ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগলো যদি যাইতে পারি সেটা তো ভাল, না যাইতে পারলেও খুব একটা দুঃখ থাকবে না। কারণ আপনি যেভাবে বলেছেন যদি ভাগ্যে না থাকে আল্লাহ যদি ভাগ্যে না রাখে তাহলে তো যাওয়ার উপায় নেই। তবে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর ভিডিও তৈরি করার জন্য।
আসসালামু আলাইকুম। আপনার দক্ষতা যোগ্যতা আল্লাহ যেন আরও অনেক বাড়িয়ে দেয়। আপনি মানুষের আরো কল্যাণ করতে পারেন আপনার সার্বিক কল্যাণ হোক। প্রভুর নিকট এই কামনা।
Vaiya, recently German embassy te appointment niyeci tourist visar jonno.. Eka ekai sob kisu guciyeci just as a student NOC collection kora hoy ni. Jehetu semester drop diyeci.. Poramorsho cassilam jodi comment dekhe reply korten...
ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি সেনজেন ভিসায় ফ্রান্সে যাওয়ার জন্য, ঢাকা থেকে জেদ্দা এবং জেদ্দা থেকে লন্ডন হয়ে ফ্রান্স প্যারিসে যাওয়া হয় , এখন জেদ্দা এবং লন্ডনে যে ট্রানজিট হবে, সেখানে কি আমার ট্রানজিট ভিসা লাগবে? আর ধরেন আমি ফ্রান্সের যাওয়ার পর আমি সেনজেন অন্য দেশে যাব, তো সেই ক্ষেত্রে কি যখন এমব্যাসিতে ফাইল সাবমিট করব, তখন কি শুধু ফ্রান্সের যাওয়ার এবং আসার টিকিট বুকিং করে সাবমিট করবো? নাকি অন্যান্য দেশের টিকেট গুলো বুকিং করে, এম্বাসিতে সব দেশের টিকেট সাবমিট করতে হবে? কোনটা? জানাবেন ধন্যবাদ!
Very clear and precise presentation...How to prepare inheritence certificate? Anyway is there chance to have one to one session with you...সেটা অনলাইন হোক বা সশরীরে?
ভাইয়া আপনার কথা গুলো অসাধারন লেগেছে, এজন্যই বলছি একটু হেল্প করেন প্লিজ, দেড় বছর ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না, এবং টাকা দিয়ে চার যায়গায় ধরা খাইছি, এজেন্সি গুলোকে বিশ্বাস করা যায় না, বেশিরভাগ ই চিটার বাটপার, এজন্য আপনি কি কোন ভাবে হেল্প করতে পারবেন বড়ো ভাই হিসেবে, তাহলে হয়তো ইউরোপে যেতে পারবো, রিপ্লাই প্লিজ ভাইয়া
ভাই, আমি আপনার একজন ভিউয়ার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো ঃ আমি India,Thailand, Cambodia, China, Turkey ভ্রমণ করেছি।এই পাঁচটি দেশ দিয়ে স্পেনের জন্য টুরিস্ট ভিসার আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনার হার কত? জানালে যার পর নাই সন্তুষ্ট হবো।
vai kemon ace.ami kuwait thake visit visa applay korte chi europ ar kon desh ar embasiy te applay korbo akon.visa dey akon kon desh .plz bolben. aponar video te onek valo khota bolen, thanks..thanks...thanks
আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি ২০ বছর আগে দুইবার সেনজেন ভিসা পেয়ে ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ঘুরেছি। তখন আমি সিংগেল স্টুডেন্ট ছিলাম। আমি এখন আমার স্ত্রী আর দুই সন্তান সহ ইউরোপ ঘুরতে চাচ্ছি। । আমার আরো ইংল্যান্ড সহ অনেক দেশ ঘুরা আছে। কিন্তু আমার পরিবারের শুধু মালয়েশিয়া ঘুরা আছে। সেক্ষত্রে আমাদের একত্রে সেঞ্জেন ভিসা পেতে কতটুকু চান্স আছে.. আপনার কোনো সাজেশন থাকলে জানায়েন। ভালো থাকবেন। ধন্যবাদ। বি:দ্র: বর্তমানে ফ্রান্সে ডানপন্থী দল জিতে গিয়ে সরকার গঠন করলে আমাদের বাংলাদেশিদের ভাগ্যে কি হতে পারে সে সম্বন্ধে একটা ভিডিও দিয়েন বিশেষ করে এসাইলেম আবেদনে কি বিরূপ প্রতিক্রিয়া হবে?
