দ্যা আরজে কিবরিয়া শো, উপস্থাপিকা নিকোলকে নিয়ে এই অনুষ্ঠানটি আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি তাতে যতটুকু বুঝতে পারলাম কারো সম্পর্কে ভালো ভাবে না জেনে না বুঝে কোনো মন্তব্য করা উচিৎ নয়। দ্যা আরজে কিবরিয়া শোর অনুষ্ঠানের সবাইকে অনেক ধন্যবাদ।
আন্দোলন চলাকালীন উনি একজন উপস্থাপিকা হিসেবে যেই ভাবে সবাইকে প্রশ্ন করেছেন,,,সেইটা আন্দোলন চলাকালীন অন্য কোনো উপস্থাপিকা বা চ্যানেল করতে পারেনি...তাকে অসংখ্য ধন্যবাদ❤
আগে উনার শো দেখতে ভাল লাগতো ,কিছুটা নতুনত্ব নিয়ে আসছিলেন এখন দেখি সব বাইরাল ব্যাক্তিকে এনে ইন্টারভিউ নিচ্ছেন। কয়েকদিন আগে জায়েদ খানকেও দেখলাম উনিও ভিউ ব্যাবসায়ী হয়ে গেছেন। এখন আর দেখি না ভাল লাগে না উনার প্রতি একটা এক্সপেকটেশন ছিল কিন্তু এখন আর নাই......
বাবা দুই বছর আগেই বলেছিল যমুনা টিভির পর্দায় যে মেয়েটাকে দেখে রাখ প্রচণ্ড মেধাবী,এ যাবৎ তার হাতে কলমে প্রমাণ পেলাম।অন্ধ ভক্ত হয়ে গেলাম আপনার (নিকোল)। ভালোবাসা অবিরাম, এভাবেই সাহসিকতার সাথে সাংবাদিকতা চালিয়ে যান।যে যা বলে বলুক আমরা আপনার কাছ থেকে কঠিন প্রশ্নই আশা করি। আপনি যখন প্রশ্ন করেন আপনার শো তে তখন মনে হয় যে আপনি যেন জনগণের হয়ে প্রতিনিধিত্ব করছেন। অসংখ্য ধন্যবাদ নিকোল আপু।আর একটা কথা না বলেই পারছি না সেটি হচ্ছে পুনর্জন্ম বলে যদি কিছু থাকে তাহলে পরের জন্মে আমি নিকোল হয়ে জন্মাতে চাই।
আপনার বাবা দুই বছর আগে যেটা আপনাকে বলেছে সেটি ছিল মিথ্যা এবং বানোয়াট। ছাত্র আন্দোলনের আগ পর্যন্ত নিকোল যেই কয়টি উপস্থাপনা করেছে সেই সব গুলি তেলবাহী উপস্থাপনা ছিল। নিকোল ছিল একটি বিশাল মাপের তেলবাজ আর এই তেলবাজির কারণে আওয়ামী লীগের মন্ত্রীদের কাছে থেকে পুরস্কার ও পেয়েছে।
What about now??? Everyone safe? Are not you are a drama queen?? Why people dies now? Why not you cry now? So many factories are burning, public are dies. Was Sayed a general student??? Or a drug addicted??
নিকোল ম্যামের মতো সাংবাদিক বা উপস্থাপিকা আরো বেশি বেশি দরকার। দেশের প্রত্যকটা টেলিভিশন চ্যানেলে তারমতো সাহসী সাংবাদিক খুব দরকার। প্রিয় নিকোল ম্যাম আপনার প্রতি সন্মান ও ভালোবাসা ছিলো আছে এবং থাকবে। আপনি আপনার কাজ আপনার মতো করে চালিয়ে যান।।👏
ম্যাম,অনেক সুন্দর বলেছেন।আপনার বাচনভঙ্গি,শব্দচয়ন সবকিছু অনেক বেশি মুগ্ধ করেছে।আর আজকের শো এর কোশ্চেন এর এ্যান্সার গুলোও যেভাবে এত বোল্ডলি আন্তরিকতার সাথে কনফিডেন্স নিয়ে দিলেন সত্যিই অসাধারণ।আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা।
প্রথমে এই প্রশ্ন টা শুনে বিশাল এক ধাক্কা আমিও খেয়েছি। পরিস্থিতির বিচারে এই প্রশ্নটা বড্ড বেমানান। তারপর হাসনাতের কনফিডেন্স দেখে উত্তর দিলাম নিজেকে আমাদের ধমানো যায় না। তবে আপুকে স্পেশালি ধন্যবাদ আপনার এই প্রশ্নের মাধ্যমে প্রমান করেছেন জবাবদিহিতে থাকা উচিত।
আপনার আর দিপ্তী চৌধুরীর কথা গুলো মানুষের মানসিক শক্তি যোগীয়েছে। খারাপ দিক হয়তো বাধ্যতা ছিল তাই হয়তো আপনি আগে কিছু করতে পারেন নাই। কিন্ত ভাল তো করেছেন সেইটা অসাধারণ দিক ছিল।আপনার জন্য দোয়া আর শুভ কামান রইলো।
যমুনা চ্যানেলের প্রথম থেকেই ছিলাম এবং আমার পছন্দের কিছু গণমাধ্যম কর্মীর মাঝে একজন হলো নিকোল আপু যাকে প্রথম থেকেই ভালো লাগতো তার খবর পড়ার স্টাইল ও যোগ্যতা দেখে।আমার ও বাংলা সাবজেক্ট খুবি প্রিয় ছিলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পড়তে হয়েছে।শুভ কামনা দুজনের জন্যই ❤
আসলেই তাই।আমরা ছাত্র আন্দোলন এর পূর্ণ সমর্থন দিচ্ছি কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে যাতে কেউ আর কোনদিন স্বৈরাচার না হতে পারে।কিন্তু অবশ্যই তা ভালভাবে,ধমকিয়ে না
নিকোলের ঐদিনের প্রোগ্রামটা যথারীতি অসাধারণ ছিল। হাসনাতও প্রতিটা প্রশ্নের উত্তর বুদ্ধিমত্তারসহিত দেয়ার চেষ্টা করেছে এবং বলা যাই দিয়েছে । আসলে আমাদের দেশের মানুষেরা ক্ষমতাকে প্রশ্ন করার চেয়ে ক্ষমতার স্তুতি করতে বেশি পছন্দ করেন। নিকোলকে অসংখ্য ধন্যবাদ! তথাকথিত জনপ্রিয়তার তোয়াক্কা না করে আপনি আপনার স্বকীয়তা বজায় রাখুন। প্রতিটি ক্ষমতাবান ব্যক্তিকে ক্ষুরধার প্রশ্নবাণে ক্ষমতার স্তম্ভ ভেঙে দিতে হবে! সে যেই হোক না কেন।
সাংবাদিক নিকল আপু কে ময়মনসিংহ ভালুকা উপজেলা বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো ও আমার অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন অনেক অনেক হায়াত দান করুন আমিন ছুম্মা আমিন
ঐ দিন রোকসানা আপু যখন মুগ্ধর কথা বলে কেঁদেছিল তখনই আমি ও কেঁদেছিলাম😭। এই পানি লাগবে পানি।😭 এখানে শুধু আমি কাঁদিনি আমি মনে করি লাখো কোটি মানুষ ও কেঁদেছিল।😭। রোকসানা আপু সত্যিই দেখতে যেমনটি সুন্দর তেমনি তার সুন্দর কথা বার্তা। এছাড়াও চমৎকার অঙ্গ ভঙ্গি মোটকথা সবদিক থেকেই পারফেক্ট। 🌷🌹🥀🇧🇩🇧🇩🇧🇩👌✌🤞✈✈✈🇲🇾🇲🇾🇲🇾😊
আমার অনেক ধৈর্য আমি নিকুল আপুর প্রতিটি টকশো দেখি বা দেখার চেষ্টা করি আজকের ৪২:৪৩ সেকেন্ড এর অনুষ্ঠান টাও পুরো দেখলাম এবং উনার সম্পর্কে কিছু তথ্য জানলাম , আমি দেখি উনি সবাইকেই কঠিন কঠিন প্রশ্ন করে আমি মনে করি এটা করা উচিত ।
শিক্ষার জন্যই দিপ্তী চৌধুরী এবং নিকোল আপুর পুরা টকশো দেখলাম,,,,উনাদের কথা শুনলে মনে হয় আমরা আসলেই অনেক বেশি আবেগী যা ঠিক না,,,প্রত্যেকটা ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে যা আমরা আজকে নিকোল আপুর কাজ থেকে শিখতে পারলাম
