তুমি গাইলে কবির গান অন্য মাত্রা পায়।নাগপুরে বর্ষা এসেছে... ভরা বর্ষায় তোমার কন্ঠ সিক্ত করলো আমার মনকেও।বর্ষা শুধু প্রকৃতিতেই ঝরে না, আমাদের অন্তরের নিভৃত নির্জন কান্নাকে প্রকৃতির অঝোর ধারার সংগে মিশে একাকার হয়ে যায়। তাই তো রবিঠাকুরের বর্ষার গান এত ভালো লাগে। ভালোবাসা।🥰🥰🥰🥰🥰
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে। দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার দেহের সীমা গেল পারায়ে-- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে। মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে॥
অপূর্ব
আহা. .দারুন গাইলে
অপূর্ব। মন ভরে গেল।
তুমি গাইলে কবির গান অন্য মাত্রা পায়।নাগপুরে বর্ষা এসেছে... ভরা বর্ষায় তোমার কন্ঠ সিক্ত করলো আমার মনকেও।বর্ষা শুধু প্রকৃতিতেই ঝরে না, আমাদের অন্তরের নিভৃত নির্জন কান্নাকে প্রকৃতির অঝোর ধারার সংগে মিশে একাকার হয়ে যায়। তাই তো রবিঠাকুরের বর্ষার গান এত ভালো লাগে।
ভালোবাসা।🥰🥰🥰🥰🥰
Eto sundor kore likhlen Nina Di ❤
Amar antorer Shraddha janai apnake. Bhalo thakben🙏
ঝিলাম লাহিড়ী__প্রিয়াঙ্গী লাহিড়ীর গান বেশ ভালো লাগলো।
Excellent ❤
Thank you 🙏
আশীর্বাদ
🙏🙏💐
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে।
দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে
সে দিন তিমিরনিবিড় রাতে॥
আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল
আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে
সে দিন তিমিরনিবিড় রাতে॥
আমার দেহের সীমা গেল পারায়ে-- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে।
মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে,
মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে॥
ভীষণ ভালো ,মন ভরে গেল
বাহ্। অসাধারণ লাগলো। শুনছি বাংলাদেশ থেকে।
বাহ্ অপূর্ব । arrangement ও খুব ভালো
Priyangi bhoriye dilo monta. E-rakam sundar rendition, Rabindrasangiter atmar songe sangati rekhe, khub kam shunechhi. Anek shubechchha roilo Priyangir ujjal bhabishyoter janno.
Antorik dhonyobad 🙏
খুবই ভাল । আমি আবার রবীন্দ্রসঙ্গীত পাগল ।
প্রান ভরে গেল প্রিয়াংগী। ভালোবাসা💗💗💗💗
❤🙏❤
Excellent......Amer Ridoy Chuye Jai......
আহ্! জুড়িয়ে গেল প্রাণ!!
Excellent. Speechless.
খুব ভালো লাগলো, অসাধারণ গেয়েছেন শিল্পী।
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই শিল্পীকে। আর এমন ভালো গানের প্রত্যাশা করি।
Dhonyobad 🙏
"I was immersed in a daze of deep slumber
When it rained in the dark recesses of night."
খুব ভালো।
Thank you ❤🙏
As usual her voice and singing are too good
🙏🙏🙏
খুব সুন্দর
Your voice always in my heart
Its.....my hearthrobe
Best of my life.....I love you
Nice
COOL