Bed Room Tour | Bangladeshi Small Bedroom Organization 2023 | Simple Kids Room Decoration Ideas

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 926

  • @farhanayesmin9615
    @farhanayesmin9615 2 года назад +10

    মাশাআল্লাহ!!!তোমার গুনের প্রশংসা করে শেষ
    করা যাবে না।খুব সুন্দর হয়েছে রুম ট্যুর। জাজাকাল্লাহ খাইরান। ❤️❤️❤️

  • @nishuskitchenandvlog.6007
    @nishuskitchenandvlog.6007 2 года назад +2

    আমার সব সময়ই রুচিসম্মত কিন্তু একদম সিম্পল কিছু ভালো লাগে। আর আপনি ঠিক এমনই একজন মানুষ আপু যার সবকিছুই রুচিসম্মত এবং সিম্পলি গর্জিয়াস। অনেক দোয়া রইলো আপু।

  • @naimajahan3237
    @naimajahan3237 2 года назад +3

    আপু আপনার কথা গুলো আমার কাছে খুব ভালো লাগে। যেমন সুন্দর আপনার কথা গুলো তেমন সুন্দর আপনার সাজানো ঘর,দেখে মম ভরে গেল

  • @nadiaisrat8067
    @nadiaisrat8067 2 года назад +1

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
    আপু গতকাল রাতে চ্যানেল ঘুরেছিলাম আর মনে মনেই বলতে ছিলাম আগামীকাল ভিডিও পাবো ইং শা আল্লাহ্।
    এখন অনলাইনে এসে দেখি ভিডিও দিয়ে দিয়েছেন 💚💚💚
    আপু অন্তরের একটা জায়গায় আপনার ও আপনার পরিবারের সদ্যদেরকেও জায়গায় করে দিয়েছেন রব্বুল আলামীন।
    অনেক অনেক দুআ এবং ভালোবাসা💚
    অনেক ভালোলাগে আপনার ভিডিও গুলো কথা গুলো।

  • @joydaisyvlogs1119
    @joydaisyvlogs1119 Год назад +7

    এত সুন্দর করে বেডরুমটা সাজিয়েছেন। সত্যিই অনেক সুন্দর ❤

  • @raselshikder8330
    @raselshikder8330 2 года назад +1

    আপু গত ভিডিওতে তুমি যখন এ রুমের ওয়াল স্টিকার তুলছিলে তখনি আমার কেনো যেন মনে হয়েছে নতুন কিছু হবে।অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

  • @jibonerkhojevlogs
    @jibonerkhojevlogs 2 года назад +9

    মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে নুর এর রূম টা 😍 নূরের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আপু ❤️❤️🥰

  • @zahidulislam619
    @zahidulislam619 2 года назад +2

    তুমার মেয়ের রুম সাজানটা দারুন হয়েছে, মাশা আল্লাহ, পরদাটা দারুন।

  • @kafsurabintonaya7029
    @kafsurabintonaya7029 2 года назад +12

    মানসম্মত রুচির অধিকারী আপনি মাশাআললাহ ।।

  • @MimAkter-bh3bi
    @MimAkter-bh3bi 2 года назад

    আপু আমি আমার সংসারজীবনের শুরুতে এতোটা গোছানো ছিলাম না।তবে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি এবং এখন অনেকটা গুছিয়ে কাজ করতে পারি।অনেক ধন‍্যবাদ এতো সুন্দর ভিডিও শেয়ার করার জন‍্য।

  • @tasfiabinte4520
    @tasfiabinte4520 2 года назад +3

    দারুন এতটা সুন্দর আপনার ভাবনা আপু। আলহামদুলিল্লাহ ।

  • @MdSurfiddin
    @MdSurfiddin Год назад +1

    মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে
    আপু, তোমার কথা গুলো অনেক
    ভালো লাগে, তুমি অনেক
    রুচিশীলভাবে কাজ কর, তোমার
    প্রতি শুভকামনা রইল ❤❤❤

  • @inayahvlog2005
    @inayahvlog2005 2 года назад +7

    এতো সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে

  • @rezinaamzad8515
    @rezinaamzad8515 21 день назад

    Shotti Opurbo ❤ MASHA ALLAH! Etto Darun kore , Poripati kore , color combination milie shotti Darun....monta bhore jay Bhalo lagay .....onek Shubhokamona Apnar ebong Apnar poribar er jonno.❤❤❤😊

