প্রত্যেকটা শব্দ একদম মেপে মেপে বলা কি এক প্রনয় ভরা আবেদন❤️। আহা, এ আবেদনে কি করে কোনো রমনী সাড়া না দেয়? আর প্রিয় কবিই বা কি করে রমনীর মনের কথা জানতেন? সব যেনো অলৌকিক এক আয়োজন। ভালোবাসা অবিরাম প্রিয় কবির প্রতি ❤️❤️❤️
কি অপূর্ব কল্পনা। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবে তাহার গায়ে। রামধনু হতে লাল রং ছিনে আলতা পরাবে পায়।,, আরও বলেন কবি। তাহারই গানের সাতসুর দিয়ে,,,,,। অসাধারণ গানের বর্ণনা। ভূলা যায় না কখনও। এমন গান রচিলেন তিনি, যাহা একবার শুনলে, বারবার শুনতে ইচ্ছে করে। শুভকামনা।
হে কবি তোমার মত আর কেহ কি প্রেম নিবেদন করতে পেরেছে? কি অসাধারণ তোমার প্রেম নিবেদন। কালজয়ী হয়ে আমাদের মনে অনুরনিত রইবে। আমরাও থাকবোনা, রয়ে যাবে তোমার এই অনবদ্য গান।
প্রেম, বিরহের ও সাম্যের এবং দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের এক কালজয়ী প্রেমের গান। আমাদের প্রজন্মের প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যের গায়কী সত্যিই অসাধারণ! প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য'কে শ্রদ্ধা এবং শুভ কামনা। তবে, আমরা কিম্বা আমাদের প্রজন্ম বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জির গায়কীতেই বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি। কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জির অসাধারণ এবং অনবদ্য গায়কী অতিক্রম করা কারোর পক্ষেই সম্ভব হয়নি। প্রিয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
সঠিক তথ্যে সঠিক মূল্যায়ন করুন😊 মোর প্রিয়া হবে এসো রানী আর তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো এই দুটো পিছে পিছে মধ্যে নিজেকে ডুবিয়ে একবার ভাবান
সর্বকালের সর্বশ্রেষ্ট কালজয়ী রোমান্টিক গান। অসাধারণ লিখনি। এটি শুধু গান নয়, এ যেন প্রেমাসম্পদকে উদ্দেশ্য করে লেখা নিখুত প্রেমের নিগুঢ় রোমান্টিকতার এক অপূর্ব বহিঃপ্রকাশ। অসাধারণ!!!কালজয়ী। নজরুল বিদ্রোহী কবি ঠিকআছে কিন্তু তার চেয়ে কোটিগুন বেশি প্রেম ও রোমান্টিকতার কবি। পৃথিবীর ইতিহাসে রোমান্টিকতার এমন অপূর্ব শৈল্পিকতা আর দ্বিতীয়টি নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবি নজরুলের এ কালজয়ী সৃষ্টি সবসময়ই থাকবে অনন্ত যৌবনা।
আমার প্রিয় কবি প্রেমের কবির সশ্রদ্ধ প্রণাম। এগান কখনো পুরনো হবে না। প্রকৃতির রুপ মিশিয়ে অসাধারণ প্রেমের গান রচনা করেছেন।অপূর্ব প্রেমের বহিপ্রকাশ। যতবার শুনি ততবারই নতুন লাগে হৃদয় স্পর্শ করে।
দাদা, আপনি আমার কাছে সত্যিকারের পন্ডিত। আল্লাহ আপনাকে একটি চমৎকার কণ্ঠস্বর এবং আবেগপূর্ণ কণ্ঠস্বর উপহার দিয়েছেন। আজ আমাদের প্রিয় ও প্রাণের কবি বিদ্রোহের কবি, দেশপ্রেমিক কবি, ন্যায়ের কবি, মানবতার কবি, বিপুল ভালোবাসার কবি, আবেগ ও অভিমানের কবি তিনি দরিদ্র, অসহায়, আশাহীন, গৃহহীন মানুষের কবি। আজ আমরা তাকে খুব মিস করছি। আমাদের এই মহান কবিকে প্রয়োজন সমগ্র মানবতার জন্য। তিনি সাড়ে ছয় হাজার গান লিখেছেন। মহান আল্লাহ পাক এই কবিকে জান্নাত দান করেন। আজ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাশজিদের পাশে চিরনিদ্রায় শায়িত।
আপনার স্মৃতির মৃত্যু নেই অমর হয়ে থাকবেন বাংগালী জাতির কাছে,আপনার অর্জন আর আকাশ ছোঁয়া প্রতিভা মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম, ভালো থাকবেন ঐ পাড়ে বাংলার শ্রেষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম!
