বল সখি বল ওরে সরে যেতে বল | নজরুল সঙ্গীত | জয়তী মুখার্জী | Kazi Nazrul Islam | Agnibina India
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- বল সখি বল ওরে সরে যেতে বল | নজরুল সঙ্গীত | জয়তী মুখার্জী | Kazi Nazrul Islam | Agnibina India
নজরুল-সংগীত : বল সখি বল ওরে সরে যেতে বল
শিল্পী : জয়তী মুখার্জী
পর্যায় : আধুনিক (প্রেম সংগীত)
তাল : কাহারবা
সুর : তুলসী লাহিড়ী
আদি রেকর্ডের শিল্পী : মানিকমালা দেবী
আদি রেকর্ড-প্রকাশকাল : ডিসেম্বর ১৯৩৪
(এইচএমভি. এন. ৭৩১১)
সংগীতায়োজন : শ্রী সমীর খাসনবিশ
রেকর্ডিস্ট্ : শ্রী কৌস্তভ সেন বরাট (কল্যাণ'স ষ্টুডিও এস্থেটিক্স)
বিশেষ কৃতজ্ঞতা : শ্রী আশিক সরকার (বাংলাদেশ)
Lyrics:-
বল সখি বল ওরে স'রে যেতে বল ।
মোর মুখে কেন চায় আঁখি ছলছল ॥
পথে যেতে কাঁপে গা
শরমে জড়ায় পা,
মনে হয় সারা পথ হয়েছে পিছল ॥
জল নিতে গিয়ে সই
ওর চোখে চেয়ে রই
সান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল ।
প্রথম বিরহ মোর
চায় কি ও চিত-চোর;
চাঁদিনী চৈতী রাতে আনে সে বাদল ॥
বল সখি বল ওরে সরে যেতে বল, Kazi Narul Islam, জয়তী মুখার্জী, নজরুল সঙ্গীত, Nazrul Geeti, Agnibina India, Nazrul Song, Bengali Song, Nazrul Sangeet, Agnibina, nazruler gaan
#বল_সখি_বল_ওরে_সরে_যেতে_বল #নজরুল_সংগীত #জয়তী_মুখার্জী #agnibinaindia #নজরুলের_গান #nazrulgeeti #agnibina #kazinazrulislam #nazrulergaan #nazrulsangeet #nazrulsong
প্রমিত বাণী ও সুরে অপূর্ব নিবেদন! প্রমিত বাণী ও সুরের জয় হোক। জয় নজরুল।
অপূর্ব পরিবেশনা 🌹🌹
বাহ চমৎকার 🌹
বাহ্ খুব ভালো লাগলো।
খুব সুন্দর হয়েছে রে
গান খুব সুন্দর হয়েছে মনভরে গেল গায়িকী ও অপূর্ব