@@MdShamim-gk9uhএই ব্যাপারে আমার পর্যবেক্ষন শেয়ার করি। ১। সাংবাদিক/জনগণ প্রশ্ন করতে পারবে এটা বিপ্লবের একটা দাবি। সুতরাং যারা বলতেছেন আগের সরকার থাকতে প্রশ্ন করত না এমন কথার কোনো যুক্তি নেই। ২। নিকোল সহ বাংলাদেশের বেশিরভাগ সাংবাদিক নিজেকে ওভার স্মার্ট দেখাতে গিয়ে ত্যানা পেঁচিয়ে ফেলে। সুন্দর ভাষায় সরাসরি টু দ্যা পয়েন্ট প্রশ্ন করাই ভালো। ৩। হাসনাত আবদুল্লাহ ভাই ঐ অনুষ্ঠানে সরাসরি এই কথাটা বললে ভালো হতো যে শেখ মুজিব স্বৈরাচারী ছিল। সুতরাং এতগুলো ছাত্র জনতার লাশের সাথে বেইমানি করে আমরা তার শোক দিবস পালন করতে দিতে পারি না। প্রশ্ন হোক সরাসরি, জবাবও হোক সরাসরি। তাহলে আর কোনো বিতর্ক থাকে না।
ঢাকার সমন্বয়দের অনেক সম্মান দাওয়া হচ্চে। এতে আমরা খুশি। কিন্তু চট্টগ্রামের সমন্বয়ক রাফি। যে একাই পুরো চট্টগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাদের নিয়ে কোনো কিছু প্রচার করা হচ্ছে না। আমাদের দাবি রাফি ভাইয়াকেও টকশোতে আনা হক।
ধন্যবাদ নিকোল আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি উপস্থাপনা করছেন এটাই সঠিক। আমাদের দেশের মেক্সিমাম লোক আবেগপ্রবণ হয়ে সমালোচনা করে। এগুলোর দিকে আপনি কান না দিয়ে কে কি মনে করলো বিষয় নয় আপনি সঠিকভাবে প্রশ্ন করুন। সত্যের পথে থাকুন।
নিকোল অনেক চমৎকার একজন উপস্থাপক এবং খুবই স্পষ্টবাদী। যথেষ্ট সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। আশা করি দেশকে এগিয়ে নিতে আগামীতে আপনি আপনার অবস্থানকে শক্ত করে মেলে ধরবেন সেই প্রত্যাশা সবসময়। আর কিবরিয়া ভাইতো বরাবরের মতই ড্যাশিং একজন মিডিয়া পারসন, সেটা বলার অপেক্ষা রাখে না।
একজন সৎ সাহসী সাংবাদিকা কথাবার্তা একদমই শ্রুতি মধুর শুনতে ই মন চায়, দুজনের আলোচনা এতটাই প্রানবন্ত শুনে মুগ্ধ হই। দুজনই আমার প্রিয় মানুষ উভয়ের জন্যে অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো সাথে আল্লাহ যেন তাঁদেরকে সর্বদাই সুস্থ ও নিরাপদে রাখেন। সত্যের ধংস নেই।
@@sahidulminhaj8168 আর আমরাও দেখেছি কিভাবে দালালি করতে হয় ক্ষমতাসীন দের, এখন ওনার হঠাৎ করে সাহস বেড়ে গেছে হঠাৎ করে উনি সাংবাদিক হয়ে গেছে দালালি গুলা তো আর মানুষ ভুলে যায় নাই
নিকোল আপুর টকশো দেখি অনেক দিন থেকে। কিন্তু বেশি মনোযোগ দিয়ে দেখা হয়ছে নির্বাচনের সময়ে।তিনি আসলেই একজন সৎ ওনার জায়গা থেকে বলে আমার মনে হয়। ওনার পক্ষে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম কিন্তু মানুষের কথায় দিধান্বিত হয়ে কেটে ফেলি। কিন্তুমন থেকে ওনাকে ভাল জেনেছি। অনেক অনেক অনেক ভালবাসা আপুর জন্য
আমি নিকোল আপুর অন্ধ ভক্ত হয়ে গেলাম। তার উপস্থাপনা তার কথা বলা অসাধারণ ❤যে দিন মুকধ কে নিয়ে কেঁদে ফেলেছিল সে দিন থেকে বুঝতে পারছি নিকোল একটা সাধা মানুষ। সারাজীবন এরকমই থাকুক দোয়া রইল।
নিকল আমি তোমার অনুষ্ঠান সবসময় দেখি বোন, তোমার উপস্থাপনা খুব ভালো লাগে,এবং গভীর থেকে তুমি মানুষকে যেভাবে প্রশ্ন করো, মনে হচ্ছে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছি। সত্য সব সময় সুন্দর।বৈষম্য বিরোধী আন্দোলনে শতভাগ সমর্থন ছিল। সত্যি লুঙ্গি ডান্স টা ভালোভাবে নিতে পারিনি। ভালো থাকবে শুভকামনা রইল।
উনি একজন সাহস এবং ভালো উপস্থাপিকা ওনার মত সবার হওয়া উচিত হ্যাঁ উনি যেটা প্রশ্ন করছে আমি একমত সবাইকে প্রশ্ন করার সাহস রাখাটাই তা আসল সাহসী যাইহোক আমরা দোয়া করি উনি আরো ভালো কাজ করবেন এবং উনি উনার কাজে আরো ভালো কাজ করবেন উনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি উনার প্রশ্ন করার হক আছে এবং আমরা আপনাকে সত্যিই অনেক এই পরিস্থিতিতে ভালোবাসি
মাশাল্লাহ মাশাল্লাহ শেষের কথাগুলো আল্লাহর রাসূল কে সাহাবীরা প্রশ্ন করতেন একদম রাইট যত প্রশ্ন করা যাবে তথ্যই সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা হবে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো
রোকসানা আনজুমান লিকোল আপুর উপস্থাপনায় যমুনার টিভির "রাজনীতি" প্রোগ্রামটি অনেক অনেক বেশী জনপ্রিয়। যে যা বলে বলুক আপনি আপনার মেধা, সততা দিয়ে প্রোগ্রামটি বহুদূর এগিয়ে নিয়ে যান। শুভকামনা রইলো।
অসাধারণ এপিসোড । আরজে কিবরিয়া এবং নিকোল দুজন কেই ধন্যবাদ । আপনাদের অনেক অনুষ্ঠান আমি দেখি... এবং দুইজনের উপস্থাপনা অনেক সুন্দর এবং মানুষের মনের কথাগুলো আপনারা তুলে ধরেন। ধন্যবাদ
*ভালোবাসা অবিরাম, প্রিয় বোন । এভাবেই কারো পা' না চেটে সর্বদা সত্যের পক্ষে কথা বলবেন । হ্যাঁ, এতে একদল অসুখী হবে, তাদেরকে সাময়িক অসুখী হতে দিন । তারাও আওয়ামীলীগের মতো নিজের পাপ একসময় বুঝতে শিখবে !*
আমারও রাগ বা বিরক্তি যেটা এসেছিল সেটা আজ বিদায় হলো। নিকোল যে তার অবস্থানটা পরিষ্কার করেছেন এটা ভালো লাগছে। আশা করি উনি যেমনটা বলেছেন সত্যি প্রশ্ন করবেন, সত্যকে তুলে ধরবেন, তেমনটাই সবসময় করবেন। তা না হলে আস্থার জায়গায় উনি আর থাকবেন না।
নিকোল ম্যাম আপনাকে হাজার হাজার ধন্যবাদ.. আমাদের বাংলাদেশে প্রচার করার জন্য থার্ড ক্লাস ফেসবুক পেজ এবং চ্যানেল অনেক বেশি.... আপনি জানেন কিনা জানিনা আমি সবসময় আপনার পাশে ছিলাম এবং আমার বড় একজন বন্ধু...
