সুস্মিতা আমি বাংলাদেশর রাজধানী ঢাকা থেকে দেখছি। কি অকৃত্রিম, অসাধারণ তোমার উপস্থাপনা। সহজ সরল ভাষার বর্ণনা, একটি প্রত্যন্ত গ্রামীণ জনপদ। এই জনপদ দেখতে দেখতে তোমাদের সংগ্রামী জীবনের সাথে মিশে যাই। কত্তো বিচিত্র আমাদের বাংলা এবং মানুষের জীবন। তোমার গ্রাম, জনপদকে আরও বেশি করো প্রমোট করো। এখানেই যে আমাদের প্রাণ। এক কথায় অসাধারণ। মধুর জন্য আলাদা করে ভালোবাসা। আর তোমার জন্য বরাবরের মতো শুভকামনা। সুন্দর সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকলাম।
দেখে খুব খুব ভালো লাগলো। অসাধারণ। এইরকম আপনাদের ওখানকার আশেপাশে যা কিছু দেখবার আছে মাঝে মাঝেই blog এ আনুন, সব ইউটিউবাররাই এভাবে blog করেন। সোনাঝুড়ি গাছ আর মাঝখান দিয়ে রাস্তা জায়গাটা খুব ভালো লাগলো। নদীর জল জোয়ারে উঠে কিছু কিছু গাছ পর্যন্ত জল উঠে গেছে এগুলো আগামী দিনে আরও সুন্দর ভাবে দেখান। এ দৃশ্য আপনাদের কাছে পুরানো হলেও আমাদের কাছে বেশ নতুনত্বের সন্ধান দেয়। সত্যি গ্রামের মজা আলাদা আর শহরের মজা আলাদা।--ঐ যে ইচ্ছা হল তেঁতুল পেড়ে খেলেন, আর টাটকা সবকিছুই পেয়ে যান। আমাদের সবকিছু কিনতে হয় এমনকি কলাপাতাও কিনতে হয়। সর্বোপরি ভিডিওটি যতক্ষণ দেখলাম কিছুটা সময় ভালোই কাটলো।
Sushmita, khub sundar video. Ai vabe sobai mile mise jibon japon korbe. Tomar gramer poribesh khub valo laglo. Sobai valo thakbe. Amar valo basha roilo. From Andaman
দিদি ভাই আপনার সাথে সাথে আমিও আপনার গ্রামটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আর গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে তোমার বোন রান্না করলো আর খুবই ভালো লাগলো তোমার ভিডিও টা দেখে 😍😍😍😍😍😍😍
Sob old vdo gulo dekhchi ar vabchi apnara holen asol sukhi manus, tar jonno koti koti takar dorkar nai.. ekhon manus poisar pichone chutche tai apnader dekhe vison valolage, ekhono jibon ache ! Ami tho new tai sob vdo dekha hoye ni. Dekhi ar mon ta vore jai... emon sundoor jibon kothao pabo na, ek matro gram bangla chara... khub valo thakun !
অসাধারণ! নদীমাতৃক সুন্দরবনের অপরুপ চেহারা আপনার জন্য দেখা হলো। আজকের ভিডিওটির জন্য আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ। মধুর রান্না ও ভালো লাগলো, ওকে খুব সহজসরল লাগছিলো। আজ রাস্তায় পলাশের গলায় দু এক লাইন কবিতা হলে জমে যেতো, কেননা ওর আবৃত্তির গলা খুব সুন্দর। আচ্ছা আপনার গ্রামের নাম কি?
