কাউবয় (Cowboy) একটি ইংরেজি শব্দ, যার অর্থ মূলত গবাদিপশু পালক বা রাখাল ব্যক্তি। এটি সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকার কৃষিজীবী সমাজের একটি সাংস্কৃতিক পরিচয় বহন করে। কাউবয়-এর অর্থ এবং গুরুত্ব: 1. পেশাগত অর্থে: কাউবয় বলতে সেই ব্যক্তিদের বোঝায় যারা গবাদিপশু (গরু, ঘোড়া) পালন, দেখাশোনা এবং ট্রেইলে নিয়ে যাওয়ার কাজ করে। এটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে প্রচলিত একটি পেশা। 2. সংস্কৃতিগত অর্থে: কাউবয় পশ্চিমা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কাউবয়দের চিহ্নিত করা হয় তাদের বিশেষ পোশাক, যেমন স্টেটসন হ্যাট, বুট, জিন্স, এবং ল্যাসো ব্যবহার করার জন্য। 3. চলচ্চিত্র এবং সাহিত্যে: কাউবয় চরিত্রগুলোকে সাহসী, নির্ভীক এবং স্বাধীনচেতা হিসেবে চিত্রিত করা হয়। পশ্চিমা সিনেমা (ওয়েস্টার্ন) এবং উপন্যাসে কাউবয়দের জীবনধারা এবং দুঃসাহসিক কাজকর্মের গল্পগুলো বেশ জনপ্রিয়। 4. প্রতীকী অর্থে: কাউবয় শব্দটি কখনো কখনো "নিয়ন্ত্রণহীন" বা "ঝুঁকিপূর্ণ কাজ করা" ব্যক্তিদেরও বোঝাতে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, কাউকে "কাউবয়" বলে উল্লেখ করা হতে পারে যদি তারা নিয়ম ভেঙে কাজ করে। কাউবয় সংস্কৃতি: আজকের দিনে কাউবয় শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি আইকনিক প্রতীক যা সাহস, স্বাধীনতা, এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে।
হিন্দু হলে মানা যেতো, একজন মুসলমানের পক্ষে এটা বলা ঠিক হয়নি😢 জেনে বুঝে আরো সতর্ক হয়ে অন্যভাবে বললে হতো, আমরা মুসলমান এটা আমাদের জন্য চরম আঘাত, একবার সিক্স প্যাক বলে, আর একবার রাখাল নাউজুবিল্লাহ। আগেরবার করোনা দিয়েছে, এইবার কি দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন😢😷
আপনি বড় আলেম কিনা জানিনা তবে মিজানুর রহমান আজাহারী হুজুর বিশ্বের সেরা জনগণের ভালোবাসার বিশাল আলেম আল্লাহ তায়ালা মিজানুর রহমান আজাহারী সহায় থাকুন আমিন
❤ আমি সাধারন একজন মুসলিম অনেক কি আসলে কোন আলেম কোরআনে হাফেজ নাকি জানিনা আল্লাহ উনার মুখ দিয়ে এমন কথা কেন বের করলেন এটার জন্য নিজ জাতির সামনে লাইভে এসে ক্ষমা চাওয়া দরকার❤❤
আজহারী সাহেব তিন ভাষায় বক্তব্য দিয়ে থাকেন এটা যদি কেউ না বুঝে তাহলেতো আর কিছুই করার নাই। আর নিন্দুকের কাজ শুধু মানুষ সমালোচনা করা। আজহারী হুজুরের এই বক্তব্যের মধ্যে আমি কোনো ভুল দেখছিনা।
