গানটা চোখ বন্ধ করে শুনলে জানিনা কেন পাহাড়ের কথা মনে পড়ে, বৃষ্টির পর পরিষ্কার আকাশে শেষ বিকেলে এক ধরনের উজ্জ্বল কমলা আলো ফুটে ওঠে, হিমেল হাওয়া আর পাহাড়ি প্রেক্ষাপটে অভূতপূর্ব এক অনুভূতি জাগে মনে।আর তার সাথে "নাম না জানা ফুল ফোটানোর এই বেলা",,,
গানটা শুনলে কেনো জানি কৈশোরের সেই কিশোরীকে মনে পড়ে। মনে পড়ে মেঘের ডানায় ভেসে ভেসে পাহাড়ের পাদদেশে পাইন বনে রেখে আসা অসমাপ্ত গল্পের কথা। আমার বেদনাবিধুর স্মৃতি জাগানিয়া গানটি মনে ছড়িয়ে দেয় অন্যরকম আলো---
বর্তমান প্রজন্মকে কোনো রকম আঘাত না করে বলি সেই সময়ের গানের কথা, সুর ও পরিবেশন সবটুকুই আলাদা মাত্রার, তাই হাজার হাজার বার শুনলেও তা শ্রুতিমধুর । আর গায়িকা, সুরকার! তার বা তাদের সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই ।
গানটি 'পিকনিক' ছায়াছবির ; ঁসুধীন দাশগুপ্তের সুরে আশাজী গেয়েছিলেন । যতটা মনে পড়েছে , ছবিতে এই গানটিতে লিপস্ দিয়েছিলেন অর্চনা গুপ্ত । ছবিতে আশাজীর কন্ঠে আরো একটি গান ছিল: 'কেন , সর্বনাশের নেশা ধরিয়ে.....' , আরতি ভট্টাচার্যের লিপসে । এছাড়াও ঁ মান্না দে'র গাওয়া দু'টি গান , তার একটি ব্যাকগ্রাউন্ডে অপরটি ঁ সমিত ভঞ্জের লিপসে । সব ক'টা গানই ঁসুধীনবাবুর নিজস্ব ঘরানার সুর , শুনতে শুনতে বিভোর হয়ে যেতে হয় ! ছবিটা সম্ভবতঃ ১৯৭২ সালে 'পূর্ণ' পেক্ষাগৃহে এক সমবয়সী বন্ধুর সাথে নাইটশোতে দেখেছিলাম , আমরা দু'জনেই তখন কিশোর বয়স্ক , সেটা দু'চোখে স্বপ্ন নিয়ে মেঘের ওপর ডানা মেলে উড়ে চলার সময় । গল্পটি ঁরমাপদ চৌধুরীর লেখা , তার আগের বছর 'দেশ' পত্রিকায় (পূজা সংখ্যা) প্রকাশিত হয়েছিল । গল্প লেখক , সঙ্গীত পরিচালক , গায়ক (ঁ মান্না দে) , অভিনেতা (ঁসমিত ভঞ্জ) কালের নিয়মে আর আমাদের মধ্যে নেই , আশাজী বয়সের ভারে খুব একটা গান না । হঠাৎ এই গানটি শুনে স্মৃতির সরণি বেয়ে ফেলে আসা দিনে ফিরে গিয়ে কিছুটা সময় কাটানো , ফুলের মধ্যে ভ্রমরের মতো লুটোপুটি খাওয়া - এই আরকি !
কি সুন্দর লিখেছেন আপনি। ১৯৭২ সালে আমার জন্মও হয়নি, তবুও কেন জানি না সুধীন দাশগুপ্তের মন কেমন করা সুরে বারেবারে বিহ্বল হয়ে যাই... আশা ভোঁসলে এবং সুধীন দাশগুপ্ত - এক অনন্যসাধারণ জুটি...
