আজ বিকেলে ফরেক্স মার্কেটে ছোট টাইমফ্রেমে এই strategy দিয়ে ভালো লাভ করেছি| ঠিক তারপরেই তোমার এই ভিডিওটা দেখতে পেলাম| ব্যাপারটা কাকতালীয় হলেও মনের মধ্যে আরো আত্মবিশ্বাস বাড়লো যে একজন ফিন্যান্স বোদ্ধাও এই বিষয়ে বলছে, তাহলে এটা নিশ্চয়ই কার্যকরী|
এই Strategy টা সত্যিই অসাধারণ। তুমিও গুরুদেব মানুষ 🙏🙏। এই Strategy তে গতকাল FSL নিয়েছিলাম। RSI ট্রেডিং লাইন Breakout দেওয়ার পর। Stoch RSI Confirmation দিয়েছিল। Target ছিল 7-10 দিন, More than 10% লাভ। আজকে NIFTY শান্ত থাকলেও FSL 205 High মেরেছে। আমার টার্গেট হিট করেগেছে... Without DP charge e 15% নিয়ে বেড়িয়ে গেছি। সত্যি তুমি অসাধারণ একটা Strategy বলেছো। ধন্যবাদ দাদা, আমাদের সাথে শেয়ার করার জন্য ❤
অসাধারন স্ট্রেটেজি। খুব মজা পেলাম। এখন নামব যুদ্ধের ময়দানে সম্মুখ সমরে। জিততে পারব আশা রাখি ইন শা আল্লাহ। আমি একজন বাংলাদেশী ক্ষুদ্র বিনিয়োগকারী আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি স্ট্রেটেজি শেয়ার করার জন্য। আগামীর অপেক্ষায় রইলাম। শূভ কামনা।
আর এস আই যবে থেকে জেনেছি শুধুমাত্র কনফিউশনে থেকেছি। আজকে তোমার কাছ থেকে দারুন একটা ক্রিয়েটিভ ওয়ে টু ইউজ আরএসআই জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এবং আশীর্বাদ রইল তোমার জন্য।
আপনি খুব ভালো কাজ করছেন। আমরা জানি খারাপ এর সাথে খারাপ করলে সে আরো খারাপ হয় ,আর ভালোর সাথে ভালো করলে আরো ভালো হয়ে ওঠে। আপনার ভালো কাজ আপনাকে আরো অনুপ্রেরিত করবে। অপনার সাথে সবাই আছে এবং আপনার এই সাহায্য অন্যের ভবিষতের আলো দেখাবে।
Osadharon and life changing video.......ami 2 year por abar ei video ta dekhlam......sotti youtube a 1st time apni eta gift diechen.....thanks a lot sir....pronam neben sir
Great ! A smart strategy indeed. Price action on RSI itself !!! .. Yes it does work well & perfectly in some situations but I checked on about 25 stocks & discovered that it works better on a bit more volatile hi beta stocks that make big movements.. The high or low crossing the line(by 2 or more prev highs or lows) in few cases is not very clear & confident.. Well, if you know about this, I also like the Vishal Malkan's RSI 5 star setup strategy - 3 timeframe confirmation(Grandfather father son :) ) with unconventional RSI range shift & divergence confirmation.. I feel every strategy needs your own practice expertise & edge to master + psychology/discipline + money management to overally succeed. Keep sharing more such stuff bro !! cheers :)
দাদা একটু দেরী হয়ে গেল দেখতে। কিন্তু দেরীতে হলেও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলাম। এতোটাই interesting যে মন এমনিতেই বসে গেল ভিডিওতে, অন্য কোনোদিকে মন যায়ইনি। পুরোটা দেখলাম, এখন নিজের পালা 20 থেকে 25 টা stock এ টেস্ট করব। strategy টা খুব ভালো। বলা ভালো আমার এখনো Demat Account খোলা হয়নি। তাই Mock Test ই চালাতে হবে। তোমার আগের বানানো ভিডিওগুলো দেখছি প্রতিদিন।
খুব ভালো লাগলো strategy। entry point আর exit point বলে দিয়েছেন। আমি জানি stoploss person to person vary করে তাই এক্ষেত্রে আপনার stoploss for trailing কত রাখেন? যদি জানান তাহলে ভালো হয়। Thanks in advance...
