আসসালমুআলাইকুম ওয়ারাহমাতুললাহ। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন তা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখবে। আশা করি এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।শুভ কামনা নিরন্তর ❤
It is really helpful. What if a student have the cgpa around 3.90, TOEFL and GRE scores are well enough but don’t have any publication or research experience, is it possible to get full funding in USA?
One of the best informative & motivational video I ever seen, sir. I'm now in 2nd year at undergraduation . What should a student do for getting scholarship for master's degree with full funding in USA during undergraduation at the stage from 2nd year or 3rd year? If you would make a video with detail explanation about our preparation from 2nd/3rd year at undergraduate then we'll be very glad to you. Thank you sir❤️
Thanks for the kind words. For freshmen and sophomores, the main focus should be on mastering the subject matters and keeping GPA as good as possible. As side skills, proficiency in English and reading science papers should be added. You don't need to worry about actual higher study steps until you reach the third year. Some good publications with practical research experience will greatly help you in this regard.
Internal connection না থাকলে যে হবে না তা কিন্তু না। এটা থাকলে ভালো। আপনি আপনার মতো নিজের যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করুন। আমি যখন আসি, আমারও পরিচিত কেউ ছিল না।
অনেক অনেক সুন্দর একটি ভিডিও ধন্যবাদ প্রিয় হযরত। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমফিল শেষ করলাম। আমি ইসলামিক স্টাডিজে পিএইচডি করতে চাই। কোন প্রফেসরের লিংক থাকলে দয়া করে পাঠাবেন।
How can I get thesis base maaters? I have intension on micro chips, automation and mechatronics. I am now working for a smartphone customer care as maintenance engineer. Please may I get any helping hand?
The general application procedure including all academic credentials, language and standardized tests, statement of purpose and letters of recommendation should be followed first to obtain an admission. You may have a scope of selecting thesis either during this time or after getting admission.
স্যার, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ৩য় বর্ষে পড়ি। MSc USA এর কোনো University তে করবার জন্য আমার steps গুলো এখন থেকে কি করা উচিৎ একটু যদি kindly বলতেন।আমি আসলে বুঝতে পাড়ছিনা ielts,GRE এর পাশাপাশি কি কি skills develop করতে হবে বা আর কি কি জিনিস এর সাথে এখন থেকে যুক্ত থাকতে হবে, kindly একটু বলবেন স্যার
Bhaia, does this funding mean we don't have to pay the tuition fee for the 2year masters program? But bhaia i am a little confused. Should i start looking for fundings after i apply to the university for admission or before?
It depends. Some programs offer scholarship in the form of TA with waived tuition fees. In such cases, you basically don't pay for the tuition (except some registration fees per semester) and the stipends give some support to your living. You can check my page fb.com/mrashidpage where I interviewed Sagar Paul who discussed fully funded MS program.
Vai ami Canada Master’s scholarship er janno apply korte chay..amar SSC 5 out of 5..HSC 5 out of 5..honours 3.75 out of 4..ielts 7.journal paper 4 ta..sub CSE..akjon Professor bolse amar profile so strong r apply korar janno bolse r admission bisoyta naki tader admission committee deke..akon ami ki scholarship pabo?
Helpful tips & techniques sir. I want to know something from you sir. TOEFL/ IELTS and GRE / GMAT chara USA te MBA or MS ar jonno ki apply kora jabe? and tate kono scholarship/ financial aid ki grant hobe? apner guidance khub dorkar.
GRE/GMAT ছাড়া সম্ভব, কারণ এটা গ্র্যাড প্রোগ্রামের অভ্যন্তরীণ বিষয়। IELTS or TOEFL ছাড়া সম্ভব নয়, কারণ আই-২০ নামক ফর্ম এর উপর পরিষ্কার ভাবে লেখা থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিদেশী স্টুডেন্ট এর ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। আইহ-২০ ফরমটা কিন্তু এম্ব্যাসিতে প্রথমেই দেখাতে হবে। কাজেই সেখানে ল্যাংগুয়েজ টেস্টে ফাঁকা থাকলে ভিসা পাবার সম্ভাবনা নেই। বিজনেস স্কুলে ফান্ডিং একটু কমপিটিটিভ। আপনি আমার পেইজে আমার স্টুডেন্ট রাশিকের সাথে আমার লাইভটা দেখতে পারেন। রাশিক ঢাবি আইবিএ থেকে পড়েছে এখন আমেরিকায় মেরিল্যান্ড ইউনিতে এমবিএ করছে, বেশ ভালো পরিমাণ স্কলারশিপ নিয়ে। Link to my page: fb.com/mrashidpage
amader to kau nai re vai, internally to parbona....vaia zoology r kon topics nia porle ba publication korle USA p.hd korte easy hobe??pls aktu help koren.