  • @sofiqurmintu9882
    @sofiqurmintu9882 2 года назад

    এক কথায় আপনি আমার কাছে অল রাউন্ডার আপু। খুব সুন্দর হয়েছে।খুব ভালো লাগে আপনার ভিডিও গুলো।

  • @rumasdeliciouscookinghouse4963
    @rumasdeliciouscookinghouse4963 2 года назад +3

    মাশাআল্লাহ আপু আপনার ভিডিও ভালো লাগে সব সময় অপেক্ষায় থাকি আপনার ভিডিওর জন্য ❣️❣️❣️❣️

  • @kishorifarhana4058
    @kishorifarhana4058 2 года назад +2

    মাশআল্লাহ,রুমটা সাজানো দারুন হয়েছে ১০০ তে ১০০।

  • @bangladeshibloggershayansm1916
    @bangladeshibloggershayansm1916 2 года назад +3

    বেড সাইড ডেকোরেশনটা খুব বেশি ভালো লেগেছে। নুরের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা💙❤️💜

  • @sakilaakter3717
    @sakilaakter3717 2 года назад +2

    আপু আপনার ভিডিও জন্য অপেক্ষা করে থাকি । অনেক ভালো লাগে আপনার ভিডিও।

  • @rahnuma8698
    @rahnuma8698 2 года назад +17

    মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে রুমটা 😉❤❤❤❤❤ খুব ভাল হয়েছে 😉😊

  • @sharmilykitchen3008
    @sharmilykitchen3008 2 года назад +1

    আপু রুম গুছানোটা খুব সুন্দর হয়েছে, সুইচ বোর্ডের উপরে আপনার আকাঁটা চমৎকার।

  • @ummehabiba4109
    @ummehabiba4109 2 года назад +7

    মাঝখানে মাঝখানে আপুর হাসিটা বেশি ভালো লাগে।মাশাল্লাহ।আল্লাহ তায়ালা আপনার সব আশা পুরণ করুক।

  • @MstRima-c9t
    @MstRima-c9t 4 месяца назад

    আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে আপু।এতো সুন্দর করে আপনি সব কিছু সাজিয়েছেন

  • @MdRahim-kc8nb
    @MdRahim-kc8nb 2 года назад +3

    মাশা আল্লাহ অনেক সুন্দর লাগছে রুম টা আপু

  • @MDMozahid-yg1wk
    @MDMozahid-yg1wk Год назад +1

    Mas allah onek sundhor hoice apu,,,,,onek dhur Agey jan doa kori apu☺️☺️

  • @Zara-fx6vj
    @Zara-fx6vj 2 года назад +3

    একদম আমার মনের মতো,, অভিনন্দন ও শুভকামনা রইলো

  • @mdmizenurrahman5297
    @mdmizenurrahman5297 2 года назад +1

    আপু অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লেগেছে, ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ,

  • @ummeaiman1404
    @ummeaiman1404 2 года назад +31

    ওয়াও ভীষণ সারপ্রাইজড্ হয়েছি আপু।

  • @RuhanaAkhter-r3c
    @RuhanaAkhter-r3c 8 месяцев назад

    আপু আমি তোমার ভিডিও অনেক দিন থেকেই দেখি,, আমার তোমাকে আর তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আর তোমার কন্ঠ টা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর,, তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো 🥰❤️

  • @tasniyasaiyef2657
    @tasniyasaiyef2657 2 года назад +8

    মাশাআল্লাহ আপু এক কথায় অসাধারণ হয়েছে আপনার সাথে কারও তুলনা হয় না 🥰❤️🥰

  • @jannatnur5964
    @jannatnur5964 2 года назад

    ভিডিও টা কেবল শুরু করেছি, বাট দেখার আগে লাইক কমেন্ট করা হয়ে গেছে। আপনাকে অনেক ভালোবাসি আপু, অনেক কিছু শেখার অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন।