আমি একদা নিজের হেদায়েতের উদ্দেশ্যে জামাতপন্থী বক্তা মিজান আজাহারী সাহেবের ওয়াজ শুনতে গিয়েছিলাম। আমার লক্ষ্য ছিল হুজুরের সোহবতে নিজেকে পরিবর্তন করা। ওয়াজ শুনতে শুনতে এক পর্যায়ে হুজুর দেখি গান গাইতে শুরু করেছে, যেমন, আদু রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় তোমারই লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে এসব গান শুনে আমার মনে জীবনের প্রথম প্রেমের স্মৃতি মনে পড়ে গেল, তার স্মৃতি স্মরণ করে সেই রজনী কেটেছিল আমার। অথচ, ছোট কালে আমরা কওমি আলেমদের মুখে শুনেছিলাম গান শুনলে কানে সীসা ঢালবে কেয়ামতের দিন। টেলিভিশন দেখলে চোখে সীসা ঢালবে ইত্যাদি। এখন আমার প্রশ্ন মিজান সাহেব মানুষকে জান্নাতের পথে ডাকছে নাকি জাহান্নামের পথে? আজ থেকে ৭ বছর পূর্বে এক যুবক পোস্ট করেছিল এভাবে।
মাসাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ,,, এতো সুন্দরকরে কথাগুলো বলার জন্য,,, হুজুরের যদিও মনের অজান্তেও কোনো ভুল হয়ে যায় সেটা সংসোধন করার কথা আপনি এতো সুন্দর করে বললেন এতেকরে হুজুরকে কেউ খারাপ বলবেনা,,, খারাপ বলবে শুধু ভন্ডরা কারণ তারা চায় কেউ যেনো হক কথা নাবলতে পারে,,,।
কেউ যদি অন্যের বাড়িতে কাজ করে থাকেন তাহলে বর্তমানে আপনি তাকে কামলা বা লেবার বলে সম্বোধন করা এইটা কি শালিনতা র ভাষা হলো !!!!!? উনাকে আমিও পছন্দ করি তাহলে bad side ও মেনে নিতে হবে প্রিয় নবীজির ব্যাপারে আরও সম্মান জনক ভাষা ব্যবহার করতে পারতেন
মাশাআল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। কিন্তু বোকারা বুঝে না আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন
সে তো মিজানুর রহমান আজহারী একদম সত্য কথা বলেছে নবীজির কোন সম্মানের হানি করেন নাই আল্লাহ রাব্বুল আলামীন কি ভাবে সম্মানিত করেন সেই কথাটা প্রকাশ করেছেন করেছেন
হযরত ধন্যবাদ আপনাকে বিশ্লেষণ করার জন্য কিন্তু আমার আপনার কাছে পছন্দ হলো নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ছাগল ছড়িয়েছেন তিনি ছাগলের রাখাল ছিলেন এই শব্দটা ইংরেজিতে আপনি বিশ্লেষণ করলে তার শব্দটা উচ্চারণ কি হবে সেটা যদি একটু বলতেন তাহলে সবাই কিলিয়ার হতো
আমাদের দেশের সাধারণ মানুষ আবেগ প্রবন আর যারা জ্ঞানী দাবী করেন তাদের সিংহভাগ হিংসা পরায়ন অতএব ইন্টারন্যাশনাল ইসলামী স্কলার জন নন্দিত ডঃ মিজানুর রহমান আজহারী সাহেব ইংরেজি / বাংলা ভাষা ব্যাবহারে আরো সতর্কতা অবলম্বন করলে আমার মনে হয় হিংসুকরা সমালোচনা খোরাক পাবে না। আপনার সাথে সহমত পোষণ করছি।
রাখাল শব্দটি যেহেতু হাদীসে (সঃ) এসেছে, সুতরাং শব্দটি নিয়ে কোন সংশয় নেই। কিন্তু রাখাল শব্দের ইংরেজি যে Cowboy এটা বলাতে এত সমস্যা কেন? তাহলে তো বাংলায়ও রাখাল/মেষচারক/পশুচারক বলা উচিত নয়, আরবীতেই বলতে হবে!!!