dear sir, to get masters degree apply after diploma than 3/4 year's gep is that problem but,this 3/4yr i have work experience in singapore. now, i want to come back bd to complete bsc. i can apply or not. plz reply..... I'm disappointed for this study gep issue.... tnx.
আমেরিকায় গ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তির জন্য স্টাডি গ্যাপ বা বয়েস কোন সমস্যা না। তবে আপনার এস.ও.পি’র মধ্যে এটা সুন্দর করে লিখতে হবে যে ওই গ্যাপের টাইমটা কিভাবে সদ্ব্যবহার করেছেন। একটা আর্টিকেল দেখুন: hsa.grecbd.com/ageandstudygap/
hello ,this is Samiul Tanvir .i am completing LL.B hons.) from Prime university in Bangladesh.My CGP is 3.16 out of 4 .Now i want to achive LL.M degre from USA. which course r need for me .like GRE , TOEFL. how would be get scholarship?
@@mrashidpage thank you.. Settlement+ aro kichu personal issue'r karone UK consider korchi na... USA/Canada aim, better jodi funding paowa jay.. ami akti private university theke pass korechi, so specific kuno sub, published papero nai.. onek co- curriculum activity, 3+ cgpa, ar kichu online courses...>>> aigular upor base kore sir kun sub, versity, procedure etc follow kora better, jodi sir help korten I hope to have a post on this from u sir... sorry for these long cmnt
@@frsarena5639 Thanks; কানাডায় পিআর পাওয়া অনেক সহজ হবে। আর স্কিল্ড মাইগ্রেশন দিয়েও যেতে পারেন সেখানে। কিছুদিন আগে আমি একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে আমার লাইভ শো তে এনেছিলাম তার কানাডায় মাইগ্রেশনের গল্প শেয়ার করার জন্য। এখানে দেখতে পারেন: fb.com/mrashidpage
One question is that during Covid 19 if someone didn't have GRE and IELTS, will a student will get a full funding? I have completed my Bachelors from Ahsanullah University of Science and Technology along with an MBA. Now I want to pursue higher studies in USA, In shaa Allah. Thanks in advance. By the way, your videos are great.
This is tricky, Mostafa. GRE alone was never the determinant. There are other factors always associated such as GPA, experience of research and publication, having relevant work experience and strong motivation (which you should nicely reflect in your SOP and LORs). Although GRE is waived, it is recommended to take the test to enhance your profile. I invite you to check my page fb.com/mrashidpage and ask me questions if you have any.
