ধন্যবাদ এতো কষ্ট করে ডিটেইলস প্রেজেন্টেশন করার জন্য। গ্রামের রাস্তার পাশে ১১ শতকের একটা নিচু জমিতে ১২ ফিটের মতো ড্রেজার দিয়ে ভরাট করানো হয়েছে, মেইনলি বালু মাটি। এখানে ৩ তলার একটা বাড়ী বানাতে হলে কি রকমের ফাউন্ডেশন লাগতে পারে? অবশ্যই সয়েল টেস্ট করাবো, তারপরেও একটু এডভান্স আইডিয়া চাচ্ছি।
আসসালামুলাইকুম, একটা প্রশ্নের উত্তর পেলে উপকার হইতো, বেজ+ফাইলিং দুইরকমের ফাউন্ডেশনের বাড়ি জয়েন্ট করা যাবে? আমাদের ২কাঠা জমি এর এক কাঠায় বেজ করে ৫তালা ফাউন্ডেশনে ২তালা করা হয়...বাকী এক কাঠায় মাটি নরম হওয়ায় এবং অন্যান্য কারনে ৩০ফিট করে ফাইলিং করা হয়।
এমন সাধারণত হয় না যে একই জমিতে মাটির কন্ডিশনের এতই তফাত যে একসাইডে পাইল অন্য সাইডে নরমাল ফুটিং দেওয়া। তবে যদি সত্যিই এমন হয় তাহলে করতে পারবেন তার জন্য অবশ্যই সয়েল টেস্ট করে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিয়ে ড্রইং নিয়ে কাজ করবেন।
Narayangonj e 3 sotok land er soil test korate chai..Trusted kono soil test organisation er nam r address jodi diten valo hoto..Cost kemon porte pare 60 feet boring 3 ta spot e korbo.
Soiltest er upor depend kore vai.... 7-8 tolao kora jay 4 tolao risky hoye jay...but obosshoi soiltest kore civil eng er load calculation er design kore decision nite hobe.
আমাদের বরিশালে মাটির কন্ডিশনটা কেমন?আমি ১৭/৭৫ ফিটের উপর বাড়ি করতে চাই ৪তলা ফাউন্ডেশন দিয়ে। এখানে কোন ফাউন্ডেশন দিব আর সট কলম পর্যন্ত কত খরচ পরবে।দয়া করে একটু বলতেন ❤
আমাদের বরিশালে মাটির কন্ডিশনটা কেমন?আমি ১৭/৭৫ ফিটের উপর বাড়ি করতে চাই ৪তলা ফাউন্ডেশন দিয়ে। এখানে কোন ফাউন্ডেশন দিব আর সট কলম পর্যন্ত কত খরচ পরবে।দয়া করে একটু বলতেন
ভাই পাশাপাশি দুটি বিল্ডিং এর ক্ষেত্রে নিচের ফাউন্ডেশন কিভাবে করবে?একটার উপরে আরেকটা ঢালাই দিয়ে দিবে নাকি বেইজ এর নিচ দিয়ে ঢালাই দিয়ে দিবে? উত্তর দিলে উপকৃত হব🙏
ভাই, আমাদের পুকুরে ৯ ফুট বালু ভরাট করা হয়েছে, ৪ বছর আগে। ঐ বালুর উপর দুই তালা ফাউন্ডেশন নিতে হলে কতফুট গভীরে যেতে হবে। সঠিক হিসাব টি জানিয়ে দেওয়ার অনুরোধ রইল।
আসসালামু আলাইকুম। সয়েল টেস্ট এ মাটির কন্ডিশন খারাপ দেখা গেছে। 50 ফিট এ গিয়ে ভাল মাটি পাওয়া গেছে। এক্ষেত্রে 4 তলা বিল্ডিং করতে কি রকম ফাউন্ডেশন ভাল হবে যেটা সাশ্রয়ীও হবে - ম্যাট নাকি প্রি কাস্ট পাইলিং?
Report ta na dekhe bola jabe na....tobe e khetre C2 shob cheye uttom. Pre cast diyeo kora jete pare tobe obosshoi ekjon expert civil engineer k hire korben se soiltest er repost dekhe building er load calculation kore best solution dibe.