Arnab khub darun conceptual video ...RSI 60-40 rule apply kre Ami nje onk bar atke6i...stoploss hit hye ga6e..but ei video ta amr khub kje dilo. Already Ami 50-60ta stock apply kre back test kre6i & successful hye6e RSI breakout concept. Thank you for your help. ♥️♥️♥️♥️
Hi Arnab ! Recent trader nd your viewer as well ! Your Process of analysis is just marvellous. But in this video m unable to understand where to draw the line exactly. Further to comment keep uploading such learning videos so that beginners can find a way out without any cost. Hats off to you 🙏
দাদা options intraday (buying) এর উপর ভিডিও বানান।।। এবং intraday এর জন্য সবচেয়ে ভালো ইন্ডিকেটর কোনটি একটু suggest করলে ভালো হতো।।। আর আপনার real intraday strategy টা যদি আমাদের সঙ্গে share করেন, তবে আপনার channel এই বছরই 10M subscribers হিট করবে।।।
হা দাদা Interday এর উপর একটা strong ভিডিও চাই please. ..r আপনার telegram এর গ্রুপে Interday তে stock এর buy & sell tips daily basis এর উপর upload যদি করেন তাহলে অনেকেই আসবে ,আর আমাদেরো অনেক উপকার হবে ,আমি আপনকে as a adviser নিতে চাই paid service e.please contact me-Pijushsrk2015@gmail.com
Rsi breakout strategy সম্পরকে তোমার গবেষণার ফল আমাদের বিনা সাম্মানিকে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। তাছাড়া শেয়ারবাজারের বিভিন্ন parameter সম্পর্কে তোমার ব্যাখ্যা ও শেখানোর পদ্ধতি সত্যিসত্যিই প্রশংসার দাবি রাখে। sharemarket এ বাঙালিদের উদ্বুদ্ধ করার জন্য তোমার আপ্রাণ প্রচেষ্টা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভালো থেকো,তোমার মঙ্গল কামনা করি।
দাদা আপনার এই ভিডিও টি দেখলাম।এত সুন্দর Practical strategy এই প্রথম বার দেখলাম।দাদা এত সুন্দর ভাবো কেউ শেখায় না। এই রকম ভিডিও আরো চাই দাদা। দাদা,Buy কারার জন্য RSI এ 60 এর কাছাকাছি stock কী ভাবে খুজবো বুজতে পারছি না। stock পেলে আপনার strategs use করতে পারবো। দাদা help করবেন please 🙏🙏🙏
Like stock breakout, RSI breakout may also corresponds to pull back. In that case it would be a failure. To avoid this is their any 2nd Or 3rd confirmation? The chart u are showing is not live or real time where the chart for the entire period is seen contrary to live chart. Pl. clarify. Really thankful for the new concept.
Eta niye kono plan korini. Tobe r dekhchi upai nei feranor. Apnara eto jon bolchen je ebar amake vabte ho66e. Tobe korale course korabo na. Training korabo. Live market a. Course kore amar mone hoy kichu lav nei. Practical korale besi benefit hobe.
thanks eta vabar jonno. taratari start karo. course sabai karay. kintu market chala kalin segulo apply kara jay na. live training tai darkar. apekhay thaklam vai.
Dada tomar ai rsi strategy ta khub khub kaje dilo sob theke proud er bepar tomar ajk naukri stock tar Teligram a update dewar agey ami follow korchilam kokhn rsi 60 er opore trade kore. Soo proud of you dada❤ power of rsi💟
আপনার একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে। আমরা ডেলি চার্ট দেখছি সুতরাং এন্ট্রি ক্যান্ডেল আপনি যেটা ধরছেন মনেহয় সেটা হবে না।তার পরের ক্যান্ডেল এ হবে। সিমিলারলী সেল এর ক্ষেত্রে ও তাই হবে।
সাবধান! আমি ভুক্তভোগী। এই #fxseohelp ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর বেজন্মা মোঃ আব্দুল হাই থেকে দূরে থাকুন। তার মিষ্টি মিষ্টি কথায় কেউ ভুলবেন না। সে মূলত একটা চিটার, স্কেমার। তার কমেন্ট অপশনটি বন্ধ রেখেছে যাতে কেউ তার প্রতারণার ফাঁদ ফাঁস করতে না পারে।
arnab, tomar strategy ta shiklam. 10 ta stock er chart o dekhlam, daily chart, so far sab ktate i eta kaj koreche. Amar budget khub kom. Ami swing trading er jonno eta try kore tomay janabo. Onek onek thanks. Bhalo theko
আমি বাংলাদেশ থেকে ভাই,আপনার বুঝানের ধারা সত্যি অতুলনীয়, এইভাবে আমাদের দেশের কেও বুঝায় না,অনেক উপকার হইলো ভাই, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক,❤️❤️❤️❤️ঠিক যেভাবে চাই আপনি ঠিক এইভাবেই বুঝান❤️❤️❤️🥰
Thanks Arnab for this strategy. ❤ Mere entry in Thyrocare with 60k capital on 9th jun the day breakout and sitting on 10k plus profit in 8 days or 7 trading sessions.
আপনার RSI breakout strategy টা দেখলাম খুবই unique লাগলো। আরো উপকৃত হবো যদি telegram এ stock update দেন| আমার একটি question ছিল- কোন সব site থেকে data short (stock selection) করে নিজের পছন্দ মতো short করতে পারবো?
এত অল্প বয়সে এত সুন্দর দখল সত্যি অবাক করে দেয়। তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে । আসলে অনেকে হয়তো জানে অনেক কিন্তু বোঝাতে পারেনা আবার অনেকে বোঝাতে পারলেও বোঝাতে চায়না। কিন্তু তুমি এমন একটা প্যাকেজ যার মধ্যে সব গুণ বর্তমান। ভালো থেকো। আর ফান্ডামেন্টাল এর সাথে চার্ট স্ট্রাটেজি এর একটা যুগলবন্দি দারুণ ভিডিও পেতে চাই। খুব উপকার হয় তাহলে। অপেক্ষায় রইলাম।
দাদা খুব সুন্দর লাগলো এই ভিডিওটা ৷ আপনার চ্যানেলে আমি নতুন ৷ আপনার প্রতিটা ভিডিওই আমার কাছে শিক্ষামূলক ৷ একটা অনুরোধ ছিল আপনার কাছে....intrinsic value নিয়ে একটা ভিডিও বানাবেন? long term investment এর ক্ষেত্রে এর কী গুরুত্ব? কিভাবে একটা share এর intrinsic value নির্ধারন করা হয়? এগুলো যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আমার মতন যারা share market এ নতুন, তাদের খুব উপকার হয় ৷
tomar kotha moto infosys die chechk korlam bepar ta prthomoto infosys er result asche abong khub vllo expectation sei moto tomar ei rules e rsi o signal dilo break out die 1413 takai akhn price 1495.. 5 % profit... ai somoye tomar moto bina parisromik e erkm keu sekhabe na... dada many thanks..
