আমরা বার বার Puri কেন যাই? Puri যাবার 10 টা প্রধান কারণ!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 881

  • @samitabasu9629
    @samitabasu9629 2 года назад +112

    দুর্দান্ত লাগে পুরী যেতে। ট্রেন থেকে নেমে অটো রিক্সা নিয়ে যখন এ রাস্তা ওরাস্তা পেরিয়ে প্রথম সমুদ্র দেখতে পাই সে আনন্দ কাউকে বলে বোঝাতে পারিনা। তাই এপ্রসঙ্গে বলার আমরা তো পুরী এমনি এমনিই যাই। আর সব তো আপনি বলেই দিলেন।

    • @saumikmondal5437
      @saumikmondal5437 2 года назад +5

      Yes exactly. Puri amon akti jaiga jotobari jawa hok na kno Puri r beauty jno aro besi bere jai protibare.

    • @avradeepdas1606
      @avradeepdas1606 2 года назад +4

      সেই বিখ্যাত বাক।

    • @avradeepdas1606
      @avradeepdas1606 2 года назад +2

      যে বাক এর পরেই উন্মত্ত বঙ্গোপসাগর।

    • @asitsaradar449
      @asitsaradar449 2 года назад +2

      Ekdom. same feeling

    • @sourav.ray19
      @sourav.ray19 2 года назад +2

      Ekdom moner kotha ta bollen

  • @somnathpal2109
    @somnathpal2109 2 года назад +6

    ওখানে গেলে মনের গ্লানি ধুয়ে যায়, বাড়ি এসে মনটা ভালো লাগে, নুতন উদ্দাম লাগে বেঁচে থাকার জন্য আর পরের বার যাবার জন্য। খুব ভালো বিষয়টা ছিল আলোচনার জন্য। ধন্যবাদ exploerer.

  • @ronypaytm1490
    @ronypaytm1490 2 года назад +26

    সবচেয়ে সেরা অংশ হলো রিক্সা থেকে আপনাকে চিনতে পেরে চিৎকার.... আপনার মুখের হাসিটা বলে দিচ্ছিল কতোটা ভালো লেগেছে আপনার.... এটা আপনার অর্জিত... এভাবেই এগিয়ে চলুন.... বাঙালি RUclipser এর সঙ্গাটাই পাল্টে দিয়েছেন...🥰🥰🥰🥰

  • @abirbose8527
    @abirbose8527 2 года назад +1

    বাংলা তথা ভারতের অন্যতম সেরা ট্রাভেল vlogger আপনি।। আপনাকে অসংখ্য মানুষ এর মতো আমি ও ফলো করি এবং ঘুরেছি।। জীবনে একটি বার আপনার সাথে ঘোরার ইচ্ছা আছে জানিনা কবে পুরন করতে পারবো।

  • @amritajana8655
    @amritajana8655 2 года назад +24

    পুরী যাবার প্রতিটি কারন যেগুলি আপনি বললেন সেগুলি একদম পারফেক্ট।
    জয় জগন্নাথ 🙏

    • @arnabmondal751
      @arnabmondal751 7 месяцев назад

      জয় জগন্নাথ। ❤️

  • @shuvrachatterjee3857
    @shuvrachatterjee3857 2 года назад +9

    সব কারনগুলি একদম সঠিক, আমি আরও একটা কারণ যোগ করছি, সেটা হলো...আবহাওয়া এত মনোরম যে বাচ্চা থেকে বড়ো সবাই উপভোগ করে সুস্থ শরীরে বাড়ি ফেরে

  • @asishdatta1547
    @asishdatta1547 Год назад +1

    আপনার বিশ্লেষন একদম সঠিক। ধন্যবাদ ।

  • @anindyakundu7245
    @anindyakundu7245 2 года назад +8

    অসাধারণ । যেখানেই যাই না কেন, পুরী যেন আমাদের দ্বিতীয় ঠিকানা। খুব মনের কাছের জায়গা। জয় জগন্নাথ।

    • @arnabmondal751
      @arnabmondal751 7 месяцев назад

      জয় জগন্নাথ। ❤️

  • @travelexp-g7c
    @travelexp-g7c 2 года назад +33

    সত্যই তাই। আমারও পুরী ১৪ - ১৫ বার যাওয়া হয়ে গেছে। পুরী হচ্ছে স্বল্প খরচের মধ্যে পরিবার বা বন্ধুদের সঙ্গে অথবা একান্তে ছুটি কাটানোর বেশ ভালো জায়গা। I ❤PURI

    • @drrajibhomoeo
      @drrajibhomoeo 2 года назад +4

      আপনার পয়েন্টে কোনো কথা হবে না। আমি যে দু পয়েন্ট যোগ করবো তা হলো-
      ১. সব বয়েসী মানুষের সময় কাটাতে অসুবিধা হয় না ও সন্ধ্যায় সমুদ্রের তীরে বসে সুন্দর সময় কাটে যেটা অনেক জায়গায় বেশ কষ্টকর হয়।
      ২. নিজের গ্ৰাম বা শহরের যে মুখচেনা মানুষের সঙ্গে সাধারণত কথা হয় না, হঠাৎ দেখা ও কথা অন্য জায়গার তুলনায় পুরীতে ই বেশী হয় যা অন্তত আমার কাছে খুবই আনন্দের।
      শুভেচ্ছা রহিল।