বাড়ির ফাউন্ডেশনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় চিত্রসহ সহজভাবে উপস্থাপন ও ব্যাখ্যার জন্য ধন্যবাদ। তবে দু'টি বিষয় না বললেই নয়: ১. সঠিক শব্দ ও তার উচ্চারণ ব্যবহার করা উচিৎ। মাটি খনন বা খোঁড়ার বিষয়ে কথা বলার সময় আপনি যে শব্দটি ব্যবহার করেছেন তা' আমার অপরিচিত। কখনও শুনিনি। সম্ভবতঃ আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দ পরিহার করা উত্তম। আর ইংরেজি PIER শব্দটির উচ্চারণ 'পিয়ার'। আপনি বলছেন 'পায়ার'। এটি ভুল ; ২. প্রয়োজনীয় স্থানে পরিমাপের উল্লেখ করা প্রয়োজন। যেমন, সাব-স্ট্রাকচারের সর্বনিম্ন স্থান থেকে গ্রেড বীমের উচ্চতা কতো থাকা উচিৎ। ধন্যবাদ আবারও।
আপনার মুল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্য বিবেচনায় রাখবো। আর গ্রেড বিমের উচ্চতা নির্ভর করে ভবন কতটুকু উচু করতে চান তার উপর। তাই এইটার নির্দিষ্ট কোন পরিমাপ নেই।
এই কাজগুলোর আসলে মুখে মুখে বলার কোন সুযোগ নেই। প্রথমে বিল্ডিং ডিজাইন করতে হবে তারপর লোড ক্যালকুলেশন করে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। সয়েল কন্ডিশন কেমন আছে সেটাও একটা দেখার বিষয়।
@@buildareadesigners3480 সয়েল কন্ডিশন আজ থেকে আরও দুবছর আগে মাটি কাটা হয়েছে সেই মাটিতে এখন করতে চাচ্ছি ৩২ ফুট লম্বা ২২ ফুট প্রস্থ, তিনটা রুম দুটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং রুম
এই কাজগুলোর আসলে মুখে মুখে বলার কোন সুযোগ নেই। প্রথমে বিল্ডিং ডিজাইন করতে হবে তারপর লোড ক্যালকুলেশন করে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। তারপর ড্রইং করতে হবে সেই ড্রইং দেখে মিস্ত্রীরা কাজ করতে পারবে।
ইঞ্জিনিয়াররা কাজ পেলেই পাইল করার নামে ২০-৩০ টা পাইল ৬০-৮০ ফিট করার নামে ২০-৪০ লাখ টাকা নাই করে দেয়। ফাউন্ডেশন দিতেও দেড় ছাদের সমান খরচ হয়। পুরোটা ম্যাট ফাউন্ডেশন দিতে ২ ছাদের খরচ হবে বড়জোর। একটা তালাও বাড়তি পাওয়া যাবে। আপনার ভিডিওটা অনেক ভাল হয়েছে। সুন্দর ভাবে বুঝিয়েছেন।
ফাউন্ডেশন ফেইলিউরের কারন গুলো কিকি?? কয়েকটা আর্টিকেলে দেখলাম, প্লাম্বিং আর বন্যাতেও নাকি মাটির সেটেলমেন্টের জন্য ফাউন্ডেশন ফেইল করে। কিন্তু বাংলাদেশেতো সব বিল্ডিংয়েরই প্লাম্বিং, বা বন্যার ইস্যু থাকে।...
বাংলাদেশে স্ট্রাকচার ফেইলিউরের মুল কারন গুলার হল, সয়েল্টেস্ট না করে / ইঞ্জিনিয়ার থ্রকে স্ট্রাকচার ড্রইং না নিয়ে / ড্রইনং নিয়েও কাজের সময় তাদের সুপারভিশনে রাখা হয় না। আর আপনি যে ২ টা পয়েন্ট বললেন আসলে প্লাম্বিং এর কারনে ভবনের ক্ষতির কোন কারন নেই। বন্যার কারনে হতে পারে যদি স্যালো ফাউন্ডেশন হয়ে থাকে।
এত সুন্দর করে ফাউন্ডেশন, মনে হয়না আর কেউ বোঝাতে পারবে। অসাধারণ উপস্থাপনা ভাই। দোয়া রইলো।
ধন্যবাদ
খুব সুন্দর করে বুঝিয়েছেন আপনি।। ভালো লাগলো
ধন্যবাদ
❤❤❤❤
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্যে
ধন্যবাদ সাথে থাকার জন্য
Thank you bai.. onk sundor hoise..
