হঠাৎ খুঁজে পেলাম আজ থেকে ১৩ বছর আগের এই ভিডিওটা | ২৮শে মে , '১০ |শতরূপ ঘোষ | Shatarup Ghosh | CPIM

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 1,1 тыс.

  • @Ami-Sahil-tumi-ke
    @Ami-Sahil-tumi-ke Год назад +937

    সেই আগের শতরুপ দা আর আজকের শতরুপ দার মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র চেহারার পার্থক্য ছাড়া । সেই বক্তব্য, সেই সাহস, সেই কথা বলার ধরণ। দেখে ভালো লাগল ❤

  • @sujanbiswas187
    @sujanbiswas187 Год назад +346

    কী অসাধারণ ❤️ শিক্ষিত আর চটি চাটার মধ্যে হয়তো এটাই পার্থক্য। আজকে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়তো এই কারণেই যাতে প্রশ্ন করতে পাড়া কোনো শিক্ষিত সমাজ না গড়ে ওঠে। লাল সেলাম কমরেড ❤️

    • @Drsr-2024
      @Drsr-2024 Год назад +3

      Ekdom

    • @soumikchakraborty6655
      @soumikchakraborty6655 Год назад

      @user-sr3ei8jb6j ha takhon khali kane shona jeto ar ekhon chokhe dekha jacche. Ar Mamata Banerjee o takhon er biruddhe bidhansabhay kono prostab anenni ar dhornateo bosenni.

    • @Suman-kf9uy
      @Suman-kf9uy Год назад +2

      ​@চিরসবুজ jodio etar sototta promanito noi tao torker khatire dhore nilam sotti kintu tahole bodla noi bodol chai poriborton chai eta holo koi??

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Год назад +1

      ​@চিরসবুজ কিন্তু 15/20লাখ টাকার চাকরি বিক্রি করা হতো না ভাই বোধ করি

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Год назад +3

      সম্পূর্ন সহমত
      কমরেড শত রূপ লাল লাল সেলাম

  • @mousumigangopadhyay6565
    @mousumigangopadhyay6565 Год назад +299

    এই অনুষ্ঠানটি আমি দেখেছি তেরো বছর আগে ।তখন আমার বয়স ছিল তেতাল্লিশ ।তখনও শতরূপের কথা শুনে মুগ্ধ হতাম আর ভাবতাম ছেলে টি বড়ো নেতা হবে একদিন ।

    • @ksingh5085
      @ksingh5085 Год назад

      Ota ar hobe na didi, cpim itihas hoyechey ar oi dol er sobai dodo 🦤 pakhi hobe aai boley rakhlum

    • @animeshmondal2426
      @animeshmondal2426 Год назад +6

      বাকিটা ইতিহাস, এখন আপনার বয়স 56 কিন্তু শতরূপ ভোটের বৈতরণী পার করতে পারলো না।

    • @kurchi4835
      @kurchi4835 Год назад

      @Animesh Mondal ভোটের বৈতরণী পার করলেই যদি নেতা হওয়া যায় বলে আপনি মনে করেন তাহলে সেরকম আদর্শহীন, corrupted নেতা আমাদের নেতা নন। হেরে গিয়েও নিজের মতাদর্শ টিকে থাকা, আপোষ না করা মানুষগুলো আমাদের নেতা। তাই আপনি বুঝবেন না শতরূপ ঘোষ ভোটের অঙ্কে শূন্য পেলেও, ভোটে জেতা নেতাদের থেকে মানুষ ও নেতা হিসেবে ঠিক ‌কতোটা এগিয়ে।

    • @sumnkayal5054
      @sumnkayal5054 Год назад +22

      ​@@animeshmondal2426 ছাপ্পা ভোট আর কিছু মানুষ আপনার মতন অচেতন থাকলে তার দায়টা আপনার। আমরা শতরুপ দাকেই চাই। কোন চোর বাটপার দের চাই না ভাই।।