🥀 অসীম আবেগ আর দরদে সৃষ্টি হয়ে ঝরে পড়েছে গানটি। কবি নজরুল ইসলাম এর যেমন অনবদ্য সৃষ্টি। তেমনি হৃদয় নিংড়ানো রাগের বহিঃপ্রকাশ গায়কের কন্ঠে। অন্তর বিগলিত হয়ে গেলো।🥀02.01.2024.
যখন স্কুলে পড়তাম, আমরা বন্ধুরা মিলে এ গান গাইতাম, এখন ঐ বন্ধুদের অনেকে আর এ পৃথিবীতে নেই, কিন্তু আমরা গুটি কয়েকজন এখনও সেইসব মধুর স্মৃতি নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় জীবনটা এত ছোট কেন?
কবি নজরুলের লেখা এই চির অম্লান প্রেমের অনুভব সঞ্চারি গান এমন কণ্ঠে এসে পেলো বুঝি তার প্রাপ্য সম্মান।❤❤❤❤❤❤ গানটির জন্য যে আবহ সজ্জা করা হয়েছে তাকে এক অনন্য সৃষ্টি বলা যেতে পারে। ❤
আহা কি সুন্দর কি অপূর্ব গান শুনেছি অনেক কিন্তু এরকম ভাবনা চিন্তা গান শুনে চোখের সামনে বাস্তবটা ভেসে উঠছে আমার প্রিয়া না ফেরার দেশে চলে গেছে রোড এক্সিডেন্টে 2019 সালে তাই মনে পড়ে যাচ্ছে গানটি শুনে পুরনো স্মৃতির কথা 👏👏👏👏👏
দেলোয়ার হুসাইন সাইদির এক ওয়াজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভার কথা শুনতেছি। হঠাৎ সাইদি বলে উঠলেন এই গানটা, এক লাইন শুনে অনেক ভালো লাগছে তাই ইউটিউবে এসে সার্চ করে শুনতেছি নজরুল সংগীতটা
এ ডিজিটাল যুগেও এ গানগুলো এত মধুর, শুনতেই মন চায়। আবার যদি ফিরে যেতে পারতাম --সেই চাঁদনি রাতে, তারাভরা রাতে, গ্রামের আঁকা-বাকা রাস্তা ধরে চলে যাওয়া, চাঁদনি রাতে পুকুর পাড়ে বসে ভালবাসার কথা বলা---অনেক মিচ করি।
ভাষা হারিয়ে ফেলেছি,প্রেমের কবি,সারাক্ষণ প্রেমের জন্য লালায়িত ছিলেন অথচ তিনি প্রেম ভালবাসা পান নাই।
প্রেম পান নাই কে বলেছে?
প্রত্যেকটা শব্দ একদম মেপে মেপে বলা কি এক প্রনয় ভরা আবেদন❤️। আহা, এ আবেদনে কি করে কোনো রমনী সাড়া না দেয়? আর প্রিয় কবিই বা কি করে রমনীর মনের কথা জানতেন? সব যেনো অলৌকিক এক আয়োজন। ভালোবাসা অবিরাম প্রিয় কবির প্রতি ❤️❤️❤️
এরকম হৃদয়ের সবটুকু ভালোবাসা ও আবেগ ঢেলে দিয়ে লেখা একমাত্র দুঃখী মিয়ার দ্বারাই সম্ভব।
এতো অপূর্ব চমৎকার ভাবনাও,,
মানুষের মনে আসা সম্ভব!!
একজন নজরুলের জন্ম না হলে কখনোই অনুভব করতে পারতাম না!
Thik...
