আর এস খতিয়ান চেনার সহজ উপায়।। Easy way to know RS Khatian।। খতিয়ান চেনার উপায় কি? খতিয়ান।। সহজ আইন।।

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • প্রিয় দর্শক,
    এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি আর এস খতিয়ান চেনার সহজ উপায় কি?
    আর এস এর পূর্ণাঙ্গ রূপ রিভিশনাল সার্ভে। এস এ রেকডিওয় জরিপ কার্যক্রম শেষ হওয়ার পরে এই আর এস রেকর্ডিয় জরিপ কার্যক্রমটি শুরু হয় সাধারণত এস এ রেকর্ডে কিছু ভুল পরিলক্ষিত হওয়ায় সেটি সংশোধনের লক্ষ্যে এই আর এস রেকর্ডীয় জরিপ কার্যক্রমটি হয়। বেশ কয়েকদিন দিক আছে যে দিকগুলো দেখে আপনি আর এস খতিয়ান চিনতে পারবেন।
    ১। আর এস খতিয়ান টি উভয় পৃষ্ঠা জুড়ে হয়।
    ২। আর এস রেকর্ডের প্রথম পৃষ্ঠায় মালিকদের নাম থাকে অপর পৃষ্ঠায় জমির দাগ নম্বর সহকারে অন্যান্য তথ্য থাকে।
    ৩। আর এস খতিয়ানটির লাইনগুলো লম্বালম্বি ভাবে থাকে।
    ৪। আর এস খতিয়ানের উপরের দিকের ডাইন পাশে রেসার্ভে নং লেখা থাকে।
    ৫। আর এস খতিয়ানের অংশের হিসাবটি আনার হিসেবে দেখানো হয়েছে।
    সাধারণত এই সকল দিক দেখে আর এস খতিয়ান চেনা যায়।
    ---------------------------------------------------------------------------------------
    Hello Viewers,
    Through this episode I have discussed what is the easiest way to know RS Khatian?
    Full version revisional survey of RS. After completion of the SA record survey process, the RS record survey process is usually started to correct any errors found in the SA records. There are several aspects by which you can recognize RS Khatian.
    1. RS Khatian T covers both pages.
    2. The first page of the RS record contains the names of the owners and the second page contains other information including the plot number.
    3. RS Khatian's lines are vertical.
    4. Reserve number is written on the upper right side of the RS Khatian.
    5. RS Khatian's share account is shown as ana .
    RS Khatian is usually recognized by all these aspects.
    --------------------------------------------------------
    📚✍🏻 For Business inquary :
    🟢 Facebook Page- / advocateamirhamza.lemon
    📧 E-mail- lemon.law14@gmail.com
    📞 Phone- 01671-043256
    Thanks for Watching...
    Like Comment Share Now for more videos.

Комментарии • 25

  • @MdJohirulIslam-ue2ov
    @MdJohirulIslam-ue2ov 16 дней назад +5

    কোন খতিয়ান কেমন জানতে পারলাম আপনার ভিডিও গুলো দেখে। কলিজার ভাই শুভকামনা রইল ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ দরবারে

  • @RSDifferentTechnology
    @RSDifferentTechnology 7 дней назад

    বি আর এস সিটি জরিপ এগুলো নিয়ে ভিডিও চাই খুব শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @mstanglam3350
    @mstanglam3350 10 дней назад +1

    আসসালামু আলাইকুম. স্যার
    আমার বাবা ২০০৫ সালে একটা জমি ক্রয় করেছিল এখন দেখা গেছে জমিনের মৌজা ভুল জমিনের দাগ এক নাম্বার ভুল এখন জমির মালিক দলিল সংশোধন করে দিচ্ছে না এখন মামলা করলে কি সংশোধন হবে। স্যার রিপ্লাই দিলে উপকৃত হতাম।

  • @master.6291
    @master.6291 6 дней назад +1

    স্যার, আপনি কমেন্টের রিপ্লাই দিতে চান না কেন???