Sir Q.- shear market এ কি up হলেই profit না down নে ও profit থাকে অর্থাৎ market down শুরু হয় তখনই buy করে যত down হবে ,তারপর up হলে sell করে কি profit হয় ।Ex,Rs 100/shear market down হয়ে Rs 80/তে stop থেকে up হচ্ছে ,কেউ 95 টাকা তে down shear buy করে 80টাকা তে sell করে profit করা যায়।
One of the best strategic video never knew erom o hoy . Bas kichhudin age dekhle valo hoto HDFC LIFE miss hye gelo. Ebar theke roj nifty fifty r chart dekhe ei strategy khujte thakbo. Thanks vai & looking forward fir many more.
At first, aapni akta resistance line draw korlen. Next aapni breakout search korlen and entry nilen. But aapni entry nebar par RSI within a few minutes aabar resistance line er niche choley aasteo to paare. So my question is, how we should accurately find the breakout point. Mind it, aapni kaaj korchhen RSI er past chart dekhe, kintu aamra kaaj korbo RSI er future chart na dekhe. Any way thanks a lot for your great effort.
Arnab RUclips family onek boro hochhe khub tara tari aro boro hobe, kichu loker kichu kothai tumi mon kharap kore live trade sharing ta bondho kore deo na please ami din 15 tomar subscriber hoieche aro khub valo profit korechi. Amar moto help peache tader sonkha onek besi kichu loker cheye, tumi ni sartho vabe ja upokar amader korcho tar knoi tulona hoina, onek chart o sikhechi tomar kach theke bina mulya , thx a lot, ajkeo flag pattern build korlo CAMS e, tai dekhe amio kichu stock kinechi hold o korchi, thx again Arnab.
Dada khub valo laglo ei strategy ,but koyekta questions ache Arnab da ba experience keu jodi ek2 bolen,khub upokar hoi... 1.Resistance break kore stay korle ki next din entry newa dorkar?? 2.RSI breakout e averaging kivabe korbo ?? 3.Already breakout diye diyeche r bullish trend e ache ,serokom stock e kokhn entry newa jai jate next further gain pawa jete pare?? 4. RSI breakout er sathe ki macd confirmation dilei entry newa uchit ,naki sudhu RSI tai besi kaje lagbe??? Pls keu answer gulo short e dile khub valo hoi... Arnab da.... Apnake anek dhonnobad evabe knowledge share korar jonno... 🙏🙏🙏
Khub valo.kaje diche tomat RSI breakout theory ta. Amr akta chotto suggestion ache..tumi weekly akta live streaming korte paro.Sekhane tumi next few days ba weeks jesb stock gulo tkar radder er mdhe ache segulo discuss kora jete pare and small news update jegulo tmi telegram channel eo dao sei type er discussion o kora jete pare...Aro besi engage howa jabe channel and tomar sthe. Valo theko❣️
পিছিয়ে পড়া শিক্ষিত বেকার দের আপনার এই প্রয়াস খুব ই সাহায্য করবে, আপনার উদ্বগকে সাধুবাদ জানাই আন্তরিক ভাবে। Entry level বুঝলাম কিন্তু stop loss টা কোথায় হবে দেখালে আরও ভালো হতো।
কঠিন বিষয় কে সহজ করে তোলা সহজ কাজ নয়। এ বিষয়ে ইতিমধ্যেই অত্যান্ত দক্ষতার পরিচয় আমরা অনেকেই পেয়েছি। আমার একটা অনুরোধ, টেলিগ্রামের এডভাইস অনুযায়ী, ব্রোকার স্ক্রিন এ কেনা এবং বেচার একটি ভিডিও পেলে ভালো হয়। তাহলে সুইং ট্রেডিং এর মাধ্যমে সাধারণ মানুষ রা প্রাথমিক ভীতি টা কাটাতে পারে, এটা আমার নিজস্ব ধারণ। মতামতের অপেক্ষায় রইলাম। শুভংকর সেন, নাগপুরে, মহারাষ্ট্র।🙏
আজ বিকেলে ফরেক্স মার্কেটে ছোট টাইমফ্রেমে এই strategy দিয়ে ভালো লাভ করেছি| ঠিক তারপরেই তোমার এই ভিডিওটা দেখতে পেলাম| ব্যাপারটা কাকতালীয় হলেও মনের মধ্যে আরো আত্মবিশ্বাস বাড়লো যে একজন ফিন্যান্স বোদ্ধাও এই বিষয়ে বলছে, তাহলে এটা নিশ্চয়ই কার্যকরী|
এই Strategy টা সত্যিই অসাধারণ। তুমিও গুরুদেব মানুষ 🙏🙏। এই Strategy তে গতকাল FSL নিয়েছিলাম। RSI ট্রেডিং লাইন Breakout দেওয়ার পর। Stoch RSI Confirmation দিয়েছিল। Target ছিল 7-10 দিন, More than 10% লাভ।
