ড. ইউনুস এর ভাষণ || মেট্রোসেম টু দ্য পয়েন্ট- পর্ব-১৮৯১ || Channel i To The Point || Channel i News

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 3 тыс.

  • @KarimMdAbdul-c3z
    @KarimMdAbdul-c3z 2 месяца назад +184

    জাতির উদ্দেশ্যে ভাষণে ১৬ বছরে অনেক রেসিপি শুনেছি সাবেক সরকারের কাছে কিন্তু আজকে শুনলাম জাতির উপকারের কথা শুনে অনেক ভালো লাগছে ধন্যবাদ ডক্টর ইউনুস স্যার।

    • @shawkatchowdhury1335
      @shawkatchowdhury1335 2 месяца назад +9

      ডঃ ইউনূস সাহেবকে অশেষ ধন্যবাদ।মনি ম্যাডামদের মত ভদ্রলোকদের একটু ধৈয্য ধরার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

    • @RebaYasmin-k8v
      @RebaYasmin-k8v 2 месяца назад

      Qq🎉 ​@@shawkatchowdhury1335

    • @MdAliasraf-lt3zs
      @MdAliasraf-lt3zs Месяц назад

      Poautrdffffg​@@shawkatchowdhury1335

  • @mohammodnournabi3289
    @mohammodnournabi3289 2 месяца назад +180

    আমি বিএনপি করি, তারপরও চাই ইউনুস সাহেব কে কমছে কম তিন বছর সময় দেওয়া হোক। ❤

    • @JakirHossain-ew8rb
      @JakirHossain-ew8rb 2 месяца назад

      বিএনপি নাম বিক্রি করার প্রয়োজন নেই!

    • @gulshanara130
      @gulshanara130 2 месяца назад

      পাহাড় সম দুর্নীতি যুক্ত একটি সমাজকে গঠনের জন্য ডঃ ইউনুসকে আমাদের জনগন দায়িত্ব দিয়েছে, আমাদের সবারই উচিত দেশের জন্য কাজ করা, কে পদ পেলেন সেটা নিয়ে মনঃখুন্ব্য হওয়া উচিত না। কিভাবে দুর্নীতিমুক্ত করা যায়। গরীবের কষ্ট দুর করা যায়।আমাদের সবাইকে দেশ সংস্কারকের কাজে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পাব।

    • @sarwaralamtushar7346
      @sarwaralamtushar7346 2 месяца назад

      আমি একটা জিনিস বুঝি না বি.এন.পি এতো উতলা হয়ে গেছে কেন নিবা'চন এর জন্য । রাজনীতির টেকনিক এ ১৫ বছর এ শিখলো না

  • @KaziRasel-y2z
    @KaziRasel-y2z 2 месяца назад +7

    মাননীয় প্রধান উপদেষ্টা খুব সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। আমাদের বিগত সরকারি দলগুলো কি করেছেন তা জনগণের জানা আছে। যেমন এ বন্যায় সরকারিদল থাকলে দেখা যেত কোটি কোটি টাকা বাজেট হতো, কিন্তু কাজের কাজ কিছুই হতোনা।সুতরাং এদেশকে কেউ আর খাওয়ার জন্য পাগল হয়েন না। নির্বাচন হওয়ার জন্য ধৈর্য ধরুন এবং আপনাদের আগে জনগণের পাশে থেকে বন্ধুত্ব এবং বিশ্বাস সৃষ্টি করতে হবে।

  • @Shahadat.Member
    @Shahadat.Member 2 месяца назад +47

    লিলুফার ও ক্ষমতা লোভী।
    ডঃ ইউনুস স্পষ্ট ভাবে সব বলেছেন।।

  • @nabidislam
    @nabidislam 2 месяца назад +97

    মানুষ বিএনপিকে এতটা বিশ্বাস করেনা যতটা বিশ্বাস করে ড. ইউনূসকে করে।

  • @MDShamim-vy9bo
    @MDShamim-vy9bo 2 месяца назад +20

    আমার দুটি দলকে দেখছি এবার নতুন করে ইউনুস স্যারকে ৫ টা বছর সময় দিয়ে দেখতে চাই,,,,,

  • @shahriyanshameem8573
    @shahriyanshameem8573 2 месяца назад +67

    বিএনপি অস্থির হয়ে গেছে এরকম ধরনের বক্তব্য রাখলে বিএনপিকে দেশের মানুষ জনগণ বয়কট করবে

    • @AkashKhan-z8e
      @AkashKhan-z8e 2 месяца назад +2

      সহমত

    • @JalalUddin-o2u
      @JalalUddin-o2u 2 месяца назад

      বিএনপিকে বয়কট করবে। আর আওয়ামীলীগকে গ্রহণ করবে।

    • @AhmedShaju-o3e
      @AhmedShaju-o3e 2 месяца назад

      পাগল পাড়া হওয়ার মুল কারন হচ্ছে লুটপাট করতে পারেনি বিগত ১৬ বছর আরেকদল করেছে এখন এঁরা মনে করছে ছাত্র জনতা তাদেরকে সুযোগ করে দিয়েছে লুটপাট করার এই জন্য তাঁরা নির্বাচনের জন্য এতো উতলা হয়ে গেছে বর্তমান সরকার কোন সাংবাদিক আইনে ক্ষমতয় আসেনি যে তারা শুধু নির্বাচন দিয়ে চলে যাবে

  • @nooranitv7491
    @nooranitv7491 2 месяца назад +290

    এতদিন কোথায় ছিলা তোমরা, এখন নির্বাচনের জন্য এত পাগল কি জন্য, যারা আন্দোলন করে রাষ্ট্র স্বাধীন করেছে, তারাই নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন।

    • @sadadsaddam5552
      @sadadsaddam5552 2 месяца назад +8

      সবাই আন্দোলন করেছে তবে যৌক্তিক সময় দেওয়া উচিত

    • @AkmChowdhury-p8l
      @AkmChowdhury-p8l 2 месяца назад +6

      Advise to all Bangladesh think tank, so called politicians (those who want elections immediately), please do some volunteer work, go to flood ridden area, build our country.
      My advise to Dr. Yunus, make a law : anyone want to join political party, or election: must complete mandatory minimum 5 years volunteer service to the nation. Without any volunteer works, no right for politics.