আমেরিকা সহ বিভিন্ন দেশে গ্র্যাজুয়েট পর্যায়ে আবেদন করতে গেলে তিনজন প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার দরকার হয়। আরো পড়ুন এখানে: hsa.grecbd.com/whatislor/
@@MostafaSameer_2015 গ্র্যাড লেভেলে অ্যাডমিশনের জন্য আপনার যোগ্যতা, দক্ষতা এগুলো সম্পর্কে ভালো জানেন এমন তিনজনের এল.ও.আর দরকার হয়। ওই স্টেজে আপনার সম্পর্কে ভালো জানেন ও সুপারিশ করতে পারবেন ব্যক্তিরা সচরাচর প্রফেসরই হয়ে থাকেন। তবে এমবিএ তে আবেদনের সময় কাজের অভিজ্ঞতা দরকার হয়, তার প্রমাণ হিসাবে এমপ্লয়ারের কাছ থেকেও লেটার নেওয়া যেতে পারে। প্রফেসর বা এমপ্লয়ার নন এমন ব্যক্তি যে আপনার ক্যালিবার, পোটেনশিয়াল ভালো জানেন তাদের কাছ থেকেও নিতে পারেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ।
হার্ভার্ডে আন্ডারগ্র্যাড পড়া বেশ ব্যায়বহুল। আপনার ভালো SAT, GPA (HSC) & ECA থাকলে স্কলারশিপ পেতে পারেন। সাধারণ ধাপগুলো এরকম: ১. এস এ টি পরীক্ষা দিন। চেষ্টা করুন ১৫০০+ রাখতে। সাবজেক্ট এসএটি দরকার হতে পারে। ২. টোফেল দরকার হবে। ৩. এইচ এস সি এবং এস এস সি’র ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট প্রস্তুত রাখুন। ৪. ভালো কিছু এক্সট্রাকারিকুলার দক্ষতা থাকলে সেগুলো আরো মজবুত করুন। এটা অবশ্য রাতারাতি হয় না। ৫. সুন্দর একটা College essay লাগবে, এবং এগুলো দিয়ে কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে হবে।
Vai apni jei grecdatabase website er kotha bolechen oikhane scholars er kuno list nai. Ora jei link diya rakhche aoubt scholars and students material oigulo actually kunota link e kaj korena. Ora just oder nijeder business promoting chara onno kichui diya rakhenai. Bytheway what you have given in your speech it was very informative and helpfu. Thank you for your information; have a nice day
না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক না। গ্রেক ডাটাবেইজ অনেক বড় একটা প্রজেক্ট। ওয়েবসাইটটা ওই সময় বন্ধ ছিল, এখন খোলা পাবেন। ২০১৫ সাল থেকে আমরা এই প্রজেক্ট বেশ কয়েকবার চালু করেছি এবং বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ ডাটাবেইজ ক্রমাগত পরিবর্তিত হয় বলে এটার জন্য টাকা খরচ করে লোক রাখতে হয়। গ্রেক থেকে সারা পৃথিবীর বাংলাদেশীদের জন্য গ্রেকডাটাবেইজ একটা উপহার। আমরা যখন দেখলাম যে ডাটা পুরোনো হয়ে যাচ্ছে, আপডেট করা হচ্ছে না, (কারণ কোন রকম রিটার্ন ছাড়া কারো পক্ষেই এরকম সাইট মেইনটেইন করা সম্ভব না) তখন সাইট বন্ধ করা ছাড়া উপায় ছিল না। গত এক বছর ধরে আমরা সাইটটা রিভ্যাম্প করেছি, এবং আশা করি এখন আপডেটেড ডাটা দেখতে পাবেন। এটা ক্রমাগত সমৃদ্ধ হচ্ছে এবং এখনো অনেক কিছু করা বাকী। ধন্যবাদ, ভালো থাকবেন। এখান থেকে ওই প্রজেক্টের বর্তমান ধারণা পাবেন: facebook.com/groups/grecenter/permalink/3646615842041238/
আসসালমুআলাইকুম ওয়ারাহমাতুললাহ।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন তা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখবে। আশা করি এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।শুভ কামনা নিরন্তর ❤
You've just released a lot of pressure from my head. Thank you sir
ধন্যবাদ সঢার আপনাকে এত সুন্দর গুরুত্বপূন্য কথা বলার জন্য।আমরা চাই পরবর্তি সময়ে আপনি আরো আমাদের নতুন তথ্য দিয়ে উপক্রিত করবেন।
ধন্যবাদ!
Internal Motivation! ❤️ Thank you so much Sir
Thank you very much!
Too much informative ! এত্ত সুন্দর আর গোছালো কথা খুব ভাল লাগল!
Thank you very much.
2023 a ashei video ta daklam onk ager holàw good information ❤
Very necessary information sir. Thank you so much sir ❤️
Wow...informative
It is really helpful. What if a student have the cgpa around 3.90, TOEFL and GRE scores are well enough but don’t have any publication or research experience, is it possible to get full funding in USA?
Thank you Mamoon Rashid Vaiya for providing such useful information.....
অনেক ধন্যবাদ!
Thanks for nice informative video
Most welcome
One of the best informative & motivational video I ever seen, sir.
I'm now in 2nd year at undergraduation . What should a student do for getting scholarship for master's degree with full funding in USA during undergraduation at the stage from 2nd year or 3rd year?