নিকলকে উদ্যেশ্য করে বলছি। গত ১৫ বছর আওয়ামীলীগ এর অনেক নেতার ইন্টারভিউ নিয়েছেন। তখন ক্ষমতার বিরুদ্ধে আপনার প্রশ্ন করার স্টাইল ছিল ভেজা বেড়াল এর মত। আর এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছেন এটায় বাক স্বাধীনতা। আর যারা এই স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছেন তাদের সাথে সম্মানের সাথে কথা বলবেন।
আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবাদিক নিকল আপু।আপনি আরো এগিয়ে যান।❤❤❤❤আরো সাহসী প্রশ্ন করেন যেকোনো ব্যাক্তিকে যদি উত্তর দিতে না পারে তবে তার ব্যর্থতা, আপনার না❤❤❤
নিকোল আপু আমাদের দেশের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে জীবন-যাপন করে যেই ক্ষমতায় আসুক না কেন আজ এবং আগামীতে আপনারা ক্ষমতাকে প্রশ্ন করুন সাধারণ মানুষের জীবনকে সহজ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাথে থাকবেন
খুব মনোযোগ দিয়ে শুনলাম। খুব সুন্দর ভাবে কথা গুলো অনুধাবন করলাম।আমাদের সাদাকে সাদা আর কলোকে কালা বলার সাহস থাকতে হবে। প্রশ্ন করতে হবে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ❤️
লুঙ্গী ড্যান্স ভালো লাগেনাই, ১৫ বছর দেশ স্বৈরাচার জিম্মি করে রেখেছিলো তখন কোথায় ছিলেন, সাঈদী সাহেব এর মতো মানুষকে ১৩ বছর জেল খাটিয়ে হত্যা করেছিলো, তখন আপনারা কোথায় ছিলেন ??
হাসনাত আপু নিজের যোগ্যতায় আজকে অনেক বড় সাংবাদিক হয়েছেন তবে ওনার প্রতিটি সময় আমি মনোযোগ সহকারে দেখি আমার প্রশ্নগুলো করা কারণে অনেক গভীর থেকে কথাগুলো উঠে আসে এবং সত্য বেরিয়ে আসে বাংলাদেশ আর যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমের চাইতে যমুনা টেলিভিশন সেরা পূর্ণতা পেয়েছে এই হাসনাত আপুর কারণে শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য আরজে কি জিয়াভাই আমার অনেক পছন্দের মানুষ অনেক বছর থেকে উনার অনেক অনুষ্ঠান আমি দেখেছি খুবই ভালো লাগে সব সময় দেখতে
আমি মনে করি, সাংবাদিক মুক্তি যুদ্ধা যার বাংলার মানুষ ওনার কথা শুনে খুব জিত মন মানিগতা পালটে গিয়েছে, আপু তোমাকে হাজার ছালাম স্নেহ ভালোবাসা সবই একদম তোমার জন্যে, আরো অনেক অনেক, কিছু কথা,,,,,,,৷৷
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষের মনের আবেগের কথা তুলে ধরার জন্য এই ধরনের প্রশ্ন করলে ভবিষ্যতের সতর্কতার সাথে কথা বলতে বাধ্য হবে ধন্যবাদ ভাই ব্যক্তিগতভাবে আপনাকে অনেক ভালোবাসি
দ্যা আরজে কিবরিয়া শো, উপস্থাপিকা নিকোলকে নিয়ে এই অনুষ্ঠানটি আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি তাতে যতটুকু বুঝতে পারলাম কারো সম্পর্কে ভালো ভাবে না জেনে না বুঝে কোনো মন্তব্য করা উচিৎ নয়।
দ্যা আরজে কিবরিয়া শোর অনুষ্ঠানের সবাইকে অনেক ধন্যবাদ।
খুব বুদ্ধিদীপ্ত একটি উপস্থাপনা
আন্দোলন চলাকালীন উনি একজন উপস্থাপিকা হিসেবে যেই ভাবে সবাইকে প্রশ্ন করেছেন,,,সেইটা আন্দোলন চলাকালীন অন্য কোনো উপস্থাপিকা বা চ্যানেল করতে পারেনি...তাকে অসংখ্য ধন্যবাদ❤
আগে উনার শো দেখতে ভাল লাগতো ,কিছুটা নতুনত্ব নিয়ে আসছিলেন এখন দেখি সব বাইরাল ব্যাক্তিকে এনে ইন্টারভিউ নিচ্ছেন। কয়েকদিন আগে জায়েদ খানকেও দেখলাম উনিও ভিউ ব্যাবসায়ী হয়ে গেছেন। এখন আর দেখি না ভাল লাগে না উনার প্রতি একটা এক্সপেকটেশন ছিল কিন্তু এখন আর নাই......
@@mahirchowdhury1013 তাহলে আপনি গিয়ে শো করেন,,নিজে পারবেন না তো অন্যদের ভুল ধরেন কেনো??
হাসিনা সরকারকে কবে প্রশ্ন করেছে, ক্লিপ পোষ্ট করুন।
হাসিনা সরকারের কাছে কবে কি প্রশ্ন করার সাহস দেখিয়েছে, লিঙ্ক দিন।
তার কান্না দেখে আমার চোখে পানি এসছিলো,
বাবা দুই বছর আগেই বলেছিল যমুনা টিভির পর্দায় যে মেয়েটাকে দেখে রাখ প্রচণ্ড মেধাবী,এ যাবৎ তার হাতে কলমে প্রমাণ পেলাম।অন্ধ ভক্ত হয়ে গেলাম আপনার (নিকোল)। ভালোবাসা অবিরাম, এভাবেই সাহসিকতার সাথে সাংবাদিকতা চালিয়ে যান।যে যা বলে বলুক আমরা আপনার কাছ থেকে কঠিন প্রশ্নই আশা করি। আপনি যখন প্রশ্ন করেন আপনার শো তে তখন মনে হয় যে আপনি যেন জনগণের হয়ে প্রতিনিধিত্ব করছেন। অসংখ্য ধন্যবাদ নিকোল আপু।আর একটা কথা না বলেই পারছি না সেটি হচ্ছে পুনর্জন্ম বলে যদি কিছু থাকে তাহলে পরের জন্মে আমি নিকোল হয়ে জন্মাতে চাই।
4e45555r5y
আপনার বাবা দুই বছর আগে যেটা আপনাকে বলেছে সেটি ছিল মিথ্যা এবং বানোয়াট। ছাত্র আন্দোলনের আগ পর্যন্ত নিকোল যেই কয়টি উপস্থাপনা করেছে সেই সব গুলি তেলবাহী উপস্থাপনা ছিল। নিকোল ছিল একটি বিশাল মাপের তেলবাজ আর এই তেলবাজির কারণে আওয়ামী লীগের মন্ত্রীদের কাছে থেকে পুরস্কার ও পেয়েছে।
What about now??? Everyone safe? Are not you are a drama queen?? Why people dies now? Why not you cry now? So many factories are burning, public are dies. Was Sayed a general student??? Or a drug addicted??
