কোরআনের অসাধারণ ৪ আয়াত যা প্রশান্তি দেয়! | ইয়াহিয়া আমিন
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- কোরআনের অসাধারণ ৩ আয়াত যা প্রশান্তি দেয়! Yahia Amin
কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যা আমাদের মনকে শান্তি ও প্রশান্তি প্রদান করে। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে চারটি অসাধারণ আয়াত সম্পর্কে, যা যেকোনো কঠিন সময়ে আমাদের মানসিক শক্তি এবং শান্তি দিতে সাহায্য করে। যদি আপনি শান্তি ও প্রশান্তি খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য।
👉 Purify কোর্সে রেজিস্ট্রেশন করতে ক্লিক করনঃ forms.gle/KZjn...
🚨 LifeSpring Foundation থেকে আমরা শুরু করেছি Su!cde Prevention Helpline!
📞 কল করুন: 09638 605 605 | 🕕 প্রতিদিন সন্ধ্যা ৬টা - সকাল ৬টা
📌 Watch My Popular Videos👇
✅ Healthy Spirituality (Part-3) : বিষণ্ণতা মুছে যাক
👉 • Healthy Spirituality (...
✅ আত্মনিয়ন্ত্রণ কিভাবে করবেন: ২টি উপায়
👉 • আত্মনিয়ন্ত্রণ কিভাবে ...
✅ জীবনের অর্থ কী? | Perspective Podcast (Ep:16)
👉 • জীবনের অর্থ কী?| Persp...
--------------------------------------------------------------------------------------------
#️⃣ Hashtags:
#ইয়াহিয়া_আমিন_পডকাস্ট
#ইয়াহিয়া_আমিন_আরজে_কিবরিয়া
#ইয়াহিয়া_আমিন_সূরা_আন_নাবা
#ইয়াহিয়া_আমিন_কোরআন_ও_মনোবিজ্ঞান
#ইয়াহিয়া_আমিন_সূরা_আদ_দ্বোহা
--------------------------------------------------------------------------------------------
আমি ইয়াহিয়া মো. আমিন।
Psychologist of LifeSpring.
এই চ্যানেলে আমি Philosophy & Spirituality, Relationship, এবং Entrepreneurship নিয়ে কথা বলি।
🛎️ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানেঃ / @yahiaamin
--------------------------------------------------------------------------------------------
🛠️ অ্যাপয়েন্টমেন্ট নিতে ও অন্যান্য তথ্য জানতে:
📞 কল করুন: 09638 505 505 (২৪ ঘন্টা)
📲 WhatsApp: 01763 438148
--------------------------------------------------------------------------------------------
🎓 আমাদের বিভিন্ন কোর্স করতে পারবেন।
💞 Relation and Intimacy Training: www.lifespring...
👶 Positive Parenting: www.lifespring...
--------------------------------------------------------------------------------------------
💬 Follow me on:
🔗 LinkedIn: / life. .
🌐 Website: www.lifespring...
📘 Facebook Page: / lifespringin. .
📸 Instagram: / lifespringi. .
📧 Email: yahia@lifespringint.com
📲 WhatsApp: 01924-764580
🎬 TikTok: cutt.ly/jLuNgtt
📱 Amazon Podcast: cutt.ly/sVMxVVy
🎧 Soundcloud: cutt.ly/IVMxM7V
🎶 Spotify: cutt.ly/4wr7AvdG
#yahiaamin #islamicculture #muslim #quran
ভাল লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ✨ আমাকে ট্যাগ করুন আপনার সোশাল মিডিয়ায়!
👉 Purify কোর্সে জয়েন করতে ক্লিক করনঃ forms.gle/KZjnPNWQQL6xMW1t6
😊1.
স্যার, জানিনা আপনার অ্যাপয়েন্টমেন্ট ফি বা সম্মানি কেমন, আমি আর্থিকভাবে দুর্বল কিন্তু আপনার সাথে কথা বলাটা জরুরি বলে মনে করছি। জানি না কিভাবে সম্ভব হবে। স্যার সরাসরি কথা বলার সুযোগ চায় 🙏
@@jonyahmed4605
A session in life-spring with a psychiatrist is ranged from BDT. 1200-1500 and with a psychologist is BDT. 3000. You have to pay at least half to confirm an appointment.
If you have financial limitation keep watching Ramadan special course. Those videos help me to pull myself together after a long unrest. Try to take the messages from the videos and other podcasts as well.
