আমার এখনো মনে আছে। 200৮ সালে আমি আর আমার প্রেমিকা ..যিনি বর্তমানে আমার স্ত্রী.. । বাসা থেকে ওরে নিয়ে পালিয়ে বিয়ে করার উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় হেডফোন লাগিয়ে এই এলবাম টা শুনতেছিলাম। এখনো শুনতেছি। দুজন এক সাথে বসে বসে❤️
বাপ ও ছেলের এই এলবামটি সত্যিই অসাধারণ মন ছুয়ে যায়। ধন্যবাদ হাবিব ও ফেরদৌস ওয়াহিদকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। এবং ২০৩০ সালের জন্য কমেন্ট টা করে গেলাম।
এই এলব্যামের অনেক বিলবোর্ড দেখেছিলাম ঢাকা চট্টগ্রাম শহরে। বাপ বেটার এমন ইউনিক কাভার পিকসহ এলব্যাম বেশ চমক তুলেছিল। গানগুলো ছিল যেন হাবিবের সাথে হাবিবের প্রতিযোগিতা। আগের এলব্যাম/ গানগুলোকেও ছাড়িয়ে গিয়েছিল হাবিব। বল কেন এমন হয়, জোছনা কথা বল না, কাটেনা মায়াবি এই রাতে, চলতে চলতে, বাবা ফেরদৌস ওয়াহিদের দুঃখ ছুঁয়ে দেখো, কি নামে ডাকব তোমায়, ভাল লাগে সবগুলো গান দুর্দান্ত। মুভি, জিংগেল, সলো, ডুয়েট, ফিচারিং টু আদার্স- চারিদিকে হাবিব হাবিব এন্ড হাবিব। মিস করি সেই দিনগুলো ♥
সদ্য বিবাহিত আমি দশ কি পনের দিন। হঠাৎ এক সময় গানটা শুনলাম "টেলিটোন" নিউমার্কেটে সাথে সাথে CD কিনে ফেললাম। আমার অন্যতম প্রিয় গান "জোসনা কথা বলোনা" বিশবারের বেশি শুনে ফেললাম ঐদিনই। আহা কি অসাধারণ সময় ছিলো। আমার অসাধারণ সময়ের অসাধারণ মেলোডিয়াস গান পেয়েছিলাম প্রিয় হাবিব ভাইয়ের কাছ থেকে। আমি সবসময় হাবিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ ছিলাম - আছি - থাকব।।।
হাবিব বাংলা সঙ্গীতের এক কিংবদন্তির নাম। যুগ যুগ ধরে মানুষের অন্তরে হাবিব আছে এবং থাকবে। 2021 সাল (১১-আগস্ট) এখনও এই গানগুলি আমি শুনি এবং খুবই প্রিয় গান।
২৩শে সেপ্টেম্বর ২০০৮ হাবিব ভাইয়ের "অবশেষে " এই এলবামটি রিলিজ হয়,তখন আমি ৯ম শ্রেণীতে পড়তেছি।হাবিব ভাইয়ের এলবাম রিলিজ হওয়ার কথা শোনার সাথে সাথে বাজার থেকে কিনে নিয়ে এসে আমি আর আমার ভাই পুরো এলবাম ৭/৮ বার শুনলাম,,, এখনো হাবিব ভাইয়ের গানের অপেক্ষায় বসে থাকি, আজ ২০২৪ সালে এই গানগুলো শুনে পুরানো সকল স্মৃতি মনে পড়লো।
২০০৮ এর সেপ্টেম্বরের ২৩ তারিখ,রোজার ঈদের সপ্তাহখানেক আগে হাবিব আর ফেরদৌস ওয়াহিদের 'অবশেষে' এলবাম রিলিজ হল। একে ঈদের আমেজ, তার সাথে নতুন এলবাম কেনার জন্য এক্সাইটেড। পোলাপাইন এলবাম কেনার জন্য হুমরি খেয়ে পড়ল। অনেক কষ্টে ঈদের ২ দিন আগে কিনলাম। ১১ বছর আগের সেই ফিলিংস।
সত্যি এই গানগুলো অমর হয়ে থাকবে। সেই ছোট সময় শুনতাম। এতোদিন পরে শুনে মনে হচ্ছে সেই আগের জিবনে ফিরে গেছি। বাংলাদেশের রুমান্টিক গানের রাজা বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য হাবিব ওয়াহিদ। ❤️❤️❤️
বাংলার রোমান্টিক গানের কিং বলতে আমি একজনকে বুঝি।যার সুর হৃদয়কে স্পর্শ করে এবং যার প্রতিটি গানের সাথে জড়িয়ে আছে আমার স্কুল জীবনের মধুর স্মৃতি তিনি আর কেউ নন বাংলার ফিউশন সম্রাট ওয়ান এন্ড অনলি হাবিব ওয়াহিদ।