হুম, ভালো লাগলো, মেঘ কেটে গেলো, সব প্রশ্নেরই যৌক্তিক উত্তর দিয়েছেন, নিকোল। ধন্যবাদ দুজনকেই ❤❤❤❤❤👍👍👍👍👍
অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট আর সাহায্যকারী হিসেবেও আল্লাহ যথেষ্ট।
(সূরা নিসা :৪৫) 💚❤️🕋
Amin
❤❤❤❤
❤❤❤
❤❤❤
আমিন❤
মুগ্ধকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন।আমার সত্যিই কান্না এসে গেছে।
মুগ্ধ কে তার ভালো লেগেছিল তাই, মারা তো আরও অনেকেই গেছে।
ওভার স্মার্ট মহিলা
@@AminFardan00
vairal topic chilo mugdho
@@AsmaHaqueNishi se pore somalichito hoyeche, vuler sikar o koreche.
Ete bujha jay tar kanna onno kichu, onno karone!
ওটা পুরোপুরি প্ল্যান ছিল। অনুষ্ঠানের শুরতে সে যেভাবে শুরু করেছিল তাতে সেটা স্পষ্ট প্রতীয়মান।
@@md.roinulkabir7980 ওটা ঠং করে কেঁদেছিলো
নিকোল ম্যামের মতো সাংবাদিক বা উপস্থাপিকা আরো বেশি বেশি দরকার।
দেশের প্রত্যকটা টেলিভিশন চ্যানেলে তারমতো সাহসী সাংবাদিক খুব দরকার। প্রিয় নিকোল ম্যাম আপনার প্রতি সন্মান ও ভালোবাসা ছিলো আছে এবং থাকবে। আপনি আপনার কাজ আপনার মতো করে চালিয়ে যান।।👏
🤣🤣🤣🤣
আপনার সততার প্রশ্নই যমুনা টিভিকে জনগণের কাতারে নিয়ে এসেছে। সত্যের পথে থাকলে বিপদ আসবে তবে জয় সত্যিই হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মুগ্ধর সেই কথা বলতে গিয়ে কেঁদেছিলেন, দেখে চোখে পানি চলে আসেছিল❤️
@@Muhammad_shohag-99 নাটক ছিলো! ইনি আন্দোলনের পরিস্থিতি বুঝে, এটেনশন সিক করতে চেয়েছেন... এখনও সিগমা লেডি হতে চান, এটেনশন সিক করে
আমারও
নিকোল আসলেই সাহসী সাংবাদিক।
এধরনের সাংবাদিক যত বেশী আসবে সংবাদে ততই স্বচ্ছতা আসবে।
আমি তার উপস্হাপনার ভক্ত।
ম্যাম,অনেক সুন্দর বলেছেন।আপনার বাচনভঙ্গি,শব্দচয়ন সবকিছু অনেক বেশি মুগ্ধ করেছে।আর আজকের শো এর কোশ্চেন এর এ্যান্সার গুলোও যেভাবে এত বোল্ডলি আন্তরিকতার সাথে কনফিডেন্স নিয়ে দিলেন সত্যিই অসাধারণ।আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা।
আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ সাংবাদিক নিকোল ম্যাডাম।আপনার সুন্দর ও সুখময় জীবন কামনা করি।দোয়া করি জীবনে উচ্চতার স্বর্ন শিখরে পৌঁছান
প্রশ্ন করলে ক্ষমতা সঠিক পথে থাকে! কথাটা অসাধারণ লাগলো! নিকোলের জন্য শুভকামনা ও দোয়া❤
ক্ষমতাকি সঠিক পথে ছিল ? যদি সত্যি সত্যি ক্ষমতাকে প্রশ্ন করা হতো তাহলে স্বৈরাচারের জন্ম হতো না।
হাসিনার স্বৈরাচারিতা নিয়ে কয়টা প্রশ্ন করেছিল খোঁজ নিয়েন ভাইয়া। এরা আওয়ামী এর বীজ।
সততা!!! কোথায় ছিলো তার সততা এতোদিন।
এটা আমার ও কথা কিন্তু কিছু লোক এটা নিয়ে বাড়াবাড়ি করছে
@@shirinamran0079
আপনি কই আছিলেন এতদিন ? কি করেছেন দেশের জন্য ?
প্রথমে এই প্রশ্ন টা শুনে বিশাল এক ধাক্কা আমিও খেয়েছি।
পরিস্থিতির বিচারে এই প্রশ্নটা বড্ড বেমানান।
তারপর হাসনাতের কনফিডেন্স দেখে উত্তর দিলাম নিজেকে আমাদের ধমানো যায় না।
তবে আপুকে স্পেশালি ধন্যবাদ আপনার এই প্রশ্নের মাধ্যমে প্রমান করেছেন জবাবদিহিতে থাকা উচিত।
Unak zeta proshno kora hoyese, uni setar uttor sontosh jonk den nai. Tasara kotha bolesen onek beshi ghuriye.
যমুনা টেলিভিশন অনুপ্রেরণার বাতিঘর।ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি সুন্দর শো উপহার দেওয়ার জন্য প্রিয় কিবরিয়া ভাই ও রোকসানা আনজুমান নিকোলকে।
আপনার আর দিপ্তী চৌধুরীর কথা গুলো মানুষের মানসিক শক্তি যোগীয়েছে। খারাপ দিক হয়তো বাধ্যতা ছিল তাই হয়তো আপনি আগে কিছু করতে পারেন নাই। কিন্ত ভাল তো করেছেন সেইটা অসাধারণ দিক ছিল।আপনার জন্য দোয়া আর শুভ কামান রইলো।
যমুনা চ্যানেলের প্রথম থেকেই ছিলাম এবং আমার পছন্দের কিছু গণমাধ্যম কর্মীর মাঝে একজন হলো নিকোল আপু যাকে প্রথম থেকেই ভালো লাগতো তার খবর পড়ার স্টাইল ও যোগ্যতা দেখে।আমার ও বাংলা সাবজেক্ট খুবি প্রিয় ছিলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পড়তে হয়েছে।শুভ কামনা দুজনের জন্যই ❤
❤❤
সত্যের পথে থাকবেন, সততার সাথে থাকবেন। ন্যায় ও সাম্যের সাথে থাকবেন। সালাম রইল নিকোল আপু ও কিবরিয়া ভাই
গত ১৬ বছরে কয়টা সত্য কথা বলেছিল তোদের আপু??
