দুই বাংলার বিভিন্ন প্রান্তেই এধরণের প্রভাতী শাড়ির হাট বসে।মাননীয় শাকিব(বানানটি কি সঠিক হলো?) তারই একটি আমাদের দেখার সুযোগ করে দিলেন।মধ্যরাতের সুখনিদ্রা ত্যাগ করে,ব্যস্ত হাটের অতি ব্যস্ত মানুষদের কাছ থেকে সময় আদায় করে,তিনি যে পরিশ্রম সাধ্য তথ্যচিত্রটি বানিয়েছেন,তার জন্য সাবাস জানাই তাঁকে।হাটের মাঝে ক্রেতা-বিক্রেতার হাঁকাহাঁকি ও প্রচন্ড গোলোযোগ উপেক্ষা করে তাঁর প্রতিবেদন,পেশাদারিত্বের দাবী রাখে।ভবিষ্যতে আরো এই ধরণের হাটে আপনার লেন্স্ সহায় করে ঘুরবার ইচ্ছা রইলো।শুভেচ্ছা নেবেন ভাই।
কুণাল আপনার লেখাটি পড়ে একটা REPLY দেওয়ার লোভ সামলাতে পারলাম না। অল্প কথায় খুব সুন্দর করে গুছিয়ে সাকিব সাহেব ও উনার ভিডিওটির প্রশংসা করলেন। আপনার লেখা পড়ে আমি মুগ্ধ। আজকাল মানুষ এতো সুন্দর করে গুছিয়ে লিখতে জানে না। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব সাহেবকে এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
ব্রিটিশ আমলে জনাব মরহুম দবিরউদ্দিন চৌধুরী এই অঞ্চলে জামদানী শাড়ি শিল্প গড়ে তুলেন।তিনি ব্রিটিশ আমলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করে জামদানী শাড়ির ব্যবসা শুরু করেন। তিনি জামদানী শাড়ি বিদেশে রপ্তানি করতেন।পুরানো ঢাকার ন্যাশনাল হাসপাতালের পাশে উনার 'জামদানী হাউজ' খুবই বিখ্যাত বাড়ী ছিলো। উনি তারাবো ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।জামদানী শাড়িকে বিশ্বদরবারে পরিচয় করার ক্ষেত্রে উনার উজ্জ্বল ভূমিকা রয়েছে।
এই শাড়ীগুলি আগের দিনে মহিলাদের স্বপ্নের মতো ছিল । জামদানি শাড়ির মর্যাদাই আলাদা ছিল । ক্রমান্বয়ে মেয়ে/মহিলারা শাড়ি থেকে থ্রী-পিস এর দিকে ঝুঁকে পড়েছে। আস্তে আস্তে শাড়ির কদর কমে যাচ্ছে । ধন্যবাদ আপনার ভিডিয়োর জন্য ।
এই হাট থেকে সবাই শাড়ি ভালোভাবে কিনতে পারে না। অনেক সময় ছেড়া কিংবা কাঁটা ওয়াশের শাড়ি কিংবা ১০ হাত বা ১১হাত এর শাড়ি আনাড়ি কাস্টমারদের ধরায়ে দেয়।
তুমি নামাজকে সম্মান করো!! নামাজকে তোমার মাঝে ধারন করো!! নামাজ তোমাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বানিয়ে দিবে!!🌸🌼🌺 👉তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি 💕 তোমার রবের ইবাদত কর। ___[সূরাঃ-হিজর-৯৯]___,,
ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি , আপনার দেওয়া নাম্বার এ হোয়াটস আপ নেই । আমি যদি এই শাড়ি কিনতে চাই তাহলে কোথায় যোগাযোগ করবো ? যদি জানান তাহলে খুব উপকার হয় । আর একটা কথা না বলে পারলাম নাহ , সেটা হলো আমার কাকার বাড়ি বাংলাদেশ এর রংপুর এ । সেটা অবশ্য আমার বাবার মামার বাড়ি আর আমার দাদুর (ঠকুরদাদা ) তার বাড়িও রংপুর এ । শুনেছি মিস্তি পাড়া নামে আগে একটা জাগা ছিল এখন নাম বদলে অন্য কিছু হয়েছে । যাই হোক বাংলাদেশ একবার যাবো আমার পৈতৃক বাড়ি দেখতে । ঢাকা তেও আমার আতীয় আছে । বাংলাদেশ এর নাম শুনলেই শরীর এ একটা আনন্দ খেলে যায় ভালো থাকবেন
আসসালামু আলাইকুম ভাই খুব ভালো লাগলো ভিডিও টি আচ্ছা ভাই এই ভিডিও তে যারা শাড়ী হাতে নিয়ে হাঁটতে ছিল তারা কি তাঁতি ছিলেন আর ভাই আপনার কি এই হাঁটে কোন পরিচিত তাঁতি ছিলেন বা পরিচয় হয়েছে এমন কোন তাঁতির নাম ঠিকানা দেয়া যাবে আমার খুব দরকার অরজিনিয়াল তাঁতি ঘর যারা সৎ ভাবে কাজ করে এমন
দুই বাংলার বিভিন্ন প্রান্তেই এধরণের প্রভাতী শাড়ির হাট বসে।মাননীয় শাকিব(বানানটি কি সঠিক হলো?) তারই একটি আমাদের দেখার সুযোগ করে দিলেন।মধ্যরাতের সুখনিদ্রা ত্যাগ করে,ব্যস্ত হাটের অতি ব্যস্ত মানুষদের কাছ থেকে সময় আদায় করে,তিনি যে পরিশ্রম সাধ্য তথ্যচিত্রটি বানিয়েছেন,তার জন্য সাবাস জানাই তাঁকে।হাটের মাঝে ক্রেতা-বিক্রেতার হাঁকাহাঁকি ও প্রচন্ড গোলোযোগ উপেক্ষা করে তাঁর প্রতিবেদন,পেশাদারিত্বের দাবী রাখে।ভবিষ্যতে আরো এই ধরণের হাটে আপনার লেন্স্ সহায় করে ঘুরবার ইচ্ছা রইলো।শুভেচ্ছা নেবেন ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏সাকিব
@@InfoHunter নামের বানান ভুল লিখবার জন্য মার্জনা চাইছি।
কুণাল আপনার লেখাটি পড়ে একটা REPLY দেওয়ার লোভ সামলাতে পারলাম না। অল্প কথায় খুব সুন্দর করে গুছিয়ে সাকিব সাহেব ও উনার ভিডিওটির প্রশংসা করলেন। আপনার লেখা পড়ে আমি মুগ্ধ। আজকাল মানুষ এতো সুন্দর করে গুছিয়ে লিখতে জানে না। ধন্যবাদ। ধন্যবাদ সাকিব সাহেবকে এতো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
@@shomaafroze আপনাকে অকুন্ঠ ধন্যবাদ,আমার প্রলাপ ধৈর্য্য ধরে পড়বার জন্যে।
Good
জামদানি শাড়ির সুন্দর একটা হাঁঁট দেখানোর জন্য ধন্যবাদ ভাইয়া
thank you too
আমার অত্যন্ত পছন্দের জামদানী। এ যেন রূপ কথার দেশ। আর সাকিব ভাইএর ভ্লগ আমি নিয়মিত ফলো করি, এই প্রথম কমেন্ট করলাম। বাংলাদেশে একবার যাওয়ার খুব ইচ্ছে।
thank you & welcome to Bangladesh
বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কাজ করছেন আপনি খুব একটা ভাল কাজ এবং ভাল উদ্যোগ ভাই ধন্যবাদ আপনাকে ""?
ভাই আপনার কন্ঠ আর নায়ক মান্না ভাইয়ের কন্ঠে অনেক মিল আছে
Onek valo ei jamdhani...