Btw, I was under care of Dr. Shafika Afroze, psychiatrist and Dr. Mahabubur Rahman Hridoy, psychologist. RN I am under huge financial limitation. Not in the condition to ask for a loan. So after one session I had to stop though I was told for a follow-up session within 2 weeks of the meeting.
I am waiting for my shiny radiant healthy days to come and express my gratitude to them.
এটা কি ফ্রি?
LL LL LL LL😢😢😮j. Bfrt
অসাধারণ আলোচনা , আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় সুখরিয়া আল্লাহ আমাকে মুসলিম, ও বিশ্বাসি হিসাবে দুনিয়াতে পাঠাইছে..
"হে প্রশান্ত আত্মা!
"তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তষ্ট হয়ে,-সন্তোষভাজন হয়ে,
"তারপর প্রবেশ করো আমার বান্দাদের দলে;
"আর প্রবেশ করো আমার জান্নাতে।"🍁
(𝒜𝓁-ℱ𝒶𝒿𝓇 27-30)
“জীবন নিয়ে দুঃচিন্তা করবেন না, কারণ আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য।
“রিযিক নিয়ে পেরেশান হবেন না, রিযিকের বন্টন আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত।
“ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না, ভবিষ্যতের ফায়সালা আল্লাহর জিম্মায়।”
-ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ্
❤
0:52 0:53 0:54
সব তার ছিরা আর পাগল গুলো মুমিন
Kotota je santona peyaci bole bojano jabe na
Assalamualaikum. Thank you very much dear Brother. Jzk
0:14
২৭. হে প্ৰশান্ত আত্মা!
২৮. তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে
২৯. অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও
৩০. আর আমার জান্নাতে প্ৰবেশ কর।
তারপর (এই) নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা কর, তাদেরকে পাকড়াও কর, তাদেরকে ঘেরাও কর, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে ওৎ পেতে বসে থাক। কিন্তু তারা যদি তাওবাহ করে, নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।
- এটা কি শান্তির ধর্ম ?
😢😢😢
Yaa iutuhan nafsul motomainna tirziye ilaa rodiatum mardia.fadulhuli fee rbadi.wadkhuli jannati,,..ameen
আমি চাই আপনি কুরয়ানের আয়াতগুলির এভাবে জ্ঞানগর্ভ দিক গুলি আলোচনা করুন। এত ভাল লাগে, মাসাল্লাহ।
একমত
সহমত ভাই ❤
Akmot
সহমত
Mohan Allah apnake nek hayat daan kore Ameen
আল্লাহ বিশাল এক অনুভুতির নাম,কত চিন্তা কত কষ্ট এক জীবনে সেখানে আল্লাহ এক অনুগ্ৰহের নাম! সুবহানআল্লাহ।
Subhan Allah
copy korlam likha ta
Hasbunallahu wa ne'mal waqil , ne'mal maula wa ne'mal nasir - "আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই (আমাদের জন্য) সর্বোত্তম ব্যবস্থাপক।"
ShubhanAllah
মাঝখানে বেশ কিছুদিন আপনার লেকচার শোনা বন্ধ রেখেছিলাম। আজ আবার শুনলাম।
মা শা আল্লাহ্ অত্যন্ত সুন্দর আলোচনা, হৃদয়ের গভীরে ইতিবাচক ভাবনা তৈরি করতে পেরেছে।
গত এক বছর আমার শারীরিক ও মানসিক এত চাপ গিয়েছে যে আমি আল্লাহকে বন্ধু হিসেবে চিন্তা করার পর আমার এত শান্তি এসেছে যদিওবা এই কষ্টগুলো জীবন্ত ছিল। অধিকন্তু আপনার এই কথাগুলো আমি এত কানেক্ট করতে পারি বলার মত না। যখনই শুনি চোখে পানি চলে আসে। যিনি বলছেন তিনি কিভাবে এত গভীর ভাবে বলছেন আমি তাও চিন্তা করি।..
মনে হয় যেন হৃদয় এই কথাগুলোর জন্য কতটা বুভুক্ষু ছিল।
ALLAH not our bondhu ALLAH is our Lord our Great Creator our Malik. We are ALLAH ,s servant, Abdul.
Allah Amake o hefajat
Korechen ,Bar bar agame dine o korben.
Insa Allah.
Sovhan Allha. Alhamdulillah.