If you would make a video with detail explanation about our preparation from 2nd/3rd year at undergraduate then we'll be very glad to you.
Thank you sir❤️
Thanks for the kind words. For freshmen and sophomores, the main focus should be on mastering the subject matters and keeping GPA as good as possible. As side skills, proficiency in English and reading science papers should be added. You don't need to worry about actual higher study steps until you reach the third year. Some good publications with practical research experience will greatly help you in this regard.
Apne ekta site er kotha bollen, kinto clearly bujhte parchina, apne ki amak ektu likhe dite paren comment box e? Pls
Thank you Sir. I am greatly inspired by you.
Very very helpful. Thick jano nijer boro bhai er moto puro bapar ta bujhiye jol vat kore dilen.
অনেক ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
Thanks brother for your valuable advise.
Always welcome
onek valo laglo sir.Tnx
Glad you liked it! :)
sir ekhetre ki amount fund provode kora hoy monthly??
vaiya...amr porichito kew e nai...jara admission niye USA te gese...ami ekhn kivabe internal connection rakhbo?..if u would help me..
Internal connection না থাকলে যে হবে না তা কিন্তু না। এটা থাকলে ভালো। আপনি আপনার মতো নিজের যোগ্যতা দিয়ে অ্যাপ্লাই করুন। আমি যখন আসি, আমারও পরিচিত কেউ ছিল না।
Mechatronics Engineering r jonno ms korar jonno kon country best hobe??
অসাধারন ভাই।
অনেক ধন্যবাদ
অনেক অনেক সুন্দর একটি ভিডিও ধন্যবাদ প্রিয় হযরত। আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমফিল শেষ করলাম। আমি ইসলামিক স্টাডিজে পিএইচডি করতে চাই। কোন প্রফেসরের লিংক থাকলে দয়া করে পাঠাবেন।
Thanks Sir.
How can I get thesis base maaters? I have intension on micro chips, automation and mechatronics. I am now working for a smartphone customer care as maintenance engineer. Please may I get any helping hand?
The general application procedure including all academic credentials, language and standardized tests, statement of purpose and letters of recommendation should be followed first to obtain an admission. You may have a scope of selecting thesis either during this time or after getting admission.
Thanks for this gre....
Sir information since nea porar sojok ase ki sir Noakhali biggan o projokte bisobiddloy
Yes you can study information science.
thank you..very informative
ধন্যবাদ, ভালো থাকবেন।
Really helpful..
অনেক ধন্যবাদ।
profssor dhora is like murgi dhora
Keno Bhai?
So Much Helpful. Thank You.
জেনে খুশি হলাম। ধন্যবাদ।
VIA apnake onnnnkkk thanks.
You're welcome.
Thank you very much sir.
I want to go to USA for higher education. Can I contact with you personally?? I need help..
I'm afraid, please excuse my packed schedule.
বিজনেস স্কুলে কিভাবে ফান্ড মেনেজ করা যায়,সে বিষয়ে যদি কিছু বলতেন!
Bhaia Masters er jonno ki korbo?Graduation to complete.
মাস্টার্স-এও কিন্তু অনেকে ফান্ড নিয়ে আসে। আমার পেইজে এরকম একজনের সাথে লাইভ করেছিলাম। দেখতে পারেন fb.com/mrashidpage
I want post pH.d in social science like Adiction in Mobile games by online.
স্যার, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ৩য় বর্ষে পড়ি। MSc USA এর কোনো University তে করবার জন্য আমার steps গুলো এখন থেকে কি করা উচিৎ একটু যদি kindly বলতেন।আমি আসলে বুঝতে পাড়ছিনা ielts,GRE এর পাশাপাশি কি কি skills develop করতে হবে বা আর কি কি জিনিস এর সাথে এখন থেকে যুক্ত থাকতে হবে, kindly একটু বলবেন স্যার
😂😂😂
এটা পড়ে দেখুন: hsa.grecbd.com/whichyeartoprepare/
Nice..
Thanks
Vaiya, I am a master of Public Health. Which faculty Professor I will find for PhD?
যদি এমপিএইচ টার্গেট করেন, তাহলে ফান্ডিং এর সুযোগ সীমিত। পাবলিক হেল্থ-এই পিএইচডি খুঁজতে পারেন। Epidemiology ও দেখতে পারেন।
Thanks
Welcome
looking for Japanese professor in the field of public health.please help me out.