আগের দিনগুলো এখনও মিস করি। নতুন ক্যাসেট বাজার থেকে কিনে এনে ক্যাসেট প্লেয়ারে ফুল ভলিউমে গান শোনার আলাদা একটা মজা ছিল তখন। এখন মানুষের জীবন যাত্রা আগের তুলনায় অনেক সহজ হয়েছে, ফ্রিতেই পাওয়া যায় অনেক কিছু। কিন্তু আগের মতো আনন্দটা আর পাওয়া যায় না,,,
ছোট থেকে এ গানগুলো অনেক প্রিয় ছিলো। একবার খালামণির বাড়িতে বেড়াতে গেছিলাম। তখন অবশেষে ক্যাসেট টা দেখতে পেলাম। তখন কি করবো চিন্তা করতেছি কারণ খালামণি ক্যাসেট দিবে না তাই কি করলাম। ক্যাসেট এর লিরিক গুলো মুখস্থ করার জন্য উপরের পেপার টা নিয়ে আসি। তারপর কেটে গেলো ১২ বছর এখনো শুনতেছি গানগুলো।
কতোবার শুনেছি তা আমার অজানা, গানগুলো শরীরের প্রতিটি অঙ্গে অঙ্গে মিশে আছে, বাবা ছেলে দুইজনের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই💐 ভালো থাকুন সুস্থ থাকুন ❤️
Choto theke boro howya Jemes, Habib, Balam, Hridoy Khan, Eleyas & Topu eder gaan sune❤ Missing those days 😢 onek onek kosto lage gaan gula akhon sunle💔
সময় তখন ২০০৮. Radio Amar FM এ ভোটের মাধ্যমে টপ ১০০ গান প্লে করে বছরের শেষে। আমি কনফিডেন্স নিয়ে বলেছিলাম যে, হাবিবের 'কেন এমন হয়' গানটি প্রথম হবে। অবশেষে এই গানটি তৃতীয় হয়। এখনো মনে আছে...
সেই সময় আমি ব্রাকে পড়তাম ক্লাস ৩-৪ এ। আমার গানের গলা ভালো থাকায় প্রায় আমাকে গান শোনাতে হত ক্লাশে।সেই সময় হাবিব ওয়াহিদ এর সব গান মুখস্থ ছিল আমার। পাগল ফ্যান ছিলাম তার। তাই সুজগ পাইলেই তখন এসব গান শোনাই দিতাম ক্লাশে।আহ! এসব এখন শুধুই স্রীতি।❤ আর এখন আমি MBA করে ফেলেছি।☺️
আমি ইন্ডিয়ার এই গানগুলি আমি অনেক শুনেছি ছোট বেলা । এই গানগুলি শোনার পর ছোটবেলার সবকিছু মনে পড়ে যায় ভালোলাগা ভালোবাসার দিনগুলি চলে চলে গেল আর ফিরে আসবেনা
হাবিব ভাইর সব সময় নতুন হয়ে থাকবে """ আমার খুব প্রিয়ু পছন্দের একজন শিল্পী """ আমি সব সময় তাঁর গান সুনি """ সব গুলো গানের মাঝে একটু খানি সুখ খোঁজে পায় """ আমি হাছান মির্জা জোছনা কথা বলো না """ পরের গানটি লেখে দিয়িছি ""
এই গান গুলো শুনলে আমার কষ্টের আবার আনন্দের দিনগুলি মনে পরে,একটি কোম্পানিতে জব করতাম ২০০৯/১০ হবে,বেশির ভাগ নাইট ডিইটি করতাম,মোটামুটি তরুন ছিলাম,এফ এম রেডিওতে প্রায় প্রতিদিনই এই গান শুনতাম,একই সময় রিলিজ হওয়া বালাম ভাই এর কি নেশা গান টি সাপ্তাহিক সেরা হতো আবার কেন এমন হয় সেরা হতো,এই নিয়েই রাত কেটে যেতো।
পুরনো গানগুলো যেন , নতুন করে শোনার আগ্রহ বাড়ছে আগের গান গুলাই ছিল বেস্ট এইসব গান কখনো পুরনো হবে না। যতদিন যাচ্ছে এইসব গান শোনার ইচ্ছা বাড়ছেই। যতই আধুনিক যুগ আসুক সব সময় প্রিয় থাকবে হাবিব ভাইয়ের গান গুলা।