Vi Bangladesh a aci government job korci. Bidas job korar eicca nai but visit korar eicca aca.apnar satha a bisoy a kotha bolar khub eicca.ata ki somvob?
ভাই,, একজন ইটালীয় ব্যাক্তি ,, যিনি ইটালীর জন্মগত নাগরিক,,,,সে আমার বন্ধু, সে আমাকে ইনভাইটেশন লেটার সহ,,, যা যা কাগজ লাগবে সব দিয়েছে,,,,স্বাস্থ্য বীমা, ট্রাভেল ইনস্যুরেন্স সহ,,,ব্যাংক গেরান্টি সব পাঠিয়েছে। এখন আমি কি ভিজিট ভিসা পাবো? আগষ্ট ৬/০৮/২০২৩ জমা করেছি। প্লিজ আমাকে জানান। এক্ষেত্রে আমার কি ইন্টারভিউ হতে পারে?? প্লিজ ভাই আমাকে একটু জানান
সালাম ভাই, ইটালি টুরিস্ট ভিসা রিজেক্ট হলে কত দিনের মধ্যে আপিল করতে হবে। 31-8-2022 এই তারিখে আমি ভিসা আনতে গিয়ে আমার ভিসা না লেগে রিজেক্ট হয়েছে। তাই আপনার মাধ্যমে জানতে চাচ্ছে। আমাকে যদি পারেন আমাকে জানাবেন।
ভাই কেমন আছেন। আমি দশম শ্রেণি পযর্ন্ত পড়েছি। আর অনেক বার ইন্ডিয়া ভ্রমণ করেছি। ডিস ও ইন্টারনেটের ব্যাবসা করি। আমার ট্রেড লাইসেন্স, টিন, চেম্বার অব কমার্স, আর বিটিভির ফিট লাইসেন্স আছে। সেক্ষেত্রে আরও কোন দেশ ভিজিট করা লাগবে কিনা জানাবেন। কি কি দেশ কমেন্ট করবেন। আর যা বলেছেন ইনশাআল্লাহ সব ব্যাবস্থা হবে। দয়াকরে জানান। আমার জন্ম তারিখ 1/1/1978.
ভাইয়া আমার বয়স ২৩ আমি টুরিস্ট ভিসায় যাইতে পারব? মানে বয়স কি কোন সমস্যা হবে? আমি পেশাগত বেকার , এবং আমি, ইন্ডিয়া, তাইলেন্ড, মালেশিয়া, সিংগাপুর, কাতার, দুবাই এই দেশ গুলো ভিজিট করবো , একটু জানাবেন
ভাই, আমি ৬৪+। আমার ১৯৮০ তে প্রথম পাসপোর্ট করা এবং সেই ধারাবাহিকতায় দেশে, ইরান, নিউজিল্যান্ড এবং ইতালিতে রিনিউ এবং নতুন পাসপোর্ট করা হয়। পাসপোর্টে ইউকে (পড়াশোনা), রাশিয়া, গ্রীস, নিউজিল্যান্ড, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইরান, ভারত, পাকিস্তান ভ্রমণ ভিসা রয়েছে। ১০/১১ বছর ধরে দেশে রয়েছি, ঢাকায় জার্মান দূতাবাস থেকে সেনজেন ভিজিট ভিসায় ইতালিতে গিয়ে বৈধ অবৈধভাবে থেকেছি। স্ত্রী ইতালিতে পিআর নিয়ে রয়েছে এবং ইতালিয়ান পাসপোর্টের জন্য অপেক্ষা করছে। ভালো জব করছে এবং রেগুলার দেশে আসা যাওয়া করে। একমাত্র সন্তান(ইঞ্জিনিয়ার) বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে জব করে আবারও ভিন্ন দেশে গিয়ে জব করছে এবং উচ্চতর ডিগ্রির জন্য প্রস্তুতি চলছে। অর্থাৎ ৩ জন আমরা ৩ দেশে রয়েছি। ২/৩ সপ্তাহের জন্য ভিজিট ভিসায় ইতালিতে যেতে চাইছি স্ত্রীকে সারপ্রাইজ দেয়ার জন্য এবং অবশ্যই ফিরে আসবো শতভাগ গ্যারান্টি। আর এ বয়সে তো বিদেশে বদলা কামলা কেউ নিবেও না। শেষ বয়সে এসে আর বিদেশে গিয়ে থাকতেও চাই না। নিউজিল্যান্ডে যে কোনো সময় সহজেই ভিজিট ভিসা যাবার সুযোগ এখনও আমার রয়েছে। ঢাকায় নিজের প্রোপার্টি রয়েছে। আপনি যদি আমাকে একটু গাইডলাইন দেন যেন সহজেই ভিসা পেতে পারি, তাহলে উপকৃত হবো। আপনার শুভকামনা করছি