নিকোলের শেষের কথাগুলো খুবই ভালো লেগেছে। যে প্রশ্ন করতে হবে তাহলে তারা পথা হারাবেনা।রাইট একদম একমত
আসলেই তাই।আমরা ছাত্র আন্দোলন এর পূর্ণ সমর্থন দিচ্ছি কিন্তু গঠনমূলক সমালোচনা করতে হবে যাতে কেউ আর কোনদিন স্বৈরাচার না হতে পারে।কিন্তু অবশ্যই তা ভালভাবে,ধমকিয়ে না
প্রশ্ন করতে হবে তাহলে তারা পথ হারাবেনা। তাহলে এই 15 বছরের প্রশ্নগুলো কোথায় ছিল? স্বৈরাচারের জন্ম হলো কেন।
হা তাই তো কিন্তু নিকোলা যে ৩ বছরের মত সময় যমুনাতে কাজ করছে সে কত দিন পথ দেখিয়েছে আর ক্ষমতাকে প্রশ্ন করেছে
অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান। নিকোল মায়ের জন্য দোয়া রইলো।।
সত্যি কথা বলতে কি আমিও আপনাকে ভুল বুঝেছিলাম তবে আসলেই আপনি একজন দক্ষ এবং প্রফেশনাল উপস্থাপক আপনার জন্য দোয়া রইল।
নিকোলের ঐদিনের প্রোগ্রামটা যথারীতি অসাধারণ ছিল। হাসনাতও প্রতিটা প্রশ্নের উত্তর বুদ্ধিমত্তারসহিত দেয়ার চেষ্টা করেছে এবং বলা যাই দিয়েছে । আসলে আমাদের দেশের মানুষেরা ক্ষমতাকে প্রশ্ন করার চেয়ে ক্ষমতার স্তুতি করতে বেশি পছন্দ করেন। নিকোলকে অসংখ্য ধন্যবাদ! তথাকথিত জনপ্রিয়তার তোয়াক্কা না করে আপনি আপনার স্বকীয়তা বজায় রাখুন। প্রতিটি ক্ষমতাবান ব্যক্তিকে ক্ষুরধার প্রশ্নবাণে ক্ষমতার স্তম্ভ ভেঙে দিতে হবে! সে যেই হোক না কেন।
C
আওয়ামী বাকশাল আমলে কোন মন্ত্রী এমপিকে কড়া প্রশ্ন করতে দেখেনি...শুধু তেল মারতপ দেখেছি...
যত্তসব ফালতু সাংবাদিক
Age Awami Ligue er sathe tel baji korto ei nikolo
মুগ্ধ ভাই
আর পানি লাগবে না.......!! 😢
তুমি চলে যাওয়ার পর দেশ যে আজ পানি সড়ানোর জন্যই কাঁদছে 😢
Eta ki chilo 🙄
মুগ্ধ ভাই
আর পানি লাগবে না.......!!
তুমি চলে যাওয়ার পর দেশ যে আজ পানি সড়ানোর জন্যই কাঁদছে
L@@anwar.shamim
@@anwar.shamim😅😅
😢😢😢😢😢
সাংবাদিক নিকল আপু কে ময়মনসিংহ ভালুকা উপজেলা বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো ও আমার অন্তরের অন্তস্তল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন অনেক অনেক হায়াত দান করুন আমিন ছুম্মা আমিন
এত ভালো লাগছে নিকোল কে।আমার ও সেই একই কথা বাক স্বাধীনতাকি আছে।নিকোল কে অনেক ধন্যবাদ। শ্রদ্ধা আরো বেড়ে গেলো
আরেকবার মুগ্ধ হলাম। খুবই সাহসী উপস্থাপন, খুবই পক্ষপাতহীন এবং রিসার্চড প্রোগ্রাম ছিল হাসনাতের সাথে এপিসোডটা। অনেক শুভ কামনা।
ঐ দিন রোকসানা আপু যখন মুগ্ধর কথা বলে কেঁদেছিল তখনই আমি ও কেঁদেছিলাম😭। এই পানি লাগবে পানি।😭 এখানে শুধু আমি কাঁদিনি আমি মনে করি লাখো কোটি মানুষ ও কেঁদেছিল।😭। রোকসানা আপু সত্যিই দেখতে যেমনটি সুন্দর তেমনি তার সুন্দর কথা বার্তা। এছাড়াও চমৎকার অঙ্গ ভঙ্গি মোটকথা সবদিক থেকেই পারফেক্ট। 🌷🌹🥀🇧🇩🇧🇩🇧🇩👌✌🤞✈✈✈🇲🇾🇲🇾🇲🇾😊
😅😅
উপস্থাপিকা হিসেবে অনেক ভালো, আমার খুবই ভালো লাগে, আমি উনার অনেক অনুষ্ঠান দেখি।আজকে এ অনুষ্ঠানে দেখে, কথা শুনে খুবইভালো লেগেছে।
আমার অনেক ধৈর্য আমি নিকুল আপুর প্রতিটি টকশো দেখি বা দেখার চেষ্টা করি আজকের ৪২:৪৩ সেকেন্ড এর অনুষ্ঠান টাও পুরো দেখলাম এবং উনার সম্পর্কে কিছু তথ্য জানলাম , আমি দেখি উনি সবাইকেই কঠিন কঠিন প্রশ্ন করে আমি মনে করি এটা করা উচিত ।
একটু ক্লিপ দেখে জাজ করা উচিত না পেছনের কাহিনী জানা উচিত।শুভকামনা নিকোল। এরকম সাহসী সাংবাদিকের খুব দরকার।সবসময় এরকম কঠিন প্রশ্ন করতে থাকেন। ❤ ❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤
ধন্যবাদ উপস্থাপিকা কে গনতন্ত্র মনে করিয়ে দেয়ার জন্য ।
নিকোলের কঠিন প্রশ্নে রাষ্ট্র যেন থাকে সঠিক পথে ,ধন্যবাদ নিকল এবং আরজে কিবরিয়া ভাইকে।
শিক্ষার জন্যই দিপ্তী চৌধুরী এবং নিকোল আপুর পুরা টকশো দেখলাম,,,,উনাদের কথা শুনলে মনে হয় আমরা আসলেই অনেক বেশি আবেগী যা ঠিক না,,,প্রত্যেকটা ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে যা আমরা আজকে নিকোল আপুর কাজ থেকে শিখতে পারলাম
They are not educated yet. DIPTI is a college student studying journalism and she has been hired because she looks better than most matari in the TVs
@@bazlur-Vancouverright! I don’t know why they are so much appreciated? They just make scripted questions nothing else