অতুলনীয় ভাই আমাদের এই ঐতিহ্য
ব্রিটিশ আমলে জনাব মরহুম দবিরউদ্দিন চৌধুরী এই অঞ্চলে জামদানী শাড়ি শিল্প গড়ে তুলেন।তিনি ব্রিটিশ আমলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্মান ডিগ্রী লাভ করে জামদানী শাড়ির ব্যবসা শুরু করেন। তিনি জামদানী শাড়ি বিদেশে রপ্তানি করতেন।পুরানো ঢাকার ন্যাশনাল হাসপাতালের পাশে উনার 'জামদানী হাউজ' খুবই বিখ্যাত বাড়ী ছিলো। উনি তারাবো ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।জামদানী শাড়িকে বিশ্বদরবারে পরিচয় করার ক্ষেত্রে উনার উজ্জ্বল ভূমিকা রয়েছে।
thank you
Dear sir , tarporer history ta jantay cai share korben. Bangladesh government er besic area Nia kobay thakay suru hoy
Joto dekhchhi totoi obak hochhi.....lots of best wishes from India
Onek valo laglo video ta..new akta jinis dekhlam
thank you
অনেক সুন্দর জামদানী শাড়ির হাট।
Khub bhalo laglo. Ami jamdani saree khub bhalo lagey.
ধন্যবাদ ভাই আপনাকে আমাদের এলাকার ঐতিহাসিক হাট তুলে ধরার জন্য ❤️😇
thank you too
এই হাটে যাওয়ার লোকেশনটা কেউ বলবেন?
অসাধারণ। আমাদের বাড়ির কাছে অথচ জানাই ছিলোনা। ধন্যবাদ ❤️❤️
thank you
Mir pur theke kotokkhun lagbe jait
Assalamualaikum vaiya wow so beautiful sharee ❤️❤️👌
এই প্রথম আপনার ভিডিও দেখলাম ভাই অনেক সুন্দর করে ভিডিও তৈরি করেন সাবস্ক্রাইব করে দিলাম
thank you vi
Kolkata theke bolchhi khub bhalo laglo. Keep it up.
thank you vi
Thanks vaiya.amon aro dekhao,jemon matir jinish,pater jinish.
এত গুরুত্বপূর্ণ একটা হাট আরো সুশৃঙ্খল হওয়া উচিত। এত বিশৃঙ্খলভাবে হাটের বেচাকেনা হওয়ায় তাতীরা সঠিক দাম পায় না মনে হচ্ছে।
ভাইয়া আপনার ভিডিও গুলো খুব সুন্দর
আমাদের বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য সরকার যেন এর দায়িত্ব নেন
ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য ভাই সেহজাপুর বা করটিয়া লুঙ্গির দরদামের একটা ভিডিও দেন
thank you
oitar system ki. apnar number ta dea jabe
হাট খুব ভালো লাগলো। কাপড়ের দাম অনেক!
আপনার উপস্থাপনা খুবই পরিপক্ব 👏
thank you
ভাইয়া অনেক সুন্দর ভিডিও বানান তাই শুভকামনা সব সময়।
thank you vi
Currency transaction System is very Smart. Thanks 👍.
thank you too
WOW.....khub valo lageche...
thank you
Amare keu ekhane niya jao, jamdani amr khub valo lage❤amr o koyekta kinte ichha kortese😄
Bangladeshi bajar khoob bhalo lagche 🇧🇩🎥👌
Ato shundor video 🥺 thank you bhaiyaaaa
মাশাল্লাহ, অনেক সুন্দর 😍
My favorite Saree jamdani💖💖👌
Apnar content osadarun vai
Onek kiso jana jai
thank you
এই শাড়ীগুলি আগের দিনে মহিলাদের স্বপ্নের মতো ছিল । জামদানি শাড়ির মর্যাদাই আলাদা ছিল । ক্রমান্বয়ে মেয়ে/মহিলারা শাড়ি থেকে থ্রী-পিস এর দিকে ঝুঁকে পড়েছে। আস্তে আস্তে শাড়ির কদর কমে যাচ্ছে । ধন্যবাদ আপনার ভিডিয়োর জন্য ।
thank you too
ভিডিও টা খুবই ভালো লেগেছে
thank you vi
ভাই আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে"?
thank you vi
এতো ভোর বেলা যাওয়া কি সমভ যারা মহিলা উক্ততা এই সময়টা আরো বাড়িয়ে দিলে সবার জন্য ভালো হয়
আমার বাসা এই জামদানী শিল্প নগরীতে।তাই এই ব্যবসাটাই এখন পেশা হিসেবে নিয়েছি।🥰
nice
সাধারণ মানুষ কি কিনতে পারবে,,,
lots of love frm india😘😘😘
thank you
একদিন বিকেলে বা দুপুর থেকে শুরু হওয়া উচিৎ তাহলে আমরা সাধারণ মানুষও যেতে পারি |
okhane dukan ache paikari dam a sale kore.