U৮৮u>y)😮😮5@@mdashiq1677
❤❤
অপূর্বই বল্লেন আপনি।
ধন্যবাদ।
সঠিক
কি অপূর্ব কল্পনা। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবে তাহার গায়ে। রামধনু হতে লাল রং ছিনে আলতা পরাবে পায়।,, আরও বলেন কবি। তাহারই গানের সাতসুর দিয়ে,,,,,। অসাধারণ গানের বর্ণনা। ভূলা যায় না কখনও। এমন গান রচিলেন তিনি, যাহা একবার শুনলে, বারবার শুনতে ইচ্ছে করে। শুভকামনা।
তিনিই তো
বিংশ শতাব্দীর অন্যতম কবিপুরুষ কাজী নজরুল ইসলাম ❤
মানব দানব দেবতার ভয়
পুরুষোত্তম বাবা নজরুল ইসলাম 🙏🙏
আহা কি লিরিক্স মধুর মতো,,,শত সহস্র প্রনাম জাতিয় কবি নজরুলের পদচরনে
অনবদ্য শব্দের সমাহারে ,প্রকৃতির রূপে প্রিয়ার বর্ণনা....
কবির এই অপূর্ব সৃষ্টির জন্য অনেক অনেক ধন্যবাদ। ।
হে কবি তোমার মত আর কেহ কি প্রেম নিবেদন করতে পেরেছে? কি অসাধারণ তোমার প্রেম নিবেদন। কালজয়ী হয়ে আমাদের মনে অনুরনিত রইবে। আমরাও থাকবোনা, রয়ে যাবে তোমার এই অনবদ্য গান।
এত সুন্দর গান লেখার জন্য কবিকে শতকোটি সালাম
প্রেম, বিরহের ও সাম্যের এবং দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের এক কালজয়ী প্রেমের গান।
আমাদের প্রজন্মের প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যের গায়কী সত্যিই অসাধারণ!
প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য'কে শ্রদ্ধা এবং শুভ কামনা।
তবে, আমরা কিম্বা আমাদের প্রজন্ম বাংলা গানের স্বর্ণযুগের সপ্তরথী শিল্পীদের অন্যতম কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জির গায়কীতেই বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি।
কিংবদন্তি শিল্পী মানবেন্দ্র মুখার্জির অসাধারণ এবং অনবদ্য গায়কী অতিক্রম করা কারোর পক্ষেই সম্ভব হয়নি।
প্রিয় শিল্পী কিংবদন্তি মানবেন্দ্র মুখার্জি এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।
অপূর্ব সুন্দর লেখনী বিশ্ব কবি জনাব কাজী নজরুল ইসলাম সাহেবের । বিশ্ব কবি বলতে বাধ্য হয়েছি। কি সুন্দর চিন্তা চেতনা যা আজও অমর অক্ষয়।
Have you ever read what Ahmed Chhofa said about Nazrul? It will definitely dampen your enthusiasm.
সঠিক তথ্যে সঠিক মূল্যায়ন করুন😊 মোর প্রিয়া হবে এসো রানী আর তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখো এই দুটো পিছে পিছে মধ্যে নিজেকে ডুবিয়ে একবার ভাবান
সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান .হারিয়ে যাই অজানা এক মুহূর্তে .সেটা কেবল রাব্বুল আল আমীন জানেন .এইবার অসুস্থতার মধ্যেই এমনটি অনুভব করলাম
নজরুলের সেরা প্রেমের লিপি, আর এটি জীবন্ত হয়ে উঠলো শ্রীকান্ত আচার্যের কন্ঠে 🎉
কাজী নজরুল ইসলামের অসাধারণ সৃষ্টি। অনেকদিন পর গানটি শুনে সেই ক্যাসেট প্লেয়ারে গান শোনার কথা মনে পড়ে যাচ্ছে।
সর্বকালের সর্বশ্রেষ্ট কালজয়ী রোমান্টিক গান। অসাধারণ লিখনি। এটি শুধু গান নয়, এ যেন প্রেমাসম্পদকে উদ্দেশ্য করে লেখা নিখুত প্রেমের নিগুঢ় রোমান্টিকতার এক অপূর্ব বহিঃপ্রকাশ। অসাধারণ!!!কালজয়ী। নজরুল বিদ্রোহী কবি ঠিকআছে কিন্তু তার চেয়ে কোটিগুন বেশি প্রেম ও রোমান্টিকতার কবি। পৃথিবীর ইতিহাসে রোমান্টিকতার এমন অপূর্ব শৈল্পিকতা আর দ্বিতীয়টি নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবি নজরুলের এ কালজয়ী সৃষ্টি সবসময়ই থাকবে অনন্ত যৌবনা।
