Being a 2000s kid..........this amazing intro just brought me back to my good old days.....Those days MY WHOLE FAMILY legit used to use Nokias and me as a five year old always loved to play those snake games on these old NOKIA button phones.....Asholei amar ei intro amar chotobela mone koraee dise je no YT on phones btw only PCs naile din chilo only TVr.........miss my good old golden days
@@Tanvir._ yes man agreed amader childhood chilo bolle kind of internet free .....oi chotobelar waitings for cartoons and shokal shokal utha just for our fav TV shows was an amazing era toh experience.........WISH I could turn back time
ইমনদা নোকিয়া নিয়া আরো এপিসোড চাই। এই গরমের দুপুরে ভিডিওটা দেখার পর কলিজা+ মন দুইটাই শীতল হয়ে গেছে। মনে হচ্ছে শৈশবে ফিরে গেছি। ধন্যবাদ(এ.টি.সি) টিম ❤️❤️❤️
My mom is still using Nokia N70. It's still working even after 16 years. One thing to mention; the black N70 (music edition) has capacity of SD card up to 2GB not 64 MB. This symbian Nokia will always be my legend . My first own phone was Nokia Music express 5130. I can't express the feeling of joy when I first got it as a phone in 2009.
সেই সময়ে ২ জিবি তো দূরের কথা,,,,৬৪ এমবি কার্ড পাওয়াটাও রেয়ার ছিলো। ১২ অথবা ২৪ এমবি কার্ড দেখা যেত বেশিরভাগ। আমার মামা একটা ব্যবহার করে,,,ফোনটা এখনো আছে কিন্তু ব্যাটারির সমস্যা।
Nokia মানেই অন্যরকম এক অনুভূতি। ছোটবেলার ভালোলাগা ,ভালোবাসার নাম ছিল Nokia। আমার প্রথম ফোন ছিল 2009 এর Nokia 2700 classic , 13 বছর পরেও এটা কাজ করে। Nokia❤️💔💝
Nokia 1020 ফোনের সাথে অনেক বড় একটা সৃতি জরিয়ে আছে,,,লুকিয়ে কাজ করে ফোন কিনছিলাম,,, ১মাস ইউস করার পর বিক্রি করে দিছিলাম কারণ আপুর খুব বড় ধরনের একটা অসুখ হইছিল তাই,,,♥️♥️
খুব ভালো লাগলো প্রতিবেদনটি। আসলেই কথাটা অনেক সত্যি আমরা বেড়ে উঠেছি নকিয়া ফোনসেট দেখে। ইভেন আমি নিজেও অনেক নকিয়া হ্যান্ডসেট ব্যবহার করি,শুধু তাই নয় মাঝে মাঝে খুব নস্টালজিয়া হয়ে যাই সেই জন্য এখনও একটা নোকিয়া E-63 ব্যবহার করছি। কি দিন ছিলো খুব মিস করি সেই সময় গুলো।
Since I am a music lover...I used N91 8GB from 2008-2011 then shifted to android. the experience was amazing....I used to show off the music quality of my n91 through Cosonic 880cd big headphone to my kid cousins and there expressions was priceless to me 😀....sweet memory....I have stored my n91 till today but unfortunately the screen is all white now.
তানভীর এবং ইমন ভাই আপনাদের এই অসাধারণ Intro আমাকে সেই বাল্য কালের সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গিয়েছে, সেই ২০১০ এ চলে গিয়েছি। ধন্যবাদ আপনাদের এই মনোমুগ্ধকর Intro এর জন্য ❤️
ভাই কাঁন্দায়া দিলেন তো 🙂 আমার সোনালী অতীত মনে পড়ে গেল ❤️ Nokia 1100 ছিল আমার প্রথম ইউজ করা কোন মোবাইলফোন৷ তাও ২০০০ সালের কথা! পরে যখন একটু বড় হলাম, ২০০৫ এর দিকে নিজের জন্য একটা Nokia 6230i টা কিনি ❤️ সেই থেকে এখনও Nokia এর ওল্ড সিরিজের ফ্যান৷ বর্তমানে আমার কাছে Nokia N97 টা আছে ❤️ যা কিনা এখনও রানিং 🥰
ইন্ট্রোর কথাগুলো আসলেই দারুন ছিলো।😊🥰 সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেলো,😊 আসলেই লোড শেডিং হলে রাতের বেলার সেই চিল্লাচিল্লির কথা মনে পড়ে গেলো।😍 আর নোকিয়া মোবাইলের সেই অসাধারণ গেমগুলো অনায়াসে মন ভরিয়ে দিতো।😍🥰 এখন দামি মোবাইলেও এখন সেই মজা পাই না। ধন্যবাদ ভাই🥰🥰, অতিতের কথাগুলো স্মরণ করিয়ে দেয়ার জন্য।