most welcome. stay tuned
Tnx Vai
Onk important information pelam
most welcome
গুরুত্বপূর্ণ তথ্য দেয়াত জন্য ধন্যবাদ 😍💝
Most welcome.
সুন্দর উপস্থাপনা। ভালোবাসা অবিরাম
ধন্যবাদ
এতো সুন্দর করে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ
সাথেই থাকুন
অনেক সুন্দর করে বুঝিয়েছেন ধন্যবাদ
Most Welcome
অসাধারণ ব্যাখ্যা 👌👌
ধন্যবাদ
ধন্যবাদ ভালো আলোচনা করার জন্য
ধন্যবাদ
যথেষ্ট আন্তরিক আপনার পরামর্শ দেশ ও জাতি উপকৃত আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ আপনাকে। সাথেই থাকুন
অসাধারনভাবে বুঝিয়েছেন,অসাধারন।
ধন্যবাদ।
আমার বাড়ির ডিজাইন এর জন্য আপনাকে দরকার ভাই।
Khob valo oposthapon . sohoj kore bolar jonno , thanks .
Thanks
অসাধারণ!!!!!
ধন্যবাদ
অনেক সুন্দর করে বলেছেন ভাইজান।
ধন্যবাদ
Sera brother🔥
Thanks vai
Tnx bro class a ato valo kore bojhano hoy na. Apnar dara r o valo bujhte parlam.
Thanks a lot. Stay tuned
Thank u very much for your nice presentation
most welcome Brother
অনেক কিছু জানতে পারলাম ভাই ধন্যবাদ
thanks. stay turned.
Expertise knowledge
thanks
Khub sundor job
thanks
অনেক সুন্দর ভিডিও ভাই❤❤❤
Thanks
মাশাআল্লাহ খুব ভালো লাগছে
ধন্যবাদ।
Onk dhonnobad apnake
thanks
soil test a mari condition valo 8 tola building korta kathokharas hobe
আগে বিল্ডিং ডিজাইন করেন তারপর খরচের হিসাব
Thanks for your good ìnformatin.
My pleasure
ধন্যবাদ এতো কষ্ট করে ডিটেইলস প্রেজেন্টেশন করার জন্য।
গ্রামের রাস্তার পাশে ১১ শতকের একটা নিচু জমিতে ১২ ফিটের মতো ড্রেজার দিয়ে ভরাট করানো হয়েছে, মেইনলি বালু মাটি।
এখানে ৩ তলার একটা বাড়ী বানাতে হলে কি রকমের ফাউন্ডেশন লাগতে পারে? অবশ্যই সয়েল টেস্ট করাবো, তারপরেও একটু এডভান্স আইডিয়া চাচ্ছি।
3 tola korle pailing lagte pare.
অসাধারণ
ধন্যবাদ
আসসালামুলাইকুম, একটা প্রশ্নের উত্তর পেলে উপকার হইতো, বেজ+ফাইলিং দুইরকমের ফাউন্ডেশনের বাড়ি জয়েন্ট করা যাবে?
আমাদের ২কাঠা জমি এর এক কাঠায় বেজ করে ৫তালা ফাউন্ডেশনে ২তালা করা হয়...বাকী এক কাঠায় মাটি নরম হওয়ায় এবং অন্যান্য কারনে ৩০ফিট করে ফাইলিং করা হয়।
এমন সাধারণত হয় না যে একই জমিতে মাটির কন্ডিশনের এতই তফাত যে একসাইডে পাইল অন্য সাইডে নরমাল ফুটিং দেওয়া। তবে যদি সত্যিই এমন হয় তাহলে করতে পারবেন তার জন্য অবশ্যই সয়েল টেস্ট করে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিয়ে ড্রইং নিয়ে কাজ করবেন।
Onek balobasha
ধন্যবাদ
মিউজিক টা ডিস্ট্রাব করতাছে
noted
অসাধারন ভাই
ধন্যবাদ।
ভাই, গ্রেডবীম করা কলাম ভেঙ্গে ১ ফুট কি সরানো যাবে।
না
প্রেক্যাস্ট পাইল দিয়ে পাইল ক্যাপ থেকে ম্যাক্সিমাম floor hight কতো দেওয়া যাবে,গ্রেড ভিম থেকে
তেমন কোন বাইন্ডিংস নাই।
EXTRA MUSIC DILEN KENO?
