যে গল্প রূপকথা কেও হার মানালো ! Branding Bangladesh।Episode:14

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • Abdul Halim is a barrister now in Bangladesh. He practices law in the supreme court. He is a very known lawyer. He told his life story here. Which will motivate people to change their lives positively.
    A studio of Creative Arts Ltd production.
    Plan and hosted by ‪@kebriarj‬

Комментарии • 1,8 тыс.

  • @mdabdurroshid3501
    @mdabdurroshid3501 2 года назад +13

    আলহামদুলিল্লাহ্ খুবই কষ্টের মধ্যে থেকেও হালিম স‍্যার যে কি ভাবে সফলতার দার প্রান্তে পৌছালো। এটা আমার ভাবতেই অবাক অবিশ্বাস্য লাগছিল। কিন্তূ আসলেই এটিই বাস্তব উদাহরণস্বরূপ। সেই সুন্দর বনের পাশের গ্রামগঞ্জের ছোট্ট হালিম ছেলেটির আজ কি অবস্থা। আল্লাহ্ যদি চান আসলেই সব কিছুই সম্ভব। হাজার শত কষ্টের মাঝেও যে জীবনে সফলতা অর্জন করা যায় এটিই তার অন‍্যতম উদাহরণস্বরূপ। হালিম স‍্যার যে একজন সত‍্যের পথের মানবজাতির কল‍্যাণ স্বরুপ ব‍্যাক্তি তা আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ্ তাকে আরও সত‍্যের পথে চলার তৌফিক দান করেন। আর আল্লাহ্ যেন উনাকে আরও হায়াত দান করেন।। আমিন ♥🌹💖🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩✈✈✈✈✈✈✈✈🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🤲🤲🤲 From Malaysia..

  • @mhassankazal5326
    @mhassankazal5326 2 года назад +30

    জীবন্ত কিংবদন্তি, আমি তথ্য কমিশনে চাকুরি করাকালীন সময়ে স্যার আমাদের অফিসে আসতেন। আমার দেখা দুর্দান্ত ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ তিনি। ভালবাসা অবিরাম স্যারের জন্য।

  • @fatemamou782
    @fatemamou782 4 года назад +302

    সত্যিই রুপকথার গল্পকে হার মানায়।
    দোয়া করি মানুষের অধিকার আদায়ে পাশে থাকুন
    মেধাবীদের পাশে থাকুন
    স‍‍্যালুট স‍্যার

  • @afrinakter7960
    @afrinakter7960 3 года назад +33

    হয়তো এই লিখা টা কিবরিয়া ভাই দেখবেও না তাকে আমি ২০১৫ থেকে শুনছি যখন ক্লাস ৬ এ পড়ি। তার এই এই অসাধারণ চেষ্টা দেখে আমি মুগ্ধ। ABC রেডিওতে যখন থেকে কাজ করেছে তখন থেকেই দেখেছি প্রত্যেক কাজ এ তার অশেষ চেষ্টা। আপনার ছোট্ট শ্রোতা হিসেবে আপনার জন্য প্রচুর দোয়া রইলো কিবরিয়া ভাই । আপনার কাজ সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক এবং আপনাকে আরো এগিয়ে যেতে আল্লাহ তায়ালা সাহায্য করুন এই প্রার্থনা করি।

  • @dolearn7081
    @dolearn7081 4 года назад +298

    অনেকদিন পর একজন ভালো মানুষের
    দেখা পেলাম।আসলেই যারা কষ্ট করে বড় হয় তারা শিকড়কে কখনও ভুলে না আর মানুষের কষ্ট বোঝেন।

    • @bristymuni143
      @bristymuni143 3 года назад +1

      valo laglo

    • @miskatmiskat8100
      @miskatmiskat8100 3 года назад +1

      স্যার আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

  • @jakirhossainchowdhury8850
    @jakirhossainchowdhury8850 3 года назад +9

    হে মানব জাতি, কিছু শিক্ষা নিয়ে যাও,একটি মানুষের জীবন থেকে যে তুমার আমার মতো রক্তে মাংশর গড়া। এই রকম মানুষ এই পৃথীবিতে অনেকেই অাছে।যাহা আমাদের চোঁখের অাড়ালে।ধন্যবাদ ভাইটিকে তার জীবনের গল্পটা আমাদেরকে শেয়ার করার জন্য।

  • @YASINKHAN-st8wd
    @YASINKHAN-st8wd 4 года назад +22

    এই জিবন কাহিনির প্রতিটা ধাপে ধাপে গা শিহরিত হয় এবং বুক ফেটে কান্না অাসে। মানুষ জীবনে কতটা কষ্ট করে সফল হয়, অামাদে এই গল্প থেকে কিছু একটা হলেও শিক্ষা নেওয়া দরকার। এর চাইতে কি অার অনুপ্রেরণা হতে পারে বলো। ❤️❤️❤️

  • @mdsufiannoor2076
    @mdsufiannoor2076 4 года назад +127

    যখন আইন পড়তাম, স্যারের অনেক বই পড়েছি। খুবই কোয়ালিটি সম্পন্ন বই। সেই স্যারের কাহিনী শুনে চোখে পানি এসে গেল। স্যালুট স্যার আপনাকে। আপনি একটি কথা আবার মনে করিয়ে দিলেন "Hardwork always works"

  • @gessanahmed6176
    @gessanahmed6176 4 года назад +24

    সর্বশ্রেষ্ঠ মানুষের মুখে সর্বশ্রষ্ঠ গল্প শুনলাম প্রতিটি কথা প্রতি শব্দ খুব মনযোগ সহকারে শুনলাম,হালিম সাহেবের শেষ কথাটা খুবই ভাল লেগেছে ওনি এখনও মেধাবী ছাত্র ছাত্রীদের খুঁজে বেড়াচছে,আপনি অনেক দিন বেঁচে থাকেন শুভ কামনা রইল ।

  • @ruhulaminruhul6882
    @ruhulaminruhul6882 3 года назад +6

    সোনার দেশে সোনার মানুষ, সোনার বাঙালী। ভালো লাগল খুব,এমন মানুষ নামের রত্ন দেশে আরো বেশী বেশী জন্মগ্রহণ করুক।

  • @mahatubalam3600
    @mahatubalam3600 4 года назад +8

    বর্তমানে আমি ব্যাবসার করি, এই ব্যাবসাতেই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি এই ভিডিওটা সবটুকু দেখেছি একমনকি কোথাও কোথাও একটু পিছনে গিয়ে আবার দেখেছি। আমি সাধারণত যে কোন ভিডিও টেনে টেনে তারাতাড়ি দেখি কিন্তু এই ভিডিওটা না টেনে খুব ভাল করে দেখেছি। সত্যিই হালিম ভাইয়ের জীবনের গল্পটা অনেক মানুষকে তাদের নিজেস্ব লক্ষে পৌছতে সাহায্য করবে আমি নিশ্চিত।

  • @mdmamun-il4lq
    @mdmamun-il4lq 3 года назад +36

    স্যালুট স্যার,যত শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম যে এভাবেও জীবন অতিবাহিত করে এতো বড় সুনাম খ্যাতি অর্জন করা যায়...!

