শেইখ আমি আমার অন্তর থেকে বলছি আমি আল্লাহর জন্য আপনাকে ভালবাসি আপনার প্রতিটি লেকচার আমার মনকে ইসলামের প্রতি জাগ্রত করে তুলে শেইখ আমি আপনার লেকচার শোনে নামাজ ধরেছি ৫ বছর দরে ইনশাআল্লাহ জীবনে কোন দিন নামাজ ছাড়ব না। আর আমি আপনার জন্য দোয়া করি শেইখ আপনি যেন আরো হাজার হাজার যুবকদের ইসলামের পথে নিয়ে আসতে পারেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখোক।
এই,,,,জীবনে,,,,আমি,,,,কোন,,,কিছুতেই,,,,উপস্থীত রাখিনী নিজেকে শুধুই নাথ শুনার জন্য ,,,মোবাইল,,,,হাতে নিয়েছি,,,এতে যদি কোন ধিক দিয়ে গোনা হয়,,,মাপ,,ছেয়ে নেবো খোদার,,,দরবারে,,,,আমিন,
প্রিয় শায়েখ আপনাদের মাধ্যমে আল্লাহপাক এই তরুণ প্রজন্মকে এক হয়ে বাতেল তাগুত অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর এবং মুসলিম উম্মাহকে শক্তিশালী করার তৌফিক দান করুন। আমিন
হে আমার রব! হে আমার মালিক! ইয়া রহিমাল মাসাকিন! ইয়া আরহামার রহিমিন! আমার সম্মানিত শাইখরা যদি কোন সমস্যায় থাকে আপনি তাদের সমস্যা গুলো সমাধান করুন। আর যদি আমার শাইখরা কোন অসুস্থতার মধ্যে থাকে তাহলে আপনি তাদেরকে শেফা দান করুণ। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম! আমার সম্মানিত শাইখদেরকে আপনি আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আমীন ইয়া রব্বাল আলামীন
দৈনন্দিনের ছোট দশটি আমল: আমল:-০১ প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন:- "উচ্চারন:- আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহ" ফজিলত:- "যে ব্যাক্তি ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।(সহীহ মুসলিম, হাদিস নং-২৩৪) আমল:-০২ প্রত্যেক ফরজ নামাজ শেষে ''আয়তাল কুরসী" পাঠ করুন: ফজিলত:- "যে ব্যক্তি ফরজ নামাজের পর একবার আয়তাল কুরসী পাঠ করবে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার আর কোন বাধা নাই। (সিলসিলাহ সহিহাস, হাদিস নং-৯৭২) আমল:-০৩ প্রত্যেক ফরজ নামাজ শেষে:- - ৩৩ বার সুবহানাআল্লাহ, - ৩৩ বার আলহামদুলিল্লাহ, - ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার এই দোয়াটি পড়া: لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ বাংলা উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলুক ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদির। ফজিলত: অতীতের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমান ও হয়। এছাড়া হাদিসে রয়েছে ``নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবির সদকা, প্রত্যেক তাহলিল সদকা``। (সহীহ মুসলিম, হাদিস নং-১২২৮),(সহিহ মুসলিম, হাদিস : ১০০৬) আমল:-০৪ প্রত্যেক রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠঃ বুখারী,মুসলিম গ্রন্থে একাধিক ফজিলত বর্ণনা করা হয়েছে। ফজিলতঃ- সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর । যা পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। এর যে কোন হারফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেয়া হবে। (মুসলিম, হাদীস নং- ৮০৬) রসূলুল্লাহ্ (ﷺ ) বলেছেন, সূরা বাকারার শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দু’টি তিলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টোই যথেষ্ট। (সহীহ বুখারীঃ৪০০৮) আমলঃ-০৫ প্রত্যেক ওযুর পর তাহিয়্যাতুল নামাজঃ যে মুসলিম সুন্দরভাবে ওযু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি আল্লাহর প্রতি নিবদ্ধ রেখে দু' রাকাআত সালাত আদায় করে সে অবশ্যই জান্নাতে যাবে।