ATC Team কে অনেক অনেক ধন্যবাদ মন থেকে, এমন একটা Video আমাদেরকে উপহার দেওয়ার জন্য দেখে অনেক শান্তি পেলাম মনে। 2nd Part Plz #ATC আমি মূলত Nokia বলতে বুঝি ভালবাসা এবং স্মৃতি!!! তখন text message করে কথা বলতাম বেশি,কোন স্পেশাল দিনে সবাইকে message করে শুভেচ্ছা জানানোর কথা গুলো খুব মনে পড়ছে এই Video টা দেখার পর,এখন মনে পড়লে কেমন জানি একটা feel হয়,সেই সোনালি বিকেলটা আসে ঠিকই কিন্তু Phone টিপে টিপে হেটে গল্প করাটা এখন আর হয়ে উঠে না,বন্ধুদের মধ্যে ১০ জনের ৮-৯ জনই Nokia user ছিল,সেই Nokia Headphone দিয়ে গান শোনা তখন একটা অসাধারণ Feel এবং Enjoy করতাম,সেই সোনালি দিন গুলোতে ফিরে যেতে ইচ্ছে করে বেশি!! বিশেষ করে যেই ফোন গুলো আমার খুব শখের ছিলঃ- Nokia 1100 1st phone of my Nokia N70 white and N70 Black Nokia N73 Black Nokia N95 8 GB (Black)and N95 mini silver Nokia N8 16GB silver Nokia N9 16GB Black এগুলো ছাড়াও Nokiaর আরো ফোন ব্যবহার করছি Nokia 6120 classic এর মতো,কিন্তু এই ফোন গুলো হয়তো আমার জীবনের সাথে কেমন জানি একটা গভীর সম্পর্ক ছিল N Series টাকে খুব মিস করি। এই সময়ে মোটামোটি ভাল মানের ফোন(iPhone & Android) ব্যবহার করি,কিন্তু ঐ সময়ের সেই আনন্দের feeling টা পাইনা আর।
নোকিয়া একটা ইমোশন যদিও আমি ২০০০ সালে জন্ম ।❤️ একটা সময় এসে আমরা এই যুগের পোলাপান অত্যাধুনিক যুগে বলবো আমাদের সময় আইফোন iPhone ছিলো ইমোশন । পাবজি ছিল ভালোবাসা।
আইফোন যে ভাবে কাজ করে যাচ্ছে তারা হয়তো ভবিষ্যতে ও বড় একটা অংশ জুড়ে থাকবে তাই এটা হয়তো বলতে হবে না আইফোন আমাদের ইমশ ছিল ,এই কথা বলছি কারণ তারা হয়তো নোকিয়া র মতো ভুল করবে না
এরকম আরো ভিডিও চাই ভাই আজকে ভিডিও দেখে পুরাই আবেগে পরে গিয়েছিলাম কিছু বেপার স্ক্রিপ্ট এমন ছিল যেনো গায়ে কাঁটা দিয়ে ওঠার মতন বেশ ভালো লেগেছে আজকের ভিডিও ❤️❤️❤️
Once i owned Nokia 5130 express music. My father gave that phone to me. My best phone experience still now. I really got nostalgic after watching your video. Thanks a lot ATC family. Bring back those memories. Love you all.
I've used n95 in 2011(probably ) memories and emotions back there, it's carried beyond the weight of current flagship like Apple and others. I've got so many request even from pedestrian to hand over them. Days gone, now nobody even looking at $1500 phone. I realised and decided to back with oldest phone of Nokia.Audio music, 300pixel videos all with them you can't really compares present 8k. Thank you ATC
সত্যিই এক অন্য রকম ভিডিও 🙂 মনে পরে গেল সেই দিন গুলির কথা। কতই না ভালো ছিল। দিন গুলো 😔 দীর্ঘদিন ধরে ATC এর ফলোয়ার আশা রাখাব ভবিষ্যতে আরো ভালো কিছু করবে 😇
Ami 2007 year e N70 use shuru kori... Amar chacchu ene dichilo phone ta saudi theke.. tokhon oitar market price chilo 37k... Ami jokhon phone ta niye kothao ghurte jetam ba pic tultam tokhon haa kore shobai dekhto phone ta.. nijer moddhe shei vhab kaj korto.. ahh ager din er kotha mone pore gelo.. Thanks ATC... ❤️❤️❤️
Purano diner rettro-fill.Very good,very nice.Shesob nokia phonegulo chilo akakkta legends.Shei karonei ami boli,ATC is like from the best tech channel of bangladesh 🇧🇩. 🥲🤩🔥😄😉❤💖💘
আমার কাছে এখনো আমার নিজের ব্যাবহার করা Nokia n97, n73 & nokia 3250 sathe nokia music edition এগুলোর বক্স রেখে দিয়েছি। ধন্যবাদ অনেক সুন্দর কিছু স্মৃতি স্মরণ করিয়ে দেয়ার জন্য
This video was a Roller coaster ride for me actually, I have used Nokia lumia 430 ,540 and 640xl ,those were gem actually . In that time i though that i would stick to Windows but needs doesn't supported me thats why i shifted to android, but i have those phones still now and they are perfectly running . Thanks to ATC team for the video 🖤🌸
Make one correction, Nokia 808 PureView was the first phone having 41mp Camera, one year before Lumia 1020. I was fortunate to use both 808 & 1020 at the same time. The sensor size of these phones were larger than current's most phones sensor size.