ভিডিওটি করার আগে একটি সুন্দর পরিকল্পনা করা হয়েছে। এককথায় অতি সুন্দর পরিকল্পনা, গ্রামের মানুষজন গ্রাম্য পরিবেশ কিভাবে মানিয়ে চলতে হয় তার উদাহরণ আপনি দেখালেন, সবুজে ভরা অত্যন্ত সুন্দর একটি গ্রাম দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। তার পর যেটা দেখতে পাওয়া গেল, মধুর হাতের কচুর মুল দিয়ে কাতলা মাছের ঝোল। এক্কেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না খুব খুব সুন্দর রেসিপি দেখতে পাওয়া গেল। আজকের দিনে মধু দেবীকে অভিনন্দন না জানিয়ে উপায় নেই। অনেক অনেক অভিনন্দন।
Anek ghora holo.. puro gram ta dekhlam.. forest office. Bon bibi mandir.. primary school......katla mach ta niye besh anek ta rasta hata path...your sister madhu cooking today.. fine..jara Sundarban e madhu ba kankra ba mach dhorte jai tara bonbibi pujo diye jai sunechi.. full video dekhlam.. thank you very much... Hyderabad
কেমন আছেন সকলে অত্যান্ত গ্রাম্য পরিবেশ ভালো রান্নাটা তো খুব সুন্দর হয়েছে দেখলাম আপনাদের যা পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় এক 2 5 কাটা জায়গা কিনে একটা বাড়ি করি মাঝেমধ্যে বেড়াতে গেলাম ব্যক্তিগত শহর আর গ্রামের মধ্যে অনেক পার্থক্য যেখানে কোনো কিছু শেয়ার করা যায় না গ্রাম্য মানুষের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে মানবতা ভালোবাসা আপনাদের ভিডিওগুলো দেখলে মনে আসে বিভিন্ন ধরনের কথা অনেক ইচ্ছা প্রকাশ করলাম ভাল থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ
অনেক অনেক ভালোবাসা রইলো দাদা ভাই। বহু মানুষের অনুরোধে সুন্দরবন ভ্রমনের ব্যবস্থা করছি খুব শীঘ্রই। ভিডিও তে বিস্তারিত জানাবো। আপনাদের সবাইকে স্বাগত জানাই।
আপনি রান্না করলে খেতে আসতাম দাদু ভাই আপনার বোনে রান্না কি ভালো হবে আসাধারন আসাধারন আসাধারন গ্রাম আমরা তো শুধু বালু দেখি গ্রাম বাংলা দেখানের জন্য আপনাকে ধন্যবাদ দাদু ভাই দোয়া রইলো এগিয়ে যাও তুমি
খুবই সুন্দর গ্রাম! গ্রামের ঘর- বাড়ি , নদী পথ- ঘাট দেখতে দেখতে কখন যে কল্পনার রাজ্যে চলে গেছি জানি না। এত দিন তোমার রান্না দেখছি আজ মধুর রান্না দেখলাম বেশ লাগল। উপযুক্ত দিদির উপযুক্ত বোন! প্রথম দিন কমেন্টে বলেছিলাম দুই বোনই বড় লক্ষ্মী আজ আর নতুন করে বলব না । তোমাদের উপর আমার স্নেহ ভালোবাসা সব সময়ই থাকবে । অন্য দিনের মতোই আজও ভিডিও টা দারুণ লাগল! 🥰❤
এই গ্রামটি ও গোসাবা ব্লকের সাতজেলিয়া দ্বীপের লাহিড়ী পুর গ্রাম। অনেক মানুষের অনুরোধে খুব শীঘ্রই সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই।
কবির সুমনের একটা গান মনে পরে গেল --- ' কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায় ...গ্রামের দুর্গম পথ চলা নান্দনিক সৌন্দর্য তুলে ধরে ঠিকই কিন্তু বড়ই ক্লেশকর journey.
😄😄😄দারুন সহজ সরল ভাবে গ্রামের বর্ণনা করলে বৌদি 🤣🤣🤣মন ভরে গেলো. চারিদিকে সবুজ আর সবুজ. মাঠ, পুকুর অসাধারণ. তোমার ভয় করেনা এতো ফাঁকায় থাকতে?🤔🤔🤔 দারুন, নতুন ভাবে এগিয়ে চলো 🤗🤗🤗 সাথে আছি
খুব সুন্দর হয়েছে বৌদিভাই, আপনার গ্রাম যেমন সুন্দর তেমনি আপনার বোনের রান্না আরও অনেক বেশী সুন্দর,, আজ প্রথমবার আপনার ভাইবোন কে দেখলাম, ভালো লাগলো 😊😊🥰🤚,,,তাদের জন্য শুভেচ্ছা অফুরান 👌
দিদি নমস্কার আপনি বাজার থেকে আসতে রাস্তার মাঝে যে সুন্দর বর্ণনা দিলেন খুব ভালো লাগলো আর আপনার বোন খুব সুন্দর রেসিপিটি রান্না করলো অসাধারণ আপনাদের দুই বোনের কোন তুলনা হয় না
Eta ki Satjelia? Ami tin(3) bar Satjelia gesi ABHA namer ekta somaj sebi songsthar hoye kichu school er infrastructure development er jonno jothasombhob help aar students der boipotro ,khata pencil kolom diye porasunar unnoti ghotanor chesta . Ekti high school er headmaster chilen Chitta Babu aar onnotar mone nai. Brick patano rasta dekhe Satjelia mone holo tai likhlam. Susto theko, bhalo thako ei kamona e kori.
