রাজা কংস নারায়ন এর শেষ সাম্রাজ্যঃ পর্ব ১ । তাহেরপুর । Explore with Ehtesham Johnny
HTML-код
- Опубликовано: 15 янв 2025
- রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার থেকে অনতিদূরেই তাহেরপুর পৌরসভা। তাহেরপুর জমিদারবাড়ি এখন কলেজ। তাহেপুরের জমিদার রাজা কংস নারায়ন রায় এই উপমহাদেশে প্রথম দুর্গা পুজার প্রচলন করেছিলেন। বাংলার বার ভূইয়ার অন্যতম তাহের ভূইয়া সদলবলে তাহেরপুর আসেন এবং তাঁর নামানুসারে ‘‘তাহেরপুর’’ নামকরণ হয়। তাহের ভূইয়া ইংরেজ শাসকদের খাজনা দিতে অস্বীকৃতি জানালে ইংরেজ সেনাবাহিনী তাহের ভূইয়াকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে রাজা কংস নারায়নকে খাজনার বিনিময়ে তাহেরপুরের রাজত্ব প্রদান করে। অনুমান প্রায় ৫৭০ বছর আগে রাজা কংস নারায়ন আনুষ্ঠানিকভাবে প্রথম শারদীয় দূর্গোৎসব পালন করেন। তখন থেকেই প্রতি বছর হিন্দু ধর্মে বিশ্বাসীরা তাদের ধর্মের প্রধান উৎসব হিসেবে শারদীয় দূর্গাপূজা পালন করে আসছে। মোঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলার অন্যতম বারো ভূঁইয়ার রাজা কংস নারায়ন রায় মোঘল বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রাক্কালে ১৪৮০ খ্রীষ্টাব্দে ৮৮৭ বঙ্গাব্দে শরৎকালে বিশ্বের সর্বপ্রথম তৎকালীন নয় লক্ষ টাকা যা বর্তমানের ছয়শত কোটি টাকার সম-পরিমাণ খরচ করে জাঁকজমকপূর্ণ ভাবে বাঙালি হিন্দুদের মধ্যে রাজ পুরোহিত রমেশ শাস্ত্রীর দ্বারা তাহেরপুরে দুর্গাপূঁজার আয়োজন করেছিলেন। এরই ধারাবাহিকতায় অদ্যাবধি সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দুর্গাপূঁজা স্বীকৃত। রাজবাড়ি গোবিন্দ মন্দিরে কেবল একটি বৃহৎ শিলা লিপি রয়েছে যাতে পৃথিবীর দুর্গাপূঁজার প্রতিষ্ঠা, স্থান, সন, তারিখ ও অতীত কিছু ইতিহাস রয়েছে। এই শিলা লিপি ছাড়া আর তেমন কিছু নিদর্শন নেই। তাহেরপুরের দুর্গাপূরীতে দেবী দুর্গার মূল বেদী পর্যমত্ম এখন নেই। বর্তমানে দুর্গাপূরীর বেদীমূলে কলেজ এবং তার পার্শে তিনশত বছরের সেই প্রাচীন গাছটি নাম না জানার কারণে ‘‘অচিন বৃক্ষ ’’ হয়ে কালের স্মৃতি বহন করছে। কিন্তু দুর্গামন্দিরটি তালাবদ্ধ, আবার শ্যাওলা মাখানো শরীর জুড়ে তার ডাল পালা, পাতার মেলা। ঠিক বুঝলাম না এই দুরবস্থা কিংবা অযত্নের কারণ। সেই তুলনায় কাছের কালিমন্দিরের শৌর্য বীর্য দেখে কিঞ্চিত অবাকই হয়েছি। জমিদারবাড়ির সম্মুখভাগে ছোট্ট একটা