    • @badruzzamanchoudhury787
      @badruzzamanchoudhury787 2 года назад

      লেখা পড়ার প্রতি একটা বাচ্চার এতো আগ্রহ সচরাচর দেখতে পাই না। আশ্চর্য হয়ে গেছি। শুভেচ্ছা জানাচ্ছি।

  • @armanfhossain
    @armanfhossain 4 года назад +323

    একটা জিনিস কেউ খেয়াল করেছেন?
    উনি কিন্তু জীবনে যখন যেই সুযোগটা এসেছে তখনই সেটা লুফে নিয়েছেন যা সবাই পারে না।
    আর এটাই তাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে গেছে💖💖💖💖

    • @suprabhatsidhanta5294
      @suprabhatsidhanta5294 4 года назад +5

      অসাধারন কাহিনি ।আমার চোখ দিয়ে জল পরছে।আমার দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনা বোধহয় শুনিনি।আপনি আরো বরো হোন। সুপ্রভাত সিদ্ধান্ত, কল্যাণী, পঃবঙ্গ, ভারতবর্ষ ।

    • @suprabhatsidhanta5294
      @suprabhatsidhanta5294 4 года назад


      আপনি কোথায় থাকেন?ঠিকানা?

    • @tofancrashersgamingyt4630
      @tofancrashersgamingyt4630 4 года назад

      10-100

    • @bishnurupchowdhury6297
      @bishnurupchowdhury6297 4 года назад

      This is also a another learning for all.

    • @rostamsabder4946
      @rostamsabder4946 4 года назад +1

      ওকে

  • @basharalhossain1898
    @basharalhossain1898 3 года назад +23

    উনার বই পড়ে এলএলবি শেষ করলাম। কিন্তু উনার গল্প জানতাম না। অসাধারণ গল্প।

  • @dr.md.abdulbaten8759
    @dr.md.abdulbaten8759 4 года назад +8

    ব্যারিষ্টার হালিম, আল্লাহর সিদ্ধান্ত এ ভাবেই বাস্তবায়ন তিনি করেন। আলহামদুলিল্লাহ্। অভিনন্দন। শুভকামনা অফুরন্ত ও নিরন্তর।
    . মো: আবদুল বাতেন, ঢাকা কলেজ ১৯৭৯

    • @anisurrahman870
      @anisurrahman870 4 года назад

      Right u r bro

    • @banglah801
      @banglah801 4 года назад

      dr. md. Abdul baten assalamualaikum. sir ar address ta kpnu vaba paita pari

    • @mdabdulhalim2977
      @mdabdulhalim2977 3 года назад

      room 403 SCBA (Old building). My FB ID is facebook.com/profile.php?id=100049013102302

  • @sheikhsouravhasan9290
    @sheikhsouravhasan9290 3 года назад +9

    এই গল্পটা শোনার পর "কী বলব বলার কোন ভাষা নাই আমার "।আমার শরীরের পুরো রক্ত গরম হয়ে গেছে। আমার আত্নবিশ্সাস বেড়ে গেছে। আসাধারন গল্প 🥺🥺

  • @channel4h260
    @channel4h260 4 года назад +162

    তাজেলের পর আমার দেখা সেরা জীবন গল্প ! বেঁচে থাকুন স্যার মানুষের মাঝে !

    • @SylhetTel
      @SylhetTel 3 года назад +4

      Tajel k ? Kun episode?

    • @mdrijoni9424
      @mdrijoni9424 3 года назад

      @@SylhetTel hsvshzvzvz zhsxs ্পক. িেনষ থয76@ সথ্ভাগ ্ধ্া্া্

    • @MuhammadAdnan-tq7kz
      @MuhammadAdnan-tq7kz 3 года назад

      ভাষা হারায় ফেলছি

    • @rashedulislam3447
      @rashedulislam3447 3 года назад

      @@SylhetTel 13

  • @md.shahidulislam9048
    @md.shahidulislam9048 4 года назад +6

    ব্যারিষ্টার হালিম সাহেবকে আমার অনেক অনেক শুভৈচ্ছা। আমার বাড়ী তার এলাকায়। ওনার মা বাবাকে আমার হাজারো সালাম

  • @AdvocateSaddamOfficial
    @AdvocateSaddamOfficial 4 года назад +8

    স্যারের বই পড়েছি আইনের ছাত্র থাকাবস্থায়। একটা জিনিস খুব ভাল লেগেছে স্যার অনেক সংগ্রাম করে বড় হয়েছে সাথে সাথে অন্য ভাই বোনদের সাথে নিয়েই বড় হয়েছে।
    .
    সমাজের প্রতি স্যারের দায়বদ্ধতা বিশেষ করে মানবাধিকার ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা অসাধারণ। স্যারকে স্যালুট জানাই।

    • @banglah801
      @banglah801 4 года назад

      adv saddam Hussain assalamualaikum, vai ya sir ar address ta paita pari

  • @Hitmanplays853
    @Hitmanplays853 4 года назад +12

    তখনকার অবস্থা আর এখন কার অবস্থা অনেক আলাদা স্যার।আমি আইন নিয়ে পড়ি,আপনার বই গুলা পড়ি,অনেক তথ্যবহুল!দোয়া করি আপনার জন্য স্যার।

  • @sanjanamun1452
    @sanjanamun1452 4 года назад +344

    গল্পগুলো শুনি আর আল্লাহর কাছে শুকরিয়া করি, কতো ভালো আছি এখনও, কতো সুন্দর জীবন,
    আল্লাহ মাফ করুক আমাদেরকে।

  • @tahidurrahmanaoyon7518
    @tahidurrahmanaoyon7518 2 года назад +11

    বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এল.এল.বি অনার্সে হালিম স্যার এর বই পড়ায় । সত্যিই অনুপ্রেরণার!

