আসুন জেনে নেই পাকুন্দিয়া উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে...

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • পাকুন্দিয়া উপজেলা :
    পাকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে অন্যতম ১টি। অনেক প্রক্ষাত মানুষের জন্মস্থান এ উপজেলায়। পাকুন্দিয়া উপজেলাটির ভৌগলিক আয়তন ১৮০.৫২ বর্গকিলোমিটার। এ আয়তনে ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এটি ১৯২২ সালে একটি থানা হিসেবে গঠিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর উপজেলায় রূপান্তরিত হয়।
    পাকুন্দিয়া উপজেলা :
    পাকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে অন্যতম ১টি। অনেক প্রক্ষাত মানুষের জন্মস্থান এ উপজেলায়। পাকুন্দিয়া উপজেলাটির ভৌগলিক আয়তন ১৮০.৫২ বর্গকিলোমিটার। এ আয়তনে ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এটি ১৯২২ সালে একটি থানা হিসেবে গঠিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালের ১৪ সেপ্টেম্বর উপজেলায় রূপান্তরিত হয়।
    পাকুন্দিয়া উপজেলার ইতিহাস :
    পাকুন্দিয়া বাজারের দক্ষিনাংশে মির্জাপুর-পাকুন্দিয়া রোডের পশ্চিমপার্শ্বে মলং শাহ নামে একজন আউলিয়া দরবেশের মাজার আছে। তিনি মধ্যযুগে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। কেউ কেউ বলেন তিনি এগারসিন্দুরে আগত ১১জন আউলিয়ার অন্যতম একজন ছিলেন। বর্তমান মাজার স্থলে তিনি অবস্থান করতেন। এই মলংশাহ দরবেশের পাকুন(পবিত্র)+ তার দেহ থেকে "পাকুয়ান দেহ" অর্থাৎ উর্দু ভাষী শব্দে 'পাকওয়ান দেহ' নামে ডাকা হতো। যা লোকমুখে উচ্চারণ বিবর্তনের ফলে‘পাকুন্দিয়া’ শব্দে রূপ নেয় এবং এ অঞ্চলের নামকরণ হয় পাকুন্দিয়া।
    অন্যদিকে আরও একটি মতবাদ আছে, বহু ভাষাবিদ ও গবেষক ডঃ সুকুমার সেনের মতে, পাকুড় গাছ থেকে 'পাকুন’ এবং জলাভুমি বেষ্টিত টিলাভূমি বা উঁচু স্থান থেকে এসেছে ‘দিয়া’। 'পাকুন' শব্দটি 'পাকুড়' শব্দের বিবর্তিত রূপ; এই বিবর্তিত শব্দ পাকুন এবং এখানকার ভৌগলিক পরিবেশ 'দিয়া' মিলে এ এলাকার নামকরণ 'পাকুন্দিয়া' হয়েছে। -তথ্য সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
    পাকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জ শহর থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। জেলা সদর থেকে পাকুন্দিয়া উপজেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটার। এ উপজেলা ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত । এগুলো হলো: জাঙ্গালিয়া চন্ডিপাশা চরফরাদি এগারসিন্দুর হোসেন্দী বুরুদিয়া নারান্দী পাটুয়াভাঙ্গা সুখিয়া ও পাকুন্দিয়া পৌরসভা।
    দর্শনীয় স্থান
    এগারসিন্দুর দুর্গ
    সাদী মসজিদ
    শাহ মাহমুদের মসজিদ ও বালাখানা
    সালংকা জামে মসজিদ
    হর্ষি বাজার জামে মসজিদ
    বেবুদ রাজার দীঘি
    মলং শাহর মাজার
    মঠখোলা কালিমন্দির
    আংটি চোরার বিল
    পোড়াবাড়ীয়া মেলা
    Shaharia Redoy

Комментарии • 50