emni
খুবই সুন্দর ভিডিও
Thanks a lot
ধন্যবাদ আপনাকে
most welcome
গুরুত্বপূর্ণ আলোচনা
ধন্যবাদ
Joss ❤
Thanks
Khub Valo laglo..🖤🖤
ধন্যবাদ
sir 1200 square foot 4 floor building 14 coulmns. soil conditions good, which Islolated footing using?
Need to see the soiltest report and floor plan design.
4/5 tala bashar jonno kon foundation better? budget khub beshi na
Depends on soiltest report
Apnar sathe kivabe comnunicate korte pari.....
Narayangonj e 3 sotok land er soil test korate chai..Trusted kono soil test organisation er nam r address jodi diten valo hoto..Cost kemon porte pare 60 feet boring 3 ta spot e korbo.
পরিচিত নাই কিন্তু রিকমন্ডেড করার মত কেউ নাই। তবে মাঝে মধ্যে যখন করাই ঢাকার দিকে কিছু কম্পানি আছে। রানিং ফিট ১০০-১২০/- টাকা খরচ পড়ে।
@@buildareadesigners3480 Thank you.
মাটির অনেক দূর্বল ভাই আমি তিন তলা বাড়ি করতে চাই তা হলে কি ধরনের পাইলিং করলে ভালো হবে।জানাবেন প্লীজ।
soile test koren age
ভাইয়া আপনার কথা গোলা অনেক সুন্দর...
ধন্যবাদ
Matt foundation e ..per decimal e koto taka khoroch hoy?
2 lac around
Very good
Thanks
onk important talk
thanks
Septic tank nia details a akta video chai......thanks
অবশ্যই করবো
Sir 3 fit base dia aktola kora jabe
Depends on soiltest
আমরা চকে জায়গা কিনছি 8 feet ডেজার মাটি ফালাই এখন ৪ তলা ভবন বানাতে কি পাইলিং করতে হবে ??
সয়েল্টেস্ট করতে হবে।
Koto taka lagte pare soil test korte ??
Ar base banaite koto lagte pare 1800 square feet a
ধন্যবাদ
অয়েলকাম৷
ভাই ৫ তলার ফাউন্ডেশন দিয়ে কি ৬তলা উঠানো যাবে একটু জানাবের প্লিজ
Structure dekhte hobe
7:00 maybe continuous footing(2 tar besi thakle) আর মাঝখান থেকে বিম যায় সেটা cantilever footing 😐
হ্যাঁ সেই নিয়ম ও আছে।
টিনশেডের জন্য কিরকম ফাউন্ডেশন দরকার তার একটা ভিডিও চাই।
stay tuned
ভাই আমাদের জায়গাটা হলো 14 ফুট / 46 ফুট এখানে কি কম্বইন্ড পাউডেশন দিলে কি ভালো হবে।
জয়গাটা হোল চট্টগ্রাম।
যদি একটু জানাতেন খুব উপকা হতো ভাইয়া।
ভাই সয়েল টেস্ট করতে হবে তাহলে বোঝা যাবে
Combined founda ei ta krale kto talla bari kra jabe vai
Soiltest er upor depend kore vai.... 7-8 tolao kora jay 4 tolao risky hoye jay...but obosshoi soiltest kore civil eng er load calculation er design kore decision nite hobe.