    • @milon687
      @milon687 2 месяца назад +10

      যথেষ্ট হয়েছে আপা, এবার একটু থামুন। নিজেদেরকে সংশোধন করুন। আমরা পিতা-স্বামীর আদর্শের যাঁতাকলে আর নিষ্পেষিত হতে চাই না।

    • @mostakmasum4152
      @mostakmasum4152 2 месяца назад +3

      Tarahura keno

    • @shobujkhan2615
      @shobujkhan2615 2 месяца назад

      বিএনপির খিদে খুব

  • @syedashahisultana8048
    @syedashahisultana8048 2 месяца назад +28

    আপনারা যখন ক্ষমতায় ছিলেন, জনগণ দেখেছেন, আপনারা কত সুন্দরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে। যখন ক্ষমতা না থাকে, শুধু তখনই নীতির কথা শোনা যায়।

    • @lucky.edwardedward2590
      @lucky.edwardedward2590 2 месяца назад +1

      ঠিক কথা

    • @user-dz7cn5ry7t
      @user-dz7cn5ry7t 2 месяца назад

      আপনারা সবাই,
      সংবিধানের প্রথম পৃষ্ঠা পড়েন নাই।
      প্রথম পাতাতেই লিখিত আছে ____
      © দেশ চলবে ২টা রেলের উপর :
      ১/ will of the people অর্থাৎ জনগণের ইচ্ছা পূরণ করে।
      ২/ aspirations of the people অর্থাৎ জনগণের আকাংখায়।
      © সুতরাং ড, ইউনূসের সরকার ১০০% সাংবিধানিক ও ছাত্র - জনতার ইচ্ছে এবং আকাংখায় প্রতিষ্ঠিত।
      সো,
      জনগণ ই আইন।
      জনগণ ই সরকার।
      জনগণ ই সংবিধান।
      জনগন ই তৃতীয় শক্তি।
      /
      ইতি:
      কর্মসূচীতে________
      সবাইকে নিয়ে চেয়ারম্যান,
      তৃতীয় শক্তি ( ছাত্র - জনতার দল).
      ক্যাপ্টেন আয়নূল হক।
      সাবেক ভাইস-চেয়ারম্যান
      পিডিপি ড, কোরেশি।
      মাষ্টার মেরিনার (লন্ডন).
      এক্স- ক্যাডেট।
      ০১৭৫০-৩৬৮৮৯৪.
      ০১৭০৫-১২৩০২৩.

    • @user-dz7cn5ry7t
      @user-dz7cn5ry7t 2 месяца назад

      আজ:৩০ আগস্ট /'২৪.
      _____________________
      + কর্মসূচি :
      ১২/ প্রত্যেক জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যানের অফিসে " অভিযোগ বাক্স" বসান যাতে ভুক্তভোগী জনগণ -- লিখিত অভিযোগ দায়ের করবেন।
      ১৩/ হক্ক হালালী গ্রামীণ দরবারে প্রকাশ্য বিচার বৈঠকে মীমাংসা হয়ে যাবে। ওয়ার্ড> উপজেলা > জেলা > বিভাগ > কেন্দ্রে সমাধান করে দিন। সমস্যা নয়, সমাধান --
      তৃতীয় শক্তির অবদান।।
      /
      কর্মসূচীতে________
      সবাইকে নিয়ে চেয়ারম্যান,
      তৃতীয় শক্তি ( ছাত্র - জনতার দল).
      ক্যাপ্টেন আয়নূল হক।
      সাবেক ভাইস-চেয়ারম্যান
      পিডিপি ড, কোরেশি।
      মাষ্টার মেরিনার (লন্ডন).
      এক্স- ক্যাডেট।
      ০১৭৫০-৩৬৮৮৯৪.
      ০১৭০৫-১২৩০২৩.

  • @AbdussadiShimul
    @AbdussadiShimul 2 месяца назад +21

    প্রধান উপদেষ্টা যথাযথ সুন্দর ও সাবলীলভাবে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব ই স্পষ্ট বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে।
    তার বক্তব্য বুঝতে হলে নিরপেক্ষ হতে হবে নিজেকে। ধন্যবাদ

  • @nawabali994
    @nawabali994 2 месяца назад +86

    কোর্টে দৌড়াদৌড়ি থেকে বেচে গেছেন। এত তাগেদা কেন৷ (?) ২০০১ হতে ২০০৬ এবং ২০১৩ হতে জুলাই /'২৪ দেখেছি। রাষ্ট্র মেরামত চাই।

    • @দ্বীনওদুনিয়া-DeenoDuniya
      @দ্বীনওদুনিয়া-DeenoDuniya 2 месяца назад

      এই বিএনপির রাজনীতিও মানুষ দেখেছে। এই লোভীরা এতদিন কারাগারে পঁচে যেতো। ছাত্রদের কারণে এভাবে কথা বলছে। ক্ষমতার লোভে নির্বাচনের জন্য মরিয়া হয়ে যাচ্ছে।

  • @mosleuddinmashud7162
    @mosleuddinmashud7162 2 месяца назад +6

    নিলোফার চৌধুরী সংকীর্ণ দলীয় মানসিকতার পরিচয় দিয়েছেন। খুব কম তো আমরা দেখিনি।যতটুকু দেখেছি তার মধ্যে ডঃ ইউনুস সেরা।

  • @hasanroni1612
    @hasanroni1612 2 месяца назад +20

    ডঃ ইউনুস সঠিক কথা বলেছে যেটা আমি আমার বয়সে প্রথম শুনলাম। মনি আপাকে আরও ধৈর্য্য ধরার অনুরোধ করছি। উনি মনে হয় ঠিক বুঝতে পারেনি।

  • @AburaihamMia
    @AburaihamMia 2 месяца назад +200

    কত বছর থাকবে আমাদের চিন্তার বিষয় নয়। বরং তিনি যা বলেছেন তা বাস্তবায়ন করুক এটাই চাই।

    • @AkmChowdhury-p8l
      @AkmChowdhury-p8l 2 месяца назад +3

      Yes, no question asked

    • @snehashismukherjee9895
      @snehashismukherjee9895 2 месяца назад +3

      ঠিক

    • @mariazaman6425
      @mariazaman6425 2 месяца назад +2

      ​@@AkmChowdhury-p8l Why no question ? বাক স্বাধীনতা দেয়া হয়েছে।কারন আমরা স্বাধীন। 😅

    • @AkAzad-bg6cl
      @AkAzad-bg6cl 2 месяца назад +3

      ইলেকশন যত বেশি প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন সুষ্ঠু নির্বাচন? এর জন্য বেশি প্রয়োজন
      দেশ ঠিক করা?????

    • @farhanabegum2519
      @farhanabegum2519 2 месяца назад

      V vvivtggvgvvsgvgv​@@snehashismukherjee9895v

  • @taufiqsmathacademy4497
    @taufiqsmathacademy4497 2 месяца назад +13

    নতুন বাংলাদেশের একদম শুরু থেকেই নিলুফার চৌধুরী মনি," নির্বাচন দিন" "নির্বাচন দিন" বলে, চিল্লাচ্ছে! যা খুবই দৃষ্টিকটু। আমরা আশা করবো, রাষ্ট্র সংস্কারের জন্য কমপক্ষে ৩ বছর সময় নিক ড. ইউনুস সরকার।

  • @sumratgandhi4069
    @sumratgandhi4069 2 месяца назад +40

    বিএনপি ও চাইনা এমুহূর্তে চাই শুধু ডক্টর ইউনুস

  • @AHMMehedi-m3j
    @AHMMehedi-m3j 2 месяца назад +154

    নিলুফার মনি আপনার প্রতি সম্মান রেখেই বলছি, গরম গরম চা পান করতে গেলে গালও পুড়ে যাবে, কন্ঠনালী ও ক্ষতিগ্রস্ত হবে, চা টা একটু ঠান্ডা হতে দিন তারপর ধীরে সুস্থে পান করুন এত ব্যস্ত হইয়েন না।

