদ্ধ হলাম, উৎসাহ পেলাম । ধন্যবাদ ।
Kintu sei agnigorvo situations a Bharat er sadhinotar jonnyo aktao gaan rochona kore jete paren ni....ja Sukanta, Nazrul Pete khuda rekhe tader sristi rekhe gechen
বারে বারে শুনতে হয়।।❤❤❤
অসাধারণ লাগলো । শুনে শান্তি পেলাম ।
Superb Photography,Excellent Music, Great VOICE .🌈
Thank you so much
আমি বহু বাসনায় প্রাণপণে চাই,
বঞ্চিত করে বাঁচালে মোরে।
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে।
না চাহিতে মোরে যা করেছ দান----
আকাশ আলোক তনু মন প্রাণ,
দিনে দিনে তুমি নিতেছ আমায়
সে মহা দানেরই যোগ্য করে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে।।
আমি কখনো বা ভুলি, কখনো বা চলি
তোমার পথের লক্ষ্য ধরে;
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে।
এ যে তব দয়া, জানি জানি হায়,
নিতে চাও বলে ফিরাও আমায়----
পূর্ণ করিয়া লবে এ জীবন
তব মিলনেরই যোগ্য করে
আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে।।
ধন্যবাদ
just mind blowing !! khuuub bhalo hoyeche. Thank you dada
মন ভরে ওঠে এমনি সুন্দর রবীন্দ্রনাথের গান শুনে। কন্ঠ শিল্পী অনবদ্য গেয়েছেন।
Have not heard a better version of this song yet ❤️
Thank you for being so kind to my work and my honest expression that I tried to pour into it
বাংলা ভাষার জন্য রবীন্দ্রনাথ এত করলেন,আর তার গানের গুণকীর্তন কিনা ইংরেজিতে!!!
একদম স্পষ্ট ভাবে সুর,স্বর আর কন্ঠের সমন্বয় পেলাম অবশেষে! খুব সুন্দর!
আমার অশেষ কৃতজ্ঞতা জানাই । কিছুদিন আগে আরেকটি গানও পোস্ট করেছি । সম্ভব হলে শুনবেন
ruclips.net/video/0_muQ50P2Es/видео.html
@@sgdastidar অবশ্যই শুনবো.. ধধন্যবাদ!
@@sgdastidar আমি এই অধমের প্রয়াস, সময় পেলে শুনবেন!!
ruclips.net/video/n9FxzU-gXUw/видео.html
@@ZakirShobuj অসম্ভব সুন্দর একটি সৃষ্টি । আমি মন্তব্যে লিখেছি । শেয়ার করার জন্যে অসংখ্য ধন্যবাদ
অপূর্ব, অপূর্ব, অপূর্ব 😊😊
কাকু আপনার গলাটা খুব সুন্দর এবং গানটা যা গেয়েছেন এক কথায় অসাধারণ ধন্যবাদ এই রকম গান আমাদের কে উপহার দেয়ার জন্যে 👍❣️❤️
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন
Apurbo. Onekbar shunlam.
অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি
খুব সুন্দর দরদী কন্ঠ।ভীষণ ভালো গেয়েছেন দাদা 🙏
আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি । ভালো থাকবেন ।
Kub sundor dada
অসংখ্য ধন্যবাদ
Apnar ganti sune ami abhibhuto kotobar je suni bolte parbo na opurbo apnar gola styletio rabindrik apnar songe porichoy korar i cha roilo ami praktn shilpi apnar ro onek gaan sonar ichha roilo
asonkhyo dhonyobad.....aapnar feedback peye khub khusi holam.......amar facebook profile aarche.....okhane contact korte paren
Je Trisha jagile tomare harabo ganti korle sune anondo pabo sreekhol sahojoge gaiben eti Robindro gaan noy net e paben apnar fb te ashbo ki dli accept korben eti amar cheler account amar naam sudakshina chatterjee
@@sgdastidar fb link ta deben, khuje pachina
facebook.com/shubhra.ghoshdastidar/
তোর অনেক গুন তা জানি , কিন্তু তার মাঝে যে এ গুন টাও লুকিয়ে ছিল, তা জানতাম না রে।মন কেঁড়ে নিলি
আমার সংগীত শিক্ষার শুরু তো কণ্ঠসঙ্গীত দিয়েই । মাঝে অনেকদিন চর্চা করিনি । আবার হঠাৎ খেয়াল হলো ...তাই
আমি প্রথমবার লকডাউনে আপনার এই গানটা শুনি। তারপর থেকে শুনেই চলেছি..