Ameen Allah
Amakeo
আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহর উপর ভরসা রাখি এবং খারাপ সময় গুলো ও ভালো সময় মহান আল্লাহর কাছে ই শেয়ার করি আল্লাহ আমার ফায়সালা দেন।আলহামদুলিল্লাহ।
Amar bikkhipto Mon kisuta SHANTO holo. Eto sundor Alochonai khuje pelam kothai hariye giyecilam. Alhamdulillah
আল্লাহ তায়ালা কাছে যখন নিজেকে আত্নসমর্পণ করি তখনই অন্তরে প্রশান্তি পাই।
আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি খুশি আছি
এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে, যে আল্লাহর কাছে তার হৃদয় সমর্পণ করে।🌸🖤
মাশাআল্লাহ অসাধারণ আলোচনা করেছেন মোহতারাম
আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন
প্রশান্ত আত্মা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি
হে আল্লাহ। তোমার সন্তোষ নসিব কর এবং তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত কর। আমিন।
কোরআন হচ্ছে মানুষের বড় নেয়ামত! কোরআন অনুযায়ী জীবন যাপন এবং সমাজ গড়লে অবশ্যই পৃথিবী সুন্দর হবে।
আল্লাহ ছাড়া কেউ আপন নয়।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ধন্যবাদ ভাই।
আলহামদুলিল্লাহ্।
কোরআনের গভীরতায় প্রশান্তি।
পাঁচ বছর ধরে নিয়মিত পড়েই যাচ্ছি।
এখনো মনে হয় অনেক জানার বাকি আছে।
আপনি আপনার সৎ কর্ম করে যান,কিছু নাস্তিক /বিভ্রান্ত মানুষ থাকবেই,না বুঝে কটুক্তি করবেই,প্রিয় নবীর সময়কালে এদের সংখ্যা আরো বেশী ছিলো।
যে জীবন সুন্নাহ দিয়ে সাজানো, সে জীবন মুক্তোর মতো উজ্জ্বল।🌻
এখানে কুরআন দিয়ে সাজানো হবে।
@@aqsbd88কুরআন ও সহীহ হাদীসের আলোকে এটাই সঠিক
@@aqsbd88
Very good
❤❤❤
আপনার অনেক আলোচনাই শুনি কিন্ত আজকে এই আয়াতের মর্মকথা যেভাবে বুজলাম তা এর আগে কখনো বুজিনাই।কত আলোচনায় এই আয়াত নিয়ে কথা বলেছি কিন্তু এভাবে বুঝিও নাই আর বুঝাতে পারিও নাই।এই আলোচনাটি আনেক বার শুনেছি।এবং আরও শুনবো ইংশা আল্লাহ।
আমি আমার আল্লাহর উপর সন্তুষ্ট
amio, ameen
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
শুকরান জাজাকাল্লাহ খাইরান প্রিয় ভাই
Ma sha Allah....excellent advice and magnificent quran verses....ALHAMDULILLAH....Sir...😢
000000000000000000😊000000000
অসাধারণ কোরআনের আয়াতের ব্যাখ্যা, আশা করছি এভাবে কন্টিনিউ করবেন আল্লাহ কুরআনে আয়াতের ব্যাখ্যাগুল। Tremendous
হে প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো তোমার রবের দিকে।
খুবই গুরুত্বপূর্ণ ও সুন্দর আলোচনা। কোরআন মাজিদ আমাদের একমাত্র পথের দিশা হয়ে উঠুক।আমীন
অসাধারণ আলোচনা । আলোচনাটি শুনার পর আমার মনে না পাওয়ার যে ছোট আকুতি ছিল তা দুর হয়ে গেল। আলহামদুলিল্লাহ।
আপনার ভিডিও গুলা দেখলে আমার ইমান আরো বৃদ্ধি পায়! আলহামদুলিল্লাহ ❤️🩹
আলহামদুলিল্লাহ
Ggfhfhbvfhghjjvir
Alhamdulillah ameen
দোয়া করবেন 😢
অসাধারণ আালোচনা।
অনেক ডিপ্রেশনে থাকি সবসময়।
আলোচনাটা শুনে মনটা হালকা হয়ে গেল।
এ রকম আরো আলোচনা চাই ভাই❣️❣️❣️
খুব সুন্দর ব্যাখ্যা। কয়েকদিন আগে ওস্তাদ নওমান আলী খানের সুরা ফাযর এর ব্যাখ্যা শুনেছি। অসাধারণ। আর আমি শেখ বান্দার বালেলার সুরা ফাযর রিসাইটেশন রেগুলার শুনি।আমার খুব বেশি পছন্দের। ইচ্ছা করে সবাইকে শুনাই।আমি অনেকবার শেয়ার করেছি।কেউ চাইলে শুনতে পারেন।অসাধারণ। জনাব ইয়াহিয়া আমিন আল্লাহ আপনার ভাল করন সুন্দর ব্যাখ্যার জন্য।
আমীন ছুম্মা আমীন
আমার খুব প্রিয় আয়াত এটা সুবহানাল্লাহ ❤❤❤,, আমি চাই আমার মৃত্যুর সময় আমার আল্লাহ যেন এই ডাকটা দিয়ে আমায় কবুল করেন নেন আমিন ইয়া রব্ব্ 🤲
"হে প্রশান্ত আত্মা!