    • @JakirHossain-ew8rb
      @JakirHossain-ew8rb 2 месяца назад +2

      মনি আপুর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা

    • @topnewsmedia4815
      @topnewsmedia4815 2 месяца назад

      নিলুফার বক্তব্যে একটা জিনিস বুঝা যায় উনি দীর্ঘ ১৫ বছর ধরে উপোস আছে,, তারাতারি ক্ষমতায় আসতে চায়।

    • @koreanlanguageinterpreter2311
      @koreanlanguageinterpreter2311 2 месяца назад

      তোমাদের এতো তাড়াতাড়ি কেন গো

  • @mdlutfarrahman544
    @mdlutfarrahman544 2 месяца назад +6

    ডক্টর মোঃ ইউনুস সাহেব যা বলেছেন সঠিক কথা বলেছেন

  • @jahangirhossian2083
    @jahangirhossian2083 2 месяца назад +40

    ড.ইউনুসকে কাজ করতে দিন। আপনারা কেও ওনাকে বিরক্ত করবেন না।

  • @mohiuddinkhijir4778
    @mohiuddinkhijir4778 2 месяца назад +40

    ব্যস্ত হওয়ার কিছু নাই ❤।
    স্যার অবশ্যই রাষ্ট্র সংস্কার করুক।

  • @mohammadmahmudurrahman4892
    @mohammadmahmudurrahman4892 2 месяца назад +12

    রোহিংগা সমস্যার সমাধান বাংলাদেশের রাজনীতিবিদ দের চাইতে ড. ইউনুসের জন্য সহজ হবে।

  • @osmanmu6637
    @osmanmu6637 2 месяца назад +170

    ১৫ বছর ভোট দিতে পারিনি। প্রয়োজন হলে আরও ১০ বছর ভোেট দিব না। আমাদের এই মুহূর্তে ভোেট অধিকারের প্রয়োজন না। আমাদের প্রয়োজন একটা জবাবদিহি মূলক সুশাসন। একটা আত্মনির্ভরশীল সমৃদ্ধ সোনার বাংলাদেশ।

    • @HomunKhan-y1u
      @HomunKhan-y1u 2 месяца назад +1

      কি আভেগ

    • @Rubelraj7711
      @Rubelraj7711 2 месяца назад +2

      তাই,ভোটে এত ভয় কেন।

    • @MollahHasan-uv7zh
      @MollahHasan-uv7zh 2 месяца назад +2

      সঠিক বলেছেন ওসামা ভাই। বাকি ভাইদের উদ্দেশ্যে এতো অস্থির হইতাছেন কেনো ভাই, এই অব্যবস্থায় ভোট দিয়ে কি করবেন? কিসের এতো ইন্টারেস্ট? বুঝতাছি না😒

    • @MukitRahman-p8n
      @MukitRahman-p8n 2 месяца назад

      Bnp joto besi nirbachoner jonno gen gen korbe toto jonopriota harabe

    • @drmdkr
      @drmdkr 2 месяца назад +1

      We love dr.yunus❤❤❤❤❤

  • @jannatulsima-id5nf
    @jannatulsima-id5nf 2 месяца назад +145

    আমরা জনগণ চাই ড. ইউনুস যা বলছে তা বাস্তবায়ন করতে যতদিন সময় লাগবে ততদিন সময় দেওয়া হবে।প্রয়োজনে জনতা স্যারের জন্য রাস্তায় নেমে আসবে।

    • @abdussalim7658
      @abdussalim7658 2 месяца назад

      রাজনৈতিকবিদদের ডাকে রাস্তায় নেমে আর জীবন দিতে চাইনা।

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад +1

      আওয়ামী লীগের মত কথা যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত থাকবো

    • @AMADULKHAN-k6q
      @AMADULKHAN-k6q 2 месяца назад +1

      চোরে চোরে মাসতো ভাই

    • @mariazaman6425
      @mariazaman6425 2 месяца назад

      ​@@MamunMiha-n5t উনি তো ওরকম ই বলছে।

    • @worldtravle
      @worldtravle 2 месяца назад

      সঠিক বলেছেন

  • @hasanhos508
    @hasanhos508 2 месяца назад +5

    ডাঃ ইউনুস এর ক্ষমতা দীর্ঘ স্থায়ী হোক।

  • @mdsony6587
    @mdsony6587 2 месяца назад +255

    ড. ইউনুস স্যার যা বলেছে তা বাস্তবায়ন করতে যতদিন সময় লাগবে আমরা জনগণ তাকে ততদিন সময় দেব

    • @raselhossain5119
      @raselhossain5119 2 месяца назад +19

      ড:ইউনুস স্যার কে বাস্তবায়ন করতে যতদিন সময় লাগবে আমরা জনগন দিতে চাই এবং যারা নির্বাচন নির্বাচন করে তা চায় দেশকে লুটপাট করে খেতে চায় তাই দেরি সহ্য হচ্ছে না

    • @ZahirHassan-en9jo
      @ZahirHassan-en9jo 2 месяца назад +3

      Yes we will give you the time as much you desire.

    • @rakibulhassan1750
      @rakibulhassan1750 2 месяца назад +1

      অবশ্যই

    • @aponnusrat4603
      @aponnusrat4603 Месяц назад +2

      Jotdin desher jonno kaj korbe totodin thakbe

    • @shahahmed3020
      @shahahmed3020 Месяц назад

      Election t years pore

  • @MahmudChowdhury-s2i
    @MahmudChowdhury-s2i 2 месяца назад +35

    ৭ জানুয়ারি ২৪ সালে একটা নির্বাচন হয়েছিল বারবার নির্বাচন দিয়ে টাকা নষ্ট করার দরকার নেই আগামী ৩০ সালে নির্বাচন হলে ভালো হয় এটাই সাধারণ জনগণের প্রত্যাশা

  • @alauddin-xf5lx
    @alauddin-xf5lx 2 месяца назад +116

    আমি একজন বিএনপি'র কর্মী আমি চাই ডাক্তার ইউনুস পাঁচ বছর দেশে ক্ষমতা
    বিএনপিও ক্ষমতালোভী

    • @sirajammonira6207
      @sirajammonira6207 2 месяца назад +1

      ekmot

    • @abujorfatama4697
      @abujorfatama4697 2 месяца назад

      Tik

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      তুমি বিএনপি না তুমি আওয়ামী লীগের দালালি করো অনির্বাচিত সরকার ৫বছর চাও

    • @SirajulIslam-tl5vd
      @SirajulIslam-tl5vd 2 месяца назад

      আমার মতে বিএনপি কে আরেক বার সরকার বানানো উচিৎ। কারন এরপর তার আর বয়স থাকবে না। সে ষোল বছর অনেক কষ্ট করেছে। তাই তাকে শেষ বয়সে ক্ষমতা দিয়ে একটু সুখ দেওয়া উচিৎ।

    • @MukitRahman-p8n
      @MukitRahman-p8n 2 месяца назад

      Right bai

  • @Shahadat.Member
    @Shahadat.Member 2 месяца назад +53

    লিনুফা আপু, একটু অপেক্ষা করুন।
    ক্ষমতা এত তাড়াতাড়ি চাইয়েন না।
    আপনারা ১৬ বছরে কিছুই করতে পারেন নি

    • @hanifmunshi9263
      @hanifmunshi9263 2 месяца назад +1

      রাইট

    • @hanifmunshi9263
      @hanifmunshi9263 2 месяца назад

      বিএনপি এরা শুধু ক্ষমতার যাওয়ার পাগল।

    • @SajibAhamed-uy1cj
      @SajibAhamed-uy1cj 2 месяца назад +1

      Akdom khati Kotha

  • @emdadulhaque8041
    @emdadulhaque8041 2 месяца назад +3

    আমি অবাক হয়ে যায়, এই স্বাধীন দেশে সোমা ইসলাম এখনো কিভাবে অনুষ্ঠান করে!