    • @mrityunjoykoley4321
      @mrityunjoykoley4321 Год назад +1

      ​@@sumnkayal5054 ❤

  • @asitkumarsarkar8428
    @asitkumarsarkar8428 Год назад +357

    এখন বাংলার সেরা বক্তা কমরেড শতরূপ ঘোষ। ভাষা এবং প্রত্যুৎপন্নমতিত্বে সর্বশ্রেষ্ঠ।

    • @kripalkanti
      @kripalkanti Год назад +5

      দাদা আপনাকে কোথায় পাওয়া যাবে, একদিন জমিয়ে আড্ডা দিতাম... 🙏🏻।

    • @dhimendey3299
      @dhimendey3299 Год назад +1

      কেমন আছেন?মূলে আঘাত করতে হবে ।মানুষের মস্তিষ্কে দখল নিতে হবে।ধর্মে আঘাত করতে হবে।নইলেমানুষের মস্তিষ্ককে রূপান্তর করা যাবেনা।আর মানুষের মস্তিষ্ক রূপান্তর না হলে সমাজে রূপান্তর সম্ভব নয়।যেটা মার্কস এঙ্গেল চেয়েছিলেন।

    • @asitkumarsarkar8428
      @asitkumarsarkar8428 Год назад +5

      @@kripalkanti আগামী ব্রিগেডে যদি সময় করে আসতে পারেন ♥️
      তার জন্য কাউকে কমিউনিষ্ট বা বামপন্থী হতে হবে এমন নয়।
      শুভেচ্ছা অফুরান 🌹

    • @asitkumarsarkar8428
      @asitkumarsarkar8428 Год назад +7

      @@dhimendey3299 তরুণ প্রজন্মের শিক্ষিত ছেলে মেয়েরা বর্তমানে রণনীতি রণকৌশল তৈরী করছে । আমরা তাদের সার্বিক ভাবে সমর্থন জানাচ্ছি।

    • @drkbala2009
      @drkbala2009 Год назад +4

      100% সত্যি। আমাদের আরো অনেক শতরূপ দরকার

  • @Raaj-Shikhar_Shivnarayan0890
    @Raaj-Shikhar_Shivnarayan0890 Год назад +278

    সেদিনের সেই ছোট ছেলেটি আজকের রাজনীতির অন্যতম মুখ যা এক কথায় অপরিহার্য 😊😊😊👌👌👌👌

    • @mdasrafulhoque1995
      @mdasrafulhoque1995 Год назад +5

      ওর তো ফিল্ড ওয়ার্ক নেই 😂😂

    • @arindamsaha735
      @arindamsaha735 Год назад

      ​@@mdasrafulhoque1995 ekhon achhe

    • @Raaj-Shikhar_Shivnarayan0890
      @Raaj-Shikhar_Shivnarayan0890 Год назад

      @@mdasrafulhoque1995 কিসের ফিল্ড ওয়ার্ক????😏😏😏

    • @soumyajitdas1802
      @soumyajitdas1802 Год назад +1

      Emon oporiharjo hoyeche je vote e daralei here jaay 😂

    • @Raaj-Shikhar_Shivnarayan0890
      @Raaj-Shikhar_Shivnarayan0890 Год назад +3

      @@soumyajitdas1802 thik kotha. O hereche, hoytoh bhobishyot-ao harbe. Kintu ae harer jonno toh r o nije daayi na. Or upormoholer ja kukeerti bongobashi dekheche tar boli o hochche. Shudhu o noy, jara or somosamoyik tarao. Jaihok akta kotha sposhto kore bolte parbe ki j aaj ja poschimbonger obostha tate agami projonmer bhobishyot ki ???

  • @souravmondal1563
    @souravmondal1563 Год назад +344

    একটা বিষয় লক্ষনীয়.. "আমি কিন্তু আপনার সময় interrupt করিনি"😄 সেই একই ভঙ্গিমা.. ❤️

  • @worldmasti8484
    @worldmasti8484 Год назад +74

    কি দিলে কমরেড ...
    তুমি যে বরাবরই লড়াকু ছিলে তার একটা প্রমান আজ আবার পেলাম।।
    সুস্থ থেকো কমরেড।
    লড়াই টা জারি রেখো
    Love you from arambagh

  • @mithuchoudhury_aalap2045
    @mithuchoudhury_aalap2045 Год назад +62

    চোখে চোখ রেখে , অকাট্য যুক্তি নির্ভর কথা বলার স্পর্ধা দেখে বারবার মুগ্ধ হই... নেতা তো অনেকেই হতে পারে কিন্তু শতরূপের মতো সুবক্তা হাতে গুনে পাওয়া যায়...