  • @anuradhabhattacharjee1383
    @anuradhabhattacharjee1383 9 месяцев назад +1

    No substitute of PURI. Joy Jagannath 😊❤

  • @mousumiganguly2954
    @mousumiganguly2954 2 года назад +18

    যে কারণ গুলো বললেন সব গুলোই মনের কথা ।প্রতি বছর যায় ।কি যে টান আছে কি বলবো।এক মাত্র পুরী বার বার যেতে ইচ্ছা করে ।জয় জগন্নাথ

  • @saumikmondal5437
    @saumikmondal5437 2 года назад +1

    Apni puro perfect 10 ta karon bollen sir
    Puro mon chue galo oi ak rater train r point ty . Apnar pure bangali voice ta shunteo khub mishti lage . Ai jonne apni amader bengaler number 1 vlogger

  • @anganamukherjee7570
    @anganamukherjee7570 2 года назад +24

    পুরী হচ্ছে 2nd হোম। একটা আলাদা অনুভূতি ভালোবাসা সমুদ্রের ঢেউ আর জয় জগন্নাথ 🙏🙏🙏
    কতোবার যে গেছি বলতে পারবোনা। বার বার ফিরে যাবো পুরীতে। Love this puri jagannath 🙏

  • @ganeshchandrashaw6916
    @ganeshchandrashaw6916 2 года назад +1

    আমি প্রথম গিয়েছিলাম বাবা মা আর ভাই বোন বন্ধু নিয়ে এগারো জন..১৯৮৯সালে.মস্তক মুণ্ডন করতে মায়ের মানত ছিল .তার পর কতবার গিয়েছি .তবুও মন বার বার টানে তবে একটা জিনিষ আমি খুব মানি বাবা জগন্নাথ দেবের ইচ্ছা না হলে তাঁকে দর্শন করা অসম্ভব...জয় জগন্নাথ....

  • @sampamaitra3361
    @sampamaitra3361 2 года назад +22

    পুরী একটা এমনই জায়গা যেখানে বাবা, বর, ছেলে তিন প্রজন্মদের সঙ্গে আলাদা
    সময়ে গেলেও অনুভূতি একই রকম থাকে।

    • @sankardey2818
      @sankardey2818 Год назад

      Puri osadharn puri kokhono purano
      Hoy na .bangalir jnnmo jonmantorer
      Somporko.

  • @sayantanchowdhury4114
    @sayantanchowdhury4114 2 года назад +25

    Absolutely right points you told Sir.. One more point I would like to add, i.e.-
    সন্ধ্যার পর সমুদ্রের পারে চেয়ার পেতে বসে বাঙালীর চা আর ঝালমুড়ি খাওয়ার আনন্দ..

  • @jayashribose8044
    @jayashribose8044 2 года назад +5

    আমি যতবার পুরীতে গেছি, ততবারই নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, আমি বছরে অন্তত একবার পুরী যেতে চাই স্বপরিবারে। জয় জগন্নাথ 🙏🙏

  • @somakanjilal7057
    @somakanjilal7057 2 года назад +5

    সত্যিই তাই। আমি আমার বাবা-মার সঙ্গে সেই ছোট্ট থেকে আমার বিয়ের কিছু আগে অব্দি এসেছি। আবার পরে আমার ছেলেকে নিয়ে আসা শুরু হয়েছে, সেও ছোট থেকে তার পুরী ভ্রমণ শুরু করেছে♥️

  • @mamatamallick2008
    @mamatamallick2008 2 года назад

    আপনার প্রত্যেকটা পয়েন্ট একদম ঠিক।আজ রাতেই আমরা পুরীর জন্য রওনা হবো,আর ঠিক তার আগেই এই ভিডিও টা পেলাম,দারুণ লাগলো।

  • @subhrajitpaul4213
    @subhrajitpaul4213 2 года назад

    স্যার,আমি শুভ্রজিৎ পাল, আপনার চ্যানেলের একজন subscriber ও একজন নিয়মিত মুগ্ধ দর্শক।আপনার ভিডিওর জন্য ওই খানিকটা চাতক পাখির মতো বসে থাকি বলতে পারেন। আমি শুনেছি পাল পদবীর সব লোকেরাই নাকি একে অপরের আত্মীয় হয়(ওই কোনো না কোনো ভাবে লতায়-পাতায়)‌। লেখক রজত পাল স্যারের সাথে কলেজ স্ট্রিটে দেখা হওয়ার পর উনি আমার নাম-পদবী জেনে হেসে খানিকটা এইরকম কথাই বলেছিলেন। সেদিন থেকেই ধারনাটাকে আরও দৃঢ় করি। আর এই হিসেবে ধরলে আপনি আর আমিও আত্মীয়ই হই 😀। যাইহোক স্যার বাঙালির ২য় বাড়ি পুরীতে ঘুরতে যাওয়ার আপনি যে ১০টি কারণ বলেছেন তার সঙ্গে আমি ১০০% সহমত।
    সবশেষে একটাই ইচ্ছা রয়েছে,আপনার সাথে দেখা করার।আশা করব একদিন না একদিন সেটা পূরণ হবেই,আর কোথাও বেড়াতে গিয়েই হবে। আপনার চ্যানেল ও আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন... ❤️