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। শামিল হয়ে যাও আমার (মুত্তাকী) বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে৷ "
- সুরা ফজর : ২৭-৩০
এত সুন্দর ব্যখা আমি কখনো শোনেনি। ধন্যবাদ আপনাকে নাজের তালুকদার চট্টগ্রামে বাংলাদেশ থেকে।
আল হামদুল লিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থায় রাখছেন, শুকরিয়া।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমিন।
মাশাআল্লাহ অসাধারণ কিছু ঈমানের শাখা প্রশাখা গুলো ভেঙ্গে ভেঙ্গে বলে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।
Vaiyaa ...apnr dara khub upokar hoi....allah apnake dirgo ayu dan korun.amin.
জাযাকাল্লাহ খাইরান 🤲
আলহামদুলিল্লাহ সবসময় আলোচনা শুনার জন্য অপেক্ষায় থাকি 🤍
মাশাল্লাহ্ আলহামদুলিল্লাহ্ জাযাকাল্লাহ্। আমি আমার রবের প্রতি সত্যিই অনেক খুশি। আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমার রবও আমার উপর সবসময়ই রাজি খুশি থাকেন।
আলহামদুলিল্লাহ, খুবই আশাব্যাঞ্জক আলোচনা করেছেন, জাঝাকাল্লাহু খাইরান।
মহান আল্লাহ তায়া'লার সাথে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই।
Alhamdulilah
It’s 1000% right. I had so difficult time in my life that time I put my all beliefs on Allah that problem was 100% solved by the grace of Allah, may Allah guide us right path, ameen
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের আয়াত হতে আপনার আলোচনা গুলো অসাধারণ ভালো লাগে। কোরআনের প্রতিটা আয়াত খুব ভালো মোটিভেশান আমাদের জীবনে। সেগুলো আপনি এতো চমৎকারভাবে বুঝিয়ে বলেন, এরপর জীবন ও জগত নিয়ে আর কোন জটিলতা থাকে না। আমার জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান।
রহমান যদি তোমাদের রিযিক বন্ধ করে দেন তাহলে কি এমন কেউ আছে, যে তোমাদের রিযিক দিতে পারে.?
~ সূরা মূলকঃ ২১🌸🌿
হে ইমানদারগণ,
তোমরা সবাই তওবা করে আল্লাহ্ দিকে ফিরে আস,
যাতে করে তোমরা সফল হতে পার।
(নূর-৩১)
“যারা তওবা করে
বিশ্বাস স্থাপন করে এবং
সৎকর্ম করে,
আল্লাহ তাদের গোনাহকে পুন্য দ্বারা পরিবর্তত করে দেবেন। এবং আল্লাহ ক্ষমাশীল,
পরম দয়ালু।”
সুরা ফুরকান, আয়াতঃ-৭০
অতঃপর তারা কি আল্লাহর দিকে তওবা করে কি ফিরে আসবে না
এবং
তাদের গোনাহ সমূহের জন্যে ক্ষমা চাইবে না?
অথচ আল্লাহ্ তো ক্ষমাশীল এবং মেহেরবান।
(মায়েদা-৭৪)
"বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।"
আল-আনাম-১৬২
কারো ক্ষমতা নেই রিজিক দিতে পারবে।
মাশাআল্লাহ কত সুন্দর আলোচনা।
মাশাআল্লাহ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য, আপনাকে আল্লাহ আরো জ্ঞান দান করুক এবং নেক হায়াত বাড়িয়ে দিক আমিন।
আলহামদুলিল্লাহিরাব্বিল আলামিন, মনটা প্রশান্তিতে ভরে গেলো। আলহামদুলিল্লাহ্।
Masha-allah, Alhamdulillah
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
অসাধারণ আলোচনা
পরিপূর্ণ ভাবে জীবন গুছিয়ে আসতেই তো জীবনের ধারা শেষ হয়ে যায় পরিপূর্ণতা লাভ করে যেতে আল্লাহ আমাদের সবাইকে সঠিক ভাবে চলার তৌফিক দান করুন আমীন সুম্মা আমীন।
লাভ নেই
যার বুঝ তাকেই বুঝতে হবে। কথার ভিতর আল্লাহ নেই আল্লাহর ভিতর কথা নেই
অসাধারণ আলোচনা যা হৃদয়কে প্রশান্তি দেয়।দোয়া করবেন,ইনশাল্লাহ।
আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে , তিনি তার জন্য মুক্তির উপায় করে দেবেন ,
এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার ধারণাও তার নেই ,
আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট ,
................................................
