এক হাজারের ও বেশিবার শুনেছি গানটা❤ এখনো শুনি, শুনতেই থাকব, যেমন, লিরিক্স, তেমন সুর, তেমন মিউজিক কম্বিনেশন। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন গান আর আসেনি, আসবেও না। আমার জীবনের সবচেয়ে বেশি শোনা গান এটাই,
মন ভালো থাকলে ঘুমন্ত শহরে শুনি। মন খারাপ থাকলে ঘুমন্ত শহরে শুনি। একটা গান...৩০ বছর পরও একজন মধ্যচল্লিশের মানুষের মনের সবগুলো অবস্থাকে স্পর্শ করে সমানভাবে। ইজন্ট ইট আ ম্যাজিক? আইয়ুব বাচ্চু হয়তো ফেনোমেনন ছিলেন না কিন্তু বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে লেজেন্ড অফ দ্য লেজেন্ডস হয়েই রইলেন। এই গানটার জন্য। এইভাবে গাওয়ার জন্য। একটা পুরো প্রজন্মকে আমৃত্যু মোহগ্রস্থ করে ফেলার জন্য। এবি ❤❤❤
Thank me later... ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে! মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে অনন্ত প্রেম দিয়েছি উজার করে নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে দূর আধারের ভালবাসায় হারাতে ছুটে ছিলাম সেই রূপালী রাতে এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে? সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে নগরের যত বিশাদ আমাকে ভর করে দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে!
"জগত বিখ্যাত গান", আমি নিশ্চিত দিয়ে বলতে পাড়ি কখনও পুড়নো হবে না। মানুষ যতদিন পৃথিবীতে গান শুনবে, এসব গান মানুষের পছন্দের তালিকয় উপরের দিকে থাকবে।🙏 ধন্যবাদ আইয়ুব বাচ্চু স্যার, আপনি ছিলেন বলেই আমরা এসব গানের স্বাদ পাচ্ছি এখনো। 🖤
একজন আইয়ুব বাচ্চু হাজার বছরে একবার জম্মায় - দেহের মৃত্যু হলেও সৃস্টির মৃত্যু হয়না তেমনি বসের সৃস্টি গুলা আমাদের কে আজীবন মনে করাবে বস্ এর কথা। মিস ইউ বস ❤❤❤
আমার প্রিয় একজন বড় ভাইয়ের কাছ থেকে গান টা প্রথম সেই থেকে গান টা আজও আমার প্রিয়.... ❤ ধন্যবাদ শহিদুল ইসলাম খান রিয়াদ ভাই সুন্দর একটা গানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
অন্য সবকিছু যদি বাদও দেয়া হয়, তার পরেও- "তুমি আমি একই শহরে, তবুও একাকী ভিন্ন গ্রহে !" শুধু এই দুইটা লাইনেরই যে গভীরতা, যে সার্বজনীনতা, যে নিষ্ঠুর বাস্তবতা এবং AB'র মিউজিক আর কণ্ঠের যে মাদকতা.....EVERY BROKEN HEART CAN RELATE WHAT THESE WORDS MEAN TO THEM ! 💔
Listing this at the middle of the night with constant guilt and uncertainty. Life gives us such a complicated journey . This song is such a relief . nostalgia!!!