সুস্মিতা আমি বাংলাদেশর রাজধানী ঢাকা থেকে দেখছি। কি অকৃত্রিম, অসাধারণ তোমার উপস্থাপনা। সহজ সরল ভাষার বর্ণনা, একটি প্রত্যন্ত গ্রামীণ জনপদ। এই জনপদ দেখতে দেখতে তোমাদের সংগ্রামী জীবনের সাথে মিশে যাই। কত্তো বিচিত্র আমাদের বাংলা এবং মানুষের জীবন। তোমার গ্রাম, জনপদকে আরও বেশি করো প্রমোট করো। এখানেই যে আমাদের প্রাণ।
এক কথায় অসাধারণ। মধুর জন্য আলাদা করে ভালোবাসা। আর তোমার জন্য বরাবরের মতো শুভকামনা। সুন্দর সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকলাম।
দেখে খুব খুব ভালো লাগলো। অসাধারণ।
এইরকম আপনাদের ওখানকার আশেপাশে যা কিছু দেখবার আছে মাঝে মাঝেই blog এ আনুন, সব ইউটিউবাররাই এভাবে blog করেন।
সোনাঝুড়ি গাছ আর মাঝখান দিয়ে রাস্তা জায়গাটা খুব ভালো লাগলো।
নদীর জল জোয়ারে উঠে কিছু কিছু গাছ পর্যন্ত জল উঠে গেছে এগুলো আগামী দিনে আরও সুন্দর ভাবে দেখান। এ দৃশ্য আপনাদের কাছে পুরানো হলেও আমাদের কাছে বেশ নতুনত্বের সন্ধান দেয়।
সত্যি গ্রামের মজা আলাদা আর শহরের মজা আলাদা।--ঐ যে ইচ্ছা হল তেঁতুল পেড়ে খেলেন, আর টাটকা সবকিছুই পেয়ে যান। আমাদের সবকিছু কিনতে হয় এমনকি কলাপাতাও কিনতে হয়।
সর্বোপরি ভিডিওটি যতক্ষণ দেখলাম কিছুটা সময় ভালোই কাটলো।
আপনাদের এই ভালোবাসা ও ভালো লাগার কথা জানতে পেরে খুব ই ভালো লাগে। আমাদের ক্ষুদ্র প্রয়াস সার্থক হয়। আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর।
দিদিগো,অসাধারণ দেখে চোখ জুরালাম, আমরা শহরের মানুষ, এমন সুন্দর গ্রামের দৃশ্য, সত্যিই অসাধারণ,বোলে বোঝাবার নয়, ভাল থেকো এই ভাবেই।
বহু মানুষের অনুরোধে সুন্দরবন ভ্রমনের ব্যবস্থা করছি এ মাসেই। ভিডিও তে বিস্তারিত জানাবো। সাদর আমন্ত্রণ রইল দিদি ভাই।
Sushmita, khub sundar video. Ai vabe sobai mile mise jibon japon korbe. Tomar gramer poribesh khub valo laglo. Sobai valo thakbe. Amar valo basha roilo. From Andaman
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই।
Gram ta khub valo laglo. R fish curryr colour ta dekhe jive jol ese gechlo. Any ways very nice.
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই
দিদি ভাই আপনার সাথে সাথে আমিও আপনার গ্রামটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো আর গ্রাম্য পরিবেশ আমার ভীষণ ভালো লাগে
তোমার বোন রান্না করলো আর খুবই ভালো লাগলো তোমার ভিডিও টা দেখে 😍😍😍😍😍😍😍
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই। ভালো থেকো পাশে থেকো।
Berate jabo apnader grame
Khub sundor tomader gram. Bises kore nodi . Tomader gramer nam ki? Berate jete chai tomader grame
Darun... darun...cholay jatay chaii....misay jatay chaiii oi prokitir kulayy...