  • @dipaligarai3017
    @dipaligarai3017 2 года назад +1

    খুব ভালো লাগলো ‌কিছুদিন আগে পুরী ঘুরে এসেছি। বয়স্ক বাবা মার সঙ্গে দাদা বোন আমার ফ্যামেলির সবাই 14 জন মিলে সাথে 3 বছরের নাতনি কে নিয়ে কয়েকটা দিন খুব আনন্দে কাটিয়ে এসেছি । এটাও একটা কারণ ফ্যামেলির টুর মানেই পুরী।❤️❤️

  • @souvikdawn4927
    @souvikdawn4927 Год назад +1

    Bangali +Puri= Eternal Love Story...❤

  • @nanditamazumder388
    @nanditamazumder388 2 года назад +3

    সত্যি অসাধারণ লাগে পুরী ,
    সমুদ্রের পাড়ে চায়ের দোকানে চা খেতে খেতে ঢেউ গুনতে বেশ লাগে। পুরী যাওয়ার এটাও একটা কারণ ।

  • @sushantachoudhury7021
    @sushantachoudhury7021 2 года назад

    Agreed with all the points. Thakur dekha +Somudra snan ek jaiga te. Ei combination tai sera.

  • @vagabondnaeem
    @vagabondnaeem 2 года назад +10

    বাংলাদেশ থেকে বলছি,
    এক হাটা পথে ০১ ভ্লগ, অসাধারণ ১০ পয়েন্ট,
    দূর্দান্ত করেছেন,
    এর পর ইন্ডিয়া গেলে অবশ্যই পুরী যাব।

  • @subratadas6654
    @subratadas6654 2 года назад +1

    বোধহয় আপনার সবথেকে ছোট vlog, কিন্তু যে 10 টা point বললেন তা কিছুতেই অস্বীকার করতে পারি না, একদম সত্যি কথা। আপনার মাধ্যমে পুণ্যভূমি আরো একবার দর্শন করলাম। ভালো থাকবেন। 🙏🙏

  • @jayasreedas952
    @jayasreedas952 2 года назад +1

    পুরীর যাবার জন্য দশটি কারনের সঙ্গে আমি সম্পূর্ণ একমত।আমি বাইশ বার পুরী গিয়েছি ।পুরীর মদনমোহন ও ছানা পোড়া নিয়ে কোন কথা হবে না।আমিও অনেক জায়গায় ঘুরেছি কিন্তু পুরীর‌ মত এত আনন্দ কোথাও পাইনি আমার পিয় ডেন্টিনেশান পুরী।আবার যাচছি সামনের মাসে পুরী।ধন্যবাদ৷।

  • @somenathsarkar9953
    @somenathsarkar9953 2 года назад

    আমি একজন senior citizen। আমি যে জীবনে কতবার পুরী গেছি তা গুনে শেষ করতে পারবো না। আপনি বেশ ভালোই explain করেছেন। তবে আরো দু একটা ছোটো খাটো কারণ আছে আমার কাছে।
    ১) অনেক দিন আগে একটা ad TV তে দেখা যেতো। একটি বাচ্ছা ছেলে horlics এর বিজ্ঞাপন এ বলতো আমি তো এমনি
    এমনি খাই। আমরাও অনেকে তেমনি কারণ ছাড়াই অনেক সময় পুরী যাই।
    ২) পুরী কিন্তু জগন্নাথ দেবের পর
    চৈতন্য মহাপ্রভুর পুরী হিসাবেও বিখ্যাত।
    আর তাঁর স্মৃতি বিজড়িত স্থান গুলিও
    Equally important। Tota গোপীনাথ
    সিদ্ধ বকুল ও হরিদাস গোস্বামী,
    জগন্নাথ মন্দিরের মধ্যে কার চৈতন্য মহাপ্রভুর স্পর্শ করা গরুর স্তম্ভ।
    ৩) জগন্নাথ এর রথ যাত্রা ও স্নান যাত্রা।
    ৪) বিভিন্ন সম্প্রদায়ের মঠ মন্দির ও
    মিশন ও সেখানে তাঁদের শিষ্য ভক্ত দের আনাগোনা।
    ৫) আমি feel করেছি monotoni এলে বা
    ডিপ্রেসন হলে তা কাটানোর মতো best জায়গা পুরী।
    ৬) honey moon spot
    ৭)vlog করার spot।
    হয়ত আরো কিছু আছে।
    যাক গে ভালো থাকবেন, আরো অনেক অনেক vlog করুন আমাদের জন্যে।
    ভালোবাসা ও শুভেচছা

  • @sudiptakundu6847
    @sudiptakundu6847 2 года назад +2

    শিবাজীদা কোনো কমেন্ট নয়, শুধুমাত্র অশেষ ধন্যবাদ জানানোই যথেষ্ট ছিল এই পর্বের জন্য।
    তবুও একটা কথা আমার বারেবারে মনে হয় পুরী যাওয়াটা আমাদের অভ্যাস। বাবার কোলে, হাত ধরে যাওয়া শুরু করে বাবা-মাকে নিয়ে আমার বিয়ের পর সপরিবারে, আবার পরে নিজের সন্তানকে কোলে নিয়ে পুরী যাওয়া। দেশের অন্যান্য জায়গার ঘোরার মাঝে মাঝে আমাদের ফিরে আসার জায়গাটা অবশ্যই পুরী.....