প্রতিদিন আমৃত্যু এই গান শুনে গেলেও প্রতিবারই সেই একই গুজবাম্প পেতেই হবে,কোন মাফ নেই। আমরা, যারা সেই নব্বইয়ের অসম্ভব ভাগ্যবান এবং দুর্ভাগা, তারা আটকে গিয়েছি সেই দিন থেকেই: ভাগ্যিস শুনেছিলাম। কেন শুনেছিলাম? এই দ্বন্দ্ব বাকি জীবন বয়ে বেড়াতে হবে। এই বুক কাঁপানো ইন্ট্রো, এই মাইন্ডব্লোয়িং কম্পোজিশান, এই কম্পলিট মিউজিক, এই মাথা খারাপ করা ইন্সট্রুমেন্টাল কোরাস, এই গা-শিউরানো লিরিক আর এই লেজেন্ড্রি আনরিয়েল ভয়েস টোন - মাই গ্যাড স্যার!!! প্রতিবার ঠিক একই অনুভূতি। কীভাবে সম্ভব? এই ৩০ বছর পরও! কীভাবে? আইয়ুব বাচ্চু সেই অতি বিরলতম প্রজাতির মিউজিশিয়ান যাঁর কন্ঠে বাংলা গান বেজে উঠে নিজেই সম্মানিত হয়েছে, হবেও।
৮০/৯০ দশকের ছেলে মেয়েরা বুঝে তখন গানের জগত যারা সৃষ্টি করে রেখেছে অনবদ্য তাদের মধ্যে বাচ্ছূ ভাই সেরা। ওনার গান গুলি বেঁচে থাকবে অনন্তকাল ২০৫০ সালে এই কমেন্ট পড়ে , আমার ছেলে মেয়েরা বলবে আমার বাবা কি গান শুনতেন যা তারা ২০৫০ সালেও শুনবে হয়তো আমি থাকবো না ❤️❤️🌿🌿
ঘুমন্ত শহরে রুপালি রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এ হৃদয়টাকে ভেঙে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পড়ে সে নিয়ন জলা রাতে অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেঁটেছি বাধা দুটি হাতে দুর আধারের ভালোবাসা হারাতে ছুটে ছিলাম সেই রুপালি রাতে এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে নিশিব্যাস্ত মানুষ হয়েছি কেমনে সমুদ্র কোলাহলের অবিরাম ক্ষণে নগরের যত বিষাদ আমাকে ভর করে দরজার চৌকাঠে পিড়ি বানিয়ে বিনিন্দ্র বসে আছি এই রুপালি রাতে। ঘুমন্ত শহরে রুপালি রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এ হৃদয়টাকে ভেঙে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে।
আমরা বন্ধুরা ৯৩ ব্যাচ। LRB কে আমি আইকনিক ব্যান্ড হিসেবে নিয়ে ড্রামস শিখি। ওনার গান হেড ফোন এ কানে দিয়ে প্রাক্টিস করতাম। আপনারা যে কত ভালবাসেন তা কমেন্ট পড়লেই বোঝা যায়। ওনাকে আল্লাহ বেহেশত নসীব করুন। আমিন।
২০২৩ এ শুনছি এক বসর পরে আবার শুনতে এলাম প্রিয় গানটি ৯০দশকে মিনিমাম ৪/৫ লাখ বার শুনেছি! আর একা একা চিল্লায়ে যে কত গেয়েছি.... সবাই আমরা আমাদের বাচ্চু ভাই যেখানে চলে গেছে সেখানে যাওয়ার দিকে আগাচ্ছি!!
Legendary album of LRB,, 1995...greatest line up that was,, swapon,,tutul,,bachchu (late),,reyad.....( late -shachchu n milton akbor first played this song,,,)
ঘুমন্ত শহরে, রুপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেঁটেছি বাঁধা দু'টি হাতে দূর আঁধারের ভালোবাসায় হারাতে ছুটেছিলাম সেই রুপালী রাতে এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে? সমুদ্র কোলাহলের মতো অবিরাম ক্ষণে নগরের যত বিষাদ আমাকে ভর করে দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে বিনিদ্র জেগে আছি এই রুপালী রাতে ঘুমন্ত শহরে, রুপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে
জীবনে প্রথম ১৯৯৭ সালে তার লাইভ প্রোগ্রাম দেখি তারপর আর তার প্রোগ্রাম খুব বড় কোন কারণ ছাড়া তার প্রোগ্রাম মিস করি নাই। তিনি এখন না-ই তাই এখন আর কোন প্রোগ্রামে দেখতে যেতে মনে টানে নাহ।
সব সময় টাকা দিয়ে ক্যাসেট কিনতে পারতাম না। ধার করে ক্যাসেট এনে শুনতাম। আজ মধ্যবয়সী হয়ে আইয়ুব বাচ্চুকে অনেক মিস করি। প্রত্যেকটা গান মন ছুয়ে যায়। নিজের চঞ্চলতা প্রকাশ পায়। ভালোই লাগে মাঝে মাঝে নিজেকে উন্মুক্ত করতে।
গুরু জন্য কষ্ট হয়, হবেই আজীবন। কারন গান শোনা শুরু গুরুর গান দিয়ে। গুরু বাঁচতে পারলো না সংসার নামের নিদৃশ্য ঘাতকের কারনে। গুরুর মৃত্যুর পরে বুঝলাম প্রতিটি গানে কিসের এত অভিমান ছিল। এবং কার প্রতি এত অভিমান, কষ্ট ছিল। আসলেই গুরুকে এ সুন্দর ধমনীতে ঠকাইছে তার কাছের মানুষেরা
_Lyrics (2022-10-08)_ ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে ভালোবাসার সরল বাঁধন ছিড়ে চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে দূর আঁধারের ভালোবাসায় হারাতে ছুটেছিলাম সেই রূপালী রাতে এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে সমুদ্র কোলাহলের মতো অবিরাম ক্ষণে নগরের যত বিষাদ আমাকে ভর করে দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে ঘুমন্ত শহরে, রূপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে ভালোবাসার সরল বাঁধন ছিড়ে চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে
আমি আসহায় এখন,class এর সবাই আমাকে নিয়ে ট্রল করে,সবাই ভাল physics পারে আর আমি তাদের সামনে কিছু না। class 9 উঠার পর থেকে আমাকে সবাই পাগল ভাবে, ইনশাল্লাহ 2026 er ssc আমি তাদের থেকে ভাল করব। এখন রাত ২ টা বাজে, হাতে বই & পরার ফাঁকে একটু ফোন নিয়ে এই গান টা শুনছি
বস, আকাশের তারা হয়ে যাবার পড়,উনার কোন গানই পুরোটা শুনা হয়না।শুনতে গেলেই বুক টা হাহাকার করে উঠে,গলার কাছে কস্ট জমা হয়ে উঠে,চোখের কোনে পানি জমে উঠে....আল্লাহ উনাকে মাফ করে,জান্নাতুল ফেরদৌস দান করুন।😥😥😥♥️♥️
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
আপনার মত আমারও এমন হয়
Amar o vai
Ameen
Pppp
এক হাজারের ও বেশিবার শুনেছি গানটা❤ এখনো শুনি, শুনতেই থাকব, যেমন, লিরিক্স, তেমন সুর, তেমন মিউজিক কম্বিনেশন। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন গান আর আসেনি, আসবেও না। আমার জীবনের সবচেয়ে বেশি শোনা গান এটাই,
৯৫ - ৯৬ সনের কথা, রাত ১০ টায় রমনা থানার সামনে দিয়ে হেটে যাচ্ছি,এক লিটার কাচের বোতল কোক কিনতে।।বড় বোনের গায়ে হলুদ কেবল শেষ হলো।।রাস্তায় একা একা চিৎকার দিয়ে গাচ্ছিলাম।ঘুমন্ত শহরে।।
Nostalgic
😢😢😢
Great man. 👍
Our golden era, 90's
@@mohammadshakik8083 হা ভাই
আমার বাবার লেখার গান
বাংলার কিং বস। এমন শিল্পী আর আসবেনা হয়ত। বলা যায় গিটারের জাদুকর।
আমরা কী ভুলতে পারবো বাচ্চুকে?আরো ২শ বছরে?না সম্ভব না💝
মন ভালো থাকলে ঘুমন্ত শহরে শুনি।
মন খারাপ থাকলে ঘুমন্ত শহরে শুনি।
একটা গান...৩০ বছর পরও একজন মধ্যচল্লিশের মানুষের মনের সবগুলো অবস্থাকে স্পর্শ করে সমানভাবে। ইজন্ট ইট আ ম্যাজিক?