Nostalgia... সময়কাল ২০১১ সাল, নোকিয়া শোরুমে প্রবেশ করেই একটা কিউটের ডিব্বার ক্রাশ খাওয়া এবং সেইদিনই নোকিয়ার প্রতি প্রেমটা নতুন করেই নতুনত্ব পেয়েছিল আমার কাছে। সেদিন থেকেই সঙ্গী হলো "NOKIA 700"... ফোনটা নিয়ে লিখার অনেক কিছু থাকলেও লিখবোনা -এক কথায় পুরাই জুশ 😍 আর ক্যামেরা... আহ্! বন্ধুরা মিলে তো মিউজিক ভিডিও ও করে ফেলছিলাম "নোকিয়া ৭০০" এর ক্যামেরায়। 😁 গত বছরের শুরুতে ফোনটায় যান্ত্রিক গোলযোগ শুরু হইছে, তাই আপাতত বাক্সবন্দি হয়ে পড়ে আছে আমার প্রিয় ডিভাইটি। এর আগে ও পরে বেশ কয়েকটি লিজেন্ডারি নোকিয়া-স্যামসাং ডিভাইস ব্যাবহার করার পরেও অনুভূতিটা এখনও কেন যেন সেই "NOKIA 700" -তে বেঁধে আছে! 🙄
2006 -- Nokia 2710 🥰 2008 -- Nokia 5130 Xpress Music 🥰 2009 -- Nokia E72 🥰 2011 -- Nokia Asha 210 🥰 2013 -- Nokia Lumia 520 🥰 2019 -- Nokia 6.1 Plus 🥰 2022 -- Nokia X20 😊🥰
currently i own a Nokia Lumia 1020. It has an amazing camera. in fact if i edit the raw images, its image quality can easily beat any phone costing around 30k. And its professional mode is awesome. Perhaps it is the first device which introduced professional mode in mobile camera. However, this camera has downsides also. It doesn't have HDR. It doesn't have dedicated portrait mode. But due to having big censor, it create flawless natural bokhe if the subject is near which is really awesome. However, like the presenter, I also had a dream of buying this phone. I bought it from eBAY in 2018.
Choto bela thekei nokia'r fan.emn ki ei video taw nokia phn diye dekhchi.amr abbu'r o nokia n70,n73 silo.nokia manei valobasha.nokia manei nostalgia.nokia manei aabeg❤️🌸 Emn video r o chai,vai...
আমার জীবনের প্রথম ফোন ছিল নোকিয়া n70 তখন সম্ভবত ২০০৭ এর লাস্টের দিকে অথবা 2008 এর দিকে। খুব শখের একটা ফোন ছিল আর সব থেকে বেশি গেমস খেলা এবং গান শোনা হত শিল্পী বালামের। -সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। খুব বেশি মিস করি সেই পুরোনো ভালবাসার দিন গুলোকে। যা এখন আর পাওয়া যায় না। ☹️💚☹️
সেই সোনালী দিনগুলো এখনো খুব মনে পরে.. 😔 যখনই রাতে কারেন্ট চলে যেতো সাথে সাথে বাসা থেকে বের হয়ে যেতাম বন্ধুদের সাথে লুকোচুরি খেলার জন্য আর যদি আকাশে চাঁদ থাকতো তাহলে তো কোনো কথাই ছিলো না... আর নোকিয়া ফোন দিয়ে সবচেয়ে ভালো লাগতো গেম খেলতে তার মধ্যে সবচেয়ে ভালো লাগতো ক্রিকেটের গেম, সাপের গেম, আর বল এর একটা গেম খুবই ভালো লাগতো,, সাথে মোবাইলের রিংটোন গুলো আহ..কি যে ছিলো সেই দিনগুলো .. এখনো সেই দিনগুলোর কথা খুব মনে পরে,, সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে হয়.. কিন্তু সময়ের ব্যবধানে আজ আর চাইলেও কারেন্ট চলে গেলে আর বন্ধদের সাথে খেলতে পারি নাহ... 😔😔 ভাই আপনাদের অনেক ধন্যবাদ সেই সোনালী দিনগুলোতে কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য... ❤️🥀
Great video kanna chapcilo parle aro video banaw we love to support this kind of think bottom of the heart, btw dear atc love you guys. r java r sambian somporke arektu bolle khusi hotam ami 1000+ app cholaici size just kicu kilobite onek game cilo eventhow Arcade er moto game cholaici no bugs chikon pin aro khujle onek kicu aro aca =
n70😍 সিরিজ আজও আমার কাছে কাংখিত ফোন যেটা আজও ইউজ করতে পারি নাই| আজও খুব ইচ্ছে করে একটা নকিয়া ফোন আমার কাছে থাক| তবে আমার মতো নকিয়া পাগোল আর ৪/৫হবে না হয়তো |ব্যবহার করছি এমোন আনেক নকিয়া ফোন যার মডেল মনে নাই তবে 2690/c2/x2/e63/7610 আর মনে নাই। ভিডিও টা ভালো লাগলো ভাই❤️❤️
আমার সব চাইতে পছন্দের ছিল Nokia 6600 স্মৃতি গুলো আজ আবার মনে পরে গেলো ধন্যবাদ ভাই আপনাদের তাছাড়া Sony Experia k800i সেট টাও ছিল পছন্দের সুজুক হলে আবার নিতে ইচ্ছুক এই ফোন গুলো।
90s kid হওয়া সত্তেও আমার ক্রাশ ছিলো Nokia X1 সেই লেভেলের ক্রাশ Then 2012 এ Nokia 520 and 2014 এ Nokia 1520 jst awesome Im still missing Nokia on 2022 Even i had a Flagship phone bt Nokia is kind a Emotion And আমার নাতিপুতিরা হয়ত কোন একদিন জানবে তাদের দাদা Nokia চালাইতো Js amazing 🖤🔥 Nokia থেকে life এর জার্নি শুরু Tnq Nokia Thanks a lot Make our Childhood Awesome 🖤🌸
Great. Very touchy. Nostalgia. Nokia r onek model ee use korechi but ekta phone er kotha khub ee mone pore, sheta holo Siemens CX70. Janina oi model ta ki diye create korechilo. Specially akhon company gulo phones er camerar megapixels war a nemeche, but oi time Siemens CX70 diye sky clear thakle chad er totally clear picture provide korto, even chad er j spots gulo ache, shegulo porjonto clearly capture korto. Jani na ki technology oi phone er camera te use kora hoye chilo. Tachra build quality, design, front er kona te LED light, buttons shob kichu miliye phone ta outstanding chilo. Akhono phone ta khuji but didn't find it yet. It was really a flagship phone at that time.
