অভিজ্ঞ চাষী কিভাবে শীতকালে মাছের পরিচর্যা/যত্ন করছেন। শীতে মাছ বড় হচ্ছে। How to Care fish in winter

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • কুমিল্লার চাষী শীতকালে কতো সুন্দরভাবে পুকুরে মাছের পরিচর্যা করছেন। এই শীতকালেও পুকুরের পানি তিনি সবুজ রাখতে সক্ষম হয়েছেন। উপজেলা মৎস্য অফিসের পরামর্শে তিনি বহু বছর যাবত মাছ চাষ করছেন। শীতকালে তিনি কিভাবে পুকুর এবং মাছের পরিচর্যা/ যত্ন করছেন তা এ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি
    ---------------------------------------------------------------------------------
    এ পর্বের মাধ্যমে যা জানতে পারবেন
    ১। শীতকালে মাছের পরিচর্যাগুলো কী কী??
    ২। শীতকালে মাছকে খাবার দেয়া যাবে কিনা??
    ৩। শীতকালে পুকুরে সার দেয়া যাবে কিনা?
    ৪। শীতকালে মাছ কিভাবে বড় হবে।
    -----------------------------------------------------------------------------------
    Connect with us through
    Facebook :- www.facebook.c...
    RUclips:- / @fishfisheries
    এ চ্যানেলটি খোলার উদ্দেশ্য হলো মূলত যারা মাছ চাষ করছেন বা করতে চাচ্ছেন তাদেরকে বিভিন্ন ভাবে সঠিক পরামর্শ দিয়ে মাছ চাষকে একটি বিজ্ঞান ভিত্তিক চাষে পরিনত করা। পাশাপাশি চাষীরা যেনো সঠিকভাবে মাছ চাষ করতে পারেন এবং সঠিক চিকিৎসা মাছের দিতে পারেন এ চেষ্টাও অব্যাহত থাকবে।
    - মাঠ পর্যায়ে দক্ষ এবং অভিজ্ঞ চাষীদের কাছ থেকেও বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি এবং চাষ পদ্ধতিও এ চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। মৎস্য অধিদপ্তরের নতুন প্রযুক্তি সমূহ যেগুলো দেশ-বিদেশ ঘুরে মৎস্য চাষীদের জন্য বের করা হচ্ছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়া হবে।
    - মাছ চাষ করতে গিয়ে চাষিরা মাছের খাবারের সঠিক প্রয়োগমান নিশ্চিত করে পারে না। ফলে খাবারের খরচ বেড়ে গিয়ে চাষীরা লসের সম্মুখিন হোন। খাদ্যের সঠিক মান নিশ্চিত করতে না পারলে মাছ চাষে সফলতার মুখ কখনোই দেখা সম্ভব না। এ বিষয়গুলো নিয়ে বিভিন্ন আলোচনা এ গ্রুপে করা হবে।
    - পোনার সঠিক মজুদ ঘনত্ব জলাশয়ে নিশ্চিত করা মাছ চাষে সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কী কী ধরনের পোনা মজুদ করতে হয়, কী পরিমান পোনা দিতে হয় এ সকল বিষয় জানা অতিব জরুরী।
    জলাশয়ের সঠিক ব্যবহার করে, খাদ্যের সুষম ব্যবহার করে, মাছের সঠিক চিকিৎসার মাধ্যমে মাছ চাষকে একটি বিজ্ঞানভিত্তিক চাষের আওতায় আনাই এ চ্যানেলের উদ্দেশ্য।
    *** এছাড়া চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান দেয়ার চেষ্টাই হবে এ চ্যানেলের উদ্দেশ্য।
    *** এ চ্যানেল কোন ধরনের মাছ চাষের সাথে জড়িত উপকরন নিয়ে বিজ্ঞাপনের সাথে জড়িত না।
    *** সব সময় মাছ- চাষের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
    *** If You liked the vedio Please do Subscribe My Channel
    Keep Supporting me So I can Continue to provide best result regarding to your fish farming
    ----------------------------------------
    Thank You for Watching
    #fish&fisherie #fish #fishfarming #মাছচাষ
    -------------------------------------
    @FISHFISHERIES #মাছচাষ #মাছচাষপদ্ধতি #মাছের_রোগ_প্রতিরোধ_ব্যবস্থা