আইয়ুব বাচ্চু হয়তো ফেনোমেনন ছিলেন না কিন্তু বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে লেজেন্ড অফ দ্য লেজেন্ডস হয়েই রইলেন।
এই গানটার জন্য। এইভাবে গাওয়ার জন্য। একটা পুরো প্রজন্মকে আমৃত্যু মোহগ্রস্থ করে ফেলার জন্য।
এবি ❤❤❤
আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে মনের কথাগুলো বলবার জন্য
নতুন করে আর বলার কিছু নাই,আমরা যারা ৯০ দশকের আজো অনেক মিস করি এই ৯০ দশক,,রাত দিন শুধু আইয়ুব বাচ্চু।
হ্যাঁ নস্টালজিক ৯০/৯২ এর দশক।। এই সবই তো ছিল আমাদের সোনালি দিনের গান,
Boss always boss
Rights,,,
৯০ আমিও
তাই?
সেই সময় কি আগুন কন্ঠ ছিল বাচ্চুভাই এর❤❤
ঘুমন্ত শহরে -এটা শুধু গান না এটা একটা জীবন্ত উপন্যাস।
Thank me later...
ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে!
মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আধারের ভালবাসায় হারাতে
ছুটে ছিলাম সেই রূপালী রাতে
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারনে
নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে?
সমুদ্র কোলাহলের মত অবিরাম ক্ষণে
নগরের যত বিশাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে
ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরন জড়িয়ে
আমি আছি আছি, তোমার স্মৃতিতে
ভালবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে!
That was helpful ❣️❣️
Thanks
Thank you
❤❤❤
লিরিক্স টা আমাকে সেন্ড করতে পারবেন
"জগত বিখ্যাত গান", আমি নিশ্চিত দিয়ে বলতে পাড়ি কখনও পুড়নো হবে না। মানুষ যতদিন পৃথিবীতে গান শুনবে, এসব গান মানুষের পছন্দের তালিকয় উপরের দিকে থাকবে।🙏
ধন্যবাদ আইয়ুব বাচ্চু স্যার, আপনি ছিলেন বলেই আমরা এসব গানের স্বাদ পাচ্ছি এখনো। 🖤
ইনূস্টুমেন্ট আহ ভাষায় প্রকাশ করার কোন শব্দ নেই। ❤❤❤❤❤❤ আইয়ূব বাচ্চু
একজন আইয়ুব বাচ্চু হাজার বছরে একবার জম্মায় - দেহের মৃত্যু হলেও সৃস্টির মৃত্যু হয়না তেমনি বসের সৃস্টি গুলা আমাদের কে আজীবন মনে করাবে বস্ এর কথা। মিস ইউ বস ❤❤❤
বস আপনাকে ভুলতে পারিনা। বিশেষ করে ২২ সালে যখন কষ্টের মধ্যদিয়ে যাচ্ছি😭
গান গুলো একটু শান্তি দেয়।
বাচ্চু ভাই এর অসংখ্য কনসার্ট লাইভ দেখা সৌভাগ্যবান আমি একজন।❤❤মিস ইউ বাচ্চু ভাই।মহান আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। ❤️
এই যে আপনি গানটি শুনছেন ,আপনাকেই বলছি, আপনার মতো সুন্দর ,আর রুচিশীল মানুষ খুব কম আছে।
ধন্যবাদ
Thank you
ধন্যবাদ!
ধন্যবাদ 😢😢
কিন্তু আমার রুচি তো খুব-ই নিকৃষ্ট!!!