This video is so wholesome. first mobilephone in our family was from Nokia. This video brought back those memories. I so wanted to buy Nokia 5300. But Couldn’t afford that, and I always Thought I would buy it, when I will be able to earn money. Now I am using a pixel device. But it doesn’t feel the same. Please continue this series of nostalgia.
এটিসি একটি ভালোবাসার নাম ❤️❤️❤️
Love you bro
Nostalgia....😔
Thanks ATC to bring back those memories.
Being a 2000s kid..........this amazing intro just brought me back to my good old days.....Those days MY WHOLE FAMILY legit used to use Nokias and me as a five year old always loved to play those snake games on these old NOKIA button phones.....Asholei amar ei intro amar chotobela mone koraee dise je no YT on phones btw only PCs naile din chilo only TVr.........miss my good old golden days
Bhai asholei oi time ta golden silo....i think 90s ar 2000s er kids ra shob theke lucky. I am really proud of my childhood.
@@Tanvir._ yes man agreed amader childhood chilo bolle kind of internet free .....oi chotobelar waitings for cartoons and shokal shokal utha just for our fav TV shows was an amazing era toh experience.........WISH I could turn back time
@@Tanvir._ yes brother
ইমনদা নোকিয়া নিয়া আরো এপিসোড চাই।
এই গরমের দুপুরে ভিডিওটা দেখার পর কলিজা+ মন দুইটাই শীতল হয়ে গেছে। মনে হচ্ছে শৈশবে ফিরে গেছি।
ধন্যবাদ(এ.টি.সি) টিম ❤️❤️❤️
My mom is still using Nokia N70. It's still working even after 16 years. One thing to mention; the black N70 (music edition) has capacity of SD card up to 2GB not 64 MB. This symbian Nokia will always be my legend .
My first own phone was Nokia Music express 5130. I can't express the feeling of joy when I first got it as a phone in 2009.
সেই সময়ে ২ জিবি তো দূরের কথা,,,,৬৪ এমবি কার্ড পাওয়াটাও রেয়ার ছিলো।
১২ অথবা ২৪ এমবি কার্ড দেখা যেত বেশিরভাগ।
আমার মামা একটা ব্যবহার করে,,,ফোনটা এখনো আছে কিন্তু ব্যাটারির সমস্যা।
Nokia মানেই অন্যরকম এক অনুভূতি। ছোটবেলার ভালোলাগা ,ভালোবাসার নাম ছিল Nokia।
আমার প্রথম ফোন ছিল 2009 এর Nokia 2700 classic , 13 বছর পরেও এটা কাজ করে।
Nokia❤️💔💝
অনেক মিস করি আগের স্মৃতি গুলো ভাই 😞😞😞😞😞😭😭
Nokia 1020 ফোনের সাথে অনেক বড় একটা সৃতি জরিয়ে আছে,,,লুকিয়ে কাজ করে ফোন কিনছিলাম,,, ১মাস ইউস করার পর বিক্রি করে দিছিলাম কারণ আপুর খুব বড় ধরনের একটা অসুখ হইছিল তাই,,,♥️♥️
খুব ভালো লাগলো প্রতিবেদনটি।
আসলেই কথাটা অনেক সত্যি আমরা বেড়ে উঠেছি নকিয়া ফোনসেট দেখে।
ইভেন আমি নিজেও অনেক নকিয়া হ্যান্ডসেট ব্যবহার করি,শুধু তাই নয় মাঝে মাঝে খুব নস্টালজিয়া হয়ে যাই সেই জন্য এখনও একটা নোকিয়া E-63 ব্যবহার করছি।
কি দিন ছিলো খুব মিস করি সেই সময় গুলো।
Since I am a music lover...I used N91 8GB from 2008-2011 then shifted to android. the experience was amazing....I used to show off the music quality of my n91 through Cosonic 880cd big headphone to my kid cousins and there expressions was priceless to me 😀....sweet memory....I have stored my n91 till today but unfortunately the screen is all white now.