  • @masrafi800
    @masrafi800 2 месяца назад +38

    ধন্যবাদ ড মোহ: ইনুচ সাহেব এর ভাষনের জন্য।।

  • @hossainahmed6811
    @hossainahmed6811 2 месяца назад +163

    BNP দলের পেটে অনেক খুধা তাই অতি তাড়াতাড়ি নির্বাচন দেয়া দরকার।

    • @MdBablu-j4x
      @MdBablu-j4x 2 месяца назад

      পাকনা মি করোছ

    • @harrypotter8371
      @harrypotter8371 2 месяца назад

      @@MdBablu-j4x hop bokri

    • @MollahHasan-uv7zh
      @MollahHasan-uv7zh 2 месяца назад

      ​@@MdBablu-j4xকিরে বেটা হুমকি দেছ নাকি?

    • @MollahHasan-uv7zh
      @MollahHasan-uv7zh 2 месяца назад

      আর আপনাকেও(হুসাইন ভাই) বলি কাউকে আঘাত করে কথা না বলাটাই ভালো । সবাই মিলে মিশে দেশটা গড়ার চেষ্টা করি। ❤❤❤

    • @MukitRahman-p8n
      @MukitRahman-p8n 2 месяца назад

      Right

  • @AmarBangla-11
    @AmarBangla-11 2 месяца назад +5

    আমি বিএনপির একজন কর্মী তারপরও ড.ইউনুস স্যার কে চাই

  • @md.zillurrahman5978
    @md.zillurrahman5978 2 месяца назад +65

    ড. ইউনূসকে কমপক্ষে পাচ বছর সময় দেয়া উচিৎ।

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      @@md.zillurrahman5978 তুমি আওয়ামী লীগের দালালি করে এইজন্য চাও ভোট বিহীন থাকতে থাকতে মজা পাইছো

    • @MukitRahman-p8n
      @MukitRahman-p8n 2 месяца назад

      Right

    • @aponnusrat4603
      @aponnusrat4603 Месяц назад

      Hmm

    • @aponnusrat4603
      @aponnusrat4603 Месяц назад

      Right

    • @shahahmed3020
      @shahahmed3020 Месяц назад

      Yes vai .I am from paris.election ar lage jole kene

  • @mimrahman8127
    @mimrahman8127 2 месяца назад +20

    স্যার, আমি বলবো ইনি কোন রাজনৈতিক দলের প্রধান না জীবনে প্রথম একটা ভাসন দিল অনেক ভালো হয়েছে।

  • @loqmanhossain6039
    @loqmanhossain6039 2 месяца назад +54

    নিলুফার চৌধুরীর প্রতি সম্মান রেখে বলছি উনাদের কথাবার্তায় মনে হচ্ছে ওনারা কালকেই ক্ষমতায় বসতে চাচ্ছেনl কিন্তু 17 বছর রাজপথে কোন পরিবর্তন আনতে পারেনিl আমরা শর্ট কাট আশা করিনা

    • @Travelwithdestination
      @Travelwithdestination 2 месяца назад

      উনাদের ক্ষমতার লোভ অনেক,, কিন্তু ১৭ বছর কিছুই করতে পারে নাই,,

    • @aponnusrat4603
      @aponnusrat4603 Месяц назад

      Right

  • @smosmangoni4735
    @smosmangoni4735 2 месяца назад +155

    ড. ইউনুস সরকার
    ২০৩০ পর্যন্ত থাকুক...

    • @snehashismukherjee9895
      @snehashismukherjee9895 2 месяца назад +4

      আমি ভারতীয় হয়েই বলছি উনি থাকুন

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      পাগল নাকি শেখ হাসিনা তো ভালো ছিল ভোট বিহীন জনগণের প্রতিনিধি সরকার গঠন করার জন্য ওনাকে বসাতে যারা বলে ৫বছর ১০ বছর এরা আওয়ামী লীগের দালালি করে খমতা শেষ এখন অন দল আসবে সেটা পছন্দ হয় না

    • @deviceaccount5277
      @deviceaccount5277 2 месяца назад +2

      🤣🤣🤣

    • @GmanBD
      @GmanBD 2 месяца назад

      আহারে কি বাসনারে ৩০সাল পর্যন্ত !! ৩০ দিনও হয়নি এখনও তাতেই মনিদের পেট ব্যথা শুরু , ছয় মাস ও লাগবে না তার আগেই এরা চারিদিকে রক্ত বমন শুরু করবে , ক্ষমতা , ক্ষমতা আর ক্ষমতা আমি শুধু তোমাকেই চাই এটাই তাদের বাসনা । আর সম্ভবত জনগন ভোটও দেবে তাদের ! কেয়া বলেগা কেয়াা বলেগা ?

    • @samin096
      @samin096 2 месяца назад

      No - should come only after election. He can be nominated as PM like Mon mohan singh

  • @AbdurRahim-ep2xj
    @AbdurRahim-ep2xj 2 месяца назад +4

    মজিবর রহমান মন্জু ভাইয়ের বক্তব্য আমার কাছে ভালোই লেগেছে।

  • @fya91
    @fya91 2 месяца назад +69

    প্রফেসর ইউনূসের বক্তব্যের ত্রুটি ধরলেন আপনি??? প্রধান উপদেষ্টার বক্তব্য বাংলার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, আর আপনি বলছেন উনি রাজনৈতিক নেতার মত বক্তব্য দিয়েছেন?? আপনি রাজনৈতিক নেতাদের বক্তব্য গুলোর রেকর্ডগুলো বারবার শুনতে থাকেন তারপরে এসে আপনি এই মন্তব্যটা কইরেন।

    • @rubelhaque787
      @rubelhaque787 2 месяца назад

      এগুলা মূর্খ স্লোগান সর্বস্ব নেত্রী!

    • @MollahHasan-uv7zh
      @MollahHasan-uv7zh 2 месяца назад

      ডঃ ইউনুস স্যার যদি রাজনৈতিকদের বক্তব্য দিয়ে থাকেন, তাহলে বেশ তো, উনি তো তাহলে ১জন তুখোড় রাজনৈতিক ব্যক্তি হয়ে গেলেন এতো অল্প সময়ে। আপনারাই (নিলফা ম্যাম) তো বলেছেন, রাজনৈতিক ব্যক্তি না হলে দেশ চালাতে পারবে না, ডঃ ইউনুস কোনো রাজনৈতিক ব্যক্তি না, এতো সহজ না। আবার এখন বলতেছেন উনার বক্তব্য রাজনৈতিক বক্তব্য! এক মুখে কত কথা বলেন? আসলে কি চাচ্ছেন আপনারা বলুনতো? এসব বাদ দেন, এবং সহোযোগিতা করুন ডঃ ইউনুস সাহেবকে ও বাংলাদেশের জনগণকে। ❤BD❤🙏

    • @mdmiah-or1rx
      @mdmiah-or1rx 2 месяца назад

      রাজনৈতিকবিদের কারণেই আজ দেশের এই পরিস্থিতি।

    • @DaffodilOrk
      @DaffodilOrk 2 месяца назад +1

      right, they’re all the same maybe the Bangladesh we want to see won’t be fulfilled. it’s like they own the country.