(সহীহ মুসলিমঃ২৩৪) তাহিয়্যাতুল ওযু'র বরকতে বেলাল রাযি. জান্নাতে গেলেন। (সহীহ বুখারী ও মুসলিম, বু. হাদিস নং ১১৪৯) আমলঃ-০৬ সকাল ও সন্ধ্যার আমলঃ- রাসূল (সাঃ) বলেছেন যে লোক সকালে ও সন্ধ্যায় "সুবহা-নাল্ল-হি ওয়াবি হামদিহী" একশ’ বার পড়ে আখিরাতের দিবসে তার তুলনায় উত্তম আমল নিয়ে কেউ আসবে না। তবে সে ব্যক্তি ব্যতীত, যে লোক তার সমান আমল করে অথবা তার তুলনায় বেশি আমল করে। (সহীহ মুসলিমঃ২৬৯২,আবু দাউদঃ-৫০৯১) আমলঃ-০৭ সকাল সন্ধ্যার আমলঃ- প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ্ পাঠ করা ফজিলত : ১০০০ সওয়াব লেখা হয় এবং ১০০০ গোনাহ মাফ করা হয়। (মুসলিম : ২০৭৩)। বেশি বেশি ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করা ফজিলত : ‘আলহামদুলিল্লাহ’ মিজানের পাল্লাকে ভারি করে দেয় এবং সর্বোত্তম দোয়া। (তিরমিজি : ৫/৪৬২; ইবনে মাজাহ : ২/১২৪৯)। বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা ফজিলত : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম জিকির। (তিরমিজি : ৫/৪৬২; ইবনে মাজাহ : ২/১২৪৯)। আমলঃ০৮ সূরা ইখলাস পাঠ করাঃ যত সম্ভব সূরা ইখলাস পাঠ করুন। সূরা ইখ্লাস কোরআনের এক-তৃতীয়াংশ।(বুখারি ৪৬৪৬) সূরা ইখলাস ভালোবেসে পাঠ করলে আল্লাহ তাঁকে ভালোবাসেন। (সহীহ বুখারীঃ৭৩৭৫) আমলঃ-০৯ অধিক পরিমানে ইস্তেগফার করাঃ- রাসূল (সাঃ) প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও অধিক ইস্তিগফার ও তওবা করতেন। (সহীহ বুখারীঃ৬৩০৭) এছাড়াও দিনে ও রাতে সাইয়িদুল ইস্তিগফার পাঠ করুন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোআ (সাইয়িদুল ইস্তিগফার) পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’। (বুখারী, মিশকাত হা/২৩৩৫) আমল:-১০ রাসূল সাঃ বলেছেন তোমরা যখন ঘুমানোর উদ্দেশে বিছানায় যাবে তখন ৩৪ বার ‘‘আল্লাহ্ আকবার’’ ৩৩ বার ``সুবহানাল্লাহ`` এবং ৩৩ বার ‘‘আল হামদুলিল্লাহ’ পড়ে নিবে। এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম।`` (সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ ummah network সঠিক পথ দেখানোর এক বাস্তব উদাহরণ। আল্লাহর অশেষ রহমতে নতুন এক জীবনের সন্ধান দিয়ে সঠিক চিন্তাভাবনার দার খুলে দিয়েছে।
আলহামদুলিল্লাহ, আমার জীবনে শুনা প্রথম ওয়াজ,,❤❤ এমন ভাবে এখনো কোনো বক্তা বলেনি,, আপনাকে অনেক ভালো বাসি প্রিয় শায়েখ,,, আমি আপনার প্রত্যেকটা বক্তব্য শুনি,, আমি আপনার মতো একজন মুজাহিদ হতে চাই,❤🖤🖤
শুধু জিহ্বার সদ্ব্যবহার করতে পারলেই আমাদের অধিকাংশ গুনাহ কমে যাবে ইনশাআল্লাহ্। অবস্থা এমন হয়েছে যে, কথা বললেই গুনাহ কামাই হয়। গিবত, পরচর্চা, মিথ্যা, অন্যের মানহানি, গালি, অহেতুক কথা-গল্প - এগুলো যেন আমাদের রক্তের সাথে মিশে গেছে। . ‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।’’ [সহিহ বুখারী,৬০১৮] .