Ekdam thik apni
আহ কতো আবেগ, মায়া জড়ানো ভাষা। আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান 💙❤
স্বর্গীয় স্বপ্ন !❤❤❤😢 অপূর্ব ! হৃদয়ের গায়কীতে সবমিলে মুগ্ধতা ছড়িয়ে গেল হৃদয়ে ,,
আমার মত ক্ষুদ্র মানুষের এসব অনিন্দ্য সুন্দর গানের প্রসংশা করে আজীবনেও শেষ করতে পারবো না।
এক কথায় অনবদ্য ❤
আহ আহ আহ, মনটা জুরিয়ে গেল শ্রীকান্ত দার দরদ ভরা কন্ঠে, প্রিয় কবির প্রিয় প্রেমের গানটি শুনে, আহ
কথা আর সুর,
শ্রীকান্ত দা'র কন্ঠ,
যেন সের এর উপর সোয়া সের।
@@Banglaviewer2023 নজরুলের লিখা জানি,
সুরের ব্যাপারে সন্দিহান ছিলাম। তাই লিখিনি।
ধন্যবাদ।
যেমন কবির কবিত্ব তেমনি কন্ঠের যাদু দুয়ে মিলে এক অনবদ্য সৃষ্টি। এমন কবি আর কখনো বাংলায় হয়তোবা জন্মাবে না, কিন্তু তার সৃষ্টি তাকে অমরত্ব দান করবে।
প্রকৃতির রূপ মিশ্রিত প্রিয় রমণীর কাছে অসামান্য প্রেম নিবেদন 🥰
আহ কি চমৎকার জাদু গানের কথায় 👌🙏❤️
আহ! এ কি গান নাকি অন্য কিছু!!! অন্তর স্পর্শ করে ফেলেছে।
কি অসম্ভব প্রতিভা ছিলেন, শ্রদ্ধেয় জাতীয় কবির
আমার প্রিয় কবি প্রেমের কবির সশ্রদ্ধ প্রণাম। এগান কখনো পুরনো হবে না। প্রকৃতির রুপ মিশিয়ে অসাধারণ প্রেমের গান রচনা করেছেন।অপূর্ব প্রেমের বহিপ্রকাশ। যতবার শুনি ততবারই নতুন লাগে হৃদয় স্পর্শ করে।
সর্বকালের প্রেমের কথন। অপূর্ব। আর গায়কের হৃদয় নিংড়ানো সুরের খেলা মোহিত করে দেন মোহিত খান
বাহ! প্রকৃতির অসাধারণ বস্তগুলো নিয়ে অনন্য কথনের অতি অসাধারণ গান! ❤ স্যালুট, হে কবি❤
কথা ও সুর শুনে আজও প্রেমের রাজ্যে হারিয়ে যাই। কবিকে শ্রদ্ধা জানাই।
বাবার প্রিয় গানগুলির মধ্যে একটি ছিল এটি। আজ ৯ বছর হলো তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন😢
ঈশ্বর বাবাকে স্বর্গবাসী করুক🙏🙏🙏
আহহহ কি অনিন্দ্য সুন্দর সূরেলা গান।
নজরুল সত্যি মহাকবি
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।।
Nice
যেমন কথা তেমন সুর অসাধারণ। আল্লাহ কবি কাজী নজরুল ইসলাম কে উত্তম জান্নাত দান করুন।
Keshorani
এ
আমি আপ্লুত ও অভিভূত এমন সুন্দর ভাবনাময় সুরের মূর্ছনা শুনে।
দাদা,
আপনি আমার কাছে সত্যিকারের পন্ডিত। আল্লাহ আপনাকে একটি চমৎকার কণ্ঠস্বর এবং আবেগপূর্ণ কণ্ঠস্বর উপহার দিয়েছেন।
আজ আমাদের প্রিয় ও প্রাণের কবি বিদ্রোহের কবি, দেশপ্রেমিক কবি, ন্যায়ের কবি, মানবতার কবি, বিপুল ভালোবাসার কবি, আবেগ ও অভিমানের কবি তিনি দরিদ্র, অসহায়, আশাহীন, গৃহহীন মানুষের কবি।
আজ আমরা তাকে খুব মিস করছি। আমাদের এই মহান কবিকে প্রয়োজন সমগ্র মানবতার জন্য। তিনি সাড়ে ছয় হাজার গান লিখেছেন।
মহান আল্লাহ পাক এই কবিকে জান্নাত দান করেন।
আজ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাশজিদের পাশে চিরনিদ্রায় শায়িত।
কি অপূর্ব ছন্দের মিলন,গর্ব হয় এমন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে নিয়ে।❤
সর্ব কালের সেরা প্রেমের ছিঠি!! আহা,,,,কি কথা গায়ের লোম দাড়িয়ে যায়।
হেলাল ভূইয়া
LK mm l pp pp
চিঠি হবে নাকি !