৷ ৷৷ يا ايها الذين امنوا لا تقولراعنا অর্থ হে ঈমানদারগন তোমরা রাসুল সা: কে রয়িনা বলো না তথা রাখাল বলো না বরং বলো:انظرنا অর্থ লক্ষ করুন,,,,,,,,, তাহলে এই আয়াতের কি করবেন ভাইজান,,,,,আপনি কি আলেম🤔🤔যদি না হন হাদিস বর্ননা করার অনুমতি দিলো কে আপনাকে
এই ধরনের বক্তব্য কোরানের বিরুদ্ধে যুদ্ধের নামান্তর, পবিত্র কোরানে পরিস্কার বলা আছে হে ঈমানদার গন তোমরা নবীদের কে রাখাল বলিও না, বরং বল আমাদের দিকে নজর করুন।
পৃথিবীতে যার গুন আছে। তার সমালোচনা হবেই। এটা নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর যুগে ছিল।
Apni ke janen vi
Right broo
@@MSAlam-q6p নাম তার আবু জাহেল মানে টা বোঝ লে তো
সাবাস যুক্তি বিদ্যা
হ্যাগো হুজুরের আবার ভুল হয় 😂😂😂
কৃষক, চাষী, রাখাল এরাই তো সত্যিকারের সোনার মানুষ ❗
মিজানুর রহমান আজহারী কিছু বললে তাদের তুফান হয়ে যায়।
রাসুলদের শানে বেয়াদবি করলে তুফান তো হবেই
সেটাতো নবীর বিপক্ষে বলছেন
মিজানুর রহমান সাহেব মনে হচ্ছে নবীর থেকেও বড়,, বেয়াদব ও ভক্ত দের নিকট,,
উনি কি এতো বড় আলেম এমনি এমনি হয়েছে হুজুর ও জানেন নবীজীর সম্মান সমন্ধে আশা করি আপনারা বুঝতে পারবেন
কাউবয় অর্থ রাখাল
রাখাল বালক
ভাই আমাদের নবীজিকে কি আমরা রাখাল বলতে পারব @@IsrafilHoshjkkil
পৃথিবিতে অনেক ভাষা আছে ওকে বেশি বুঝাতে পারবো না। নামাজ পড়েন কয় ওয়াক্ত এতো কথা বলতে আসেন@@Nirobshantoofficial01
@@Nirobshantoofficial01কানো বোলাজাবেনা । এটাই সত্য
সমস্যা হলো আমাদের ভিতর ।
আমরা এই কথাটাকে খারাপ দিকে কেনো নিচ্ছি😢
কাউবয় (Cowboy) একটি ইংরেজি শব্দ, যার অর্থ মূলত গবাদিপশু পালক বা রাখাল ব্যক্তি। এটি সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকার কৃষিজীবী সমাজের একটি সাংস্কৃতিক পরিচয় বহন করে।
কাউবয়-এর অর্থ এবং গুরুত্ব:
1. পেশাগত অর্থে:
কাউবয় বলতে সেই ব্যক্তিদের বোঝায় যারা গবাদিপশু (গরু, ঘোড়া) পালন, দেখাশোনা এবং ট্রেইলে নিয়ে যাওয়ার কাজ করে।
এটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে প্রচলিত একটি পেশা।
2. সংস্কৃতিগত অর্থে:
কাউবয় পশ্চিমা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
কাউবয়দের চিহ্নিত করা হয় তাদের বিশেষ পোশাক, যেমন স্টেটসন হ্যাট, বুট, জিন্স, এবং ল্যাসো ব্যবহার করার জন্য।
3. চলচ্চিত্র এবং সাহিত্যে:
কাউবয় চরিত্রগুলোকে সাহসী, নির্ভীক এবং স্বাধীনচেতা হিসেবে চিত্রিত করা হয়।
পশ্চিমা সিনেমা (ওয়েস্টার্ন) এবং উপন্যাসে কাউবয়দের জীবনধারা এবং দুঃসাহসিক কাজকর্মের গল্পগুলো বেশ জনপ্রিয়।
4. প্রতীকী অর্থে:
কাউবয় শব্দটি কখনো কখনো "নিয়ন্ত্রণহীন" বা "ঝুঁকিপূর্ণ কাজ করা" ব্যক্তিদেরও বোঝাতে ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ, কাউকে "কাউবয়" বলে উল্লেখ করা হতে পারে যদি তারা নিয়ম ভেঙে কাজ করে।
কাউবয় সংস্কৃতি:
আজকের দিনে কাউবয় শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি আইকনিক প্রতীক যা সাহস, স্বাধীনতা, এবং শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে।
রাখাল বলা যদি সমস্যা না হয় তবে Cow boy সমস্যা কোথায়????
Aida ki murkhora bujhe go?