    • @alauddinalazad5233
      @alauddinalazad5233 2 месяца назад

      আসলে আওয়ামিলীগ আর বি এন পি গুয়ের এপিঠ ওপিঠ

  • @MdShalamSarkar-k1z
    @MdShalamSarkar-k1z 2 месяца назад +19

    ডক্টর ইউনূসের দূরদরশিতার সংগে কাজ করতে সকল কে সহযোগিতা করা উচিত এই মুহূর্তে।

  • @Rikami41
    @Rikami41 2 месяца назад +2

    দেশের জনগণ ইউনূস স্যারের পক্ষে আছে। নির্বাচনের দরকার নাই এখন

  • @আহমেদনাছিরমিডিয়া

    আমি চাই ডক্টর ইউনুস সাহেব দেশের ৩০০ আসনে সিলেকশনের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ দিয়ে অন্তত ১০ বছর তিনি এই দেশকে পরিচালনা করুন।

  • @md.monjurulalomalam6693
    @md.monjurulalomalam6693 2 месяца назад +10

    ম্যাডাম নিলুপা আপনি এমন বক্তব্য দিলেন আসলে আপনি মানুষের মন থেকে দুরে চলে যাচ্ছেন

  • @nalamp1207
    @nalamp1207 2 месяца назад +178

    দেশ খাওয়ার জন্য বিএনপি পাগল হয়ে গেছে😢

    • @mrnorish791
      @mrnorish791 2 месяца назад +9

      BNP onek diner khudhartho, lotpat korte moria BNP, nouka dhan dota e baje dol

    • @AkmChowdhury-p8l
      @AkmChowdhury-p8l 2 месяца назад

      True, no difference between AL and Rest of the looters.

    • @a7958
      @a7958 2 месяца назад

      🐐

    • @rajufacts-p8c
      @rajufacts-p8c 2 месяца назад +1

      রাইট

    • @anisurrahmanrasel6772
      @anisurrahmanrasel6772 2 месяца назад

      😂

  • @kaziraquib9345
    @kaziraquib9345 2 месяца назад +35

    নিলুফার মনি বুঝা গেল খুব তাড়া তারি ক্ষমতায় গিয়ে ডাঃ দিপু মনি বনে যাবেন। ধিক নিলুফার মনি, ধিক।

    • @সকালসন্ধা-ম৯ঢ
      @সকালসন্ধা-ম৯ঢ 2 месяца назад

      দুরু ওরা চাইলেই খমতা পাবে নাকি। ওদের চাওয়া দরকার চাইবেই তো।

  • @ibrahimMd-z4e
    @ibrahimMd-z4e Месяц назад +2

    সোমা ইসলামকে আইনের আওতায় এনে তার বিচার হওয়া জরুরি

  • @MusfiqRahim-c9o
    @MusfiqRahim-c9o 2 месяца назад +102

    আমরা নির্বাচন চাই না ডক্টর ইউনুস স্যার কমপক্ষে দশ বছর ক্ষমতায় থাকবে

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      @@MusfiqRahim-c9o আবল আওয়ামী লীগের লোকজন কমেন্ট করে ভোট বিহীন সরকার এক মাস থাকা ও বেশি

    • @samratsam9962
      @samratsam9962 2 месяца назад +2

      ১৭৫৭ সালের ২৩ জুনের ইতিহাস পড়েন তাহলেই বুঝবেন কতদিন দরকার 😅

    • @mkelectricstore5405
      @mkelectricstore5405 2 месяца назад +3

      এটা আবেগ
      নির্বাচন ব্যবস্থা ঠিক করে নির্বাচন করে ফেলাই ভালো হবে এখানে যদি আইন করা যায় এক ব্যক্তি দুইবার এর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে সব থেকে ভালো হবে

    • @MofizulIslam-y2h
      @MofizulIslam-y2h 2 месяца назад +1

      Definitely

    • @SyeedVoice
      @SyeedVoice 2 месяца назад

      গর্দভ

  • @mejbahchowdhury9916
    @mejbahchowdhury9916 2 месяца назад +61

    মণি আপারা এত অধৈর্য হয়েন নাহ। ডঃ ইউনুস স্যারের প্রতি আমাদের পূর্ণ আস্হা আছে। উনার যতদিন সময় দরকার ততদিনই আমরা দিতে রাজি আছি।

    • @tansu-qb7tk
      @tansu-qb7tk 2 месяца назад +1

      Bag kali

    • @সকালসন্ধা-ম৯ঢ
      @সকালসন্ধা-ম৯ঢ 2 месяца назад

      ওরা অধরয্য হলেই কি হবে হোক গা।

    • @mbsimran8435
      @mbsimran8435 Месяц назад

      না ততদিন দিলে হালাল হবে না হারাম হবে, যেখানে বলা আছে তিন মাস সময় দরকার হলে আর তিন মাস বাড়িয়ে দেওয়া যায় মোট ছয় মাস এর ভিতরেই দুনিয়ার কাজ শেষ করা যায় যদি সৎ ইচ্ছা থাকে তা না হলে পরে আবার তাদের বিরুদ্ধে জনগণ আবার আন্দোলনে নামবে তার আগেই আমাদের স‍্যার ডঃ মোহাম্মদ ইউনুছ খুশি মনে বিদায় নিলে আমরাও খুশি হবো।

  • @hm.romjanali7095
    @hm.romjanali7095 2 месяца назад +10

    নিলুফা আপা,আপনি ভুলে গেলে চলবে না যে,BNP.সকল আন্দোলনে প্রচুর পরিমাণে নেতা কর্মী হতাহত হয়েছে।
    অত এব, ছাত্রদের সেন্টিমেন্ট বুঝে সতর্কতার সহিত কথা বলা উচিত! So..... ❤

  • @fashionlovers8425
    @fashionlovers8425 2 месяца назад +27

    ডঃ মুহাম্মদ ইউনুস সাহেব খুব সুন্দরভাবে সব বিষয়গুলো উপস্থাপন করেছেন যারা এই বিষয়গুলো খুঁজে পান না তারা আসলে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারা করতেছেন এত তাড়া কিসের আপা ১৫-১৬ বছর ওয়েট করছেন আর ৫-১০ বছর সহ্য হয় না!