  • @rajasrichakraborty6204
    @rajasrichakraborty6204 4 года назад +27

    অসাধারণ মানুষ ।
    আমি ভারতবর্ষ থেকে দেখি এবং অনুপ্রাণিত হই । ধন্যবাদ , এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ।

  • @springrainn
    @springrainn 2 года назад +9

    অস্কার বিজয়ী একটা মুভি দেখার চেয়ে শত শত গুন বেশি ভাল লাগল। স্যালুট হালিম ভাই/হালিম স্যার। আপনার শিশুকালের কথাগুলি মনে হচ্ছিল চোখের সামনে দেখছি। আপনার জীবনী দেখলে কারও মনে কোন হতাশা থাকা উচিৎ না। কোথা থেকে কোথায়।

  • @anikaislamtarek9265
    @anikaislamtarek9265 4 года назад +42

    অনেক অনেক ধন্যবাদ কিবরিয়া ভাই এইরকম অনুপ্রেরণা মূলক মানুষদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ❤️
    দোয়া রইলো স্যারের জন্য ❤️

  • @ArpitaSaha
    @ArpitaSaha 4 года назад +43

    *জীবনে যখন যেই সুযোগটা এসেছে উনি তখনই সেই সুযোগটা লুফে নিয়েছে যা সবাই পারেনা* ❤️❤️

  • @ourartifacts2821
    @ourartifacts2821 4 года назад +11

    বাস্তবতার কষাঘাতকে পাল্টা জবাব দিয়েছেন, এক কথায় তিনি এই কষাঘাতকে সজোড়ে চপেটাঘাত করে থামিয়ে দিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছুছেন। জীবন সংগ্রামে জয়ী অনুকরণীয় এই মনিষীকে আমার স্যালুট।

  • @iqbaltouhid6371
    @iqbaltouhid6371 3 года назад +3

    অসাধারণ অসাধারণ, এই দুই টি শব্দ বললেও সমস্ত কথার ভাব প্রকাশ অসম্পূর্ণ থেকে যায়!! এতটাই জিঙাসা জীবন যুদ্ধে রয়েই যায়!! অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ উভয়ের জন্যই !!!! সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি!!

  • @fazlayazam3470
    @fazlayazam3470 4 года назад +20

    এমন মানব এ দেশের ক্রান্তিলগ্নে হাত ধরুক এটাই আমার প্রত্যাশা। তিনি সকলের অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন এ বাংলাদেশে।

  • @hedayetulislam6770
    @hedayetulislam6770 3 года назад +3

    ব্যারিষ্টার আব্দুল হালিম সাহেবের কাহিনী জীবন্ত Episode. এমন কাহিনী দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নাই।কিভাবে ধন্যবাদ জানাব আমি ভাষা খুঁজে পাইনা। My heartfelt blessings is that may Allah bless him.

  • @MdEmran-cj2wy
    @MdEmran-cj2wy 4 года назад +102

    Barrister Abdul Halim sir is such an Honest & legendary personality in the legal arena in Bangladesh. Respect you sir.

    • @zuboktv9047
      @zuboktv9047 3 года назад

      মহান এই আইনজীবী আসলেই বাল্যকাল থেকেই ডিফারেন্ট। স্যারের অনেক বই পড়েই আমার মতো অনেকেই আজ আইনজীবী। রব তাকে দীর্ঘজীবী করুন।

    • @md.abdurrazzak3848
      @md.abdurrazzak3848 2 года назад +1

      @@zuboktv9047 '

  • @ahmedfarid7717
    @ahmedfarid7717 4 года назад +3

    মোঃ আব্দুল হালিম সাহেবকে আন্তরিক অভিনন্দন। আমি একজন মুক্তিযোদ্ধা। বাংগালীরা প্রতিভাবান ও বীরের জাতী। হালিম সাহেবের এই বীরত্বগাথা অবশ্যই প্রথমিক পাঠ্যশুচিতে অন্তরভুক্ত করা যায় তবে ক্লাস থ্রীতে নেয় ক্লাস ফাইবে হওয়া উচিত।

  • @abulhossain822
    @abulhossain822 2 года назад +4

    খুব বেশি রকমের অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ব্যারিষ্টার হালিম সাহেব হয়তো ভবিষ্যতে দেখা হবে। ভালো থাকুন।

  • @goatranch4934
    @goatranch4934 2 года назад +2

    সুন্দর গল্প। এটা বাংলাদেশের মধ্যবর্তী জীবনের গল্প। উনি মহান। এই রকম শিশু খাদিজা নির্যাতন প্রতি দিন।

  • @mollamohiuddin6881
    @mollamohiuddin6881 Год назад +5

    সেই চোট্ট ছেলেটা যিনি কিনা ক্ষুধার তাড়নায় বাঘের সামনে যেতে হতো গোলপাতা সংগ্রহের জন্য,আজ তিনি দেশের সর্বোচ্ছ বিচার ব্যাবস্থার একজন।ওনাদের মত ভাল মানুষ আছে বলেই হাজারো অবিচারের মধ্যেও নগন্য সংখক মানুষ সুবিচারটা পায়।আল্লাহ আপনার মঙ্গল করুন ( আমীন)।

  • @taslimakhatun6803
    @taslimakhatun6803 4 года назад +6

    আমি ল' এর স্টুডেন্ট আমি স্যারের বই পড়েছি উনি চমৎকার ভাবে ল এর বিষয়কে উপস্থাপন করেন যা একজন ল' স্টুডেন্টের জন্য খুবই সহায়ক। উনার জীবনি শুনে খুবই অনুপ্রানিত হলাম।

  • @mstvmedia6258
    @mstvmedia6258 4 года назад +103

    এ অনুষ্ঠানের সকল দর্শকদের আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং মোবারকবাদ

