আসসালামু আলাইকুম। ভাই কমেন্টগুলো খুটিয়ে খুটিয়ে পড়লাম। আমার মনের জিজ্ঞাসার উত্তর সেখান থেকে পেয়ে গেলাম। ভাই অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ আপনাকে এই কষ্টের উত্তম বিনিময় দান করুন, সেই দুআ করছি।
@@TechnologyBanglaShahin আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
আমার কাছে ১২ভোল্ট 55ah এর হামকো ব্যাটারিটি আছে। এটার জন্য কত ওয়াট এর সোলার প্যানেল ব্যাবহার করতে হবে? আর কম টাকার মধ্যে কোন কোম্পানির সোলার প্যানেলটি ভালো ?❤
এটার জন্য ১০০ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে ২য় গ্রেডের প্যানেল যেমন ফরচুন, Aiton, জেনেটিক, সানশাইন, লং রান নিতে পারেন।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
Assalamualaikum bhaiya, আমি, 65 Watts hamko solar panel এবং hamko 40 A battery সাথে super star 40/76 cable বর্তমানে ব্যবহার করছি,,,এখন আপনার ভিডিও দেখার পর 70/76 অথবা RM 4 mm2 photovoltaic pv কেবল লাগাতে চাচ্ছি, ঠিক হবে কিনা আপনার পরামর্শ চাই।
যে কন্ট্রোলার আপনি এখন ব্যবহার করছেন ওটাতে USB পোর্ট নাই? ওটাতে USB পোর্ট থাকলে তো আপনি ওটাই মোবাইল চার্জিং এর জন্য ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ আপনি এক্সটা চার্জ কন্ট্রোলার ব্যাটারির সাথে সংযুক্ত করে মোবাইল চার্জ দিতে পারবেন।
আমার সোলার এর ক্যাবল ইন্দুর কেটে ফেলেছিল, তারপরে কাটা অংশ আবার জোড়া লাগাই আমার মনে হচ্ছে এর জন্য আউটপুর কম পাচ্ছি, তবে কোন মিটার না থাকায় সিউর হতে পারতেছি না ,এমনটা কি হতে পারে ?
10 rm flexible ক্যাবল কোন ব্র্যান্ড এর হলে ভালো হয়? কোথায় পাব? আমার ৯১০ ওয়াটের প্যানেল থেকে 2rm ক্যাবল দিয়ে 13/14 এ্যাম্পিয়ার পাই। পরামর্শের জন্য আপনার নাম্বারটা কি দেয়া যাবে প্লিজ?
আসসালামুয়ালাইকুম, আমি কন্ট্রোলার এর লোড আউটপুট এর পর একটা সুইচ বোর্ড বানাতে চাচ্ছি। এক্ষেত্রে বাসার ইলেকট্রিক লাইনের জন্য যে সুইচ ব্যবহার করা হয় তা ব্যবহার করলে কোন সমস্যা হবে?
অলাইকুম আসসালাম। বাংলাদেশে যেহেতু ভালো মনের ডিসি সুইচ নাই বললেই চলে তাই ইলেক্ট্রিক লাইনের সুইচ গুলো ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই পিওর কপার আছে, মানে ভালো ব্র্যান্ডের অরিজিনাল সুইচ ব্যবহার করবেন।
ভাই আমার বাসায় ১১০০ ওয়াটের প্যানেল, ২৫৫০ মাইক্রোটেক হাইব্রিড মেশিন, ও ২ পিস ২০০ এম্পিয়ার রহিম আফরোজ ব্যাটারী। নিয়মিত মাত্র ২ টা সিলিং ফ্যান চলে। দিনের বেলায় সরাসরি সোলার থেকে চললে অনায়াসে ডাইরেক্ট চলার কথা কিন্তু ডাইরেক্ট চলে কিনা কিভাবে বুঝবো? ইউনিট সেভ করার জন্য লাগানো হইসে এখন দেখি বিদ্যুত বিল আরও বেশী আসে। কোন সমাধান আছে??? একটু জানাবেন৷
Battery full charge hower por direct solar thake colbe but akhane apner load solar take asa inout thake kom htehobe. Battery full charge hole mains apnaapni off hoye jabe.
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ভাইজান আপনার হাতে যে কালো তারটার আছে ২৫ এম্পিয়ার লুড নিতে পারে এই তারটা আমি কোথায় পাবো। আগের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ
এটা নির্ভর করছে ব্যাটারিতে কেমন লোড দিবেন। কম বা মিডিয়াম DC লোড হলে 4 sq mm (4rm), একটু হ্যাবি DC লোড হলে 6 sq mm (6rm) ক্যাবল ব্যবহার করতে হবে। কন্ট্রোলার থেকে ব্যাটারির ক্যাবল এর দূরত্ব খুব বেশি করবেন না, যত ছোট থাকবে তত ভালো।
1000 ওয়াট যদি 12 ভোল্টের হয় তাহলে 10 sq mm (10rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। 24 ভোল্টের হলে 6 sq mm (6rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। সিস্টেমটা কত ভোল্টেজের এবং কত এম্পিয়ারের এইটা বুঝে ক্যাবল নির্ধারণ করতে হয়।
BRB, BBS, বিজলী ইত্যাদি ফ্লেক্সিবল ক্যাবেল ব্যবহার করতে পারেন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে। 100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল। 200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল। 400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল। 600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল। নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে।
কালো ক্যাবল টা Rural Sun Power থেকে কিনেছি, ওদেরকে ইউটিউব ও ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। ১৭০ টাকা গজ। সাদা ক্যাবল টা BBS কোম্পানির, এলাকার ক্যাবল এর দোকানে পেয়ে যেতে পারেন, এটা না পেলে BRB অবশ্যই পাবেন। ১১০ টাকা গজ।
4 sq mm (4rm) ক্যাবল ব্যবহার করলে ভালো হবে তবে ভালো কোম্পানির অরিজিনাল ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করলেও কাজ চলবে। BRB, BBS বা RFL এর বিজলী ক্যাবল ব্যবহার করতে পারেন। এগুলো বড়সড়ো ইলেকট্রিকের দোকানে পাওয়া যায়। এছাড়াও দারাজ অনলাইন প্লাটফর্মে পাবেন।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোলার থেকে কনটোলার তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান
অলাইকুম আসসালাম। যেহেতু এটা ২৪ ভোল্টের প্যানেল তাই ওয়াট বেশি হলেও ৭০/৭৬ ক্যাবল যথেষ্ট। তবে অবশ্যই অরিজিনাল এবং ভাল ব্র্যান্ডের ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করবেন তাছাড়া এম্পিয়ার লস হবে। এলাকার ভালো বড় দোকান থেকে কিনবেন। ইদানিং নকল বা কপি ক্যাবল মার্কেটে পাওয়া ভরে গিয়েছে। BRB, BBS, বিজলী, SQ ইত্যাদি ব্র্যান্ড ছাড়া কিনবেন না।
@@TechnologyBanglaShahin আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে। 100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল। 200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল। 400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল। 600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল। 1000 ওয়াট পর্যন্ত 10 sq mm ক্যাবল। নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে। ক্যাবল গুলা অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে। ক্যাবল পাওয়ার জন্য কাপ্তান বাজার সোলার মার্কেট, বিভিন্ন বড় ইলেকট্রিক এর দোকান ও যারা সোলার রিলেটেড প্রজেক্ট এর কাজ করে তাদের কাছে খোঁজ নিতে পারেন।
@JamshedSamin আপনি Smarten কোম্পানির সোলার কনভারশন কিট ব্যবহার করতে পারেন। এটি নরমাল IPS কে সোলার IPS এ কনভার্ট করতে পারে এবং এটাতে MPPT চার্জ কন্ট্রোলার আছে।
কালো তারটা আমি Rural Sun Power থেকে কিনেছি। ইউটিউবে সার্চ দিলে ওদের অনেক ভিডিও পেয়ে যাবেন। ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। কাপ্তানবাজারে এরকম তার খুঁজলে পাওয়া যেতেও পারে। তবে অনেক দোকান খুঁজে খুঁজে বের করতে হবে।
আসসালামু আলাইকুম ভাইজান 100W 12V প্যানেলের জন্য 4rm তার ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা? তার এখনো কেনা হয়নি, কোন সাইজের তার কেনবো দয়া করে একটু জানাবেন, ধন্যবাদ ❤
অলাইকুম আসসালাম। তার একটু ওভার সাইজ করলে সমস্যা হয় না কিন্তু আন্ডার সাইজ করলে সমস্যা হয়। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে। 100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল। 200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল। 400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল। 600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল। নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে।
ভাইয়া,আমি মাইক্রোটেক ২৩৫০ , ২৪ ভোল্টের ইনভেটারটা নিছি।এখন ৪০০ওয়াট সোলার দিছি মাঝে মাঝে চার্জ করতেছে মাঝে করতেছে না।যখন চার্জ করে না তখন, ইনভেটারে ভোল্ট দেখা যাচ্ছে এম্পিয়ার ০০ আসতেছে।টেকনিশিয়ান একবার বলে আপনার তারে সমস্যা ( ইনভেটার থেকে সোলারের দূরত্ব ১০০ফিট, কেবল দিছি ৭০/৭৬)।আবার বলে সোলার কম হয়ছে।
ব্যাটারি ফুল হয়ে গেলে এম্পিয়ার স্বাভাবিক ভাবেই জিরো হয়ে যাবে। 24 ভোল্ট 400 ওয়াট প্যানেলের জন্য 70/76 ক্যাবল ঠিক আছে যদি অরিজিনাল হয়। শুধু ব্যাটারি চার্জ করতে চাইলে এই প্যানেল দিয়েই হবে আর যদি ব্যাটারি চার্জ করার পাশাপাশি ঘরের লোডগুলো সরাসরি সোলার থেকে চালাতে চান তাহলে প্যানেল আরও বেশি লাগবে। নোট: যদি ব্যাটারি খালি থাকে এবং ঠিকমতো রোদ প্যানেলের উপরে পড়ে তারপরেও ব্যাটারি চার্জ না হয় তাহলে ইনভার্টার এ সমস্যা থাকতে পারে। পুরো বিষয়টা সরাসরি ভালো করে অবজারভেশন না করে বলা যাবে না কোথায় সমস্যা। ব্যাটারি যদি বেশি বড় হয় তাহলে আবার এই প্যানেলে কিছুই হবে না।
@@TechnologyBanglaShahin ব্যাটারি২৪ ভোল্ট ৪০০এম্পিয়ার । চার্জ মাঝেমধ্যে হচ্ছে লাইট ব্লিং করে। আবার অনেক সময় দেখা যায় যে লাইট ব্লিং করতেছে না চার্জ নিচ্ছে না।১০০ ফিট দূরত্ব কি বেশি হয়ে গেছে?