কামান দেখে বিস্ময় জেগেছে মনে, এত ছোট কামান কি সময় দাগানোর ক্ষেত্রে ব্যাবহৃত হত? আশেপাশে কোথাও কোনও সাইনবোর্ড নেই, পরিচিতিমূলক কোনও বর্ণনাও কোথায় পেলামনা! জমিদারবাড়ির শোভা অপূর্ব, গাছ গাছালি ঘেরা, মনোরম পরিবেশ, কিন্তু কোথাও কিছু লেখা না থাকলে কিভাবে মেনে নেব যে এখানেই হয়েছে প্রথম দুর্গাপূজার প্রচলন? তাহেরপুর জমিদারবাড়ি। এটি এখন কলেজে রূপান্তরিত করা হয়েছে। পুরো জমিদারবাড়ি অপূর্ব প্রাকৃতিক শোভায় আচ্ছাদিত। কিন্তু জমিদারবাড়িটি অঙ্গসৌষ্ঠব একটা আকর্ষণীয়। জমিদারবাড়ির ভেতরে দুর্গা মন্দির । এখানেই নাকি রাজা কংস নারায়ন উপমহাদেশের প্রথম দুর্গাপূজা প্রচলন করেছিলেন। তাহেরপুর জমিদারবাড়ির পেছনেই শিব মন্দিরটি তুলনামুলকভাবে অনেক যত্ন সহকারে রক্ষিত।
Tags:
তাহেরপুর,তাহেরপুর হাট,তাহেরপুর রাজবাড়ি,তাহেরপুর পৌরসভা,তাহেরপুর রাজবাড়ী,তাহেরপুর বাজার,তাহেরপুরের ইতিহাস,তাহেরপুর রাজবাড়ী,তাহেরপুর রাজবাড়ি কলেজ,মিজান তাহেরপুর,তাহিরপুর বাজার,তাহেরপুর মেয়র,তাহেরপুর মন্দির,তাহেরপুর উপজেলা,তাহেরপুর এর মেয়র,পিন্টু তাহেরপুর,তাহেরপুর হরিতলা,আমাদের তাহেরপুর,তাহেরপুর পৌর ভবন,রাজা কংস নারায়ণের তাহেরপুর রাজবাড়ী,রাজশাহী তাহেরপুর,তাহেরপুর গরুর হাট,পুঠিয়া জমিদারবাড়ি,তাহেরপুর এর ইতিহাস,মৃধা মটরস তাহেরপুর, কংস নারায়ণ,রাজা কংস নারায়ণ,কংস নারায়ণ মন্দির,রাজা কংস নারায়ন,রাজা কংস নারায়ণ মন্দির,রাজা কংস নারায়নের মন্দির,কংস নারায়ণ,রাজা কংস নারায়ণ এর দূ্র্গা মন্দির,কংশ নারায়ণ,রাজা কংস নারায়ণ,রাজা কংস নারায়ন বারঘুঁইয়া রাজা,কংস নারায়ণ মন্দির,রাজা কংশ নারায়ন রায়,রাজা কংস নারায়ণ রায়,রাজা কংস নারায়ণ মন্দির,রাজা কংস,কংস রাজার কারাগারে,রাজা কংস নারায়ণের তাহেরপুর রাজবাড়ী,কংস কারাগারে জন্ম নিলেন ভগবান,বাংলায় প্রথম দুর্গাপূজা প্রর্বতন করেন রাজা কংস নারায়ণ
Follow Us At
/ plus_entertain
/ johnnyehtesham
/ apni-janen-ki
/ vaijaanofficial
Used Gears:
1. GoPro Hero 9 & 11
2. Boya Microphone
3. Sony ZV E10 with 28-70mm Lens
4. Apple iMac for Video Editing
5. Graphics Design in Adobe Photoshop
অনেক ভালো লাগল🎉
Thanks brother
darun video
Thanks
Very nice
Thanks @Riyad
khub sundor hoyse
Thanks
চালিয়ে যান। পাশে আছি 😍😍🥰 শুভকামনা
ধন্যবাদ দাদা পাশে থাকবেন
@@ExplorewithEJ thanks for reply ❤️💗