  • @khanhasanmahadi3735
    @khanhasanmahadi3735 10 месяцев назад +2

    গল্পটি অসাধারণ। এতো কষ্ট করে এতো উন্নতি করেছেন তিনি। অবিশ্বাস্য! খুবি গুনই একজন মানুষ। ভালো লাগলো ❤❤।

  • @ryanroy7015
    @ryanroy7015 4 года назад +7

    এই ভদ্রলোকের জীবন যুদ্ধ‍ের গল্প শুনে আমার দুই চোখে আনন্দ অশ্রুতে ভেসে গেল। দেখলাম একজন বাংলাদেশের খাঁটি সোনাকে। এনাকে আমি একজন স্বর্গীয় দেবতা বলেই মনে করি। ওনাকে আমার অন্তরের অফুরন্ত সেলাম।

  • @Munnaah244
    @Munnaah244 2 года назад +71

    উনার বইগুলো আমাদের LLB পাঠ্যসূচিতে আছে। উনার লেখা বইগুলো পড়তে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে❤️ ব্যারিস্টার হালিম স্যার আবারও প্রমাণ করে দিয়েছে "ইচ্ছাশক্তি পৃথিবী শাসন করে"। আপনার লাইফ স্টোরি জেনে আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। স্যালুট স্যার👍

  • @rifatasnia1970
    @rifatasnia1970 3 года назад +9

    আইন প্রথম বর্ষ থেকে আজ পর্যন্ত যার বই পড়ে এসেছি, আজ জানলাম তিনি বই তো দূরের কথা একবেলা খাবার ও জুটাতে পারেন নি এক সময়।
    মন থেকে সালাম ও দোয়া ব্যারিস্টার আব্দুল হালিম স্যারের জন্য। তিনি যেন এভাবেই মানবাধিকারের জন্য কাজ করে যেতে পারেন। তার গল্প আজ নতুন করে অনুপ্রেরণা জোগাল আমার জীবনে। এমন একজন আইনজীবীর পথ ধরে যদি আজ প্রতিটি আইনের ছাত্র-ছাত্রী হাঁটতে পারে তবে এদেশ একদিন বদলে যাবে ইনশাআল্লাহ।
    ব্যারিস্টার আব্দুল হালিম স্যার হাজার হাজার আইনের ছাত্র-ছাত্রীর অনুপ্রেরণার উৎস হোক। ধন্যবাদ আরজে কিবরিয়াকে, শ্রদ্ধেয় স্যারকে আমাদের সামনে হাজির করার জন্য❤️

  • @ariankhan4621
    @ariankhan4621 3 месяца назад +1

    পুরো গল্পটা অনেক মনোযোগ দিয়ে শুনলাম। সত্যিই উনার জীবন কাহিনী রুপকথার গল্পকেও হার মানায়। জীবনভর এত কষ্ট করার পর অবশেষে তিনি সফল হলেন। স্যালুট স্যার,জীবনে আরো এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল। ❤️

  • @mda-amin1639
    @mda-amin1639 4 года назад +6

    এই মানুষ টাকে দেখে শেখা উচিত কীভাবে জীবন এর সাথে লড়াই করতে হয়। ভাইয়া ভালোবাসা অবিরাম 💝💝💝💝💝💝😍😍😍😍

  • @shamsadislam3543
    @shamsadislam3543 Год назад +1

    একটা মানুষের মনের জোর এত বেশি হতে পারে‌ তা স্যারের কাহিনী না শুনলে বুঝতে পারতাম না। আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @riyanhossain2023
    @riyanhossain2023 3 года назад +5

    এত সুযোগ থাকার পরেও নিজেকে unlucky মনে করি। আমার জীবনের সেরা গল্প ধন্যবাদ স্যার ধন্যবাদ কিবরিয়া ভাই

  • @Md.AlifurReza
    @Md.AlifurReza 5 месяцев назад +2

    মি হালিম স্যার-এর কথা শুনে আমি আমার জীবনের সবচেয়ে স্মরনীয়, পূজনীয় ব্যক্তিত্ব উনাকে ছাড়া আর অন্য কাউকে দেয়ার জন্য শত চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি।

  • @boshontobahar4310
    @boshontobahar4310 4 года назад +5

    একজন আলোকিত বাংলাদেশী। আল্লাহ্ পাক আপনাকে দীর্ঘ জীবন দান করুন এবং দেশ সেবায় আপনার কর্মকে কবুল করুন। হালিম ভাই আপনি বাংলাদেশের গৌরব।

  • @hedayetulislam6770
    @hedayetulislam6770 3 года назад +2

    শুনে তাজ্জব হলাম।যারা চিন্তাশীল তাদের জন্য পথ চলা মসৃণ হবে।ধন্যবাদ ও সালাম জানাই মহান লোকটিকে।আল্লাহর নিকট দোয়া কামনা করি আল্লাহ যেন এই ভাইটির সকল আশা পূর্ণ করেন। তাঁর কথাগুলি রুপ কথাকেও হার মানাবে।

  • @khadijajamal4490
    @khadijajamal4490 3 года назад +18

    স্যারের Textbook on The code of criminal procedure বইটির উপর আজকেই পরীক্ষা দিলাম।ধন্যবাদ স্যার। জীবন কাহিনী অবশ্যই আমাকে শিখাবে মুদ্রার এপিঠে আছি ঐ পিঠ টি ও অনুধাবন করতে। স্যালুট স্যার।

  • @Tamimvlogger
    @Tamimvlogger 3 года назад +2

    সত্যি বলতে ওনার সর্ম্পকে বলার ভাষা নাই । ওনার যে জীবন যুদ্ধ এই যুদ্ধ খুবই কঠিন । আল্লাহ ওনার সহয় হন, আমাদের রাষ্ট্র ওনাদে মতো মানুষ দেখে না দেখে টাকা আর ঘুষ ।

  • @masudraj4275
    @masudraj4275 4 года назад +17

    অনেকদিন পরে যশোরের সাফল্য শুনতে পেলাম। অনেক ভালো লাগলো।

  • @Sm.jalalUddin
    @Sm.jalalUddin 8 месяцев назад +1

    আলহামদুলিল্লাহ এমন একটা গল্প শোনানোর জন্য স্যার কে দীর্ঘ হায়া এবং সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তাআলা যেন এমন মানুষকে দুনিয়ার বুকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে

  • @coldcontent4585
    @coldcontent4585 3 года назад +16

    পুরো গল্পটি আমি মনযোগ দিয়ে শুনলাম এবং অভিভূত হলাম। স্যার কে মনের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা।
    স্যারের ফাউন্ডেশনকে সাহায্য করার একটা লিংক দিবেন প্লিজ।

  • @mozammelandfriends1868
    @mozammelandfriends1868 3 года назад +2

    আপনার অনেক প্রতিবেদন বা জীবন থেকে নেয়া বাস্তব কাহিনী আমার মনকে ভীষণভাবে নাড়া দেয়। এমনকি একা একাই কেঁদে ফেলি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো বা কি উচ্চতায় আপনাকে অসিন করবো তা বুঝাবার ভাষা আমার নেই। আমিও আট ভাই-বোন এবং তিন ভাগনে ভাগিনা কে রেখে আমার আব্বা ও আমার বোনের জামাই মারা গেলেন। তাই বুঝি জীবন ধর্মী বেদনাবিধুর বাস্তব জীবনের কষ্টের কাহিনী আমাকে খুবই ব্যথিত করে । আব্বা যখন মারা যান সেই দিনটি পর্যন্ত কেমন করে যেনো ঘরে কোনোনা কোনো ভাবে খাবারের ব্যবস্থা হয়ে যেতো। অথচ আমরা ছিলাম আশেপাশের পাঁচ সাত গ্রামের সবচেয়ে ধনী পরিবার । আব্বাকে সবাই হাসেম কন্ট্রাক্টার বলে ডাকতেন। কিন্তু মৃত্যুর সময় বাড়ি ও সামান্য জমি ছাড়া আর কিছুই রেখে যেতে পারেন নি। এমনকি মৃত্যুর দিন ৩৬৫/-ও আমার বন্ধুর নিকট ছয়/সাত শতের মতো ঋণ রেখে মারা গেলেন আব্বু। আমি ওনার মতো ভালো মানুষ খুবই কম দেখি এখন। কোনো অহঙ্কার ছিলনা আব্বুর । তবে কখনো কখনো ঘরে খাবার থাকতো না। টিউশনি করে সংসার চালাতাম আমি। আব্বু জীবিত থাকা অবস্থাতেই আমি একটি চাকরি করতাম। তা দিয়ে আব্বুর ডায়াবেটিস এর ঔষধ সহ ঘরের বাজার সব করতাম। কোনো মতো জীবন চালাতে হতো। ভাই-বোন এবং আব্বার অসুখের খরচ জোগাতে আমি হিমশিম খেতাম। তাই একটি সার্ট কিংবা প্যান্ট কিনার সুযোগ পাইনি। আরও অনেক করুন কাহিনী আছে জীবনে আমার । তবে আমার জীবনে এমন বেশ কবার উত্থান পতনে মধ্যে কেটেছে। এখন আবার অন্যরকম সমস্যার মুখোমুখি আমি। তবে আমার বিশ্বাস আমি আবার উঠে দাঁড়াবোই ইনশাআল্লাহ। কারণ আমি কখনও কারও সাথে প্রতারণা করিনি। আমার জন্য Dear , R J ভাই দোয়া করবেন অবশ্যই। আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন আমিন আমিন।💗🎉👏

  • @blueman710
    @blueman710 3 года назад +7

    এই ধরণের মানুষেরা যে দেশে বাস করেন, সে দেশের উন্নতি হতে বাধ্য । বাংলাদেশ উন্নত বিশ্বের একটি যোগ্যতম দেশ হয়ে উঠবে খুব শীঘ্রই এতে কোনো সন্দেহ নেই। সাবাশ বাংলাদেশ । হৃদয়ে বাংলাদেশ। কলকাতা থেকে হৃদয়ের শুভেচ্ছা ।

  • @shelimajahan6587
    @shelimajahan6587 Год назад +2

    ওনার জীবনের গল্প শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। তারপর ও আললাহর কাছে শুকরিয়া জানাই যে আললাহ ওনাকে সম্মানিত ও উন্নত জীবন দান করেছেন ।আলহামদুলিললাহ ।

  • @rafiqueullahbhuiyan9792
    @rafiqueullahbhuiyan9792 4 года назад +3

    অনেক কিছু শেখার আছে, ব্যারিস্টার জনাব হালিম সাহেব থেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটি সত্য সুন্দর গল্পের জন্য ।

  • @mominulhoque5318
    @mominulhoque5318 3 года назад +7

    স্যারকে আগে থেকে চিনি,এখন নতুনভাবে চিনতে পারলাম।আল্লাহ আরো ভালো রাখুক স্যার আপনাকে💗

  • @boshiruddin9519
    @boshiruddin9519 4 года назад +13

    Mashallaha what a legend what a story people spend thousands and thousands to stay in UK but he chooses to go back to bd and helping others he is a Saint thanks for sharing from uk 👍

  • @mahadihasan4794
    @mahadihasan4794 3 года назад +4

    পাশের বাড়ির মানুষ,,,,,সত্যিই এ বাক্যটা আমার হৃদয়ে দাগ কেটেছে

  • @nahidparvin9514
    @nahidparvin9514 4 года назад +24

    ইয়া আল্লাহ!!! কি শুনছি ভাওয়ালদের জীবনযাপন এর কি কষ্টকর কথা!!! চোখের জল বাধঁ মানাতে পারছি নাহ্ !এখনো শেষ অব্দি শুনিনি ।শুনছি।

  • @md.abdulbarek5082
    @md.abdulbarek5082 3 года назад +4

    স্যার সত্যি একজন মহান মানুষ। এই মহান মানুষটির সাথে যদি সরাসরি কথা বলতে পারতাম খুব খুশি হতাম,,,,

  • @adrivoiqbal4574
    @adrivoiqbal4574 4 года назад +6

    উনার সার্বিক কল্যাণ কামনা করে অনেক অনেক দোয়া।
    শ্রদ্ধা আমার এলাকার ভাইকে। মানব-কল্যাণে উনার সুকর্মগুলো এগিয়ে যাক।