Onek onek valobasa... 🙏
আন্তরিক ভালবাসা রইলো দাদা ভাই।
অনেক সুন্দর গ্রাম মনে হচ্ছে এখুনি চলে আসি। ভাল থেকো। অতি সুন্দর রান্না। ভাল লেগেছে।
খুব শীঘ্রই সেই ব্যাবস্থা করব দাদা ভাই। ভালোবাসা রইলো।
আপনাদের গ্রামটি সত্যি খুবই সুন্দর,প্রাকৃতিক সুন্দরযে ভরপুর,,ধন্যবাদ
অনেক অনেক ভালোবাসা রইলো দাদা ভাই
Asadharan laglo ki sundor tomar gram monorom drisso r tomar bon o khub sundor dakhte ranna tao khub valo hoyache
Thank you Didi ❤️
অনেক সুন্দর একটা পরিবেশ ভালো লাগলো,🇧🇩
অনেক অনেক ভালোবাসা রইলো
বাহঃ চমৎকার প্রাকৃতিক পরিবেশ
আপনাদের গ্রামটির নাম কি?তেতুল ঢোলে যাওয়া,এর অর্থ কি?এই শব্দটা প্রথম শুনলাম🙏🏻
সুন্দরবনের ভাষা এটা দাদা, তেঁতুল পাকা কে তেঁতুল ঢোলা বলে, আমার শশুরবাড়ীতে ওই একই কথা বলে
Khub valo...ei rakom video aaro deben.
Ekhane ki borsai bonna hoy ?
হয় দাদা। এ বছর তো বন্যায় খুব ক্ষতি হয়েছে।
খুব ভাল লাগল আপনাদের সহয সরল গ্রাম্য জীবন _ ভাল লাগল আপনার ভাষ্য
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই
Sob old vdo gulo dekhchi ar vabchi apnara holen asol sukhi manus, tar jonno koti koti takar dorkar nai.. ekhon manus poisar pichone chutche tai apnader dekhe vison valolage, ekhono jibon ache ! Ami tho new tai sob vdo dekha hoye ni. Dekhi ar mon ta vore jai... emon sundoor jibon kothao pabo na, ek matro gram bangla chara... khub valo thakun !
বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর......
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি।
অসাধারণ! নদীমাতৃক সুন্দরবনের অপরুপ চেহারা আপনার জন্য দেখা হলো। আজকের ভিডিওটির জন্য আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ। মধুর রান্না ও ভালো লাগলো, ওকে খুব সহজসরল লাগছিলো। আজ রাস্তায় পলাশের গলায় দু এক লাইন কবিতা হলে জমে যেতো, কেননা ওর আবৃত্তির গলা খুব সুন্দর। আচ্ছা আপনার গ্রামের নাম কি?
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর। ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা ভাই।
ভিডিওটি করার আগে একটি সুন্দর পরিকল্পনা করা হয়েছে। এককথায় অতি সুন্দর পরিকল্পনা, গ্রামের মানুষজন গ্রাম্য পরিবেশ কিভাবে মানিয়ে চলতে হয় তার উদাহরণ আপনি দেখালেন, সবুজে ভরা অত্যন্ত সুন্দর একটি গ্রাম দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। তার পর যেটা দেখতে পাওয়া গেল, মধুর হাতের কচুর মুল দিয়ে কাতলা মাছের ঝোল। এক্কেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না খুব খুব সুন্দর রেসিপি দেখতে পাওয়া গেল। আজকের দিনে মধু দেবীকে অভিনন্দন না জানিয়ে উপায় নেই। অনেক অনেক অভিনন্দন।
Thank you Dada Bhai 🙏
Nomoskar Didi, darun, darun laglo, khub ichha korche apnader grame giye ghure berate r apnar barite khete.
অনেক মানুষের অনুরোধে খুব শীঘ্রই সুন্দর বন ভ্রমনের ব্যবস্থা করছি। ভিডিও তে বিস্তারিত জানাবো।
Tomar gram ta prothome botanicel garden er orokom laglo. Mondir ta khub sundor. Kono ssmoy pujo dekhbo.
নিশ্চয়ই দেখাব। ভালো থেকো।
Didi khub sundor hoyeche, gram ta onek baro r akbar dekbo.
নিশ্চয়ই দেখাব দাদা ভাই।
এটা কাতলা মাছ নয় । রুই মাছ । খুব ভাল লাগল । রান্নার শেষে জিরা বাটা দিলে কি স্বাদ ভাল হয় ?
Susmita, khub valo laglo tomder gram dekhe. Tomar bon khub mishti dekte. Vhalo theko .