কেমন এমন হয় গানটি প্রথম ০৮/০৯ সালের দিগেএক বন্ধুর মোবাইলে শুনেছিলাম,খুব ভালো লেগেছিল। পরে বন্ধুর কাছ থেকে শিল্পীর নাম জানলাম হাবিব, তখন থেকেই ভালো লাগা।২০২৪ সালের মে মাসে এ গানগুলো আবার শুনলাম।
সেই ২০০৭ সাল থেকে শুর করে এখনো গানগুলো ঘুরে ঘুরে শুনি।কিন্তু এখনো আগের সেই ফিলিংস।এই গানগুলো হৃদয় দিয়ে হওয়া।প্রিয় শিল্পী হাবীব ওয়াহিদ আমার সর্বকালের সেরা শিল্পী।
যখন আমি ক্লাস নাইনে পরি তখন সিরিয়াস রিলেশনশিপ এ আর তখনকার সময় হাবিব বালামের গানগুলা কি পরিমানে যে শুনছি তা বলার মত না।আমাদের জেনারেশনের সবাই বালাম আর হাবিব আর তারপর আসা রিদয় খানের গান শুনেই বড় হয়ছি
২০০৮সালে যখন আমার বন্ধু দেলোয়ার এস আই বিয়ে করে সেদিন আমি আর আমার প্রেমিকা ওর বর যাত্রীর গাড়িতে হাবিবের অবশেষে এলবামের গান গুলো শুনতে শুনতে বিয়ে বাড়িতে গেলাম। ঐই গান গুলো এত ভালো লেগেছিল যা বলার অপেক্ষা ছিল না। বিয়ের আনন্দের সাথে এই গান গুলো এত আনন্দ দিয়ে ছিল। যা আজও আমরা দুইজন সেই দিনের সৃতিচারণ করি আর গান গুলো এখনো শুনি। Age files so first.
৮বছর সম্পর্কের পরে বিয়ে করলাম।প্রথম প্রথম গানটা খুব বেশি শুনতাম আর অনুভব করতাম।এখনো গানটা শুনলে আগের স্মৃতি টা মনে পড়ে যায়।আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুজনে।
আমার এখনো মনে আছে। 200৮ সালে আমি আর আমার প্রেমিকা ..যিনি বর্তমানে আমার স্ত্রী.. । বাসা থেকে ওরে নিয়ে পালিয়ে বিয়ে করার উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় হেডফোন লাগিয়ে এই এলবাম টা শুনতেছিলাম। এখনো শুনতেছি। দুজন এক সাথে বসে বসে❤️
Good memory
Amarta vagce
Ore prem
তো এখন ও কি সেই প্রেম আছে না জানালা দিয়ে পালিয়েছে আর না পালালেও পালাবে বেশি দূরে নয়।
দুজনের জন্যই শুভকামনা
বাপ ও ছেলের এই এলবামটি সত্যিই অসাধারণ মন ছুয়ে যায়। ধন্যবাদ হাবিব ও ফেরদৌস ওয়াহিদকে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। এবং ২০৩০ সালের জন্য কমেন্ট টা করে গেলাম।
এই এলব্যামের অনেক বিলবোর্ড দেখেছিলাম ঢাকা চট্টগ্রাম শহরে। বাপ বেটার এমন ইউনিক কাভার পিকসহ এলব্যাম বেশ চমক তুলেছিল। গানগুলো ছিল যেন হাবিবের সাথে হাবিবের প্রতিযোগিতা। আগের এলব্যাম/ গানগুলোকেও ছাড়িয়ে গিয়েছিল হাবিব। বল কেন এমন হয়, জোছনা কথা বল না, কাটেনা মায়াবি এই রাতে, চলতে চলতে, বাবা ফেরদৌস ওয়াহিদের দুঃখ ছুঁয়ে দেখো, কি নামে ডাকব তোমায়, ভাল লাগে সবগুলো গান দুর্দান্ত। মুভি, জিংগেল, সলো, ডুয়েট, ফিচারিং টু আদার্স- চারিদিকে হাবিব হাবিব এন্ড হাবিব। মিস করি সেই দিনগুলো ♥
সদ্য বিবাহিত আমি দশ কি পনের দিন। হঠাৎ এক সময় গানটা শুনলাম "টেলিটোন" নিউমার্কেটে সাথে সাথে CD কিনে ফেললাম। আমার অন্যতম প্রিয় গান "জোসনা কথা বলোনা" বিশবারের বেশি শুনে ফেললাম ঐদিনই। আহা কি অসাধারণ সময় ছিলো। আমার অসাধারণ সময়ের অসাধারণ মেলোডিয়াস গান পেয়েছিলাম প্রিয় হাবিব ভাইয়ের কাছ থেকে।