থ্যাংক্স, রুভানা। জাপান নিয়ে ভবিষ্যতে পুরো একটা এপিসোড করার পরিকল্পনা আছে। আমাদের স্টাডি অ্যাব্রড উইকিতে জাপান বেশ ভালো একটা অংশ দখল করছে।
Eta ki bachelor a ami krte parbo?
This discussion is for grad admission
do I apply for thesis based masters in Canada without publication????I have my academic research paper but not published
Yes, you can.
Hi...apu?
I can help you.
Nice
Hello sir. I have been impressed watch that sort of lucrative video. If you don’t mind, may I know that where are you stay now ?
I live in Richmond, Virginia. Find more at mrashid.net
Bhaia, does this funding mean we don't have to pay the tuition fee for the 2year masters program? But bhaia i am a little confused. Should i start looking for fundings after i apply to the university for admission or before?
It depends. Some programs offer scholarship in the form of TA with waived tuition fees. In such cases, you basically don't pay for the tuition (except some registration fees per semester) and the stipends give some support to your living. You can check my page fb.com/mrashidpage where I interviewed Sagar Paul who discussed fully funded MS program.
Vai ami Canada Master’s scholarship er janno apply korte chay..amar SSC 5 out of 5..HSC 5 out of 5..honours 3.75 out of 4..ielts 7.journal paper 4 ta..sub CSE..akjon Professor bolse amar profile so strong r apply korar janno bolse r admission bisoyta naki tader admission committee deke..akon ami ki scholarship pabo?
Apnar akhn ki obostha vaia?
Thank you vaia
Most welcome
Thanks sir
You're welcome.
Helpful tips & techniques sir. I want to know something from you sir. TOEFL/ IELTS and GRE / GMAT chara USA te MBA or MS ar jonno ki apply kora jabe? and tate kono scholarship/ financial aid ki grant hobe? apner guidance khub dorkar.
GRE/GMAT ছাড়া সম্ভব, কারণ এটা গ্র্যাড প্রোগ্রামের অভ্যন্তরীণ বিষয়। IELTS or TOEFL ছাড়া সম্ভব নয়, কারণ আই-২০ নামক ফর্ম এর উপর পরিষ্কার ভাবে লেখা থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বিদেশী স্টুডেন্ট এর ভাষাগত দক্ষতার প্রমাণ দিতে হবে। আইহ-২০ ফরমটা কিন্তু এম্ব্যাসিতে প্রথমেই দেখাতে হবে। কাজেই সেখানে ল্যাংগুয়েজ টেস্টে ফাঁকা থাকলে ভিসা পাবার সম্ভাবনা নেই।
বিজনেস স্কুলে ফান্ডিং একটু কমপিটিটিভ। আপনি আমার পেইজে আমার স্টুডেন্ট রাশিকের সাথে আমার লাইভটা দেখতে পারেন। রাশিক ঢাবি আইবিএ থেকে পড়েছে এখন আমেরিকায় মেরিল্যান্ড ইউনিতে এমবিএ করছে, বেশ ভালো পরিমাণ স্কলারশিপ নিয়ে। Link to my page: fb.com/mrashidpage
amader to kau nai re vai, internally to parbona....vaia zoology r kon topics nia porle ba publication korle USA p.hd korte easy hobe??pls aktu help koren.
আপনার ডিপার্টমেন্টের টিচারদের প্রশ্ন করেন যে সিনিয়রদের মধ্যে কারা বিদেশে আছে। তাদের সাথে যোগাযোগ করলে আশা করি উপকৃত হবেন।
dear sir,
to get masters degree apply after diploma than 3/4 year's gep is that problem but,this 3/4yr i have work experience in singapore. now, i want to come back bd to complete bsc. i can apply or not. plz reply..... I'm disappointed for this study gep issue.... tnx.
আমেরিকায় গ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তির জন্য স্টাডি গ্যাপ বা বয়েস কোন সমস্যা না। তবে আপনার এস.ও.পি’র মধ্যে এটা সুন্দর করে লিখতে হবে যে ওই গ্যাপের টাইমটা কিভাবে সদ্ব্যবহার করেছেন। একটা আর্টিকেল দেখুন: hsa.grecbd.com/ageandstudygap/
Vaia, can you make a video about post graduation courses..