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই
Khub sundoor gram apnader r susmitar bornona te aro sundorjo bere jay VDO tar.👍
Khub sundor gram, porishkar.
Sweet video
অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই
আজকের ভিডিওটা খব ভালো লাগলো আপনাদের বারিটা সুন্দর বনের কোন যায়গায় এটা আমর মা যানতে চায় আমরা গিয়ে ছিলাম নেবুখালি।
সাতজেলিয়া লাহিড়ী পুর গোসাবা সুন্দরবন। সুন্দরবন ভ্রমনের ব্যবস্থা করছি খুব শীঘ্রই।
তোমার মতো আমরাও দুইবোন এক ভাই।ভালো থেকো।অসাধারন।
অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য।
Anek ghora holo.. puro gram ta dekhlam.. forest office. Bon bibi mandir.. primary school......katla mach ta niye besh anek ta rasta hata path...your sister madhu cooking today.. fine..jara Sundarban e madhu ba kankra ba mach dhorte jai tara bonbibi pujo diye jai sunechi.. full video dekhlam.. thank you very much... Hyderabad
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Md Motiar Rahman good Nice vabe kamun asan vlo to
Valo achi valo thakben sobai. Thank you
কেমন আছেন সকলে অত্যান্ত গ্রাম্য পরিবেশ ভালো রান্নাটা তো খুব সুন্দর হয়েছে দেখলাম আপনাদের যা পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় এক 2 5 কাটা জায়গা কিনে একটা বাড়ি করি মাঝেমধ্যে বেড়াতে গেলাম ব্যক্তিগত শহর আর গ্রামের মধ্যে অনেক পার্থক্য যেখানে কোনো কিছু শেয়ার করা যায় না গ্রাম্য মানুষের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে মানবতা ভালোবাসা আপনাদের ভিডিওগুলো দেখলে মনে আসে বিভিন্ন ধরনের কথা অনেক ইচ্ছা প্রকাশ করলাম ভাল থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ
Vedio ta deke khub khub valo laglo r ranna ta o osadharon laglo tomar sobai valo teko
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই
অসাধারণ নৈসর্গিক দৃশ্য সুন্দরবন সংলগ্ন এ গ্ৰামের 😍
দয়া করে জানাবেন কোন থানার, কোন ব্লকের এ গ্ৰাম? সুযোগ হলে কখনো নিজে ঘুরে দেখে আসতে চাই
অনেক অনেক ভালোবাসা রইলো দাদা ভাই। বহু মানুষের অনুরোধে সুন্দরবন ভ্রমনের ব্যবস্থা করছি খুব শীঘ্রই। ভিডিও তে বিস্তারিত জানাবো। আপনাদের সবাইকে স্বাগত জানাই।
অনেক সুন্দর গ্রাম দিদিভাই। মনে হচ্ছে এখুনি চলে আসি।ছোটো দিদিভাই ভাল থেকো। দিদিভাই তুমি ও ভাল থেকো। অতি সুন্দর রান্না। ভাল লেগেছে।
ভালোবাসা ও ধন্যবাদ দাদা ভাই।
আপনি রান্না করলে খেতে আসতাম দাদু ভাই আপনার বোনে রান্না কি ভালো হবে আসাধারন আসাধারন আসাধারন গ্রাম আমরা তো শুধু বালু দেখি গ্রাম বাংলা দেখানের জন্য আপনাকে ধন্যবাদ দাদু ভাই দোয়া রইলো এগিয়ে যাও তুমি
ধন্যবাদ দাদা
খুবই সুন্দর গ্রাম! গ্রামের ঘর- বাড়ি , নদী পথ- ঘাট দেখতে দেখতে কখন যে কল্পনার রাজ্যে চলে গেছি জানি না। এত দিন তোমার রান্না দেখছি আজ মধুর রান্না দেখলাম বেশ লাগল। উপযুক্ত দিদির উপযুক্ত বোন! প্রথম দিন কমেন্টে বলেছিলাম দুই বোনই বড় লক্ষ্মী আজ আর নতুন করে বলব না । তোমাদের উপর আমার স্নেহ ভালোবাসা সব সময়ই থাকবে । অন্য দিনের মতোই আজও ভিডিও টা দারুণ লাগল! 🥰❤
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো দিদি। খুব ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি।
আপনি এত সুন্দর করে বাংলা ভাষা উচ্চারণ করেন খুবই সুন্দর
দারুন দারুন সব ভিডিও, খুব সুন্দর সাধারণ ভাবে উপস্থাপন।
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো দাদা ভাই।
Didi Village ta khub Sundor Berate Aste pari?