আমি সবসময় হাবিব ভাইয়ের প্রতি কৃতজ্ঞ ছিলাম - আছি - থাকব।।।
হাবিব বাংলা সঙ্গীতের এক কিংবদন্তির নাম।
যুগ যুগ ধরে মানুষের অন্তরে হাবিব আছে এবং থাকবে। 2021 সাল (১১-আগস্ট) এখনও এই গানগুলি আমি শুনি এবং খুবই প্রিয় গান।
200৮ এর রোজার ঈদ এ রিলিজ হওয়া "অবশেষে" এলবামটি কিনে আনি। আমি আর আমার বোন তা ফুল ভলিউম এ শুনতাম। আহ কি যে দিন গুলা ছিল
নস্টালজিয়া 🙂💖🎶
আমিও। সম্ভবত ৯০ টাকা দাম ছিলো। সঠিক মনে নাই।
🎉🎉🎉🎉
আহ ২০০৮
আমিও তখন আমি ক্লাস ৮ পড়তাম, অল্প অল্প টাকা জামাই তখন এই এলবাম কিনি ❤️❤️
@@shadhok7340 আমাদের এখানে ৬০ টাকা ছিল দাম।
বলো কেন এমন হয় গানটা যেমন সুন্দর তেমনি গানটার মিউজিক ব্যাকগ্রাউন্ডটাও অনেক অসাধারণ। গানটা খালি শুনতেই মন চায়। 😍
জানিনা হাবিবের ভেতর থেকে কিভাবে এই হৃদয় গলানো সুরগুলো বের হয় ! হয়তো কোন দিনই এই গান গুলি পুরাতন হবেনা। যতই শুনি নতুনত্ব পাই।
২৩শে সেপ্টেম্বর ২০০৮ হাবিব ভাইয়ের "অবশেষে " এই এলবামটি রিলিজ হয়,তখন আমি ৯ম শ্রেণীতে পড়তেছি।হাবিব ভাইয়ের এলবাম রিলিজ হওয়ার কথা শোনার সাথে সাথে বাজার থেকে কিনে নিয়ে এসে আমি আর আমার ভাই পুরো এলবাম ৭/৮ বার শুনলাম,,, এখনো হাবিব ভাইয়ের গানের অপেক্ষায় বসে থাকি, আজ ২০২৪ সালে এই গানগুলো শুনে পুরানো সকল স্মৃতি মনে পড়লো।
বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি সংগীতের উপর অষ্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছেন
Australia naki UK?
Uk
uk🇬🇧
Na vai Habib Wahid uk Theke niche
Uk
এটম বোম ছিলো এলবামটি 😍😍😍
২০০৮ এর সেপ্টেম্বরের ২৩ তারিখ,রোজার ঈদের সপ্তাহখানেক আগে হাবিব আর ফেরদৌস ওয়াহিদের 'অবশেষে' এলবাম রিলিজ হল। একে ঈদের আমেজ, তার সাথে নতুন এলবাম কেনার জন্য এক্সাইটেড। পোলাপাইন এলবাম কেনার জন্য হুমরি খেয়ে পড়ল। অনেক কষ্টে ঈদের ২ দিন আগে কিনলাম। ১১ বছর আগের সেই ফিলিংস।
Amio vai
Thanks Tarik Mahmood......awesome full album songs......Habib wahid is my favourite singer and music composer......
Same here
amio vai
Ami fast play korci v cd te uff sei feelings
সত্যি এই গানগুলো অমর হয়ে থাকবে। সেই ছোট সময় শুনতাম। এতোদিন পরে শুনে মনে হচ্ছে সেই আগের জিবনে ফিরে গেছি। বাংলাদেশের রুমান্টিক গানের রাজা বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য হাবিব ওয়াহিদ। ❤️❤️❤️
Right
HUMM VHI
Gaan sob omor hoi sodu je gaan kore sei chole jai
বাংলার রোমান্টিক গানের কিং বলতে আমি একজনকে বুঝি।যার সুর হৃদয়কে স্পর্শ করে এবং যার প্রতিটি গানের সাথে জড়িয়ে আছে আমার স্কুল জীবনের মধুর স্মৃতি তিনি আর কেউ নন বাংলার ফিউশন সম্রাট ওয়ান এন্ড অনলি হাবিব ওয়াহিদ।
হাবিব না থাকলে হয়তো হাবিবের করা গান গুলো জন্মই হতোনা👍👍👍
2008 saler kotha onk mone pore!! Uk jawar jonno preparation niccilam!!