Thanks
পোস্ট গ্র্যাড লেভেলের কোর্স নিয়ে ভিডিও? আরেকটু স্পেসিফিক ভাবে বলবেন?
Your link is not working.
দু:খিত, গ্রেক ডাটাবেইজ ওয়েবসাইট মাঝে লম্বা সময় বন্ধ ছিল। এখন আবার পাবেন www.grecdatabase.com
স্যার,আমি যেই প্রোগ্রামে পড়তে চাই সেই প্রোগ্রামের বাংলাদেশের কোন প্রফেসরের সাহায্য নিলে হবে কিনা?
Absolutely fine!
Mba program ar jonnow Scholarship ki pawa jai
MBA এর জন্য আমার এই লাইভ শো টা দেখুন:
facebook.com/mrashidpage/videos/949076742229815/
hello ,this is Samiul Tanvir .i am completing LL.B hons.) from Prime university in Bangladesh.My CGP is 3.16 out of 4 .Now i want to achive LL.M degre from USA. which course r need for me .like GRE , TOEFL. how would be get scholarship?
Have you got any?
I'm passing that situation now 😑
আমেরিকায় LLM নেই। এখানে JD আছে, যার জন্য LSAT পরীক্ষা দিতে হয় এবং খরচও ভালোই। আপনার জন্য একটা উপায় হতে পারে ইংল্যান্ডে LLM করা।
@@frsarena5639 আমেরিকার বিষয়টা একটু অন্যরকম। এখানে সবাই JD করে।
@@mrashidpage thank you.. Settlement+ aro kichu personal issue'r karone UK consider korchi na... USA/Canada aim, better jodi funding paowa jay..
ami akti private university theke pass korechi, so specific kuno sub, published papero nai.. onek co- curriculum activity, 3+ cgpa, ar kichu online courses...>>> aigular upor base kore sir kun sub, versity, procedure etc follow kora better, jodi sir help korten
I hope to have a post on this from u sir... sorry for these long cmnt
@@frsarena5639 Thanks; কানাডায় পিআর পাওয়া অনেক সহজ হবে। আর স্কিল্ড মাইগ্রেশন দিয়েও যেতে পারেন সেখানে। কিছুদিন আগে আমি একজন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে আমার লাইভ শো তে এনেছিলাম তার কানাডায় মাইগ্রেশনের গল্প শেয়ার করার জন্য। এখানে দেখতে পারেন: fb.com/mrashidpage
Thanks brather
You're welcome.
One question is that during Covid 19 if someone didn't have GRE and IELTS, will a student will get a full funding?
I have completed my Bachelors from Ahsanullah University of Science and Technology along with an MBA. Now I want to pursue higher studies in USA, In shaa Allah.
Thanks in advance.
By the way, your videos are great.
This is tricky, Mostafa. GRE alone was never the determinant. There are other factors always associated such as GPA, experience of research and publication, having relevant work experience and strong motivation (which you should nicely reflect in your SOP and LORs). Although GRE is waived, it is recommended to take the test to enhance your profile. I invite you to check my page fb.com/mrashidpage and ask me questions if you have any.
vaiya three letter recommendations
ki??
আমেরিকা সহ বিভিন্ন দেশে গ্র্যাজুয়েট পর্যায়ে আবেদন করতে গেলে তিনজন প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার দরকার হয়। আরো পড়ুন এখানে: hsa.grecbd.com/whatislor/
@@mrashidpage Is it mandatory to obtain recommendations from the Professors only?
Will please revise?