  • @Sadi1996
    @Sadi1996 2 года назад +4

    এবার পুরো বাসা দেখতে চাই, অতি শীগ্রই দেওয়ার অনুরোধ রইল, সুন্দর ও ভাল লেগেছে।😍😍

  • @MehediHasan-n6m3j
    @MehediHasan-n6m3j 11 месяцев назад

    অনেক সুন্দর করে বেডরুম গুছিয়েছেন আপু 😊😊

  • @wasimkona9884
    @wasimkona9884 2 года назад +12

    আলনাটা অনেক কিউট,, 🥰 সেই সাথে পুরো রুমটাও,,, অনেক অনেক ধন্যবাদ

  • @SohanasKitchen-jh7vr
    @SohanasKitchen-jh7vr 10 месяцев назад

    Mash Allah onkk onkkk dow roilo tmr family Jonno 🤲🤲🤲🤲💋😘💋😘

  • @mimjannat2492
    @mimjannat2492 2 года назад +14

    আপু আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম আপনাকে আমার খুব ভালো লাগে। অনেক কিছু শিখতে পারি আপনার ভিডিও থেকে,,,

  • @anjumanarifa4164
    @anjumanarifa4164 2 года назад

    তোমার সবকিছুই এত সুন্দর গুছানো দেখলেই মনটা ভালো হয়ে যায়

  • @moynaakter8296
    @moynaakter8296 2 года назад +3

    আপু আপনার ব্লগ গুলা আমার খুব ভালো লাগে

  • @kulsum4863
    @kulsum4863 2 года назад

    মাশাআল্লাহ, রুচিসম্মত একটা বেডরুম টুর দেখলাম।
    আলনার অরগানাইজেশান টা খুবই ভালো হয়েছে

  • @MaryamGhazi312
    @MaryamGhazi312 2 года назад +2

    মাশাআল্লাহ রুমটা সাজানো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে।💝💝💝💝

  • @ths0394
    @ths0394 2 года назад +2

    Room decoration. ..reading table organisation. ..bedroom organisation ..wall decoration shob kicu onnek nice and beautiful celo..khub poripati r eyes shooting 😊☺specially reading table ta khub e sundor. ..akhn airokm khub beshe pawa jai nah r gele o valoi price nei..so I think for your and your daughter ar jonno ai table tai perfect ase..over all really appreciate 💞💝💗💖💕

  • @tamimahmed4954
    @tamimahmed4954 2 года назад +5

    এত সুন্দর মাসাআল্লার আনেক সুন্দর হয়েছে

  • @Nuptalisback4
    @Nuptalisback4 2 года назад

    আপু আপনার কথাগুলো খুব মিষ্টি আপনার কাছ থেকে অনেক কিছু শেখা যায়

  • @jannatiaktar8921
    @jannatiaktar8921 2 года назад +8

    এর পর বেলকুনি টুর চাই!!আন্টি ❤️❤️❤️💙💙অনেক ভালো লাগে আপনার ভিডিও 💕💕💚♥️♥️💚

  • @nuharahman9085
    @nuharahman9085 2 года назад +1

    অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি কিন্তু কখনই কোনো কমেন্ট করিনি আজকেই প্রথম।আপু আপনার ভিডিও দেখে সংসারের কাজ গুলো গুছিয়ে করতে আমাকে বেশ অনুপ্রেরণা জোগায়।

  • @mdsuzankazi2356
    @mdsuzankazi2356 2 года назад +3

    আপু কেমন আছেন? আপু আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম🥰🥰🥰

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      আলহামদুলিল্লাহ্‌ ভালো আপু।

    • @mdsuzankazi2356
      @mdsuzankazi2356 2 года назад

      আপু আজকে আমি অনেক happy🥰🥰🥰 আজকে প্রথম আপনার ভিডিওটা দেখতে পেরেছি😃আমি সবার আগে ভিডিওটা দেখবো দীর্ঘ দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো🤩🤩🤩

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад +1

      @@mdsuzankazi2356 আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লাগলো। এরকম কমেন্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়।

  • @mdrubelkhan7357
    @mdrubelkhan7357 2 года назад

    মাশাআল্লাহ আপু অনেক সুন্দর হয়েছে আমি ঘর সাজাতে অনেক ভালো বাসি আপনার বিডিও গুলো দেখে অনেক কিছু সিকলাম