Onk❤mone pore gelo gaan ta sune!!!
খুবই ভালো লেগেছে গানগুলো।দীর্ঘদিন বেঁচে থাকো বাবা-ছেলে।💗
এটা আমার ফেভারিট অ্যালবাম ১০-৮-২৪ এই বৃষ্টির মধ্যে আমি ফুল অ্যালবাম টা শুনলাম মনটা আনন্দে ভরে উঠলো এমনকি মনটা রিফ্রেশ হয়ে গেল 🎉❤❤
আগের দিনগুলো এখনও মিস করি। নতুন ক্যাসেট বাজার থেকে কিনে এনে ক্যাসেট প্লেয়ারে ফুল ভলিউমে গান শোনার আলাদা একটা মজা ছিল তখন। এখন মানুষের জীবন যাত্রা আগের তুলনায় অনেক সহজ হয়েছে, ফ্রিতেই পাওয়া যায় অনেক কিছু। কিন্তু আগের মতো আনন্দটা আর পাওয়া যায় না,,,
ছোট থেকে এ গানগুলো অনেক প্রিয় ছিলো। একবার খালামণির বাড়িতে বেড়াতে গেছিলাম। তখন অবশেষে ক্যাসেট টা দেখতে পেলাম। তখন কি করবো চিন্তা করতেছি কারণ খালামণি ক্যাসেট দিবে না তাই কি করলাম।
ক্যাসেট এর লিরিক গুলো মুখস্থ করার জন্য উপরের পেপার টা নিয়ে আসি।
তারপর কেটে গেলো ১২ বছর এখনো শুনতেছি গানগুলো।
এই এ্যালবাম এর প্রত্যেকটা গান অসাধারণ 💖💝
আর হাবিব ভাইয়ের কম্পোজ বরাবরই অসাধারণ থেকে অসাধারণে রূপ নেয় 💝💖
আমার প্রথম নষ্টালজি প্রেম ছিলো হাবিব ওয়াহিদ ❤️❤️❤️
হাবিব ভাইয়ের কম্পোজ মানেই আলাদা কিছু ভিন্নতা থাকবেই 💖💝
আহ!! যদি ফিরে আসতো সেই সময় গুলো। কি হৃদয় ছুয়ে যাওয়া গান। ভিতর টা হাহাকার করছে। যদি আবারো ছোট হতে পরতাম। কত স্মৃতি এই গান গুলোই। এফ এম রেডিও তে শুনতাম।
আহা কি গান, গানের কথা, মিউজিক, কম্পোজ, মনোযোগ দিয়ে শুনো মনটা শান্তি হয়ে যাবে❤️❤️
জীবনে বসন্তের বাতাস যখন বইতে শুরু করেছিল ঠিক তখন যেন এই মাতাল করা সুরের মায়ায় আবদ্ধ হয়ে পড়েছি অবচেতন মনে।
কতোবার শুনেছি তা আমার অজানা, গানগুলো শরীরের প্রতিটি অঙ্গে অঙ্গে মিশে আছে, বাবা ছেলে দুইজনের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই💐 ভালো থাকুন সুস্থ থাকুন ❤️
Choto theke boro howya Jemes, Habib, Balam, Hridoy Khan, Eleyas & Topu eder gaan sune❤
Missing those days 😢 onek onek kosto lage gaan gula akhon sunle💔
যতোবার শুনি ততোবার ই শুনতে মন চায় ৮ সালে শুনতাম এখন ও শুনি 🥰 সত্যি গান টা আমার অনেক পছন্দর সিরিয়াসলি হাবিব ভাইয়ের মতো কন্ঠ আর হয় নাহ
হাবিব ভাই আপনি একজন বাংলার ঘরবো আপনার কোনো তুলনা হয়না
হাবিব ভাই দেশসেরা মিউজিক কম্পোজার ! আহ এই গানগুলো স্কুল লাইফের সেই সময়ের
Rl
সারাটা দিন আমার ঘরে এই ক্যাসেটের গান গুলা চলতো।। হাবিব ভাই🥹❤️❤️❤️
হাবিব ওয়াহিদ মানে আবেগ ভালোবাসা। এই গান গুলো গান নয় আবেগ হাজারো প্রাক্তন কে অনুভব করা সৃতিচারন নিয়ে গানের মধ্যে খুঁজে পাওয়া স্বরন করা।
আহহহহহ..... স্মৃতি শৈশবের ❤
বাবা ও ছেলের দুই প্রজন্মের ভালো কম্বিনেশন, গান গুলো ভালই লাগে।
Right
সময় তখন ২০০৮. Radio Amar FM এ ভোটের মাধ্যমে টপ ১০০ গান প্লে করে বছরের শেষে। আমি কনফিডেন্স নিয়ে বলেছিলাম যে, হাবিবের 'কেন এমন হয়' গানটি প্রথম হবে। অবশেষে এই গানটি তৃতীয় হয়। এখনো মনে আছে...