@@GoodSamaritanGoodSamaritanঈশ্বর আপনার মঙ্গল করুন । জীবনের উপান্তে এসে য়খন পিছনে ফিরে তাকাই , তখন অনেক কিছুরই ফ্লাশব্যাক দেখতে পাই ; দাদাসাহেব ফালকে পুরস্কার বিজেতা ঁ বীরেন্দ্রনাথ সরকার আমার সম্পর্কিত দাদামশায় ছিলেন , এলগিন রোডে নেতাজী সুভাষচন্দ্ৰ বসুর বাড়ির পাশের বাড়িটি তাঁদের ছিল । ঁবীরেনবাবুর পিতা স্বাধীনতাপূর্বকালে দিল্লিতে বড়লাটের (ভাইসরয় জেনারেল) উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন , আজকের দিনে পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী আর কি । তিনি পুত্রকে ইন্জিনিয়ারিং পড়তে বিলেতে পাঠান ; ইঞ্জিনিয়ার হিসেবে ঁ বীরেনবাবু সেন্ট্রাল অ্যাভেনিউ এর ওপর যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাড়িটি শোভা পাচ্ছে , সেটির ডিজাইন করেছিলেন । সেইসময়ে চলচ্চিত্র একটি শিল্প রূপে উঠে আসছে , সে আজ একশো বৎসর আগেকার কথা ; আমার পরলোকগত দাদামশায় যথেষ্ট দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন , একথা মানতেই হবে , নতুন শিল্পের সম্ভাবনা বুঝে তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে কলকাতার টালিগঞ্জে প্রথম 'নিউ থিয়েটার্স স্টুডিও' গড়ে তোলেন । যাঁরা এবিষয়ে খবরাখবর রাখেন , তাঁরা জানেন সে এক সাম্রাজ্য ছিল , যেখানে ঁ পৃথ্বিরাজ কাপুর , ঁ কাননদেবীর মতো শিল্পীরা মাসিক বেতনভুক্ত কর্মচারী ছিলেন । কোম্পানির সিম্বল (লোগো) ছিল দুইপাশ থেকে দু'টি দাঁতাল হাতি ফোয়ারার মতো জল ছেটাচ্ছে , হয়তো দেখে থাকবেন । তাদের রেকর্ডও বেরতো , তখনকার দিনের 78 RPM । ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রাণপ্রতিষ্ঠা করে গিয়েছিলেন তিনি । সেসব দিন ছিল প্রকৃত অর্থেই বাঙালীর স্বর্ণযুগ । আমার সেই প্রথিতযশা দাদামশায়কে আমি একবারই চাক্ষুষ করেছি , সেটা সম্ভবতঃ ১৯৭৬ সাল হবে , তখন তিনি এবং তাঁর স্ত্রী দু'জনেই অসুস্থ হয়ে শয্যাশায়ী , আমি আমার ঁমাকে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম ; তার কিছুদিন পরেই তাঁরা স্বামী-স্ত্রী একই দিনে পরলোকগমন করেন , বলা হয়ে থাকে যে এটা 'পুণ্যাত্মা'র লক্ষণ । শিল্প হচ্ছে একপ্রকার সাধনা , যার মাধ্যমে ঈশ্বরদর্শন হয় ; দুঃখের বেশীরভাগ মানুষই মাঝপথে অর্থ , খ্যাতির মোহে পড়ে পথভ্রষ্ট হয়ে যায় । সাধারণ প্রয়োজনীয়তা অর্থাৎ ভাত , কাপড় , বাসস্থান , চিকিৎসা , সংসার প্রতিপালনের বাইরে অতিরিক্ত টাকা হচ্ছে কাগজ মাত্র , সিন্দুকের ভিতর সোনাদানা , হিরে-জহরৎই থাক অথবা সাধারণ নুড়ি পাথর , তফাৎটা কি ? ভবিষ্যৎ সুরক্ষিত করতে গেল কতদূর করা যেতে পারে ! তাহলেতো ঈশ্বরকে চ্যালেঞ্জ জানানো হয়ে যায় ! একটা ঘটনা বলি , আমার ঁমায়ের মুখে শোনা: কুন্দনলাল সায়গল পাঞ্জাবী হলেও দক্ষিণ কলকাতার বসন্ত রায় রোডে থাকতেন (বম্বে যাওয়ার আগে) , তাঁর কন্যা আমার মায়ের বাল্যকালের বান্ধবী ছিলেন , দেশপ্রিয় পার্কে একসাথে খেলা করতেন । সায়গলসাহেব অন্তত সুরারসিক ছিলেন , সূর্যাস্তের পরই বোতল খুলে বসতেন , সারারাত.......। দিনেরবেলা তিনি নিজের মা ও স্ত্রীকে দায়ী করে বলতেন , "আমাকে তোমরা চেন্ দিয়ে বেঁধে রাখবে ।" কিন্তু কাকশ্য পরিবেদনা ! সূর্য ডুবতেই তাঁর ছটফটানি শুরু হতো , স্ত্রী-মাকে গালাগালি , এমন পাগলামী করতেন যে তাঁরা চেন্ খুলে দিতে বাধ্য হতেন ! প্রতিদিন একই নাটকের পুনরাবৃত্তি চলতো । ওনার মেয়ে ঐ বয়সে আমার ঁমায়ের কাছে দুঃখ করে বলেছিলেন । চিন্তা করুন , সংসারে এসবের কিরকম কুপ্রভাব পড়ে । এইরকমের উদাহরণ ভূরিভূরি আছে - সর্বক্ষেত্রে । মারাদোনাকেই ধরুন না কেন , সব কিছু থাকা স্বত্তেও ওর মতো 'হতভাগা' খুঁজে পাওয়া কঠিন ; হয়তো কোন কারণে ঈশ্বরের শাস্তি !🙏🙏🙏