১০০ ফিট দূরে হলেও অল্প এম্পিয়ার এ চার্জ হওয়ার কথা। ২৪ ভোল্ট সিস্টেমের ক্ষেত্রে দূরত্ব একটু বেশি হলেও সমস্যা হয় না তবে ১০০ ফিট অনেকখানি বেশি। তারপরও এই সমস্যাটা প্রয়োজনের চেয়ে একটু মোটা তার ব্যবহার করে সমাধান করা যায়। কিন্তু সবকিছুর পরেও অন্তত অল্প এম্পিয়ারে চার্জ হওয়ার কথা ছিল। আবার ব্যাটারি যত বড় সে তুলনায় প্যানেল অনেক ছোট হয়ে গিয়েছে। প্যানেল ও আরেকটু মোটা ক্যাবল আপগ্রেড করার পরও ব্যাটারি খালি থাকা অবস্থাতে যদি চার্জ না হয় তাহলে ইনভার্টার চেঞ্জ করতে হবে।
@@TechnologyBanglaShahin এখন আমি চিন্তা করলাম সোলার আরও ৪০০ দিয়ে মোট ৮০০ করে দিবো।তাহলে ১০০০ ওয়াট হিসাব করে তার দিবো।তাহলে কি তার ব্যাবহার করলে ভাল হবে?
আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাইজান SRNE 60 amp ,MPPT সাজ কন্ট্রোলার বাংলাদেশ পাওয়া যাবে এবং কোন দোকানের ঠিকানা দিতে পারবেন বেবস্থা করে জানাবেন দয়া করে
অলাইকুম আসসালাম। হ্যাঁ পাওয়া যায় তবে 60A টা কম এভেইলেবল থাকে। Rural Sun Power, IPS Bazar ও BDtronics এর কাছে খোঁজ করতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে বিডিট্রনিক্স এর ওয়েবসাইট পেয়ে যাবেন।
ভাইয়া আমাদের ঘর দোতলা আমি চাচ্ছি দোতলার উপর সোলার পেনাল বাসাবো ১৩০ ওয়াট সোলার বসাবো আর ৮০ এম্পিয়ার ব্যাটারি ৭০ ৭৬ তার ব্যবহার করলে ব্যাটারিটা চার্জ হতে কতক্ষন লাগবে
80Ah ব্যাটারির সাথে 150/160 ওয়াট সোলার প্যানেল হলে ভালো হয়। তাহলে সারাদিন রোদ থাকা অবস্থায় ব্যাটারি ফুল চার্জ হতে পারবে। তবে আপনি যদি দিনের বেলাতেও বেশি লোড চালান এবং রাতে ব্যাটারি সম্পূর্ণ খালি করে ফেলেন তাহলে সোলার প্যানেল আরও কিছুটা বেশি লাগাতে হবে তাছাড়া সারাদিনে ব্যাটারি ফুল চার্জ হবে না। 70/76 তার ব্যবহার করতে পারবেন।
সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলের দূরত্ব ৪০/৫০ ফিট হতে পারে তবে এর চেয়ে বেশি হলে ক্যাবলের সাইজ আরো একটু মোটা ব্যবহার করতে হবে। চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারির দূরত্ব ৩/৫ ফিট হতে পারে। এখানে তুলনামূলক বেশি মোটা ক্যাবল ব্যবহার করা হয়, যেমন: 4 sq mm (4rm). 80Ah ব্যাটারি তে দুইটা DC টেবিল ফ্যান ও দুইটা লাইট ২৪ ঘন্টা চালাতে পারবেন আর যদি কম সময় চালান তাহলে আরো বেশি ফ্যান ও লাইট সংযুক্ত করতে পারবেন। তবে ব্যাটারির কন্ডিশন ভালো হতে হবে এবং ফুল চার্জ হতে হবে।
@@TechnologyBanglaShahin আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
ভাই,, আমার প্যানের জেনেটিক ৬৫w। এখন প্রশ্ন হচ্ছে, ৩:৩০মিনিট এর আমি দুটো ফ্যান একই সাথে চলাতে পারি না,, অতছ সকাল ৯টা থেকে ৩:৩০ পর্যন্ত ঠিকই চলে, যদিও আমি পুরাতোন বাইকের ব্যাটারি লাগা আছে প্যানেলের সাথে,, বেকাব একি বারে খারাপ ১৫-৩০মিনিট। এখন প্রশ্ন ৩:৩০ পর রোদ ভালো থাকলেও কেন একই সাথে ২ fan চলে না একটা চলে, না হলে off হয়ে যায়! অতচ ৩টার আগ পর্যন্ত দিবি্ব চলে।
সকাল ৯ টার আগে ও বেলা সাড়ে ৩ টার পর থেকে রোদ প্যানেলের উপর সরাসরি পড়ে না ও দুর্বল হয়ে থাকে তাই প্যানেল কম পাওয়ার জেনারেট করে ফলে দুইটা ফ্যান একসাথে চলে না। আবার ৬৫ ওয়াট প্যানেল থেকে যা এম্পিয়ার জেনারেট হয় তার বেশিরভাগ আপনার ফ্যান কনজোমশন করে ফেলে তাই ব্যাটারি তেমন কোন এম্পিয়ার পায় না। এভাবে চলতে থাকলে যেকোনো ভালো ব্যাটারি ডাউন হতে হতে নষ্ট হয়ে যায়। আর আপনি তো পুরাতন ব্যাটারি লাগিয়েছেন। ব্যাটারি পুরাতন, প্রোপার চার্জ না হওয়ার জন্য ড্যাম হয়ে গিয়েছে ও চার্জ হওয়ার জন্য যথেষ্ট এম্পিয়ার পাচ্ছে না, তাই ব্যাটারি ভালো ব্যাকআপ দিবে না এটাই স্বাভাবিক।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
আসসালামু আলাইকুম, আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে। আমি ডিসি সোলার সিস্টেম করতে চাচ্ছি। ৫ ফ্যান, ৮ লাইট চালাতে চাচ্ছি। Hamko 150Ah Battery+ SuperStar 12V 300 Watt Mono Panel নিতে চাচ্ছি। সারাদিন সোলারে চলবে, রাতে ব্যাটারিতে চলবে। আমার সিলেকশন কি ঠিক আছে, ভাইয়া? প্যানেল টু ব্যাটারি কোন ক্যাবল ভালো হবে, ভাই.. আপনি বলেছেন Giangsu 4rm. Giangsu 4rm কোথায় পাবো.. ৫ রুম ওয়ারিং করার জন্য কোন ক্যাবল ভালো হবে? ক্যাবলের নাম+ কোথায় পাবো লিখে দিলে উপকার হতো.. আশা করি আমার কমেন্টের উত্তর দিবেন।
অলাইকুম আসসালাম। আপনার সিলেকশন গুলো ঠিক আছে তবে আপনি যদি অনেক লম্বা সময় ব্যাকআপ চান এবং আবহাওয়া খারাপ থাকলেও ব্যাকআপের যেন সমস্যা না হয় তাই চান তাহলে 200Ah ব্যাটারির সাথে 400W সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত 4rm ক্যাবল, চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি 6rm ক্যাবল, লোড গুলো 23/76 ক্যাবল দিয়ে করবেন। আমি 4rm ক্যাবল ta Rural Sun Power থেকে কিনেছিলাম। ওদেরকে ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। তবে ওদের কাছে যদি না থাকে তাহলে ঢাকার কাপ্তানবাজারে একটু ডিফারেন্ট ক্যাবল পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahin আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের উত্তর দেয়ার জন্য। আমার গ্রামের বাড়িতে পল্লী বিদ্যুৎ এর লাইন। সারাদিন এ ৪-৫ ঘন্টা বিদ্যুৎ থাকে। তাই সোলার নেয়ার চিন্তা করেছি। বাজেট ৫০ হাজার। তাই ২০০ Ah battery+ 400 Watt সোলার নেয়া যাচ্ছে না।
আপনার বাজেট অনুযায়ী করেন। আপনি যে সিলেকশনটা উল্লেখ করেছেন সেটাও যথেষ্ট ভালো। আরেকটা বিষয় একটু বলে রাখি, এক রুম থেকে আরেক রুমে কানেকশন নেয়ার সময় অনেক সময় পাওয়ার লস হয়, বিশেষ করে লোড একটু বেশি থাকলে। সে ক্ষেত্রে ৪০/৭৬ দিয়ে এক রুম থেকে আরেক রুমে লাইন টানলে পাওয়ার লসের পরিমাণ অনেক কমে আসে।
@@TechnologyBanglaShahin টোটাল ৫ রুমে ওয়ারিং হবে, প্রতি রুমে ১ ফ্যান+লাইট। ৪০/৭৬ ব্র্যান্ড ক্যাবলের দাম অনেক বেশি। 40/76 AC cable দিয়ে ওয়ারিং করলে তো লস হবে অনেক। ডিসি লাইন ওয়ারিং করার জন্য কি কোন ডিসি ক্যাবল আছে, ভাইয়া?