সেই সময় আমি ব্রাকে পড়তাম ক্লাস ৩-৪ এ। আমার গানের গলা ভালো থাকায় প্রায় আমাকে গান শোনাতে হত ক্লাশে।সেই সময় হাবিব ওয়াহিদ এর সব গান মুখস্থ ছিল আমার। পাগল ফ্যান ছিলাম তার। তাই সুজগ পাইলেই তখন এসব গান শোনাই দিতাম ক্লাশে।আহ! এসব এখন শুধুই স্রীতি।❤
আর এখন আমি MBA করে ফেলেছি।☺️
আমি ইন্ডিয়ার এই গানগুলি আমি অনেক শুনেছি ছোট বেলা । এই গানগুলি শোনার পর ছোটবেলার সবকিছু মনে পড়ে যায় ভালোলাগা ভালোবাসার দিনগুলি চলে চলে গেল আর ফিরে আসবেনা
আমার একটা বড় স্পিকার ছিল। প্রতি দিন শুনতাম আমার বাড়ির পাশে একজন কে খুব ভালোবাসতাম ও কে শুনাতাম। এখনো ভালো লাগে।
Firey ashona❤❤
Evergreen song...
What a wonderful combination between father & son. I love & like both of them, basically their songs. May God bless them.
সেই কিশোর থেকে এই অব্দি শুনতেছি গান গুলো, জানিনা আরও কত প্রজন্ম পর্যন্ত পৌছায় গান গুলো ...!!
১.কেন এমন হয়? 0:01
২.ফিরে আসোনা 4:36
৩.নীল জোছনা 9:55
৪.দুঃখ ছুয়ে দেখ 14:44
৫.চলতে চলতে দেখা হল 19:12
৬.কাটেনা মায়াবী রাত 23:58
৭.ভাল লাগে 28:47
৮.চোখে চোখে 33:27
৯.কেন এমন হয় (বাদ্যযন্ত্রী) 37:30
Enjoy!
Lots of love 💓
অসাধারণ সিস্টেম ভাই
Vlo
Jinius
Fire aso na. khub vlo lage.. Otit tane
WOW its just blessing to me ...I'm getting the same feel that I felt in 2010 ... thanks Sangeeta thanks Guru Habib.
same to u
Hmm right now my friends thinks
Really???
@@Raselkhan-tv6ji ৃ
Nic song
প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকুক ভালোবাসার ভাললাগা র মতো গান গোলো
হাবিব ভাইর সব সময় নতুন হয়ে থাকবে """ আমার খুব প্রিয়ু পছন্দের একজন শিল্পী """ আমি সব সময় তাঁর গান সুনি """ সব গুলো গানের মাঝে একটু খানি সুখ খোঁজে পায় """ আমি হাছান মির্জা জোছনা কথা বলো না """ পরের গানটি লেখে দিয়িছি ""
২০০৫ সালের পর থেকেই আমি হাবিব এর ভক্ত। এখনো এই গানগুলো শুনলে ছেলে বেলার কথা মনে পড়ে যায়।
এই দিনগুলাই ছিলো অন্যরকম। এখন যদিও ডিজিটাল জামানা, তবুও আগের মতো ঐ রকম মজা নাই।
লং জার্নিতে এখনো এই গানগুলো বাজিয়ে থাকি, কি অসাধারণ লিরিক্স !!