I wonder at how nicely a non Bengali songstress named Asha Bhosle is singing a Bengali or Bengalee modern song. Despite being a non Bengali or Bengalee woman she can pronounce Bengali words correctly and perfectly. I really take my hat off to Ashaji for singing countless Bengali or Bengalee infatuated songs with a happy mood. Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
শরৎ এর সেই প্রথম জ্ঞানের দুর্গা পুজো মনে পড়ে যায় যখনই শুনি এই গান টা । মা বাবার মাঝে শুয়ে থাকা মা বাবার শরীরের।ওম থেকে বেরিয়ে আসতাম এক ছুটে মা ডাকতো ওরে কিছু একটা গায়ে মাথায় দিয়ে না বাবা শিশির লাগবে
আমার বয়স যখন ছয় তখন আমার ছোট ফুফুর বিয়ে হয়। ফুফুর বিয়ের ভিডিওতে এই গানটা ছিল। ফুফুর বিয়ে হয়ে যাওয়ার পর উনাকে খুব মিস করতাম ওই বয়সে। এই গান টা শুনলেই সেই ছোট্ট বেলা আবার ফিরে আসে আর চোখের কোলে একটু খানি পানি।
Reminds me of old days nearly forty years back. Thank YOU. Can you upload two songs performed by Late Ila Basu which starts with words " Shilpi ami ek Shilpi " and "bole ja kokila" both released most probably between 1965 and 1970 during Durga Puja and the lyrics published by HMV (SHAROD ARGHYA).
Ami Enrique,pitbull,badsha,90's suni, kintu ekta kotha bolte pari ei gaan buker bhetor jeno ek asol bhalo basar jhar tole..ja onno Natun gane paina.....i am jut 22.
Jara ei gaan gulo ekhon sunchena Tara pore sunbe
গানটা অনেক কষ্টে খুঁজে পেলাম। নয় বছর পর আবার শুনলাম, সেই ছোট বেলায় দুগগা পুজোয় বাজত। ❤❤
ছবিটা যখন মুক্তি পায় তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি। আর আজ গানটা শুনছি যখন গত ছয় বছর আমি অবসর জীবন যাপন করছি। এর মধ্যে প্রায় কয়েক হাজার বার শুনেছি।
কোন ছবির গান
@@kusumasannyasi912 Picnic
@@nabanitadas823একদম ঠিক
Comment ta pore bhalo laglo...sottie ai gan gulo ama der gorvo take bojhai..tai bangali bole gorbho onubhob kori
খুব সুন্দর
গানটা চোখ বন্ধ করে শুনলে জানিনা কেন পাহাড়ের কথা মনে পড়ে, বৃষ্টির পর পরিষ্কার আকাশে শেষ বিকেলে এক ধরনের উজ্জ্বল কমলা আলো ফুটে ওঠে, হিমেল হাওয়া আর পাহাড়ি প্রেক্ষাপটে অভূতপূর্ব এক অনুভূতি জাগে মনে।আর তার সাথে "নাম না জানা ফুল ফোটানোর এই বেলা",,,
Akdam thik 👍 যতবার শুনেছি অদ্ভুত ! আমারও ওই রকম মনে হয় ।।
Osadharon
@@stockmarketnewsUpdate 👍
Splendid bollen. Exactly etai bhese othe
😂😂😂
😂😂😂
গানটা শুনলে কেনো জানি কৈশোরের সেই কিশোরীকে মনে পড়ে।
মনে পড়ে মেঘের ডানায় ভেসে ভেসে পাহাড়ের পাদদেশে পাইন বনে রেখে আসা অসমাপ্ত গল্পের কথা।
আমার বেদনাবিধুর স্মৃতি জাগানিয়া গানটি মনে ছড়িয়ে দেয় অন্যরকম আলো---
এতো চমৎকার মন মাতানো গানের সঙ্গে ছবিগুলি বেমানান ...
ঠিক বলেছেন
KANO KHARAP KI ??
ঠিক বলেছেন
Ekdam thik
একদম ঠিক।
বর্তমান প্রজন্মকে কোনো রকম আঘাত না করে বলি সেই সময়ের গানের কথা, সুর ও পরিবেশন সবটুকুই আলাদা মাত্রার, তাই হাজার হাজার বার শুনলেও তা শ্রুতিমধুর । আর গায়িকা, সুরকার! তার বা তাদের সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই ।
True
এখনকার রস হীন অন্য ভাষা মেশানো বাংলা গান এর মধ্যে এইসব খাঁটি বাংলা গান অনেক ভালো লাগে শুনতে।
Good
আশাজী নিজে অবাঙালী হয়ে যত সুন্দর বাংলা উচ্চারণ করেছেন... আসলে তখন গান শোনা হত আর এখন গান দেখা হয়...