Комментарии • 51

  • @mdisamad9994
    @mdisamad9994 5 месяцев назад +1

    Apnar videor kotagulu tottobohul howar karon apni nije ay bapare biggo tai. chashir shate kota bole je totto den amader ke tate kub e upokar hoibe nishonde. Anyway thanks

  • @MdRomjan-ox5se
    @MdRomjan-ox5se 8 месяцев назад +1

    মাশাল্লাহ বলেছেন অনেক সুন্দর এরকম ভিডিও দরকার শীতকালের জন্য ভালো থাকবেন

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  8 месяцев назад

      ধন্যবাদ,,,শীতকালের জন্য আরো ভিডিও বানাবো

  • @MdIbrahim-lv8sy
    @MdIbrahim-lv8sy 8 месяцев назад +1

    সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আপনাকে স্যার

  • @Parthas_creativity
    @Parthas_creativity 7 месяцев назад

    অনেক দারুণ বলেছেন স্যার

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  7 месяцев назад

      ধন্যবাদ, পাশে থাকবেন

  • @mdomorfaruk3155
    @mdomorfaruk3155 9 месяцев назад +1

    অনেক উপকারী একটি ভিডিও ❤

  • @md.mafijulislampatwary6848
    @md.mafijulislampatwary6848 8 месяцев назад +1

    thanks for information

  • @user-ud7xj1mr2g
    @user-ud7xj1mr2g 7 месяцев назад +1

    Very nice

  • @usermdsium
    @usermdsium 8 месяцев назад +2

    Nice advice sir

  • @ashikrahman5600
    @ashikrahman5600 8 месяцев назад +1

    অনেক সুন্দর হয়েছে

  • @gmrakib1115
    @gmrakib1115 8 месяцев назад +1

    nice advice sir❤

  • @taslimaakter8398
    @taslimaakter8398 8 месяцев назад +1

    অনেক সুন্দর

  • @user-fs1vr1xv4f
    @user-fs1vr1xv4f 8 месяцев назад +1

    Thanks sir

  • @masudmirza7865
    @masudmirza7865 8 месяцев назад +1

    , wow😊

  • @mohammadamin7112
    @mohammadamin7112 5 месяцев назад +1

    ভাই,
    সালাম নিবেন। আমি দুবাই প্রবাসী। আমার একটি ১ একরের পুকুর আছে। কিন্তু পুকুরে সারাবছর পানি থাকে না। পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির একদম আধুনিক কোন উপায় আছে কি ? থাকলে একটি ভিডিও দিবেন প্লিজ। আমার পুকুরটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত এই।

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  5 месяцев назад

      বালু মাটি হলে ২-৩ বছর সময় লাগবে মাটি উপযুক্ত করার জন্য,,,বড় সাইজের কার্প ও তেলাপিয়া মাছ জৈব সার নির্ভর চাষ করুন,,

  • @lohemahfuz7509
    @lohemahfuz7509 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @mdalif4797
    @mdalif4797 8 месяцев назад +1

    ❤❤❤

  • @rumelahmed2244
    @rumelahmed2244 8 месяцев назад +1

    উপ সহকারী মৎস্য কর্মকর্তা পোস্ট কবে নাগাদ খোলতে পারে
    এ বিষয়ে কিছু একটা বলবেন জনাব

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  8 месяцев назад

      খুলবে অতি শিগ্রই

  • @zubairzozo600
    @zubairzozo600 2 месяца назад

    সার আসসালামু আলাইকুম আমার ৪ শতকের একটি পুকুরে 3 মাস বয়সের ২০০ তেলাপিয়া ও , ৫-৬ ইঞ্চি সাইজের ১০০ পাংগাস আছে। আমি সকাল বিকাল ফিড দিচ্ছি পাশাপাশি কি কোন রাসাইনিক সার এবং ভিটামিন প্রোয়োগ করতে পারি কি না। যদি পরামর্শ দিতেন অনেক কৃতজ্ঞ থাকব। 😊