  • @Roji_lifestyle_vlog
    @Roji_lifestyle_vlog 2 года назад +3

    মাসাল্লাহ অনেক ভালো লেগেছে

  • @rujina41
    @rujina41 2 года назад

    আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম আপু আপনার ভিডিও দেখতে কিন্তু খুব ভালো লাগে। আপনাকে খুব মিস করি আর রুম টা দারুন হয়েছে।

  • @elomeloactivities
    @elomeloactivities 2 года назад +8

    মা শা আল্লাহ অনেককককক সুন্দর লাগছে রুমটা😊❤❤❤❤❤ খুব ভাল হয়েছে..😊

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊

    • @villagehousewifeslife9284
      @villagehousewifeslife9284 2 года назад +1

      মাশাল্লাহ আপু তোমার সব গুলো ভিডিও সব সময় দেখি কিন্তু কমেন্ট করিনা,সব মিলিয়ে অনেক ভালো লাগে

  • @rafikulislam8686
    @rafikulislam8686 2 года назад +1

    খুব ভালো লাগলো আপু,সত্যিই খুব সুন্দর সাজিয়েছো, নরমাল সব কিছুই কিন্ত ঘর সাজানোর আইডিয়া কোমার অসাধারন।

  • @radifascreation
    @radifascreation 2 года назад +10

    মাশাল্লাহ। অনেক শুভকামনা রইলো আপু 🙂

  • @rksumon191
    @rksumon191 2 года назад

    ভবিষ্যতে একজন সৎ আইনজীবী হবে ইনশাআল্লাহ দোয়া করি আপু

  • @jannatlifestylevlog7579
    @jannatlifestylevlog7579 2 года назад +3

    খুবই সুন্দর হয়েছে

  • @pannaslifestylevlog
    @pannaslifestylevlog 2 года назад +2

    মাশাল্লাহ আপু অনেক সুন্দর লাগছে তোমার রুমটা। রুমে ডেকোরেশন টা অনেক ভালো লেগেছে।

  • @mahbubasiddiqua
    @mahbubasiddiqua 2 года назад +23

    সততার আলো মানুষকে আলোকিত ও অন্যের কাছে গ্রহণীয় করে করে তোলে। সাজিয়ে ভিডিও করার জন্যই যে তুমি বাড়তি বালিশ , কাঁথাও অন্যান্য জিনিস ব্যবহার করেছে তা অবলীলায় বলে দিলে । অথচ এমন ব্লগার ও আছে যারা শুধু শো করার জন্যই নিত্যনতুন জিনিষ কেনো আর দেখায় যা কখনো অসহ্য লাগে। তোমাকে এই সরল স্বীকারাক্তি র জন্য এতো মিষ্টি লাগে।

  • @keyanazneen4829
    @keyanazneen4829 2 года назад

    আপু আপ আপনার ভিডিওর অপেক্ষা করেছিলাম। পর্দা গুলো অনেক সুন্দর।

  • @shamimrahismia2186
    @shamimrahismia2186 2 года назад +7

    মাশাআল্লাহ আপু! খুব সুন্দর হয়েছে রুম সাজানো 🥰🥰🥰

  • @adadnan2762
    @adadnan2762 2 года назад +1

    আপু ইউটিউবে সেরা ব্লগাার অনেক ভালো লাগে আপনাকে আপু বিশেষ করে কাজ করা এবং ফানি্চার গুলা অনেক ভালো লাগে আপু ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা সাপোর্ট করবো

  • @jakiasultanaranu7778
    @jakiasultanaranu7778 2 года назад +4

    *MashAllah💞🥰🤲*

  • @pbshelly2346
    @pbshelly2346 2 года назад

    আপনার প্রতিটি ব্লগই আমি অত্যন্ত মনোযোগ সহকারে দেখি। খুবই ভালো লাগে। আমার ছোট্ট দুটি বেবি ও আপনার ব্লগের অপেক্ষায় থাকে। আমার মত ওরাও আপনার ফেন হয়ে গেছে। ভালো থাকবেন। আপনার নেক্সট ব্লগের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

  • @dailylifecook
    @dailylifecook 2 года назад +3

    এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম আপু ❤️ধন্যবাদ আপু শেয়ার করার জন্য