@@MostafaSameer_2015 গ্র্যাড লেভেলে অ্যাডমিশনের জন্য আপনার যোগ্যতা, দক্ষতা এগুলো সম্পর্কে ভালো জানেন এমন তিনজনের এল.ও.আর দরকার হয়। ওই স্টেজে আপনার সম্পর্কে ভালো জানেন ও সুপারিশ করতে পারবেন ব্যক্তিরা সচরাচর প্রফেসরই হয়ে থাকেন। তবে এমবিএ তে আবেদনের সময় কাজের অভিজ্ঞতা দরকার হয়, তার প্রমাণ হিসাবে এমপ্লয়ারের কাছ থেকেও লেটার নেওয়া যেতে পারে। প্রফেসর বা এমপ্লয়ার নন এমন ব্যক্তি যে আপনার ক্যালিবার, পোটেনশিয়াল ভালো জানেন তাদের কাছ থেকেও নিতে পারেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ।
স্যার আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পরতে চাই,আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ২য় বর্ষে পরি,এখন আমার করণীয় কি?বলবেন।
ami o jante chai.
হার্ভার্ডে আন্ডারগ্র্যাড পড়া বেশ ব্যায়বহুল। আপনার ভালো SAT, GPA (HSC) & ECA থাকলে স্কলারশিপ পেতে পারেন। সাধারণ ধাপগুলো এরকম:
১. এস এ টি পরীক্ষা দিন। চেষ্টা করুন ১৫০০+ রাখতে। সাবজেক্ট এসএটি দরকার হতে পারে।
২. টোফেল দরকার হবে।
৩. এইচ এস সি এবং এস এস সি’র ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট প্রস্তুত রাখুন।
৪. ভালো কিছু এক্সট্রাকারিকুলার দক্ষতা থাকলে সেগুলো আরো মজবুত করুন। এটা অবশ্য রাতারাতি হয় না।
৫. সুন্দর একটা College essay লাগবে, এবং এগুলো দিয়ে কমন অ্যাপ দিয়ে অ্যাপ্লাই করতে হবে।
Thanks Sir.. Apnar email addresses ta Din
আমার সাথে যোগাযোগের ভালো উপায় হলো পেইজে মেসেজ দেওয়া। fb.com/mrashidpage.
fb...r link diben pls..
আমার পেইজের লিংক: fb.com/mrashidpage
Vai apni jei grecdatabase website er kotha bolechen oikhane scholars er kuno list nai. Ora jei link diya rakhche aoubt scholars and students material oigulo actually kunota link e kaj korena. Ora just oder nijeder business promoting chara onno kichui diya rakhenai. Bytheway what you have given in your speech it was very informative and helpfu.
Thank you for your information; have a nice day
না জেনে কারো সম্পর্কে মন্তব্য করা ঠিক না। গ্রেক ডাটাবেইজ অনেক বড় একটা প্রজেক্ট। ওয়েবসাইটটা ওই সময় বন্ধ ছিল, এখন খোলা পাবেন। ২০১৫ সাল থেকে আমরা এই প্রজেক্ট বেশ কয়েকবার চালু করেছি এবং বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ ডাটাবেইজ ক্রমাগত পরিবর্তিত হয় বলে এটার জন্য টাকা খরচ করে লোক রাখতে হয়। গ্রেক থেকে সারা পৃথিবীর বাংলাদেশীদের জন্য গ্রেকডাটাবেইজ একটা উপহার। আমরা যখন দেখলাম যে ডাটা পুরোনো হয়ে যাচ্ছে, আপডেট করা হচ্ছে না, (কারণ কোন রকম রিটার্ন ছাড়া কারো পক্ষেই এরকম সাইট মেইনটেইন করা সম্ভব না) তখন সাইট বন্ধ করা ছাড়া উপায় ছিল না। গত এক বছর ধরে আমরা সাইটটা রিভ্যাম্প করেছি, এবং আশা করি এখন আপডেটেড ডাটা দেখতে পাবেন। এটা ক্রমাগত সমৃদ্ধ হচ্ছে এবং এখনো অনেক কিছু করা বাকী। ধন্যবাদ, ভালো থাকবেন। এখান থেকে ওই প্রজেক্টের বর্তমান ধারণা পাবেন: facebook.com/groups/grecenter/permalink/3646615842041238/
Bahi please help me
Sorry, what do you mean?
proff. r email kmne ber korbi?? jodi amar internal way na thake.
আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন।
website bondho
এখন আশা করি খোলা পাবেন।
Apner kotha clear na
আপনার ফোন নং দিবেন ?
The best way to reach me is sending a message to my page. fb.com/mrashidpage
May I contact you through email please.
Thank you so much for your interest. Please use this email for future communication contact@aemers.com
Thanks