@@Sarowar_HOSSAIN Assalamualaiqum, many tnx for your kind response. InshaAllah will call you. Evening time of which country plz ? Where are u now, in France or in BD? As I found your number with France country Code. Can call you on your WhatsApp. Hope you also use this. Again with tnx.
আসসালামু আলাইকুম,, ভাই আমি রিসেন্টলি একটা এজেন্সির মাধ্যমে নেদারল্যান্ডস ভিসিট ভিসার জন্য আবেদন করেছি। তাই আমি আপনার কাছে জানতে চাই, আমার ট্রাভেল ইন্সুরেন্স ফি কতো টাকা আসতে পারে। আমার বয়স ৩৯
Brother I am from chittagong. Please help me about a European sangan tourist visa. If you advise a travel agent in chittagong proses my file….it’s Good for me … thanks
সত্যিই অসাধারণ লাগছে আপনার কথা গুলি। মনে হয় কারো সহযোগিতা লাগবে না। অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।
সত্যি অসাধারণ লাগছে
আপনার কথা ঘুলো
আমার অনেক কাজে লাগবে অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া রইলো 🥰
এক কথায় অসাধারণ তথ্যপূর্ণ ভিডিও ছিল ভাই। এত মনোযোগ দিয়ে আমি কোনো ব্লগ দেখিনা,যতটা আপনার এই ভিডিও দেখেছি।আল্লাহ আপনার দীর্ঘায়ু দান করুন
ধন্যবাদ ভাই ❤️
Vi apner Watsup number ta dan pls
🎉
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাই আপনি বড় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন
বাই ফেসবুক লিংকটা দিয়ে দিয়েন
ভাই আপনার কথা শুনে আমার মন ভাল হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হলো আপনার মত কেউ বিস্তারিত বলে না এভাবে, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আই লাইক ইউ
অনেক ধন্যবাদ ভাই
আপনার মতো করে ইনফেকশন কেও দেয় নাহ বাস্তব রূপ তুলে ধরেন এক কথায় অসাধারণ ভাইয়া ভালো থাকবেন
ধন্যবাদ ভাই ❤️
চমৎকার বিশ্লেষণ ।
পরিপূর্ণ ভিডিও।
এতো মনযোগ সহকারে কখনো কোন ভিডিও দেখা হয়নি।
এত সুন্দর সাবলীল ভাষায় সব গুছিয়ে বলা টাও একটা শিল্প। আমি খুবই অনুপ্রাণিত হয়েছি এবং ভিডিও টা খুবই তথ্যসম্পূর্ণ ছিল। (দোয়া ও ভালোবাসা রইল 🥰🥰🥰)
ধন্যবাদ ভাই ❤️
ধন্যবাদ সারোয়ার ভাই সুন্দর ভাবে বোঝানোর জন্য 😍
ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগলো যদি যাইতে পারি সেটা তো ভাল, না যাইতে পারলেও খুব একটা দুঃখ থাকবে না। কারণ আপনি যেভাবে বলেছেন যদি ভাগ্যে না থাকে আল্লাহ যদি ভাগ্যে না রাখে তাহলে তো যাওয়ার উপায় নেই। তবে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর ভিডিও তৈরি করার জন্য।