তানভীর এবং ইমন ভাই আপনাদের এই অসাধারণ Intro আমাকে সেই বাল্য কালের সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গিয়েছে, সেই ২০১০ এ চলে গিয়েছি। ধন্যবাদ আপনাদের এই মনোমুগ্ধকর Intro এর জন্য ❤️
ভাই কাঁন্দায়া দিলেন তো 🙂 আমার সোনালী অতীত মনে পড়ে গেল ❤️ Nokia 1100 ছিল আমার প্রথম ইউজ করা কোন মোবাইলফোন৷ তাও ২০০০ সালের কথা! পরে যখন একটু বড় হলাম, ২০০৫ এর দিকে নিজের জন্য একটা Nokia 6230i টা কিনি ❤️ সেই থেকে এখনও Nokia এর ওল্ড সিরিজের ফ্যান৷ বর্তমানে আমার কাছে Nokia N97 টা আছে ❤️ যা কিনা এখনও রানিং 🥰
নোকিয়া একটি আবেগের নাম।
SM Bangla Cartoon TV ekti bokachodar nam 😘
NOKIA ওপেনিং সাউন্ডটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো, অতীতের কথাগুলো স্মৃতিগুলো আবারো মনে পরে গেলো 🙂
আহ্ অতীত... সোনালী অতীত ❤️
ইন্ট্রোর কথাগুলো আসলেই দারুন ছিলো।😊🥰
সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেলো,😊
আসলেই লোড শেডিং হলে রাতের বেলার সেই চিল্লাচিল্লির কথা মনে পড়ে গেলো।😍
আর নোকিয়া মোবাইলের সেই অসাধারণ গেমগুলো অনায়াসে মন ভরিয়ে দিতো।😍🥰
এখন দামি মোবাইলেও এখন সেই মজা পাই না।
ধন্যবাদ ভাই🥰🥰, অতিতের কথাগুলো স্মরণ করিয়ে দেয়ার জন্য।
২০১৫ সালে Nokia lumia 630 ফোনটা নিয়ে বন্ধু সমাজে কি পার্টটাই না নিতাম।দেখ আমি উইন্ডোজ ফোন চালাই।
Lumia 520 use kortam.Ar pat er kota ki ar bolbo vai!! Miss kori din gulare
Amio bhai Nokia Lumia 610 nia friend der khoob part nitam 🙂🙂🙂
vai amio use kortam nokia Lumia 630 windows phone 2014 .. but akhon ar nai 😭
Lol oisob Lumia 2013 tei sesh hoiya geca.. 🤣14 Te toh iPhone 4s use kortam
2015 sale to Android er jug chole asce. Nokia r hype cilo 2001-2012 porjonto
ধন্যবাদ টিম এটিসি আমাদেরকে শৈশবের স্মৃতি সুন্দর ভাবে সামনে উপস্থাপন করার জন্য ❤️❤️❤️
prothom 1min40sec full heart touching chilo...❤❤❤❤
ATC Team কে অনেক অনেক ধন্যবাদ মন থেকে, এমন একটা Video আমাদেরকে উপহার দেওয়ার জন্য দেখে অনেক শান্তি পেলাম মনে।
2nd Part Plz #ATC
আমি মূলত Nokia বলতে বুঝি ভালবাসা এবং স্মৃতি!!!
তখন text message করে কথা বলতাম বেশি,কোন স্পেশাল দিনে সবাইকে message করে শুভেচ্ছা জানানোর কথা গুলো খুব মনে পড়ছে এই Video টা দেখার পর,এখন মনে পড়লে কেমন জানি একটা feel হয়,সেই সোনালি বিকেলটা আসে ঠিকই কিন্তু Phone টিপে টিপে হেটে গল্প করাটা এখন আর হয়ে উঠে না,বন্ধুদের মধ্যে ১০ জনের ৮-৯ জনই Nokia user ছিল,সেই Nokia Headphone দিয়ে গান শোনা তখন একটা অসাধারণ Feel এবং Enjoy করতাম,সেই সোনালি দিন গুলোতে ফিরে যেতে ইচ্ছে করে বেশি!!
বিশেষ করে যেই ফোন গুলো আমার খুব শখের ছিলঃ-
Nokia 1100 1st phone of my
Nokia N70 white and N70 Black
Nokia N73 Black
Nokia N95 8 GB (Black)and
N95 mini silver
Nokia N8 16GB silver
Nokia N9 16GB Black
এগুলো ছাড়াও Nokiaর আরো ফোন ব্যবহার করছি Nokia 6120 classic এর মতো,কিন্তু এই ফোন গুলো হয়তো আমার জীবনের সাথে কেমন জানি একটা গভীর সম্পর্ক ছিল N Series টাকে খুব মিস করি।
এই সময়ে মোটামোটি ভাল মানের ফোন(iPhone & Android) ব্যবহার করি,কিন্তু ঐ সময়ের সেই আনন্দের feeling টা পাইনা আর।
এমন পুরাতন ফোনের ভিডিও গুলো পেলে হয়তো সবার চেয়ে আমি বেশি খুশি হবো।দোয়া করি যেন #ATC চ্যানেল টা আরো অনেক বড় হউক
ভালবাসা অভিরাম from কক্সবাজার.......
আমিও খুব Lucky ছিলাম যে তখন মোটামোটি ছোট ছিলাম 2004-5 এর সময়ে golden age
and passing golden time
রাত দুইটাই ভিডিওটা দেখে জীবনের সুন্দর সময়কে মিস করতেছি...!!
ধন্যবাদ এটিসি 🤍
নোকিয়া একটা ইমোশন যদিও আমি ২০০০ সালে জন্ম ।❤️
একটা সময় এসে আমরা এই যুগের পোলাপান অত্যাধুনিক যুগে বলবো আমাদের সময় আইফোন iPhone ছিলো ইমোশন । পাবজি ছিল ভালোবাসা।
আইফোন যে ভাবে কাজ করে যাচ্ছে তারা হয়তো ভবিষ্যতে ও বড় একটা অংশ জুড়ে থাকবে তাই এটা হয়তো বলতে হবে না আইফোন আমাদের ইমশ ছিল ,এই কথা বলছি কারণ তারা হয়তো নোকিয়া র মতো ভুল করবে না
90" kid মানেই No vibration No silent Only Loud speaker Ringtone
নোকিয়া একটা ভালোবাসা 🖤🌸
Thank you for the time machine
এরকম আরো ভিডিও চাই ভাই আজকে ভিডিও দেখে পুরাই আবেগে পরে গিয়েছিলাম কিছু বেপার স্ক্রিপ্ট এমন ছিল যেনো গায়ে কাঁটা দিয়ে ওঠার মতন বেশ ভালো লেগেছে আজকের ভিডিও ❤️❤️❤️
Once i owned Nokia 5130 express music. My father gave that phone to me. My best phone experience still now. I really got nostalgic after watching your video. Thanks a lot ATC family. Bring back those memories. Love you all.