@@mahuachatterjee9037 একদম ঠিক বলেছেন।
@@mahuachatterjee9037
বাস্তব কথা
@@mahuachatterjee9037 একদম ঠিক বলেছেন
আর এই কথাটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।।
সুধীন দাশগুপ্ত... এক অনন্যসাধারণ সুরস্রষ্টা... দণ্ডবৎ নমস্কার উনাকে এত সুন্দর এবং মোহময়ী সুর উপহার দেওয়ার জন্যে...
সাথে আশা ভোঁসলের মধুক্ষরা কন্ঠকেও বাহবা না দিয়ে থাকি কি করে!
Ki sundor soor r kotha..
Mon bhalo hoe jae 👌
Asha ji r jini ganti rochona
Korechen, dujon kei janai
Pronam 🙏🙏🌹
এই গানটা এত অপূর্ব যে গানটা শুনলেই যেন অজানা এক রূপকথার দেশের রাজ্যে চলে যাই তাই এই গানটাকে খুব ভালোবাসি।❤❤🎉😊❤❤🎉❤
এই গান শুনলে এখনও মনটা ভরে যায়। ২০২১ সালের জুলাই মাসে গানটা শুনছি। অসাধারন গান।
Amar mone hoy na erokom melody r kono bangla ba hindi gaan e toiri hoyeche kakhono...Sudhin Dasgupta 👌👌👌👌
❤❤❤❤
সুধীন দাশগুপ্ত'র কথা সুরে এবং কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের এক অসাধারণ সুন্দর সৃষ্টি ❤❤❤❤❤
গানটা যখন যতবার শুনি, মনের ভেতরে একটা ভালো লাগার ছন্দ জেগে ওঠে! মনে হয়, প্রিয় মানুষটির সঙ্গে কোন অজানা নিরালা পথে: যাত্রা শুরু হয়েছে।
গানটার অসাধারনত্ব তার গায়নে,সুরে আর লেখনে।এই শব্দেের চয়ন কানে গেলে থমকে যেতে হয় খানিক অপরূপ বিহ্ব লতায়।
খুব কাছের একজন এই গান পাঠিয়েছিল। তার চিহ্ন করে, লিখে রেখে গেলাম এই গান! মানুষ না থাকলেও, এ গান রয়ে যাবে.. তাই!
দূর পাহাড়ে তারার দেশে সেখানে গিয়ে স্বপ্ন মেশে,
সেই সবুজে হারিয়ে যাব সাদা মেঘের ভেলায় ভেসে।
অসাধারণ, অতুলনীয়, খুব সুন্দর একটি গান
এই গান শুনলে আমার মন পরম খুশিতে ও আনন্দে ভরে যায়। অপূর্ব সুরের মূর্ছনায় মন প্রাণ জুড়িয়ে যায়। মুগ্ধতার রেশ কিছুতেই কাটছে না।💟💟💟💟💟💞💞💞💞💞😇😇😇😇😇
🖤🖤
What a golden time it was when such songs were composed!👍👌
Wow👌👌👌
Sei suborno din ar asbe na
@@baponr6777 ekdom thik.
Satti ganer golden age chilo sei samay, sabai talented, ki sab diye gechen amader. ❤
গানটি 'পিকনিক' ছায়াছবির ; ঁসুধীন দাশগুপ্তের সুরে আশাজী গেয়েছিলেন । যতটা মনে পড়েছে , ছবিতে এই গানটিতে লিপস্ দিয়েছিলেন অর্চনা গুপ্ত । ছবিতে আশাজীর কন্ঠে আরো একটি গান ছিল: 'কেন , সর্বনাশের নেশা ধরিয়ে.....' , আরতি ভট্টাচার্যের লিপসে । এছাড়াও ঁ মান্না দে'র গাওয়া দু'টি গান , তার একটি ব্যাকগ্রাউন্ডে অপরটি ঁ সমিত ভঞ্জের লিপসে । সব ক'টা গানই ঁসুধীনবাবুর নিজস্ব ঘরানার সুর , শুনতে শুনতে বিভোর হয়ে যেতে হয় ! ছবিটা সম্ভবতঃ ১৯৭২ সালে 'পূর্ণ' পেক্ষাগৃহে এক সমবয়সী বন্ধুর সাথে নাইটশোতে দেখেছিলাম , আমরা দু'জনেই তখন কিশোর বয়স্ক , সেটা দু'চোখে স্বপ্ন নিয়ে মেঘের ওপর ডানা মেলে উড়ে চলার সময় । গল্পটি ঁরমাপদ চৌধুরীর লেখা , তার আগের বছর 'দেশ' পত্রিকায় (পূজা সংখ্যা) প্রকাশিত হয়েছিল । গল্প লেখক , সঙ্গীত পরিচালক , গায়ক (ঁ মান্না দে) , অভিনেতা (ঁসমিত ভঞ্জ) কালের নিয়মে আর আমাদের মধ্যে নেই , আশাজী বয়সের ভারে খুব একটা গান না । হঠাৎ এই গানটি শুনে স্মৃতির সরণি বেয়ে ফেলে আসা দিনে ফিরে গিয়ে কিছুটা সময় কাটানো , ফুলের মধ্যে ভ্রমরের মতো লুটোপুটি খাওয়া - এই আরকি !