  • @sanjoychatterjee1644
    @sanjoychatterjee1644 2 года назад +1

    নমস্কার দাদা, আপনার বলা পুরী ভ্রমণের দশটা কারণের সাথে পুরোপুরি সহমত পোষণ করে বলছি, আমার কাছে পুরী যাবার আরেকটি কারণ আছে সেটা হলো আলারনাথ মন্দির দর্শন। অদ্ভুত এক প্রশান্তি অনুভব করি ঐ মন্দিরে। অনুরোধ রইল আপনার এই পরিবারের জন্য একবার আলারনাথ মন্দিরে যাবার জন্য। পর্বের শেষ লগ্নে আপনার ছানাপোড়া খাবার মুহূর্তটা অসাধারণ। এই সাবলীলতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

  • @ranjanaganguly2236
    @ranjanaganguly2236 2 года назад

    পুরী আমার all time fevorite. পুরী যাওয়ার কারণ আপনি যথার্থ বলেছেন। আমি ও বহুবার পুরী গেছি। আর marketing এর তো তুলনা নেই। 👍👍

  • @abhishekbanerjee4737
    @abhishekbanerjee4737 2 года назад +2

    অসাধারণ আজকের vlog পুরী আর যেখানেই যাই না কেন পুরী একটা আলাদা emotion এ যেন এক অদ্ভুত ভালোলাগা পুরো চুম্বক এর মত টান জয় জগন্নাথ 🙏

  • @sandipjasu6321
    @sandipjasu6321 2 года назад +2

    হুম আমি একমত। পুরী যেতে দারুণ লাগে । সন্ধ্যাবেলা সমুদ্রের পারে বসে খুব সহজেই সময় কেটে যায়। সমুদ্রের শীতল হাওয়া আর সমুদ্রের শান্ত গর্জন এক অন্য রকম পরিবেশ তৈরি করে।
    বার বার যেতে ভালো লাগে । জয় জগণ্ণাথ 🙏🙏🙏🙏❤❤❤

  • @rajarshinaha8850
    @rajarshinaha8850 2 года назад +2

    সব কটা কারণ একদম সঠিক...শুধু যোগ করবো...পুরীর অনেক জায়গা দিয়ে যেতে যেতে মনে হয় ..সময় যেন ৫০ বছর আগে আটকে গেছে..এই বেপারটা মানুষ উপভোগ করে..বলে মনে হয়.

  • @binda007banerjee6
    @binda007banerjee6 2 года назад

    খুব সুন্দর প্রতিবেদন, তা ছাড়া আপনার বলার ভঙ্গিমা সাধারণ হলেও বেশ মিষ্টতা আছে, এগিয়ে চলুন।

  • @amit_ks
    @amit_ks 2 года назад +10

    পুরী কে বাঙালি রা যে ভাবে চেনে, মনে হয় ওখানকার স্থানীয় লোকজনেও অত ভালো করে জানে না। 😂😂😂 Well said sivaji da.

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 2 года назад

    একদম দাদা সত্যি নিজের জায়গা লাগে বছরে ২ বার যাই। জগন্নাথ দেবের কথা শুনেই গায়ে শিহরণ দিয়ে উঠলো। সব কটা ই একদম ঠিক। গত ২ বছর এর অভিজ্ঞতায় বলবো আর একটা কারণ হলো এখন বাইক আর গাড়ি রেন্ট এ পাওয়া যায় যেটা নিয়ে নিজেই ঘোরা জয় জেরোকম আমি করছি লাস্ট ২ বছর। দারুন ভিডিও 💓💓💓💓💓 জয় জগন্নাথ

  • @sudhanshumukhopadhaya7192
    @sudhanshumukhopadhaya7192 2 года назад +1

    একদম ঠিক কথা, একই সঙ্গে তীর্থ ও প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র স্নানের উত্তেজনার মিশেল খুব কম জায়গাতেই পাওয়া যায় । ব্লগটা দারুণ লাগল। নমস্কার নেবেন, ভাল থাকবেন।

  • @aadhikary1319
    @aadhikary1319 2 года назад

    Puri akta aladai comfort zone, sobkota points thik bolechen, Puri kokhono amader kche purono hyna. Evergreen💚..
    Apnar family niye sei 2bchor( 2/3bchor..oromi Hobe) ager Puri trip, still a best info ever. Khub valo chilo oi trip ta,barir sokol k niye ghora,valo Cafe information dyechilen+light house er jkhane chilen( khub bhul na krle Airbnb thke akta flat e chilen sobai)..sekhne seabch e j chele tir thke brkfst krechilen..darun..
    Again dhonnobad Puri niye video banabar jnno🙏..
    R ha recently Maharashtra video gulor mddhe SHIRDI SAI khubbb valo legeche,khubii informative..r ferar diner train journey and co passenger ra jvabe apnader dujon k apon kre niye khabar share korlen_otuloniyo..akhn to esob otit hyegche..
    Valo thakben.