❤ 😭ভালোবাসার হাসাই ,কাদাই সেটাই শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাই 😭 ❤
আহ এ সব গান আর আসবে না। সুর, কথা সবই শেষ। কত হাজার বার শুনেছি এ গান। ঘুমন্ত শহরে... বৃষ্টি, শীতে র সময় গান গুলো শোনার মজাই আলাদা
আমার প্রিয় একজন বড় ভাইয়ের কাছ থেকে গান টা প্রথম সেই থেকে গান টা আজও আমার প্রিয়.... ❤ ধন্যবাদ শহিদুল ইসলাম খান রিয়াদ ভাই সুন্দর একটা গানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
৯০ দশকের মাঠ কাপানো গান যা এখন মোবাইলে শুনি মধ্যবয়সে লুকিয়ে, মিউজিক, বেজ, গিটার & ড্রামস এর কাজ অসাধারন ছিল
একদমই..... এই গানগুলোর মরণ নেই..... এখনও শুনলে শরীরে শিহরণ জেগে উঠে
Me too
Me too mahmed.....মনের কথা বলছেন...সময় চলে যায়
জন্ম থেকে জন্মান্তরে থেকে যাবে গান গুলা। আর আপনি থাকবেন ফুসফুসের নিশ্বাস হয়ে। অনেক মিস করি বস তুমাকে
অন্য সবকিছু যদি বাদও দেয়া হয়, তার পরেও-
"তুমি আমি একই শহরে,
তবুও একাকী ভিন্ন গ্রহে !"
শুধু এই দুইটা লাইনেরই যে গভীরতা, যে সার্বজনীনতা, যে নিষ্ঠুর বাস্তবতা এবং AB'র মিউজিক আর কণ্ঠের যে মাদকতা.....EVERY BROKEN HEART CAN RELATE WHAT THESE WORDS MEAN TO THEM ! 💔
❤️
Listing this at the middle of the night with constant guilt and uncertainty. Life gives us such a complicated journey . This song is such a relief . nostalgia!!!
গানটা শুনলে ভিতরটা কেমন জানি করে,
প্রিয় মানুষটার জন্য💔💔
সুখে থাক ভালো থাক...
স্বামী সংসার নিয়ে 👩❤️💋👨👩❤️💋👨
প্রিয় ভালো থাক তুমি।
প্রতিটি প্রজন্মের তারুণ্যের প্রতীক ,তুমি রবে আদি হতে অনন্ত অবধি .AB
বসের প্রতিটি গান শুনে আসলে কোন দিন কোন ভাবে বোঝাতে পারবো না কতটুকু কষ্ট হয়,
প্রতিদিন আমৃত্যু এই গান শুনে গেলেও প্রতিবারই সেই একই গুজবাম্প পেতেই হবে,কোন মাফ নেই। আমরা, যারা সেই নব্বইয়ের অসম্ভব ভাগ্যবান এবং দুর্ভাগা, তারা আটকে গিয়েছি সেই দিন থেকেই: ভাগ্যিস শুনেছিলাম। কেন শুনেছিলাম? এই দ্বন্দ্ব বাকি জীবন বয়ে বেড়াতে হবে।
এই বুক কাঁপানো ইন্ট্রো, এই মাইন্ডব্লোয়িং কম্পোজিশান, এই কম্পলিট মিউজিক, এই মাথা খারাপ করা ইন্সট্রুমেন্টাল কোরাস, এই গা-শিউরানো লিরিক আর এই লেজেন্ড্রি আনরিয়েল ভয়েস টোন -
মাই গ্যাড স্যার!!!
প্রতিবার ঠিক একই অনুভূতি। কীভাবে সম্ভব? এই ৩০ বছর পরও! কীভাবে?
আইয়ুব বাচ্চু সেই অতি বিরলতম প্রজাতির মিউজিশিয়ান যাঁর কন্ঠে বাংলা গান বেজে উঠে নিজেই সম্মানিত হয়েছে, হবেও।
দূর আকাশের ভালবাসায়, হারাতে
ছুটেছিলাম সেই রুপালি রাতে... 🧡 #TheBOSS...!!