আলহামদুলিল্লাহ শায়েখ আপনার এই কন্ঠে আমি আমার জীবনের অন্যতম পরিবর্তন করতে পেরেছি মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহপাকের কসম আমার জীবনের শ্রেষ্ঠ জীবন বদলানোর গুরুত্বপূর্ণ আলোচনা। শাহেখকে নেক হায়াত দান করুন এবং ইসলামের পথে কবুল করেন।
শায়েখ তামিম আল আদনানীই হলো এ যুগের শ্রেষ্ঠ মোটিভেশনাল বক্তা..... যার কথা শুনে হাজার হাজার যুবক সত্য ইসলাম কে বুঝতে পরেছে!?, শায়েখ কে আল্লাহ নেক হায়াত দান করুক..... আমিন🥀🌺
আলহামদুলিল্লাহ্. প্রিয় শায়েখ আপনাকে একমাত্র দয়াময় রাহমানুর রাহিম মহান আল্লাহ্ পাক এর জন্যই অনেক-অনেক ভালোবাসি এবং সবসময়ই বেসে যাবো ইনশাআল্লাহ্ ❤️❤️ দোয়া করি প্রিয় শায়েখ দয়াময় রাহমানুর রাহিম মহান আল্লাহ্ পাক যেনো আপনাকে এবং আপনার পরিবারের সকলকে এবং আপনার সাথের সকল ইসলামের দায়ীদেরকে সবসময় সুস্থ ও ভালো রাখেন এবং সমস্ত প্রকার বিপদ-আপদ-বালা-মুসিবত থেকে পরিপূর্ণ ভাবে হেফাজতে রাখেন.আমিন 🤲🤲🤲
এত সুন্দর করে বলেছেন | জাযাকাল্লাহু খাইরান | আফসোস !! তবুও আমি নিজেকে শোধরাতে ব্যর্থ | আল্লাহ তা’আলা আপনাদের সাথে আমাকেও মাফ করে দিন | আল্লাহ মাফ না করলে আমি শেষ |
Ameen ALLAH malik is the most merciful ❤...Tomar ammi hole maf korto na ??tahole ALLAH to onek onek beshi bhalobase .....Don't loose Hope Amaro same condition 😢
হে আমার রব আপনার জন্য মোহতারাম শাইখ কে ভালোবাসি আপনি সাক্ষী থাকেন। হেআমার মালিক আমাদের মোহতারাম শাইখ কে আপনি ক্ষমা করেন এবং এই উম্মতের মুজাদ্দিদ হিসাবে কবুল করেন আমিন ইয়া রব্বাল আলামিন
হাজারো ভিডিও নয় এই একটা ভিডিও সুন্দর করে জীবন গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট!💔🥺😭
ওস্তাদ এই ভিডিওগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ❤ আল্লাহ নেক হায়াত দান করুন আমিন😊
চমৎকার আলোচনা প্রিয় সায়েখ,,,আল্লাহ আপনাকে দিনের রাস্তায় শহীদ হিসেবে কবুল করুন আমিন
❤
শাইখের কন্ঠ শুনলে মন জুরিয়ে যায়...আলহামদুলিল্লাহ্
আপনার প্রতিটা ভিডিও যুবকদের ঈমান বৃদ্ধি করতে সহায়তা করে, সঠিক পথে চলতে সহয়তা করে দেয়!🥺💛
🌸 সুব'হানাল্লাহি ওয়া বি'হামদিহি, সুব'হানাল্লাহিল আযিম এই দুটি যিকর উচ্চারণে সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী। অর্থ: আল্লাহ পবিত্র, প্রশংসা কেবল তাঁরই; মহান আল্লাহ ত্রুটিমুক্ত।
( সহিহ বুখারী, ৬৪০৬)
Ai doya Sokal a 100 bar sondhay 100 bar porben sobay mijan ar palla onk vari hobe
শেইখ আমি আমার অন্তর থেকে বলছি আমি আল্লাহর জন্য আপনাকে ভালবাসি আপনার প্রতিটি লেকচার আমার মনকে ইসলামের প্রতি জাগ্রত করে তুলে শেইখ আমি আপনার লেকচার শোনে নামাজ ধরেছি ৫ বছর দরে ইনশাআল্লাহ জীবনে কোন দিন নামাজ ছাড়ব না। আর আমি আপনার জন্য দোয়া করি শেইখ আপনি যেন আরো হাজার হাজার যুবকদের ইসলামের পথে নিয়ে আসতে পারেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখোক।
Masha allah
আলহামদুলিল্লাহ আরও একটি অনুপ্রেরণা মূলক ভিডিও..❤️🩹 আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা শাইখকে দীর্ঘ হায়াত দান করুক আমীন 💚
খোদার কসম করে বলছি আপনার মধুর ভাষায় কথা গুলো শুনলে রিদয় টা ভরে যায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন
২৪ মিনিট এর নসিহা,
২৩ বছর এর জীবনকে প্রশ্নবিদ্ধ করে তোলে?