................................................
................................................
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে , তিনি তার প্রত্যেক কাজ সহজ করে দেন ,
..............................................
আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে , তিনি তার পাপমোচন করবেন এবং তাকে বিরাট পুরস্কার প্রদান করবেন ,
.................................................................
আল্লাহ যাকে যা দিয়েছেন , তদাপেক্ষা বেশি বোঝা তিনি কারো উপর চাপান না ,
কষ্টের পর আল্লাহ অবশ্যই স্বস্তি দেবেন ,,, ( সুরা তালাক , আয়াত ২, ৩, ৪, ৫, ৭)
এই লেকচারটা সোনা বেশি একটা বড় মনে করিনি, কিন্তু আমার দেখার ইচ্ছে ছিল কমেন্টগুলো মাশাআল্লাহ খুব সুন্দর কমেন্ট পড়েছে। আবারো জানতে ইচ্ছে করছে আবার প্রিয় দর্শক ভাইবোনদের কাছে এই লেকচার শোনার পর কার কতটুক ইচ্ছা আসছে আল্লাহর কিতাব কে বুঝে পড়ার জন্য আল্লাহর কিতাব পড়া বাধ্যতামূলক অর্থাৎ যেটাকে বলে ফরজ। আসুন আমরা আল্লাহর কিতাবকে বুঝে বুঝে পড়ি অতঃপর তার আদেশ নিষেধ মেনে চলার যথাযথ চেষ্টা করি ইনশাআল্লাহ।
সুবহানআল্লাহ
অসাধারণ একটা আলোচনা, এভাবে অনুবাদ করলে আমরা বুঝতে পারবো আল কুরআন এই মহাগ্রন্থে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন, সবাই কে বোঝার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে জাযাকাল্লাহু খাইরান
আলহামদুলিল্লাহ।
ছুবহানআল্লাহ ওয়া বিহাদিহী, আল্লাহুআকবার, আলহামদুলিল্লাহ যাজাকুমুল্লাহ খায়ের 💚
Jazaak Allahu khair
সুবহানাল্লাহ!!! কি সুন্দর কথা❤❤
SubahanAllah
শুনে অনেক ভালোলাগলো।
আপনি কুরআনের আয়াত সুন্দর ভাবে আমাদেরকে বুঝান তাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করলাম। 🎉
Ma-sha-Allah,, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন।
আপনার বোঝানোর ধরনটা অসাধারণ ।
আপনাকে ধন্যবাদ এই রকম কন্টেন্ট বানানোর জন্য।
আমার মরজগৎ এর এই পরিবর্তন এর জন্য আপনাকে ধন্যবাদ।
Allah Barack. Jazak Allah Khiran.