40/76 ফ্লেক্সিবল হলে ওটা ডিসি বিদ্যুৎ সুন্দরভাবে পরিবহন করতে পারবে। মনে রাখবেন ফ্লেক্সিবল হতে হবে, মানে ভিতরে অনেক চিকন চিকন তারের সংখ্যা হতে হবে। যেগুলোতে অনেক মোটা মোটা তার থাকে ওগুলো এসি বিদ্যুতের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও লো ভোল্টেজ DC লাইন টানার জন্য স্পেশাল কিছু ক্যাবল আছে কিন্তু সেগুলোর প্রাইস কয়েক গুণ বেশি।
যদি ১২ ভোল্ট এর প্যানেল হয় তাহলে 10 sq mm, ২৪ ভোল্ট এর প্যানেল হলে 6 sq mm ক্যাবল ব্যবহার করতে হবে। যদি ২৪ ভোল্টের প্যানেল দুইটা সিরিজে থাকে তাহলে 4 sq mm ক্যাবল ব্যবহার করতে হবে। ব্রান্ড এবং কোয়ালিটি ভেদে দামের পার্থক্য পাবেন। শপ থেকে আপডেট প্রাইস টা জেনে নিতে পারেন।
ব্র্যান্ডের মধ্যে BRB, BBS, SQ, RR, বিজলী এগুলো ভালো, এগুলো খুঁজে বের করতে একটু সমস্যা হবে। তবে কেজি দরে যেগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ, ওগুলো কিনলে বিক্রেতার সাথে ভালো করে কথা বলে কিনতে হবে। আর ক্যাবল যেন অবশ্যই ফ্লেক্সিবল হয়।
@@TechnologyBanglaShahin ২৪ ভোল্টের একটি প্যানেলের সাথে ১২ ভোল্টের দুইটি চার্জ কন্ট্রোলার সিরিজ কানেকশন করলে কি উভয় কন্ট্রোলার ১২ ভোল্ট করে পাবে? যদি কন্ট্রোলার দুটির ইনপুটে সোলার এর সাথে সিরিজ কানেকশন করি এবং আউটপুটে একটি ব্যাটারিতে প্যারালাল কানেকশন করি তবে কি অ্যাম্পিয়ার দ্বিগুণ হবে?
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
@@TechnologyBanglaShahinআসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
550 ওয়াটের দুইটা প্যানেল যদি সিরিজে সংযুক্ত করেন তাহলে 4 sq mm (4rm) আর যদি প্যারালালের সংযুক্ত করেন তাহলে 6 sq mm (6rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi, REC etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে। অরিজিনাল হলে কোনটারই আউটপুট নিয়ে চিন্তা নাই।
ভাই পরামর্শ দিবেন প্লিজ। Dc sytem... 7watt 3 ta light 16" tabile fan 2ta chole apatoto ৫৭৫ লন্জি প্যানেল, ১৩০ রহিমআফরোজ ব্যাটারি। সকাল ১০টা প্যানেল পুরো রোদ পাচ্ছে এরকমসময়ে প্যানেল থেকে ৯-১০ টা পর্যন্ত দেখালো১২৮ ওয়াট, ৮.৪২ এম্পিয়ার। ১০টার পর হুট করে কমে গিয়ে দেখাচ্ছে ৬৫ ওয়াট, ৪ এম্পিয়ার। এটা কি নরমল নাকি আমার সেটাপে সমস্যা? নাকি প্যানেলে সমস্যা? সোলার ক্যাবল ৬ আরএম, ১৫ গজ লম্বা তার ব্যাবহার করেছি। পরামর্শ দিবেন প্লিজ জিমেইলে ছবি দিয়েছি।
এমনও হতে পারে আপনার ব্যাটারি পরে প্রায় ফুল চার্জ হয়ে যাওয়ার কারণে এম্পিয়ার ডিমান্ড করছে না। আপনার ইমেইল পেয়েছি, এই ব্যাপারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন।
ঐ ক্যাবল টা আমি কিনেছি Rural Sun Power থেকে। ফেসবুক ও ইউটিউবে সার্চ দিলে ওদের অনেক ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে নাম্বার নিয়ে ওদেরকে কল দিতে পারেন। এছাড়াও ঢাকার কাপ্তান বাজার সোলার মার্কেটে এই ধরনের ক্যাবল খোঁজ করতে পারেন। আবার একটু অন্য টাইপের 4rm ক্যাবল আরো অনেক জায়গায় পেয়ে যাবেন, বিশেষ করে যারা সোলার প্রজেক্ট এর কাজ করে তাদের কাছে।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন Longi Fully Black 355+355=710w Cable 10rm ফ্লেক্সিবেল এই সিস্টেম থেকে আমি কত এম্পিয়ার আউটপুট পেতে পারি । আপনার অত্যন্ত ইনফর্মেটিভ ভিডিও দেখেই করতে পেরেছি ইনশাআল্লাহ আপনি যে ক্যাবল এর রিভিউ দিচ্ছেন এই Cable আমি কিনেছি আপনার মূল্যবান ফিডব্যাক দেখার অপেক্ষায় রইলাম
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য শুভকামনা 700w 1100w জন্য কত এম্পিয়ার Dc সার্কিট ব্রেকার লাগবে । আপনি যে সার্কিট ব্রেকার ইউজ করেন আমাদের দেশে কিনতে পাওয়া যায় এমন একটা লিংক দিন
আপনার এই সেটআপের জন্য ২৫ এম্পিয়ারের ডিসি সার্কিট ব্রেকার দরকার। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় ডিসি সার্কিট ব্রেকার বলে এসি সার্কিট ব্রেকার দিয়ে দেয়। দারাজ এ কিছু চাইনিজ সেলার আছে ওদের ওগুলো তাও ভালো। আপনি দারাজ এ DC MCB লিখে সার্চ দেন, পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
ক্যাবল, মেশিন, সোলার প্যানেলের পজিশন সবকিছুই অবজারভেশন করতে হবে তারপরে বোঝা যাবে সমস্যাটা কোথায়। তবে নরমালি বেশিরভাগ ক্ষেত্রে ক্যাবল আন্ডার রেটেড লাগালে এগুলো হয়।
সাদাটা এলাকার বিবিএস এর ডিলার বা দোকানদার এর থেকে কিনেছি। আপনার এলাকায় এই সাদাটা না পেলে আরেকটা অ্যাশ কালারের আছে BRB কোম্পানির ওটাও নিতে পারেন। আর কালোটা Rulal Sun Power এর থেকে কিনেছি, ইউটিউব এ সার্চ দিলে Rural sun Power এর চ্যানেল পেয়ে যাবেন।
২৪ ভোল্ট সেটাপ থেকে ১২ ভোল্টের ব্যাটারি তে চার্জ করার সময় mppt কন্ট্রোলার এক্সটেন্ড করে কিন্তু ১২ ভোল্ট থেকে করেনা। এদিকে ধরেন ৮ এম্পিয়ারের ১২ ভোল্টের দুটা প্যানেল সিরিজে দিয়ে ২৪ ভোল্ট বানালে ৮ এম্পিয়ার কে বুস্ট করে কন্ট্রোলার ধরেন ১২ এম্পিয়ার বানালো। কিন্তু লাভ টা কি? ৮ এম্পিয়ার প্যারালালি দিয়ে ১৬ এম্পিয়ার পাওয়া যাবে যেটা বুস্টকৃত এম্পিয়ারের থেকে বেশি। তাহলে mppt কন্ট্রোলার দিয়ে লাভ টা কোথায় হলো?
লাভ আছে তবে এটা নিয়ে একটা আলাদা ভিডিও না বানালে বুঝতে পারবেন না। আর সিরিজ কানেকশনে MPPT এর এম্পিয়ার বাড়ানোর যে হিসাবটা দিলেন তার থেকে আমি অনেক বেশি এম্পিয়ার পাচ্ছি।
ঠিক আছে বানাবো। তবে কিছুদিন আগে একটা ১২ ভোল্ট আর ২৪ ভোল্ট প্যানেলের পার্থক্য দেখিয়েছিলাম MPPT কন্ট্রোলার দিয়ে। এই চ্যানেলে ওই ভিডিওটা আছে, ওটা দেখলে আপাতত একটা ধারণা পাবেন।
Rural Sun power এ ফোন দিয়েছিলাম তারা বল্লো আলাদা তার তারা সেল করে না, খুবই দুঃখজন ভাই, দয়াকরে এমন প্রোডাক্ট রিভিউ করবেন যেটা আমরা কিনতে পারি এবং স্টক থাকে। আপনি রিভিউ করলেন কিন্তু কিনতে পারলাম না এতে ভিডিও দেখে আমাদের কি লাভ হলো?
তাদের থেকে আমি একটা সোলার আইটেম কিনেছিলাম তাই তারা আমার কাছে ক্যাবল বিক্রি করেছিলো। তাদের উচিত কাস্টমার যা চায় সেটা প্রোভাইড করা। একটা জিনিস কিনলে তখন আরেকটা জিনিস বিক্রি করা, এটা আবার কেমন কথা!। একটা জিনিস না কিনলে আরেকটা জিনিস দেওয়া যাবে না এগুলো উচিত না। কাস্টমার যা চাবে তাই সেল করতে হবে। আমি যদি আগে জানতাম এটা তারা আপনাদেরকে দিবে না তাহলে আমি এটা রিভিউ করতাম না।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে এখন আমার প্রশ্ন হল ৪ টি 1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে 2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে 3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে .. 4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো 😮
ভাইয়া আমিও একই সমস্যায় ভূগছি। ক্যাবলের জন্য আমার এম্পিয়ার কম আসছতেছে। ১২০০ ওয়াটের প্যানেলে মাত্র ১০০ ওয়াট আসে। পরে ভালোভাবে খেয়াল করে দেখলাম ইলিক্ট্রিশিয়ান পজিটিভ ক্যাবল ডিসি দিয়েছে ঠিকই কিন্তু নেগেটিভ এ এসি ক্যাবল দেওয়া। এলাকার ইলেকট্রিশায়ন না হওয়ার কারনে ও বেঁচে গেছে। এখন শুধু ওরে আমি মানুষের মাঝে খুজি। আমার বর্তমানে ৪০০ এম্পিয়ারের ব্যাটারি বিদ্যুৎ থেকে চার্জ হয় যার ফলে বিল আসে অনেক বেশি। প্রায় ১২_১৩ এম্পিয়ারে ব্যাটারি চার্জ হয়।
খুবই দুঃখজনক বিষয়। 1200 ওয়াট 12 ভোল্টের সিস্টেমে আপনি 10 sq mm (10rm) ফ্লেক্সিবল DC ক্যাবল ব্যবহার করবেন। 24 ভোল্ট সিস্টেম হলে 6 sq mm (6rm) ব্যবহার করতে হবে। অবশ্যই ভালো মানের অরিজিনাল ক্যাবল হতে হবে।
@@TechnologyBanglaShahin ভাইয়া আমার পরবর্তীতে ৫ কিলোওয়াট করার ইচ্ছা আছে তাই ৬ আর,এম নিবো না ১০ আর,এম নিবো? জানালে উপকৃত হব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম।
ভাই কমেন্টগুলো খুটিয়ে খুটিয়ে পড়লাম। আমার মনের জিজ্ঞাসার উত্তর সেখান থেকে পেয়ে গেলাম।
ভাই অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ আপনাকে এই কষ্টের উত্তম বিনিময় দান করুন, সেই দুআ করছি।
অলাইকুম আসসালাম। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
@@TechnologyBanglaShahin
আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
Sir 900 wt Solar panel Er shate koto mm wire valo Hobe?