ইনশাল্লাহ চেষ্টা করেন
খুবই সুন্দর সুপরামর্শ,,,,
অনেক অনেক শুভ কামনা ভাইয়া,,,,
সত্যি 22 মিনিটের ভিডিও দেখেছি শুনেছি অনেক অনেক ভালো লাগছে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল কামনা করুক
ধন্যবাদ ❤️
❤সুন্দর উপস্থাপন ❤
সলিম উল্যাহ সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি।
খুবই ভালো লাগলো আপনার উপস্থাপনা এবং তথ্য বহুল আলোচনা।
আপনার উপস্থাপনা খুবই চমৎকার ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে বুঝিয়ে এবং গুছিয়ে বলার জন্য... অনেক অনেক শুভকামনা রইল
ভাইয়া আমি ৮টি দেশ গুরেছি আৃার বয়স ৪৭ বছর আমি কি ইউরোপ এপ্লাই করতে পারবো
❤
অসাধারণ আলোচনা ও পরামর্শ। ধন্যবাদ।
Assalamualikum..Bhaiya.
Thanks for your video, it encourages me to take the first step toward my dreams.
ভাইজান আপনে এত সুন্দর গুছিয়ে কথা বলেন সুনতে অনেক ভালো লাগে। আপনার পরামর্শ অনুযায়ী কাজ করতাছি।
ফী আমানিল্লাহ ভাই ❤️
আসসালামু আলাইকুম ভাই। আপনার বিডিও টা আমি ওনেক মনোযোগ সহকারে পুরা বিডিও টা দেখলাম খুব ভালো লাগবো
ধন্যবাদ ❤️
আপনার উপস্থাপনা অনেক সুন্দর ও পরিচ্ছন্ন। দোয়া রইল।
এতো চমৎকার বাছন ভংগী অসাধারণ লাগলো ------
ধন্যবাদ ভাই
আসসালামু আলাইকুম ভাইয়া
ভিডিও তে আপনার প্রতিটি কথা অনেক মূল্যবান ছিল
ধন্যবাদ ❤️
Sotti apnar voice ta osadharon.apnar video guli dakhi o suni.
আসসালামু আলাইকুম। আপনার দক্ষতা যোগ্যতা আল্লাহ যেন আরও অনেক বাড়িয়ে দেয়। আপনি মানুষের আরো কল্যাণ করতে পারেন আপনার সার্বিক কল্যাণ হোক। প্রভুর নিকট এই কামনা।
ধন্যবাদ ভাই ❤️
আসসালামুয়ালাইকুম, ভাই খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন, খুব ই ভালো লাগলো। ধন্যবাদ
wqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
ভাই আপনার কথায় বুঝলাম আপনি খুব ভালো মনের মানুষ
ধন্যবাদ ভাই
It is very informative and helpful video. Thanks a lot
অসাধারণ পারফরমেন্স ভাই থ্যাঙ্ক ইউ
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি আপনি অনেক সুন্দর ভাবে কথা বলেন এক কথায় অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া ইনফরমেশন গুলো দেওয়ার জন্য,
ওয়ালাইকুম সালাম ভাই।
ধন্যবাদ, সুন্দর কমেন্ট এর জন্য।
চমৎকার ছিল উপস্থাপনটা
সবকিছু মিলিয়ে, দারুন ❤❤❤❤❤❤
ধন্যবাদ ❤️
তথ্যবহুল। অনেক ধন্যবাদ। এখন আমি জানতে চাচ্ছি সেনজেন ভুক্ত কোন দেশে ট্যুরিস্ট ভিসায় যেতে পারি তারপর ফ্রান্স গিয়ে কি থেকে যেতে পারবো?