আজকে NIFTY শান্ত থাকলেও FSL 205 High মেরেছে। আমার টার্গেট হিট করেগেছে... Without DP charge e 15% নিয়ে বেড়িয়ে গেছি।
সত্যি তুমি অসাধারণ একটা Strategy বলেছো। ধন্যবাদ দাদা, আমাদের সাথে শেয়ার করার জন্য ❤
Kon app e kor6en trading dada?? Capital koto 6ilo invest??🙄
অসাধারন স্ট্রেটেজি। খুব মজা পেলাম। এখন নামব যুদ্ধের ময়দানে সম্মুখ সমরে। জিততে পারব আশা রাখি ইন শা আল্লাহ। আমি একজন বাংলাদেশী ক্ষুদ্র বিনিয়োগকারী আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি স্ট্রেটেজি শেয়ার করার জন্য। আগামীর অপেক্ষায় রইলাম। শূভ কামনা।
যুদ্ধের ফলাফল জনতে চাই।
আর এস আই যবে থেকে জেনেছি শুধুমাত্র কনফিউশনে থেকেছি। আজকে তোমার কাছ থেকে দারুন একটা ক্রিয়েটিভ ওয়ে টু ইউজ আরএসআই জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এবং আশীর্বাদ রইল তোমার জন্য।
খুব মূল্যবান ভিডিও।ফ্রি তে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ 👍👍
আপনার এই নিয়ম মেনে 18-06-2021 এ adaniports er share কিনি , এখন 3.4 % profit a achi... আপনাকে অনেক ধন্যবাদ ❤️
Avoid adani group share
@@myBiniyog Ok .. Thanks..
আপনি সত্যিই গুরুদেব মানুষ
আপনি খুব ভালো কাজ করছেন। আমরা জানি খারাপ এর সাথে খারাপ করলে সে আরো খারাপ হয় ,আর ভালোর সাথে ভালো করলে আরো ভালো হয়ে ওঠে। আপনার ভালো কাজ আপনাকে আরো অনুপ্রেরিত করবে। অপনার সাথে সবাই আছে এবং আপনার এই সাহায্য অন্যের ভবিষতের আলো দেখাবে।
ধন্যবাদ আপনাকে 😊❤️
আমি একেবারেই নতুন. পেশায় শিক্ষক. তোমার ভিডিও গুলো দেখি. খুব সহজ করে bojhao. তোমার সাহায্য চাই.
Amakeo ektu help korun , ami o new
Me too. 🙏🙏
Lot of thanks.
একেবারে নতুন কিছু শিখলাম, আরো এমন নতুন স্ত্রটিজিক ভিডিও দেখতে চাই, ধন্যবাদ ।
অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা, পয়সা খরচ করেও এতো সুন্দর Guidelines মিলবে না।
Apna Kaise email Kare
Apna Kaise account khulbo
Osadharon and life changing video.......ami 2 year por abar ei video ta dekhlam......sotti youtube a 1st time apni eta gift diechen.....thanks a lot sir....pronam neben sir
Great ! A smart strategy indeed. Price action on RSI itself !!! .. Yes it does work well & perfectly in some situations but I checked on about 25 stocks & discovered that it works better on a bit more volatile hi beta stocks that make big movements.. The high or low crossing the line(by 2 or more prev highs or lows) in few cases is not very clear & confident.. Well, if you know about this, I also like the Vishal Malkan's RSI 5 star setup strategy - 3 timeframe confirmation(Grandfather father son :) ) with unconventional RSI range shift & divergence confirmation.. I feel every strategy needs your own practice expertise & edge to master + psychology/discipline + money management to overally succeed. Keep sharing more such stuff bro !! cheers :)
দাদা একটু দেরী হয়ে গেল দেখতে। কিন্তু দেরীতে হলেও পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলাম। এতোটাই interesting যে মন এমনিতেই বসে গেল ভিডিওতে, অন্য কোনোদিকে মন যায়ইনি। পুরোটা দেখলাম, এখন নিজের পালা 20 থেকে 25 টা stock এ টেস্ট করব। strategy টা খুব ভালো। বলা ভালো আমার এখনো Demat Account খোলা হয়নি। তাই Mock Test ই চালাতে হবে। তোমার আগের বানানো ভিডিওগুলো দেখছি প্রতিদিন।
Sir , apnar strategy use kore hdfclife ae buy korechilam . Ekhon 2.8% profit and running . Thankyou for such an effective strategy 🙏🏻❤️
😊❤️
YES ON 17/06/21 HDFC LIFE RSI BREAKOUT CONFIRM KORECHE AT RSI LEVEL 61.41.ENJOY THE THE RIDE.
অসাধারণ দাদা ❤ 3 বছর পুরনো video হতে পারে আমি নতুন তাই 3 পর দেখলাম হয়তো কিন্তূ সত্যি দাদা অনবদ্য 👏🎉। এগিয়ে যাও দুয়া করি 😊🤲।
খুব ভালো লাগলো strategy। entry point আর exit point বলে দিয়েছেন। আমি জানি stoploss person to person vary করে তাই এক্ষেত্রে আপনার stoploss for trailing কত রাখেন? যদি জানান তাহলে ভালো হয়। Thanks in advance...