কি সুন্দর লিখেছেন আপনি। ১৯৭২ সালে আমার জন্মও হয়নি, তবুও কেন জানি না সুধীন দাশগুপ্তের মন কেমন করা সুরে বারেবারে বিহ্বল হয়ে যাই...
আশা ভোঁসলে এবং সুধীন দাশগুপ্ত - এক অনন্যসাধারণ জুটি...
@@GoodSamaritanGoodSamaritan সেটা ছিল ভারতীয় সঙ্গীত , চলচ্চিত্র ইত্যাদি শিল্পের সত্যিকারের স্বর্ণযুগ ; বাংলায় হেমন্ত মুখোপাধ্যায় , শ্যামল মিত্র , মান্না দে , দ্বিজেন মুখোপাধ্যায় , সতীনাথ মুখোপাধ্যায় , সন্ধ্যা মুখোপাধ্যায় , প্রতিমা বন্দ্যোপাধ্যায় , নির্মলা মিশ্র , উৎপলা সেন , আরতি মুখোপাধ্যায় , নচিকেতা ঘোষ , রবিন চট্টোপাধ্যায় , কালীপদ সেন এনারা আর সর্বভারতীয় ক্ষেত্রে গীতা দত্ত , সুরাইয়া (১৯৫০ এর দশকে বম্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী কাম্ প্লেব্যাক শিল্পী) , সামসাদ্ বেগম , মুবারক্ বেগম , মঙ্গেশকর ভগ্নিদ্বয় , সুমন কল্যাণপুর , আমিরবাঈ কর্নাটকী , কমল বারোতে ,
বেগম পারা , সামসাদ বেগম , মহম্মদ রফি , মহেন্দ্র কাপুর , তালাত মাহমুদ , মুকেশ , হেমন্তকুমার (মুখোপাধ্যায়ে) , মান্না দে বা পরের দিকে কিশোরকুমার ,এসপি
বালসুব্রহ্মণ্যম ; সুরের জগতে বসন্ত দেশাই , ক্ষেমচাঁদ প্রকাশ , শচীনকর্তা , তাঁর পুত্র রাহুলদেব বর্মন , ওঙ্কারপ্রসাদ নাইয়ার , সি এস ত্রিপাঠী , শানকার-জয়কিষণ , লক্ষীকান্ত- প্যারেলাল , কল্যাণজী-আনন্দজী , সলিল চৌধুরী - কাকে ছেড়ে কাকে ধরবেন ? আর গীতিকার সমেত সবার নাম বলতে গেলে তো একখানা মহাভারত হয়ে যাবে ! যদিও সেকালকে স্বর্ণযুগ বলেছি , তবুও একালকে খারাপ বলি কি করে ? পুরো ব্যাপারটাইতো আপেক্ষিক , সময়ের সাথে সাথে মানুষের পছন্দ , সংস্কৃতি এসবই পাল্টে যায় । আমাদের কৈশোরকালে সঙ্গীতরসিক বয়োজ্যেষ্ঠদের দেখতাম কুন্দনলাল সায়গলকে নিয়ে মেতে থাকতে ; আজকের দিনে বরেণ্য শিল্পীর গাওয়া 'এক বাংলা বনে ন্যারা' অথবা 'শো যা রাজকুমারী' গানের কতজন গুণগ্রাহী শ্রোতা পাওয়া যাবে ? তাই মনে হয় , সবই যেন মায়া !
ওপরে যা লিখলাম , তাকে দয়া করে 'জ্ঞান' ভাববেন না , সঙ্গীত আমার অতি প্রিয় , তাই একটু আবেগপ্রবণতা এসে গিয়েছিল আরকি !🙏🙏
@@kamaldutta9326 এভাবে বলবেন না, কুন্ঠিত বোধ করি। আপনার অভিজ্ঞতা অনেক, অনেক বেশি।
সঙ্গীতপ্রিয় মানুষেরা বোধ করি একটু আবেগপ্রবণ হয়েই থাকে, নিজেকে দিয়েই বুঝি...
ভাল থাকবেন, সুস্থ থাকবেন...