১০০ ওয়াটের সাথে ৪ আরএম তার ব্যবহার করা যাবেকি?
ভাইয়া 4mm² pv cable নিব নাকি 6mm² panyu brand er cable নিব,
৩৫৫ওয়াট সোলার প্যানেলর জন্য -
আমার কাছে ১২ভোল্ট 55ah এর হামকো ব্যাটারিটি আছে। এটার জন্য কত ওয়াট এর সোলার প্যানেল ব্যাবহার করতে হবে? আর কম টাকার মধ্যে কোন কোম্পানির সোলার প্যানেলটি ভালো ?❤
এটার জন্য ১০০ ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারেন।
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে ২য় গ্রেডের প্যানেল যেমন ফরচুন, Aiton, জেনেটিক, সানশাইন, লং রান নিতে পারেন।
ভাই, Srne vs powmr এর ভিডিও চাই দ্রুত।
আসলে প্যাকেট খুলেই রিভিউ দেওয়া উচিত না। আর কয়েকদিন ব্যবহার করে, ভালো মন্দ অবজারভেশন করে রিভিউটা দিচ্ছি।
অপেক্ষায় রইলাম ভাইয়া @@TechnologyBanglaShahin
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
Assalamualaikum bhaiya,
আমি, 65 Watts hamko solar panel এবং hamko 40 A battery সাথে super star 40/76 cable বর্তমানে ব্যবহার করছি,,,এখন আপনার ভিডিও দেখার পর 70/76 অথবা RM 4 mm2 photovoltaic pv কেবল লাগাতে চাচ্ছি, ঠিক হবে কিনা আপনার পরামর্শ চাই।
ডিসি সিস্টেমে হাউজ ওয়ারিং এর জন্য কোন ক্যাবল ভালো হবে? ১২ ভোল্ট সিস্টেম দিয়ে ৪ রুম ওয়ারিং
এটা কত লোড চালাবেন এবং একটা ঘর থেকে আর একটা ঘরের দূরত্ব কতটুকু এগুলোর উপর নির্ভর করছে। মডারেট লোডের ক্ষেত্রে ৪০/৭৬ দিয়ে করা ভালো।
চম্পা ব্রান্ডের ইনভাটার এটা দিয়ে কি চালানো যাবে 200 লিটার ফ্রিজ
ভাই, ৫৫০ ওয়াট ২৪ ভোল্টের প্যানেল এর জন্য কোন তার ভালো হবে?
৭০/৭৬ দিয়ে কি কাজ চালানো যাবে?
হ্যাঁ কাজ চালানো যাবে তবে পাওয়ার লস এড়াতে চাইলে 4 sq mm (4rm) ভালো হবে।
ভাই আমার বাড়ীতে একটি সোলার লাগাইছি এবং কন্টলার ও আছে, এখন আমি কি শুধু ব্যাটারী থেকে আরেকটি কন্টালার লাগাতে পারবো মোবাইল র্চাজ দেওয়ার জন্যে
যে কন্ট্রোলার আপনি এখন ব্যবহার করছেন ওটাতে USB পোর্ট নাই? ওটাতে USB পোর্ট থাকলে তো আপনি ওটাই মোবাইল চার্জিং এর জন্য ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ আপনি এক্সটা চার্জ কন্ট্রোলার ব্যাটারির সাথে সংযুক্ত করে মোবাইল চার্জ দিতে পারবেন।
আমার সোলার এর ক্যাবল ইন্দুর কেটে ফেলেছিল, তারপরে কাটা অংশ আবার জোড়া লাগাই আমার মনে হচ্ছে এর জন্য আউটপুর কম পাচ্ছি, তবে কোন মিটার না থাকায় সিউর হতে পারতেছি না ,এমনটা কি হতে পারে ?
কাটা অংশ যদি সোল্ডারিং করেন অথবা ভালো করে শক্ত ভাবে জোড়া লাগান তাহলে সমস্যা হবে না।
10 rm flexible ক্যাবল কোন ব্র্যান্ড এর হলে ভালো হয়? কোথায় পাব? আমার ৯১০ ওয়াটের প্যানেল থেকে 2rm ক্যাবল দিয়ে 13/14 এ্যাম্পিয়ার পাই।
পরামর্শের জন্য আপনার নাম্বারটা কি দেয়া যাবে প্লিজ?
ভাইয়া আমি 30 ওয়াটের একটি হ্যামকো সোলার প্যানেল নিতে চাচ্ছি, Hamko প্যানেল বর্তমানে কেমন? আর মনো নাকি পলি কোনটা ভালো হবে?
প্রথমদিকে ভালই কিন্তু ৩-৪ বছর পর অনেকেই এটার সেল ফাটা বা চির ধরা নিয়ে কমপ্লেন দিচ্ছে। তবে সবার ক্ষেত্রেই এমনটা হচ্ছে তা নয়।
@@TechnologyBanglaShahinaccording you poly or mono which is best
assalamu alaikum. vai jan kmn achen... panyo cable Germany sifer..10 rm kotho price porbe goj
ভাই ১৫০ ওয়াট সোলার এর জন্য ৭০৭৬ তার কি নেয়া উচিৎ? নাকি আরো নরমাল নিলেই হবে?
৭০/৭৬ নেওয়া উচিত।
আসসালামুয়ালাইকুম,
আমি কন্ট্রোলার এর লোড আউটপুট এর পর একটা সুইচ বোর্ড বানাতে চাচ্ছি। এক্ষেত্রে বাসার ইলেকট্রিক লাইনের জন্য যে সুইচ ব্যবহার করা হয় তা ব্যবহার করলে কোন সমস্যা হবে?
অলাইকুম আসসালাম। বাংলাদেশে যেহেতু ভালো মনের ডিসি সুইচ নাই বললেই চলে তাই ইলেক্ট্রিক লাইনের সুইচ গুলো ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই পিওর কপার আছে, মানে ভালো ব্র্যান্ডের অরিজিনাল সুইচ ব্যবহার করবেন।
ভাই আমার বাসায় ১১০০ ওয়াটের প্যানেল, ২৫৫০ মাইক্রোটেক হাইব্রিড মেশিন, ও ২ পিস ২০০ এম্পিয়ার রহিম আফরোজ ব্যাটারী। নিয়মিত মাত্র ২ টা সিলিং ফ্যান চলে। দিনের বেলায় সরাসরি সোলার থেকে চললে অনায়াসে ডাইরেক্ট চলার কথা কিন্তু ডাইরেক্ট চলে কিনা কিভাবে বুঝবো? ইউনিট সেভ করার জন্য লাগানো হইসে এখন দেখি বিদ্যুত বিল আরও বেশী আসে। কোন সমাধান আছে??? একটু জানাবেন৷
Battery full charge hower por direct solar thake colbe but akhane apner load solar take asa inout thake kom htehobe. Battery full charge hole mains apnaapni off hoye jabe.
আপনার কাছ থেকে কি বিআরবি ডিসি ক্যাবল নিতে পার?
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ভাইজান আপনার হাতে যে কালো তারটার আছে ২৫ এম্পিয়ার লুড নিতে পারে এই তারটা আমি কোথায় পাবো। আগের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ
অলাইকুম আসসালাম। এটা আমি রুরাল সান পাওয়ার থেকে কিনেছিলাম। ইউটিউবে তাদের সোলার রিলেটেড অনেক ভিডিও পাবেন।
ভাইয়া লুমিনাস ২০A কন্ট্রলার থেকে ১২০আ ব্যাটারির জন্য কত RM এর তার ভালো হবে ? এবং কোথায় পাওয়া যাবে ?
(৬ ফিট লাগবে)
এটা নির্ভর করছে ব্যাটারিতে কেমন লোড দিবেন। কম বা মিডিয়াম DC লোড হলে 4 sq mm (4rm), একটু হ্যাবি DC লোড হলে 6 sq mm (6rm) ক্যাবল ব্যবহার করতে হবে। কন্ট্রোলার থেকে ব্যাটারির ক্যাবল এর দূরত্ব খুব বেশি করবেন না, যত ছোট থাকবে তত ভালো।
Vai ami 1000 watt er jono kon tar use korvo
1000 ওয়াট যদি 12 ভোল্টের হয় তাহলে 10 sq mm (10rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। 24 ভোল্টের হলে 6 sq mm (6rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন। সিস্টেমটা কত ভোল্টেজের এবং কত এম্পিয়ারের এইটা বুঝে ক্যাবল নির্ধারণ করতে হয়।
ভাই বিবিএস ৭০/৭৬ ক্যাবল কত টাকা গজ
ভাইয়া ৩০০ ওয়াট সোলার এর জন্য কত নাম্বার তার ব্যবহার করতে হবে এবং কোন কোম্পানিটা ভালো হবে? দয়া করে যদি একটু বলতেন অনেক উপকৃত হতাম
BRB, BBS, বিজলী ইত্যাদি ফ্লেক্সিবল ক্যাবেল ব্যবহার করতে পারেন।
প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে।
100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল।
200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল।
400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল।
600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল।
নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে।
আসসালামুয়ালাইকুম ভাই অনুগ্রহ করে আপনার ব্যবহৃত ব্যাটারি সমন্ধে একটা ভিডিও দিলে উপকৃত হতাম এবং দামটাও যদি বলতেন।
অলাইকুম আসসালাম। ওটা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। 100Ah 12V এর দাম ৩০ হাজার টাকার আশেপাশে।
ভাই আমি ৬০ ওয়াট এর প্যানেল ব্যবহার করি কিন্তু তার এসি ক্যাবল ব্যবহার করি। আমাকে ডিসি কোন তার কিনতে হবে আর দাম কেমন দয়া করে জানাবেন ?