    • @banglah801
      @banglah801 4 года назад

      adrivp iqbal assalamualaikum, vai please halim sor ar no ba address ta daya jaba

  • @sultanashah2008
    @sultanashah2008 3 года назад +2

    হালিম স্যার প্রতি সম্মানটা বেড়ে গেল এত ভালো একজন মানুষ এত সংগ্রাম করে তিনি নিজেকে দাঁড় করিয়েছেন বিশ্বের দরবারে এবং বাংলাদেশের কাছে,,,
    উনার জন্য
    রইল দোয়া ও শুভকামনা আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন ভালো রাখুন,,,

  • @gamingworld2318
    @gamingworld2318 3 года назад +3

    আমি একজন শিক্ষক আজ থেকে আমি বছরে একবার কোন না কোন ক্লাসে এই সফল মানুষের গল্প শুনাব।আমার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করব ইনশাআল্লাহ। আল্লাহ এডভোকেট হালিম ভাই কে দীর্ঘজীবি করুক আমিন

  • @EmranAli1998
    @EmranAli1998 4 года назад +64

    ৭/৮ বছরের কাটুরিয়া বাঘের মুখ থেকে ফিরে এসে, ইংল্যান্ড থেকে ব্যারিস্টারী পাশ করে ১২০ টি বইয়ের প্রনেতা হয়ে,এখন বাংলাদেশের ঐতিহাসিক একটি নাম জনাব আব্দুল হালিম ভাই।ভাই আপনার জীবনটি প্রস্ফুটিত গোলাপের ন্যায় সুরভীত হউক।এই কামনা করি।from England 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿.

  • @peayarubd7610
    @peayarubd7610 4 года назад +358

    এই ভদ্রলোক শুধু বাঙ্গাঁলী নই৷ তিনি একজন শ্রেষ্ঠ বাঙ্গাঁলী৷ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন-আমিন৷

    • @khalilahmed962
      @khalilahmed962 4 года назад +5

      yes

    • @may.mmmmmm
      @may.mmmmmm 4 года назад +2

      Really appriciable,painful & there are a thousands of people like him & sometimes more miserable than him.
      Such painful affairs should be perished from this universe.

    • @may.mmmmmm
      @may.mmmmmm 4 года назад +1

      Welcome to his success in life & last sentence.

    • @momtazhussain9137
      @momtazhussain9137 4 года назад

      )

    • @ninaahmed835
      @ninaahmed835 4 года назад

      Father k atota credit diban na, Mr kibria
      .onar baba k ami .
      ...

  • @anikkhan2309
    @anikkhan2309 4 года назад +216

    উনি হচ্ছে ব্যারিস্টার হালিম, আমি স্যারকে ব্যক্তিগতভাবে চিনি, স্যারঃ সত্যি অনেক ভালো মানুষ, কিন্তু স্যার এর জীবন কাহিনী আমি কখনো জানতাম না, স্যার জনস্বার্থে অনেক মামলা করে আমি দেখছি ।

    • @nurislam3334
      @nurislam3334 4 года назад +8

      হালিম স্যারের চেম্বারে ঠিকানা দিতে পারবেন, দিলে উপকৃত হতাম।

    • @anikkhan2309
      @anikkhan2309 4 года назад +4

      স্যার যে কত নাম্বার চেম্বারে বসে আমার সত্যি খেয়াল নাই । আমার জেনে তার পরে বলতে হবে । আপনি সুপ্রিম কোর্টে চলে আসেন , এখানে রিসিপশনে বললেই বলে দিবে স্যার কত নাম্বার চেম্বারে বসে ।

    • @anwarhossain3818
      @anwarhossain3818 3 года назад

      0000০00

    • @sohanrana4331
      @sohanrana4331 3 года назад

      @@nurislam3334 l2lp0:led

    • @nahidaparvin2938
      @nahidaparvin2938 3 года назад

      @@nurislam3334
      ;m
      ;m;;mmm

  • @mumtahinaparvin7668
    @mumtahinaparvin7668 4 года назад +14

    I am surprised that still now here is honest person in Bangladesh. May Allah bless you sir

  • @sharminahmed6335
    @sharminahmed6335 3 года назад +2

    অসাধারণ ভাই অসাধারণ , আপনার তুলনা হয় না। আপনার তুলনা তো আপনি ই। হে বাংলাদেশ বাংলার প্রতে্্যক ঘরে ঘরে এ রকম খ্যাতিমান পুরুষের জন্ম হোক প্রতিদিন, প্রতিক্ষন। আমীন

  • @rekhaahad7747
    @rekhaahad7747 4 года назад +13

    আল্লাহ মানুষের ধর্যের পুরস্কার দেন । খুব ভালো লাগল মন মুগদ্ধ হয়ে শুনছিলাম ভদ্র লোকের কথা গুলি উনিই মানুষের কাজে আসবেন কারণ তিনি জিবনের সাথে যুদ্ধ করে এত দুর এসেছেন । I salute all those exceptional people there are the heroes of Bangladesh a big thank you to kibria(uk)

  • @soheliakter2104
    @soheliakter2104 3 года назад +2

    আল্লাহ আপনি অনেক মহান। উনি লক্ষে পৌছাতে পেরেছে। মানুষের জীবন কত কষ্টের। আমার দম বন্ধ হয়ে আসছিল স্যারের জীবন কাহিনী সুনে।

  • @labibhoque893
    @labibhoque893 4 года назад +5

    Branding Bangladesh শুনতেই থাকি শুনতেই থাকি...... সত্যি নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়

  • @bdfarminglover7728
    @bdfarminglover7728 Год назад +3

    অবিশ্বাস্য জীবনী, আল্লাহ আ: হালিম স্যারকে দেশের গরীব সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে আরো বেশি করে কাজ করার তাওফিক দিন❤ ধন্যবাদ আর যে কিবরিয়া ভাই।

  • @abulhasanatkhan3423
    @abulhasanatkhan3423 3 года назад +5

    আল্লাহ পাক যার তকদিরে যাহা কিছু লিখে রাখছে তা জীবনের যে কোন সময় দুনিয়ার মধ্যে ভোগ করতে হবে তা আমাদের বোধগম্য হচ্ছে না। আল্লাহ এই কাহিনীর মূল নায়ক এর জীবনী থেকে পাওয়া গেল। ধন্যবাদ রইল।