  • @nooralamdhali2558
    @nooralamdhali2558 Год назад +203

    সাবাস দাদা আমরা আগামী মুখ্যমন্ত্রী আপনাকে দেখতে চাই

    • @Subhojitbanerjee0991
      @Subhojitbanerjee0991 Год назад

      ❤ good approach

    • @jayantanag7736
      @jayantanag7736 Год назад

      Eto r TMC nay CPIM sab thik habe Daler bhitar aalochana kare tabe or assembly TE abashya Jawa Uchite

    • @rahulbaishya6354
      @rahulbaishya6354 Год назад +7

      Ekbar vote a toh jituk🤣

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Год назад +2

      ​@@rahulbaishya6354 মনে জিতে গেছে অলরেডি ভাই

    • @debnathbhattacharjee335
      @debnathbhattacharjee335 Год назад

      ​@@rahulbaishya6354 শতরুপ প্রতিবারই বিশাল সংখ্যক মানুষের ভোট পেয়েছেন।
      যেই বাংলায় ভোটে ধাপ্পাবাজি কোরে জেতার জন্য মানুষের ট্যক্সের টাকা খরচা কোরে "পি কে"-কে রাখতে হয়, ......... যেখানে মক্কায় থাকা মানুষ বাংলায় পঞ্চায়েত ভোটের নমিনেশন ফাইল করে, আবার জিতেও যায় !!! কোনো গ্রামে একহাজার মানুষ থাকলে, দুহাজার ভোট পড়ে যায় !!! টেট্ পরীক্ষার যোগ্য শিক্ষকদের চাকরি দেওয়া হয় না।
      কোটি কোটি জাল ব্যলট পেপার ছাপিয়ে ভোট হচ্ছে !!!
      এমএলএ পুকুরে মোবাইল ফেলে দিয়ে পাঁচিল টপকে পালাচ্ছে, আর সমস্ত অপরাধ আর অনৈতিক কাজে কৃমিন্যালদের মোক্ষীরানী অনুপ্রেরণা দিয়ে চলেছে ..... তোমরা মানুষের ভোট না পেয়েও অসৎ উপায় অবলম্বন কোরে শতরূপকে হারালেও .... বাংলার মানুষের (অমানুষ নয়) কাছে ও একশোতে একশো পাবে, আমি নিশ্চিত ।।

  • @saibalhazra6526
    @saibalhazra6526 Год назад +62

    ভাবছি 2010 সালেও কি দারুন রাজনৈতিক জ্ঞান ছিল এই ছাত্র নেতার,এখন তো যা বলেন তার কোনো তুলনা হয় না।ওনার প্রশ্নটা শুনতে পারলে ভালো লাগতো।

  • @ekasdiary
    @ekasdiary Год назад +70

    এই অন্জনবাবুকে খুব মিস করছি 😭 যেখানেই থাকুন ভালো থাকুন দাদা

  • @soulfulmusic7099
    @soulfulmusic7099 Год назад +9

    Gurudev 🙏🏻 13 bochhor ageo sei 🔥

  • @PNM...98
    @PNM...98 Год назад +29

    এই কতগুলো বছরে ঘষামাজা হয়ে আরও বেশি তীক্ষ্ণ হয়েছে... বর্তমানে গাম্ভীর্য আর অগ্রেসিভ ভাব আরও বেশি... লাল সেলাম কমরেড ❤️❤️❤️

  • @soumendupal8411
    @soumendupal8411 4 месяца назад +4

    ১৩ বছর আগে ১ সাথে স্কটিশ চার্চ কলেজ এর ইলেকশনে লড়াই করা সৌমেন্দু, তোমার সদর্থক উত্থানে রক্তিম শুভেচ্ছা জানাই। এগিয়ে চলো 💪

  • @biswadeepkundu4237
    @biswadeepkundu4237 Год назад +25

    ১৩ বছর আগের শতরূপ ভাই আজও এক । মাননীয়া র দ্বিচারিতা চরিত্র আজও বাস্তব ।

  • @sachindranathmandal6890
    @sachindranathmandal6890 Год назад +22

    অসাধারণ সেই বাগ্মিতা,সেই ঝাঁজ, সেই যুক্তি,সেই ভদ্রতা,সেই প্রত্যুতপন্নমতি,সব ই একই আছে চেহারা ছাড়া,এক কথায় রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র।