এই গান গুলা এখন আগের মতো লাগে ইস্কুলে যাওয়ার সময় এই গান গুলা খুব শুন্তাম ২০০৮ সালে মেলা থেকে এই এলবাম টা কিনি আমি ৮০টাকা দিয়ে
২০২৪সালে এই গান ২০কোটি মানুষ শুনে।❤❤
বর্তমানে এমন ধরনের গান নেই । হাবিব ভাইয়ের কাছে
আমার বাসার মিউজিক সিস্টেম গুলো খুব ই উন্নত মানের আর সাথে হাবিব ওয়াহিদের গান আহহহ সেই মজা।মন ভাল করার মতো সব কটি গান।
*অবশেষে* নিজেকে ধরা দেই।
বাধ্য হয়ে না,
নিজের অস্তিত্বের প্রয়োজনেই।
আর,
খুজে ফিরি সুখময় সুন্দর অতীত *স্পন্দন*
ঈদে কেনা শেষ অডিও এলবাম এর পরে কেনো জানি অডিও বাজার টা শেষ হয়ে গেলো
এই গান গুলো শুনলে আমার কষ্টের আবার আনন্দের দিনগুলি মনে পরে,একটি কোম্পানিতে জব করতাম ২০০৯/১০ হবে,বেশির ভাগ নাইট ডিইটি করতাম,মোটামুটি তরুন ছিলাম,এফ এম রেডিওতে প্রায় প্রতিদিনই এই গান শুনতাম,একই সময় রিলিজ হওয়া বালাম ভাই এর কি নেশা গান টি সাপ্তাহিক সেরা হতো আবার কেন এমন হয় সেরা হতো,এই নিয়েই রাত কেটে যেতো।
আহা সেই সোনালী দিনগুলো 🥲
সিডির ক্যাসেটে কত শুনতাম 😥
গান গুলো শুনলেই আমরা সেই দিন গুলোর কথা মনে পরে যায় ক্লাস 8 পড়ি সবাই বলত কি গান শুনিস, এখনও শুনলে এই কথা মনে পরে খুব পছন্দের গান গুলো
হাবিব ভাই এখনো সেরা, বস তো বসই
Aha sei ager gan gulo, ekn o sritite gethe ase❤
পুরনো গানগুলো যেন , নতুন করে শোনার আগ্রহ বাড়ছে আগের গান গুলাই ছিল বেস্ট এইসব গান কখনো পুরনো হবে না। যতদিন যাচ্ছে এইসব গান শোনার ইচ্ছা বাড়ছেই। যতই আধুনিক যুগ আসুক সব সময় প্রিয় থাকবে হাবিব ভাইয়ের গান গুলা।
আহ্ সোনালী অতীত, তখন আমি ক্লাস এইটে পড়ি।অবশেষে সেটের গানগুলো শুনেই দিন কাটাইতাম ❤️❤️❤️
কেমন এমন হয় গানটি প্রথম ০৮/০৯ সালের দিগেএক বন্ধুর মোবাইলে শুনেছিলাম,খুব ভালো লেগেছিল। পরে বন্ধুর কাছ থেকে শিল্পীর নাম জানলাম হাবিব, তখন থেকেই ভালো লাগা।২০২৪ সালের মে মাসে এ গানগুলো আবার শুনলাম।
সেই ২০০৭ সাল থেকে শুর করে এখনো গানগুলো ঘুরে ঘুরে শুনি।কিন্তু এখনো আগের সেই ফিলিংস।এই গানগুলো হৃদয় দিয়ে হওয়া।প্রিয় শিল্পী হাবীব ওয়াহিদ আমার সর্বকালের সেরা শিল্পী।
হাবিব ভাইয়াকে অনেক ধন্যবাদ এমন গানগুলো উপহার দেওয়ার জন্য
যখন আমি ক্লাস নাইনে পরি তখন সিরিয়াস রিলেশনশিপ এ আর তখনকার সময় হাবিব বালামের গানগুলা কি পরিমানে যে শুনছি তা বলার মত না।আমাদের জেনারেশনের সবাই বালাম আর হাবিব আর তারপর আসা রিদয় খানের গান শুনেই বড় হয়ছি
প্রচুর শুনেছি এখনো মাঝে মাঝে শুনি,আমার কাছে হাবিব,বালাম,ন্যান্সি কাজী শুভ আর বাউল সম্রাট শাহ আব্দুল করিম সেরা,লালনকেও পছন্দ করি।
সেই ২০০৮ সালে ফিরে গেলাম মনে হচ্ছে। সেই সোনালি দিনগুলো খুব মিস করি। এই গানগুলো শুনলেই অজানা একটা ফিলিংস কাজ করে।।।
এই গুলো গান না, আবেগ❤️❤️
একটা সময় মোবাইল ছিলনা।
ফ্রেন্ড সারকেলে শুধু এন্ডোরেট ফোন ছিল একটা ফ্রেন্ডের কাছে। সবাই গান গুলো শুনার জন্য বসে অপেক্ষা করতাম।
অবশেষে
আহবান
ময়নাগো
শোন এই এলবাম গুলি ছিলো সেরা
Habib vai apni amader Legend!!🥰🔥
মনে পড়ে যায় ভালো দিন গুলোর কথা
ভালোলাগে তুমাই ভালোবাসতে কলিজা🥰♥️❤️
২০০৮সালে যখন আমার বন্ধু দেলোয়ার এস আই বিয়ে করে সেদিন আমি আর আমার প্রেমিকা ওর বর যাত্রীর গাড়িতে হাবিবের অবশেষে এলবামের গান গুলো শুনতে শুনতে বিয়ে বাড়িতে গেলাম। ঐই গান গুলো এত ভালো লেগেছিল যা বলার অপেক্ষা ছিল না। বিয়ের আনন্দের সাথে এই গান গুলো এত আনন্দ দিয়ে ছিল। যা আজও আমরা দুইজন সেই দিনের সৃতিচারণ করি আর গান গুলো এখনো শুনি। Age files so first.