From London.
হ্যাঁ অবশ্যই দিদি ভাই। সাদর আমন্ত্রণ রইল।
Tomder gramta khubi sundar amar chena chena lagchhe jodio konodino jayni tobe gosaba namer ekta grame giyechhilam 2bosor age thik sei rokomi lagchhe tomader gramta. Sei rashta sei nodi sei joar-vata gachher sari apurba. Choto vai-bon khub misti valo laglo. Valo theko
এই গ্রামটি ও গোসাবা ব্লকের সাতজেলিয়া দ্বীপের লাহিড়ী পুর গ্রাম। অনেক মানুষের অনুরোধে খুব শীঘ্রই সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই।
Tomader gram ta osadharon laglo.3 vai boner milon sara jibon atut thakuk
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি
খুব ভালো লাগলো ।তোমরা দুই বোনই যেমন দেখতে সুন্দর তেমনি রান্নাও ভালো ।
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি
গ্ৰাম টা দেখে খুব ভালো লাগলো ।
অপূর্ব রান্না ।
সাদর আমন্ত্রণ রইল।
অনেক দূরে দূরে বাড়ি । রাস্তা ভালো । পরিবেশটা ভীষন ভালো লাগলো । চালিয়ে যাও পাশে আছি ।
অনেক অনেক ভালোবাসা রইলো
অসাধারণ লাগলো গ্রামের অপুর্ব দৃশ্য। সাথে আপনার রেসিপি।
অনেক অনেক ভালোবাসা রইলো।
চমৎকার বিবরন। গ্রামের নাম,কলকাতা থেকে সড়ক পথে যাওয়ার বিবরন জানলে ভালো লাগতো।
Khub sundar, bhalo laglo pathghat,nodi Darun
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই
দিদি আপনাদের গ্ৰাম টি খুব সুন্দর, সাথে সাথে আমাদের ও দেখা হয় গেল আপনার এই সুন্দর গ্ৰাম টি,, ধন্যবাদ দিদি, আমি মালয়েশিয়া থেকে,,,,,🤗🤗
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই
What's the name of your village ? I am from Basirhat.
লাহিড়ী পুর। ভিডিও তে বলেছি তো দাদা ভাই।
Explaining village with fish in hand looks natural and fantastic.
Apnader Poribesh ta eto valo....❤❤
Mone hoy chutte chole jai.....
"Graam Chaara oi Ranga Maatir poth
Aamar mon bhulaye re...."❤❤😊🙏💐💐
সকলের অনুরোধে খুব শীঘ্রই সুন্দর বন ভ্রমনের ব্যবস্থা করছি। ভিডিও তে বিস্তারিত জানাবো দাদা ভাই। স্বাগতম আপনাকে।
@@SundarbanCooking Osonkhyo Dhonnyobaad 😊🙏💐💐❤
অনেকদিন অপেক্ষা ছিলো এই রকম একটা ভিডিয়ো। গ্রামের পরিবেশ খুব ভালোই লাগলো। বর্ষা আর সাইক্লোনই এখানে বড়ো সমস্যা। এইরকম আরো ভিডিওর আশা থাকলো। ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ ❤️🙏
Didi Bhai Tomar bon Tomar Kotha khub sone dekchi.Ranna tao Bhalo koreche mone hocche.Tomar kono bhul hoyni .Eirakom smart Didi Bhai,jamaibabu pase thakle bhul hoyar kono jayga thake na .sabai Bhalo thakbe
আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর দাদা ভাই।
Khub sundar gramer nam ki kibhabe jabo
লাহিড়ী পুর গোসাবা সুন্দরবন ইন্ডিয়া।
সুন্দরবন ভ্রমনের ব্যবস্থা করছি খুব শীঘ্রই। ভিডিও তে বিস্তারিত জানাবো। অনেক অনেক ভালোবাসা রইলো।
বোন খুব ভাল লাগল।তোমার গ্রাম দেখার ইচ্ছা রইল।
এত সুন্দর ভাবে গ্রামের ছবি গুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।
Thank you Dada
Video ta dakhe mon vore gelo gram er driso asadharon
ভালোবাসা রইলো
Nice video 📹 👍 👌 apnader gramta onek peaceful and beautiful apner rokom love you boudi bhalo theko 💕💙💚💗💛🧡❤❣💟💜💞💓💖🌹🌹🌹🌹🌹🌹🥑🍍🥭🥥🍎🍅🍋🍊⚘🍇🍈🍉🥬🧄👍🌷🌻
Modhu asolei sweet meye. Amar kache onek valo lage
কি সুন্দর রাস্তা, মাঠ, পথঘাট !! ❤️ চোখ জুড়িয়ে যায়।
Thank you didi
Tomar bon kub valo ranna korlo kintu amader ka daklona amra kintu rak korechi
Welcome to our Sundarban
This is really very very heart touching video. Do you have hospital there? I would like to visit your place some day.