  • @rishansarma7413
    @rishansarma7413 Год назад +120

    শুরুর দিনগুলোতেও একইভাবে ভালো বক্তা হিসেবে প্রশংসা কুড়িয়ে নিতে

  • @dassagnik9154
    @dassagnik9154 Год назад +167

    মাত্র ২৪ বছরেই অসাধারণ বাগ্মিতা।

  • @asitkumarsarkar8428
    @asitkumarsarkar8428 Год назад +96

    রাজনীতিগত ভাবে, এই মানুষটার সাথে আপনার যতই অমিল থাকুক, ওর বক্তব্য গুলো যদি আপনি বিবেক, বুদ্ধি ও যুক্তি দিয়ে বিচার করেন তবে আপনিও তার বক্তব্যের সঙ্গে সহমত হতে বাধ্য! এই মুহূর্তে সৎ, স্পষ্ট ও বলিষ্ঠ বাংলার সেরা বক্তা শতরূপ ঘোষ

    • @achintyamandal1587
      @achintyamandal1587 Год назад +4

      কোনো কথা হবে না। একদম ই।✊✊✊❤️👍🏻

    • @asitkumarsarkar8428
      @asitkumarsarkar8428 Год назад +2

      @@achintyamandal1587 Boss, ওই বানান ভুল গুলো সংশোধন করতে পারিনি কারণ তুমি বলার একটু আগেই পোস্ট করে দিয়েছিলাম।
      একবার পোস্ট হয়ে গেলে "ছবিতে" সংশোধন করা যায় না।

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Год назад +2

      সম্পূর্ন সহমত

    • @arunima06
      @arunima06 11 месяцев назад

      Exactly. Kintu TMC r sathe haat melanor por theke CPM er proti monta birup hoye gechhe

  • @beingbangali3023
    @beingbangali3023 Год назад +28

    Same Energy ❤️
    Same line " আপনি যখন বলেছিলেন আমি কিন্তু interupt করিনি"

  • @subratachell6628
    @subratachell6628 Год назад +46

    এই বয়স থেকেই এতো ভালো বক্তা ছিলে দাদা। লাল সেলাম...

  • @saptaparnaguria2352
    @saptaparnaguria2352 Год назад +80

    তেরো বছর আগেও যেমন দৃঢ়তা ছিলো এখনও তেমনই,শুধু ইনোসেন্স টা একটু বেশি।❤❤❤

  • @SushmitaRoy-b4m
    @SushmitaRoy-b4m 4 месяца назад +5

    শুধুমাত্র চেহারার পার্থক্য...... সেই ঝাঁজালো বক্তব্য... ছিলো আছে থাকবে ❤লাল সেলাম কমরেড ✊🏻✊🏻

  • @arkoghosh92
    @arkoghosh92 10 месяцев назад +4

    Answer ta ki diacilen seta sonar icha roilo.
    Osadharon question..

  • @mathemagic3699
    @mathemagic3699 Год назад +4

    Dada choto thekei eto sundor kotha bole.

  • @qamechanix
    @qamechanix 10 месяцев назад +2

    Uff durdanto fatafati

  • @biswarupsengupta6712
    @biswarupsengupta6712 Год назад +28

    ছাত্র থেকেই অত্যন্ত সুস্পষ্ট, পারদর্শী ও পরিচ্ছন্ন বক্তা । খুব সুন্দর।

  • @samirmukherjee4086
    @samirmukherjee4086 Год назад +2

    Shataruup , OSADHANRON, OUTSTANDING,BRAVE
    PAST- PRESENT- FUTURE

  • @rishansarma7413
    @rishansarma7413 Год назад +41

    তখনও একই রকম perfection🥰🥰🥰

  • @gopalmondal6907
    @gopalmondal6907 3 месяца назад +2

    হীরা আদিম যুগে ও যেভাবে তার বিচ্ছুরণ ঘটাতো বর্তমানে তার উজ্জ্বলতা আরোও বৃদ্ধি করে চলেছে❤।

  • @prasantarouth2854
    @prasantarouth2854 Год назад +13

    সত্যিই দাদা অসাধারণ...আপনাকে যতই দেখি শুনি ততই আরও শোনার ক্ষিধা বেড়ে যায়...খুব ভালো থাকুন সুস্থ থাকুন 🙏🙏

  • @ArghyaKarforma
    @ArghyaKarforma Год назад +13

    শুধুই যুক্তি আর যুক্তি। আর কেউ কি আছে এই বাংলায় যে এইভাবে এত যুক্তির দ্বারা তক্কো করেন। অসাধারণ।

    • @bankubiharisanyal123
      @bankubiharisanyal123 Год назад +2

      Jokhon eto juktir jor thakteo ekbaro vote-e jit te parlo na, tokhon sei juktir mulyaon ta thik kivabe kora jabe?