❤❤❤
❤️❤❤🙏🙏🙏
হা
কি ছন্দ, কি লেখা, কত্ত সুন্দর ভাবে মিলে যায় একটার পর একটা লাইন,
আপনার স্মৃতির মৃত্যু নেই অমর হয়ে থাকবেন বাংগালী জাতির কাছে,আপনার অর্জন আর আকাশ ছোঁয়া প্রতিভা মনে রাখবে প্রজন্মের পর প্রজন্ম, ভালো থাকবেন ঐ পাড়ে বাংলার শ্রেষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম!
কি কথামালা, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়,,,, বাহ বাহ বাহ 🖤🖤
Kazi Nazruler lekha kaaljoyee. Ei gaantay kalpona asadharan. Shrikanto gaantar proti subichar korechhen.
সর্বকালের সেরা গান যা কখনো পুরোনো হবে না, আহা কি সুন্দর প্রেমের বানী,❤১৪-১০-২০২৪
অপূর্ব ! বলার কিছু নেই ! সুন্দর--- থেকে সব মিলে সুন্দরতর,,, অভিব্যক্তি ❤❤❤❤ ❤❤❤
অদ্ভুত সুন্দর গানের কথা গুলো আর অতি চমৎকার কন্ঠ, শুনে খুব ভালো লাগলো ❤
আহা ! খোঁপায় তারার ফুল ' 2 য়া তিথি র চৈতি চাঁদের দুল " জোছনা + চন্দন রামধনু রং আলতা আরো সব অনুভবে এনে ভেলিভারী স্বর্গের ,,, কারবার শিলপী "❤❤
অ সাধারণ গান খানি " বিদ্রোহী কবি নজরুল ইসলাম কে বিনম্র শ্রদ্ধা
আহা কি সুন্দর কথা সুর গান এটা আমার প্রিয় কবি নজরুল ইসলামে গান। তিনি প্রেমের কবি ধন্যবাদ শিল্পী কে।
🥀 অসীম আবেগ আর দরদে সৃষ্টি হয়ে ঝরে পড়েছে গানটি। কবি নজরুল ইসলাম এর যেমন অনবদ্য সৃষ্টি। তেমনি হৃদয় নিংড়ানো রাগের বহিঃপ্রকাশ গায়কের কন্ঠে। অন্তর বিগলিত হয়ে গেলো।🥀02.01.2024.
যখন স্কুলে পড়তাম, আমরা বন্ধুরা মিলে এ গান গাইতাম, এখন ঐ বন্ধুদের অনেকে আর এ পৃথিবীতে নেই, কিন্তু আমরা গুটি কয়েকজন এখনও সেইসব মধুর স্মৃতি নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় জীবনটা এত ছোট কেন?
যে গান হৃদয়স্পর্শী, কাজী নজরুলের চিরকালীন ও অতুলনীয় সৃষ্টি যা শিল্পীর কন্ঠমাধুর্যে প্রাণবন্ত হয়েছে।
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।
কণ্ঠে তোমার পরাবো বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।
আহ কি আবেগ ভরা গান এক মাএ দুখু মিয়াই এমন গান লিখতে পারেন
আহা কি অপরূপ সুন্দর মিস্টি গানের কথা বিদ্রোহী কবিকে প্রনাম, কন্ঠ টিও অসাধারন ❤️❤️❤️❤️❤️❤️❤️🪷🪷🪷🪷🪷🪷
এগুলো কালজয়ী গান ❤️😍
কি অসাধারণ লিখনী তার সাথে কি মনোরম সুর..! ❤️
সর্বকালের সেরা গান যা কখনো পুরানো হবে না।
আহা কি সুন্দর প্রেমের বাণী💗💗 ১৬.০৯.২০২৪
কি গান লিখেগেছে কাজী নজর।আহহ এই গান জেন কখনো পুরনো হবেনা জত শুনি ততই নতুন লাগে ও ভালো লাগে।
দাদা শ্রীকান্ত দা আপনার গান শুনলে আমার নজরুলের এত দরদ কান্না আসে।
স্বর্ণখচিত লিরিক্স, আহা কি প্রেমময়। সর্বকালের শ্রেষ্ঠ প্রেমময় বাণী।❤❤❤
#ShaWn
28.02.2024
স্বর্গের উপমা " ❤❤❤❤ হৃদয় বাণের হৃদয়বতী"আহা !