আপনি ৪০/৭৬ ক্যাবল ব্যবহার করেন। ওটা এসি ক্যাবলের দোকানে পাওয়া গেলেও লো ভোল্টেজ এর dc বিদ্যুৎ খুব ভালোভাবে পরিবহন করে।
12 Awg সমান কত আরএম তারের সাইজ
bhai jaan cable kinar ekta trusted shop mention korle valo hoi amader jonne
কালো ক্যাবল টা Rural Sun Power থেকে কিনেছি, ওদেরকে ইউটিউব ও ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। ১৭০ টাকা গজ।
সাদা ক্যাবল টা BBS কোম্পানির, এলাকার ক্যাবল এর দোকানে পেয়ে যেতে পারেন, এটা না পেলে BRB অবশ্যই পাবেন। ১১০ টাকা গজ।
ভাইয়া তার দুইটার দাম কেমন? আর এই জিয়াংসু তার এটা কি লোকাল শহরে পাওয়া যাবে? যেমন কুষ্টিয়া।
সাদাটা ১১০ টাকা গজ, কালোটা ১৭০ টাকা গজ। সাদাটা পাবেন কিন্তু কালোটা লোকাল শহরে পাওয়ার কথা না।
@@TechnologyBanglaShahin Thank you so much bhaiya
কম বাজেটের মধ্যে একটি ক্লাম মিটার সাজেস্ট করুন যেটা দিয়ে ডিসি অ্যাম্পিয়ার মাপা যাবে। ❤️❤️
১২ ভোল্ট ২০০ ওয়াট ১টা ও ৮৫ ওয়াটের ২টা সোলার প্যানেল আছে এখন আমি কত নাম্বার তার ও কোন কোম্পানির তার ব্যবহার করবো কোথায় কিনতে পাবো ভালো তার।
4 sq mm (4rm) ক্যাবল ব্যবহার করলে ভালো হবে তবে ভালো কোম্পানির অরিজিনাল ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করলেও কাজ চলবে। BRB, BBS বা RFL এর বিজলী ক্যাবল ব্যবহার করতে পারেন। এগুলো বড়সড়ো ইলেকট্রিকের দোকানে পাওয়া যায়। এছাড়াও দারাজ অনলাইন প্লাটফর্মে পাবেন।
ধন্যবাদ আপনাকে।
You are welcome.
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোলার থেকে কনটোলার তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান
অলাইকুম আসসালাম। যেহেতু এটা ২৪ ভোল্টের প্যানেল তাই ওয়াট বেশি হলেও ৭০/৭৬ ক্যাবল যথেষ্ট। তবে অবশ্যই অরিজিনাল এবং ভাল ব্র্যান্ডের ৭০/৭৬ ক্যাবল ব্যবহার করবেন তাছাড়া এম্পিয়ার লস হবে। এলাকার ভালো বড় দোকান থেকে কিনবেন। ইদানিং নকল বা কপি ক্যাবল মার্কেটে পাওয়া ভরে গিয়েছে। BRB, BBS, বিজলী, SQ ইত্যাদি ব্র্যান্ড ছাড়া কিনবেন না।
ভাই রেডিয়ান্ট পাওয়ার চার্জ কন্ট্রোলার টা কেমন হবে ইডকল এপ্রোব আছে
মোটামুটি। অনেক সময় এই অ্যাপ্রুভাল গুলো এমনি এমনি ছাপানো হয়। IDCOL এর অগোচরেই অনেক ফেক কোম্পানি এগুলো করে থাকে।
@@TechnologyBanglaShahin
আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
600w er Penal er jonno kon cable sobche valo hobe???
Kon shop ee pawbo???
Plzz
প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে।
100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল।
200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল।
400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল।
600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল।
1000 ওয়াট পর্যন্ত 10 sq mm ক্যাবল।
নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে। ক্যাবল গুলা অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে।
ক্যাবল পাওয়ার জন্য কাপ্তান বাজার সোলার মার্কেট, বিভিন্ন বড় ইলেকট্রিক এর দোকান ও যারা সোলার রিলেটেড প্রজেক্ট এর কাজ করে তাদের কাছে খোঁজ নিতে পারেন।
sir apnr sate kota bolte cai jodi apnr no ta diten
@JamshedSamin সোলার রিলেটেড যে কোন প্রশ্ন আপনি কমেন্টেই করতে পারেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো।
Sir amr ekta solar ips kit lagbe jetar dhara normal ips k solar ips kora jai
@JamshedSamin আপনি Smarten কোম্পানির সোলার কনভারশন কিট ব্যবহার করতে পারেন। এটি নরমাল IPS কে সোলার IPS এ কনভার্ট করতে পারে এবং এটাতে MPPT চার্জ কন্ট্রোলার আছে।
লোড এবং এম্পিয়ার চেক করার জিনিসটা কোথায় পাবো
আসসালামু আলাইকুম ভাই আমি একটা ২০০ লিডার ফ্রিজ ইনভার্টার দিয়ে চালানো কি যাবে
অলাইকুম আসসালাম। চালানো তো অবশ্যই যাবে তবে খুব ভালো মানের পিওর সাইন ওয়েভ ইনভার্টার ব্যবহার করতে হবে। এগুলো বেশ দামী হয়ে থাকে।
কালো তারটা কাপ্তান বাজার কোন দোকানে পাব বলবেন প্লিজ
কালো তারটা আমি Rural Sun Power থেকে কিনেছি। ইউটিউবে সার্চ দিলে ওদের অনেক ভিডিও পেয়ে যাবেন। ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। কাপ্তানবাজারে এরকম তার খুঁজলে পাওয়া যেতেও পারে। তবে অনেক দোকান খুঁজে খুঁজে বের করতে হবে।
আসসালামু আলাইকুম ভাইজান 100W 12V প্যানেলের জন্য 4rm তার ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা? তার এখনো কেনা হয়নি, কোন সাইজের তার কেনবো দয়া করে একটু জানাবেন, ধন্যবাদ ❤
অলাইকুম আসসালাম। তার একটু ওভার সাইজ করলে সমস্যা হয় না কিন্তু আন্ডার সাইজ করলে সমস্যা হয়।
প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত কোন ক্যাবল ব্যবহার করবেন এটা নির্ভর করে কত ওয়াট সোলার সিস্টেম করছেন তার উপরে।
100 ওয়াট পর্যন্ত 40/76 ক্যাবল।
200 ওয়াট পর্যন্ত 70/76 ক্যাবল।
400 ওয়াট পর্যন্ত 4 sq mm ক্যাবল।
600 ওয়াট পর্যন্ত 6 sq mm ক্যাবল।
নোট: এই ক্যাবল গুলো 12 ভোল্ট প্যানেলের জন্য সর্বোচ্চ 10/12 গজ দূরত্বের মধ্যে হলে প্রযোজ্য। 24 ভোল্ট প্যানেলের ক্ষেত্রে উল্লেখিত প্যানেল ওয়াট এর চেয়ে দুই গুণ পরিমাণ ওয়াটের প্যানেল ব্যবহার করা যাবে।
@@TechnologyBanglaShahin অসংখ্য ধন্যবাদ ভাইজান
You are welcome.
ভাই জান চিটাগং এর জাহাজের পুরুনো তার কেমন হবে সোলারের জন্য
এসব জাহাজের পুরাতন তারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ালিটি খারাপ হয় তবে দেখে শুনে কিনতে পারলে ভালো পাওয়া যায়।
ভাইয়া,আমি মাইক্রোটেক ২৩৫০ , ২৪ ভোল্টের ইনভেটারটা নিছি।এখন ৪০০ওয়াট সোলার দিছি মাঝে মাঝে চার্জ করতেছে মাঝে করতেছে না।যখন চার্জ করে না তখন, ইনভেটারে ভোল্ট দেখা যাচ্ছে এম্পিয়ার ০০ আসতেছে।টেকনিশিয়ান একবার বলে আপনার তারে সমস্যা ( ইনভেটার থেকে সোলারের দূরত্ব ১০০ফিট, কেবল দিছি ৭০/৭৬)।আবার বলে সোলার কম হয়ছে।
ব্যাটারি ফুল হয়ে গেলে এম্পিয়ার স্বাভাবিক ভাবেই জিরো হয়ে যাবে। 24 ভোল্ট 400 ওয়াট প্যানেলের জন্য 70/76 ক্যাবল ঠিক আছে যদি অরিজিনাল হয়। শুধু ব্যাটারি চার্জ করতে চাইলে এই প্যানেল দিয়েই হবে আর যদি ব্যাটারি চার্জ করার পাশাপাশি ঘরের লোডগুলো সরাসরি সোলার থেকে চালাতে চান তাহলে প্যানেল আরও বেশি লাগবে।
নোট: যদি ব্যাটারি খালি থাকে এবং ঠিকমতো রোদ প্যানেলের উপরে পড়ে তারপরেও ব্যাটারি চার্জ না হয় তাহলে ইনভার্টার এ সমস্যা থাকতে পারে। পুরো বিষয়টা সরাসরি ভালো করে অবজারভেশন না করে বলা যাবে না কোথায় সমস্যা। ব্যাটারি যদি বেশি বড় হয় তাহলে আবার এই প্যানেলে কিছুই হবে না।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ।
@@TechnologyBanglaShahin ব্যাটারি২৪ ভোল্ট ৪০০এম্পিয়ার । চার্জ মাঝেমধ্যে হচ্ছে লাইট ব্লিং করে। আবার অনেক সময় দেখা যায় যে লাইট ব্লিং করতেছে না চার্জ নিচ্ছে না।১০০ ফিট দূরত্ব কি বেশি হয়ে গেছে?