জনাবা, আপনার ভাষা, আপনার শব্দ চয়ন, আপনার বাচনভঙ্গি, দৃশ্যায়ন ও আপনার ক্ষুরধার যুক্তি সব কিছু মিলে একটা সত্যের ককটেল।
অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আপু।এভাবেই সত্যের পাশে থাকবেন ইনশা আল্লাহ্ এবং ক্ষমতাকে প্রশ্ন করতে পিছ পা হবেন না ।আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
থামবেন না! চালিয়ে যান, সাংবাদিক মানেই ক্ষমতাকে প্রশ্ন করা দারুন বলেছেন
উহু সুশীল
রাইট❤
@@MdShamim-gk9uhএই ব্যাপারে আমার পর্যবেক্ষন শেয়ার করি।
১। সাংবাদিক/জনগণ প্রশ্ন করতে পারবে এটা বিপ্লবের একটা দাবি। সুতরাং যারা বলতেছেন আগের সরকার থাকতে প্রশ্ন করত না এমন কথার কোনো যুক্তি নেই।
২। নিকোল সহ বাংলাদেশের বেশিরভাগ সাংবাদিক নিজেকে ওভার স্মার্ট দেখাতে গিয়ে ত্যানা পেঁচিয়ে ফেলে। সুন্দর ভাষায় সরাসরি টু দ্যা পয়েন্ট প্রশ্ন করাই ভালো।
৩। হাসনাত আবদুল্লাহ ভাই ঐ অনুষ্ঠানে সরাসরি এই কথাটা বললে ভালো হতো যে শেখ মুজিব স্বৈরাচারী ছিল। সুতরাং এতগুলো ছাত্র জনতার লাশের সাথে বেইমানি করে আমরা তার শোক দিবস পালন করতে দিতে পারি না।
প্রশ্ন হোক সরাসরি, জবাবও হোক সরাসরি। তাহলে আর কোনো বিতর্ক থাকে না।
@@MdShamim-gk9uhআহ দালাল😂
সৃজন থ্রীতে নিকোলের মুগ্ধের বিষয় প্রশ্ন টা আন্দোলন কে অনেক বেগবান করছে , আমি নিজে ও চোখের পানি আসছিলো, তার সাহসীকতা কে ধন্যবাদ ও শুভেচ্ছা
ধন্যবাদ নিকোলকে। আপনাকে অনেক অনেক ভালবাসা এবং শ্রদ্ধা।
বাংলাদেশে আমার দেখা সৎ সাহসী সেরা উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল,স্যালুট বোন তোমাকে।
ঢাকার সমন্বয়দের অনেক সম্মান দাওয়া হচ্চে। এতে আমরা খুশি। কিন্তু চট্টগ্রামের সমন্বয়ক রাফি। যে একাই পুরো চট্টগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাদের নিয়ে কোনো কিছু প্রচার করা হচ্ছে না। আমাদের দাবি রাফি ভাইয়াকেও টকশোতে আনা হক।
রাফি ভাই অব্যসই অনেক অনেক সাহসী যোদ্ধা আমরা সবাই মন থেকে বিশ্বাস ও সম্মান করি ।
সঠিক
Sohomot
আমার প্রিয়, মানুষ রাফি, প্রিয় নেতা
ঠিক
স্বৈরাচারের বিরুদ্ধে তখন কতটা প্রশ্ন করেছেন?? সাংবাদিকতার কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা, কিন্তু এই প্রশ্নটা আপনারা করেননি বলেই স্বৈরাচারের জন্ম হয়েছে?
স্বৈরাচারী থাকা অবস্থায় তিনি যতটুকুই করতে পেরেছেন বা যমুনা টিভি যতটুকু করতে পেরেছে অন্য কেউ আর করতে পারে নাই।
তুমি কতদিন থেকে শো দেখো? নিকোলের আগের শো গুলা দেখে আসো
@@zoshjony9949তাহলে তৃতীয় মাত্রা দেখোনাই তুমি।
আপনি কতোদিন থেকে এই show দেখতেছেন @@SifatAli-ez9me
যিনি ভাইরাল হয় আপনি তাকে নিয়ে আসেন তাইনা
এই প্রথম শুধু নিকোল.... জন্য শো টা দেখেছি,
তবে এটায় অনেক কিছু শিখার আছে
আমি শিখেছি এজন্য ধন্যবাদ
আপু অনেক ভালো লাগছে।।। আসলেই চমৎকার আপনি, ট্যালেন্ট আছে, এরকম সাংবাদিক ই আমাদের দেশের জন্য দরকার ❤️❤️
ধন্যবাদ নিকোল আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি উপস্থাপনা করছেন এটাই সঠিক। আমাদের দেশের মেক্সিমাম লোক আবেগপ্রবণ হয়ে সমালোচনা করে। এগুলোর দিকে আপনি কান না দিয়ে কে কি মনে করলো বিষয় নয় আপনি সঠিকভাবে প্রশ্ন করুন। সত্যের পথে থাকুন।
❤❤❤❤
আইসব্রেকিং হয়ে গেলে স্টুপিড কোশ্চেন করতে হবে, অসাধারণ যুক্তি
নিকোল অনেক চমৎকার একজন উপস্থাপক এবং খুবই স্পষ্টবাদী। যথেষ্ট সাহস এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। আশা করি দেশকে এগিয়ে নিতে আগামীতে আপনি আপনার অবস্থানকে শক্ত করে মেলে ধরবেন সেই প্রত্যাশা সবসময়।
আর কিবরিয়া ভাইতো বরাবরের মতই ড্যাশিং একজন মিডিয়া পারসন, সেটা বলার অপেক্ষা রাখে না।
অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম যাই হোক, আজ পেলাম। অনেক কিছু শিখার আছে আজকের এই আয়োজন থেকে।❤❤❤
একজন সৎ সাহসী সাংবাদিকা কথাবার্তা একদমই শ্রুতি মধুর শুনতে ই মন চায়, দুজনের আলোচনা এতটাই প্রানবন্ত শুনে মুগ্ধ হই। দুজনই আমার প্রিয় মানুষ উভয়ের জন্যে অনেক অনেক দোয়া ও ভালবাসা রইলো সাথে আল্লাহ যেন তাঁদেরকে সর্বদাই সুস্থ ও নিরাপদে রাখেন। সত্যের ধংস নেই।
Pinaky dada ki Bollo ?