আমাদের বরিশালে মাটির কন্ডিশনটা কেমন?আমি ১৭/৭৫ ফিটের উপর বাড়ি করতে চাই ৪তলা ফাউন্ডেশন দিয়ে। এখানে কোন ফাউন্ডেশন দিব আর সট কলম পর্যন্ত কত খরচ পরবে।দয়া করে একটু বলতেন ❤
সবার আগে সয়েল্টেস্ট করতে হবে।
Bhai 2 tola foundation ki 4 tola foundation barano jai
dekhte hobe
Excellent
Thank you so much 😀
আমাদের বরিশালে মাটির কন্ডিশনটা কেমন?আমি ১৭/৭৫ ফিটের উপর বাড়ি করতে চাই ৪তলা ফাউন্ডেশন দিয়ে। এখানে কোন ফাউন্ডেশন দিব আর সট কলম পর্যন্ত কত খরচ পরবে।দয়া করে একটু বলতেন
সবার আগে সয়েল্টেস্ট করতে হবে।
quality content❤
Thanks
Sir দোতলা বাড়ি করতে কিরকম ফাউন্ডেশন লাগতে পারে
ব্রিকও হতে পারে আর সি সি ও হতে পারে
ভাই পাশাপাশি দুটি বিল্ডিং এর ক্ষেত্রে নিচের ফাউন্ডেশন কিভাবে করবে?একটার উপরে আরেকটা ঢালাই দিয়ে দিবে নাকি বেইজ এর নিচ দিয়ে ঢালাই দিয়ে দিবে?
উত্তর দিলে উপকৃত হব🙏
Apni myb facebook e msg dichen....amra apnake Facebook e ans ta diye diyechi
ভাই, কেনাল ফাউন্ডেশন দিয়ে কি? চারতলা করা যাবে।জানালে উপকৃত হব,
সয়েল টেস্ট করিয়েছি,ইন্জিনিয়ার বলছে বেসমেন্ট দশ ফিট গভীরে কাটতে হবে
ইঞ্জিনিয়ারের কথা মেনে করুন।
Valo
Thanks
Pukure kon Foundation hobe janaben plz
আগে সয়েল টেস্ট করতে হবে।
Great 👍👍👍
থ্যাংকস
sir, ২.৫শতক জায়গায় কি মেট ফাউন্ডেশন করা যাবে।যদি করা যায় তাহলে খরচ কত হবে।
আসলে ফাউন্ডেশনের ধরন কি হবে তা নির্ভর করে মাটির কন্ডিশনের উপর। জমির মাপের উপর নয়।
পাঁচতলা বাড়ির জন্য কত ফুট মাটি খুলতে হবে।
সেইটা নির্ভর করে মাটির কন্ডিশনের উপর
5:23 ওকি
Btw nice informative video
থ্যাংকস
Thank you so muchh
মোস্ট ওয়েলকাম
Sar Salam Thanks
welcome
Nice
thanks
ম্যাট ফাউন্ডেশন মাটি খারাপ অবস্থায় কি ৭ তলা করা যাবে?
কমপ্লিট আর্কিটেকচারাল ডিজাইন করে লোড ক্যালকুলেশন করে তারপর বলা যাবে।
ও
একটা পাইলের উপর কি একটা পিলার করা যায় নাকি একাধিক লাগে? ( ৩ তলা বিল্ডিং এর ক্ষেত্রে)
হইতে পারে। সাধারণ কর্নারের পিলারে এমন দেখা যায় এ ডিজাইনে ১ টা পাইল আসছে। কিন্তু সেই ডিসিশন অবশ্যই স্ট্র্যাকচার ডিজাইন করার পরে পাওয়া যাবে।
ভাই, আমাদের পুকুরে ৯ ফুট বালু ভরাট করা হয়েছে, ৪ বছর আগে। ঐ বালুর উপর দুই তালা ফাউন্ডেশন নিতে হলে কতফুট গভীরে যেতে হবে। সঠিক হিসাব টি জানিয়ে দেওয়ার অনুরোধ রইল।
সবার আগে সয়েল টেষ্ট করতে হবে।
Sir mati khub valo onek ager puraton mati abong sarol mati
তাও সয়েল টেষ্ট করে বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন করে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়
Water tunky,toilet tunkey kivabe kore base a???