খোঁপার সৌন্দর্য অতুলনীয় ।
এরচেয়ে রোমান্টিক গান কি আর কখনো বাংলায় সম্ভব? আমার শোনা শ্রেষ্ঠ রোমান্টিক গান, আহ্ গানটিতে কি নেই
অসাধারণ বললেও কম বলা হয়ে যায়। 💞
Wonderful Nazrul Sangit presentation by Shrikanto.
কবি নজরুলের লেখা এই চির অম্লান প্রেমের অনুভব সঞ্চারি গান এমন কণ্ঠে এসে পেলো বুঝি তার প্রাপ্য সম্মান।❤❤❤❤❤❤ গানটির জন্য যে আবহ সজ্জা করা হয়েছে তাকে এক অনন্য সৃষ্টি বলা যেতে পারে। ❤
আহা কি সুন্দর কি অপূর্ব গান শুনেছি অনেক কিন্তু এরকম ভাবনা চিন্তা গান শুনে চোখের সামনে বাস্তবটা ভেসে উঠছে আমার প্রিয়া না ফেরার দেশে চলে গেছে রোড এক্সিডেন্টে 2019 সালে তাই মনে পড়ে যাচ্ছে গানটি শুনে পুরনো স্মৃতির কথা 👏👏👏👏👏
বাহ্ কবি বাহ্ অসাধারণ।। অপারে ভালো থেকো প্রেমিক কবি অভিমানী কবি বিদ্রোহী কবি।।
লেখা কার দেখতে হবে না! আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলামের লেখা অপূর্ব গান।
এই গানটি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে বেশ ভালো লাগল ।
Every time I listen to this song, I admire Nazrul, a God gifted talent, and Srikant God gifted voice.
❤❤❤ কত সুন্দর,, যত শুনি ততই মুগ্ধ হই
God!! I'm out of words... Masterpiece! 💚💚💚
নজরুল যেন আপনার কণ্ঠের জন্য এ গান রচনা করেছিলেন। ❤
দেলোয়ার হুসাইন সাইদির এক ওয়াজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভার কথা শুনতেছি। হঠাৎ সাইদি বলে উঠলেন এই গানটা, এক লাইন শুনে অনেক ভালো লাগছে তাই ইউটিউবে এসে সার্চ করে শুনতেছি নজরুল সংগীতটা
সেম
এ ডিজিটাল যুগেও এ গানগুলো এত মধুর, শুনতেই মন চায়। আবার যদি ফিরে যেতে পারতাম --সেই চাঁদনি রাতে, তারাভরা রাতে, গ্রামের আঁকা-বাকা রাস্তা ধরে চলে যাওয়া, চাঁদনি রাতে পুকুর পাড়ে বসে ভালবাসার কথা বলা---অনেক মিচ করি।
জীবনের প্রথম প্রেম এবং জীবনের প্রতিটি পরোতে পরোতে স্মৃতি বিজড়িত সেই দিনগুলো মনে পড়ে। আজ
ছোট বেলায় রেডিওতে শুনতাম, বিটিভি তেদেখম অনেক মনমুগ্ধ করার গান যত বার এই শুনি ততোই ভালো লাগে,, এখন ও ২২,,৯,২০২৪ শে এসে ও শুনছি,,
প্রিয় কবি-র লেখা গান প্রিয় শিল্পীর কন্ঠে এককথায় অসাধারণ। ❤
জাতীয় কবির অসাধারণ সৃষ্টি। ❤❤❤
lyrics delicate all my listener's
❤️🖤💚🙏↩️
প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়,
প্রাণ ও সখি লো
চিও কালা বন্দুয়ার চিন্তায় আয়।
ও সখি লো, সোনার যৌবন দিল উকি,
বান্ধিয়া কেমনে রাখি,
বল গো সখি কি? করি উপায়। ধু।।
উড়ু উড়ু করে মন, সহেনা বিষের দহন, ২