  • @ShathiParvin-cr9rq
    @ShathiParvin-cr9rq 3 месяца назад

    Onk sundor laglo apu ❤️💕💕

  • @taniaakther6059
    @taniaakther6059 2 года назад +5

    মাশাআল্লাহ🥰🥰🥰খুব ভালো লাগছে।ইনশাআল্লাহ আমার ২ মেয়ের জন্য এমন একটা রুম সাজাবো।দোয়া করবেন আপু।নুর মামনির জন্য অনেক দোয়া রইলো💞💞

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      অসংখ্য ধন্যবাদ আপু। 😊 মামনিদের জন্য দোয়া রইলো।

  • @bangladeshivloggerusha3866
    @bangladeshivloggerusha3866 2 года назад +3

    অনেক দিন পর কমেন্ট করছি। তবে তোমার সব ভিডিও দেখা হয়। বরাবরের মতোই তোমার ভিডিও অনেক ভালো লেগেছে। শুভকামনা রইলো আপু তোমার জন্য। ভালো থেকো সবসময়।

  • @sahinafaruk4203
    @sahinafaruk4203 2 года назад

    Masaallah,Allah Pak apnar songsare rohmot borkot Dan koruk insaallah

  • @mahmudamahmuda3509
    @mahmudamahmuda3509 2 года назад +4

    খুব সুন্দর

  • @tasnimmeghsvlog9829
    @tasnimmeghsvlog9829 2 года назад

    আমার জীবনে প্রথম আপনার ভ্লগ ভিডিও দেখা শুরু করেছি।।।। সাথে নিজের ও ইচ্ছা হয়েছে আমার জীবন কাহিনি আপনার মতো করে সবার কাছে তুলে ধরতে।।। আমার কোন বোন নাই।। আমি বোন বানাতে চাই আপনাকে ।।।

  • @MunnisCookingAndLifestyle
    @MunnisCookingAndLifestyle 2 года назад +5

    Ma Sha Allah apu nice sharing ❤️

  • @mostmuktasirmen1551
    @mostmuktasirmen1551 2 года назад +1

    Khub khub sundore hoycha appu

  • @QueenLamiya7799
    @QueenLamiya7799 2 года назад +4

    🙂🙂 ভিডিও পাওয়া সাথে সাথে হাজির অপু 🙂

  • @easminakter28
    @easminakter28 2 года назад +1

    Masallah onak valo laglo.

  • @tamannascookbook
    @tamannascookbook 2 года назад +3

    সুন্দর ঘর আপু।

  • @juliiqra9056
    @juliiqra9056 2 года назад

    অনেক... সুন্দর হয়ছে আপু মাশাআল্লাহ আপনার মেয়ে ও আপনার মতো গুছানো হবে অনেক দোয়া রইলো সবার জন্য❤️❤️❤️❤️❤️❤️

  • @bangladeshimumdenmark6688
    @bangladeshimumdenmark6688 2 года назад +3

    You have wonderful decorating ideas 🥰

    • @mdalumgir9282
      @mdalumgir9282 2 года назад

      অনেক সুন্দর রুমটা।

  • @kamrul123kamrul8
    @kamrul123kamrul8 2 года назад

    Onk sundor hoise apu aro agiye jan apni

  • @jasminharoonpia
    @jasminharoonpia 2 года назад +3

    😍😍😍

  • @abidasultana1596
    @abidasultana1596 2 года назад +2

    মাশাআল্লাহ। খুব সুন্দর ডেকোরেশন

  • @aliflaila4615
    @aliflaila4615 2 года назад +4

    😍😍😍❤️🇮🇳

  • @gaziminara8343
    @gaziminara8343 2 года назад

    Ma sha allah apu onk sundor hoyeche...
    Organisations video gului onk upokari...💚

  • @farzimfaomi206
    @farzimfaomi206 2 года назад +1

    মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লেগেছে ভিডিও টা

  • @afrojaaktherliza5488
    @afrojaaktherliza5488 Год назад

    Apu apnar video ta khub valo laglo room organised kora Sundor hoice apu 🥰❤️🥰❤️

  • @BangladeshivloggerSabinactg
    @BangladeshivloggerSabinactg 2 года назад +2

    খুবই খুবই সুন্দর হয়েছে আপু আপনার রুচি আছে সাথে কথাগুলো এবং বুঝিয়ে বলার ধরন 🥰অনেক ভালো থাকবেন আপু❤

