সাড়ে তিন হাত দেহের ভিতর এত বড় দুঃখ!

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। লালনের গানের জন্য উনিশ শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ত বিশেষ সুর সমৃদ্ধ। বাউলরা সাদামাটা জীবনযাপন করেন। এবং একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ অংশ। ২০০৫ সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে।
    বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক। তারা মানবতার বাণী প্রচার করেন। বাউল মতবাদের মাঝে বৈষ্ণবধর্ম এবং সূফীবাদের প্রভাব লক্ষ করা যায়। বাউলরা সবচেয়ে গুরুত্ব দেন আত্মাকে। তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বাস করে তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন। সাধারণত অশিক্ষিত হলেও বাউলরা জীবনদর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন। বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন।
    বাউল সম্রাট লালন সাইজি ভারত উপমহাদেশ এমনকি সমগ্র বিশ্বের গানের জগতে এক অনবদ্য চরিত্র। তাঁর লেখনী ও গায়কী এদেশের বাউলদের আত্মার খোরাক। নতুন নতুন শিল্পীদের গায়কীতে তাঁর গানের কথা প্রকাশিত হচ্ছে যুগের পর যুগ।

Комментарии • 3

  • @rezaulexplore2097
    @rezaulexplore2097  2 года назад

    আত্মার বিচ্ছেদ! এ যেন আরশে আজীমের বিষাদ সুর। আমার জীবনের " বিষাদ সিন্ধু " সমাপ্তির দারপ্রান্তে এগিয়ে চলছে। সত্য - মিথ্যার পার্থক্য নির্ণয়ে বিচ্ছেদ জুরুরি ছিল। অসত্যের কাছে মাথা নোয়াবার ইচ্ছে শক্তি যেন কারো না হয়।

  • @MdMannan-rg9xe
    @MdMannan-rg9xe 2 года назад

    Good

  • @rezaulexplore2097
    @rezaulexplore2097  2 года назад

    ruclips.net/video/j_iue2XEUcQ/видео.html