  • @taohidislamboni4723
    @taohidislamboni4723 2 месяца назад +13

    সময়ের সাথে মানুষের রূপ ও কথা পরিবর্তন হয়। আমি চাই এমন একটি দেশ হোক যাতে সবাই গর্বের সাথে বলতে পারি আমি বাংগালী।

  • @belaluddin1103
    @belaluddin1103 2 месяца назад +3

    আমি এক জন বি এন পির কর্মি হয়ে বলতে চাই এই বিপ্লবী সরকার কে অন্তত পক্ষে ২-৩ বছর সময় দেওয়া হোক।

  • @haiderabdul2057
    @haiderabdul2057 2 месяца назад +89

    ড.ইউনুস কে ৫ বছর দেখতে চাই

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      তুমি চাইলে তো হবেই না ভোট পাঁচ বছর কিভাবে থাকে আওয়ামী লীগ মত কথা

    • @rakzrakz3800
      @rakzrakz3800 2 месяца назад +1

      মাইর থেকে বাচার জন্য, এখন সুবিধাবাদী😂

  • @masrafi800
    @masrafi800 2 месяца назад +60

    এখন নির্বাচনের কিছুই হয়নি - দেশকে সাজাতে দিন আগে,,

    • @mdruku6455
      @mdruku6455 2 месяца назад

      আমি শহমত পোষন করছি

  • @AminulHoque-x1l
    @AminulHoque-x1l Месяц назад +1

    আজকের আলোচনায়
    মন্জু ভাইয়ের যুক্তি নির্ভর
    মন্তব্য প্রশংসনীয়।।

  • @AlfazRunu
    @AlfazRunu 2 месяца назад +28

    নিলফার ইয়াসমিনের বেশ কয়েকটা টকশোলাম, অন্তর্বর্তী সরকার আসার পরে, তাতে মনে হল উনার খুব তারা এমপি, মন্ত্রী, হওয়ার। আমার মনে হয় ওনাকে একটা উপদেষ্টা পদ দিয়ে দেন।। উনাকে দেখে লোভী মনে হচ্ছে খুব।

    • @MdIqbal-rl4uy
      @MdIqbal-rl4uy 2 месяца назад

      তার মানে তো বুঝতে পারছেন। এরা ক্ষমতায় এসে লোটপাট করার চিন্তা।

  • @mdabdulkhaleque7114
    @mdabdulkhaleque7114 2 месяца назад +24

    এত হতাশ হচ্ছেন কেন? ডক্টর ইউনুসের মত ছাএ জনতার অকুন্ঠ সমর্থনপুষ্ট একজন মহান ব্যক্তিকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন।

  • @mdabduljabbar2099
    @mdabduljabbar2099 2 месяца назад +7

    সময় দিবে ছাত্র জনতার। রাজনৈতিক দলগুলোর এত তাড়াহুড়া করার দরকার নেই। দলগুলো কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর অপেক্ষা করতে হবে।😊😅😮😢🎉😂❤😢

  • @MdEliusSumon
    @MdEliusSumon Месяц назад +2

    আমরাও চাই ইউনুস সার যতো দিন থাকতে চায় থাকবে,কেউ যদি বেশি বারা বাড়ি করে,আমরা প্রবাসী সব বন্ধ করে দেবো মাএ তিন মাস।

  • @Md.NazrulIslam-rw3pg
    @Md.NazrulIslam-rw3pg 2 месяца назад +26

    নিলুফার চৌধুরীর প্রতি সম্মান রেখে বলছি উনাদের কথাবার্তায় মনে হচ্ছে ওনারা কালকেই ক্ষমতায় বসতে চাচ্ছেনl কিন্তু 17 বছর রাজপথে কোন পরিবর্তন আনতে পারেনিl

  • @GaziAwal-k6b
    @GaziAwal-k6b 2 месяца назад +32

    ড. ইউনুস
    যদি জনগণের চাহিদা মতে
    সুন্দর ভাবে দেশ চালাতে পারে
    তাহলে ড. ইউনুস স্যার
    উনি ক্ষমতায় থাকবে
    ইনশাআল্লাহ

  • @MdAbdulMannan-vu7cg
    @MdAbdulMannan-vu7cg 2 месяца назад +7

    আমার মনে হচ্ছিল এত সহজ সরল সাবলীল মানুষের মন ছুয়ে যাওয়া বক্তব্য আশা করছি দেশ পূরন গঠনে অগ্রনী ভুমিকা পালন করবে।

  • @MdJahanngir-q5x
    @MdJahanngir-q5x 2 месяца назад +66

    নির্বাচন নিয়ে বিএনপির এত তাড়াহুড়া কেন।এত দিন স্বৈরশাসন ছিল তোমরা
    কিছু করতে পারনাই।

    • @RoyRoy-k1f
      @RoyRoy-k1f 2 месяца назад +4

      আপনি এতদিন কি করেছেন,,,আমি ছাত্রদল ঢাকা দক্ষিন এর এক ইউনিট সম্পাদক,,,৪৩ টা মামলা সহ প্রায় ১ বছর ১০ মাস জেল খেটেছি,,,আদালতে গত ১৬ বছরের বেশি সময় দেয়া লাগছে,,,দুই বার আহত হয়েছি পুলিশি হামলায়,,,ছাত্র আন্দোলনে আমার ছোট ভাই পায়ে গুলি খেয়ে পংগু হয়েছে,,

    • @akramshaheb4304
      @akramshaheb4304 2 месяца назад

      ​@@RoyRoy-k1fএর জন্য কি বাংলাদেশটা আপনার কাছে লিখে দিতে হবে। আমার চৌদ্দগুষ্টি বিএনপি করে কিন্তু আপনাদের উপর আমাদের আর বিশ্বাস নেই আপনারা কি বাল ছিঁড়তে পারেন সেটাও আমাদের জানা আছে।

    • @RaafaKing
      @RaafaKing 2 месяца назад

      ❤​@@RoyRoy-k1f

    • @mhrabir1990
      @mhrabir1990 2 месяца назад

      ​@@RoyRoy-k1f আদালতে ১৬ বছর হাজিরা আর পুলিশের লাঠির বাড়িই আপনাদের বেস্ট ছিলো, ১৬ বছরে পারেনা বাল ছিঁড়তে এখন তাড়াতাড়ি নির্বাচন দাও আমরাও চুরি করি।

  • @shirinchowdhury364
    @shirinchowdhury364 2 месяца назад +19

    আমরা হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে নতুন বাংলাদেশ পেলাম মাত্র । তাদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মাগফেরাত জানাই ।

  • @mamamun6771
    @mamamun6771 2 месяца назад +2

    I personally support his speech as a general people , He talks specific in every shortfalls in bangladesh which need to be corrected for betterment of the nations. I think he needs minimum 5 years for correcting of shortfall and every political party should help him to highest success of the country.