হিন্দু হলে মানা যেতো, একজন মুসলমানের পক্ষে এটা বলা ঠিক হয়নি😢 জেনে বুঝে আরো সতর্ক হয়ে অন্যভাবে বললে হতো, আমরা মুসলমান এটা আমাদের জন্য চরম আঘাত, একবার সিক্স প্যাক বলে, আর একবার রাখাল নাউজুবিল্লাহ। আগেরবার করোনা দিয়েছে, এইবার কি দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন😢😷
সমালোচনা কারীদের নিকট জানতে চাই আপনারা যদি এই হাদিসটি কোনো ইংরেজি ভাষা- ভাষীদের বঝাতে চান তাহলে কিভাবে উপস্থাপন করবেন।
উনি কী ইংরেজদের সামনে বয়ান করছেন।পাতলামী করার জায়গা পান না।
নবি কি কখনো গুরু চরাতেন
@@Sohidulislam-gl6vh বকরী চড়াতেন,, তাকে ইংরেজিতে বলে cowboy
@@Sohidulislam-gl6vhgoru na dumba
@@Sohidulislam-gl6vhcowboy অর্থ হলো রাখাল। এখানে গরু আসলো কোথা থেকে ভাই,,,,?
ডক্টর মিজানুর রহমান হুজুরের পিছনে লাগলে একঝাক হিংসুটে হীনমন্য নিচু মনের মানুষ 😂
টিক।
Azhari hagu dile oita o khea fel
Absolutely right brother ❤❤❤
শুধু পিছে লেগে থাকা ভালোনা।
আমার মনে হয় জনাব মিজানুর ভূল বলেন নাই ❤
ভুল ইংরেজি অনুবাদ করেছেন। বাংলা উচ্চারণ ঠিক আছে কিন্তু ছাগল /মেশ এর রাখাল উচ্চারণ shepherd হইবে COW BOY নয়।
আজহারি নবীজীকে ছোট করার উদ্দেশ্যে কোন কথা বলেননি।
সহমত।
মিজানুর রহমান আযহারী হুজুর একজন ভালো আলেম 💙🧡💚💛💜♥️💗❤️💖
@@skrahen858 😄😄😄nobi beddece alem jode valo hoi, tahole abu jahel,abu lahab o nejeder valo dabi korbo
আলেম না,বক্তা।
আলেম শুধু হায়াত বিন বাশার@@nasiruddinnhdhali4859
অন্যের সমালোচনা গিবত হিংসা করলে নিজেকেই অপমানিত হতে হবে। যারা এসব করে তাদেরকে আল্লাহ তায়ালা হেদায়েত দান করুন।
আপনি বড় আলেম কিনা জানিনা তবে মিজানুর রহমান আজাহারী হুজুর বিশ্বের সেরা জনগণের ভালোবাসার বিশাল আলেম আল্লাহ তায়ালা মিজানুর রহমান আজাহারী সহায় থাকুন আমিন
আল্লাহ মিজানুর রহমান আজাহারির সহায় আছেন। আমিন।
মাশাআল্লাহ প্রিয় উস্তাদজী গুরুত্বপূর্ণ আলোচনা ❤❤❤
মাশাল্লাহ জাঝাকা আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে আপনি ব্যাখ্যাটা উপস্থাপন করেছেন বিষয়টা আপনি উপলব্ধি করেছেন যে শত্রুটিগুলো ধরা হচ্ছে হিংসা বসবো
এত হিংসা নিয়ে কিভাবে জান্নাতে যাওয়া আসা করেন আল্লাহ সুবহানাতায়ালার সন্তুষ্টি আশা করেন
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য।
প্রায় প্রতিটি নবী রাখাল ছিলেন রাখালের ইংলিশ শব্দ হচ্ছে কাউ বয়। শিক্ষা দিয়েছেন তিনি যুবকদেরকে কর্মের জন্য উৎসাহিত করেছেন সমস্যা কোন জায়গায়।।
শুরু হয়ে গেছে। হায়রে বাঙালি জাতি ,আজহারি কলিজার ভাই তুমি এগিয়ে যাও আল্লাহ তোমার সাথে আছেন জেন জি কোরআন এর ছায়া তলে আসার জন্য প্রস্তূত
❤ আমি সাধারন একজন মুসলিম অনেক কি আসলে কোন আলেম কোরআনে হাফেজ নাকি জানিনা আল্লাহ উনার মুখ দিয়ে এমন কথা কেন বের করলেন এটার জন্য নিজ জাতির সামনে লাইভে এসে ক্ষমা চাওয়া দরকার❤❤
যারা ইংরেজিতে আলোচনা করে তারা যদি কাউ বয় বলতো তাদেরকে কে নিয়ে কি সমালোচনা করতেন?