Stoploss thakbe breakout candle er niche
Vaiya Bangladesh theke apnake dekhi last 2 months. Apnar video gulu onnoder tulona onek alada hoy ar apni khub sohoje bhujhan. Thanks for everything.
খুব ভালো লাগলো ভাই-____ভগবান এর আশীর্বাদে অনেক বড় হও
Arnab khub darun conceptual video ...RSI 60-40 rule apply kre Ami nje onk bar atke6i...stoploss hit hye ga6e..but ei video ta amr khub kje dilo. Already Ami 50-60ta stock apply kre back test kre6i & successful hye6e RSI breakout concept. Thank you for your help.
♥️♥️♥️♥️
😊❤️
Hi Arnab ! Recent trader nd your viewer as well ! Your Process of analysis is just marvellous. But in this video m unable to understand where to draw the line exactly. Further to comment keep uploading such learning videos so that beginners can find a way out without any cost. Hats off to you 🙏
সত্যি এটা আমাকে খুব help করছে, এবং অনেক কে শেয়ার করছি, আমি বার বার দেখছি
খুব সুন্দর করে RSI Brackout strategy বোঝানো হয়েছে। Thank You Arnab.
Kl ei video ta dekhchilm. Aj RSI strategy lgie 300 RS korlm BLS e within 5mins e.
Thank you. Evbe sekhate thako.
Durdanto strategy...eta... loveit..
priyo arnav da tomar rsi break out vdo dekhe ami aj khadim e 10% profit korechi .thank u so much and hats of to you.thank u again.
Thats Great 🙂❤️
দাদা ক্রিপোকারেন্সি নিয়ে ভিডিও চাই...বাংলাদেশ থেকে দেখছি
Crypto currency is totally banned in Bangladesh
তোমার এই RSI strategy study করে আমি খাদিম শেয়ার থেকে ভালো টাকা profit এ আছি। Khadim boom. তোমাকে অনেক অনেক ধন্যবাদ। Now Bengal will invest. 🙏🙏🙏
😊❤️
তোমার কথা খুব সুন্দর লাগে। তুমি পারবে বেকারদের নতুন দিশা দেখাতে।❤️❤️
Same strategy ami o follow korichi onek din agay thakay. Truly Great
দাদা options intraday (buying) এর উপর ভিডিও বানান।।।
এবং intraday এর জন্য সবচেয়ে ভালো ইন্ডিকেটর কোনটি একটু suggest করলে ভালো হতো।।।
আর আপনার real intraday strategy টা যদি আমাদের সঙ্গে share করেন, তবে আপনার channel এই বছরই 10M subscribers হিট করবে।।।
Thik ache boss.. Tobe 10M er byapar ta aakash choyar moto byapar hoye gelo! 😃
Valo thakben.. 😊❤️
হা দাদা Interday এর উপর একটা strong ভিডিও চাই please. ..r আপনার telegram এর গ্রুপে Interday তে stock এর buy & sell tips daily basis এর উপর upload যদি করেন তাহলে অনেকেই আসবে ,আর আমাদেরো অনেক উপকার হবে ,আমি আপনকে as a adviser নিতে চাই paid service e.please contact me-Pijushsrk2015@gmail.com
apner video টা দেখে last day HUL নিয়েছিলাম ei market এ ও 2% profit book করেছি. Many Many Thanks 🙏
😊❤️❤️
@@myBiniyog আমার একা question আছে, যেটা হলো-
আপনি Daily chart এ দেখতে বলেছেন but সেটা কতো কতো দিনের মধ্যে দেখব. যেমন 1,2 month etc.
Thanks. However, pl clarify how the exact position of the line (up or down) is to be chosen.
Take 40,60,50... 3line.. Best is imagine a line from current rsi where ur buying.
Rsi breakout strategy সম্পরকে তোমার গবেষণার ফল আমাদের বিনা সাম্মানিকে শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ। তাছাড়া শেয়ারবাজারের বিভিন্ন parameter সম্পর্কে তোমার ব্যাখ্যা ও শেখানোর পদ্ধতি সত্যিসত্যিই প্রশংসার দাবি রাখে। sharemarket এ বাঙালিদের উদ্বুদ্ধ করার জন্য তোমার আপ্রাণ প্রচেষ্টা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভালো থেকো,তোমার মঙ্গল কামনা করি।
ধন্যবাদ আপনাকে 😊❤️
ভালো থাকবেন।
খুব ভালো। অফসন এর ভিডিও কবে দেবে?
Asche samne..
দাদা আপনার এই ভিডিও টি দেখলাম।এত সুন্দর Practical strategy এই প্রথম বার দেখলাম।দাদা এত সুন্দর ভাবো কেউ শেখায় না। এই রকম ভিডিও আরো চাই দাদা।
দাদা,Buy কারার জন্য RSI এ 60 এর কাছাকাছি stock কী ভাবে খুজবো বুজতে পারছি না। stock পেলে আপনার strategs use করতে পারবো।
দাদা help করবেন please 🙏🙏🙏
Like stock breakout, RSI breakout may also corresponds to pull back. In that case it would be a failure. To avoid this is their any 2nd Or 3rd confirmation? The chart u are showing is not live or real time where the chart for the entire period is seen contrary to live chart. Pl. clarify. Really thankful for the new concept.
