রাস্তায় বেশি যানজট হয় ফুটপাত এবং চালকরা বিশৃঙ্খলভাবে চালায়। প্রতিটা স্ট্যান্ডে যাত্রী তোলার পারাপারি নিয়ে জটলা পাকায়। পুলিশের চেকিং এর জন্য পুলিশ সাইট করিয়ে চেক করে তাতে তেমন যানজট সৃষ্টি হয় না।
শুধু বাসের ক্ষেত্রে প্রযোজ্য করলে হবে না কার মাইক্রো হাইয়েস্ট এগুলোকেও রাস্তায় যেখানে সেখানে সিগন্যাল দিয়ে অযথা পুলিশরা আমাদেরকে হয়রানি করে সে দিক থেকে খেয়াল করতে হবে
স্টান্ড থেকে চেক করার কথা বলছে বলাকা পরিবহন কিন্তু এরা তো গাজীপুর পর্যন্ত যায় না সব সময় আবদুল্লাহ্পুরেও মাঝে মধ্যে ঘুরিয়ে দেয় এমনকি অনেক বলাকা আব্দুল্লাহ্পুর সাইড করা থাকে সেগুলো চেক করবে কিভাবে ?
List kora thakbe garir nambare r kagojer det office a boser cek korbe jey garir kagojer date thakbe na take phon korbe jodi na jai tokhon garir nambar dekhe take jobdho krbe tai to hoy
এই প্রস্তাব অত্যন্ত যুক্তিসংগত। এতে রাস্তায় গাড়ি ভর্তি পেসেঞ্জারদের যন্ত্রনা দূর হবে। পুলিশের কাজের স্বচ্ছতা বাড়বে। এখন কথা হলো, ইউনুস সাহেবের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রস্তাবে রাজি হবে কিনা, সেটাই দেখার বিষয়।
যেখানে সেখানে বাস গুলো থামিয়ে রাস্তা জেম লাগিয়ে রাখে তাঁদের বিরুদ্ধে ও ব্যবস্থা নিতে হবে
রাস্তায় বেশি যানজট হয় ফুটপাত এবং চালকরা বিশৃঙ্খলভাবে চালায়। প্রতিটা স্ট্যান্ডে যাত্রী তোলার পারাপারি নিয়ে জটলা পাকায়। পুলিশের চেকিং এর জন্য পুলিশ সাইট করিয়ে চেক করে তাতে তেমন যানজট সৃষ্টি হয় না।
সিদ্ধান্তটা সঠিক কিন্তুু পুলিশ দ্বারা বাস্তবায়ন করা কঠিন
Current POLICE >>> it should be axed 40 % as minimum ..
*সঠিক সিদ্ধান্ত*
আমরা সুন্দর একটা দেশ চাই
সুন্দর একটা সড়ক চাই
এইটা একটি ভালো আইডিয়া ।
স্টেন্ড থেকে চেক করে গাড়ি ছাড়লে জেম কম হবে ।
একমত নই। চেকিং কাজ স্ট্যান্ডে ও চলবে রাস্তায়ও চলবে
stand e ghush dite shubidha hobe tai emon kotha
স্টানডে মামলা দিক,আর পরিবহন শ্রমিকরা আটকাইয়া সাইজ করুক...
ব্যাটারি রিকশা গুলো আগে সারা দেশে বন্ধ করেন
ব্যাটারি রিকশা অলি গলিতে চলবে রাজপথে নয়
পুলিশ বাহিনী সৎ হলেই সবাই ঠিক হতে বাধ্য। আর পুলিশ বাহিনী দুর্নীতিবাজ হলে যেই লাউ সেই কদু।
হেলফার, ড্রাইভার ও কন্ডাক্টর কে শালীন পোশাক, আচরন ও ভাড়ার তালিকা সংগে রাখার ব্যবস্থা করতে হবে। রাজধানী থেকে লক্কর -ঝক্কর বাস উঠেয় দিতে হবে।
সুন্দর বলেছেন
সব জেলায় জেলায় একজন সেনাবাহিনীর অধীনে কাজ করা উচিত, বাটপারের সংখ্যা বেশি টাকা ছাড়া কিছু বুজে না,
Right❤
অসাধারণ
Yes
Good decision
Logical .....
ঠিকই বলেছেন। স্টান্ডেই গাড়ি চেক করুন। রাস্তার উপর নয়।
স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কে।
সঠিক
Good proposal.
সঠিক কথা,,গোরায় হাত দিতে হবে
good idea.