এইটা খুবই সিম্পল ১০" ইটের গাথনি + নেট ফিনিশিং অথবা ওয়াল আর সি সি ঢালাই দিয়েও করতে পারেন।
প্রিকাস্ট পাইল দিয়ে সর্বোচ্চ কত তলা করা যায়? আর ফুটিং ডালাই এর ক্ষেত্রে মিশ্রণের অনুপাত কত হবে?
Depends on soil condition...soil condition kharap hoile 6-7 tolar beshi jawa uchit na pre cast pile e.
Misron er Ratio 1:1.5:3
@@buildareadesigners3480 ব্রিক চিপস্ দিয়ে কি ১:১.৫:৩ অনুপাত ঠিক হবে?
Ha thik hobe
REMOVE EXTRA MUSIC
noted
আমার বাড়ি ৩ তলা ফাউড্নেশন দিয়ে ৩ তলা করেছি আখন আমি ৫ তলা করতে চাছি সেক্ষেত্রে আমার কি করনীয়??
অনেক গুলা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সয়েল কন্ডিশন কেমন ছিলো আর ফাউন্ডেশন কি করা ছিল।
ইন্জিনিয়ার দিয়া কাজ করালে কত টাকা দিদে হয় ইন্জিনিয়ার কে.. একটু যদি ধারনা দিতেন
ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতার উপর
thanks
Pleaser.
আসসালামু আলাইকুম। সয়েল টেস্ট এ মাটির কন্ডিশন খারাপ দেখা গেছে। 50 ফিট এ গিয়ে ভাল মাটি পাওয়া গেছে। এক্ষেত্রে 4 তলা বিল্ডিং করতে কি রকম ফাউন্ডেশন ভাল হবে যেটা সাশ্রয়ীও হবে - ম্যাট নাকি প্রি কাস্ট পাইলিং?
Report ta na dekhe bola jabe na....tobe e khetre C2 shob cheye uttom. Pre cast diyeo kora jete pare tobe obosshoi ekjon expert civil engineer k hire korben se soiltest er repost dekhe building er load calculation kore best solution dibe.
MAT ফাউন্ডেশন দিয়ে ৪ ডিসিমে কত তলা করা যাবে
ডিজাইন না করে খরচ বলা টাফ
বাড়ির ফাউন্ডেশনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় চিত্রসহ সহজভাবে উপস্থাপন ও ব্যাখ্যার জন্য ধন্যবাদ।
তবে দু'টি বিষয় না বললেই নয়:
১. সঠিক শব্দ ও তার উচ্চারণ ব্যবহার করা উচিৎ। মাটি খনন বা খোঁড়ার বিষয়ে কথা বলার সময় আপনি যে শব্দটি ব্যবহার করেছেন তা' আমার অপরিচিত। কখনও শুনিনি। সম্ভবতঃ আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দ পরিহার করা উত্তম। আর ইংরেজি PIER শব্দটির উচ্চারণ 'পিয়ার'। আপনি বলছেন 'পায়ার'। এটি ভুল ;
২. প্রয়োজনীয় স্থানে পরিমাপের উল্লেখ করা প্রয়োজন। যেমন, সাব-স্ট্রাকচারের সর্বনিম্ন স্থান থেকে গ্রেড বীমের উচ্চতা কতো থাকা উচিৎ।
ধন্যবাদ আবারও।
আপনার মুল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্য বিবেচনায় রাখবো। আর গ্রেড বিমের উচ্চতা নির্ভর করে ভবন কতটুকু উচু করতে চান তার উপর। তাই এইটার নির্দিষ্ট কোন পরিমাপ নেই।
@@buildareadesigners3480 , ধন্যবাদ। PIER উচ্চারণ 'পিয়ার' হবে। 'পায়ার' নয়।
আসসালামু আলাইকুম স্যার আশা করি ভালো আছেন
স্যার আমি ব্রিক এর ওয়াল ও ব্রীকের কলম দিয়ে একতলা করতে কই প্লিজ আপনি একটু পরামর্শ দিবেন নিচ থেকে কি ভাবে দিব
এই কাজগুলোর আসলে মুখে মুখে বলার কোন সুযোগ নেই। প্রথমে বিল্ডিং ডিজাইন করতে হবে তারপর লোড ক্যালকুলেশন করে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। সয়েল কন্ডিশন কেমন আছে সেটাও একটা দেখার বিষয়।
@@buildareadesigners3480 সয়েল কন্ডিশন আজ থেকে আরও দুবছর আগে মাটি কাটা হয়েছে সেই মাটিতে এখন করতে চাচ্ছি ৩২ ফুট লম্বা ২২ ফুট প্রস্থ, তিনটা রুম দুটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং রুম
এই কাজগুলোর আসলে মুখে মুখে বলার কোন সুযোগ নেই। প্রথমে বিল্ডিং ডিজাইন করতে হবে তারপর লোড ক্যালকুলেশন করে ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। তারপর ড্রইং করতে হবে সেই ড্রইং দেখে মিস্ত্রীরা কাজ করতে পারবে।
@@buildareadesigners3480 , ডিজাইন এঁকেছি একটু দেখবেন
apnar channel a super structure palamna
khub shighroi upload kora hobe.
