আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে। দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার দেহের সীমা গেল পারায়ে-- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে। মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে॥
অপূর্ব, যারা রবীন্দ্রসঙ্গীত ভালবাসেন তারা অন্তত একবার শুনবেন।
আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে
যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে।
দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে
সে দিন তিমিরনিবিড় রাতে॥
আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল
আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে
সে দিন তিমিরনিবিড় রাতে॥
আমার দেহের সীমা গেল পারায়ে-- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে।
মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে,
মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে॥
প্রিয় গানগুলোর একটি এটি। কলিম শরাফীর কণ্ঠেই শুনে অভ্যস্ত ছিলাম। খুব ভাল গেয়েছেন। মন ছুঁয়ে গেল। গান চলুক। গানে গানে জেগে উঠুক আমাদের প্রাণ।
Beautiful. Wonderful. Very nice
দারুন বলবো না দুর্দান্ত বলবো বুজতে পারছিনা
ভালো লাগছে গানগুলো আপনার
আহা, গান আর পরিবেশ, মিলেমিশে একাকার। 🙏
Fantastic presentation
Gurudeber tuluna nai ,very nice.
অসাধারণ। কী মধুর কন্ঠ। 🙏
খুব সুন্দর গেয়েছেন।
ভীষন ভালো লাগলো! সত্যি মুগ্ধ হলাম আমি! অসংখ্য ধন্যবাদ তানজিনা তমা।।
অসাধারণ। অসাধারণ
Apurbo, mon vore galo.
আবার শুনলাম।
দারুন লাগলো
অপূর্ব এত পারফেকশন ভাবা যায় না। আমাদের স্বাগতালক্ষী দাসগুপ্তর মত মনে হয়।
Super tanzila
Excellent, pronunciation is perfect, great, subscribed
ভালো লাগল
আমি মগন...
অসাধারণ
সুন্দর সুর সুন্দর গান
👌🏼👌🏼🙏🏼
Mon ta vore gelo apu
যদি মনটা
💗💗
অসাধারণ 😍
Beautiful 😍
Atulanio
tobola diye gan nosto, valo speaker e suna jay na, boddo biroktikor
রবির ভিডিও গান বাজে লাগে।
অসাধারণ