Mokmol😊ool@@ShamsulAlam-zx6hskoto
আজ আপনার কথায় সেই সাহস নেই। আজ আপনাকে কনফিডেন্স মনে হচ্ছে না
দীর্ঘদিন ধরেই নিকোল আপুর "রাজনীতি" অনুষ্ঠানটা দেখি।ওনি নিরপেক্ষ থেকে জনগণের প্রশ্নগুলোই অতিথিদের করে থাকেন।❤️
@@sahidulminhaj8168 আর আমরাও দেখেছি কিভাবে দালালি করতে হয় ক্ষমতাসীন দের, এখন ওনার হঠাৎ করে সাহস বেড়ে গেছে হঠাৎ করে উনি সাংবাদিক হয়ে গেছে দালালি গুলা তো আর মানুষ ভুলে যায় নাই
জি গত ১৫ বছর এমন কঠিন প্রশ্ন করতে আপনাকে দেখি নাই, জি আমি উপস্থাপিতাকে বলছি ধন্যবাদ
কঠিন প্রশ্ন করবে কিনা আগেই হাসনাত কে জিজ্ঞেস করেছিলো। হাসনাত হ্যা বলেছে। হাসনাত এর সমস্যা না হলে অন্য দের সমস্যা কি?;😮
এই অনুষ্ঠানটা আগে ভালো করে দেখার পর মন্তব্য করুন। এর আগেও অনেক কঠিন কঠিন প্রশ্ন করেছে মন্ত্রিদের।
ভিডিওটা যে দেখেন নাই সেটা আপনার কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে।
@@aeyshashiddiqua9280thik
আপনি ইনার শো দেখেন্না আপনি স্রোতে গা বাসান
সময়ের আলোচিত আকর্ষণীয়- দৃষ্টিনন্দন সাংবাদিক রোকসানা আঞ্জুমান নিকোল আপুকে জাতির পক্ষ থেকে অবারিত সম্মান শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই
পর্বটা পাচ মিনিটেন বেশী দেখতে পারিনি মেজাজ খারাপ হয়েগিয়েছিল।তকে এখন ভাল হয়ে গিয়াছে।ধন্যবাদ নিকোল।
নিকোল আপুর টকশো দেখি অনেক দিন থেকে। কিন্তু বেশি মনোযোগ দিয়ে দেখা হয়ছে নির্বাচনের সময়ে।তিনি আসলেই একজন সৎ ওনার জায়গা থেকে বলে আমার মনে হয়। ওনার পক্ষে আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম কিন্তু মানুষের কথায় দিধান্বিত হয়ে কেটে ফেলি। কিন্তুমন থেকে ওনাকে ভাল জেনেছি। অনেক অনেক অনেক ভালবাসা আপুর জন্য
সত্যি আপু অনেক সাহসী,তার প্রসংশা করতেই হয়।
#boycott রোকসানা আনজুমান নিকোল
আমি নিকোল আপুর অন্ধ ভক্ত হয়ে গেলাম। তার উপস্থাপনা তার কথা বলা অসাধারণ ❤যে দিন মুকধ কে নিয়ে কেঁদে ফেলেছিল সে দিন থেকে বুঝতে পারছি নিকোল একটা সাধা মানুষ। সারাজীবন এরকমই থাকুক দোয়া রইল।
আমিও দেখেছি,, নিকল আপু সবাইকে এইভাবেই প্রশ্ন করে,, নিকল আপু সাহসী
নিকল আমি তোমার অনুষ্ঠান সবসময় দেখি বোন, তোমার উপস্থাপনা খুব ভালো লাগে,এবং গভীর থেকে তুমি মানুষকে যেভাবে প্রশ্ন করো, মনে হচ্ছে যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছি। সত্য সব সময় সুন্দর।বৈষম্য বিরোধী আন্দোলনে শতভাগ সমর্থন ছিল। সত্যি লুঙ্গি ডান্স টা ভালোভাবে নিতে পারিনি। ভালো থাকবে শুভকামনা রইল।
উনি একজন সাহস এবং ভালো উপস্থাপিকা ওনার মত সবার হওয়া উচিত হ্যাঁ উনি যেটা প্রশ্ন করছে আমি একমত সবাইকে প্রশ্ন করার সাহস রাখাটাই তা আসল সাহসী যাইহোক আমরা দোয়া করি উনি আরো ভালো কাজ করবেন এবং উনি উনার কাজে আরো ভালো কাজ করবেন উনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি উনার প্রশ্ন করার হক আছে এবং আমরা আপনাকে সত্যিই অনেক এই পরিস্থিতিতে ভালোবাসি
নিকোল আপা সত্যি আপনি অসাধারণ।
She is a strong woman.....
Her Each word have educative & logical..
Respect❤️❤️
মাশাল্লাহ মাশাল্লাহ শেষের কথাগুলো আল্লাহর রাসূল কে সাহাবীরা প্রশ্ন করতেন একদম রাইট যত প্রশ্ন করা যাবে তথ্যই সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা হবে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো
রোকসানা আনজুমান লিকোল আপুর উপস্থাপনায় যমুনার টিভির "রাজনীতি" প্রোগ্রামটি অনেক অনেক বেশী জনপ্রিয়। যে যা বলে বলুক আপনি আপনার মেধা, সততা দিয়ে প্রোগ্রামটি বহুদূর এগিয়ে নিয়ে যান। শুভকামনা রইলো।
আমার সবচেয়ে পছন্দের সো, আসবো একদিন এখানে ইনশাআল্লাহ।
অসাধারণ এপিসোড । আরজে কিবরিয়া এবং নিকোল দুজন কেই ধন্যবাদ । আপনাদের অনেক অনুষ্ঠান আমি দেখি... এবং দুইজনের উপস্থাপনা অনেক সুন্দর এবং মানুষের মনের কথাগুলো আপনারা তুলে ধরেন। ধন্যবাদ
*ভালোবাসা অবিরাম, প্রিয় বোন । এভাবেই কারো পা' না চেটে সর্বদা সত্যের পক্ষে কথা বলবেন । হ্যাঁ, এতে একদল অসুখী হবে, তাদেরকে সাময়িক অসুখী হতে দিন । তারাও আওয়ামীলীগের মতো নিজের পাপ একসময় বুঝতে শিখবে !*
নিকোল কে অসংখ্য ধন্যবাদ।আন্দোলনের সময় তার উপস্থাপনা সকল কে সাহস যুগিয়েছিল।
মুগ্ধর সেই কথা বলতে গিয়ে কেঁদে ছিলেন! রোকসানা আনজুমান (নিকোল)
সেই অনুষ্ঠান দেখে চোখে পানি এসে ছিল।
রোকসানা আনজুমান নিকোল আপু জন্য দোয়া ও ভালোবাসা রইল।
আমারও রাগ বা বিরক্তি যেটা এসেছিল সেটা আজ বিদায় হলো। নিকোল যে তার অবস্থানটা পরিষ্কার করেছেন এটা ভালো লাগছে। আশা করি উনি যেমনটা বলেছেন সত্যি প্রশ্ন করবেন, সত্যকে তুলে ধরবেন, তেমনটাই সবসময় করবেন। তা না হলে আস্থার জায়গায় উনি আর থাকবেন না।
এই মেয়ে মিথ্যুক! এই মেয়ে তখন সাবেক সরকারের সব কিছুতে তোষামোদ করত!!
আমি নিকোল আপার রাজনীতি যখন যমুনা টেলিভিশনে প্রথম শুরু হয়েছে তখন থেকে দেখি সে সবাই কে কঠিন প্রশ্ন করে। সামনে এগিয়ে যান নিকোল আপু আমরা আছি আপনার সাথে।
যমুনা টেলিভিশন সংবাদ বোনকে ধন্যবাদ অসাধারণ
খুব মজা লাগে তিনার প্রশ্ন করা ও সাজানো গোছানো কথার ধরন।আল্লাহ নেক হায়াত দান করুন তিনাকে।
নিকোল আপুর সব টকশো গুলোই অসাধারণ। এভাবেই সৎ থাকবেন আপু।
নিকোল একটি অসাধারন প্রতিভা!!!!! নিকোল আমাদের সম্পদ!! নিকোল আমাদের ভালবাসা🌹🇨🇰প্রশান্ত মহাদেশ থেকে তার জন্য রইল শুভেচ্ছা🇨🇰
নিকোল ম্যাডাম আমার অনেক পছন্দের। আমি অনেক আগে থেকে রাজনীতি নামের উনার এই টক শো টা দেখি। উনি সব সময় সাহসী সাংবাদিকের পরিচয় দেয়
#boycott রোকসানা আনজুমান নিকোল
সাহসী নাকি অসভ্য
apner matha ta osovvo
@@realpatriot5503
আপনি থামবেন না নিকোল। আপনি যা করছেন এটা সাংবাদিকদের কাজ। শুভকামনা আপনার জন্য ❤
আলহামদুলিল্লাহ আপনাদের মতো সাংবাদিক বাংলাদেশের গর্ব
আনজুমান নিকোল একজন সাহসী উপস্থাপিকা, খুব ভালো লাগে ওনার উপস্থাপন!
রোকসানা আনজুমান নিকোল ❤❤❤ ভালোবাসা অভিরাম ❤️ এমন সাংবাদিক সাহসী প্রত্যেক সাংবাদিক হতে হবে ❤
নিকোল ম্যাম আপনাকে হাজার হাজার ধন্যবাদ.. আমাদের বাংলাদেশে প্রচার করার জন্য থার্ড ক্লাস ফেসবুক পেজ এবং চ্যানেল অনেক বেশি.... আপনি জানেন কিনা জানিনা আমি সবসময় আপনার পাশে ছিলাম এবং আমার বড় একজন বন্ধু...