খুব উপকারি ভিডিও ছিল ভাইয়া ধন্যবাদ 💖
আপনাকেও অনেক ধন্যবাদ আপু, সুন্দর কমেন্ট করার জন্য৷
ভাই, নতুন ভিডিও আপেক্ষা আছি, ধন্যবাদ
আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর ভিডিওর জন্য। ভাইয়া, ইনহেরিটেন্স সাটিফিকেটের কোন টেমপ্লেট থাকলে দয়া করে জানাবেন।
ভাইজান,! আপনার উপস্থাপন অসাধারণ।
Thanks Vai 💚
ধন্যবাদ ভাই আপনার ভিডিও অনেক সুন্দর ।
❤️❤️
Thanks for your advice brother!!
I really appreciate it 😊
অসাধারণ ।
মাসআল্লা ভাই অসাধারন❤❤
ভাই আপনার ভিডিওটি অনেক উপকারে আসবে।ধন্যবাদ।
ইনশাল্লাহ
Vhi bank statements niya akta videos korban please
For tourist visa
ভাই পর্তুগালের জব সিকার ভিসার আপডেট নিয়ে একটা ভিডিও দেন প্লিজ
ভাই আপনার কথা অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে ❤❤❤
ধন্যবাদ ভাই ❤️
@@Sarowar_HOSSAIN10:04
খুব সুন্দর আলোচনা ❤
ধন্যবাদ ❤️
❤❤❤ Asad Singapore so nice your talking
ধন্যবাদ ভাই ❤️
Vaiya, recently German embassy te appointment niyeci tourist visar jonno.. Eka ekai sob kisu guciyeci just as a student NOC collection kora hoy ni. Jehetu semester drop diyeci.. Poramorsho cassilam jodi comment dekhe reply korten...
Masaallah brother. Goahead
ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি সেনজেন ভিসায় ফ্রান্সে যাওয়ার জন্য, ঢাকা থেকে জেদ্দা এবং জেদ্দা থেকে লন্ডন হয়ে ফ্রান্স প্যারিসে যাওয়া হয় , এখন জেদ্দা এবং লন্ডনে যে ট্রানজিট হবে, সেখানে কি আমার ট্রানজিট ভিসা লাগবে? আর ধরেন আমি ফ্রান্সের যাওয়ার পর আমি সেনজেন অন্য দেশে যাব, তো সেই ক্ষেত্রে কি যখন এমব্যাসিতে ফাইল সাবমিট করব, তখন কি শুধু ফ্রান্সের যাওয়ার এবং আসার টিকিট বুকিং করে সাবমিট করবো? নাকি অন্যান্য দেশের টিকেট গুলো বুকিং করে, এম্বাসিতে সব দেশের টিকেট সাবমিট করতে হবে? কোনটা? জানাবেন ধন্যবাদ!
অসাধারণ,,,
অসাধারণ,,
❤❤❤❤
Sarowar bai ami apnar sob video dhaki and amr fried er oo apnar video er link dai ....
সাপোস ভাইয়া আমি যদি , Slovenia visa jodi pai tahole ami purtugal ki fligh korte parbo?.
Good advice from oman salalah thank. You.
You're welcome
Very clear and precise presentation...How to prepare inheritence certificate? Anyway is there chance to have one to one session with you...সেটা অনলাইন হোক বা সশরীরে?
সার্টিফিকেট আপনার লোকাল ইউনিয়ন পরিষদ অথবা কমিশনার অফিস থেকে নিতে হবে।
ভাইয়া আপনার কথা গুলো অসাধারন লেগেছে, এজন্যই বলছি একটু হেল্প করেন প্লিজ, দেড় বছর ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না, এবং টাকা দিয়ে চার যায়গায় ধরা খাইছি, এজেন্সি গুলোকে বিশ্বাস করা যায় না, বেশিরভাগ ই চিটার বাটপার, এজন্য আপনি কি কোন ভাবে হেল্প করতে পারবেন বড়ো ভাই হিসেবে, তাহলে হয়তো ইউরোপে যেতে পারবো, রিপ্লাই প্লিজ ভাইয়া
Jara Europe ai ashta chai tourists Visa niya I hope tadar jonno onak important video aita.