  • @techledge2190
    @techledge2190 9 месяцев назад

    বিষয়টা খুবই অদ্ভুত।
    প্রায় এ বছর আগে এই পডকাস্ট দেখে কান্না করে দিসিলাম। তখন অনেকবার শুনসি, অনেককে আবার রেকমন্ডও করসি, তখন শুধু এইটুকু জানতাম মহান এই ভদ্রলোক একজন আইনজীবী।
    মাঝে সময় কেটেছে ৩ বছর।
    এর মধ্যে আমি ২০২২ সালে জাবিতে আইন নিয়ে ভর্তি হই এবং আইন বিষয়ে পড়াশুনা চালিয়ে যেতে থাকি, আবদুল হালিম স্যারের নাম শুরু থেকেই শুনে আসছি, স্যারের বইও পড়েছি।
    ২দিন পর আমার সাংবিধানিক আইনের পরীক্ষা, আজ হঠাৎ ভাবলাম স্যারদের কোনো লেকচার পাই কিনা দেখি। ভাবনামতোই স্যারের নাম দিয়ে সার্চ দিয়ে কয়েকটা ভিডিও পড়েই এইটা পেলাম।
    খুব অবাক হইসি, হঠাৎ তখন মাথায় খেলে গেল সেই ৩বছর আগে অত্যন্ত আগ্রহ আর বিস্ময়ের সাথে যে মহান ভদ্রলোকের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনে থাকতাম তার বই'ই এতোদিন পড়ে আসছি, অথচ স্যারকে চিনতে পারিনাই।
    যাইহোক,
    স্যারের জন্য রইল অনেক অনেক শুভ কামনা।❤

  • @sifatbinaziz549
    @sifatbinaziz549 4 года назад +42

    আমি একজন বাবা। আমার ছেলেটার বয়স এখন ৫। আমি সৃষ্টিকর্তার কাছে কায়-মন-বাক্যে চাই আমার ছেলে যেন বড় হয়ে ব্যারিস্টার আব্দুল হালিম সাহেবের মতো একজন অনন্য মানুষ হয়।

  • @hasinamunni1052
    @hasinamunni1052 Год назад +1

    আমার জীবনে কোন সফলতার গল্প নেই কিন্তু কিছু দীর্ঘ কষ্টের গল্প আছে।আমি চাই ব্র্যন্ডিং বাংলাদেশ কিবরিয়া ভাইয়ের সামনে তুলে ধরার ইচ্ছে ছিলো

  • @pzaman2008
    @pzaman2008 3 года назад +3

    আমার বাড়ি যশোর ঝিকর গাছা, উনার কথা সুনে মনে হচ্ছে আর্মি পরিচয় দেয়া সুদর্শন চিটিং আমার কাছেও আমার কাছেও আসছিল, আমার বাসায় এক রাত ছিল, আমার বড় ভাই পরদিন সকালে তাড়ায়ে দিয়েছিল। তার কাছে দুইটা ব্রিফকেস ছিল, তার মধ্যে অনেক কিছুর মধ্যে টেপ রেকর্ডার ছিল।

  • @nzislam8104
    @nzislam8104 3 года назад +3

    একদম হৃদয় স্পর্শ করে একটা ঘটনা,,,,, মানসিক শক্তি এমনই হওয়া প্রয়োজন ,,, ধন্যবাদ কিবরিয়া ভাইকে,,,, বাস্তব জীবনকে এভাবে তুলে ধরার জন্য

  • @golamshahjahan8933
    @golamshahjahan8933 4 года назад +18

    এক অসধারণ মনোবল ও মামবিক মানুষের নাম ব্যরিষ্টার আব্দুল হালিম। আল্লাহ আপনাকে নেক হায়াৎ দান করুন। আমিন।

  • @hafezataslimaislam-kl4jw
    @hafezataslimaislam-kl4jw 8 месяцев назад +1

    মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান অসাধারণ একটি গল্প যে গল্প শুনে হাজার হাজার মানুষেমানুষের জীবনে পরিবর্তন আসতে পারে আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনাকে সুস্থ জীবন নেক হায়াত দীর্ঘ হায়াত এবং দুনিয়ায় ও আখেরাতে পুরস্কৃত করুন দোয়া করি আর বাংলাদেশের সোনার ছেলেউনি। এদেশের ঘরে ঘরে এমন ছেলে মেয়ের জন্ম হয় এই দোয়া করি। উনি পর উপকারী মানুষ। যখন ধৈরয ধরে সততার সঙ্গে এগিয়ে যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাকে এভাবেই সাহায্যর হাত বাড়িয়ে দেন

  • @azizahmed4607
    @azizahmed4607 4 года назад +10

    আল্লাহ তার বান্দা কে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছেন একমাত্র তার ই বান্দার ইচ্ছা শক্তির কারণে। তিনি যদি এই পড়ার জন্য ইচ্ছা করতেন না তাহলে তিনি কাঠুরিয়ার ছেলে কাঠুরিয়া হয়ে হয়তো থাকতেন। আজ বাংলাদেশের একজন গর্বিত সন্তান। একটা কথা আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।

  • @somnathghosal7599
    @somnathghosal7599 4 года назад +13

    ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ থেকে বলছি।
    শ্রদ্ধেয় হালিম সাহেবের ব্যক্তিত্ত্বের প্রতি নত হওয়া ভিন্ন বিকল্প নাই।
    উপস্থাপক মহাশয়কে এমন ব্যক্তিত্বকে উপহার দানে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন। তাঁকেও অজস্র অভিনন্দন ও অভিভাদন।

  • @ajoychakravorty3758
    @ajoychakravorty3758 2 года назад +1

    হালিম সাহেবের জীবনের গল্প শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।জীবন যুধ্যে আত্মপ্রত্যয়ই একমাত্র হাতিয়ার।ওনাকে স্যালুট জানাই।

  • @emtiyazmelanbhuiyan4809
    @emtiyazmelanbhuiyan4809 4 года назад +11

    এটাই সত্য অযোগ্য লোককে পদে বসিয়ে। যোগ্য সব সময় হেলাফেলা করে। এটাই প্রমাণ করলেন আমার ভাই সত্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ স্যার।