১০০ ফিট দূরে হলেও অল্প এম্পিয়ার এ চার্জ হওয়ার কথা। ২৪ ভোল্ট সিস্টেমের ক্ষেত্রে দূরত্ব একটু বেশি হলেও সমস্যা হয় না তবে ১০০ ফিট অনেকখানি বেশি। তারপরও এই সমস্যাটা প্রয়োজনের চেয়ে একটু মোটা তার ব্যবহার করে সমাধান করা যায়। কিন্তু সবকিছুর পরেও অন্তত অল্প এম্পিয়ারে চার্জ হওয়ার কথা ছিল। আবার ব্যাটারি যত বড় সে তুলনায় প্যানেল অনেক ছোট হয়ে গিয়েছে। প্যানেল ও আরেকটু মোটা ক্যাবল আপগ্রেড করার পরও ব্যাটারি খালি থাকা অবস্থাতে যদি চার্জ না হয় তাহলে ইনভার্টার চেঞ্জ করতে হবে।
@@TechnologyBanglaShahin এখন আমি চিন্তা করলাম সোলার আরও ৪০০ দিয়ে মোট ৮০০ করে দিবো।তাহলে ১০০০ ওয়াট হিসাব করে তার দিবো।তাহলে কি তার ব্যাবহার করলে ভাল হবে?
আসসালামুয়ালাইকুম কেমন আছেন
ভাইজান
SRNE 60 amp ,MPPT
সাজ কন্ট্রোলার বাংলাদেশ পাওয়া যাবে
এবং কোন দোকানের ঠিকানা দিতে পারবেন বেবস্থা করে জানাবেন দয়া করে
অলাইকুম আসসালাম। হ্যাঁ পাওয়া যায় তবে 60A টা কম এভেইলেবল থাকে। Rural Sun Power, IPS Bazar ও BDtronics এর কাছে খোঁজ করতে পারেন। গুগলে BDTronics লিখে সার্চ দিলে বিডিট্রনিক্স এর ওয়েবসাইট পেয়ে যাবেন।
ভাই কত ওয়াট প্যানেলের সাথে লাগাইছেন
১০০০ ওয়াট। এটা শুধু টেস্টিং এর জন্য।
ভাই তার গুলো গজ কত দাম??
ভাইয়া আমাদের ঘর দোতলা আমি চাচ্ছি দোতলার উপর সোলার পেনাল বাসাবো ১৩০ ওয়াট সোলার বসাবো আর ৮০ এম্পিয়ার ব্যাটারি ৭০ ৭৬ তার ব্যবহার করলে ব্যাটারিটা চার্জ হতে কতক্ষন লাগবে
80Ah ব্যাটারির সাথে 150/160 ওয়াট সোলার প্যানেল হলে ভালো হয়। তাহলে সারাদিন রোদ থাকা অবস্থায় ব্যাটারি ফুল চার্জ হতে পারবে। তবে আপনি যদি দিনের বেলাতেও বেশি লোড চালান এবং রাতে ব্যাটারি সম্পূর্ণ খালি করে ফেলেন তাহলে সোলার প্যানেল আরও কিছুটা বেশি লাগাতে হবে তাছাড়া সারাদিনে ব্যাটারি ফুল চার্জ হবে না। 70/76 তার ব্যবহার করতে পারবেন।
@@TechnologyBanglaShahin ব্যাটারী থেকে সোলারের দূরত্ব কত ফিট হওয়া ভালো??? ৮০ এম্পিয়ার ব্যাটারী দিয়ে কটা লাইট কটা ফ্যান চালানো যাবে ভাইয়া
সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলের দূরত্ব ৪০/৫০ ফিট হতে পারে তবে এর চেয়ে বেশি হলে ক্যাবলের সাইজ আরো একটু মোটা ব্যবহার করতে হবে। চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারির দূরত্ব ৩/৫ ফিট হতে পারে। এখানে তুলনামূলক বেশি মোটা ক্যাবল ব্যবহার করা হয়, যেমন: 4 sq mm (4rm). 80Ah ব্যাটারি তে দুইটা DC টেবিল ফ্যান ও দুইটা লাইট ২৪ ঘন্টা চালাতে পারবেন আর যদি কম সময় চালান তাহলে আরো বেশি ফ্যান ও লাইট সংযুক্ত করতে পারবেন। তবে ব্যাটারির কন্ডিশন ভালো হতে হবে এবং ফুল চার্জ হতে হবে।
@@TechnologyBanglaShahin
আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
ভাই,, আমার প্যানের জেনেটিক ৬৫w। এখন প্রশ্ন হচ্ছে, ৩:৩০মিনিট এর আমি দুটো ফ্যান একই সাথে চলাতে পারি না,, অতছ সকাল ৯টা থেকে ৩:৩০ পর্যন্ত ঠিকই চলে, যদিও আমি পুরাতোন বাইকের ব্যাটারি লাগা আছে প্যানেলের সাথে,, বেকাব একি বারে খারাপ ১৫-৩০মিনিট। এখন প্রশ্ন ৩:৩০ পর রোদ ভালো থাকলেও কেন একই সাথে ২ fan চলে না একটা চলে, না হলে off হয়ে যায়! অতচ ৩টার আগ পর্যন্ত দিবি্ব চলে।
সকাল ৯ টার আগে ও বেলা সাড়ে ৩ টার পর থেকে রোদ প্যানেলের উপর সরাসরি পড়ে না ও দুর্বল হয়ে থাকে তাই প্যানেল কম পাওয়ার জেনারেট করে ফলে দুইটা ফ্যান একসাথে চলে না। আবার ৬৫ ওয়াট প্যানেল থেকে যা এম্পিয়ার জেনারেট হয় তার বেশিরভাগ আপনার ফ্যান কনজোমশন করে ফেলে তাই ব্যাটারি তেমন কোন এম্পিয়ার পায় না। এভাবে চলতে থাকলে যেকোনো ভালো ব্যাটারি ডাউন হতে হতে নষ্ট হয়ে যায়। আর আপনি তো পুরাতন ব্যাটারি লাগিয়েছেন।
ব্যাটারি পুরাতন, প্রোপার চার্জ না হওয়ার জন্য ড্যাম হয়ে গিয়েছে ও চার্জ হওয়ার জন্য যথেষ্ট এম্পিয়ার পাচ্ছে না, তাই ব্যাটারি ভালো ব্যাকআপ দিবে না এটাই স্বাভাবিক।
@@TechnologyBanglaShahin ধন্যবাদ ভাই
You are welcome.
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
আসসালামু আলাইকুম, আমি নিয়মিত আপনার ভিডিও দেখি। অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে।
আমি ডিসি সোলার সিস্টেম করতে চাচ্ছি।
৫ ফ্যান, ৮ লাইট চালাতে চাচ্ছি।
Hamko 150Ah Battery+
SuperStar 12V 300 Watt Mono Panel
নিতে চাচ্ছি।
সারাদিন সোলারে চলবে, রাতে ব্যাটারিতে চলবে।
আমার সিলেকশন কি ঠিক আছে, ভাইয়া?
প্যানেল টু ব্যাটারি কোন ক্যাবল ভালো হবে, ভাই..
আপনি বলেছেন Giangsu 4rm.
Giangsu 4rm কোথায় পাবো..
৫ রুম ওয়ারিং করার জন্য কোন ক্যাবল ভালো হবে?
ক্যাবলের নাম+ কোথায় পাবো লিখে দিলে উপকার হতো..
আশা করি আমার কমেন্টের উত্তর দিবেন।
অলাইকুম আসসালাম। আপনার সিলেকশন গুলো ঠিক আছে তবে আপনি যদি অনেক লম্বা সময় ব্যাকআপ চান এবং আবহাওয়া খারাপ থাকলেও ব্যাকআপের যেন সমস্যা না হয় তাই চান তাহলে 200Ah ব্যাটারির সাথে 400W সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার পর্যন্ত 4rm ক্যাবল, চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি 6rm ক্যাবল, লোড গুলো 23/76 ক্যাবল দিয়ে করবেন। আমি 4rm ক্যাবল ta Rural Sun Power থেকে কিনেছিলাম। ওদেরকে ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। তবে ওদের কাছে যদি না থাকে তাহলে ঢাকার কাপ্তানবাজারে একটু ডিফারেন্ট ক্যাবল পেয়ে যাবেন।
@@TechnologyBanglaShahin আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের উত্তর দেয়ার জন্য। আমার গ্রামের বাড়িতে পল্লী বিদ্যুৎ এর লাইন। সারাদিন এ ৪-৫ ঘন্টা বিদ্যুৎ থাকে। তাই সোলার নেয়ার চিন্তা করেছি। বাজেট ৫০ হাজার। তাই ২০০ Ah battery+ 400 Watt সোলার নেয়া যাচ্ছে না।
আপনার বাজেট অনুযায়ী করেন। আপনি যে সিলেকশনটা উল্লেখ করেছেন সেটাও যথেষ্ট ভালো। আরেকটা বিষয় একটু বলে রাখি, এক রুম থেকে আরেক রুমে কানেকশন নেয়ার সময় অনেক সময় পাওয়ার লস হয়, বিশেষ করে লোড একটু বেশি থাকলে। সে ক্ষেত্রে ৪০/৭৬ দিয়ে এক রুম থেকে আরেক রুমে লাইন টানলে পাওয়ার লসের পরিমাণ অনেক কমে আসে।
@@TechnologyBanglaShahin টোটাল ৫ রুমে ওয়ারিং হবে, প্রতি রুমে ১ ফ্যান+লাইট। ৪০/৭৬ ব্র্যান্ড ক্যাবলের দাম অনেক বেশি। 40/76 AC cable দিয়ে ওয়ারিং করলে তো লস হবে অনেক।
ডিসি লাইন ওয়ারিং করার জন্য কি কোন ডিসি ক্যাবল আছে, ভাইয়া?