Cowboy কে আলাদা করে বলতো। বলতো cow মানে গরু , boy মানে বালক। বিদাতিরা, মাজার পুজারিরা মিজানুর রহমানের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছে
এটাই তো বাস্তব সত্যি কথা
বাংলাদেশে কিন্তু এত মুর্খ জানতাম না 😂
মানুষ বলতেই ভুল উনার কথা বলাতে একটু ভুল হতেই পারে আপনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ অন্তরে অন্তস্থল থেকে সুখ রান
মিজানুর রহমান আজহারি ❤
নবীর ওয়ারিশ গণ আলেম গণ তাহাদের কাজ কি দাওয়াত ও তাবলীগ দুই ভাগ করা আল্লাহ তাআলার জন্য একসাথে কাজ করার তৌফিক দান করুন আমীন
যে কাজ নবীরা দিয়ে গেছেন উলায়েকেরাম কে, সেখানে তুমি আলেমদের দিকে এভাবে কমেন্ট করে নিজেকে কী পন্ডীত মনে করতেছো
আমাদের বাংলদেশে অনেক মানুষ হিংসার শহরে বসবাস করে
আজহারী সাহেব তিন ভাষায় বক্তব্য দিয়ে থাকেন এটা যদি কেউ না বুঝে তাহলেতো আর কিছুই করার নাই। আর নিন্দুকের কাজ শুধু মানুষ সমালোচনা করা। আজহারী হুজুরের এই বক্তব্যের মধ্যে আমি কোনো ভুল দেখছিনা।
আযহাড়ী হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি তবে ওনার ভূল যারা দরতে আসে তাদেরকে বলি ওনার সমান শিক্ষা অর্জন করেন তারপর ভূল ধরেন,,,
আমরা আম পাবলিকের চেয়ে আলেমগণ, নবী (সাঃ) অনেক বেশী ধারণ করেন। আমাদের শিক্ষার অনেক কমতি আছে।
এটা তো এখন কার বয়ান না তাহলে এখন আপলোড করেছেন কেনো ভাই?
আপনার জন্য ভালোবাসা ❤
Alhamdulillah. Mizanur Rahman Azhari Excellent 👌❤❤
এই ওয়াজটি কি এখনকার না আগের সেটা ভালো করে দেখেন
চমৎকার ভাবে বলেছেন আপনি সুন্দর ভালো লেগেছে
আমি একদা নিজের হেদায়েতের উদ্দেশ্যে জামাতপন্থী বক্তা মিজান আজাহারী সাহেবের ওয়াজ শুনতে গিয়েছিলাম। আমার লক্ষ্য ছিল হুজুরের সোহবতে নিজেকে পরিবর্তন করা। ওয়াজ শুনতে শুনতে এক পর্যায়ে হুজুর দেখি গান গাইতে শুরু করেছে,
যেমন, আদু রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়
তোমারই লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে
এসব গান শুনে আমার মনে জীবনের প্রথম প্রেমের স্মৃতি মনে পড়ে গেল, তার স্মৃতি স্মরণ করে সেই রজনী কেটেছিল আমার। অথচ, ছোট কালে আমরা কওমি আলেমদের মুখে শুনেছিলাম গান শুনলে কানে সীসা ঢালবে কেয়ামতের দিন। টেলিভিশন দেখলে চোখে সীসা ঢালবে ইত্যাদি। এখন আমার প্রশ্ন মিজান সাহেব মানুষকে জান্নাতের পথে ডাকছে নাকি জাহান্নামের পথে?