You are mixing up with script. Remember RSI is a momentum indicator. You are catching momentum breakout here.
CHEACK ALSO VOUME BREAK OUT FOR CONFIRMATION
❤❤❤ দুর্দান্ত স্ট্রেটেজি দেখালেন স্যার, আপনি ফিউচার এ শেয়ার মার্কেটের মহাগুরু! সকলেই খুব লাভবান হলো। আপনার চ্যানেল আরো উন্নতি করুক, জীবনে আরো অনেক বড় হবেন স্যার! সকলের আশীর্বাদ রইলো আপনার ওপর।
Tmi trading er courese start koro to....khub e upokrito hobo asha kori😊😊
Eta niye kono plan korini. Tobe r dekhchi upai nei feranor. Apnara eto jon bolchen je ebar amake vabte ho66e. Tobe korale course korabo na. Training korabo. Live market a. Course kore amar mone hoy kichu lav nei. Practical korale besi benefit hobe.
thanks eta vabar jonno. taratari start karo. course sabai karay. kintu market chala kalin segulo apply kara jay na. live training tai darkar. apekhay thaklam vai.
@@myBiniyog akdom...🤗🤗
Reminder Dio suru korle
খুব তাড়াতাড়ি করুন আমরা শিখতে চাই
Dada tomar ai rsi strategy ta khub khub kaje dilo sob theke proud er bepar tomar ajk naukri stock tar Teligram a update dewar agey ami follow korchilam kokhn rsi 60 er opore trade kore. Soo proud of you dada❤ power of rsi💟
আপনার একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে। আমরা ডেলি চার্ট দেখছি সুতরাং এন্ট্রি ক্যান্ডেল আপনি যেটা ধরছেন মনেহয় সেটা হবে না।তার পরের ক্যান্ডেল এ হবে। সিমিলারলী সেল এর ক্ষেত্রে ও তাই হবে।
M22
Tai to
সাবধান! আমি ভুক্তভোগী।
এই #fxseohelp ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর বেজন্মা মোঃ আব্দুল হাই থেকে দূরে থাকুন। তার মিষ্টি মিষ্টি কথায় কেউ ভুলবেন না। সে মূলত একটা চিটার, স্কেমার। তার কমেন্ট অপশনটি বন্ধ রেখেছে যাতে কেউ তার প্রতারণার ফাঁদ ফাঁস করতে না পারে।
দাদা,আপনার ভিডিও গুলো খুব খুব হেল্পফুল স্পেশালি এই ভিডিও টা দেখে সত্যিই খুব উপকৃত হলাম ।।
ভগবান আপনার সুরক্ষা প্রদান করুন ।।
অসংখ্য ধন্যবাদ দাদা।
arnab, tomar strategy ta shiklam. 10 ta stock er chart o dekhlam, daily chart, so far sab ktate i eta kaj koreche. Amar budget khub kom. Ami swing trading er jonno eta try kore tomay janabo. Onek onek thanks. Bhalo theko
আমি বাংলাদেশ থেকে ভাই,আপনার বুঝানের ধারা সত্যি অতুলনীয়, এইভাবে আমাদের দেশের কেও বুঝায় না,অনেক উপকার হইলো ভাই, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক,❤️❤️❤️❤️ঠিক যেভাবে চাই আপনি ঠিক এইভাবেই বুঝান❤️❤️❤️🥰
কোন বিভাগে থাকেন আপনি?
Bhai you are great . Eairokom keu dekhai na . Ami anek kota stock e try korechi 95% correct .Anek anek dhanyabad . Ami nischoi trade korobo .
😊❤️❤️🙏
আমি নতুন, তবে ভিডিও টা দারুন তা বলার অপেক্ষা রাখেনা। ধন্যবাদ স্যার।
খুব মূল্যবান ভিডিও।ফ্রি তে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ
A big thanks to you Brother. It's really helpful. I've covered my 1 year loses. Thanks
তোমার পদ্ধতি মনে হচ্ছে ভালো। বারেবার চেষ্টা করে দেখি আয়ত্ত্ব করতে পারি কিনা। ধন্যবাদ।
খুব সুন্দর strategy. আপনার vdo থেকেই শিখছি।আপনি অনেক সাহস দিচ্ছেন।আপনার উপর ভরসা রেখেই চেষ্টা করছি।ধন্যবাদ।
আমি ভিডিও টা দেখে খুব ই মুগ্ধ হয়েছি, আমি নুতন trader 😊
Thanks Arnab for this strategy. ❤
Mere entry in Thyrocare with 60k capital on 9th jun the day breakout and sitting on 10k plus profit in 8 days or 7 trading sessions.
That's great to know.. 😊❤️
last one month i am regularly following your all vedios your analysis mind blowing
খুব ভালো লাগলো আপনার নতুন RSI Breakout Strategy .
Ami 9 month bade ata dekhchi
Darun bhalo strategy
Dixon e within one week 8% Profit book korlm.. feelings happy 😊😊 thanks bondhu..
😊❤️❤️
Thats great 👍👍
Very much effective strategy - completely a new experience.
Waiting for further information.
Thanks and regards........Ajoy.