@@GoodSamaritanGoodSamaritanঈশ্বর আপনার মঙ্গল করুন । জীবনের উপান্তে এসে য়খন পিছনে ফিরে তাকাই , তখন অনেক কিছুরই ফ্লাশব্যাক দেখতে পাই ; দাদাসাহেব ফালকে পুরস্কার বিজেতা ঁ বীরেন্দ্রনাথ সরকার আমার সম্পর্কিত দাদামশায় ছিলেন , এলগিন রোডে নেতাজী সুভাষচন্দ্ৰ বসুর বাড়ির পাশের বাড়িটি তাঁদের ছিল । ঁবীরেনবাবুর পিতা স্বাধীনতাপূর্বকালে দিল্লিতে বড়লাটের (ভাইসরয় জেনারেল) উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন , আজকের দিনে পূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী আর কি । তিনি পুত্রকে ইন্জিনিয়ারিং পড়তে বিলেতে পাঠান ; ইঞ্জিনিয়ার হিসেবে ঁ বীরেনবাবু সেন্ট্রাল অ্যাভেনিউ এর ওপর যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাড়িটি শোভা পাচ্ছে , সেটির ডিজাইন করেছিলেন । সেইসময়ে চলচ্চিত্র একটি শিল্প রূপে উঠে আসছে , সে আজ একশো বৎসর আগেকার কথা ; আমার পরলোকগত দাদামশায় যথেষ্ট দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন , একথা মানতেই হবে , নতুন শিল্পের সম্ভাবনা বুঝে তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে কলকাতার টালিগঞ্জে
প্রথম 'নিউ থিয়েটার্স স্টুডিও' গড়ে তোলেন । যাঁরা এবিষয়ে খবরাখবর রাখেন , তাঁরা জানেন সে এক সাম্রাজ্য ছিল , যেখানে ঁ পৃথ্বিরাজ কাপুর , ঁ কাননদেবীর মতো শিল্পীরা মাসিক বেতনভুক্ত কর্মচারী ছিলেন । কোম্পানির সিম্বল (লোগো) ছিল দুইপাশ থেকে দু'টি দাঁতাল হাতি ফোয়ারার মতো জল ছেটাচ্ছে , হয়তো দেখে থাকবেন ।
তাদের রেকর্ডও বেরতো , তখনকার দিনের 78 RPM । ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রাণপ্রতিষ্ঠা করে গিয়েছিলেন তিনি । সেসব দিন ছিল প্রকৃত অর্থেই বাঙালীর স্বর্ণযুগ । আমার সেই প্রথিতযশা দাদামশায়কে আমি একবারই চাক্ষুষ করেছি , সেটা সম্ভবতঃ ১৯৭৬ সাল হবে , তখন তিনি এবং তাঁর স্ত্রী দু'জনেই অসুস্থ হয়ে শয্যাশায়ী , আমি আমার ঁমাকে দেখা করাতে নিয়ে গিয়েছিলাম ; তার কিছুদিন পরেই তাঁরা স্বামী-স্ত্রী একই দিনে পরলোকগমন করেন , বলা হয়ে থাকে যে এটা 'পুণ্যাত্মা'র লক্ষণ ।
শিল্প হচ্ছে একপ্রকার সাধনা , যার মাধ্যমে ঈশ্বরদর্শন হয় ; দুঃখের বেশীরভাগ মানুষই মাঝপথে অর্থ , খ্যাতির মোহে পড়ে পথভ্রষ্ট হয়ে যায় । সাধারণ প্রয়োজনীয়তা অর্থাৎ ভাত , কাপড় , বাসস্থান , চিকিৎসা , সংসার প্রতিপালনের বাইরে অতিরিক্ত টাকা হচ্ছে কাগজ মাত্র , সিন্দুকের ভিতর সোনাদানা , হিরে-জহরৎই থাক অথবা সাধারণ নুড়ি পাথর , তফাৎটা কি ? ভবিষ্যৎ সুরক্ষিত করতে গেল কতদূর করা যেতে পারে ! তাহলেতো ঈশ্বরকে চ্যালেঞ্জ জানানো হয়ে যায় ! একটা ঘটনা বলি , আমার ঁমায়ের মুখে শোনা: কুন্দনলাল সায়গল পাঞ্জাবী হলেও দক্ষিণ কলকাতার বসন্ত রায় রোডে থাকতেন (বম্বে যাওয়ার আগে) , তাঁর কন্যা আমার মায়ের বাল্যকালের বান্ধবী ছিলেন , দেশপ্রিয় পার্কে একসাথে খেলা করতেন । সায়গলসাহেব অন্তত সুরারসিক ছিলেন , সূর্যাস্তের পরই বোতল খুলে বসতেন , সারারাত.......। দিনেরবেলা তিনি নিজের মা ও স্ত্রীকে দায়ী করে বলতেন , "আমাকে তোমরা চেন্ দিয়ে বেঁধে রাখবে ।" কিন্তু কাকশ্য পরিবেদনা ! সূর্য ডুবতেই তাঁর ছটফটানি শুরু হতো , স্ত্রী-মাকে গালাগালি , এমন পাগলামী করতেন যে তাঁরা চেন্ খুলে দিতে বাধ্য হতেন ! প্রতিদিন একই নাটকের পুনরাবৃত্তি চলতো । ওনার মেয়ে ঐ বয়সে আমার ঁমায়ের কাছে দুঃখ করে বলেছিলেন । চিন্তা করুন , সংসারে এসবের কিরকম কুপ্রভাব পড়ে । এইরকমের উদাহরণ ভূরিভূরি আছে - সর্বক্ষেত্রে । মারাদোনাকেই ধরুন না কেন , সব কিছু থাকা স্বত্তেও ওর মতো 'হতভাগা' খুঁজে পাওয়া কঠিন ; হয়তো কোন কারণে ঈশ্বরের শাস্তি !🙏🙏🙏
@@kamaldutta9326 আচ্ছা, আপনিই কি কমল কুমার দত্ত নামে ফেসবুকে আছেন যিনি ঐতিহাসিক ছবি শেয়ার করেন?