ভালোবাসি প্রিয় শায়েখ সাউন্ড গ্রেনেড তামিম আল আদনানী🖤🌼
❤
💖💖💖
আলহামদুলিল্লাহ প্রিয় শায়েখ,আপনার কন্ঠ শোনে প্রাণটা ভরে গেলো
আস্তাগফিরুল্লাহ - অতীতের জন্য
আলহামদুলিল্লাহ - বর্তমানের জন্য
ইনশাআল্লাহ - ভবিষ্যতের জন্য।
এই,,,,জীবনে,,,,আমি,,,,কোন,,,কিছুতেই,,,,উপস্থীত রাখিনী নিজেকে শুধুই নাথ শুনার জন্য ,,,মোবাইল,,,,হাতে নিয়েছি,,,এতে যদি কোন ধিক দিয়ে গোনা হয়,,,মাপ,,ছেয়ে নেবো খোদার,,,দরবারে,,,,আমিন,
দীর্ঘদিন পর্যন্ত শায়েখের অনুপস্থিতি আমাকে ব্যাথিত করেছিলো, আলহামদুলিল্লাহ এখন মনটা ভরে গেছে।
আমিন
Kothay
প্রতিটা কথাই অনেক অনেক মূল্যবান আল্লাহ আমাদের সবাইকে এই কথা গুলো মনে রাখার তৌফিক দান করুক আমিন
প্রিয় শায়েখ আপনাদের মাধ্যমে আল্লাহপাক এই তরুণ প্রজন্মকে এক হয়ে বাতেল তাগুত অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর এবং মুসলিম উম্মাহকে শক্তিশালী করার তৌফিক দান করুন।
আমিন
❤❤❤❤ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে শায়েখের কণ্ঠ শুনতে পেলাম
মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট আল্লাহর প্রেমে পরলে জীবন শ্রেষ্ঠ।
আলহামদুলিল্লাহ
ছুবহান,আল্লাহ,,,,আমিন,,,
প্রকৃত মানুষের প্রেমে পড়তে পারলে জীবন সার্থক হয়।।
মানুষকে ভালো বাসার মাধ্যমেই আল্লাহর প্রেম আসে।
Nice ❤❤❤❤
অসাধারণ ভিডিও
Masaalloh
Alhamdulillah onek sundor akti video❤❤❤
আল হামদুলিল্লাহ আপনার কথা যখন শুনি তখন মুগ্ধ হয়
প্রিয় শায়খ আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি ❤❤❤❤❤
হে আমার রব! হে আমার মালিক! ইয়া রহিমাল মাসাকিন! ইয়া আরহামার রহিমিন! আমার সম্মানিত শাইখরা যদি কোন সমস্যায় থাকে আপনি তাদের সমস্যা গুলো সমাধান করুন। আর যদি আমার শাইখরা কোন অসুস্থতার মধ্যে থাকে তাহলে আপনি তাদেরকে শেফা দান করুণ। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম! আমার সম্মানিত শাইখদেরকে আপনি আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আমীন ইয়া রব্বাল আলামীন
আমিন
আমীন
শায়েখের আলোচনা আপক্ষায় থাকি....
শায়েখ এর আলোচনা শুনলে ইমান জেগে ওঠে........
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা
যতই দিন যাচ্ছে ততই শাইখ তামিম আল আদনানী ভাইয়ার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান বেড়েই চলেছে, আলহামদুলিল্লাহ 💖💝
দৈনন্দিনের ছোট দশটি আমল:
আমল:-০১
প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন:-
"উচ্চারন:- আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহ"
ফজিলত:-
"যে ব্যাক্তি ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করবে, ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।(সহীহ মুসলিম, হাদিস নং-২৩৪)
আমল:-০২
প্রত্যেক ফরজ নামাজ শেষে ''আয়তাল কুরসী" পাঠ করুন:
ফজিলত:-
"যে ব্যক্তি ফরজ নামাজের পর একবার আয়তাল কুরসী পাঠ করবে, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার আর কোন বাধা নাই।
(সিলসিলাহ সহিহাস, হাদিস নং-৯৭২)
আমল:-০৩
প্রত্যেক ফরজ নামাজ শেষে:-
- ৩৩ বার সুবহানাআল্লাহ,
- ৩৩ বার আলহামদুলিল্লাহ,
- ৩৩ বার আল্লাহু আকবার
এবং একবার এই দোয়াটি পড়া:
لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
বাংলা উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলুক ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদির।
ফজিলত: অতীতের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমান ও হয়।
এছাড়া হাদিসে রয়েছে ``নিঃসন্দেহে প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবির সদকা, প্রত্যেক তাহলিল সদকা``।
(সহীহ মুসলিম, হাদিস নং-১২২৮),(সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)
আমল:-০৪
প্রত্যেক রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠঃ বুখারী,মুসলিম গ্রন্থে একাধিক ফজিলত বর্ণনা করা হয়েছে।