There is no hospital here.
You are most welcome.
Which is the best time to visit? Are there any resort to stay?
@@pranayghosh8633 People come all year round, more tourists come during winter. But in my opinion it is better at the end of winter.
Thanks
কবির সুমনের একটা গান মনে পরে গেল --- ' কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায় ...গ্রামের দুর্গম পথ চলা নান্দনিক সৌন্দর্য তুলে ধরে ঠিকই কিন্তু বড়ই ক্লেশকর journey.
অসাধারণ মন্তব্য। ভালোবাসা রইলো দাদা ভাই।
দিদি আপনাদের গ্রামটা খুব সুন্দর। আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে আপনি রান্না করেন ভালো। আমি সেই বাপ্পাদিত্য আমার কথা কি মনে আছে দিদি????
ভালোবাসা রইলো ভাই
এক কথায় অসাধারণ অনবদ্য অপূর্ব সুন্দর ভিডিও ❤️
অনেক অনেক ভালোবাসা রইলো
Madam apnar gram asadharan khub valoo lagloo
Didi Ami apnar sob video dekhi. Apnar sob video gulo Valo lage.Amar Bari Choto molla khali.
ভালোবাসা রইলো
ভালোবাসা রইলো
Khub khub vlo laglo ajker vdo ta 👍👍👍👍
Thank you
ভালো লাগলো গ্রামের দৃশ্য। ভালো লাগলো রান্না টা। ভালো লাগলো আপনাদের পরিবার।
Very interesting rural scenay of Sundarban are of sub contains of Britain.
আন্তরিক ভালবাসা রইলো দিদি
Gramer prakrti khub sunder. Bhalo laglo
ভালোবাসা রইলো দিদি ভাই
😄😄😄দারুন সহজ সরল ভাবে গ্রামের বর্ণনা করলে বৌদি 🤣🤣🤣মন ভরে গেলো. চারিদিকে সবুজ আর সবুজ. মাঠ, পুকুর অসাধারণ. তোমার ভয় করেনা এতো ফাঁকায় থাকতে?🤔🤔🤔
দারুন, নতুন ভাবে এগিয়ে চলো 🤗🤗🤗 সাথে আছি
গ্রাম বাংলার দৃশ্য সত্যি ভালই লাগে ❤️
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই
@@SundarbanCooking 👍
Khub valo gram ta mach to ranna valoi holo khale ro valo lagto
Thank you so much
Osadaran and very nice village & very good family I like it
Susmita ke dekhe 40 bachhor aage dekha Dhonyee meye chhobir katha mone pare. Gramer anek paribortan hoyechhe. Tumi anek sahosi meye. Aamar suvechha roilo akdin tomar Sundarbon cooking safoller shikhore uthbe. Bhalo theko, sabdhane theko.
আপনার আশীর্বাদ ও শুভেচ্ছা আমার চলার পাথেয় হয়ে থাকবে। আপনিও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।
খুব সুন্দর পাশে আছি।
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই
Didi very nice video, love from U K. 🇬🇧 didi I love your cooking, thanks
Thank you Dada
Gram ta asadaron kintu grame bagher voye nei to? Amer sorir khrap takhai goto kal vlog ta dekte Pari nei
দিদি লোকালয়ের পারে অতটা ভয় নেই। ভালোবাসা রইলো দিদি ভাই।
Village ta kub valo laglo go didivai. Tomaka o.