৮০/৯০ দশকের ছেলে মেয়েরা বুঝে তখন গানের জগত যারা সৃষ্টি করে রেখেছে অনবদ্য তাদের মধ্যে বাচ্ছূ ভাই সেরা। ওনার গান গুলি বেঁচে থাকবে অনন্তকাল ২০৫০ সালে এই কমেন্ট পড়ে , আমার ছেলে মেয়েরা বলবে আমার বাবা কি গান শুনতেন যা তারা ২০৫০ সালেও শুনবে হয়তো আমি থাকবো না ❤️❤️🌿🌿
ঘুমন্ত শহরে রুপালি রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এ হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে।
মনে পড়ে সে নিয়ন জলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেঁটেছি বাধা দুটি হাতে
দুর আধারের ভালোবাসা হারাতে
ছুটে ছিলাম সেই রুপালি রাতে
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশিব্যাস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠে পিড়ি বানিয়ে
বিনিন্দ্র বসে আছি এই রুপালি রাতে।
ঘুমন্ত শহরে রুপালি রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এ হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে।
আমরা বন্ধুরা ৯৩ ব্যাচ। LRB কে আমি আইকনিক ব্যান্ড হিসেবে নিয়ে ড্রামস শিখি। ওনার গান হেড ফোন এ কানে দিয়ে প্রাক্টিস করতাম। আপনারা যে কত ভালবাসেন তা কমেন্ট পড়লেই বোঝা যায়। ওনাকে আল্লাহ বেহেশত নসীব করুন। আমিন।
93 batch er amra ja payachi onekey ta paini.
আসলে বেস কিছু বলার নাই।এক বুক ভালোবাসার মানুষ।যাকে কখনো ভুলে যাওয়া সম্ভব না❤❤
LRB was ONE piece
O - Original
N - Never
E - Ends
Miss u Ayub Bacchu Sir 🙂
ৌ
L - love
R- runs
B- blind
যদি হাজার বছর ইউটিউব চলমান থাকে,,তাহলে এই গানটিও হাজার বছর জীবিত থাকবে
L.R.B মানে হৃদয়ের সকল ভালোবাসা। বাচ্চু ভাই নেই মানে রুচিসম্মত ব্যন্ড গানের মৃত্যু। আর ফিরে পাব না তোমায়। আল্লাহ তোমায় জান্নতবাসী করুন আমীন।
amin
এইসব গান কখনো পুরাতন হবে না।এখন থেকে ২০৪০ সাল পর্যন্ত যারা শুনবেন তাদের জন্য রইলো একবুক ভালোবাসা।
miss you ab sir ❤️😢
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে, চলে গেছো এই হৃদয়টাকে ভেঙ্গে, 🙂💔
বিনিদ্র জেগে আছি এই রুপালি রাতে...
অসাধারণ একটি গান ❤️❤️✨
Masterpiece Ab sir er ✅✅✅
100 bar sunle bujben gaaan ta ki 🚭🚭
After all these years, this song hasn't lost its charm at all. If anything, it sounds even better. AB forever!!!
অনেক দিন হলো গান টা শুনিনা, আবারও শুনতে এলাম। 😢😢😢
একটা গান 3 থেকে 4 বার শুনলে বিরক্ত লাগে কিন্তু পবিত্র আযান 100 বার শুনলেও কলিজা ঠান্ডা অনুভব হয়ে যায়,বিরক্ত লাগেনা সুবহানাল্লাহ
হুদাই ভণ্ডামি করার জায়গা পাওনা?? তোমারে গানের ভিডিওর নিচে কমেন্ট করতে বলছে কে??? কিছু লাইক কমেন্টের জন্য হুদাই ইসলামকে ব্যবহার করছো।
বিরক্ত লাগলে শুনবেন না; আপনাকে কেউ কি জোড় করে শোনাচ্ছে?
@@FerdausAlAmin উনি হোলো ধর্ম ব্যাবসায়ী!
azan er mayre chudi
Guru apner song akdin na sunla,,,mon ta poripunnota pay na,,, love you guru & miss you,,,opura Valo thakban insallah❤️❤️
বস আকাশের তারা হইয়ে যাইনি লুকিয়ে আাছে লক্ষ ভক্তের মনে🥰🥰🥰
Always hat,s up for AB sir...he give us lot of valuable tune and music.
২০২৩ এ শুনছি এক বসর পরে আবার শুনতে এলাম প্রিয় গানটি
৯০দশকে মিনিমাম ৪/৫ লাখ বার শুনেছি! আর একা একা চিল্লায়ে যে কত গেয়েছি.... সবাই আমরা আমাদের বাচ্চু ভাই যেখানে চলে গেছে সেখানে যাওয়ার দিকে আগাচ্ছি!!