The only video you need to watch 💜
Nice brother
ভাই আসসালামুআলাকুম আপনার যে ফ্রেন্ড দের কথা বললেন ওনাদের কারো সংগে জোগাজোগ করার ব্যাবস্থা করে দিলে উপকারী হতাম।
কোন ফ্রেন্ড ভাই?
অসাধারণ ভাই
Very smart voice thank u so much brother 💕
Thanks vai 💜
Bhaia amra family nia Oman thake .amra chase lam visit Visa jaowar Jonno ..onakei bole Poland hoy jawar jonno.areti Kotha amra to kokhono visit visha ba onno Kono dasy jaini...tahole amader visit visha pabar sombovona ki..ase?
Sarurarvi thanks
অনেক ভালো লাগলো ভাই ❤
❤️❤️
So much Allah bless you and your family
Amin 🙏
অনেক হেল্পফুল
ভাই, আমি আপনার একজন ভিউয়ার। আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো ঃ আমি India,Thailand, Cambodia, China, Turkey ভ্রমণ করেছি।এই পাঁচটি দেশ দিয়ে স্পেনের জন্য টুরিস্ট ভিসার আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনার হার কত?
জানালে যার পর নাই সন্তুষ্ট হবো।
ভাই, আপনি অবশ্যই চেষ্টা করেন।
তবে ১ম বার Schengen ভিসা পাওয়া অবশ্যই কঠিন। সে ক্ষেত্রে, বাকি সব ডকুমেন্টস সময় নিয়ে ঠিক মতো রেডি করে দিয়েন প্লিজ!
ধন্যবাদ স্যার
Very very helpful vdo
Thank you very much.
You're most welcome 🙏
Kub balo laglo vai kotha sune
ধন্যবাদ ভাই
vai kemon ace.ami kuwait thake visit visa applay korte chi europ ar kon desh ar embasiy te applay korbo akon.visa dey akon kon desh .plz bolben.
aponar video te onek valo khota bolen, thanks..thanks...thanks
ভিসিট ভিসার জন্য জার্মানি কিংবা সুইজেরল্যান্ডে চেষ্টা করে দেখতে পারেন
আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আমি ২০ বছর আগে দুইবার সেনজেন ভিসা পেয়ে ফ্রান্স, হল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ঘুরেছি। তখন আমি সিংগেল স্টুডেন্ট ছিলাম। আমি এখন আমার স্ত্রী আর দুই সন্তান সহ ইউরোপ ঘুরতে চাচ্ছি। । আমার আরো ইংল্যান্ড সহ অনেক দেশ ঘুরা আছে। কিন্তু আমার পরিবারের শুধু মালয়েশিয়া ঘুরা আছে। সেক্ষত্রে আমাদের একত্রে সেঞ্জেন ভিসা পেতে কতটুকু চান্স আছে.. আপনার কোনো সাজেশন থাকলে জানায়েন। ভালো থাকবেন। ধন্যবাদ।
বি:দ্র: বর্তমানে ফ্রান্সে ডানপন্থী দল জিতে গিয়ে সরকার গঠন করলে আমাদের বাংলাদেশিদের ভাগ্যে কি হতে পারে সে সম্বন্ধে একটা ভিডিও দিয়েন বিশেষ করে এসাইলেম আবেদনে কি বিরূপ প্রতিক্রিয়া হবে?
very informative video
Very informative and helpful video thanks a lot. Via I want to apply for Astonia visit visa I need your help
কথা বলার ধরন অনেক ভাল।
ধন্যবাদ ভাই
Vi Bangladesh a aci government job korci. Bidas job korar eicca nai but visit korar eicca aca.apnar satha a bisoy a kotha bolar khub eicca.ata ki somvob?