আজ থেকে ৭ বছর পূর্বে এক যুবক পোস্ট করেছিল এভাবে।
😄😄😄
সুন্দৰ আলোচনা 😊😊
মিজানুর রহমান আজহারী যেটা বলেছেন সেটি জেনে বুঝে বলেছেন।
আজহারি সঠিক কথা বলেছেন, মুছা আলাইহি ওয়াসাল্লামের কথা তো কোরআন কারিমে উল্লেখ আছে।
সুন্দর যৌক্তিক আলোচনা করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।
মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন ধন্যবাদ আপনাকে
এই না হলো আপনার যুক্তি সহকারে কথা ভাই মুগ্ধ হয়ে গেলাম খুব সুন্দর কথা বলছেন ভাই মাশাআল্লাহ, 🩷❤️🩹
চমৎকার আলোচনা
আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য।
মাশাআল্লাহ সুন্দর আলোচনা
মাশা আল্লাহ সঠিক কথা বলা হয়েছে মিজানুর রহমান
আপনার কথা গুলো ও ভালো।লাগলো।ওরা হিংসুক। ওদের মনো ভাবে বুঝা যায়
প্রথমত, কথা হলো আমরা যে কেউ যদি ঐ হাদিস ইংরেজীতে বলেন তাহলে তখন কি বলবেন?
দ্বিতীয়ত, উনি ইংরেজী বলেন যাতে সেটা অন্যান্য দেশের মানুষ বুঝতে পারে।
জাজাকাল্লাহ ❤
জিলাপি হুজুরেরা কি ইংলিশ বোঝে ইংলিশে যখন এই কথাবার্তা বলবে তখন কি বলবে ওখানে
❤
আমাদের দেশের লোকের কাজ শুধু একজনের পিছনে সমালোচনা করা। আমি মনে করি আজাহারী সাহেবের আর ও সামনে সন্মান বাড়বে।
আমাদের মন মানসিকতা এতোটাই ছোট একজন আলেম হয়ে আরেক জনের ভালো টা সয্য করতে পারেনা ডঃ মিজানুর রহমান আজহারী হুজুরের জনপ্রিয়তা দেখে আক্রমণ করা হয়েছে আল্লাহ আপনি হুজুরকে নেক হায়াত দান করুন আমাদেরকে হেদায়েত দান করুন আমিন হাছবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিয়ামাল নাসির
ধন্যবাদ আপনাকে যাযাকাল্লাহু খায়রিন আমিন সুম্মা আমিন।
আপনি একজন খুব ভালো ইমানদার হূজুর ভালো আলোচনা করলেন। ধন্যবাদ আপনাকে
রাখাল মিজানের শাগরেদ
মাশাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য।
জাজাকাল্লাহ খাইরান।
হুজুর আপনে সুন্দর কথা বলছেন 🥀আযহারী হুজুর এই কথা আর 6বছর আগে
মাসাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ,,, এতো সুন্দরকরে কথাগুলো বলার জন্য,,, হুজুরের যদিও মনের অজান্তেও কোনো ভুল হয়ে যায় সেটা সংসোধন করার কথা আপনি এতো সুন্দর করে বললেন এতেকরে হুজুরকে কেউ খারাপ বলবেনা,,, খারাপ বলবে শুধু ভন্ডরা কারণ তারা চায় কেউ যেনো হক কথা নাবলতে পারে,,,।
দাওয়াত ও তাবলীগ জামাত হক হক মেহনত কিছু কিছু আলেম দুই ভাগ করেছেন আল্লাহ তাআলার পক্ষে বিচার আসিতেছে
আমার সম্মানিত উস্তাদ 🥰💝❣️
@@Abdullah-c6q6q জাযাকাল্লাহ্
একদম ঠিক বলছেন হুজুর মানুষের এখন অনেক হিংসা হয় আজহারী সাহেবের সাথে
একটা কথা আছে
দেখতে পারেনা যারে
চলন বাঁকা তার।
জনাব আজহারি সাহেব এর প্রতি অনুরোধ রইল শব্দ চয়নে
আর ও সতর্ক হোন।
কেউ যদি অন্যের বাড়িতে কাজ করে থাকেন তাহলে বর্তমানে আপনি তাকে কামলা বা লেবার বলে সম্বোধন করা
এইটা কি শালিনতা র ভাষা হলো !!!!!?