  • @babuislam-y1f
    @babuislam-y1f 2 месяца назад +16

    সাধারণ জনগণের বোর্ড নেন ডক্টর ইউনুস স্যার কতদিন থাকবে দীর্ঘ 10 বছর ছাড় থাকবে আমার ভোট আমার পরিবারের ভোট সবার ভোট ডাক্তার ইউনুস স্যারকে দিব ইনশাআল্লাহ

  • @MilonMm-em4gf
    @MilonMm-em4gf 2 месяца назад +48

    আমরা আমরা আওয়ামী লীগ বিএনপি শাসন অনেক দেখেছি এবার ডঃ মুহাম্মদ ইউনুস এর শাসন একটু দেখতে চাই

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      ভোট বিহীন দেখতে চাই ওনি যতি বেশি থাকতে চায় নির্বাচন করে আসতে হবে

  • @abdusshahid3762
    @abdusshahid3762 Месяц назад +1

    আমরা চাই দেশ যতো দিন সংকার না হয় ততদিন এই সরকার থাকবে আমরা চাই সংকার

  • @marchadghanabikabyo1059
    @marchadghanabikabyo1059 2 месяца назад +53

    এই সরকার কমপক্ষে 5 বছর ক্ষমতায় থাকুক। আরো 5-7 জন প্রফেশনাল উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক। আল্লাহ কবুল করুক আমিন....

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      আওয়ামী লীগ ভোট ছিল ওনি কি আওয়ামী লীগের লোকজন নাকি

    • @mariazaman6425
      @mariazaman6425 2 месяца назад

      ​@@MamunMiha-n5t লীগ তো নাই।তবে পাঁচ বছর থাকলে They will be fascists.

  • @mdjahangiralam7058
    @mdjahangiralam7058 2 месяца назад +86

    বিএনপির কেন এত তারাহুরা করছেন সময় দিন

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад +2

      কেন জানেন না রাজনৈতিক শক্তি কাছে দেশ নিরাপদ ইউনুস সাবেক রাজনৈতিক শক্তি নেই

    • @MofizulIslam-y2h
      @MofizulIslam-y2h 2 месяца назад

      Vhuka
      BNP hungry for money

    • @NazrulIslam-cy8wy
      @NazrulIslam-cy8wy 2 месяца назад

      চুরি করার জন্য তারাতারি নিবাচন চায়,,

  • @abulkhairchowdhury6875
    @abulkhairchowdhury6875 2 месяца назад +1

    ডা: ইউনূসের এর ১০০% ১০০% সঠিক পথে জনগনের দোয়া এই সরকারের প্রতি আছে ও থাকবে

  • @masudmai7415
    @masudmai7415 2 месяца назад +9

    আজকে ভাষণ আমার কাছে অনেক ভালো লাগছে চল্লিশ বছর মধ্যে সুন্দর একটা ভাষণ ছিল আমরা এই রকম একটা মানুষ চেয়েছিলাম ডঃ ইউনুস সাহেবের কথা বলতে বলতে আমার কাছে মনে হয়েছে রেডিও বাজতে আছে আমার কানে ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য দেশটা আমার আপনার সকলের

  • @mirjamohammadjoynaluddin1096
    @mirjamohammadjoynaluddin1096 2 месяца назад +17

    এটা ছাত্র জনতার সরকার। তাই দূরবল সরকার নয়। রাজনীতিবিদ দের কে চেনা হয়ে গেছে।এখন জনগন সিদ্ধান্ত নেবে।

  • @RaselAhmeds-hq2bf
    @RaselAhmeds-hq2bf 2 месяца назад +1

    সোমা ইসলাম কে
    বহিষ্কার এর দাবি জানাচ্ছি

  • @humayunkabir185
    @humayunkabir185 2 месяца назад +117

    বিএনপি'র উচিত হবে প্রতিটি টকশোতে যারা অংশগ্রহন করে তাদেরকে ঢালাওভাবে কথা বলায় লাগাম টেনে ধরে। যারা বা যাদের মাঝে দল এবং দেশ সম্পর্কে দূরদর্শিতা নাই তাদেরকে টকশোতে আগমন হতে বিরত রাখতে হবে। নিলুফার চৌধুরীর মত সীমিত জ্ঞানের লোকদের বিরত রাখুন।

    • @md.abdurrazzak7910
      @md.abdurrazzak7910 2 месяца назад +3

      একমত।

    • @user-Red_John
      @user-Red_John 2 месяца назад +8

      সঠিক বলেছেন। অনেক আগে থেকেই দেখছি ওনার কথার মধ্যে তেমন সুস্থ রাজনৈতিক বক্তব্য দেখি না। পুরানা আমলের স্টাইল এ চাইতাছে নতুন বাংলাদেশ শাসন করতে। পালস বুজে না। এদের সংসারে মন দেয়া উচিত।

    • @Death_X_Chan
      @Death_X_Chan 2 месяца назад +10

      নিলুফার অত্যন্ত নিম্ন মেধার রাজনীতিবিদ।

    • @reazahmed9141
      @reazahmed9141 2 месяца назад

      এই নিলুফার চৌধুরি মণিতো একটা ফালতু অশিক্ষিত - গন্ড-মূর্খ।
      ও তো বেহায়া। ওর এত্ত বড় সাহস যে সে এমন একজন মানুষের ভুল ধরে, যার বক্তব্য শোনার জন্য মার্ক জাকারবার্গ, ল্যারি পেইজ, সের্গেই ব্রিন, বিল গেটস, মার্কিন প্রেসিডন্ট, ইউ এন সেক্রেটারি জেনারেল বসে থাকে।
      ফ্রান্সের প্রেসিডেন্ট তাঁর জন্য এলিসি প্রাসাদে পূঁজোর ডালি সাজিয়ে বসে থাকে।
      আর এই ফালতু মহিলার বক্তব্য কাজের বুয়া ছাড়া কেউ শুনে মেজাজ ধরে রাখতে পারে?
      কাজের বুয়াও যদি শোনে, ওরে থাপড়াবে।।

    • @MdAktaruzamman
      @MdAktaruzamman 2 месяца назад

      এই নিলুফা ম্যামের যে মাথায় কিছু নাই কথা শুনেই বুঝা যায়😭😭😭,....উনারা ক্ষমতায় আসলে কি করবে আমি আগেও দেখছি অখনো বুঝি।।।।যেখানে উনার রোড ম্যাপ এ সবাই মুগ্ধ সেখানে উনি কিছুই দেখেন না হাস্যকর।।।।😁😁😁

  • @mdronymdroni4095
    @mdronymdroni4095 2 месяца назад +14

    আমার সাধারণ মানুষ চাই ডঃ মুহাম্মদ ইউনূস কে সময় দিন। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেছে শুধু দেশ সংস্কার করা জন্য দেশের সাধারণ মানুষ যাতে ভালো থাকে। আগে অনেক নির্বাচিত সরকার দুর্নীতি করেছে। আমার সাধারণ চাই ডঃ মুহাম্মদ ইউনূস অন্তত পাঁচটি বছর থাকা উচিত

  • @mdharesalam7896
    @mdharesalam7896 2 месяца назад +2

    রাজনীতিবিদগণ তাদের রাজনীতি নিয়েই ব‍্যস্ত

  • @rmisori
    @rmisori 2 месяца назад +8

    দেশের ভালোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছরের জন্য ক্ষমতায় বসানো হোক❤

  • @imamhossain9775
    @imamhossain9775 2 месяца назад +15

    যারা এখন ইলেকশন চায় তাদেরকে বয়কট করুন

  • @siddiquemahmood1912
    @siddiquemahmood1912 2 месяца назад +2

    আইনশৃঙ্খলা এবং আর্থিক শৃঙ্খলার উপর এ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে একাধিকবার বক্তব্য বিবৃতি দিয়েছেন জন্য উনি বিষয়টি রিপিট করেননি। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে উনি চমৎকারভাবে বক্তব্য রেখেছেন যা ইতোপূর্বে আমরা দেখিনি বা শুনিনি। আবারও শুভকামনা রইলো নবগঠিত এ সরকারের প্রতি