যত বয়স হচ্ছে ততই রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটা লাইন আরো ভীষণ প্রিয় হয়ে উঠছে। এই গানটা আপনার গলায় এক অনন্য উচ্চতায় চলে গেছে। আপনি বিশ্বাস করুন অন্য কারো গলায় আর এই গানটা আমার ভালো লাগেনা।আপনারা আর কোন গান আছে কিনা জানাবেন।
বিশেষ করে "বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই।"
"জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ? "
ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন।
ভালো থাকবেন।
গানের বাণীগুলি আমি মনে মনে বিশ্বাস করি, সম্পূর্ণ নিরীশ্বরবাদী হয়েও । তারই প্রকাশ হয়তো আপনার চিন্তাকে সামান্য হলেও স্পর্শ করেছে । আপনার অনুভূতি শেয়ার করার জন্যে অসংখ্য ধন্যবাদ ।
Darun darun dada , tobe ektu besi besi kore gaan gulo dile subscribes barbe dada 🎉
Apurba voice apner keep it up
Osadharon. Ami onek bar sunechi.
Thank you so much for appreciating. This was my first attempt to record a vocal performance with a professional setup.
Khob daron gayachen apni...mugdha holam
অসাধারণ ❤❤❤
Apurbo laglo...
স্যার আপনার গলায় রবীন্দ্র সঙ্গীত খুব ভালো মানায় দয়া করে আপনার গাওয়া আরো রবীন্দ্র সংগীত আমাদের উপহার দিন ।
Apnar proti srodha barlo... 🙏
ধন্যবাদ জানাচ্ছি । 🙏🙏🙏
What a lovely voice 😍❤ Love from Bangladesh 🇧🇩
Thank you so much. I am indebted.
Bhalo legeche....
Thanks
Khub sundor gaan
Khub sundar❤❤❤
আহ হা--- For you man---
My leo has suggested me this to watch now Am A fan of this song-- thanks leo-- always love
Thank you so much
আপনার এই গানটি প্রতিদিন কতবার যে শুনি,কি ভীষণ ভালো লাগে যে-বোঝাতে পারবো না🙏
এ আমার কাছে অপরিসীম আনন্দের , কারণ এ আমার নিতান্তই এক এক্সপেরিমেন্ট ছিল । আপনার মতো শ্রোতাদের যে এতো ভালো লাগবে সেটা কল্পনাতেই ছিল না । সম্ভব হলে আপনার পরিচিতজনদের শোনান , শেয়ার করুন, পৌঁছে দিন অন্যান্যদের কাছে ।
ভীষণ সুন্দর। প্রতিদিন শুনি এই গানটি
Apurbo ......❤
Osadharon. Darun gola
ধন্যবাদ 🙏
আমি নিজেই কমপক্ষে ৩০ বার শুনেছি!
অসাধারণ দাদা,
আপনার গানের তুলনা হয় না
সেই সাথে মানানসই কন্টেন্ট দেয়ায়
একেবারে ১০০ তে ১০০ পেয়ে গেছেন।
ভালোবাসা ও শ্রদ্ধা রইল.....
আমার অশেষ কৃতজ্ঞতা জানাই । আপনার প্রোফাইলে নামটি বুঝতে পারিনি । পরিচয় পেলে আরো ভালো লাগতো । ভালো থাকবেন ।
মনোমুগ্ধকর, দাদা
দীর্ঘজীবী হোন, আনন্দে থাকুন
আমার কৃতজ্ঞতা জানাচ্ছি
আবার বলছি,শুভ্র, বড় ভালো গেয়েছিস রে।বার বার শুনছি গানটা। মন ভরে গেল
Thank you :)
Last year during lockdown ,while staying away from home for a long time i heard of this song for the first time .All these lines gave me a lot of strength to survive.
But was not finding a good version of it to listen to .
Finally I discovered you right now. 😊
Its a real bliss.Apnar udatto konthe gan ta shune mone khub shanti pelam .
Khub bhalo thakben. 🙏
Thank you so much for your kind comments and appreciation.