ভালো লাগলো
সারোয়ার ভাই ইউরুপের ওয়াক পারমিটের এমবাসি ডেট কি ভাবে নিতে হবে।
Amra 3 jon, amar Wife Child oh ami, akon amra ki 3 ta visa application lagbe, na, akta visa application a hobe, plz janaben,
ভাই,,
একজন ইটালীয় ব্যাক্তি ,, যিনি ইটালীর জন্মগত নাগরিক,,,,সে আমার বন্ধু, সে আমাকে ইনভাইটেশন লেটার সহ,,, যা যা কাগজ লাগবে সব দিয়েছে,,,,স্বাস্থ্য বীমা, ট্রাভেল ইনস্যুরেন্স সহ,,,ব্যাংক গেরান্টি সব পাঠিয়েছে। এখন আমি কি ভিজিট ভিসা পাবো?
আগষ্ট ৬/০৮/২০২৩ জমা করেছি।
প্লিজ আমাকে জানান।
এক্ষেত্রে আমার কি ইন্টারভিউ হতে পারে??
প্লিজ ভাই আমাকে একটু জানান
Nice explain
Aslamulakum Valo achen apna
ThankU so much
আসসালামু আলাইকুম'ভাই আপনার ভিডিও টা দেখে খুবই ভালো লাগলো, মহিলারা কি কাজের ভিসায় যেতে পারব, কতো টাকা লাগে
কতো টাকা লাগবে এটা ডিপেন্ড করবে কোন দেশে যাবেন আর এজেন্সী কতো টাকা নিবে তার উপর।
ধন্যবাদ ভাই ।
সালাম ভাই, ইটালি টুরিস্ট ভিসা রিজেক্ট হলে কত দিনের মধ্যে আপিল করতে হবে। 31-8-2022 এই তারিখে আমি ভিসা আনতে গিয়ে আমার ভিসা না লেগে রিজেক্ট হয়েছে। তাই আপনার মাধ্যমে জানতে চাচ্ছে। আমাকে যদি পারেন আমাকে জানাবেন।
ভাই, ২য় পৃষ্ঠার নিচে লিখা আছে৷ দেখেন!
ভাই কেমন আছেন।
আমি দশম শ্রেণি পযর্ন্ত পড়েছি। আর অনেক বার ইন্ডিয়া ভ্রমণ করেছি। ডিস ও ইন্টারনেটের ব্যাবসা করি। আমার ট্রেড লাইসেন্স, টিন, চেম্বার অব কমার্স, আর বিটিভির ফিট লাইসেন্স আছে। সেক্ষেত্রে আরও কোন দেশ ভিজিট করা লাগবে কিনা জানাবেন। কি কি দেশ কমেন্ট করবেন। আর যা বলেছেন ইনশাআল্লাহ সব ব্যাবস্থা হবে। দয়াকরে জানান। আমার জন্ম তারিখ 1/1/1978.
ভালো পরামর্শ।।
Thank you 💚
ভাইয়া আমার বয়স ২৩ আমি টুরিস্ট ভিসায় যাইতে পারব? মানে বয়স কি কোন সমস্যা হবে? আমি পেশাগত বেকার , এবং আমি, ইন্ডিয়া, তাইলেন্ড, মালেশিয়া, সিংগাপুর, কাতার, দুবাই এই দেশ গুলো ভিজিট করবো , একটু জানাবেন
Thanks you vai
Best♥️
ভেরি স্টার ভাইয়া আমাদের কি যাওয়া হবে না ভাই আপনার ভিডিও ৩ বছর যাবত দেখেছি
Good information
Thanks
Assalamu alaikum,embassy ki main copy nd photocopy dutoi rakhbe?
নর্মালি পাসপোর্ট ছাড়া অন্য ডকুমেন্টস এর ফটোকপি রাখে।
ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান ভিডিও টা দেয়ার জন্য l আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি ?
কি কথা ভাই?
@@Sarowar_HOSSAIN আমি appointment নিয়েছি মার্চ এর ২২ তারিখে ফ্রান্স এম্বাসিতে l জানতে চাচ্ছি সাথে কি কি নিতে হবে l দয়া করে জানাবেন কি ?