40/76 ফ্লেক্সিবল হলে ওটা ডিসি বিদ্যুৎ সুন্দরভাবে পরিবহন করতে পারবে। মনে রাখবেন ফ্লেক্সিবল হতে হবে, মানে ভিতরে অনেক চিকন চিকন তারের সংখ্যা হতে হবে। যেগুলোতে অনেক মোটা মোটা তার থাকে ওগুলো এসি বিদ্যুতের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও লো ভোল্টেজ DC লাইন টানার জন্য স্পেশাল কিছু ক্যাবল আছে কিন্তু সেগুলোর প্রাইস কয়েক গুণ বেশি।
১১০০+ ওয়াট প্যানেল এর জন্য কেমন ক্যাবল ইউজ করতে হবে, আর দাম প্রতি গজ কেমন হতে পারে ভাইয়া?
যদি ১২ ভোল্ট এর প্যানেল হয় তাহলে 10 sq mm, ২৪ ভোল্ট এর প্যানেল হলে 6 sq mm ক্যাবল ব্যবহার করতে হবে। যদি ২৪ ভোল্টের প্যানেল দুইটা সিরিজে থাকে তাহলে 4 sq mm ক্যাবল ব্যবহার করতে হবে। ব্রান্ড এবং কোয়ালিটি ভেদে দামের পার্থক্য পাবেন। শপ থেকে আপডেট প্রাইস টা জেনে নিতে পারেন।
@@TechnologyBanglaShahin ২৪ ভোল্টের প্যানেল ভাইয়া
তবে অবশ্যই ভালো মানের ক্যাবল ব্যবহার করবেন। অনেকেই কপি অথবা নিম্নমানের ক্যাবল ব্যবহার করে পাওয়ার লস করছে।
@@TechnologyBanglaShahin কি কোম্পানির কিনবো ভাইয়া, আইডিয়া দিয়ে সাহায্য করুন।
ব্র্যান্ডের মধ্যে BRB, BBS, SQ, RR, বিজলী এগুলো ভালো, এগুলো খুঁজে বের করতে একটু সমস্যা হবে। তবে কেজি দরে যেগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ, ওগুলো কিনলে বিক্রেতার সাথে ভালো করে কথা বলে কিনতে হবে। আর ক্যাবল যেন অবশ্যই ফ্লেক্সিবল হয়।
একটি সোলার প্যানেল থেকে একাধিক কন্ট্রোলার ব্যবহার করা যায় কিনা...??
হ্যাঁ ব্যবহার করা যায় তবে লাভ হয় না কারণ এম্পিয়ার ভাগ হয়ে যায়।
@@TechnologyBanglaShahin ২৪ ভোল্টের একটি প্যানেলের সাথে ১২ ভোল্টের দুইটি চার্জ কন্ট্রোলার সিরিজ কানেকশন করলে কি উভয় কন্ট্রোলার ১২ ভোল্ট করে পাবে?
যদি কন্ট্রোলার দুটির ইনপুটে সোলার এর সাথে সিরিজ কানেকশন করি এবং আউটপুটে একটি ব্যাটারিতে প্যারালাল কানেকশন করি তবে কি অ্যাম্পিয়ার দ্বিগুণ হবে?
@md.alihaiderkhan1956 চার্জ কন্ট্রোলা কোম্পানিগুলো এভাবে কানেকশন করার ক্ষেত্রে রিকমেন্ড করে না। এতে করে সিস্টেমের ক্ষতি হতে পারে।
@@TechnologyBanglaShahin Thanks for your kind information.
You are welcome.
২৪ ভোল্ট সোলার ১২ ইনভার্টারে ব্যাবহার করার কি কোনো সিষ্টেম আছে থাকলে একটা রিপ্লাই দিয়েন প্লিজ
হ্যাঁ যে সকল ইনভার্টারে MPPT টেকনোলজির চার্জ কন্ট্রোলার আছে সেই সকল ইনভার্টারে ১২ ভোল্টের ব্যাটারি হলেও ২৪ ভোল্টের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন।
@@TechnologyBanglaShahinআসসালামু আলাইকুম কেমন আছেন ভাই...৩৫৫ লুঙ্গি সোলার প্যানেল ২৪ ভোল্টের ব্যবহারের জন্য.সোনা থেকে ফোন তোলার পর্যন্ত কত আরাম তার ব্যবহার করতে হবে..প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত..দূরত্ব ১০ গজ..লাগবে.ভাইজান...powmr..চারজ 30ahকন্ট্রোলার দিয়ে ১২ ভোল্ট সিস্টেমের ব্যবহার করবো..
সুপারস্টার সোলার প্যানেল এর সাথে ব্যাটারির কানেকশন কিভাবে দিব?
যদি আপনার মোবাইল নম্বরটা দিতেন উপকৃত হতাম।
সুপারস্টার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলার এ কানেকশন দিবেন ও চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে কানেকশন দিবেন।
Vai powmr 3k er review den plz
OK নোট রাখলাম।
MPPT 30amp কতো ওয়াট পেনেল নাগানো যাবে?
400 ওয়াট প্যানেল লাগানো যাবে।
Amr to 400watt. 30 Amp powmr controller. Kono problem hobe ki?
@@TechnologyBanglaShahin Amr to 400watt. 30 Amp powmr controller. Kono problem hobe ki?
@@TechnologyBanglaShahinআসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো
ভাই আমি পেনেল কিনব বুঝতে পারছি না আমি কোন পেনলটাই কিনব এবং 550ওয়াট দুই টা প্যানেল কিনব
ভাই দুইটা প্যানেলের জন্য কি তার ব্যবহার করব
550 ওয়াটের দুইটা প্যানেল যদি সিরিজে সংযুক্ত করেন তাহলে 4 sq mm (4rm) আর যদি প্যারালালের সংযুক্ত করেন তাহলে 6 sq mm (6rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন।
ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi, REC etc.
নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে। অরিজিনাল হলে কোনটারই আউটপুট নিয়ে চিন্তা নাই।
@@TechnologyBanglaShahinভাই কোন কোম্পানির সোলার প্যানেল কিনবো কি প্যানেল কিনবো
Walton Soler cable review please.
Ok, Noted.
ভাই পরামর্শ দিবেন প্লিজ।
Dc sytem... 7watt 3 ta light 16" tabile fan 2ta chole apatoto
৫৭৫ লন্জি প্যানেল, ১৩০ রহিমআফরোজ ব্যাটারি। সকাল ১০টা প্যানেল পুরো রোদ পাচ্ছে এরকমসময়ে প্যানেল থেকে ৯-১০ টা পর্যন্ত দেখালো১২৮ ওয়াট, ৮.৪২ এম্পিয়ার। ১০টার পর হুট করে কমে গিয়ে দেখাচ্ছে ৬৫ ওয়াট, ৪ এম্পিয়ার। এটা কি নরমল নাকি আমার সেটাপে সমস্যা? নাকি প্যানেলে সমস্যা? সোলার ক্যাবল ৬ আরএম, ১৫ গজ লম্বা তার ব্যাবহার করেছি। পরামর্শ দিবেন প্লিজ
জিমেইলে ছবি দিয়েছি।
এমনও হতে পারে আপনার ব্যাটারি পরে প্রায় ফুল চার্জ হয়ে যাওয়ার কারণে এম্পিয়ার ডিমান্ড করছে না। আপনার ইমেইল পেয়েছি, এই ব্যাপারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন।
ভাই আপনার নাম্বারটা দরকার ছিল।
পরামর্শের জন্য
1000Wat থেকে কি শুদু মাত্র ২০অামপিয়ার!
ভাই 4rm Cable পাওয়ার লিং বা যোগাযোগ করার নাম্বারটা যদি দিতেন।।
ঐ ক্যাবল টা আমি কিনেছি Rural Sun Power থেকে। ফেসবুক ও ইউটিউবে সার্চ দিলে ওদের অনেক ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে নাম্বার নিয়ে ওদেরকে কল দিতে পারেন। এছাড়াও ঢাকার কাপ্তান বাজার সোলার মার্কেটে এই ধরনের ক্যাবল খোঁজ করতে পারেন। আবার একটু অন্য টাইপের 4rm ক্যাবল আরো অনেক জায়গায় পেয়ে যাবেন, বিশেষ করে যারা সোলার প্রজেক্ট এর কাজ করে তাদের কাছে।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন Longi Fully Black 355+355=710w Cable 10rm ফ্লেক্সিবেল এই সিস্টেম থেকে আমি কত এম্পিয়ার আউটপুট পেতে পারি । আপনার অত্যন্ত ইনফর্মেটিভ ভিডিও দেখেই করতে পেরেছি ইনশাআল্লাহ
আপনি যে ক্যাবল এর রিভিউ দিচ্ছেন এই Cable আমি কিনেছি আপনার মূল্যবান ফিডব্যাক দেখার অপেক্ষায় রইলাম
অলাইকুম আসসালাম। সানলাইট ভালো থাকলে এবং টেম্পারেচার ২৫ ডিগ্রির আশে পাশে থাকলে আপনি ২০ এম্পিয়ার পাবেন।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য শুভকামনা 700w
1100w জন্য কত এম্পিয়ার Dc সার্কিট ব্রেকার লাগবে । আপনি যে সার্কিট ব্রেকার ইউজ করেন আমাদের দেশে কিনতে পাওয়া যায় এমন একটা লিংক দিন
আপনার এই সেটআপের জন্য ২৫ এম্পিয়ারের ডিসি সার্কিট ব্রেকার দরকার। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় ডিসি সার্কিট ব্রেকার বলে এসি সার্কিট ব্রেকার দিয়ে দেয়। দারাজ এ কিছু চাইনিজ সেলার আছে ওদের ওগুলো তাও ভালো। আপনি দারাজ এ DC MCB লিখে সার্চ দেন, পেয়ে যাবেন।
প্রাইস কতো করে নেয়?