ফজিলতঃ- সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর । যা পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। এর যে কোন হারফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেয়া হবে।
(মুসলিম, হাদীস নং- ৮০৬)
রসূলুল্লাহ্ (ﷺ ) বলেছেন, সূরা বাকারার শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দু’টি তিলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টোই যথেষ্ট।
(সহীহ বুখারীঃ৪০০৮)
আমলঃ-০৫
প্রত্যেক ওযুর পর তাহিয়্যাতুল নামাজঃ
যে মুসলিম সুন্দরভাবে ওযু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি আল্লাহর প্রতি নিবদ্ধ রেখে দু' রাকাআত সালাত আদায় করে সে অবশ্যই জান্নাতে যাবে।(সহীহ মুসলিমঃ২৩৪)
তাহিয়্যাতুল ওযু'র বরকতে বেলাল রাযি. জান্নাতে গেলেন। (সহীহ বুখারী ও মুসলিম, বু. হাদিস নং ১১৪৯)
আমলঃ-০৬
সকাল ও সন্ধ্যার আমলঃ-
রাসূল (সাঃ) বলেছেন যে লোক সকালে ও সন্ধ্যায় "সুবহা-নাল্ল-হি ওয়াবি হামদিহী" একশ’ বার পড়ে আখিরাতের দিবসে তার তুলনায় উত্তম আমল নিয়ে কেউ আসবে না। তবে সে ব্যক্তি ব্যতীত, যে লোক তার সমান আমল করে অথবা তার তুলনায় বেশি আমল করে। (সহীহ মুসলিমঃ২৬৯২,আবু দাউদঃ-৫০৯১)
আমলঃ-০৭
সকাল সন্ধ্যার আমলঃ-
প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ্ পাঠ করা
ফজিলত : ১০০০ সওয়াব লেখা হয় এবং ১০০০ গোনাহ মাফ করা হয়। (মুসলিম : ২০৭৩)।
বেশি বেশি ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করা
ফজিলত : ‘আলহামদুলিল্লাহ’ মিজানের পাল্লাকে ভারি করে দেয় এবং সর্বোত্তম দোয়া। (তিরমিজি : ৫/৪৬২; ইবনে মাজাহ : ২/১২৪৯)।
বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা
ফজিলত : ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম জিকির। (তিরমিজি : ৫/৪৬২; ইবনে মাজাহ : ২/১২৪৯)।
আমলঃ০৮
সূরা ইখলাস পাঠ করাঃ
যত সম্ভব সূরা ইখলাস পাঠ করুন। সূরা ইখ্লাস কোরআনের এক-তৃতীয়াংশ।(বুখারি ৪৬৪৬)
সূরা ইখলাস ভালোবেসে পাঠ করলে আল্লাহ তাঁকে ভালোবাসেন। (সহীহ বুখারীঃ৭৩৭৫)
আমলঃ-০৯
অধিক পরিমানে ইস্তেগফার করাঃ-
রাসূল (সাঃ) প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও অধিক ইস্তিগফার ও তওবা করতেন। (সহীহ বুখারীঃ৬৩০৭)
এছাড়াও দিনে ও রাতে সাইয়িদুল ইস্তিগফার পাঠ করুন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোআ (সাইয়িদুল ইস্তিগফার) পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’। (বুখারী, মিশকাত হা/২৩৩৫)
আমল:-১০
রাসূল সাঃ বলেছেন তোমরা যখন ঘুমানোর উদ্দেশে বিছানায় যাবে তখন ৩৪ বার ‘‘আল্লাহ্ আকবার’’ ৩৩ বার ``সুবহানাল্লাহ`` এবং ৩৩ বার ‘‘আল হামদুলিল্লাহ’ পড়ে নিবে।
এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম।``
(সহিহ মুসলিম, হাদিস : ১০০৬)
আলহামদুলিল্লাহ
সুবহানআল্লাহ
উনার দরদী হৃদয়গ্রাহী কন্ঠ সত্যিই বিরল
@@Suhanas_Dreamart ❤❤❤❤
আল্লাহ পাক আপনার এই কর্মের বদৌলতে ইহকাল ও পরকালে উত্তম প্রতিদান দিক।
আলহামদুলিল্লাহ,প্রিয় শাইখ ফজর সালাতের পর আপনার কণ্ঠ শুনতে পাবো ভাবতেই অবাক লাগছে🥰🥰😍😍
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ ummah network সঠিক পথ দেখানোর এক বাস্তব উদাহরণ।
আল্লাহর অশেষ রহমতে নতুন এক জীবনের সন্ধান দিয়ে সঠিক চিন্তাভাবনার দার খুলে দিয়েছে।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ও আমাদের কে তাগুতদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন এবং ঈমানের মত শ্রেষ্ঠ নেয়ামতের মাঝে অন্তর্ভুক্ত রেখেছেন।
আলহামদুলিল্লাহ্, শায়েখ এর কন্ঠ শুনে মনটা ভরে গেল ❤😊
রাকিব।কেউ চিনো।আমি চিনি❤❤❤❤ 19:59
অনেক দিন পরে শায়েখের কন্ঠ সুনার তাওফিক দান করলেন!! আল্লাহ শায়েখ এর নেক হায়াত দান করেন❤
Amin
Amin❤
আলহামদুলিল্লাহ আবারও শায়খ এর বক্তব্য শুনতে পারলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষায় ছিলাম প্রিয় শায়েখ কন্ঠে শোনার জন্য