দাদা আপনার এই strategy টা আমার সব থেকে ভালো লেগেছে🙏
আপনার RSI breakout strategy টা দেখলাম খুবই unique লাগলো। আরো উপকৃত হবো যদি telegram এ stock update দেন|
আমার একটি question ছিল- কোন সব site থেকে data short (stock selection) করে নিজের পছন্দ মতো short করতে পারবো?
ভাই দারুন লাগল। আরও 1 টা ভিডিও বানাও এই topic এর উপর।তাহলে পুরোপুরি clear হবে।।।। দয়া করে বানাও।plz plz plz.
এত অল্প বয়সে এত সুন্দর দখল সত্যি অবাক করে দেয়। তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে । আসলে অনেকে হয়তো জানে অনেক কিন্তু বোঝাতে পারেনা আবার অনেকে বোঝাতে পারলেও বোঝাতে চায়না। কিন্তু তুমি এমন একটা প্যাকেজ যার মধ্যে সব গুণ বর্তমান। ভালো থেকো। আর ফান্ডামেন্টাল এর সাথে চার্ট স্ট্রাটেজি এর একটা যুগলবন্দি দারুণ ভিডিও পেতে চাই। খুব উপকার হয় তাহলে। অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ আপনাকে 😊❤️
ভালো থাকবেন 😊
তুমিও ভালো থেকো আর আমাদের এরাম ভাবে দারুণ দারুণ ভিডিও উপহার দাও।।
দাদা এই স্ট্র্যাটেজি টা তো সুইং ট্রেডিং জন্য খুবই ভালো হবে🔥🔥🔥
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমি আপনার RSI কৌশল অনুসরণ করতে চাই। কাল থেকেই শুরু।
দাদা খুব সুন্দর লাগলো এই ভিডিওটা ৷ আপনার চ্যানেলে আমি নতুন ৷ আপনার প্রতিটা ভিডিওই আমার কাছে শিক্ষামূলক ৷ একটা অনুরোধ ছিল আপনার কাছে....intrinsic value নিয়ে একটা ভিডিও বানাবেন? long term investment এর ক্ষেত্রে এর কী গুরুত্ব? কিভাবে একটা share এর intrinsic value নির্ধারন করা হয়? এগুলো যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আমার মতন যারা share market এ নতুন, তাদের খুব উপকার হয় ৷
tomar kotha moto infosys die chechk korlam bepar ta prthomoto infosys er result asche abong khub vllo expectation sei moto tomar ei rules e rsi o signal dilo break out die 1413 takai akhn price 1495.. 5 % profit...
ai somoye tomar moto bina parisromik e erkm keu sekhabe na... dada
many thanks..
অসাধারণ! এই ভাবে rsi কে কোন দিন ভাবিনি দাদা। ।
অর্ণব,
খুব সুন্দর approach... সত্যি ভালো লাগলো... তোমার বোঝানোর স্টাইল অনবদ্য... অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর জন্য... তোমার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি 🙏
ধন্যবাদ আপনাকে 😇❤️❤️😊
ভালো । আর এস্ আই -তে ৬০-৪০ রেন্জে ট্রেন্ড্ লাইন সাপোর্ট রেসিসটেন্স এঁকে আমিও ট্রেড করি। সাথে ২-৩ টে ইন্ডিকেটর আরো ইউজ্ করি যাতে RSI ব্রেকআউট দেওয়ার আগে ট্রেডটা নিতে পারি।
I have bought UNION bank, and following this strategy, now I'm making 8% plus profit and still holding.
Thats great.. 😊❤️
Rajeswar dada ei rsi breakout stock search ki kray korcho???....bolle khub valo hoto....
সত্যি খুব ভালো লাগলো এই নতুন আইডিয়াটা।
Utube দেখা আমার ভিডিওগুলির মধ্যে সেরা। আপনাকে এই সিস্টেমের উদ্ভাবক হিসাবে সম্মানিত করা উচিৎ।
অর্ণব ভাই, আপনি বাংলার হীরে, তাই খুব স্বাভাবিকভাবেই আপনি বিনামূল্যে হীরে দান করেছেন। এতো ভালো স্ট্রাটেজি আমি আর কোথাও দেখিনি। আপনার উন্নতি কামনা করি।
জাস্ট একলাইনে বলছি.... Love you Dada
Sir Q.- shear market এ কি up হলেই profit না down নে ও profit থাকে অর্থাৎ market down শুরু হয় তখনই buy করে যত down হবে ,তারপর up হলে sell করে কি profit হয় ।Ex,Rs 100/shear market down হয়ে Rs 80/তে stop থেকে up হচ্ছে ,কেউ 95 টাকা তে down shear buy করে 80টাকা তে sell করে profit করা যায়।
One of the best strategic video never knew erom o hoy .
Bas kichhudin age dekhle valo hoto HDFC LIFE miss hye gelo.
Ebar theke roj nifty fifty r chart dekhe ei strategy khujte thakbo.
Thanks vai & looking forward fir many more.
Infosys o missed 🤦🏻♂️
Dear Arnab, tomar ei RSI Strategy ek kothay darun. Khub khub bhalo laglo. Swing trading er khetre eta ekta gold standard. Thanks a lot. Ekta request tomar kache,Intraday er khetre eirokom ekta strategy ber koro please jeta thik ei RSI er moto kaj korbe. Onek onek aashirbad tomake. Bhalo theko, onek unnoti koro.