ব্যাখ্যাটা স্পষ্ট হলোনা, ক্যানেল ফাউন্ডেশনে কত তলা পর্যন্ত করা যাবে ?
সেইটা ডিপেন্ড করবে সেই ল্যান্ডের সয়েলের উপর। তাই ফিক্স করে বলা জাবে না কত তলা করা যাবে।
আমাদের বরিশালে মাটির কন্ডিশনটা কেমন
সয়েল্টেস্ট করে দেখতে হবে।
Can u avoid background music .
sure! for next time.
আসসালামু আলাইকুম
স্যার ডিজাইন দেখে কিভাবে বুঝব কত তলা ফাউন্ডেশন এটা ডিজাইনের কোথায় বুঝানো হয়ে থাকে
Foundation ta structure drawing e dewa thake.
7:38 matt foundation বেস্ট মনে হচ্ছে। মাটির নিচে এক তলা বেশি পাওয়া যায়।
হা বাট খরচ ইক্টু বেশি।
ইঞ্জিনিয়াররা কাজ পেলেই পাইল করার নামে ২০-৩০ টা পাইল ৬০-৮০ ফিট করার নামে ২০-৪০ লাখ টাকা নাই করে দেয়। ফাউন্ডেশন দিতেও দেড় ছাদের সমান খরচ হয়। পুরোটা ম্যাট ফাউন্ডেশন দিতে ২ ছাদের খরচ হবে বড়জোর। একটা তালাও বাড়তি পাওয়া যাবে। আপনার ভিডিওটা অনেক ভাল হয়েছে। সুন্দর ভাবে বুঝিয়েছেন।
ধন্যবাদ। সাথেই থাকুন।
ম্যাট ফাউন্ডেশন মাটির খারাপ থাকা অবস্থায় কি ৭ তলা পর্যন্ত করা যাবে?
আমার একটা নকশা করে দিতে পারবেন। ৬ তালা বিল্ডিং এর জন্য
আপনারা নাম্বার টা দেন।
আমাদের নম্বর - 01303651934
ফাউন্ডেশন ফেইলিউরের কারন গুলো কিকি?? কয়েকটা আর্টিকেলে দেখলাম, প্লাম্বিং আর বন্যাতেও নাকি মাটির সেটেলমেন্টের জন্য ফাউন্ডেশন ফেইল করে। কিন্তু বাংলাদেশেতো সব বিল্ডিংয়েরই প্লাম্বিং, বা বন্যার ইস্যু থাকে।...
বাংলাদেশে স্ট্রাকচার ফেইলিউরের মুল কারন গুলার হল, সয়েল্টেস্ট না করে / ইঞ্জিনিয়ার থ্রকে স্ট্রাকচার ড্রইং না নিয়ে / ড্রইনং নিয়েও কাজের সময় তাদের সুপারভিশনে রাখা হয় না। আর আপনি যে ২ টা পয়েন্ট বললেন আসলে প্লাম্বিং এর কারনে ভবনের ক্ষতির কোন কারন নেই। বন্যার কারনে হতে পারে যদি স্যালো ফাউন্ডেশন হয়ে থাকে।
Hlw
yes
মিউজিক টা বাজে
noted