আল্লাহ প্রিয় শায়েখ নেক হায়াত দান করুন 🤲😥
দীর্ঘ অপেক্ষা করে হযরতের কন্ঠ শুনার তাওফিক হলো আলহামদুলিল্লাহ।
দৈর্ঘ্য অপেক্ষার পর, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে নেক হায়াত দাম করুক
আলহামদুলিল্লাহ
আল্লাহর জন্যই ভালোবাসি প্রিয় শাইখ
আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবারো শায়েখের কন্ঠ শোনার তাওফিক হলো
আলহামদুলিল্লাহ। আলোর পথের পথিক হিসেবে সবসময় আলোর পথ দেখানোর জন্য। প্রিয় শায়েখ।
হযরত আল্লাহ পাক আপনার হায়াত ও ইলেমর মাঝে বারাকাহ দান করুন, বার বার উম্মাহ নেটওয়ার্ক এ আসি নতুন আলোচনা শুনতে।
ইউটিউব ফেসবুক ছাড়া বাকিগুলো থেকে আল্লাহ হেফাজতে রাখছেন। আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ খু্বি সুন্দর আলোচনা।
আমি অপেক্ষায় ছিলাম।
শায়েখের কথা গুলো শুনতে অপেক্ষার প্রহর গুনি,আল্লাহ শায়েখ কে দীর্ঘ নেক হায়াত দান করুক,
❤️❤️❤️
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার মুজা কারা শুনে অনেক ভালো লাগলো। আল্লাহ আপনার দীর্ঘ নেক হায়াত দান করুক।
অনেক সুন্দর কথা গুলা ❤,, প্রিয় হুজুর,,, নতুন কিছু কথা বলেন শুনার জন্য বসে আমি
জীবন পরিবর্তনের জন্য এই একটা ভিডিও যথেষ্ট আলহামদুলিল্লাহ্ ছুম্মা আলহামদুলিল্লাহ্।
Right 💯%vaiya
ঠিক বলছেন 👍👍👍👍👍
আলহামদুলিল্লাহ, আমার জীবনে শুনা প্রথম ওয়াজ,,❤❤ এমন ভাবে এখনো কোনো বক্তা বলেনি,, আপনাকে অনেক ভালো বাসি প্রিয় শায়েখ,,, আমি আপনার প্রত্যেকটা বক্তব্য শুনি,, আমি আপনার মতো একজন মুজাহিদ হতে চাই,❤🖤🖤
আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক
সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক।।।।
আলহামদুলিল্লাহ
আল্লাহ তুমি আমাদের সবাই কে সময়ের কদর করার তৌফিক দাও আমীন
রবের শাহি দরবারে লক্ষ্য কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ্ ছুম্মা আলহামদুলিল্লাহ্ আপনার নেক হায়াত কামনা করি ভাই।
জীবন ঘনিষ্ঠ আলোচনা। জাযাকাল্লাহু খাইরান
খুব গুরুত্বপূর্ণ ভূমিকা।
জাজাকাল্লাহ খাইরান
মনের কথাটা-ই বলছেন ভাই। আল্লাহ যদি চান তো দেখতে পাবো।
আপনার প্রতিটা ভিডিও'র অপেক্ষায় থাকি।
আপনি এই ফিতনা যুগে আমাদের আলোর মশাল।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন ইয়া রাব্বুল আলামীন।
প্রিয় তামিম ভাইয়া সত্যিই আপনি মহান মাশাল্লাহ 🥰🥰🥰
আসসালামুলাইকুম।
বারকাল্লাহ ফি কুম জাজাকাল্লাহ খাইরান।।
শাইখ,আপনাকে মহান আল্লাহর জন্য অনেক ভালবাসি।দোয়া চাই শাইখ
প্রিয় হুজুর শায়েখ তামিম আল আদনানি...❤❤
প্রিয় শায়েখ আপনার কথা গুলো শুনার জন্য হিদয় কাদে অনেক দিন পর আপনার ভয়েস শুনতে পারলাম আল্লাহ্ আপনাকে নেক হায়াৎ দান করুন আমিন
প্রিয় শায়খ আপনাকে আল্লাহর জন্যই ভালোবাসি ❤❤❤
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আপনার প্রচেষ্টা 💝💝💝
শায়েখের কন্ঠ আর আবু উবাইদা হাফি: এর কন্ঠ একি রকম লাগে আমার কাছে। আল্লাহ শায়েখের কন্ঠে বারাকাহ দান করুন।
প্রিয় শায়েখ আপনার বিডিও আমি সবার প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ এত বড় সৌভাগ আমার
হে প্রিয় তামিম হুজুর,, আপনার অনুপস্থিতি আমাকে অস্থির করে তুলেছে,,, আপনার নতুন আলোচনার অপেক্ষায় আছি,,,বিশ্বাস করেন আপনার জন্য আমার জীবন বদলে গেছে
জাজাকাল্লাহ খাইরান অনেক সুন্দর কথা বলেছেন ভাই।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। জাযাকাল্লাহ খইর।
আলহামদুলিল্লাহ,কথাগুলো খুবই উপকার হলো পরের দিন ১০ দিনের উমরাহ সফরের জন্য।
আলহামদুলিল্লাহ! আবারো শায়েখের কন্ঠ শোনার তাওফিক হলো!❤️❤️
আলহামদুলিল্লাহ ❤
শুধু জিহ্বার সদ্ব্যবহার করতে পারলেই আমাদের অধিকাংশ গুনাহ কমে যাবে ইনশাআল্লাহ্। অবস্থা এমন হয়েছে যে, কথা বললেই গুনাহ কামাই হয়। গিবত, পরচর্চা, মিথ্যা, অন্যের মানহানি, গালি, অহেতুক কথা-গল্প - এগুলো যেন আমাদের রক্তের সাথে মিশে গেছে।
.