    • @RahulKumar-vs5zg
      @RahulKumar-vs5zg Год назад +2

      @@bankubiharisanyal123 ekdin jite cm hbe....

    • @arindamsaha735
      @arindamsaha735 Год назад

      ​@@bankubiharisanyal123 tmc joto weak hobe sataruper jeter chance toto barbe ....

    • @subhankarbose5188
      @subhankarbose5188 11 месяцев назад

      FOR THIS CPIM ZERO

  • @snigdhadeydey7929
    @snigdhadeydey7929 Год назад +6

    বরাবরই চাবুক কথাবার্তা! সত্যিকথা স্পষ্টভাবে বলার জন্য সৎসাহস দরকার যা শতরূপ ঘোষের আছে! খুব ভালো লাগলো ভিডিওটি! অঞ্জনবাবুকে দেখে মন খারাপ লাগছে যদিও

  • @dipidol
    @dipidol Год назад +2

    Asadharan.. Ami borabor tomer fan dada ❤🙏

  • @souravxd...4680
    @souravxd...4680 Год назад +12

    অনবদ্য...দাদার সাথে ভীড় ট্রেনে দেখা হয়েছিল একবার...গাদাগাদি করে একসাথে দাঁড়িয়ে ছিলাম ...
    লাল সেলাম কমরেড...✊✊✊

  • @ne5mbvhjjjddd
    @ne5mbvhjjjddd Год назад +2

    Augami diner chifministar dada tumi hole khub valo hobe ❤❤lal selam 🙏🙏🙏🙏

  • @subratadey3251
    @subratadey3251 Год назад +3

    Shatoruper satty sahatoroop ache .ener tulona hoi na. Asadharon.

  • @OssamSwapan
    @OssamSwapan Год назад +14

    কমরেড শতরূপ ঘোষ, আমরা অভিভূত, এই ভাবেই এগিয়ে চলুন | ইনকিলাব জিন্দাবাদ

  • @asitkumarsarkar8428
    @asitkumarsarkar8428 Год назад +38

    কি অসাধারণ কথা তুমি বলো শতরূপ ❤️ ১৩বছর আগে ও তুমি ভালো বক্তা ছিলে এখনো কোনো কথা হবে না 👏👏👏👏

  • @biplabdutta3029
    @biplabdutta3029 Год назад +2

    সেদিনও শিরদাঁড়া সোজা ছিল আজও শিরদাঁড়া একইরকম আছে। একজন শিক্ষিত রাজনীতিবিদ কেমন হওয়া উচিত তুমি তার উদাহরণ!!

  • @soumyadeepguha9672
    @soumyadeepguha9672 10 месяцев назад +5

    Sharp then, sharper now❤

  • @sand5938
    @sand5938 Год назад +15

    শতরুপ তখন ও কিন্তু ভালো বলতে ভাই। সিপিএমের এর এই দুর্দিনেও শতরুপ এর কথা শুনতে বেশ ভালোই লাগে।

  • @onlineservice437
    @onlineservice437 Год назад +5

    অপেক্ষা শুধু সেই দিনের যেদিন তুমি থাকবে ক্ষমতায়, আর ওপর প্রান্তে থাকবে তোমার মতো এরকম নির্ভিক প্রতিদ্বন্দ্বি।

  • @sohebahammed2184
    @sohebahammed2184 Год назад +2

    Shatarup dada আজ যেরকম, 10 বছর আগেও same একইরকম ছিলো।। সত্যি অবাক লাগছে একইরকম কথা বলার ধরন।।