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  2 месяца назад +1

      তেলাপিয়া,পাংগাসের পুকুরে রাসায়নিক সার দিতে হবে না যেহেতু ফিড দিচ্ছেন প্রতিদিন,,,
      - ভিটামিন ফিডের সাথেই আছে,,বাড়তি অর্থ অপচয় করার দরকার নেই

    • @zubairzozo600
      @zubairzozo600 2 месяца назад

      অসংখ্য ধন্যবাদ প্রিয় সার 🥰🥰

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  2 месяца назад

      ❤️

  • @NadimHaider-mp2gh
    @NadimHaider-mp2gh 8 месяцев назад +1

    Ekta mach Goromer somoi je poriman khabar kheye proti month a 200-250gram bare sei mach shitkale savabiker tulunai 1% khabar kheye oi ekoi poriman barbe ki??

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  8 месяцев назад +1

      জলাশয়ের পরিবেশ ভালো রেখে চাহিদা অনুযায়ী প্রোটিন গ্রহণ করলে অবশ্যই বাড়বে, তবে যখন তাপমাত্রা খুব বেশি কমে যাবে তখন মাছ তেমন বাড়বে না

    • @NadimHaider-mp2gh
      @NadimHaider-mp2gh 8 месяцев назад

      Diner belai sokal 11ta theke bikal 5ta porjonto temperature 22-26-27 thake..Shoitto probaho chara Besi shiter somoi sokal 11ta theke bikal 5ta porjonto ei somoi savabik khabar dile r 22-27tempture thakle mach khabar grohon korbe?? r jodi koreo mach ki savabik vabe jemon bare sei rokom ki barbe?

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  8 месяцев назад

      @@NadimHaider-mp2gh বাড়বে

  • @rajarman7058
    @rajarman7058 8 месяцев назад +1

    রাসায়নিক সার খৌল এগুলো ব্যবহার না করলে পানির কালার ধরে রাখবো কি করে???
    সিলভার কাপ তো ফিড খাবে না
    তাহলে মাছ বাড়বে কি করে?????

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  8 месяцев назад +1

      রাসায়নিক সার, খৈল এগুলো ব্যবহার করবেন সাবধানে সূর্যালোকের উপস্থিতিতে, আর এটা ভুল ধারনা যে শুধুমাত্র রাসায়নিক সার প্রয়োগ করেই প্রাকৃতিক খাদ্য তৈরি করা যায়। সুষম প্রোটিন সমৃদ্ধ ফিড পুকুরে প্রয়োগ নিশ্চিত করলে এর মাঝে থাকা নাইট্রোজেন এবং অন্যান্য পুষ্টিগুন জলাশয়ে ফাইটো প্লাঙ্কটন উৎপাদনে সহযোগিতা করবে

    • @rajarman7058
      @rajarman7058 8 месяцев назад +2

      আচ্ছা আমি কি নিশ্চিত হতে পারি শীতকালে শুধু সু্ষম ফিড কাপ জাতীয় মাছের জন্য যথেষ্ট????
      অথবা আপনি যদি শীতকালীন কাপ জাতীয় মাছের একটি খাদ্য তালিকা দিতেন উপকার হতো❤️

    • @FISHFISHERIES
      @FISHFISHERIES  8 месяцев назад

      আপনার পুকুরের মাছ ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা এটা আপনি ছাড়া আর কারো নিশ্চিত হওয়া সম্ভব না, মাঝে মাঝে sampling কওরে দেখবেন যে মাছের গ্রোথ খাবার অনুযায়ী হচ্ছে কিনা

  • @marufhasan5170
    @marufhasan5170 8 месяцев назад +1

    First time karo speech ato meaningful ar useful mona holo !!! Subscribe na kora parlam na !!!❤