@@InfoHunter ধন্যবাদ
ভাইয়া দারুণ তথ্য ভালো লাগলো
thank you
আল্লাহ সবাই কে ভালো
রাখুক আমিন।
ameen
Wow vaiya ...akhane amar nanar bari ....❤❤nowapara tarabo...rupganja narayanganj zela
এই হাট থেকে সবাই শাড়ি ভালোভাবে কিনতে পারে না। অনেক সময় ছেড়া কিংবা কাঁটা ওয়াশের শাড়ি কিংবা ১০ হাত বা ১১হাত এর শাড়ি আনাড়ি কাস্টমারদের ধরায়ে দেয়।
Bi amr basha aikhana dakha onk balo laglo thakns biya
thank you too
Nice..... 1baar aste chai bhai
thank you & most welcome
ভাইয়া আমাদের গ্রাম শাহজাদপুর এর কাপরের হাটে আসবেন ৷ অনেক বড় হাট ৷
Etto valo lagche dekhe.....eta kothy dada??? Jabo ami 😊
dhakay ashle nea jabo
Khub valo lage jamdani saree
অসাধারণ দৃশ্য
thank you
Very interesting, jaygay bose kenakata…
Tobe sharir dam ase…
market a aro beshi dam
আমি অনেক দিন ধরে এই ঠিকানা টা খুঁজছি ।। অনেক ধন্যবাদ
আপনার উপস্থাপনা অনেক সুন্দর ❤️
thank you
আমার খুব বাংলা দেশে গিয়ে শাড়ি কেনার ইচ্ছা।
Ei haat ta amader barir kacei vaiyya
khub valo laglo video ta dekhte pere
তুমি নামাজকে সম্মান করো!! নামাজকে তোমার মাঝে ধারন করো!! নামাজ তোমাকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বানিয়ে দিবে!!🌸🌼🌺
👉তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি 💕
তোমার রবের ইবাদত কর।
___[সূরাঃ-হিজর-৯৯]___,,
Viaa rajshahi silk.r upor ay doron.r ak ta video kortan jdi onk kicu janta partam
Onek bhalo kichhu dekhlam..., onek dannabaad dada ke..
thank you
আপনার ইন্টারভিউ সিস্টেম অনেক সুন্দর। বিস্তারিত সব আছে।ধন্যবাদ ভাইয়া।নেক্সট এ ওয়ান পিস এর পাইকারি খোজ নিয়ে একটা ভিডিও দিবেন।
thank you too
শাড়ী দেখলেই লোভ লাগে 😁
লোভ লাগলেই কি হবে আপনার জাতিরা এখন শাড়ী পরেনা তারা শর্ট পেন আর গেঞ্জী পরে এটাই নাকী মডেল😁😆😆🤗
@@MdRUBEL-kahan 😳😳😳
আপনার কথা গুলো খুব ভাললাগে ভাই 💕
Excellent
thank you
Sari😍😍😍😍😍
পাইকারি হিসেবে জামদানী শাড়ি কিনলেও কি পিছ হিসেবে কিনতে হবে?আমি যতটুকু জানি পাইকারি হিসেবে কিনলে জোরায় জোরায় কিনতে হয়?একটু kindly জানাবেন।
আমাদের এলাকা🥰🥰
nice
Thanks for this video....general public ki kinte pare ekhan theke? janaben please. thanks
shobai kinte pare.
@@InfoHunter Thanks for the information
ভালো লাগলো
thank you
নাইস!
thank you
এই জায়গাটা কোথায় জানালে উপকৃত হতাম
দারুন ভাই
thank you
Motin vai er help nite hole ki Motin vai ke er binimoye kisu dite hobe?
na
I subscribe you after see this video❤️💯
thank you
আমিও গিয়েছি
অসাধারণ
thank you
আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটে আাসার নিমন্ত্রণ রইল ভাই
আসবো ইনশাআল্লাহ। সম্ভব হলে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন info hunter facebook page এ
ওখানে কি জামদানী শাড়ি পাওয়া যায়?