শুধু বাসের ক্ষেত্রে প্রযোজ্য করলে হবে না কার মাইক্রো হাইয়েস্ট এগুলোকেও রাস্তায় যেখানে সেখানে সিগন্যাল দিয়ে অযথা পুলিশরা আমাদেরকে হয়রানি করে সে দিক থেকে খেয়াল করতে হবে
যেখানে সেখানে এবং মাঝ রাস্তা বাস উঠানো নামানো বন্ধ করা হউক
Good decision 😊
BRT ড্রাইভিন লাইসেন্স আটকে পরে আছে ওইটা দেখেন,,,,
সুন্দর
Chadabaji stop,
স্টান্ড থেকে চেক করার কথা বলছে বলাকা পরিবহন কিন্তু এরা তো গাজীপুর পর্যন্ত যায় না সব সময় আবদুল্লাহ্পুরেও মাঝে মধ্যে ঘুরিয়ে দেয় এমনকি অনেক বলাকা আব্দুল্লাহ্পুর সাইড করা থাকে সেগুলো চেক করবে কিভাবে ?
লেন লেন ভাবে গারির চলা চলের ব্যবস্থা করা হউক।সব রিক্সা অলি গলি ছারা চলাচল বন্ধ করা হউক
গন পরিবহনকে পুরোপুরি সরকারি করা উচিৎ! বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গণপরিবহন সেবা বন্ধ করলেই চাদাবাজি সন্ত্রাসী কমবে!
😂😂😂😂😂😂 সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটাই বলে নাই চুক্তি চুক্তিভিত্তিক ব্যবস্থা বন্ধ করা
তাহলে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুলোস ক্যা
পুলিশের হাতে বিআরটিএ এর সার্ভার এক্সেস দিলেই হয়। তারা গাড়ির নাম্বার দিয়েই অনলাইনে সকল কিছু চেক করতে পারবে। গাড়ি থামানোর দরকার হবে না
ভালো উদ্দোগ
অপরাধ তো রাস্তায় করে ষ্টান্ডে গিয়ে কি হবে।
সকল বাস কি এসটেনড্ এ থাকে?
List kora thakbe garir nambare r kagojer det office a boser cek korbe jey garir kagojer date thakbe na take phon korbe jodi na jai tokhon garir nambar dekhe take jobdho krbe tai to hoy
সংবাদের মধ্যে এটা কেমন ধরনের মিউজিক মনে হচ্ছে পার্টি হচ্ছে 😂😂😂
elivated express a bike chalu kora hok
সঠিক হবে যদি গাড়ির কাগজ, ড্রাইভার এর কাগজ ও গাড়ির চলার যোগ্য কি-না তা দেখার কাজটা মুল স্টেশনে।
Netar kaj ki?
এই প্রস্তাব অত্যন্ত যুক্তিসংগত। এতে রাস্তায় গাড়ি ভর্তি পেসেঞ্জারদের যন্ত্রনা দূর হবে। পুলিশের কাজের স্বচ্ছতা বাড়বে।
এখন কথা হলো, ইউনুস সাহেবের অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রস্তাবে রাজি হবে কিনা, সেটাই দেখার বিষয়।
অবশ্যই পথে গাড়ি চেক করতে হবে
রাস্তায় দাঁড় করিয়ে কাগজ পরীক্ষার নামে হয়রানি বন্ধ হোক। কগজপত্র চেক করবে বিআরটিএ গিয়ে। করো কাগজ ফেইল থাকলে তার ঠিকানায় কেসের কাগজ পাঠিয়ে দেয়া হোক।
বলাকা বাসের মোয়াজ্জেম সাহেব কে বলছি এই বলাকা বাসের জন্য শতকরা 80% জ্যাম হয় রাস্তায়, বলাকা বাসকে অবশ্যই সরকারের নজরে আনতে হবে
রাস্তায় চেকপোস্টের নামে পুলিশ শুধু মানুষকে হয়রানি করে তা ছাড়া আর কোন কাজে আসে না
Lokkor Jhokkor Gari Rastay Na Namalei Hoy
Police payment bondho korah hokhh
সঠিক সিদ্ধান্ত
হেলফার, ড্রাইভার ও কন্ডাক্টর কে শালীন পোশাক, আচরন ও ভাড়ার তালিকা সংগে রাখার ব্যবস্থা করতে হবে। রাজধানী থেকে লক্কর -ঝক্কর বাস উঠেয় দিতে হবে।
Tara ki posak pore?