  • @smsharifahmed-f6u
    @smsharifahmed-f6u 6 дней назад

    বড় ভাই আপনি ভিডিওগুলো শিক্ষণীয়

  • @businesslife8595
    @businesslife8595 3 дня назад

    স্যার আপনার কাছে একটা বিষয় জানার ছিল ।
    পার্টিশন মামলা বিষয়ক,
    দোতরফা সূত্রে প্রাথমিক ডিগ্রি হয়েছে।
    আলোচ্য বিষয় হচ্ছে তফসিলে বর্ণিত আছে ( দলিলে উল্লেখিত) এক্স এর পূর্ব পাশে বিশ্বরোড সংলগ্ন ৪ শতক। সাবেক দাগ দিন ৩ হাল দাগ ১৬ ।
    এভাবে ।।
    এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে তফসিলে উল্লেখিত দখল এক্স এর পাশে দলিল মোতাবেক চার শতক অবস্থান দখলে ।। কিন্তু ম্যাপে আসতেছে হাল 16 দাগ আমার দখলীয় জমির পাশে।।
    এখন রায় যদি তফসিল অনুযায়ী দেওয়া হয় তাহলে আমার দখলীয় জমি এবং হালদাগ নাম্বার জমিটি এক হচ্ছে না।।
    এখন আমার দলিল মোতাবেক জমিটি বুঝে পাওয়ার উপায় কি??
    এক কথায় ম্যাপে ভুল রয়েছে দখলীয় জমি অনুযায়ী ম্যাপ হয়নি এক্ষেত্রে আমার করনীয় কি।।
    রায় পেয়েছি আমাদের পক্ষে বাটোয়ারা পার্টিশন মামলার।
    বোঝার অসুবিধা হলে স্যার আপনার সাথে যোগাযোগের যে কোনো মাধ্যম দিয়েন।
    স্যার আমাকে উত্তরটি দিয়ে উপকৃত করবেন।।

  • @MdShamim-yr3mw
    @MdShamim-yr3mw 13 дней назад

    দলিল এ ক্রেতার গ্রামের নাম ভুল হইলে ঠিক করার উপায় আছে? এ জন্য কোন সমস্যা হবে?

  • @Knowledgeishelpful
    @Knowledgeishelpful 3 дня назад

    আসসালামুয়ালাইকুম স্যার আমার নানির জমির রেকর্ড করানোর জন্য একজন উকিল নানা ছলেবলে অজুহাত দেখিয়ে ২বার টাকা নিয়েছে কিন্তু ৬-৭ মাস হয়ে যাবার পরও সে কাজ করে দেয় নি। তার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় দয়া করে বলবেন। এখন সে মূল দলিল চাচ্ছে, মূল দলিলের কি কোন প্রয়োজন আছে?

  • @mdtaizul4218
    @mdtaizul4218 3 дня назад

    Assalamu alaikum
    40 লক্ষ টারার জমি 10 লক্ষ টাকার বায়না দলিল রেজিস্ট্রি করতে সর্বোচ্চ কত টাকা লাগবে? রেজিস্ট্রেশন ছারা কি বায়না দলিল মূল্যহীন?

  • @mdmostofaskatingblog
    @mdmostofaskatingblog 7 дней назад

    ভাই আমার বাবা আমাকে তার জমি দিবে সে ক্ষেত্রে কি ওয়ারিশ সনদ লাগবে

  • @anika40849
    @anika40849 12 дней назад

    আমার একটা প্রশ্ন ছিল
    খাজনার রশিদে মালিকের অংশ ০.৫ বলতে কি বুঝায়?

