এসো তারকীব শিখি # এবারত পড়ি। كيف نتعلم التركيب

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • এসো তারকীব শিখি, এবারত পড়ি এর ৭ম পর্ব আপলোড দিলাম।
    এই পর্বগুলো নাহু - সরফ মোটামুটি বুঝে এমন শিক্ষার্থী ভালো ভাবে খেয়াল করলে এবারত পড়তে সক্ষম হবে ইনশাআল্লাহ। তারকীবের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা ও অযথা অতিরিক্ত তারকিব করে পর্বগুলো বড় করব না। তাই এবারত পড়তে আগ্রহী এমন শিক্ষার্থীকে অবশ্যই প্রতিটি পর্ব ভালোভাবে বুঝতে হবে। কোন বিষয় বুঝে না আসলে কমেন্ট করলে উত্তর দেয়ার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ।
    #অনেক তলবে ইলম ছাত্র ভাইয়েরা নাহু সরফ ভালো ভাবে আয়ত্ব করার পরেও ইবারত পড়তে পারে না!
    #আবার অনেক ছাত্র ভাইয়েরা নাহু সরফ কে কঠিন মনে করে। অথচ নাহু সরফ হচ্ছে একটি সহজ বিষয়।
    এ সকল ছাত্র ভাইদের বিষয়টি মাথায় রেখেই এসো তারকীব শিখি এবারত পড়ি শিরোনামে কিছু ধারাবাহিক তারকীব আপলোড করা হবে। আশাকরি এগুলো ফলো করলে তার কাছে আরবী ভাষার এক দিগন্ত উন্মোচিত হবে।
    আরবী এবারত বুঝে পড়তে ও অর্থ করতে সক্ষম হবে। #ইনশাআল্লাহ
    #live #news

Комментарии •