Nice Video
Thank you 💚
Very useful, thank you!!
My pleasure
ভাই, আমি ৬৪+। আমার ১৯৮০ তে প্রথম পাসপোর্ট করা এবং সেই ধারাবাহিকতায় দেশে, ইরান, নিউজিল্যান্ড এবং ইতালিতে রিনিউ এবং নতুন পাসপোর্ট করা হয়। পাসপোর্টে ইউকে (পড়াশোনা), রাশিয়া, গ্রীস, নিউজিল্যান্ড, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইরান, ভারত, পাকিস্তান ভ্রমণ ভিসা রয়েছে। ১০/১১ বছর ধরে দেশে রয়েছি, ঢাকায় জার্মান দূতাবাস থেকে সেনজেন ভিজিট ভিসায় ইতালিতে গিয়ে বৈধ অবৈধভাবে থেকেছি। স্ত্রী ইতালিতে পিআর নিয়ে রয়েছে এবং ইতালিয়ান পাসপোর্টের জন্য অপেক্ষা করছে। ভালো জব করছে এবং রেগুলার দেশে আসা যাওয়া করে। একমাত্র সন্তান(ইঞ্জিনিয়ার) বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে জব করে আবারও ভিন্ন দেশে গিয়ে জব করছে এবং উচ্চতর ডিগ্রির জন্য প্রস্তুতি চলছে। অর্থাৎ ৩ জন আমরা ৩ দেশে রয়েছি। ২/৩ সপ্তাহের জন্য ভিজিট ভিসায় ইতালিতে যেতে চাইছি স্ত্রীকে সারপ্রাইজ দেয়ার জন্য এবং অবশ্যই ফিরে আসবো শতভাগ গ্যারান্টি। আর এ বয়সে তো বিদেশে বদলা কামলা কেউ নিবেও না। শেষ বয়সে এসে আর বিদেশে গিয়ে থাকতেও চাই না। নিউজিল্যান্ডে যে কোনো সময় সহজেই ভিজিট ভিসা যাবার সুযোগ এখনও আমার রয়েছে। ঢাকায় নিজের প্রোপার্টি রয়েছে। আপনি যদি আমাকে একটু গাইডলাইন দেন যেন সহজেই ভিসা পেতে পারি, তাহলে উপকৃত হবো। আপনার শুভকামনা করছি
একদিন সন্ধ্যা করে ফোন দিয়েন ❤️
@@Sarowar_HOSSAIN Assalamualaiqum, many tnx for your kind response. InshaAllah will call you. Evening time of which country plz ? Where are u now, in France or in BD? As I found your number with France country Code. Can call you on your WhatsApp. Hope you also use this. Again with tnx.
আমার ভাইয়ের নাম ও সারোয়ার হোসাইন 😍
আসসালামু আলাইকুম,, ভাই আমি রিসেন্টলি একটা এজেন্সির মাধ্যমে নেদারল্যান্ডস ভিসিট ভিসার জন্য আবেদন করেছি। তাই আমি আপনার কাছে জানতে চাই, আমার ট্রাভেল ইন্সুরেন্স ফি কতো টাকা আসতে পারে। আমার বয়স ৩৯
আমার লিস্টটা অনেক পুরোনো। আপনি ইন্সুরেন্স কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করেন প্লিজ!
Brother 01 ta prosono silo. Inheritens certificate ar akta demu diben plz
এটা আপনার লোকাল ইউনিয়ন পরিষদ/কমিশনার অফিসে বললেই দিবে ভাই। আমিতো আরেকজনের ব্যক্তিগত তথ্য আপনার সাথে শেয়ার করতে পারবোনা।
@@Sarowar_HOSSAIN thnks bro ata amar jana silona. Apnar maddome jante parlam.sorbopuri ami apnar mongol kamona kori
ভাইয়া ধন্যবাদ ।
Brother I am from chittagong. Please help me about a European sangan tourist visa. If you advise a travel agent in chittagong proses my file….it’s Good for me … thanks
এতো অসাধারণ
ধন্যবাদ ভাই