কত কথা উটে মনুরায়।।
ও সখি সো,একদিন মাত্র দিলে দেখা,
প্রতিজ্ঞা করে হে মোর সখা,
ভূলিবে না আবদ্ধ থেকে কোথায়। ধু।।
এই দিল প্রতিদান সম্বল, বুকে আগুন আর দুই চোখে জল, ২
একলা গৃহে ভাবে বসে অনুরাগ সাজ শয্যায়।।
ও সখি লো, প্রথম প্রেম নতুন বয়সে,
প্রাণেশ্বর রইল দূর বিদেশে,
জাতি কূল মান অর্পণ করি বন্ধুয়ার ঔ রাঙ্গা পায়। ধু।।
এ যুগে কত নারী, পথী লইয়া চলছে গৌরব করি, ২
মন আনন্দে হাট বাজারে যায়।।
ও সখি লো, সুখ বসন্ত মুখের কালে,
বিরহ আগুনের চিতা হিয়ার শূলে,
ঝাপ দিয়া মরিব যমুনায়। ধু।।
বলিস তোরা শ্যাম উদ্দেশ্যে, মুকিম শাহ্ রে নিলনা ভালো বেসে, ২
অপার হয়ে বসে আছি নৈরাশায়।।
প্রাণ ও সখি লো চিও কালা বন্দুয়ার চিন্তায়।
প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়,
প্রাণ ও সখি লো
চিও কালা বন্দুয়ার চিন্তায় আয়।।
কথা ও কণ্ঠস্বর,, আমাহতে,
অনুসন্ধানী গীতিমালা শাস্ত্রীয় আত্মা তত্ত্ব!
বাউল দর্শন ,
বাংলাদেশ সিলেট।
মাজন পদবী পদক স্মরণে।
I think it’s the best hearing song of my life!!
প্রেম, ভালোবাসার অনুভূতি কিভাবে এত সহজ কিন্তু কঠিন প্রকাশ করা যায় নজরুল ছাড়া সম্ভব হত না।
ভীষণ পছন্দের একটা গান...❤️❤️
স্বর্ণা শুভকামনা রইল তোমার জন্য।
আলহামদুলিল্লাহ আমরা সত্যিই খুব ভালো একটা সময় কাটাই একসাথে ❤❤❤❤❤❤❤
তোমার ঐ নীল নীল
চোখে....বিরহের গান শুনে আজও আছি শোকে....ঐ সবুজের মাঝে তোরে খুঁজি বারবার....তুই হারিয়ে গেলে কোথায় নিলুফার........??😢😢
আমার প্রিয়ার বাসর সাজিয়ে ছিলাম তোমার গানে সুরে।
অনবদ্য ❤
Wonderful presentation of a Nazrul Sangit by Shrikanto Achyrja
Really amazing. God gifted voice...
আহা কি সুন্দর গান,শুনলে প্রান জুড়িয়ে যায়
প্রোপোজের সেরা উপমা হতে পারে❤
Can't find words to appreciate.Hats off
যত বার শুনি,,
তথ বার,
মনের কোরাক জুটে,,
what is কোরাক? you are hopeless.
কি অপূর্ব সুন্দর আমার প্রিয় ভীষণ প্রিয়
অসাধারণ গান
এত সুন্দর, এত মধুর💙💚
যতই শুনি ততই আরো শুনিতে চাই, তবুও যেন আমার তৃষ্ণাত হৃদয় বিধুর হয়ে যায়
অপূর্ব ভাবনার কথামালা....
প্রত্যেকটা শব্দে নিজেকে হারিয়ে ফেলেছি।
Nice presentation of Nazrul Sangit.
যারা জীবনে সবকিছু পেয়েছে তাদের বুকটাও হুহু করে ওঠে কি যেন পাইনি বুকের ভেতর কেমন একটা শুন্যতা অনুভব হয়।
হ্যা,অনেক অতৃপ্তু, শুন্যতা,আর অনেক কষ্ট।
শ্রেষ্ঠ রোমান্টিক উপহার........
বিশ বছর যাবত শুনছি, প্রতিদিন নতুন মনে হয়।
চমৎকার সৃষ্টি ❤
আহহ নজরুল এর উপমা 🥰💎