সাদাটা ১১০ টাকা গজ আর কালো টা ১৭০ টাকা গজ।
সালামালাইকুম ভাই বস কত নিছে গজ কত করে
অলাইকুম আসসালাম। সাদাটা ১১০ টাকা গজ আর কালো টা ১৭০ টাকা গজ।
ওয়ালাইকুমুস সালাম ভাইয়া আপনি কেমন আছেন
আলহামদুলিল্লাহ ভালো আছি।
use high friquency solar inverter and review them
পরবর্তীতে হাতে আসলে দেখাবো।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
দাম কত
সাদাটা ১১০ টাকা গজ এবং কালো টা ১৭০ টাকা গজ।
❤
ভাই আমি জেনেটিক ২০০ ওয়াটের ৩টা প্যানেল লাগাইলাম কিন্তু আমার মেশিনে দেখায় ২৪০ ওয়াট এখন আমার করণীয় কি
ক্যাবল, মেশিন, সোলার প্যানেলের পজিশন সবকিছুই অবজারভেশন করতে হবে তারপরে বোঝা যাবে সমস্যাটা কোথায়। তবে নরমালি বেশিরভাগ ক্ষেত্রে ক্যাবল আন্ডার রেটেড লাগালে এগুলো হয়।
কোনটার দাম কত ভাইয়া?
F
সাদাটা ১১০ টাকা গজ, কালো টা ১৭০ টাকা গজ।
ভাই কোথায় থেকে কিনছেন নাম্বার দেয়া যাবে
সাদাটা এলাকার বিবিএস এর ডিলার বা দোকানদার এর থেকে কিনেছি। আপনার এলাকায় এই সাদাটা না পেলে আরেকটা অ্যাশ কালারের আছে BRB কোম্পানির ওটাও নিতে পারেন। আর কালোটা Rulal Sun Power এর থেকে কিনেছি, ইউটিউব এ সার্চ দিলে Rural sun Power এর চ্যানেল পেয়ে যাবেন।
২৪ ভোল্ট সেটাপ থেকে ১২ ভোল্টের ব্যাটারি তে চার্জ করার সময় mppt কন্ট্রোলার এক্সটেন্ড করে কিন্তু ১২ ভোল্ট থেকে করেনা।
এদিকে ধরেন ৮ এম্পিয়ারের ১২ ভোল্টের দুটা প্যানেল সিরিজে দিয়ে ২৪ ভোল্ট বানালে ৮ এম্পিয়ার কে বুস্ট করে কন্ট্রোলার ধরেন ১২ এম্পিয়ার বানালো। কিন্তু লাভ টা কি? ৮ এম্পিয়ার প্যারালালি দিয়ে ১৬ এম্পিয়ার পাওয়া যাবে যেটা বুস্টকৃত এম্পিয়ারের থেকে বেশি। তাহলে mppt কন্ট্রোলার দিয়ে লাভ টা কোথায় হলো?
লাভ আছে তবে এটা নিয়ে একটা আলাদা ভিডিও না বানালে বুঝতে পারবেন না। আর সিরিজ কানেকশনে MPPT এর এম্পিয়ার বাড়ানোর যে হিসাবটা দিলেন তার থেকে আমি অনেক বেশি এম্পিয়ার পাচ্ছি।
@@TechnologyBanglaShahin একটা ভিডিও বানান এটা নিয়ে ভাই। লাইভ টেস্ট দেখতে চাই।
ঠিক আছে বানাবো। তবে কিছুদিন আগে একটা ১২ ভোল্ট আর ২৪ ভোল্ট প্যানেলের পার্থক্য দেখিয়েছিলাম MPPT কন্ট্রোলার দিয়ে। এই চ্যানেলে ওই ভিডিওটা আছে, ওটা দেখলে আপাতত একটা ধারণা পাবেন।
❤❤❤❤❤❤❤❤
❤️❤️
Rural Sun power এ ফোন দিয়েছিলাম তারা বল্লো আলাদা তার তারা সেল করে না, খুবই দুঃখজন ভাই,
দয়াকরে এমন প্রোডাক্ট রিভিউ করবেন যেটা আমরা কিনতে পারি এবং স্টক থাকে।
আপনি রিভিউ করলেন কিন্তু কিনতে পারলাম না এতে ভিডিও দেখে আমাদের কি লাভ হলো?
তাদের থেকে আমি একটা সোলার আইটেম কিনেছিলাম তাই তারা আমার কাছে ক্যাবল বিক্রি করেছিলো। তাদের উচিত কাস্টমার যা চায় সেটা প্রোভাইড করা। একটা জিনিস কিনলে তখন আরেকটা জিনিস বিক্রি করা, এটা আবার কেমন কথা!। একটা জিনিস না কিনলে আরেকটা জিনিস দেওয়া যাবে না এগুলো উচিত না। কাস্টমার যা চাবে তাই সেল করতে হবে। আমি যদি আগে জানতাম এটা তারা আপনাদেরকে দিবে না তাহলে আমি এটা রিভিউ করতাম না।
walton cable test please
ওটাতো এখন আমার হাতে নাই, ঠিক আছে হাতে আসলে রিভিউ দিব।
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
❤❤❤
❤️❤️
@@TechnologyBanglaShahinআলাইকুম কেমন আছেন ভাইজান..আমি জানতে চাইছিলাম এই সুপারস্টার ডিজিটাল চাজ কন্ট্রোলার টায়.সুপারস্টারের.মনো ২০০ ওয়াট ১০ এম্পিয়ার চাষ কন্ট্রোলার দিয়া.চার্জ হবে***সোলার প্যানেল.এবং ১৩০ অ্যাম্পিয়ার সুপারস্টার.সোলার টিউবুলার ব্যাটারি দেওয়া যাবে..এই.সুপারস্টারের ডিজিটাল কন্ট্রোলারের দেওয়া যাবে নাকি২০০ সোলার প্যানেল দেওয়া যাবে..কন্ট্রোলারে কাজ করবে. অন্য কন্ট্রোলার নিতে হবে
70/76 ক্যাবল কলকাতায় কোথায় পাবো
আসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার একটা বিষয় জানা দরকার আমার বাসায় ৩৫৫ ওয়াটের ২৪ ভোল্টের সোলার প্যানেল আছে ও রহিম আফরোজ ১৩০ এম্পিয়ার এর ব্যাটারি আছে
এখন আমার প্রশ্ন হল ৪ টি
1. আমার ব্যাটারি থেকে কন্ট্রোলার ১০ ফুট দূরে রাখতে হবে কত আর এম তার ব্যবহার করব অথবা কোন তার ব্যবহার করবো কোন কোম্পানির তার ভালো হবে
2. আমার সার্চ কন্ট্রোলার pwmr 20ah থেকে ৯০ ফুটের ভিতরে .একটি লাইন টেনে একটা ডিসি ১৫ ওয়াটের ফ্যান .. দুইটা ডিসি ৭ ওয়াটের লাইট ব্যবহার করব . কত আরএম তার ব্যবহার করব কোন কোম্পানির তার ব্যবহার করব ভালো হবে
3 আমার বিল্ডিংয়ের রুমেড কনসিল পাইপের ভিতরে তার টানবো ডিসি লাইট ৭ ওয়াটের ডিসি একটি ফ্যান ১৫ ওয়াটের এক রুমে ব্যবহার হবে ((একটি ডিসি লাইট একটি ডিসি ফ্যান )) লাল/কালো একটি তার থেকে ব্যবহার করতে কত আর এম তার লাগবে ডিছি অথবা কোন তাল লাগবে কোন কোম্পানির তার দিলে ভালো হবে ..
4.৩৫৫ ওয়াটের লুঙ্গি ২৪ ভোল্টের প্যানেল থেকে pwmar 20ah দূরত্ব ১০ গজ এর ভিতরে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কত আর এম তার ব্যবহার করবো 😮
সোলার আইপিএস রিভিউ দেন
OK, Noted.
🖤🖤🖤
❤️❤️
ভাইয়া আমিও একই সমস্যায় ভূগছি। ক্যাবলের জন্য আমার এম্পিয়ার কম আসছতেছে। ১২০০ ওয়াটের প্যানেলে মাত্র ১০০ ওয়াট আসে। পরে ভালোভাবে খেয়াল করে দেখলাম ইলিক্ট্রিশিয়ান পজিটিভ ক্যাবল ডিসি দিয়েছে ঠিকই কিন্তু নেগেটিভ এ এসি ক্যাবল দেওয়া। এলাকার ইলেকট্রিশায়ন না হওয়ার কারনে ও বেঁচে গেছে। এখন শুধু ওরে আমি মানুষের মাঝে খুজি। আমার বর্তমানে ৪০০ এম্পিয়ারের ব্যাটারি বিদ্যুৎ থেকে চার্জ হয় যার ফলে বিল আসে অনেক বেশি। প্রায় ১২_১৩ এম্পিয়ারে ব্যাটারি চার্জ হয়।
খুবই দুঃখজনক বিষয়। 1200 ওয়াট 12 ভোল্টের সিস্টেমে আপনি 10 sq mm (10rm) ফ্লেক্সিবল DC ক্যাবল ব্যবহার করবেন। 24 ভোল্ট সিস্টেম হলে 6 sq mm (6rm) ব্যবহার করতে হবে। অবশ্যই ভালো মানের অরিজিনাল ক্যাবল হতে হবে।
@@TechnologyBanglaShahin ভাইয়া আমার পরবর্তীতে ৫ কিলোওয়াট করার ইচ্ছা আছে তাই ৬ আর,এম নিবো না ১০ আর,এম নিবো? জানালে উপকৃত হব। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য।
৫ কিলোওয়াট সিস্টেমে প্যানেল গুলো প্যারালাল করা হয় না ওগুলো সিরিজ করা হয়। তখন ভালো মানের 4rm ক্যাবল যথেষ্ট। আপনি 6rm ভালো মানের ক্যাবল কিনলেই হবে।
ভাই সুলার সেটাপের আগে নিজে পেটের বুড়ি কমান
ভাই আমার ভুড়ির বিষয়ে চিন্তা না করে সোলার নিয়ে যা দেখাচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে দেখেন 😀
আপনি খুব ভদ্র