  • @urbamukherjee8009
    @urbamukherjee8009 2 года назад

    ধন্যবাদ।
    আমি personal cause য়ে আপাতত কোথাও যেতে পারছি না আপনার ভ্রমণ দেখলে মন ভরে যায়। আমরাও আপনার সাথে মানস ভ্রমণ করি।

  • @alokebhattacharya
    @alokebhattacharya 2 года назад +3

    প্রত্যেকটি কারণেই সহমত পোষণ করছি, তার সাথে একটু যোগ করছি পুরীর সমুদ্রে সূর্যোদয় কিন্তু অসাধারণ লাগে সকালে হাঁটতে হাঁটতে জেলেদের মাছ নিয়ে পারে আসার দৃশ্য, ওখানেই দরদাম করে কেনাকাটাতে বাঙালির অপার আনন্দ।

  • @asokbandyopadhyaya221
    @asokbandyopadhyaya221 2 года назад +4

    অসাধারণ উপস্থাপনা 🙏
    আপনার উল্লেখিত ১০টি কারণ এবং তার ক্রমবিন্যাসের সাথে একশো শতাংশ সহমত পোষণ করি🌷

  • @riyamondaldey4920
    @riyamondaldey4920 2 года назад

    Barbar mane,1000koti bar geleo Mon vorbe na....khub dukkher bepar je coronar jnno ankdin jete parini..I miss u Puri.Apnakr ank dhonnobad Shibaji da..apnar video osadharo lage🙏

  • @joydeepadhikary6056
    @joydeepadhikary6056 2 года назад

    তোমার বাচনভঙ্গির জন্যে একটা ছোট্ট কনটেন্ট ও কত ভালো হয়ে ওঠে এই ভিডিওটাই তার প্রমান। খুব ভালো লাগলো।

  • @aditichakraborty6447
    @aditichakraborty6447 2 года назад

    Apni j kothagulo bollen ekdom sobaikar moner kotha. Ami o august er 8 th e Puri giyechilam ebong darun enjoy korechi. Ekbar Mirta Cafe te lunch ba dinner try korte paren. Highly recomended. Enjoy your trip.

  • @subhasishchakrabortty7809
    @subhasishchakrabortty7809 2 года назад

    শিবাজী দা আপনাকে কেনো জানি না আমার নিজের বাড়ীর লোক মনে হয় সবসময়।। সেই 7k থেকে আপনার subscriber। প্রতিটা ব্লগ দেখে দেখে দারুণ একটা emotional connection হয়ে গেছে। সামনে দেখা হলে একবার জড়িয়ে ধরে এই ভালোবাসা share করে নেওয়ার ইচ্ছে রইলো।। বাঁকুড়া থেকে অনেক ভালোবাসা।

  • @souvikbag4423
    @souvikbag4423 2 года назад +4

    বাঙালির সাথে পুরীর আত্মিক সম্পর্ক। ছোট্টবেলায় বাবা মায়ের সাথে সেই পুরী ঘোরার ছবিগুলো দেখতে দেখতে বড়ো হয়েছি। এখন বারবার যাই পুরী। বহু স্মৃতি জড়িয়ে রয়েছে পুরীর সাথে।

  • @mitachowdhury578
    @mitachowdhury578 2 года назад

    আপনি যা যা কারণ বললেন,সত্যিই কারণ গুলো একদম ঠিক বলে ছেন।

  • @raajbiswaas9169
    @raajbiswaas9169 2 года назад

    আপনার সব কারণ গুলোই একদম ঠিক সত্যি খুব ভালো লাগার জায়গা হলো পুরী জয় জগন্নাথ 🙏🙏

  • @rohandas6297
    @rohandas6297 2 года назад

    Apnar 10ta karon ekdam correct. Amar personal aro ekta karon egulo chara holo sea beach er dhare chair e boshe ghontar por ghonta boshe thaka r ek er por ek dheu bhangte dekha r tar awaz sunte amar khub bhalo lage.

  • @anjalibasak3577
    @anjalibasak3577 2 года назад

    তোমার V D O আর কি বলবো।তোমার এত্ত সুন্দর presentation , মনে হচ্ছে যেনো সেই চির পরিচিত জায়গায় ই নিয়ে গেল।তুমি যে দোকানে ছানা পোড়া খেলে ,ওটা আমাদের সকাল বিকাল টিফিন খাওয়া র বাঁধা জায়গা।সকালে লুচি মিষ্টি বিকেলে নোনতা ,রাতের খাবারের সাথে কিনে নিয়ে যাওয়া ছানা পোড়া ,রসগোল্লা , মদনো মহনো আঃ পুরী

  • @iamlikeme
    @iamlikeme 2 года назад

    আমার আপাতত পাঁচ বার হয়েছে.....আবার হব হব করছে। আমার দুটো কারণে খুব ভাল লাগে....প্রথমত মহা প্রভুর দর্শন
    , আর দ্বিতীয়ত সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ যেখানে অনায়াসে মহিলা হয়েও একা একা ঘুরে বেড়ানো যায়।

  • @sukantapal4768
    @sukantapal4768 2 года назад

    2 no. কারণ টা আমার সবচেয়ে পছন্দের। সন্ধ্যা বেলা সমুদ্রের ধারে বসে থাকতে আমার দারুণ লাগে।

  • @parthasarathisarkar6618
    @parthasarathisarkar6618 2 года назад

    দশটা কারণের সাথে একমত। আট বার গিয়েছি। এবারের পুজোয় নবম বারের জন্য আবার যাচ্ছি। নিখাদ ছুটি কাটানোর আদর্শ জায়গা। বড়ই মানসিক শান্তি দেয়। আমার মথে মন হয় যে কোনো ধরণের ভ্রমনার্থী দের পছন্দের উপকরণ এখানে পাওয়া যায়। তীর্থ বলুন, প্রকৃতি বলুন, শিল্প বলুন, খাওয়া দাওয়া বলুন, কেনা কা কাটা বলুন , যার যা পছন্দ সব উপকরণ আছে এখানে। একটা complete tourist spot.

