Ven. Bodhimitra Mahathero Speech : BTV Chattogram Center Program : Script : Shyamol Chowdhury

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত শুভ আষাঢ়ী পূর্ণিমা-২০১৯ উপলক্ষে
    বিশেষ অনুষ্ঠান : ”ত্রিশরণ পরশে” / গ্রন্থনা ও উপস্থাপনা : শ্যামল চৌধুরী
    আলোচক : ভদন্ত বোধিমিত্র মহাথেরো, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
    আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন ইএসটিসি’র তৎকালীন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও তৎকালীন চসিক এর প্রধান শিক্ষা কর্মকর্তা উপসচিব সুমন বড়ুয়া।
    --------------------------------------------------------------------------------
    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘমনীষা ভদন্ত বোধিমিত্র মহাথেরো
    --------------------------------------------------------------------------------
    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘমনীষা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব, পটিয়া উপজেলার পাঁচরিয়া গন্ধকুটি বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিমিত্র মহাথেরো গত ১৭ সেপ্টেম্বর, রবিবার রাত ৯টা ৫৪ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন (অনিচ্চা বত সঙ্খারা...)। তিনি দীর্ঘদিন কিডনী ও ডায়বেটিসজনিত রোগে ভুগছিলেন। তিনি ১৯৫৮ সালের ৮ মার্চ পটিয়া উপজেলাস্থ পাঁচরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা প্রয়াত জয়সেন বড়ুয়া ও মাতা প্রয়াত অমিতা বড়ুয়ার তিন পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান বোধিমিত্রের গৃহী নাম ছিল সুনীল বড়ুয়া। তিনি ১৯৮০ সালের ১ জুন বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৪তম মহাসংঘনায়ক সদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথেরোর উপাধ্যায়িত্বে উপসম্পদা গ্রহণ করেন।
    ত্রিপিটক বিশারদ বোধিমিত্র মহাথেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ থেকে এম. এ ডিগ্রি অর্জনকারী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হাইদগাঁও-চক্রশালা বৌদ্ধতীর্থ ফরাতারা চৈত্য সংরক্ষণ কমিটির কমিটির সভাপতি, পাঁচরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, ধর্মপাল-ধর্মরত্ন ট্রাস্ট ও অমিয়-বাসন্তী ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টী ছিলেন। এছাড়াও দেশের সীমানা ছাড়িয়ে তিনি ওয়ার্ল্ড বুড্ডিস্ট সংঘ কাউন্সিল এর নির্বাহী সদস্য ও ওয়ার্ল্ড বুড্ডিস্ট কালচারাল এক্সচেঞ্জ এর সহ-সভাপতি ছিলেন।
    তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ভারত, শ্রীলংকা, নেপাল, মিয়ানমার, সিঙ্গাপুর, হংকং, যুক্তরাজ্য, কানাডা, সাউথ কোরিয়া, লাওস, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশের কনফারেন্সে যোগদান করেন। বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে বিভিন্ন টিভি প্রোগ্রামে আলোচক হিসেবে তিনি অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। তাঁর সম্পাদিত প্রকাশনার মধ্যে রয়েছে কুশলতত্ত্ব সংগ্রহ, কুশল প্রশ্নোত্তর, প্রত্যাশা (স্মরণিকা), গন্ধকুটি অন্যতম।

Комментарии •