  • @theeyesofindians4588
    @theeyesofindians4588 Год назад +4

    এটা অদেখা ছিল । অসাধারণ শতরূপ ।।আরো ভাল লাগছিল অঞ্জনদা কে দেখতে ও শুনতে পেয়ে ।

  • @tanmoydas1643
    @tanmoydas1643 Год назад +1

    Asadharon Dada..Khub Anondo Pelam Video Ta Dekhe..Lal Selam

  • @ramensamadder7772
    @ramensamadder7772 Год назад +25

    কি অসাধারণ যুক্তি! ❤ লাল সালাম কমরেড বাংলাদেশ থেকে।

  • @krishnatastyfood
    @krishnatastyfood Год назад +2

    শতরূপ ভাই তোমার কথা , তোমার যুক্তি শুনতে খুব ভালো লাগে, কিন্তু তুমি যে দলের হয়ে কথা বল, তাদের নির্মম অত্যাচার ও আমি দেখেছি, তাই মাঝে মাঝে যুক্তিযুক্ত কথাও যুক্তিহীন মনে হয়৷

  • @ashisraha3006
    @ashisraha3006 Год назад +6

    মানসিকতা একই রকম, কোনো চাওয়ার কিছু নেই, শুধু দেওয়া। চাইলে দলবদলু হয়ে কোনো মন্ত্রীসভার সদস্য হতে পারতো, কিন্তু করেন নি। এই জন্যই এই পার্টি টাকে ভালোবাসি। কুর্নিশ জানাই তোমাকে। লাল 🔴সেলাম।

  • @abhishekvicky08
    @abhishekvicky08 Год назад +3

    Shatarup da Tomar prottekta video Ami dekhi Tumi Khub justified and correct Katha bolo Tumi ekjon deserving leader and a true patriot for all of us

  • @sayantanbiswas8042
    @sayantanbiswas8042 Год назад +7

    যত দেখি ততই শ্রদ্ধা বারে এনার প্রতি। লাল সেলাম শতরুপদা ❤

  • @pprtrrtnsouravmukhopadhyay557
    @pprtrrtnsouravmukhopadhyay557 Год назад +2

    Osshadharon bolle tumi ❤

  • @RealmMe1731
    @RealmMe1731 Год назад +4

    শতরূপ দা আপনার মতো একজন ভালো বক্তা, একজন স্পষ্টবাদী বক্তা খুব কম ই দেখেছি.... একদম point to point কথা বলেন আপনি... আপনার কথা, যুক্তি শুনতে খুব ভালো লাগে...keep it up dada....

  • @subhadipbhunia1176
    @subhadipbhunia1176 Год назад +2

    Sera awesome shatarup da..tumi ekhn o sera..tumi e ekmatro joggo CM Howar jonno etai wish thakbe....

  • @Deb0007
    @Deb0007 Год назад +40

    দাদা তুমি প্রথম থেকেই স্ট্রেট bat ❤

  • @saburullamondal
    @saburullamondal Год назад +1

    আজ আমি বাকরুদ্ধ।
    Thank you shatarup Da ❤❤

  • @jayeetabagchi3850
    @jayeetabagchi3850 Год назад +7

    চিরকালই সুবক্তা আপনি। শুভেচ্ছা রইল।

  • @sksabir132
    @sksabir132 Год назад +18

    Cpim jindabad. Sotorup Da jindabad

  • @amalinsarkar5425
    @amalinsarkar5425 Год назад +5

    উফফফ্ শতরূপ তুমি অসাধারণ । অঞ্জন দা আজ নেই । মনটা ভারাক্রান্ত হয়ে গেল ।

  • @somamitra5589
    @somamitra5589 Год назад +2

    শতরূপ, আপনার শতরূপ দর্শন করলাম। এইভাবে তেজীয়ান থাকুন। এগিয়ে চলুন।

  • @akramghorami353
    @akramghorami353 Год назад +3

    অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।।
    লাল সেলাম কমরেড শতরুপ দা

  • @sanjoykumar5984
    @sanjoykumar5984 Год назад +2

    লাল সেলাম

  • @ekasdiary
    @ekasdiary Год назад +27

    আমার প্রিয় নেতা শতরূপ ঘোষ লাল সেলাম ভাই তোমাকে ❤️🙏

  • @seulideb1455
    @seulideb1455 Год назад +2

    তোমার মত সংগঠকদের নিয়ে যেন আজকের এই রাজ্য টা আবার আগের জায়গায় ফিরে আসে, এই আশা রাখলাম।