  • @aaaa-qf6bw
    @aaaa-qf6bw 2 года назад

    Shibaji apni khub sundor bujiyechen, shabash.
    From your ten points, most of the Bengalis will have at least two or more reasons, which connects them with Puri

  • @barunkantipal6015
    @barunkantipal6015 Год назад +1

    I am fully agree with the ten reasons you stated in your video. These are the primary reasons and I think there is no other reasons anybody can say. Obviously Puri may be hometown of any body else but being a traveller I feel that the reasons you told in this video, are the exclusive reasons to visit Puri.

  • @kalidasnaskar4612
    @kalidasnaskar4612 2 года назад

    পুরী, দেবভূমি আর অসীম সত্ত্বার এক নিবিড় মেলবন্ধন। মনের পুষ্টি জোগাড় করার এক অদ্ভুত জায়গা।খুব ভালো লাগলো।ইতিমধ্যে অনেকগুলো subscribe করে দিলাম। এভাবেই চলতে থাকুক।

  • @debajyotidey9196
    @debajyotidey9196 2 года назад

    খুব ভালো লাগলো। মনে হলো ওই চেনা রাস্তা ধরে আমিও হাঁটছি। অনেক ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা।

  • @bithibiswas1092
    @bithibiswas1092 2 года назад +2

    আমি ও আপনার সঙ্গে একমত। বছরে একবার দুবার তো হয়ে ই যায়। প্রথমেই হচ্ছে জগন্নাথ ধাম ও সমুদ্র। একদম নিজের বাড়ি।

  • @asims8142
    @asims8142 2 года назад +2

    Ami bochore ekbar jaboi.. mainly shomudro, beach and enjoying sitting in the hotel balcony and watching the sea with sky

    • @explorershibaji
      @explorershibaji  2 года назад +1

      বছরে একবার না গেলে চলবেই না

  • @prodyotbosebose1975
    @prodyotbosebose1975 2 года назад

    আপনার দশটি পয়েন্ট সব কিছুই কভার করেছে।খুব ভাল লাগল। লিখতে থাকুন।

  • @sumana-suman
    @sumana-suman 2 года назад +6

    জগন্নাথ দেবের প্রতি আত্মিক টানটাই আসল, পুরী তাই বাঙালিদের কাছে কখনও ম্লান হয় না।
    খুব ভাল লাগল।

    • @arnabmondal751
      @arnabmondal751 7 месяцев назад

      জয় জগন্নাথ। ❤️

  • @Sandiprana7
    @Sandiprana7 2 года назад

    পুরী যাবার ইচ্ছে টা কে আপনি আবার জাগিয়ে তুললেন। ধন্যবাদ দাদা

  • @anujitcoomar5411
    @anujitcoomar5411 2 года назад +1

    সবকটা কারনই সঠিক বলেছেন দাদা...👍
    পুরী আপামোর বাঙালির হৃদয়ের জায়গা....🙏

  • @debjyotighosh3624
    @debjyotighosh3624 2 года назад +3

    Nicely explain why puri is the best destination for bengali. I agree all 10 points which you arise in your video. Personally I travel 10 times at puri.
    JOY JAGANNATH 🙏🙏🙏🙏
    One point I also add here that puri is the second home of bengali.

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 2 года назад

    akdom sothik karongulo, darun lage chanapora, asadharon samudrer rup

  • @pratimabandyopadhyay2018
    @pratimabandyopadhyay2018 2 года назад

    আমার ও পুরী প্রায় পঁয়ত্রিশ-চল্লিশ বার হয়ে গেছে । অনেক আগের পুরী আর এখন সময়ের নিয়মে ই অনেক আলাদা, তবু ও মন বারবার ওখানেই ছুটে যায় ।পুরী বেড়াতে যাওয়ার ইচ্ছা গুলোর মধ্যে আর একটি বড় কারণ যে ওখানে নেশার দ্রব্য ব্যবহারকারীদের খোলামেলা অবস্থায় সমুদ্র ধারে কম দেখা যায়, তাতে আমরা একটু সহজ ভাবে ঘোরাফেরা করতে পারি, আর বাকি কারণ গুলো তো আছেই, যা যা বলেছো ।ভালো থেকো ।

  • @sudeshnachakraborti4179
    @sudeshnachakraborti4179 2 года назад

    Akdom thik bolechen...amio Puri jete khub bhalo bashi ..keu Puri jachey sunlei mon ta nechey othey

  • @sujoysengupta7087
    @sujoysengupta7087 2 года назад +1

    আপনার póints গুলো সব ঠিক আছে।আমি 1990 থেকে 2007 পর্যন্ত bhubaneswar Cuttack belt এ জব করেছি সেই সুবাদে upteen টাইমস পুরী গিয়েছি।খুরদা রোড থাকা কালীন প্রতি ছুটির দিন passenger ট্রেন ধরে দুপুরের ট্রেন ধরে পুরী চলে যেতাম রতে জগন্নথ