  • @nationalapparels5073
    @nationalapparels5073 2 месяца назад +23

    নীলুফার মনি দয়া করে থামেন! আপনাদের উদ্দেশ্য বুঝি

  • @imrulkayes1593
    @imrulkayes1593 2 месяца назад +16

    শেষের মানুষ ভোট দেয় দেশ সুন্দর করার জন্য। দেশের গরিব ধনী সবাই যেন খেয়ে পরে ভালো ভাবে চলতে পারে। ইউনুস সাহেব সেটাই করতে চাচ্ছেন আমারা সবাই মিলে যুদি তাকে সুযোগ দেয় ইনশাআল্লাহ্ তিনি সেটা করতে পারবেন বলে আমার মনে হয়। তাই দেশের সবার কাছে আমার আকুল আবেদন তাকে দেশ চালানোর জন্যে কমপক্ষে 5 বছর সুযোগ দেয়া হোক ❤❤❤

  • @omaykulsum6194
    @omaykulsum6194 2 месяца назад +2

    ডঃ ইউনুস যেন 5-6 বছর থাকেন আমি এটাই আশা করব। ইনশাল্লাহ।

  • @mamunabulkalam3709
    @mamunabulkalam3709 2 месяца назад +10

    আমি চাই ডক্টর ইউনুস দেশের প্রধানমন্ত্রী থাকবে

  • @RoyalSleeper
    @RoyalSleeper 2 месяца назад +8

    ডঃইউনুস যেটা পারবেন আপনারা সেটা পারবেন না আপা।আমরা উনার সাথে একমত।

  • @mohammedalamgir7790
    @mohammedalamgir7790 2 месяца назад +2

    এমন ভাবে কথা বলছেন যেন আপনারা স্বৈরাচার অভ্যুত্থান করে ইউনুস স্যারকে বসাইছেন। ইউনুস স্যার স্পষ্ট বলেছেন ছাত্ররাই নির্ধারণ করবে কখন নির্বাচন হবে।

  • @waqeea07
    @waqeea07 2 месяца назад +14

    ড. ইউনুস কারো ক্ষমতায় আসার সিড়ি তৈরি করতে ছাত্র জনতা উনাকে বসায়নি। সিড়ি বানানোর জন্য মিস্ত্রি পারে কিন্তু উনার হাতে আমরা নিরাপদ। আমরা ড. ইউনুস কে অন্তত ৩-৫ বছর চাই।

  • @taposhkumar7111
    @taposhkumar7111 2 месяца назад +6

    স্যার আপনি আমাদের দেশের মানুষের গর্ব
    আপনি আমাদের দেশটাকে গঠন করতে সাহায্য করছেন এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ
    *আর আমি চাই আপনি পাঁচ বছর সরকারের মেয়াদ পূর্ণ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন*
    বাস্তব পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখন আপনাকে পাঁচ বছর সময় দেয়াটাও কম মনে হচ্ছে.
    আমরা নির্বাচন ছাড়া স্বৈরাচার সরকার মেনে নিয়েছিলাম কিন্তু এখন কেন সময় দিতে পারবো না

  • @mohammednazrulislam9237
    @mohammednazrulislam9237 2 месяца назад +39

    নিলুফা আপা, আপনারা ইলেকশনের জন্য এত ব্যস্ত কেন। আগে দেশ ঠিক হউক তারপর ইলেকশন।

  • @TomaSaha-d7i
    @TomaSaha-d7i 2 месяца назад +10

    এরা রাজনৈতিক ব্যবসায়ী গত ১৭ বৎসর এদের ব্যবসা বন্ধ। তাই এদের এত তাড়াতাড়ি।

  • @sumratgandhi4069
    @sumratgandhi4069 2 месяца назад +35

    এত নির্বাচনের পাগল কেন এতদিনকোথায় ছিলেন আমরা সচেতন নাগরিক হিসাবে ছায় ইউনুস সাহেবকে পাঁচ বছর সময় দেওয়া হউক৷

  • @alisurat5317
    @alisurat5317 2 месяца назад +53

    যারা এখন ইলেকশন চায় তাদেরকে বয়কট করুন !they have to wait at least 3/5 years,shame less lady!

    • @MamunMiha-n5t
      @MamunMiha-n5t 2 месяца назад

      যারা ৫বছর চায় অনির্বাচিত সরকার কে তারা আওয়ামী লীগ দালালি করে

  • @iliushossain5421
    @iliushossain5421 2 месяца назад +1

    সোমা ইসলাম এখনো পালায় নি। তাড়াতাড়ি গ্রেফতার করুন।

  • @monirulislam-do1nk
    @monirulislam-do1nk 2 месяца назад +12

    আগে সংস্করণ পরে নির্বাচন, এতে যত সময় লাগে লাগুক।

  • @গ্রামেরঅসাধারণপ্রাকৃতিকসৌন্দ

    মনি সাহেবা নির্বাচনের জন্য এতো অস্থির হওয়া যাবে। ১৫ বছর তো কথা বলার সাহস পাননি। আর এতো তারাতারি নির্বাচন? ইউনূস স্যার কিন্তু বলেছেন ছাত্ররা আমাদের নিয়োগদাতা, ছাত্ররাই ঠিক করবে কবে চলে যাবে।

  • @RabiulIslam-km5bg
    @RabiulIslam-km5bg Месяц назад

    এই সোমা ইসলাম ও টকশোতে এক সময় ড. ইউনুস কে নিয়ে নেতিবাচক কথা বলেছেন অনেক। এদের চারিত্রিক সমস্যা রয়েছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত।

  • @mohammeddulal9768
    @mohammeddulal9768 2 месяца назад +10

    কেন গো মনি এত ক্ষুধা কেন নির্বাচন দেওয়ার ধৈর্য ধরো সহ্য হয় না ক্ষমতায় যাওয়ার জন্য 16 বছর অপেক্ষা করেছো আরো দশটি বছর অপেক্ষা করো

  • @zakirhossain9233
    @zakirhossain9233 2 месяца назад +35

    এত সুন্দর বক্তব্য জীবনে কম শুনেছি। কিন্তু অবাক হলাম নেতিবাচক বক্তব্য থেকে আমরা বের হতে পারলাম না।

  • @mdfirujali751
    @mdfirujali751 2 месяца назад +2

    এত জলদি কেন ডঃ উনুস কে আমরা ৫ থেকে ৬বচর সময় দিতে চাই

  • @sazzadhossein6846
    @sazzadhossein6846 2 месяца назад +12

    আমার মনে হয় নিলুফার চৌধুরী একটু বেশি তাড়াতাড়ি করতেছে একটু ধৈর্য ধরুন খাবেন আর কি

  • @nabidislam
    @nabidislam 2 месяца назад +10

    বিএনপি নেত্রীর আরেকটু আধুনিক পড়াশোনা করা উচিত।