ধন্যবাদ আপনাকে 😊❤️
eta kintu intraday er jonno nah. Intraday niye onno ekta video banabo.
খুব সুন্দর। খুব সহজ সরল ভাষায় বোঝানোর জন্য অনেক ধন্যবাদ।
At first, aapni akta resistance line draw korlen. Next aapni breakout search korlen and entry nilen. But aapni entry nebar par RSI within a few minutes aabar resistance line er niche choley aasteo to paare. So my question is, how we should accurately find the breakout point. Mind it, aapni kaaj korchhen RSI er past chart dekhe, kintu aamra kaaj korbo RSI er future chart na dekhe. Any way thanks a lot for your great effort.
সত্যিই দাদা এটা দারুণ কাজ করছে
Bondhu Thank you bolbo na...
Mone rakhbo tomai....
Khub bhalo laglo...
Best video on RSI. Awesome job dada!
খুবই ভালো লাগলো।নতুন নতুন জানছি।আরও আগে জানতে পারলে ভালো হতো।
Arnab RUclips family onek boro hochhe khub tara tari aro boro hobe, kichu loker kichu kothai tumi mon kharap kore live trade sharing ta bondho kore deo na please ami din 15 tomar subscriber hoieche aro khub valo profit korechi. Amar moto help peache tader sonkha onek besi kichu loker cheye, tumi ni sartho vabe ja upokar amader korcho tar knoi tulona hoina, onek chart o sikhechi tomar kach theke bina mulya , thx a lot, ajkeo flag pattern build korlo CAMS e, tai dekhe amio kichu stock kinechi hold o korchi, thx again Arnab.
ভালো লাগলো আপনাকে পাশে পেয়ে। 😊❤️
Dada amio similar ekta strategy use kori. EMA cross + RSI te price action. Besh useful hoy. Dhonnobad tomar insights er jonne
Dada khub valo laglo ei strategy ,but koyekta questions ache Arnab da ba experience keu jodi ek2 bolen,khub upokar hoi...
1.Resistance break kore stay korle ki next din entry newa dorkar??
2.RSI breakout e averaging kivabe korbo ??
3.Already breakout diye diyeche r bullish trend e ache ,serokom stock e kokhn entry newa jai jate next further gain pawa jete pare??
4. RSI breakout er sathe ki macd confirmation dilei entry newa uchit ,naki sudhu RSI tai besi kaje lagbe???
Pls keu answer gulo short e dile khub valo hoi...
Arnab da.... Apnake anek dhonnobad evabe knowledge share korar jonno... 🙏🙏🙏
Infosys RSI breakout dicche.. buying it at 1485.
Your strategy is superb!
Khub valo.kaje diche tomat RSI breakout theory ta.
Amr akta chotto suggestion ache..tumi weekly akta live streaming korte paro.Sekhane tumi next few days ba weeks jesb stock gulo tkar radder er mdhe ache segulo discuss kora jete pare and small news update jegulo tmi telegram channel eo dao sei type er discussion o kora jete pare...Aro besi engage howa jabe channel and tomar sthe.
Valo theko❣️
পিছিয়ে পড়া শিক্ষিত বেকার দের আপনার এই প্রয়াস খুব ই সাহায্য করবে, আপনার উদ্বগকে সাধুবাদ জানাই আন্তরিক ভাবে। Entry level বুঝলাম কিন্তু stop loss টা কোথায় হবে দেখালে আরও ভালো হতো।
ধন্যবাদ, অনেক কিছু জানলাম।
Khub bhalo laglo. Ebar apply kore dekhle bhalo bujhte parbo
কঠিন বিষয় কে সহজ করে তোলা সহজ কাজ নয়। এ বিষয়ে ইতিমধ্যেই অত্যান্ত দক্ষতার পরিচয় আমরা অনেকেই পেয়েছি। আমার একটা অনুরোধ, টেলিগ্রামের এডভাইস অনুযায়ী, ব্রোকার স্ক্রিন এ কেনা এবং বেচার একটি ভিডিও পেলে ভালো হয়। তাহলে সুইং ট্রেডিং এর মাধ্যমে সাধারণ মানুষ রা প্রাথমিক ভীতি টা কাটাতে পারে, এটা আমার নিজস্ব ধারণ। মতামতের অপেক্ষায় রইলাম। শুভংকর সেন, নাগপুরে, মহারাষ্ট্র।🙏
Darun dada sottie ... amio apnake dekhei suru korechi ... akhono temn fol paini ... kintu chesta kore jacchi
যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই,, বলার মতো ভাষা নেই,,,, এরকম ভাবে কৈউ বলবে না
Awesome. Brother.I'm from Bangladesh and beginner. Thank you very much.
Video ta 2 din bade deklam bole afsos hochche!! Darun video!! Dhonnobad
Onek kichu sikhchi tomar kache
Onek dhonnobad 🙏🙏
Thank you so much sir , ❤️ free tee eto valo strategy amader samne tule dhorar joono , apnar emon aro strategy er jonno amar opekhay roilam sir ❤🔥
অদ্ভুত, ম্যজিক দেখলাম। কাল থেকে চেষ্টা করব।
😊🙏
Thanks, আপনার bojhanor khamata অসাধারন,
Fundamental আৰ technical দুনোধৰণেৰ analysis কৰা video চাই। আপনী খুব ভালো কাজ কৰছেন।🙏🙏