মোহনীয় মন মোহনায় হ্দয় তন্ত্রীতে অপুর্ব সুর বেজে ওঠে এই গান শুনলে। ২০২২ সালের অক্টোবরের ৬ তারিখ হাজার বারের মতো আবার শুনছি........
Magic of Sudhin Dasgupta and Ashaji
এই গানটি আমি যখন শুনি আমার মন মেতে ওঠে❤️❤️❤️❤️
Ai Ganer Tulona Hoyna..Aj r Amon Sur, Amon Kontho Pawa jabena.. Choto Belar Gane.
What a lyrics ......respected. I heard at 80s.
Mon bhore gelo thank you.ei sob song ee r modhhye ekta inner peace ache jeta incredible ❤️
Khub choto belar kotha mone pore.amr pisir biyer video te ai gaan ta cilo. tokhon amr matro 6years tokhon thakei valo lagto.
Even in Shreya's prime time couldn't sing this song like the 2nd great singer Ashaji.
Oh really 😂😂😂
Plz dont compare teacher with student
😂😂😂😂😂 then who is the first
sudhin dasgupta is such a legend.cant listen to ajkal kar badshah trash after developing a taste for these songs.i'm just 22 with a soul of 40 i guess
and I am 17 ... hearing these since I was 6
Same here..i am just 22
@@subratamaiti1429 however,i am 23 now😎
I'm also 23🤭
@@atrayeebhattacharya3543 ,🤗🤗🤗
Old is gold, so beautifully sang by Asha Bhosle ji ❤My favourite song ❤❤
What an incredible pronounciation by Asha ji🎤💎👌👌That's why they are ICON💎🎤👌👌
Its Pronunciation not pronounciation 🙏
I wonder at how nicely a non Bengali songstress named Asha Bhosle is singing a Bengali or Bengalee modern song. Despite being a non Bengali or Bengalee woman she can pronounce Bengali words correctly and perfectly. I really take my hat off to Ashaji for singing countless Bengali or Bengalee infatuated songs with a happy mood.
Ratan Malik from Shyamnagar, North 24 Parganas, West Bengal.
রাত এখনও অনেক বাকি,কিছুতারা জেগে আছে তারই পানে চেয়ে এই গান শুনছি।
ভাষার কারুকার্য -- এটাই তো সম্পদ।
Sudhin Dasgupta r excellent composition. Asha ji ❤
Asha bhosle is great ✌
Best song I have ever heard with Sea Beach as Background or Setting.
Amazing, aswem, soulful, mind blowing, ever green, fantastic song old is gold song & voice❤❤❤❤❤❤❤❤❤❤❤
শরৎ এর সেই প্রথম জ্ঞানের দুর্গা পুজো মনে পড়ে যায় যখনই শুনি এই গান টা । মা বাবার মাঝে শুয়ে থাকা মা বাবার শরীরের।ওম থেকে বেরিয়ে আসতাম এক ছুটে মা ডাকতো ওরে কিছু একটা গায়ে মাথায় দিয়ে না বাবা শিশির লাগবে
Amar Mayer gaan ta khub valo legeche😇😇😇
Ey gaan gulo r koro tulona hoy na.. Mon ta valo kore dei
Sotti tai....welcome to my channel#riyaghosal
আশাদিদির অসাধারন গান
Annyya Jagat e nie jai ei gan ti
Ei gan sunley monta ekdom vore jai. Asadharan mon mata no gan ...👌👍
I Love this song very very very much, when ever I feel sad I used to listen this song.