I am also
We had both 5130 and n70...i used to play symbian games a lot.... ahhhh good old childhood 🥲
প্রথমের উপস্থাপনা খুব ভালো লাগলো!🌺
প্রথম থেকে সাথে আছি আশা করি সব দিন থাকবো!💛
Love from Jessore -
ATC💛😘
I'm totally nostalgia Brother ❤️💚💙
Thanks to ATC Team ❤️💚💙
video ta mon choye gelo vai😊
আমার কাছে এখনও ২টা ফোন আছে🥰। একটা Nokia N97...অন্যটা Nokia E6🥰...আর ভালো খবর হলো ২ টাই এখনও খুবই ভালো আছে। আরও অনেক মডেল use করছি।🥰
Aww nostalgic 🥺🥀
Thanks ATC🥲
(2005's kid)this video touches my mind🖤
I've used n95 in 2011(probably ) memories and emotions back there, it's carried beyond the weight of current flagship like Apple and others. I've got so many request even from pedestrian to hand over them. Days gone, now nobody even looking at $1500 phone. I realised and decided to back with oldest phone of Nokia.Audio music, 300pixel videos all with them you can't really compares present 8k. Thank you ATC
Would you like to sell your N95?
Nokia N95 8gb or 4gb?...
@@tylerstein3237 I almost lost this masterpiece long ago i can't even remember 😀
@@palash69 I assume it 8gb
Thanks ATC for giving us those golden memories 🥺💝
Valobasar arek name ATC
wow 🥺😳😳🥺
সত্যিই এক অন্য রকম ভিডিও 🙂
মনে পরে গেল সেই দিন গুলির কথা।
কতই না ভালো ছিল। দিন গুলো 😔
দীর্ঘদিন ধরে ATC এর ফলোয়ার
আশা রাখাব ভবিষ্যতে আরো ভালো কিছু করবে 😇
My first phone was citycell
2nd one was nokia N70♥️
Love to atc for that nostalgia ♥️
এখনো ছোটবেলার দিনগুলো স্মরণ করি খুব ভালই লাগে, আবার অনেক খারাপ লাগে।মিস করি দিনগুলো।
They just made us emotional with the intro.... (Man it hurts🙃)
Ami 2007 year e N70 use shuru kori... Amar chacchu ene dichilo phone ta saudi theke.. tokhon oitar market price chilo 37k... Ami jokhon phone ta niye kothao ghurte jetam ba pic tultam tokhon haa kore shobai dekhto phone ta.. nijer moddhe shei vhab kaj korto.. ahh ager din er kotha mone pore gelo.. Thanks ATC... ❤️❤️❤️
Purano diner rettro-fill.Very good,very nice.Shesob nokia phonegulo chilo akakkta legends.Shei karonei ami boli,ATC is like from the best tech channel of bangladesh 🇧🇩. 🥲🤩🔥😄😉❤💖💘
Nostalgic। আগের দিনগুলা আসলেই সুন্দর ছিল, সেই দিনগুলার কথা মনে হলো এখন...
1st phone was- Nokia N71
2nd - Nokia e5
3rd - Nokia asha300 (Still using)
4th - Nokia 5
5th - Nokia 8v 5G ( Currently using )
Kono mobile sell korben nokia?
I well Nokia E5 user akhon o choltisa
NOKIA ASHA 200
Nokia E5 Sell korbo
@@oscillateashen6339 Sell করার মত নেই।
N for Nostalgia
N for Nokia...🥺
Best video of ATC 🥰😢😭 ... আবেগ
ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, নোকিয়ার স্মৃতিগুলো আবার নতুন করে মনে পড়ে গেল, nokia নিয়ে আরো ইন্টারেস্টিং ভিডিও চাই
ছোটবেলার প্রেমিক Nokia 112 🖤. ফোনের স্মৃতি গুলো মনে আসলেই অন্যরকম অনুভূতি কাজ করে 🥲🖤।
Still i used nokia 210..
And its a good pis...Like whole life nokia... 💕
Getting nostalgic 🙂
ভাই নোকিয়া মানেই এক অফুরন্ত ভালোবাসা 🥰😍❤️
নোকিয়ার পাগলা ভক্ত ছিলাম।
এখোনো মিস করি সেই নোকিয়াকে।
ধন্যবাদ ATC আমার সেই চিরচেনা জগতে সামান্য কিছু সময় নিয়ে যাওয়ার জন্য😔
Nokia 5130 XM, It was my daily driver..still miss it!
Me 5220 XM
Those memorable days ❤️
Nostalgia
Nokiya n9 ekhono asa amr kasa
Just osam. Jiboner srity hesaba rekha desi vhii.
Nokia k valobesha srity ta k jotno kora rekha desi❤️❤️
খুব ভালো লাগলো,, অনেক কিছু মনে পড়ে গেলো🥺🥺🥺🥺
Microsoft Lumia 535 🥰😥
Joss Phone Chilo 😍
Nostalgia🥺🥺🥺 golden 90's periods
Nokia Lumia 1020 আমার আব্বু সেকেন্ডারি ডিভাইস হিসেবে এখনো ব্যবহার করে , ২০১৬ সালে 21k+ হাজার টাকা দিয়ে কিনছিল 🙂💚
আমার কাছে এখনো আমার নিজের ব্যাবহার করা Nokia n97, n73 & nokia 3250 sathe nokia music edition এগুলোর বক্স রেখে দিয়েছি।
ধন্যবাদ অনেক সুন্দর কিছু স্মৃতি স্মরণ করিয়ে দেয়ার জন্য
প্রথম কথা গুলো শুনে আগের কথা মনে পড়ে গেলো / সে উপলক্ষে ভিডিওটা লাইক দিয়ে দিলাম
Nostalgia.....the legends never die😔
This video was a Roller coaster ride for me actually, I have used Nokia lumia 430 ,540 and 640xl ,those were gem actually . In that time i though that i would stick to Windows but needs doesn't supported me thats why i shifted to android, but i have those phones still now and they are perfectly running . Thanks to ATC team for the video 🖤🌸
Ex N70 user from 2012 to 2016... Nostalgia 🥺
Bhai thank you so much for making this video❤️
Episode 2 er jonno opekhay thaklam
Nokia মানুষের আবেগ, এই আবেগ সারা জিবনই রয়ে যাবে মানুষের মনে,,, the legend phon ever😍
No others phon can't beat him 😎
আমার কাছে 4ta set ase still 🤗
I was Nokia N70 user.. unique to our class.. only 2 of us used N70 in our whole school.. ahhaaaa.. NOSTALGIA 🖤🖤🖤
Make one correction, Nokia 808 PureView was the first phone having 41mp Camera, one year before Lumia 1020. I was fortunate to use both 808 & 1020 at the same time. The sensor size of these phones were larger than current's most phones sensor size.