উনাকে আমিও পছন্দ করি তাহলে bad side ও মেনে নিতে হবে প্রিয়
নবীজির ব্যাপারে আরও সম্মান জনক ভাষা ব্যবহার করতে পারতেন
মাশাআল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। কিন্তু বোকারা বুঝে না আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন
রাইট
ঠিক বলেছেন ভাই
এই ভিডিওটা ৫ বছর আগের।এটার জন্য উনি ক্ষমা ও চেয়েছেন। আপনার কোথায় আছেন??
ক্ষমা চাইলো কেনো? তার মানে সে ভুল করেছে?
মিজানুর রহমান আজহারী হুজুর অতি শীঘ্রই পচে যাবে যদি এসব থেকে তওবা না করে উনি ইংলিশে বেশি পারদর্শী দেখাতে গিয়ে উনি সম্মানের উপর আঘাত করে কথা বলেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবিই সুন্দর কথা
মিজানুর রহমান আজহারী হুজুরের বনের ভিতরে উনি পারদর্শী দেখাতে গিয়ে অনেক সময় সম্মানের উপর আঘাত করে কথা বলে নবী সাহাবীদেরকে
Thanks for video
সে তো মিজানুর রহমান আজহারী একদম সত্য কথা বলেছে নবীজির কোন সম্মানের হানি করেন নাই আল্লাহ রাব্বুল আলামীন কি ভাবে সম্মানিত করেন সেই কথাটা প্রকাশ করেছেন করেছেন
তিনি ইংরেজি শব্দ বলেছেন
রাইট হযরত
হযরত ধন্যবাদ আপনাকে বিশ্লেষণ করার জন্য কিন্তু আমার আপনার কাছে পছন্দ হলো নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ছাগল ছড়িয়েছেন তিনি ছাগলের রাখাল ছিলেন এই শব্দটা ইংরেজিতে আপনি বিশ্লেষণ করলে তার শব্দটা উচ্চারণ কি হবে সেটা যদি একটু বলতেন তাহলে সবাই কিলিয়ার হতো
ইংলিশ না জানলে যা হয় এই হুজুরের কেত্রেও তাই 😅
সর্বশেষ কত নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে সম্মানের সাথে কথা বলতে হবে বাংলাদেশের মানুষ যে তাকে সম্মান ভাবে বাংলাদেশের মানুষকে সেভাবেই কথা বলতে হবে
হজুরকে আমরা ভালোবাসি।। 💟
আল্লাহর জন্য।। তাদের সহ্য হয় না।।
,,,,,,,,,,,,,,,,, সমাআলোচনা মানু্স করবেই বালো মানুষের সমাআলোচনা হবেই
মিজান হুজুরের গোড়া বা পূর্বসূরী ছিলেন নবী রাসুল সাহাবাদের সমালোচনামূখর।মিজান হুজুর তো এমন বলবে ই।
ঈমান শেষ, মুসলিম হয়েও এটা বলা একজন মুসলমানের পক্ষে কেমনে সম্ভব, আস্তাগফিরুল্লাহ।
কোন আলেম নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে এরকম ভাবে কথা বলে উনি বলেন উনি ইংলিশে এত পারদর্শী দেখাতে যায় কেন
এই ওয়াজ মাহফিল ২৪,২৫,এর না তা হলে এই ভিডিওটি আপলোড করলো কে, তাকে হেদায়েত দান করেন, অপপ্রচার চালানো ভালো না, এটা অনেক আগের,
মাশাআল্লাহ অনেক সুন্দর কথা মিজানুর রহমান আজহারির
আমাদের দেশের সাধারণ মানুষ আবেগ প্রবন আর যারা জ্ঞানী দাবী করেন তাদের সিংহভাগ হিংসা পরায়ন অতএব
ইন্টারন্যাশনাল ইসলামী স্কলার জন নন্দিত ডঃ মিজানুর রহমান আজহারী সাহেব ইংরেজি / বাংলা ভাষা ব্যাবহারে আরো সতর্কতা অবলম্বন করলে আমার মনে হয় হিংসুকরা সমালোচনা খোরাক পাবে না। আপনার সাথে সহমত পোষণ করছি।