  • @SamitChowdhury2005
    @SamitChowdhury2005 11 месяцев назад +8

    এইসব মানুষই মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য।।❤️🇮🇳

    • @brascoperryjoe6425
      @brascoperryjoe6425 11 месяцев назад

      Na jene kotha bole ei hoy, boktrita bhalo dite parle 'mukhyomantri' Howard jogyo hoy se? Ei jonyei bodhoy amra ei rokom rajnitibid der pai

    • @SamitChowdhury2005
      @SamitChowdhury2005 11 месяцев назад

      @@brascoperryjoe6425 Tobe eni Mamara ba Subhendu der theke valo option

  • @arponroy7322
    @arponroy7322 Год назад +2

    এই রকম পুরোনো দিনের ভিডিও আরো দাও। দারুন লাগলো।

  • @supriyomitra5211
    @supriyomitra5211 Год назад +95

    কথার মাঝে ইন্টারাপ্ট করবেন না remain constant🤣🤣🤣

    • @bulagoswami7799
      @bulagoswami7799 Год назад +2

      😂

    • @arnabnandy5452
      @arnabnandy5452 11 месяцев назад +1

      Ei bve jdi interrupt koren thle baki somoy ta r bolte parben na keu 😂

  • @anindyaghosh7907
    @anindyaghosh7907 Год назад +2

    Amra lucky j Shararup da amader voice

  • @subhajeetmondal3110
    @subhajeetmondal3110 Год назад +10

    দাদা সব রাজনৈতিক নেতা তোমার মতো হতো তাহলে কতো ভালো হত 😊

  • @surajmondall
    @surajmondall 4 месяца назад +2

    যে যাই বলুক দম ছিল এবং বর্তমানেও আছে ❤️

  • @urmimalabhattacharyya5186
    @urmimalabhattacharyya5186 Год назад +8

    আগের শতরূপ আর আজকের শতরূপ....কোনো পার্থক্য নেই ...এগিয়ে চলো এডাবেই

  • @debasisgurey586
    @debasisgurey586 Год назад +2

    The great shotorup da

  • @apcenter5479
    @apcenter5479 Год назад +8

    লাল সেলাম শতরূপ দা

  • @soutrikbhattacharjee7963
    @soutrikbhattacharjee7963 Год назад +2

    Shatarup tumi amr chhoto vai er moto ....joto tomay dekhchhi din din sikhchhi r mugdho hochhi vai....egie cholo ....Lal selam ❤❤

  • @alamsarwar23
    @alamsarwar23 Год назад +12

    একটা কমন কথা আজও প্রাসঙ্গিক "মাঝখানে interrupt করবেন না"। প্রশ্নবাণ আজও DRDO এর মিসাইল।

  • @gopalchandralaha1025
    @gopalchandralaha1025 Год назад +2

    Sabas Satarup.

  • @sayantanmajumder6863
    @sayantanmajumder6863 Год назад +30

    তখন আমার বয়স ছিল 6 বছর মতন....আজ শুনে শিহরণ জাগছে ❤

  • @dipeshaldar8487
    @dipeshaldar8487 Год назад +2

    ভাই শতরূপ তোমার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা। চালিয়ে যাও আর সুস্থ মানুষ বা জনগণ সবাই তোমার সাথে আছি।❤

  • @utsabsarkar9720
    @utsabsarkar9720 Год назад +21

    লাল সেলাম কমরেড!

    • @JAYANTAGHARAI
      @JAYANTAGHARAI 11 месяцев назад

      satarupda holo future er leader. but selam er lal, nil, holud r sabhuj ki? satarupda go ahead

  • @dineshdas9510
    @dineshdas9510 2 месяца назад +1

    Amar Bhison Bhison Priyo Comrade Shatarup Ghosh Aage Jamon Asadharon O Jhajalo Boktobbo Rakhten Akhono. Ak Rokom Dharalo Boktobbo Rakhen. Great Comrade Amar Khub Priyo Comrade Ke Janai Roktim Abhinandan O Red Salute

  • @sanjibchatterjee6853
    @sanjibchatterjee6853 Год назад +9

    Uff nostalgia ❤ Sei agun ajo ek e rokom ache.