    • @sujoysengupta7087
      @sujoysengupta7087 2 года назад +1

      Express ধরে ঘরে ফিরে সঙ্গে আনা অভরা ভোগ খেয়ে নিতাম।এখন আমি 72 প্লাস ব্যাঙ্গালোরে থাকি।আপনাদের ব্লগ গুলো দেখে খুব ই মন চায়।গতবার ডিসেম্বর মাসে ছেলেরসঙ্গে আমরা 3জন 3 দিনের জন্য গিয়েছিলাম।এবারও যেতে চাই কিন্তু ছেলে ছাড়ছে না।বলছে 23 এ প্রথম দিকে যেতে।আমিও ভাবছি তাই যাবো।হয়তো ফ্লাইট এ যেতে হবে।তাতে আর পথের enjoyment আর হয়না।khardaha তে ভাই থাকে। ওখানেই এখন থাকি এক দেড় মাস।আপনি ত panihati থাকেন তাই না?

  • @moumitadey4601
    @moumitadey4601 2 года назад

    দুর্দান্ত আপনার ১০টা কারণ। আপনার সঙ্গে আমরা ও একমত

  • @debnathbasu2672
    @debnathbasu2672 2 года назад

    আপনি ক্রমশঃ invincible হয়ে উঠছেন। Just awesome 🙏

  • @ranodebjbr
    @ranodebjbr 2 года назад

    Mumbai এর পর expect করছিলাম আপনার Thailand tour দেখব, কিন্তু surprisingly জগন্নাথ ধাম দেখলাম, খুব ভালো লাগলো...

  • @arindammukherjee1055
    @arindammukherjee1055 2 года назад

    Darun laglo dada.... Puri amader akta emotion.... Nostalgia....
    Amar Puri asha 50 par hoye gache....Puri ajo amar kache notun..... 🙏

  • @akasbhattacharya8917
    @akasbhattacharya8917 2 года назад

    আপনার বলা সব কটা কারন ই সত্যি। নিঃসন্দেহে প্রথম ও দ্বিতীয় কারন টাই বোধহয় অন্য সব কিছুর থেকে শত যোজন এগিয়ে থাকবে। কতবার গেছি পুরী এখন আর count করতে পারিনা। February তে গেছি আবার October এ যাবো। এটা একটা emotional attachment । ও আপনার Maharashtra vlogs দারুন enjoy করেছি। এবার মনের মানুষ আসেননি? ভালো থাকবেন। জয় জগন্নাথ।

  • @sayantanmukherjee353
    @sayantanmukherjee353 2 года назад

    বেশ কয়েকবার আমরা পুরী গিয়েছিলাম। এখনও এই জায়গাটি আমাকে স্বল্প সময়ে এবং কম বাজেটে আকর্ষণ করে

  • @balarambasak9673
    @balarambasak9673 2 года назад

    সমুদ্র উপভোগ করতে সকল সন্ধ্যা । এটাও একটা কারণ । ধন্যবাদ ।

  • @ShuvrodeepDutta
    @ShuvrodeepDutta 2 года назад

    baba ar mayer sathe 13 baar gechi.. ses bodh hoi 17 bochor age gechilam... aj baba nei ekbochor holo... monehocche ar erbar jawar... bhalo laglo apnar video ta dekhe

  • @countingindianmilestone16
    @countingindianmilestone16 2 года назад

    দাদা আপনি যে রাস্তা দিয়ে আসছেন ঠিক ওই রাস্তার কাছেই আমি ছিলাম ঠিক 1 সপ্তাহ আগে 14ই আগস্ট থেকে 17ই আগস্টের2022 মধ্যেওই শঙ্করাচার্য আশ্রমের কাছে আমাদের হোটেল ছিল তাই রাস্তাটা খুব চেনা লাগছে। আর আপনার ভিডিও সাথে উপস্থাপনা অসাধারন লাগে আমার ও আমার বাবা ও মায়ের প আমরা আপনার খুব বড়ো ফ্যান।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 2 года назад

    Akdom thik Shibajida.....Puri bar bar jete ichhe kore konodin purono hobe na...Chana pora r taste proti bar aro aro besi bhalo lage.

  • @Nevermind2107
    @Nevermind2107 2 года назад

    1. Sea, sea beach and sea facing hotels
    2. Jagannath Dham
    3. Overnight journey back and forth
    4 reasonable charges for food and lodging with too many options
    5. Huge Bengali speaking crowd
    6. Shopping
    7. Local sweets

  • @jayitanaskar2117
    @jayitanaskar2117 2 года назад

    হ্যাঁ দাদা আপনি পুরির সম্মন্ধে ঠিক কথা বলেছেন।যত বার যাই না কেনো মন ভরে না।আপনার ভিডিও খুব ভালো আর তার সঙ্গে আপনার হাসি টা ও খুব ভালো ।ভালো থাকবেন আর আমাদের ভালো ভিডিও উপহার দেবেন 🙏🏻।

  • @Travelling_With_Bose
    @Travelling_With_Bose 2 года назад

    Ei eto ta rasta ami hete firi ebar theke ei time ta kivabe use kora jai Darun vabe seta dekhlam.... Darun bolechen.. Puri holo valobasa ❤❤

  • @tapaspaulkhubsundoroakdoms8398
    @tapaspaulkhubsundoroakdoms8398 2 года назад