যারা সমালোচনা করছেন তারাই হলো আসন নবী প্রেমিক
মুহতারাম উস্তাদ কাছে আলহামদুলিল্লাহ এসো উর্দু শিখি কিতাব পড়ার সৌভাগ্য হয়েছে।❤❤
তারা ইংরেজি ভুজে না ভুজেনা
আমাদের বুঝতে হবে,এখানে বক্তা যদি ইংরেজিতে কথা বলতেন, তখন তিনি কি শব্দ ব্যবহার করতেন।
ইসলামে আবেগের কোন স্থান নাই
আপনার মনে হয় ভুল হচ্ছে আমি পুরা দুই মাহফিলের ওয়াজ শুনেছি এই ধরনের কোন কথায় বলা হয়নি দুইটি মাহফিল এটা আগের ভিডিও
সমালোচনা করে কোন লাভ নেই সম্মান দেওয়ার মালিক আল্লাহ
রাখাল শব্দটি যেহেতু হাদীসে (সঃ) এসেছে, সুতরাং শব্দটি নিয়ে কোন সংশয় নেই।
কিন্তু রাখাল শব্দের ইংরেজি যে Cowboy এটা বলাতে এত সমস্যা কেন? তাহলে তো বাংলায়ও রাখাল/মেষচারক/পশুচারক বলা উচিত নয়, আরবীতেই বলতে হবে!!!
৷ ৷৷ يا ايها الذين امنوا لا تقولراعنا অর্থ হে ঈমানদারগন তোমরা রাসুল সা: কে রয়িনা বলো না তথা রাখাল বলো না বরং বলো:انظرنا অর্থ লক্ষ করুন,,,,,,,,, তাহলে এই আয়াতের কি করবেন ভাইজান,,,,,আপনি কি আলেম🤔🤔যদি না হন হাদিস বর্ননা করার অনুমতি দিলো কে আপনাকে
ভাষা বুঝতে না পারলে ও সমালোচনায পাকা। ومن شر حاسد إذا حسد
ওনাদের ব্যবসা লাটে ওঠবে
জলবেই তো ওদের 😅
আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন আমিন।
একজন আলেম হয়ে কি করে মানুষের গীবত করে
প্রিয় নবীজি (দ:) কে রাখাল বলার সম্ভবনা থাকে এমন শব্দ ব্যবহার করতে নিষেধ করে দিলেন আল্লাহ তায়ালা-
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَقُولُواْ رَٰعِنَا وَقُولُواْ ٱنظُرْنَا وَٱسْمَعُواْ ۗ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ
হে মুমিন গণ, তোমরা ‘রায়িনা’ বলো না-‘উনযুরনা’ বল এবং শুনতে থাক। আর কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। [সূরা বাকারাহ্: 104]
উল্লেখ্য যে- রায়িনা মানে রাখাল
রাসূলে পাকের শানে রাখাল ছিলো বলে আখ্যা দেওয়া হারাম, কুফরী❗এই গুস্তাখের উপর লা'নত।
--------------------
সুরা আন নূর
আয়াত : ৬৩
(হে মুসলমানেরা!) তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের পরস্পরে আহ্বানের মতো গণ্য করো না। (রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামকে আহ্বান করা যখন তোমাদের পারস্পরিক আহ্বানের মতো নয়, তখন স্বয়ং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের সত্তা কিভাবে তোমাদের মতো হতে পারে?)
এই ধরনের বক্তব্য কোরানের বিরুদ্ধে যুদ্ধের নামান্তর, পবিত্র কোরানে পরিস্কার বলা আছে হে ঈমানদার গন তোমরা নবীদের কে রাখাল বলিও না, বরং বল আমাদের দিকে নজর করুন।
৫ অগাস্ট হাসিনা পালিয়ে জাবার পিরে মজানুর রহমান কে প্রধান মন্ত্রি দেখতে চায়
Masha allah allhamdulillah hozor apni onek balo manosh .apnar kuthar shate Ami AK Mut .jajakallah min khair
@@jannatulsultanapoly6580 আমীন