  • @arbd100k97
    @arbd100k97 15 дней назад

    স্যার আমি কিছু কথা বলতেছি reply দিলে উপকৃত হতাম -আমার দাদা 2014.15 সালে মারাজান আমার বাবা বলে আমার দাদার অনেক জমি ছিল কিন্তু তখন বন্ধক রেখেছিল,, যারকাছে বন্ধক রেখেছিল তাকে দলিল দিয়েছিল। কিন্তু পরে সেই দলিল আর দি নাই। জমি ওন্য জনে বাগান করছে। ওই জমি কি ফিরোই আনা জাবে

    • @ShohozAin
      @ShohozAin  14 дней назад

      ডকুমেন্টস না দেখে মন্তব্য করা যাবে না

  • @AnwarHussain-bg6zl
    @AnwarHussain-bg6zl 15 дней назад

    স্যার আমাকে একটা পরামর্শ দিয়ে সাহায্য করবেন।
    আমার কাছে আমার দাদার একটি মাঠ পর্চা বা ডিপি খতিয়ান আছে এবং বিএস খতিয়ান আছে। সেই মাঠ পর্চা এবং বিএস খতিয়ানে আমার দাদার পাঁচটি দাগে মোট ৭১ শতাংশ জমি আছে।কিন্তু পাঁচটি দাগের মধ্যে একটি দাগ নং ৪(সি এস অনুযায়ী) য়ে ১৭ শতাংশ ভুমি আমারা ভোগদখল করতেছি সেই ভুমির দলিলও আছে। কিন্তু বাকি চারটি দাগের দলিল আমাদের নাই এবং ওই দাগের জমিগুলোতেও আমাদের ভোগদখল নাই।
    এখন আমার কথা হলো আমার দাদার খতিয়ানটি কি টিকবে?
    যদি টিকে তাহলে আমার করণীয় কি? প্লিজ জানাবেন।ওই জমিগুলো অন্য লোকজন ভোগদখল করে আছে।

    • @ShohozAin
      @ShohozAin  14 дней назад

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @sidamborman
    @sidamborman 15 дней назад

    আমি একটা সহযোগিতা চাই ভাই,
    আমার একটা আর এস পর্চা লাগবে কিন্তু সেটা রের্কড রুমে অনলাইনে নাই খাতায় আছে কিন্তু উনারা নাকি মন্ত্রণালয় থেকে আবেদন করে আনতে হবে তাই মন্ত্রনালয় আবেদন করতে নাকি ৫০০০ লাগবে আবার তাদের ৩/২ হাজার লাগবে 😔কোন প্রসেস আছে কি..??

    • @ShohozAin
      @ShohozAin  14 дней назад

      আপনি সার্টিফিকেট কপির জন্য আবেদন করুন। নির্দিষ্ট সময়ে না পাইলে ডিসি মহোদয়ের সাথে কথা বলুন

    • @sidamborman
      @sidamborman 11 дней назад

      @@ShohozAin ধন্যবাদ ভাই আমি আবেদন করছি দেখা যাক পরে আসে কিনা...

    • @sidamborman
      @sidamborman 11 дней назад

      @@ShohozAin ডিসি মহোদয়ের সাথে কথা বলার কি কোন সিস্টেম আছে নাকি ডিসি অফিসে গিয়ে বলতে হবে..??

  • @LEO_NALdo
    @LEO_NALdo 3 дня назад

    দাদা, আমার বাবা আর কাকুর একই দাগ নং এ 2টো খতিয়ান 720 ও 721 নং এ দুজন এর বাড়ি আছে আলাদা আলাদা নামে,, 720 তে বাবার নাম এবং 721 এ কাকুর নাম সিঙ্গেল ভাবে আছে।
    এখন জমি ভাগ হলে কোনো সমস্যা আছে কি ?
    মানে বলতে চাইছি বাবার যে খতিয়ান নং 720 আছে ওটা পুরোটাই বাবা পাবে। নাকি এর বাইরেও কিছু ব্যাপার হতে পারে ?

  • @Prankzone1
    @Prankzone1 3 дня назад

    উকিল সাব সবকিছু জেনে বলছেন? কে বলছে স্যার আর এস খতিয়ানে উপরে লেখা থাকবে আর এস খতিয়ান? অংশ কলামে ক্রান্তি কড়া থাকবে? আমার ডিজিটাল খতিয়ানে আর এস লেখা নাই অংশ কলামে অংক যেমন ০.১২৫ অংশ ০.২৫০ অংশ রেসাভে নং আছে। সব তথ্য একুরেট না