    খুব ভালো পুরী নিয়ে একদম সাবলীল উপস্থাপনা।

  • @debjanidutta6363
    @debjanidutta6363 2 года назад

    অগুনতি বার পুরী যাওয়ার ফলে ঐ রাস্তাটা এবং যেই দোকান থেকে ছানাপোড়া খেলেন পুরোটার সাথেই connected ফিল করলাম , জয় জগন্নাথ

  • @subhasishmondal489
    @subhasishmondal489 2 года назад

    প্রত্যেক টা পয়েন্ট একদম ঠিক বলেছেন, খুব ভালো লাগলো

  • @goutamsaha3332
    @goutamsaha3332 2 года назад

    প্রতিটিই valid point. কিন্ত বাঙ্গালী পুরীতে এমনি এমনিই বার বার যায়।

  • @Prasanta_Nandi
    @Prasanta_Nandi 2 года назад

    এক কথায় জগন্নাথ, সমুদ্র আর কম খরচে অবসর.......

  • @suparnapandit6449
    @suparnapandit6449 2 года назад +1

    Perfect👍, bolachen,. Puri maney joy jaganath, chenna poda gajja, apurva samudra, bengali food, good hotel, secured place, and one night journey with my family👪.

  • @mitabhaumik9695
    @mitabhaumik9695 2 года назад +8

    Absolutely agree! One additional attraction for me, and I’m sure for all the other ladies, the amazingly beautiful Odissa silk sarees! 10th point of easy travel includes the short and easy travel time ( door to door 3-4 hrs ) by flight and a 1-hr ride from Bhubaneswar airport to Puri is just too good! With Traffic, my trip from home ( Newtown ) to my relatives in Jadavpur area takes longer 🥲😂

  • @sharmisthakumar1723
    @sharmisthakumar1723 2 года назад +2

    আপনি যদি এখনো পুরি তে থাকেন তাহলে চেষ্টা করবেন Kakatpur যাওয়ার... মা মঙ্গলা র মন্দির.... Konark থেকে ডান দিকে যেতে হয়... যেখানে পাণ্ডা রা নব কলেবরের আগে হতৈৎ দেন.... পুরি থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে...খুব শান্ত পরিবেশ... আশা করি ভালো লাগবে

  • @somenathbhattacharjee6799
    @somenathbhattacharjee6799 2 года назад +1

    এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম

  • @TheTravelingChobiwala
    @TheTravelingChobiwala 2 года назад

    Amr jibon e puri 24 bar jawa hoyeche r ei jayga bar bar taane ♥️.. Last bar jokhn gachilm mane 2022 er April e tokhn apnar sathe dekha hoyechilo Jagannath Mandir er bhetore 👍. ..

  • @arkamalik7451
    @arkamalik7451 2 года назад +1

    ১০. সব বয়সের সবার ভাল লাগার জায়গা
    ৯. কেনাকাটা
    ৮. খাওয়া দাওয়া (মাছ / মিষ্টি / খাজা ইদ্যাদি)
    ৭. সব রকমের সুন্দর লোকেশনে হোটেল
    ৬. সাইড সিন
    ৫. ভাষা সমস্যা নেই
    ৪. খরচ
    ৩. জগন্নাথ দর্শন
    ২. সহজ যোগাযোগ ব্যবস্থা / দূরত্ব
    ১. সুমুদ্র

  • @MrNidhi1234
    @MrNidhi1234 2 года назад

    আরও একটা কারণ আমার মনে হয় সেটা হলো কোনো রকম disturbance নেই বিচ এ। Peaceful, serene and holly place.

  • @anupamsantra6224
    @anupamsantra6224 2 года назад

    কাল সবে পুরি থেকে ফিরলাম.. যে দোকানে ছানাপোড়া খেলেন ওই দোকানে পাশে আমাদের holiday home ছিল... ওই দোকান থেকে আমরা rosogolla, মদন মোহন, ছানা পোড়া খেয়েছি..
    স্মৃতি গুলো খুব টাটকা... ভিডিও তে দেখে যেনো আরো ভালো লাগলো

  • @rahighosh5928
    @rahighosh5928 2 года назад

    Perfectly said but 1 more point. Samudra aarti & sand art. Jagannath swami Nayanapathgami Bhabhatume 🌷

  • @abhishekchoudhury7s774
    @abhishekchoudhury7s774 2 года назад

    R kono Karon nei…. You have summed up all reasons very nicely. You are too good… Just be like this, let not success get on top of you.

  • @madhumitadas1560
    @madhumitadas1560 2 года назад

    সবকটি কারণ ই মিলে গেল তো। অসাধারণ 👍

  • @mahadevnath6602
    @mahadevnath6602 2 года назад

    দাদা নমস্কার। আপনার ব্লগের তুলনা কারো সাথে হয় না।প্রতিটা জায়গার খুঁটি নাটি তথ্য আপনার মতো আর কেউ উপস্থাপন করতে পারে না। শুভ কামনা রইল অফুরন্ত এবং বাংলাদেশ আসার আমন্ত্রণ রইল।

  • @chanchalkumarganguly351
    @chanchalkumarganguly351 2 года назад

    Khub valo laglo Shibaji. Onek din por tomar video dekhlam..right you are. I do fully agree with your 10 points. Keep it up. Jai Jagannath..🙏