‘যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের উপর ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।’’ [সহিহ বুখারী,৬০১৮]
.
ruclips.net/video/cu7DZTsvRpg/видео.html
মাশাআল্লাহ শায়েখের নেক হায়াত দান করুক আমিন🤲🤲🤲🤲
আল-হামদুলিল্লাহ ৷
কথা গুলো এত গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি এই কথা পালন করার তৌফিক দান করুন আমিন
বহু প্রত্যাশার পর শায়খের কন্ঠ ,
আল্লাহ শায়খের ভালোবাসা কে কবুল করুন।
আমিন. ইয়া রব্বাল আলামীন।
তামিম আল আদনানী এই যুগের সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল বক্তা। তার কথা শুনে হাজার হাজার যুবক সুপথ পেয়েছে।
আল্লাহ্ আমাদের সবাইকে ইমানের সহিত চলার তৌফিক দান করুক আমিন
"জাযাকাল্লাহু খাইরান প্রিয় শায়খ,,❣️❣️❣️❣️❣️
শায়খ আপনার ভিডিওর অপেক্ষায় থাকি ❤❤❤ ভালোবাসার আরেক নাম শায়খ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ ❤❤❤
আলহামদুলিল্লাহ শায়েখ আপনার এই কন্ঠে আমি আমার জীবনের অন্যতম পরিবর্তন করতে পেরেছি
মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন ❤❤❤১ কমেন্ট করে রাখলাম ❤❤
আলহামদুলিল্লাহ,,,,, ❤আল্লাহ তায়ালা শায়েখকে নেক হায়াত দান করুন আমিন।
আল্লাহ তায়ালা আমাদের সময় গুলো কে কাজে লাগানোর তাওফিক দান করুন
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহপাকের কসম আমার জীবনের শ্রেষ্ঠ জীবন বদলানোর গুরুত্বপূর্ণ আলোচনা। শাহেখকে নেক হায়াত দান করুন এবং ইসলামের পথে কবুল করেন।
শায়েখ তামিম আল আদনানীই হলো এ যুগের শ্রেষ্ঠ মোটিভেশনাল বক্তা..... যার কথা শুনে হাজার হাজার যুবক সত্য ইসলাম কে বুঝতে পরেছে!?, শায়েখ কে আল্লাহ নেক হায়াত দান করুক..... আমিন🥀🌺
আরেকটা চ্যানেল আছে,Baseera
@@MohammadAli-ie7qe Hum... really ai ummha network r...basera ai 2 ta chanle manuser Iman biddhi te sohooita kore❤
@@MohammadAli-ie7qe উম্মাহ নেটওয়ার্কস এর ধারে কাছে ও যেতে পারবে না বাসেরা মিডিয়া
বর্তমানে ইউটিউবে শাইখের অফিসিয়াল মোট চ্যানেল হলো পাঁচটা...
1. Ummah Network
2. Voice Of Islam
3. Ibadah
4. Ummah Studio
5. Salihat
আলহামদুলিল্লাহ্.