  • @parthamandal133
    @parthamandal133 Год назад +2

    মুখ্যমন্ত্রী হিসেবে তোমাকেই চাই শতরুপ দা

  • @D_craftie
    @D_craftie Год назад +5

    খুব আক্ষেপ হয় শত রূপের মতো ছেলেরা বিধানসভার ভিতরে কেন যেতে পারে না, অনেক আশা কমরেড আপনাকে খুব শীঘ্রই বিধায়ক নির্বাচিত হতে দেখবো

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Год назад +1

      হ্যাঁ ভাই একদম ঠিক বলেছেন আপনি নিজেই
      বিরাট বিরাট আক্ষেপ হয়

  • @RajibSahoo.1997
    @RajibSahoo.1997 Год назад +2

    Satsrup Da দারুন speaker

  • @subhashreebanerjee5912
    @subhashreebanerjee5912 Год назад +24

    শতরূপ দা❤

  • @moupritbiswas
    @moupritbiswas Год назад +2

    এই ভিডিও টা ওই দিন খবরে দেখে ছিলাম। তুমি দারুন প্লিজ মন্ত্রী হয়ে যাও রাজ্য টা শিক্ষিত হবে।

  • @rajibkumar5414
    @rajibkumar5414 Год назад +4

    আগামী মুখ্যমন্ত্রী হিসেবে তোমাকেই দেখতে চাই শতরুপদা।
    Your voice and speaking power is very dedicated.......
    I am biggest fan of you...

  • @baponbiswas7721
    @baponbiswas7721 Год назад +2

    অসাধারণ শতরুপ দা
    দেগঙ্গা থেকে লাল সেলাম

  • @avikbasu4546
    @avikbasu4546 Год назад +3

    আন্তরিক অভিনন্দন ও শুভকামনা কমরেড শতরুপ❤️❤️❤️❤️

  • @swarup5233khatua
    @swarup5233khatua 11 месяцев назад

    আপনার ভবিষ্যত এর প্রশ্ন মিলে গেল। আপনার বাচনভঙ্গি ও তথ্য নির্ভর যুক্তিপূর্ণ উপস্থাপনা আমাকে মুগ্ধ করে।❤

  • @tanujakarak128
    @tanujakarak128 Год назад +3

    আবারো মুগ্ধ হয়ে গেলাম

  • @sangitalmitra376
    @sangitalmitra376 Год назад +1

    শূন্য হয়ে আর হয়তো থাকতে হবে না শতরূপ দা।। পূর্বেই বলেছিলাম শ্রদ্ধেয় কান্তি গাঙ্গুলী স্যারের কথায়, শূন্য থেকে শুরু হতে পারে।।

  • @rabilochanmurmu1309
    @rabilochanmurmu1309 Год назад +5

    এই ভিডিও যত দেখি ততই মুগ্ধ হই

  • @somensen440
    @somensen440 10 месяцев назад +2

    দাদা লাল সেলাম✊✊❤

  • @only-arindamKol
    @only-arindamKol Год назад +6

    Awesome comrade. Always, Man with a spine. Leader in all respects 🙏🏼

    • @Makur546
      @Makur546 Год назад

      অসাধারণ বক্তব্য🥰🥰

  • @GautamHaldar-pm5dd
    @GautamHaldar-pm5dd 11 месяцев назад +2

    এতো বছর আগেও শতরুপদা এতো বড়ো বক্তা ছিলেন ভাবতে গর্ব হয়। এগিয়ে চলুন কমরেড।

  • @rmallick8260
    @rmallick8260 Год назад +8

    কথার মাঝখানে interrupt করবেন না
    13 বছর বা তারও বেশি সময় ধরে
    হা হাহা হাহা হাহা 😂😂
    একজন নির্ভীক বক্তা তুমি দাদা ♥️
    সুস্থ থেকো

  • @samirbandyopadhyay6770
    @samirbandyopadhyay6770 Год назад

    It is my firm determination & conviction that com Shataroop Ghosh would be the future chief Minister of West Bengal , his popularity is being increased by leaps and bounds day by day.

  • @sudiptaroy5410
    @sudiptaroy5410 Год назад +5

    একই স্বর, একই প্রজ্ঞা....দাদা...❤️

  • @sumitrosinha8913
    @sumitrosinha8913 Год назад +2

    শতরূপ বাবুর মতো সুবক্তা এবং ইন্টেলিজেন্ট ব্যক্তিকে আইন সভায় দেখতে পেলে খুশি হতাম, আন্তরিক ভাবে।