সেরা ধর্ম পেয়েছি ❤
সেরা নবি পেয়েছি ❤
সেরা কিতাব পেয়েছি আলহামদুলিল্লাহ ❤❤❤
Nostalgia... সময়কাল ২০১১ সাল, নোকিয়া শোরুমে প্রবেশ করেই একটা কিউটের ডিব্বার ক্রাশ খাওয়া এবং সেইদিনই নোকিয়ার প্রতি প্রেমটা নতুন করেই নতুনত্ব পেয়েছিল আমার কাছে। সেদিন থেকেই সঙ্গী হলো "NOKIA 700"... ফোনটা নিয়ে লিখার অনেক কিছু থাকলেও লিখবোনা -এক কথায় পুরাই জুশ 😍 আর ক্যামেরা... আহ্! বন্ধুরা মিলে তো মিউজিক ভিডিও ও করে ফেলছিলাম "নোকিয়া ৭০০" এর ক্যামেরায়। 😁
গত বছরের শুরুতে ফোনটায় যান্ত্রিক গোলযোগ শুরু হইছে, তাই আপাতত বাক্সবন্দি হয়ে পড়ে আছে আমার প্রিয় ডিভাইটি। এর আগে ও পরে বেশ কয়েকটি লিজেন্ডারি নোকিয়া-স্যামসাং
ডিভাইস ব্যাবহার করার পরেও অনুভূতিটা এখনও কেন যেন সেই "NOKIA 700" -তে বেঁধে আছে! 🙄
প্রথমের ২ মিনিট এর কথাগুলো অনেক সুন্দর। আসলেই অতীত অনেক সুন্দর 🌸😇
2006 -- Nokia 2710 🥰
2008 -- Nokia 5130 Xpress Music 🥰
2009 -- Nokia E72 🥰
2011 -- Nokia Asha 210 🥰
2013 -- Nokia Lumia 520 🥰
2019 -- Nokia 6.1 Plus 🥰
2022 -- Nokia X20 😊🥰
Missing Old days 🖤🙂
currently i own a Nokia Lumia 1020. It has an amazing camera. in fact if i edit the raw images, its image quality can easily beat any phone costing around 30k. And its professional mode is awesome. Perhaps it is the first device which introduced professional mode in mobile camera. However, this camera has downsides also. It doesn't have HDR. It doesn't have dedicated portrait mode. But due to having big censor, it create flawless natural bokhe if the subject is near which is really awesome. However, like the presenter, I also had a dream of buying this phone. I bought it from eBAY in 2018.
Vaia....NL 1020 sell korben nki??
Otar je condition, Tate apni kinben na.
Display glass vanga.
Microphone speaker Kata.
OS dead.
Speaker a baje sound ase (music)
OS crash koresilo. Pore online theke software download kore install koresi. Tate camera resolution 34 MP te neme gese (normally 38 kaj kore)
Xenon flash kena thekei kaj korsilo na.
Choto bela thekei nokia'r fan.emn ki ei video taw nokia phn diye dekhchi.amr abbu'r o nokia n70,n73 silo.nokia manei valobasha.nokia manei nostalgia.nokia manei aabeg❤️🌸
Emn video r o chai,vai...
ভিডিওয়ের প্রথম অংশটা, আসলাই হৃদয় ছুয়ে গেছে 💖
Vai...koto je game khelci nokia N73 ...ashole nostalgic lagtase vai video ta dhek..Thanks for the video guys❤️
ATC যে কোন ভিডিও এর মাধ্যমে কাদিয়ে দিবে জানতাম না…n70 একটা ইমোশন 😔💕
Yes aro video chai aii rokom🤗🥰
আমার জীবনের প্রথম ফোন ছিল নোকিয়া n70 তখন সম্ভবত ২০০৭ এর লাস্টের দিকে অথবা 2008 এর দিকে। খুব শখের একটা ফোন ছিল আর সব থেকে বেশি গেমস খেলা এবং গান শোনা হত শিল্পী বালামের।
-সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। খুব বেশি মিস করি সেই পুরোনো ভালবাসার দিন গুলোকে। যা এখন আর পাওয়া যায় না। ☹️💚☹️
সেই সোনালী দিনগুলো এখনো খুব মনে পরে.. 😔 যখনই রাতে কারেন্ট চলে যেতো সাথে সাথে বাসা থেকে বের হয়ে যেতাম বন্ধুদের সাথে লুকোচুরি খেলার জন্য আর যদি আকাশে চাঁদ থাকতো তাহলে তো কোনো কথাই ছিলো না... আর নোকিয়া ফোন দিয়ে সবচেয়ে ভালো লাগতো গেম খেলতে তার মধ্যে সবচেয়ে ভালো লাগতো
ক্রিকেটের গেম, সাপের গেম, আর বল এর একটা গেম খুবই ভালো লাগতো,, সাথে মোবাইলের রিংটোন গুলো আহ..কি যে ছিলো সেই দিনগুলো .. এখনো সেই দিনগুলোর কথা খুব মনে পরে,, সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে হয়..