প্রাণ ভরে গেল শুধু একটা আনন্দের অনুভূতি প্রকাশ হচ্ছে। 03/10/2022
2024 a ase ai ganta sunchi jara sunchen aktu comment a ase like korben
Really ato bhalo je lyrics gulo Mon chuye jai....🐇🐰
এই সুর, এই কথা বর্তমানে সপ্নের ব্যাপার।
Very nice song excellent mind blowing aswem ever green I love it ❤❤❤❤❤❤
মন মোহিনী সঙ্গীত মন কে কিছুটা হলেও ভালো করে। 😔 গান মানুষের উপকার ই করে। কিন্তু সুরেলা হতে হয়। গাধার গলায় গান আরো শাস্তির। 😭😭
Real Gold.
Shunley mon cool hoye jai.
এই গানটা আমার খুব ভালো লাগে❤❤❤
আমার বয়স যখন ছয় তখন আমার ছোট ফুফুর বিয়ে হয়। ফুফুর বিয়ের ভিডিওতে এই গানটা ছিল। ফুফুর বিয়ে হয়ে যাওয়ার পর উনাকে খুব মিস করতাম ওই বয়সে। এই গান টা শুনলেই সেই ছোট্ট বেলা আবার ফিরে আসে আর চোখের কোলে একটু খানি পানি।
old is gold
খুব সুন্দর মন মাতানো গান
Ekta onnorokom onovuti😘
Legend always be a legend
Magnificent song by Asha Bhonsle.
খুব খুব মিষ্টি গান। ❤️
এই গানটা আমি যখনি শুনি তখন নামহীন কোন পর্বত অজানা কোন এক ঝর্না যেন বয়ে চলা কল্পনা মনের মধ্যে উথাল পাথাল করতে থাকে
So beautiful ❤
একই গান শ্রেয়া ঘোষালের গাওয়া youtube এ শুনলাম। কিন্তু সেখানে কোথাও কোথাও বেশি টান আছে। আশা ভোঁসলের গাওয়া গানে একটা আলাদা ভালোলাগা - মাদকতা আছে
Really old is gold😍😍😍😍😍
Reminds me of old days nearly forty years back. Thank YOU.
Can you upload two songs performed by Late Ila Basu which starts with words " Shilpi ami ek Shilpi " and "bole ja kokila" both released most probably between 1965 and 1970 during Durga Puja and the lyrics published by HMV (SHAROD ARGHYA).
Aaa aaa ha.
Shobi shundor sritir khela😍❣️🦋
Fantastice song of asha bhonshla and versetile extraoradnery musices composer sudhin dasgupta
আজ 4-03-22 আমি আবার এলাম । কিছু কারণ আছে তাই আবার এই গান টা শুনতে এলাম
❤❤❤❤❤❤❤
ASHAJI IS THE BEST FEMALE SINGER IN OUR COUNTRY. THANK YOU VERY MUCH DIDI .
অপূর্ব্
Osadharon
আমি এই গানটা শুনছি 2021 অক্টোবরের 1 তারিখ খুব ভালো লাগে গানটা আমার
Nice song😘👌👌
Ami Enrique,pitbull,badsha,90's suni, kintu ekta kotha bolte pari ei gaan buker bhetor jeno ek asol bhalo basar jhar tole..ja onno Natun gane paina.....i am jut 22.
Old is Gold. Very Beautiful and Pathetic Bengali Song of Famous Female Singer Asha Bhoshle.
সুন্দর 😌
Mam / Singer / Asha Bhoshle ❤
Song Of HEAVEN ❤
GLOBAL JEWEL ANGEL Outstanding ❤
Asha Bhoshle Respected
Evergreen magnificent musices composer versetile sudhin dasgupta
তোমার গান গুলো আমার ভালো লাগে সত্তি খুব সুন্দর
I m from maharashtra but i like this song
Magic of Sudhin Dasgupta.❤
Speechless..
Darun laglo
One of my favorite song.
Old is gold👍
Mam / Singer / Asha Bhoshle ❤Respected ❤
All Songs
GLOBAL UNIQUE ANGEL Outstanding ❤
Many Many ❤Thanks Respected
WORLD Legend ❤
Beautiful
Khub sundor ❤
beautiful love it so so so much
Darun
Old is cute gold
Ay gaan gulo atodin poreo sunte ak vabei valo lage
2022 শে কে শুনছেন, আমি শুনছি।
Ei gaanti sunle mon vore jai
Great singing 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 Happy
স্বর্ণ যুগের বাংলা গান আশা ভোঁসলে দিদি।28/8/2023
love is old song
Thank you asha medam
Khub Sundor
😋😋😋😋😋💜💙💚💛🧡 ma saraswati 🙏🙏🙏🙏🙏🙏