আল্লাহ তুমি আমাদের সঠিক বান্দা বানিয়ে নেব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ নবীর উম্মত বানিয়ে নাও
সবচেয়ে সুখী মানুষ ও ব্যক্তি, যিনি তার মালিকের কাছে সবকিছু সপে দেন। তার বলতে কিছুই অবশিষ্ট থাকেনা। মালিকের উপর রয়েছে তার অগাধ আস্থা, বিশ্বাস ও ভরসা। মালিকের হুকুম ছাড়া একটি কদমও উল্টাপাল্টা দেয়নি। সেই ব্যক্তির আত্মাই মূলতঃ প্রশান্ত আত্মা।
পরিবার: আগে প্রতিষ্ঠিত, তারপর বিয়ে। 😑 আল্লাহঃ আগে বিয়ে করো, প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। 🙂💖 - সূরা নূরঃ আয়াতঃ ৩২
MashAllah
Thank you so much
সুবহানাল্লাহ,,,,আলহামদুলিল্লাহ,, আল্লাহু আকবার,,, সত্যি অসাধারণ।। অনেক দোয়া রইলো।।
খুবই ভালো লাগলো এত সুন্দর আলোচনা
মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে মুগ্ধ হলাম। জাজাকাল্লাহ খাইরান।
আলহামদুলিল্লাহ
চমৎকার আলোচনা ।
মনটা ভালো করে দিলেন। জাযাকাল্লাহ
মাশাআল্লাহ,, পবিত্র কোরআন থেকে খুব সুন্দর আলোচনা অর্থসহ আমাদের বেশি বেশি সোনা প্রয়োজন আমি চেয়েছি আমি পেয়েছি আপনার এই চ্যানেলের মাধ্যমে।
মা শা আল্লাহ! আল্লাহ পাক আমাদেরকে ওহাবি, মওদুদী, আলবানীদের ফিতনা থেকে রক্ষা করুক। আমাদের বাংলাদেশকে মুমিন মুমিনাতদের দেশ, নবীওয়ালা দেশ বানিয়ে দিক।
আমিইন।
🎉🎉❤
খুব সুন্দর। আমাদের প্রত্যাবর্তন মহান আল্লাহর দিকেই হওয়া উচিত। মহান সেই আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া - ডক্টর শায়েখ আব্দুর রহমান সুদাইস ইমাম সাহেবের নেতৃত্বে পবিত্র মক্কা মসজিদুল হারামে নামাজ পড়েছি। কী মধুর সুর তাঁর তেলাওয়াতের, অকল্পনীয় ! শুকরিয়া আল্লাহর।
আপনার কথা গুলো অন্তর ছোয়ে যাওয়ার মতো,অনেক ভাল লাগল অনুষ্ঠানটি।
ইনশাআল্লাহ। ❤❤❤
Very good discussion with and we surrender to Allah.
আমরা যারা পিউরিফাই কোর্স টি করতে পারব না অর্থের অভাবে তাদের জন্য সাপ্তাহে অন্তত এরকম একটা ভিডিও আপলোড দিয়েন। আল্লাহ আপনার কাজে বারাকা দান করুক।❤❤
🎉
Alhamdulillah vai jan
যাদের অন্তরে শান্তি নাই, তারা সকল রকমের মিউজিক শোনা বন্ধ করবে, এবং প্রতি দিন তিন বার সূরা ফজর শুনবে।
তাদের শান্তির জন্য এই টুকুই যথেষ্ট হবে, ইনশাআল্লাহ।
সবার মন এক না এটা বুঝতে হবে
@@emilyh3395 হ্যাঁ সবার মন এক না, কেউ কেউ কোরআন তেলোয়াত সহ্য করতে পারে না।
হয় তাদের অন্তর কুলশিত হয়ে গেছে না হয় তারা জ্বীন শয়তান কর্তীক ওয়াসওসা রোগে আক্রান্ত। তাদের জন্য অন্য ট্রিমেন্ট।
প্রায় ১ বছর পর শুনছি আপনার লেকচার ❤
Jazakallahu khiran 🤲
সুবহানাল্লাহ ❤🥰
সামগ্রিকভাবে ইহকালের জীবন ও পরকালকে বোঝার জন্য অর্থবহ আয়াত এবং আলোচনা। জাযাকাল্লাহ্ খায়ের।
Allah hu akber ameen
Ai first kono channel e comments korte baddho holam.. Alhamdulillah asole amio jedin prothom sura fajor suni oidin thekei er preme pore giyesi SubhanAllah
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আমীন ছুম্মা আমীন হে আল্লাহ আপনি আমাদের বিস্সের সকল মানুষ দের কে হেদায়েত দান করুন ও ছহীহ শুদ্ধ বুজ দান করুন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন ও ইসলামের সঠিক পথে পরিচালিত করুন আমীন ছুম্মা আমীন
আলহামদুলিল্লাহ। আমি মুখস্থ করেছি ও পড়ি মাঝে মাঝে।
আলহামদুলিল্লাহ্
আল্লাহ্ ভরসা💗
ভাই প্রথম আয়াত আমার কাছে অনেক প্রিয়
Zazak Allahu khayran brother
আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো, একটা অনুরোধ রইলো, এই বুঝিয়ে বিশ্লেষণ করার যাত্রাটা এগিয়ে নিয়ে চলুন আরও সামনে, আমরা আরও এরকম ভিডিও চাই।
আল্লাহ আমাদের জীবন কে কিভাবে প্রভাবিত করেন, তা নিয়ে ভিডিও করবেন ভাই
সুবহান আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবর। আমিন।