যমুনা টেলিভিশন কে অনেক অনেক ধন্যবাদ
নিকলকে উদ্যেশ্য করে বলছি। গত ১৫ বছর আওয়ামীলীগ এর অনেক নেতার ইন্টারভিউ নিয়েছেন। তখন ক্ষমতার বিরুদ্ধে আপনার প্রশ্ন করার স্টাইল ছিল ভেজা বেড়াল এর মত। আর এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছেন এটায় বাক স্বাধীনতা। আর যারা এই স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছেন তাদের সাথে সম্মানের সাথে কথা বলবেন।
Hmm,beti kende dise bongo bondhu bole akhon vol bodle dise
Right
আপনার পুরো শো টা দেখে মন্তব্যটা করা উচিত ছিল।
কয়টা শো দেখছত? সবমসময় নিরপেক্ষ কথা বলে গেছে এটাই বাক স্বাধীনতা যেইটা ১৫ বছর ছিলনা তারপর ও বলে গেছে
রাইট
ধন্যবাদ নিকোল আপা ❤❤
সারা বাংলাদেশের সেরা উপস্থাপিকা নিকুল অসম্ভব ভালো লাগার উপস্থাপনা এবং শব্দচয়ন।
সত্যি অসাধারণ এপিসোড।দুজন কেই ধন্যবাদ জানায়
সম্পূর্ণ শো দেখলাম কিবরিয়া স্যারের প্রশ্নগুলো দারুন ছিল।
Onk Honest nhikol...meye tar kothar dhoron onk Smart.... Mashallha.. 🤍
সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাও
আমি অল্প কিছুদিন হয় নিকোল আপুর শো দেখি । এবং আমি এখন যদি নিউজ দেখি , শুধু যমুনা টিভি দেখি । আপু ধন্যবাদ আপনাকে অনেক অনেক ।
❤❤❤❤
অপেক্ষায় ছিলাম এই শো দেখার জন্য!!
ইলিশ দিলাম,
গ্যাস দিলাম, আমার দেশে চাকরিও দিলাম,
এখন দিলাম কন্যা,
দেনমোহর হিসাবে তুমি পাঠাইলা বুঝি-বন্যা.!😁😁
😢😢😢
মাশাআল্লাহ সুন্দর লিখেছেন 😊
সুপার ভাই
😂😂😂😂😂ki sundor bolle vai😅😅😅😅
সুন্দর কথা বলেন ভাই ধন্যবাদ
আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ওনার যতদিন ইচ্ছে উনি ততদিন দেশ পরিচালনায় থাকুক
আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ সাংবাদিক নিকল আপু।আপনি আরো এগিয়ে যান।❤❤❤❤আরো সাহসী প্রশ্ন করেন যেকোনো ব্যাক্তিকে যদি উত্তর দিতে না পারে তবে তার ব্যর্থতা, আপনার না❤❤❤
নিকোল আপু আমাদের দেশের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে জীবন-যাপন করে যেই ক্ষমতায় আসুক না কেন আজ এবং আগামীতে আপনারা ক্ষমতাকে প্রশ্ন করুন সাধারণ মানুষের জীবনকে সহজ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাথে থাকবেন
এই দুজনই আমার প্রিয় মানুষ।
দুজনকেই অভিনন্দন।।
আমি যমুনা +রোকসানা ও বাংলাদেশের ওনেক সাংবাদিকদেরকে মন থেকে দন্যবাদ, যারা জীবনের যুকি নিয়ে কাজ করেছে। কুয়েত থেকে রেমিট্যান্স যুদ্ধা।
গত ১৬ বছর দালালি করেছে
হাসনাত আব্দুল্লাহর কথা মানে বাংলাদেশের কোটি কোটি জনগণের কথা
অতি আবেগি হয়ো না
😂😂😂😂
@@saifulazom7445কেন ভাই গায়ে লাগে
হাসনাত সারজিস এদের কৃতিত্ব ভুলতে ছয় মাস সময় ও লাগবে না বাঙালির কারন ওরা কারো কৃতিত্ব স্বীকার করেনা তাহলে ওদের কৃতিত্ব ও কিভাবে মনে রাখবে
sauar kotha
খুব মনোযোগ দিয়ে শুনলাম। খুব সুন্দর ভাবে কথা গুলো অনুধাবন করলাম।আমাদের সাদাকে সাদা আর কলোকে কালা বলার সাহস থাকতে হবে। প্রশ্ন করতে হবে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ❤️
লুঙ্গী ড্যান্স ভালো লাগেনাই, ১৫ বছর দেশ স্বৈরাচার জিম্মি করে রেখেছিলো তখন কোথায় ছিলেন, সাঈদী সাহেব এর মতো মানুষকে ১৩ বছর জেল খাটিয়ে হত্যা করেছিলো, তখন আপনারা কোথায় ছিলেন ??
আমি আপনার ভক্ত হয়ে গেলাম। আমি আপনার টকশো প্রতিনিয়ত শুনে আসছি।
অনেক অনেক ধন্যবাদ স্যার আপু, দু'জন কে এবং দুই হিরো কে❤❤❤❤❤❤❤❤❤❤ অনেক অনেক ভালো লাগলো দোয়া রইলো
খুব সুন্দর। এই অনুষ্ঠানটা আরো আগেই হওয়ার উচিৎ ছিল।
আপনার অনুষ্ঠান টি খুবই ভালো লাগলো। খুবই চমৎকার অনুষ্ঠান। এরকম সাহসী সাংবাদিক আরো মিডিয়াতে আসুক এটাই দেশ বাসী কামনা করে।
হাসনাত আপু নিজের যোগ্যতায় আজকে অনেক বড় সাংবাদিক হয়েছেন তবে ওনার প্রতিটি সময় আমি মনোযোগ সহকারে দেখি আমার প্রশ্নগুলো করা কারণে অনেক গভীর থেকে কথাগুলো উঠে আসে এবং সত্য বেরিয়ে আসে বাংলাদেশ আর যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমের চাইতে যমুনা টেলিভিশন সেরা পূর্ণতা পেয়েছে এই হাসনাত আপুর কারণে শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য আরজে কি জিয়াভাই আমার অনেক পছন্দের মানুষ অনেক বছর থেকে উনার অনেক অনুষ্ঠান আমি দেখেছি খুবই ভালো লাগে সব সময় দেখতে
*ভাই কি লেখা খেয়ে গাঞ্জা লিখেছেন? 😂*
আমি মনে করি, সাংবাদিক মুক্তি যুদ্ধা যার বাংলার মানুষ ওনার কথা শুনে খুব জিত মন মানিগতা পালটে গিয়েছে, আপু তোমাকে হাজার ছালাম স্নেহ ভালোবাসা সবই একদম তোমার জন্যে, আরো অনেক অনেক, কিছু কথা,,,,,,,৷৷
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মানুষের মনের আবেগের কথা তুলে ধরার জন্য এই ধরনের প্রশ্ন করলে ভবিষ্যতের সতর্কতার সাথে কথা বলতে বাধ্য হবে ধন্যবাদ ভাই ব্যক্তিগতভাবে আপনাকে অনেক ভালোবাসি
এই শো দেখার পর থেকে আরো বেশি ভক্ত হয়ে গেলাম
নিকোলের
হাইরে।।।তেল কাকে।।।বলে😂
@@Mahmodul-nm9ob k kake dilo oil