Legendary album of LRB,, 1995...greatest line up that was,, swapon,,tutul,,bachchu (late),,reyad.....( late -shachchu n milton akbor first played this song,,,)
মধ্য রাতে মিরপুর থেকে পুরান ঢাকার যাওয়ার পথে বন্ধুরা মিলে কতবার এই গানটা শুনেছি তার হিসাব নেই
বসের গানগুলো শুনে বড় হয়েছি। সব সময় মনে হয় একজন ভালো বন্ধু পাশে ছিল।
khub shundor kotha, "shob shomoy mone hoy akjon bhalo bondhu pashe chilo."
Bachu vaiiiiiii.. .... 90s boy's ami apna k jibone bhoulte parbo na.
Love you miss u legendary bachu vai.
একজন মানুষ... একটা বয়স... একটা সময়ের কথা মনে পড়ে গেলো। আর পুরনো সেই অনুভূতি.....
প্রতিটা গান সংরক্ষিত আছে_____
যা মনে করতেও ভয়+শুন্তেও ভয়___
😢
রুচিশীল মানুষদের গান❤
বসের সব গান গুলোই আমি শুনি প্রতিদিন রাতে 💝
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
কত শত রাত পাড়ি দিয়েছি ঘুমন্ত শহরে লাভ ইউ বস ❤️
Undoubtedly one of the greatest melo-rock songs in Bengali Band Music history🤘
এমন গান বারে বারে শুনতে চাই ❤❤
50 বছর যদি ইউটিউব থাকে,আর আপনারা যদি এই গান শুনেন।তাহলে আপনাদের রুচির প্রতি সম্মান জানাই।
ঠিক বলেছেন❤
বস মানেই হিট❤️❤️❤️
ওপারে ভালো থেকো বস🙏🙏
ওপারে ভালো থেকো বস 🥰
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
বস বেঁচে থাকবেন লাখোকোটি ভক্ত র মধ্যে ❤❤❤❤
1:16 তে মুল গান শুরু
এর আগে মানে প্রথম ১ মিনিট ১৫ সেকেন্ড চলে বসের মিউজিক ক্যারিশমা❤
ঘুমন্ত শহরে, রুপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে
মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেঁটেছি বাঁধা দু'টি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রুপালী রাতে
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে?
সমুদ্র কোলাহলের মতো অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রুপালী রাতে
ঘুমন্ত শহরে, রুপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে
💝💝💝
এই 2024 সালে এসে সঠিক মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর।
জীবনে প্রথম ১৯৯৭ সালে তার লাইভ প্রোগ্রাম দেখি তারপর আর তার প্রোগ্রাম খুব বড় কোন কারণ ছাড়া তার প্রোগ্রাম মিস করি নাই।
তিনি এখন না-ই তাই এখন আর কোন প্রোগ্রামে দেখতে যেতে মনে টানে নাহ।
We. R lucky 90 generation.legend boss.
সব সময় টাকা দিয়ে ক্যাসেট কিনতে পারতাম না। ধার করে ক্যাসেট এনে শুনতাম। আজ মধ্যবয়সী হয়ে আইয়ুব বাচ্চুকে অনেক মিস করি। প্রত্যেকটা গান মন ছুয়ে যায়। নিজের চঞ্চলতা প্রকাশ পায়। ভালোই লাগে মাঝে মাঝে নিজেকে উন্মুক্ত করতে।
দারুণ একটা গান।
ঘুমন্ত শহরে। ❤️
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
এই গানগুলো অমর হয়ে থাকবে চিরদিন ❤️❤️
মিস করি বস কে। বস এর লাইভ শো কে। ♥️♥️
ভালো থাকবেন ♥️
Ayub bachchu fan from west Bengal......
সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার হয়েছে
Tomar gan sunai pram a pora Abar thaka hariya Tomar gan suna. Ab u r great❤
বস এর কথা বলে শেষ হবে না। আল্লাহ তায়ালা যেন তাকে উপারে ভালো রাখে।
Proti te rate boss ar song gulo sune r onek srite mone pore Jai,,♥️♥️
গানটা শুনলে মনটা আমার এমন হয়...কষ্টে ভরা জীবনটাকে নিয়ে দৌড়ে কোথাও পালিয়ে যাই...💔💔💔
Guru apner song gula,,,potidin na sunla gum a asa na,,,miss you guru❤️❤️
বলার ভাষা নেই কত সুন্দর এই গান
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
গুরু জন্য কষ্ট হয়, হবেই আজীবন। কারন গান শোনা শুরু গুরুর গান দিয়ে। গুরু বাঁচতে পারলো না সংসার নামের নিদৃশ্য ঘাতকের কারনে। গুরুর মৃত্যুর পরে বুঝলাম প্রতিটি গানে কিসের এত অভিমান ছিল। এবং কার প্রতি এত অভিমান, কষ্ট ছিল। আসলেই গুরুকে এ সুন্দর ধমনীতে ঠকাইছে তার কাছের মানুষেরা
কার প্রতি ছিলো ভাই?
Song : Ghumanto Shohore Band : LRB Album : Ghumanto Shohore Audio Cassette CD Label : Soundtek Album Released : 1995
Album Released : 1995
ভালোবাসার সরল বাধন ছিড়ে চলে গেছো এই রিদয়টাকে ভেংগে 💔A
যতবার ওই শুনি ঠিক ততবারই ভালো লাগে ❤❤
এই গানটি বাংলার ইতিহাসে সেরা collaboration ধন্যবাদ সবাইকে
আহা সেকি গিটার, সেকি সুর, আজো অমলিন
Legends never DIE ❤️
Wonderful song. This song would be kept in our heart for thousand of years....
No doubt about this song but hearth touching song.
Best bagla hard rock song for me.... Unbeatable forever 🤘
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
Bangla* 🙂
গন গুলা এখন শুনতে গেলে বুকটা কষ্টে কেঁদে ওঠে। বসকে মিচ করছি। 💔😢💔😢
_Lyrics (2022-10-08)_
ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিড়ে
চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে
মনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজাড় করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথ হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতে
এই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশিব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মতো অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে
ঘুমন্ত শহরে, রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিড়ে
চলে গেছো এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহে
At last Orginal version..💘🤘
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
হাসিখুশি ছিলাম একটু আগেও। ম্যুজিকটা শুরু হওয়ার সাথে সাথে চোখ পানিতে ভরে গিয়েছে। আমি, আমরা আটকে গিয়েছি ওই রূপালী সময়টায়, থাকবোও, ওঁর সাথে।
বস ঠিকই বলছিলেন,, আজ সবাই ঘুমন্ত এই শহরে 💔💔
যখনই শুনি তখনই নতুন মনে হয়
আমি আসহায় এখন,class এর সবাই আমাকে নিয়ে ট্রল করে,সবাই ভাল physics পারে আর আমি তাদের সামনে কিছু না। class 9 উঠার পর থেকে আমাকে সবাই পাগল ভাবে, ইনশাল্লাহ 2026 er ssc আমি তাদের থেকে ভাল করব। এখন রাত ২ টা বাজে, হাতে বই & পরার ফাঁকে একটু ফোন নিয়ে এই গান টা শুনছি
Happy birthday AB boss❤️
16/8/23
this is what real music and musicians sounds like
Enjoy This # Tribute21 Ayub Bacchu ruclips.net/video/NZNHBDcdIkk/видео.html
Most fovrite ❤
ভালবাসা কি এমন এক ঔষদ মরন প্রজন্ত খেতে হয়,,হয় তো ভালবাসার আনন্দে নয় তো,,যন্তানার চাদোরে,,ভাল থেকো সবার না হওয়া প্রিয় মানুষটি,,
পার্থ বড়ুয়া ও আইয়ুব বাচ্চু এর অসাধারণ কম্পোজিশন
সত্যি গুরু...সেই রাতে সব প্রেম হারিয়েছিলাম অকারণে...😅💔🥀তবে তুমি আজ আমাদের মাঝে থাকলে হয়তো....ওইসব কিছুই মনে হয়তো না🥺মিস ইউ লিজেন্ড 🥺🥺