গৌড়মতি আমের ইতিহাস এবং অজানা কিছু গল্প । Gourmoti Aam/Mango | Modern Horticulture

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • ল্যাংড়ার চেয়েও সুস্বাদু হবে বারি আম-১২ নাবি জাতের আম।
    আশ্বিনা ও ল্যাংড়া-এ দুই জাতের আমের মুকুলের প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে এই জাতটির উৎপত্তি হয়েছে । আমটির নাম দিয়েছেন ‘গৌড়মতি’। সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সময়টাকে আমের মৌসুম ধরা হয়। এ প্রকল্পের পরিচালক এস এম কামরুজ্জামান। এই আম দেখতে অনেকটা ল্যাংড়ার মতো, আবার ঠিক ল্যাংড়াও নয়। ল্যাংড়ার চেয়ে বেশি মিষ্টি। এর মিষ্টতা অর্থাৎ টোটাল সলিউবল সুগার (টিএসএস) ২১ দশমিক ৭৫ থেকে ২৫ শতাংশ।
    এই আমের নামকরণ করা হয়েছে, বাংলার প্রাচীন জনপদ গৌড় অঞ্চল থেকে ‘গৌড়’ আর মূল্য বিবেচনায় ‘মতি’ শব্দটি নিয়ে নাম দেওয়া হয়েছে ‘গৌড়মতি’।
    এই আমের ব্যাপারে আরো বিস্তারিত জানতেঃ- m.facebook.com...
    ------------------------------------------------------------
    মর্ডান হর্টিকালচার সেন্টার থেকে চারা/কলম পেতে যোগাযোগ:-
    আসাদগেট, ঢাকা:- 01965 039221
    বটতলী বাজার হয়ে চুনারচর(বছিলা ব্রিজ হয়ে মধু সিটির ডান দিকের রাস্তায়) সেল সেন্টার:- 01792 645219
    ঝাউতলা, ফুল বাগান, নাটোর :- 01965 039220, টেলিফোনঃ- 02 588873403
    আমাদের ফেসবুক পেজঃ- / modernhorticulturebangla
    #moderhorticulture #gourmotiaam #গৌড়মতি #quamruzzaman #viral #organic #bangladesh #natore #বাংলাদেশ #বারি-১২ #নাবি_জাত

Комментарии • 23