কিন্তু সময়ের ব্যবধানে আজ আর চাইলেও কারেন্ট চলে গেলে আর বন্ধদের সাথে খেলতে পারি নাহ... 😔😔
ভাই আপনাদের অনেক ধন্যবাদ সেই সোনালী দিনগুলোতে কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য... ❤️🥀
Great video kanna chapcilo parle aro video banaw we love to support this kind of think bottom of the heart, btw dear atc love you guys. r java r sambian somporke arektu bolle khusi hotam ami 1000+ app cholaici size just kicu kilobite onek game cilo eventhow Arcade er moto game cholaici no bugs chikon pin aro khujle onek kicu aro aca
=
Nokia 2700 classic আমার প্রথম প্রেম 😍
চোখের এককোনে পানি জমে গেলো😭
n70😍 সিরিজ আজও আমার কাছে কাংখিত ফোন যেটা আজও ইউজ করতে পারি নাই| আজও খুব ইচ্ছে করে একটা নকিয়া ফোন আমার কাছে থাক| তবে আমার মতো নকিয়া পাগোল আর ৪/৫হবে না হয়তো |ব্যবহার করছি এমোন আনেক নকিয়া ফোন যার মডেল মনে নাই তবে 2690/c2/x2/e63/7610 আর মনে নাই। ভিডিও টা ভালো লাগলো ভাই❤️❤️
Nostalgic hoye gelam, jodio ba onner phone gutano chara egula kokhono dhori nai, ty ai phone gula use na korte parar ekta akkhep shara jibon e theke jabe.
Atc k dhonnobad shundor ekta vdo bananor jonno
অনেক অনেক ধন্যবাদ ATC টিম কে এত সুন্দর একটি ভিডিও উপহার দেওয়া জন্য
ভালোবাসা অভিরাম ATC টিমকে❤️❤️,
নেক্সট ভিডিও এর অপেক্ষায় রইলাম।
Thank you so much for this video
lots of memories 90' kids ...
জীবন থেকে হারিয়ে গেছে সেই দিনগুলো 😒 নোকিয়া সিম্ভিয়ান নোকিয়া জাভা আহা💖
Ei puro video ta dekhar shomoy keno jeno amar mukhe ekta hashi chilo r ager diner kotha gulo notun kore mone porte laglo👌
Kandaya dili AtC💔
Anek miss kori
Load shedding rey😌💔
Past e jete chai vhi🙃
অনেক নোকিয়া মোবাইল চালিয়েছি,, তার মধ্যে অন্যতম হলো নোকিয়া N70 and Lumia 735...... পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে,,, ধন্যবাদ
আমার সব চাইতে পছন্দের ছিল Nokia 6600 স্মৃতি গুলো আজ আবার মনে পরে গেলো ধন্যবাদ ভাই আপনাদের তাছাড়া Sony Experia k800i সেট টাও ছিল পছন্দের সুজুক হলে আবার নিতে ইচ্ছুক এই ফোন গুলো।
ঐদিন গুলোকে অনেক মিস করি। ঐদিন গুলোতে আবার ফিরে যেতে পারলে অনেক অনেক ইনজয় করতাম। Indeed, Nostalgia 😞💖
Ami Nokia N72 user cilam ❣️❣️
Old is gold 😭
This video made me emotional 🙂
Those golden days...!!!💓
Nokia 1200 phone e snake games,maze box khela
90s kid হওয়া সত্তেও আমার ক্রাশ ছিলো Nokia X1 সেই লেভেলের ক্রাশ Then 2012 এ Nokia 520
and 2014 এ Nokia 1520 jst awesome
Im still missing Nokia on 2022 Even i had a Flagship phone bt Nokia is kind a Emotion
And আমার নাতিপুতিরা হয়ত কোন একদিন জানবে তাদের দাদা Nokia চালাইতো
Js amazing 🖤🔥
Nokia থেকে life এর জার্নি শুরু
Tnq Nokia Thanks a lot Make our Childhood Awesome 🖤🌸
Great. Very touchy. Nostalgia. Nokia r onek model ee use korechi but ekta phone er kotha khub ee mone pore, sheta holo Siemens CX70. Janina oi model ta ki diye create korechilo. Specially akhon company gulo phones er camerar megapixels war a nemeche, but oi time Siemens CX70 diye sky clear thakle chad er totally clear picture provide korto, even chad er j spots gulo ache, shegulo porjonto clearly capture korto. Jani na ki technology oi phone er camera te use kora hoye chilo. Tachra build quality, design, front er kona te LED light, buttons shob kichu miliye phone ta outstanding chilo. Akhono phone ta khuji but didn't find it yet. It was really a flagship phone at that time.
Nostalgia... Thanks a lot for giving back some emotions of childhood.
This video is so wholesome. first mobilephone in our family was from Nokia. This video brought back those memories. I so wanted to buy Nokia 5300. But Couldn’t afford that, and I always Thought I would buy it, when I will be able to earn money. Now I am using a pixel device. But it doesn’t feel the same.
Please continue this series of nostalgia.
N17 & Nokia 7610 chalanor shouvaggo hoyeche Amar 🥰