প্রিয় শায়েখ আপনাকে একমাত্র দয়াময় রাহমানুর রাহিম মহান আল্লাহ্ পাক এর জন্যই অনেক-অনেক ভালোবাসি এবং সবসময়ই বেসে যাবো ইনশাআল্লাহ্ ❤️❤️
দোয়া করি প্রিয় শায়েখ দয়াময় রাহমানুর রাহিম মহান আল্লাহ্ পাক যেনো আপনাকে এবং আপনার পরিবারের সকলকে এবং আপনার সাথের সকল ইসলামের দায়ীদেরকে সবসময় সুস্থ ও ভালো রাখেন এবং সমস্ত প্রকার বিপদ-আপদ-বালা-মুসিবত থেকে পরিপূর্ণ ভাবে হেফাজতে রাখেন.আমিন 🤲🤲🤲
আলহামদুলিল্লাহ! আবারো শায়েখের কন্ঠ শোনার তাওফিক হলো!❤❤আল্লাহ শায়েখ এর নেক হায়াত দান করেন❤
মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর আলোচনা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন ❤❤
আল্লাহ শায়েখ কে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হিফাজত করুন আমিন
আমিন
আলহামদুলিল্লাহ প্রিয় শায়েখের কন্ঠ❤
❣️❣️আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাকে,সব সময় ভালো রাখুন।
Amin
আলহামদুলিল্লাহ
ভিডিও টা খুব ভালো লাগল 💖
🌸 সুব'হানাল্লাহি ওয়া বি'হামদিহি, সুব'হানাল্লাহিল আযিম এই দুটি যিকর উচ্চারণে সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী। অর্থ: আল্লাহ পবিত্র, প্রশংসা কেবল তাঁরই; মহান আল্লাহ ত্রুটিমুক্ত।
( সহিহ বুখারী, ৬৪০৬)
এত সুন্দর করে বলেছেন | জাযাকাল্লাহু খাইরান | আফসোস !! তবুও আমি নিজেকে শোধরাতে ব্যর্থ | আল্লাহ তা’আলা আপনাদের সাথে আমাকেও মাফ করে দিন | আল্লাহ মাফ না করলে আমি শেষ |
🥺🥺
Ameen ALLAH malik is the most merciful ❤...Tomar ammi hole maf korto na ??tahole ALLAH to onek onek beshi bhalobase .....Don't loose Hope
Amaro same condition 😢
@@motivationmagic9424 🥺
হে আল্লাহ হযরত কে নেক হয়াত দান করুন। আমিন ইয়া রব্বী। 🤲
আপনার পত্যেকটি কথা গুরুত্বপূর্ণ শিক্ষনীয় যা মনে আাঘাত করে চিন্তার মধ্যে ফেলে দেয় পরকাল মৃত্যু জান্নাত জাহান্নাম নিজেকে তুচ্ছ মনে হয়।
হে আল্লাহ আপনি ভাইকে নেক হায়াত দান করুন আমিন
অনেক দিন পরে শায়েখ এর মধুর কন্ঠ শুনলাম আলহামদুলিল্লাহ
Alhamdulillah prio Sheikh onek onek sondor waz 🥰🥰🥰🥰🥰
হে আমার প্রিয় শায়েখ প্রতিদিন আপনার লেকচারের অপেক্ষা থাকি..❤❤
আল্লাহ তায়ালা যেন প্রিয় শায়কের আয়াত বৃদ্ধি করে দেন যাতে করে আমরা যুবকরা এরকম মোটিভেশন ভিডিও আরো পেতে পারি আমিন😊😊
হে আমার রব আপনার জন্য মোহতারাম শাইখ কে ভালোবাসি আপনি সাক্ষী থাকেন। হেআমার মালিক আমাদের মোহতারাম শাইখ কে আপনি ক্ষমা করেন এবং এই উম্মতের মুজাদ্দিদ হিসাবে কবুল করেন আমিন ইয়া রব্বাল আলামিন
প্রতিদিন চালেন থেকে ঘুরে যাই প্রিয় আপনাকে আল্লাহর জন্য ভালো বাসি❤❤❤
আলহাদুলিল্লাহ, প্রিয় শায়েখ এর ভিডিও দেখার জন্য আমার কয়েকজন শিক্ষক ও বন্ধুদের আবেদন করেছি, আমার জিবনের সবচেয়ে প্রিয় শায়েখ তিনি❤
আহহহ
হৃদয় শীতল হয়ে যায় উনার কন্ঠ শুনলে,💙🥀💙
অনেক অনেক গুরুত্বপূর্ণ 25 মিনিট আলোচনায় অনেক কিছু শেখার আছে জীবনটাকে পরিবর্তন করার
প্রিয় ভাই আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে💚
আল্লাহর জন্য, ভালোবাসি শায়েখ আনাকে❤❤❤❤
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে হেদায়েদ দান করুন, আমীন।
আমিন ইয়া রব ❤
আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি
আপনার জন্য অনেক তরুণ হেদায়েতের কাছে এসেছে