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকবেন।

  • @hazerahasanhazerahasan4663
    @hazerahasanhazerahasan4663 2 года назад +2

    Ma sha Allah onek sundor hoise

  • @PUBGGAMING-ms7yz
    @PUBGGAMING-ms7yz 2 года назад +2

    এক,কথায়,অসাধারণ আপু,তোমার,বিডিও

  • @bangladeshibloggertasniasm2623
    @bangladeshibloggertasniasm2623 2 года назад

    Masaallah khuv sundor hoyece apu

  • @mahamudamomen4015
    @mahamudamomen4015 2 года назад

    রুমের বুক সেল্প
    ও আলনাটা আমার খুব ভালো লেগেছে।❤❤❤❤❤

  • @MdAlomgir-mv3gn
    @MdAlomgir-mv3gn 2 года назад +1

    আপনার ভিডিও সব গুলো মন চুয়ে যাই, আপনার পরিবারের জন্য অনেক দোয়া রইলো।

  • @mdtaskin3022
    @mdtaskin3022 2 года назад +1

    আসসালামুআলাইকুম আপু কেমন আছেন,আপনার কথা ভাবতে ভাবতেই ভিড়িও চলে এসেছে,আপু আপনার কথা যেমন সুন্দর গোছানো তেমনি আপনার কাজ গুলান, মাসআল্লাহ দেখতে শুনতে।

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু।

  • @RuhulAmin-mk2bp
    @RuhulAmin-mk2bp 2 года назад

    আপনি জানেন আপনার ব্লগ আমি অনেকদিন ধরে দেখি কিন্তু কোনদিন সাবস্ক্রাইব করা হয় না আমার পাঁচ মাসের বাচ্চা আজকে হঠাৎ করে সাবস্ক্রাইব করে দিছে সত্যিই আমি ভীষণ সারপ্রাইজড হয়েছি

  • @Riktas_vloging
    @Riktas_vloging 2 года назад +2

    আসসালামু আলাইকুম আপু অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখি, আজ প্রথম কমেন্ট করলাম।

    • @BangladeshibloggermumHira
      @BangladeshibloggermumHira  2 года назад

      ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আপু।

  • @nusratjahanraisa9137
    @nusratjahanraisa9137 2 года назад

    Assalamualaikum apu.apnar video gulo khub valo lage.sob somoy dekhi.❤️❤️

  • @mitukhan1648
    @mitukhan1648 2 года назад

    সত্যি বলতে আমিও আপনার ভিডিওর অপেক্ষায় থাকি।মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। কর্নারের ওই ফুলদানি টা আমার আছে

  • @sabihamimvlogs975
    @sabihamimvlogs975 2 года назад +2

    আপু তোমার সবকিছুই অসম্ভব সুন্দর লাগে

  • @RSAcreativeworld
    @RSAcreativeworld 2 года назад

    সাধারণ কিছু কে কিভাবে অসাধারণ করা যায় সেটা একমাএ তোমার থেকেই শেখা সম্ভব। দেশি বোন আমার, নুরের প্রতি আদর দিও।

  • @jubayeralomjony2823
    @jubayeralomjony2823 2 года назад +1

    আপু অনেক সুন্দর হয়ছে আপনার ভিডিও এর অপেক্ষাই ছিলাম

  • @bratatisarkar4969
    @bratatisarkar4969 2 года назад

    Khub sudor hoyeche...
    Aapamor Bangladesh er bhai boneder subho duga poojar antorik abhinandan o bhalobasha

  • @mdatiarrahman268
    @mdatiarrahman268 5 месяцев назад

    Darun laglo apu 😮

  • @mdabdullha2560
    @mdabdullha2560 2 года назад

    মাশাআল্লাহ আপু তোমার রুচি অনেকটা আমার রুচির সাথে মিসে জায় আমি তোমার মতো করে ঘর সাজাতে ভালোবাসি সুন্দর একটা ভিডিও জন্য ধন্যবাদ জাজাকাল্লাহ

  • @sadiaislam129
    @sadiaislam129 2 года назад

    Ma Sha Allah khub sundor hoyece.