  • @techboysujoy2260
    @techboysujoy2260 3 года назад +1

    কথা গুলো শুনে এ হৃদয় কেঁপে ওঠে।
    পড়ালেখা কত ভয় পায়। আর এই মানুষ এর
    জীবন কাহিনী শুনে,,, জীবন ফিরে পাওয়ার মত
    হলো।

  • @rasehdakhushi7773
    @rasehdakhushi7773 4 года назад +35

    এইরকম মানুষ প্রশাসনিক পর্যায় গেলে দেশের সাধারন মানুষ উপকৃত হতো।

  • @abdurrouf493
    @abdurrouf493 3 года назад +3

    সম্মানিত হালিম সাহেব আপনার এই জীবন কাহিনী অনেক মেধাবী গরীব ছাত্রদের কে অনুপ্রাণিত করবে।

    • @abdurrouf493
      @abdurrouf493 3 года назад

      আপনাকে ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করি

  • @adnanshafique2235
    @adnanshafique2235 4 года назад +434

    সরকারের উচিৎ শহরের স্কুলগুলোর পাঠ্যসূচীতে এসব গল্প অন্তর্ভূক্ত করা
    শহরের ছেলে মেয়েরা জীবনসংগ্রাম কাকে বলে তাই জানেনা।এসব ঘটনা ওদের কাছে গল্পের মত মনে হবে।

  • @armanahmedramim9414
    @armanahmedramim9414 2 года назад +29

    This great man is from my locality. I also attended his CCB foundation scholarship and became first in every class. My father told about his struggling successful life many times. He is a true inspiration for every student of Sharonkhola upazilla. I wish his long life and success regarding children rights. Hats off.

  • @hsmedia4344
    @hsmedia4344 4 года назад +78

    স্যার এর পিছনে এতো বড় একটা গল্প তা আজকে জানলাম,ব ব ট ক প ঠ ত ন প ঠ ত ভ ত ম র ন,নিজের চেষ্টায় মানুষ হওয়া একজন মহৎ মানুষ,কত স্কুলে যে পড়লো এই মানুষ টা

    • @HossainMIqbal-tw2jb
      @HossainMIqbal-tw2jb 3 года назад

      Marvellous example of a self determinant boy who became a super personality of the country like Bangladesh. Enormous lessons can be taken from this person. Salute!!!

  • @stargaming1284
    @stargaming1284 3 года назад +7

    90 minutes..... felt like 15 minutes. Deeply motivational and heart touching. May ALLAH SWT Bless both of you.

  • @Property-News
    @Property-News 4 года назад +4

    আসসালামু আলাইকুম স্যার। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। গত রাত জেগে আমি আপনার আর জে কিবরিয়া কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকার শুনলাম। আপনার সার্থক জীবন সংগ্রাম সত্যিই অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আপনি দেশের জন্য গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সেলুট আপনাকে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।

  • @abdurrahim12148
    @abdurrahim12148 8 месяцев назад

    বর্তমানে আমি ব্যাবসার করি, এই ব্যাবসাতেই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমি এই ভিডিওটা সবটুকু বার বার দেখেছি একমনকি কোথাও কোথাও একটু পিছনে গিয়ে আবার দেখেছি। আমি সাধারণত যে কোন ভিডিও টেনে টেনে তারাতাড়ি দেখি কিন্তু এই ভিডিওটা না টেনে খুব ভাল করে দেখেছি। সত্যিই হালিম ভাইয়ের জীবনের গল্পটা অনেক মানুষকে তাদের নিজেস্ব লক্ষে পৌছতে সাহায্য করবে আমি নিশ্চিত।

  • @imranhasan6044
    @imranhasan6044 2 года назад +6

    আমার এক বন্ধু ছিল যে কিনা আমাদের প্রায় শেষ হয়ে যাওয়া কলম আর খাতা চেয়ে নিত। খাবারের বিনিময়ে আমার বড় চাচার বাসায় বাচ্চাদের পড়াত। আলহামদুলিল্লাহ সে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক

  • @ziaurrahaman3978
    @ziaurrahaman3978 3 года назад +2

    সত্যি প্রত্যেকটা মুহূর্ত ছিল রোমাঞ্চকর এবং নতুন কিছু হবে এই প্রত্যয় নিয়েই আমি গল্পটি প্রথম থেকে শুনে আসছি এটা কি রুপ কথা বললেও ভুল হবে তার থেকেও অন্যরকম কিছু ধন্যবাদ ব্রান্ডিং বাংলাদেশকে ধন্যবাদ ব্যারিস্টার আব্দুল হালিম স্যারকে তার জীবনের গল্প গুলি এত সরলতার সাথে আমাদের মাঝে তুলে ধরার জন্য আমরা আশা করি হাজার হাজার তরুণ এই প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে

  • @delowarabegum2346
    @delowarabegum2346 4 года назад +19

    এখন আর সেই স্যার রা নেই। যদিও দু/৪জন থাকেন উনারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে।আমার জীবনে ও এমন কিছু স্যার ছিলেন। উনাদের কিছু কথা আমার জীবনে অনেক উতসাহ জোগায়।

  • @rashidsirbd
    @rashidsirbd 3 года назад +1

    মুগ্ধ হয়ে শুনছিলাম, এমন সাহসী ও ভালো মানুষ আছে বলেই আজও সমাজ ও সভ্যতা টিকে আছে।

  • @Dailylifevlog3821
    @Dailylifevlog3821 4 года назад +5

    ছোট বেলায় অনেক শুনেছি হালিহ ব্যারিস্টারের কথা আমিও তার এলাকার মেয়ে সত্যি তিনি শরণখোলার ব্রান্ড👌👌আমার মা সবসময় তার তুলনা করে তারা কত কষ্ট করে মানুষের মতো মানুষ হয়েছে সত্যি দেখার সখ ছিল আজ কিবরিয়া ভাই এই সখ পুরোন করলো।

    • @banglah801
      @banglah801 4 года назад

      BD saifan Mom lifestyle assalamualaikum, please halim sir ar address ta daya jaba please

    • @Dailylifevlog3821
      @Dailylifevlog3821 4 года назад

      @@banglah801 owalikumacchalam oni ahon r tar gram a thaken na onek Dhaka city thake but ami tar address jani na sorry

    • @banglah801
      @banglah801 4 года назад

      @@Dailylifevlog3821 o. k, thanks. apu kmon asan