আহা মনটা ভরে গেলো।আরও গান চাই আপনার, আমার প্রিয় শিল্পীদের লিস্টে আপনিও যুক্ত হলেন আজ।
আপনাকে ধন্যবাদ ও আমার কৃতজ্ঞতা জানাই
Amazing song ❤my love song 😍 love from Bangladesh🇧🇩
Beautiful ❤❤❤❤❤
Thank you so much
Darun laglo
Thanks
Apurbo 👌👌
Thank you
Dada chaya ghoraiche bone bone .... Ai gan ta cover korar onurod roilo🙏🙏
কি অপূর্ব। চোখ বুজে শুনতে ভীষন ভালো লাগলো
তোমার মতো গুণী শিল্পীর থেকে এমন তারিফ পাওয়া সৌভাগ্যের
@@sgdastidar কি যে বলো
অনেকের কন্ঠেই শুনেছি গানটি কিন্তু আপনার কন্ঠে বেশি ভালো লেগেছে। চমৎকার মিউজিক কম্পোজিশন ও কন্ঠ
অসংখ্য ধন্যবাদ |
যেহেতু আপনার এতো ভালো লেগেছে, অনুগ্রহ করে আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন ।
বাংলাদেশ থেকে বলছি । হ্যাঁ আমি আপনি বলার আগেই আমার ফেসবুকে শেয়ার করেছি। ভালো কিছু সবার মাঝখানে ছরিয়ে দিতে ভালো লাগে। শুভকামনা রইল।🙏❤
@@greenworld9216 আমার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি । বাংলা ভাষা কেন্দ্রিক শিল্প সংস্কৃতি এভাবেই আমাদের এক করে রাখুক
খুব ভালো লাগলো গায়কী,,,
সফল হোক সাধনা।
অসংখ্য ধন্যবাদ
Darun ❤
অসাধারন পরিবেশন দাদা🙏🙏
আরও চাই আপনার থেকে।
ধন্যবাদ । চেষ্টা করবো । তবে আরো কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো শুনবেন অনুগ্রহ করে ।
@@sgdastidar nischoi sunbo🙏🙏🙏
খুব সুন্দর, মন ভরে গেল!
আমার কৃতজ্ঞতা জানাই
অসাধারণ
আহা❤️
❤❤❤❤ excellent
I myself love this song, moreover my 17 months old son listens this song from his birth. Now this song at least 3 times a day and ami poth vula ek pothik asechi 3 times, I don’t know what he understands but clearly he loves this voice. ❤❤
My love and blessings from him.....I wish that I get a chance to meet him sometime.
এই নিয়ে যে কতবার শুনলাম!
আমার কৃতজ্ঞতা জানাই
দারুন সুন্দর ,,,, লেগেছে ,,,
অসংখ্য ধন্যবাদ
Amazing ❤❤❤
বেশ লাগলো৷ ভিসুয়ালটাও ভালো হয়েছে৷
অসংখ্য ধন্যবাদ :)
২০২৪ এ এসে কে কে শুনছেন গানটা😢
Ami bohu basonay pranpony chai bonchito kora bacala mora😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Ki bhalo apnar gola ...darun sir..
অসংখ্য ধন্যবাদ
অসাধারন
Khub sundor laglo 👏👏
ধন্যবাদ
Tumi etto bhalo gaan gao etodin seta jantam o na jene ashchorjo holam khub.. boddo bhalo laglo... "jaha shunilam.. jonmo jonmantoreo bhulibo na'... suvechcha roilo
আমি ও জানতাম না যে গলায় সুর আছে । ভূতের রাজার স্বপ্ন দেখেছিলাম একবার । তার পরেই কি??!!! 😂😂
Just lovely
Thanks
BEAUTIFUL
Thanks
Oh. Gust best
দাদা অসাধারণ হয়েছে
আমার কৃতজ্ঞতা জানাচ্ছি
খুব ভালো লাগলো !
অসংখ্য ধন্যবাদ
Khub valo. Keep it up.
thank you so much :)
খুব সুন্দর।
অসংখ্য ধন্যবাদ
প্রশান্তি। প্রশান্তি।
ধন্যবাদ
khub valo
Khub sundar hoyeche, keep it up-
Thanks :)
শুভ্র এত সংযত ও সৎ ভাবে গাইলি গানটা.... প্রতিটি কথা মনে গেঁথে গেল শুনতে শুনতে.... এইভাবে আরো গান করিস... অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো
সংযত ভাবটি ও সততা প্রকাশ পেয়েছে জেনে খুব শান্তি পেলাম। নিশ্চই চেষ্টা চালিয়ে যাবো
আবার শুনছি.... বার বার শুনি
আমার সৌভাগ্য যে তুমি এতবার শোনার যোগ্য মনে করেছো
Khub bhalo
Chaliye jao.
Thanks :)
osadharon gan ..Khub valo laglo apnar golae ei song. Ami apnar ei song ta nie ekta video baniechi. Apnake link send korbo. Plzz dekhben.
Khub sundor
Thanks
THIS MUSIC IS VERY VERY AND REALLY BEAUTIFUL AND GOOD GOOD AND BEAUTIFUL BEAUTIFUL AND AMAZING AND FANTASTICK OKEY . AND SUBHARA GHOSH DASTIDER GAD BLESS YOU FEMOUS SINGER . AND ME YOU LIVE LONG OKEY
Many thanks for you kind comments and appreciation
Dada chaya ghonaiche rabindra sangeet ta please ekbar
Aha 🙂💓🌷
💛
Kudos to the Pro!
Thanks :)
@@sgdastidar A