খুব ভাল লাগল।। :)
ruclips.net/video/vBpMQxCo92I/видео.html
agullo...ki kolkata...kom daam e..kothaye ashe
ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি , আপনার দেওয়া নাম্বার এ হোয়াটস আপ নেই । আমি যদি এই শাড়ি কিনতে চাই তাহলে কোথায় যোগাযোগ করবো ? যদি জানান তাহলে খুব উপকার হয় ।
আর একটা কথা না বলে পারলাম নাহ , সেটা হলো আমার কাকার বাড়ি বাংলাদেশ এর রংপুর এ । সেটা অবশ্য আমার বাবার মামার বাড়ি আর আমার দাদুর (ঠকুরদাদা ) তার বাড়িও রংপুর এ । শুনেছি মিস্তি পাড়া নামে আগে একটা জাগা ছিল এখন নাম বদলে অন্য কিছু হয়েছে । যাই হোক বাংলাদেশ একবার যাবো আমার পৈতৃক বাড়ি দেখতে । ঢাকা তেও আমার আতীয় আছে । বাংলাদেশ এর নাম শুনলেই শরীর এ একটা আনন্দ খেলে যায়
ভালো থাকবেন
thsnk you.
Google location ta dea jabe ?
Khub nite issa korce
INDIA TA KONO TATI KI JAMDANI SAREE DELIVERY KOREN?? EKTU JANABEN PLEASE
VeryNice
আমার বাড়ির কাছে,মতিন মিয়াকে আমি খুব কাছে থেকে চিনি।
আপনার নাম্বার টা পেতে পারি?
Postal address টা দেন ভাই
🥰 Vai location ta Google Map Link dile valo hoto. Amr o jawar iccha chilo. 🥰
Apnr basa kthy?
এই হাট থেকে কি শুধু পাইকারি ভাবেই শাড়ি কেনা যায় নাকি পরিমাণে কম ৩/৪ টা এমনও কেনা যায়??
এই বিষয়টা ক্লিয়ার করলে ভালো হতো। ধন্যবাদ।
আপনি ১টাও পাইকারি দামে কিনতে পারবেন
@@InfoHunterঠিকানা যদি বলতেন....
আসসালামু আলাইকুম ভাই খুব ভালো লাগলো ভিডিও টি আচ্ছা ভাই এই ভিডিও তে যারা শাড়ী হাতে নিয়ে হাঁটতে ছিল তারা কি তাঁতি ছিলেন আর ভাই আপনার কি এই হাঁটে কোন পরিচিত তাঁতি ছিলেন বা পরিচয় হয়েছে এমন কোন তাঁতির নাম ঠিকানা দেয়া যাবে আমার খুব দরকার অরজিনিয়াল তাঁতি ঘর যারা সৎ ভাবে কাজ করে এমন
ami jar shate chilam uni nijei ekjon tati. okane ashole beshir vag tati
ভাই উনাদের তাতঁ ঘর এর ঠিকানা দিতে পারবেন আমি জামদানী শাড়ি নিয়ে কাজ করতে চাই
Nice bro.....
thank you
Good
কোন কোন দিন হাট বসে?
friday
Very nic
thank you
Such Love saris
Vaia ওখানে পাইকারী দোকান আছে। পুরা ঠিকানাটা দেন।
Vai google location gole description box deya deyen plz
vai apni onek vodro,,,valo sikkito mone hoche
ভাইয়া আমি আনতে যাব আমাকে একটু ফুল এড্রেস টা দিবেন ওই জাগার প্লিজ,,,,,৷
Vaia tat sare 3pice nie emon Ekta vdo korben pls
খুবই সুন্দর
Very nice
ওইখানে আমার অনেক স্মৃতি আছে
সাকিব ভাই আমাদের চট্টগ্রামের বিহারিদের নিয়ে একটি ব্লগ করবেন আশা করি ভালো হবে