আমার মনের মানুষ যেখানে আছে সব সময় দোয়া করি সে ভালো থাকুক সে চোলে যাওয়ার পর এই গান আমাকে বেচেঁ থাকার সাহস যোগায় না পাওয়ার অথ্ ভালোবাসা সুখিথেকো
অসাধারণ চিলো সেই দিন আজ ২০২২ এসে অনেক মিস করি আবার যদি ২০/২১ বছরের সেই যুবক হয়ে জেতাম
এমন গান আর হবেনা বস হাবিব 😢❤️
এলবাম সেই ছিলো ২০০৮❤️
স্কুল জীবন 😢 ১৬-০৮-২০২১ স্মৃতি হয়ে থাকুক কমেন্টি 😊 চট্টগ্রাম শহর থেকে
পুরনো দিনের কথা মনে পরে গেলো😥
এই এলবামের কেসেটা কিনতাম ৪০ টাকার দিয়ে সেই খুশি বলে রাখার মতো না, কে কার আগে কেসেট কিনতো, সেই সোনালি দিনগুলো আর পাওয়া যাবে।❤️❤️❤️
পুরাতন গান হলে ও গানগুলো মন ছোঁয়ার মত....
এগিয়ে যাও সংগিতা আমরাও আছি তোমার পাশে❤❤❤❤❤
আমার প্রথম প্রিমিকাকে হারিয়ে ফেলেছি থাকে আর পেলাম না তবে দোয়া করি সে যেনো সবসময় ভালো থাকে 😭 জান্নাত 😭 এ ম কামরুল কায়েস
গানগুলোর সাথে মিশে আছে হাজারো স্মৃতি
যখনি শুনি তখনি যেন ফিরে যায় সেই কলেজ লাইফে
তুমি ছিলে চাঁদ ছিলো বড় ভালো
চলে গেলে রাত হলো এলোমেলো!!!!
এসব গান এর জনপ্রিয়তা কখনো শেষ হবে না🖤অনেক সুন্দর গান💚💚
One of my most favourite album ever ❤️
Habib Wahid ❤️❤️❤️
আজ 17/10/2024 এসেও গানটি শুনছি মনে হচ্ছে সেই 2008 এ চলে গেছি। আহ কি সুন্দর দিন ছিলো।
ইচ্ছে করে সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম🤣🤣🤣🤣🤣
২০০৮ এর সেই এলবাম আজো নতুন লাগছে, তবে ফেলে আসা অনেক কিছু মনে করয়ে দেয়
2023 সালে এসেও আজও এই গান শুনতে অনেকে ভালো লাগে
২০০৮ বাস চালাতাম আর গানগুলি শুনতাম ॥now USA ❤nostalgic moments.
অসাধারণ
Best Album ever by Habib Wahid
৮বছর সম্পর্কের পরে বিয়ে করলাম।প্রথম প্রথম গানটা খুব বেশি শুনতাম আর অনুভব করতাম।এখনো গানটা শুনলে আগের স্মৃতি টা মনে পড়ে যায়।আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দুজনে।
ভাল লাগে তোমায় ভালবাসতে ৷ গানের কথা,গানের কন্ঠ,গানের মিউজিক৷সত্যিই শরীরে শিহরন জাগানো সংমিশ্রন৷ধন্যবাদ
অদম্য প্রেমে পড়ে আছি এই গান গুলোর
13 বছর পড়ে গানগুলো শুনতেছি। লাগতেছে আজ নতুন করে রিলিজ হয়েছে
It's amazing 🤘🤘 .. really habib & ferdous are really genious ✌✌
গানগুলো আমার ছোটবেলা থেকেই প্রিয়...(বালাম সুর 💌)
আহ ২০০৮ সালের ছোটবেলার সেই দিনগুলি ছিল জীবনের সেরা শ্রেষ্ঠ দিন আর কি জীবনে সেদিন গুলো ফিরে পাবো খুব মিস করি সেই দিনগুলা 😢😢
১৯৯৮ সাল থেকে শুনে আসছি।
জাস্ট ওয়াও হাবিব ভাই।
অসাধারণ।