ভালোবাসা রইলো দিদি
Khub khub valo hoache video. Darun
খুব সুন্দর হয়েছে বৌদিভাই, আপনার গ্রাম যেমন সুন্দর তেমনি আপনার বোনের রান্না আরও অনেক বেশী সুন্দর,, আজ প্রথমবার আপনার ভাইবোন কে দেখলাম, ভালো লাগলো 😊😊🥰🤚,,,তাদের জন্য শুভেচ্ছা অফুরান 👌
অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য। ভালো থাকবেন।
পরিবেশ টা দারুন লাগলো বুলু। ভালো লাগলো রান্না টা।❤️👍
গ্রামের পরিবেশ আমার খুবি ভালো লাগে ❤️❤️👌
ভালোবাসা রইলো দাদা ভাই
Darun laglo apnar ei video ta👍👍👍👍
Thank you Dada Bhai
দিদি তোমরা সুন্দরবনে কোথাই থাকো ।খুব ভালো লাগে তোমাদের ভিডিও।
আমারও বাড়ি সুন্দরবনে গোসাবা তে।
আমাদের বাড়ি দয়াপুর । লাহিড়ী পুর বাবার বাড়ি থেকে বেশী ভিডিও শ্যুট করা হয়। তুমি কোন গ্রামে থাকো ভাই ? ভালোবাসা রইলো।
2017 তে সুন্দর বন্ ভ্রমণে দয়াপুর পাখিরালয় গিয়েছিলাম। এই ভ্রমণের অভিজ্ঞতা ভোলা যাবে না। মেদিনীপুর থেকে।
@@SundarbanCooking আমার বাড়ি গোসাবা হসপিটাল এর পাসেই ।গোসাবাই আসলে আমাদের বাড়িতে আসবেন।
দিদি নমস্কার আপনি বাজার থেকে আসতে রাস্তার মাঝে যে সুন্দর বর্ণনা দিলেন খুব ভালো লাগলো আর আপনার বোন খুব সুন্দর রেসিপিটি রান্না করলো অসাধারণ আপনাদের দুই বোনের কোন তুলনা হয় না
ভালোবাসা রইলো দাদা ভাই
Durdanto hoyecha didivai agiye jao sange achi. A
অনেক অনেক ভালোবাসা রইলো দিদি
বর্ষা মৌসুমের জীবন যাএা ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভিডিও করবেন।ধন্যবাদ।
বর্ষা মুখর পরিবেশ অবশ্যই দেখাবো দাদা ভাই।
Boudi...tomader gram khub valo Legeche
Tomader gram jete khub ichhe hochhe
Ki vabe jobo....plz.adders ta bolo..phone no. Dile valo hoy...
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই
খুব ভালো লাগল তোমার সব ভিডিও গুলো ভালো ই লাগে ।
আপনার প্রতিটি মন্তব্য মন ছুঁয়ে যায় দিদি।
Sundorban e ami ekbar gechi.
Pray 7 Bochor hoe geche.
Apnar video dekhe abar jawar iche ache.
Natural blog ... So nice👌
আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ দাদা ভাই
Khub Sundar garmta dakha hoye ghalo Nabadwip
Thank you Dada Bhai
বউদি তুমি সবার জিবে পানি নিয়ে আাসলে, তোমার তেঁতুল খাওয়া দেখে আমার জিবে পানি আসলো,সবার ও তাই মনে হয়
🥰 অনেক অনেক ভালোবাসা রইলো দাদা
সুন্দরবনে ভিতরে খুব সুন্দর গ্রাম। দেখতে যেতে খুব ইচ্ছে করছে।ধন্যবাদ আপু
অনেক অনেক ভালোবাসা রইলো দাদা ভাই
আমি সৌরভ বৃষ্টি সাথে আছি। রান্না শিখে গেছি।
আন্তরিক ভালবাসা।
Eta ki Satjelia? Ami tin(3) bar Satjelia gesi ABHA namer ekta somaj sebi songsthar hoye kichu school er infrastructure development er jonno jothasombhob help aar students der boipotro ,khata pencil kolom diye porasunar unnoti ghotanor chesta . Ekti high school er headmaster chilen Chitta Babu aar onnotar mone nai. Brick patano rasta dekhe Satjelia mone holo tai likhlam. Susto theko, bhalo thako ei kamona e kori.
মাছের থেকে গ্রামের পরিবেশটা খুবই মনোরম লাগল--- সত্যিই সুন্দর।
Thank you Dada Bhai
Outstanding Sushmita !! Go ahead...we are always with you !! 🙏🙏🙏🙏
Thank you so much Dada