আহাদ আমিন@ সালাম, জনাব আমি বনি আমিন সরাসরি আপনার উত্তর দিচ্ছি, যদিও বেশ দেরি হয়ে গেছে, ক্ষমা চাইছি। প্রিয় বন্ধুঃ আমার দৃষ্টিতে বাংলাদেশের ৮০% মুসলিম (দেশে এবং প্রবাসে) অশিক্ষিত এবং বর্বর। বাংলাদেশী যেকোন নুতন ব্যাক্তির সাথে পরিচিত হবার সময় আমার প্রথম প্রশ্ন (১) আপনি কি বাংলাদেশী? (২) আপনি কি মুসলিম? (৩) আপনার বাড়ী কোন জেলায়? এই তিনটি প্রশ্নের উত্তরের পর আমি নিজেই আমার ব্রেইনকে তাৎক্ষণিক টেইলার করে নেই বা সাজিয়ে নেই এবং আন্দাজ করি যে এই ব্যাক্তি কেমন হতে পারে এবং তার সাথে আমার কিভাবে কথা বলতে হবে। আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ লোক মনে করে লক্ষীপুর ও রংপুরের মাঝেই হচ্ছে সিঙ্গাপুর, এবং উগান্ডা হচ্ছে সিলেট জেলার পূর্বে গাছোঁয়া একটি দেশ। বেশিরভাগ বাংলাদেশী মুসলিমদের(৮০%) দিক নির্দেশনা জ্ঞান একদম নেই, সাহিত্য বা ইতিহাস তো দূরের কথা। বাংলাদেশে প্রকৃত শিক্ষার হার এখনো ৩০%এর নিচে (শিক্ষা ও শিক্ষিতের সঠিক সংজ্ঞা বোঝার জন্যে আপনাকে হয়ত চীন দেশের বেইজিং এর ফুটপাতে যেতে হবে, সেখানে দেখবেন গণ শিক্ষা বা শিক্ষিত কাকে বলে)। আশাকরি আমাকে বুঝতে চেষ্টা করবেন, (অহেতুক টিপিক্যাল বাংলাদেশি মুসলিমদের মত তর্কের ময়দানে অযৌক্তিক লড়বেন না) যারফলে আমি কখনোই আশাকরি না বাংলাদেশের ২০%এর বেশি লোক আমার চ্যানেল ভিসিট করুক বা আমার ভিডিও দেখুক, বিশ্বাস করুন আমি দিল থেকে বলছি, খোদা কি কসম আমার মন থেকে বলছি কথাগুলো। আমি পরিমানে নয় আমি পরিশীলতায় বিশ্বাসী। চ্যানেলের আয় নয় বরং ভালো দর্শক সংখ্যা বাড়ানোই আমার এবং আমাদের টিমের মূল উদ্দেশ্য। আমি ৯৯ জন শয়তানের বাহবাহ বা আশীর্বাদ চাই না, আমি একজন সাধু বা পবিত্র আত্মার দোয়া চাই। আপনি বুঝতে চেষ্টা করুন তা না হলে আমি কতটুকু বিরক্ত ও তিক্ত অভিজ্ঞ হয়ে আমি 'আন্দামান সেলুলার জেল'এর উপরে করা আমার এমন একটি সুন্দর, একটি রুচিশীল ও দামি ভিডিওর শেষে আমি সেই 'গরু মুসলিম' শব্দটি ব্যবহার করেছি। আমি বুঝিনা বাংলাদেশের প্রায় সকল মুসলিম নিজেকে কেন আমার ঘোষিত সেই ৮০%এর ভেতর খুঁজে বেড়ায়, কেন সে নিজেকে ২০%এর ভেতর দেখে না। বন্ধুঃ দুঃখিত আমার হাতে জেয়াদা সময় নেই, আপনার বাকি প্রশ্নের উত্তর আমার কো অ্যাডমিনরা সময় পেলে দেবে। দীর্ঘ ৪ মাস পর আমার একজন অ্যাডমিন আপনার কমেন্টটি মাত্র গতকাল আমার দৃষ্টিতে এনেছে এবং আপনাকে উত্তর দিতে বলেছি। পুনরায় ক্ষমা চাইছি আমি আপনাকে এতো মাস পরে উত্তর দেয়ার জন্যে। তবে আমি মনে করি আপনি সম্মানিতভাবে সেই ২০%এর অন্তর্ভুক্ত, (আশাকরি আমার সহজ বাঙলা বুঝেছেন) অর্থাৎ আপনাকে আমি সেই ৮০% অন্তর্ভুক্ত মনে করি না। ধন্যবাদ ভালো থাকুন - This is BONI AMIN, Sydney
ভাইয়া বলেই সম্মোধন করলাম, আপনার প্রতিটি ভিডিও আমি সময় নিয়ে দেখি কিন্তু আপনার এই লেখার সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি কারণ আমি ছেলেবেলা থেকে মুসলিম বন্ধুদের সাথেই বড় হয়েছি। তাই ইসলামের প্রতি সবসময় জানার আগ্রহ বলতে পারেন একটু বেশিই ছিলো তাই বিভিন্ন ওয়াজ মাহফিলে এমনকি কিছু দিন তাবলীগ জামাত করারও সুযোগ হয়েছিল এসব জায়গায় গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি তা হলোঃ ১)একমাত্র ইসলাম-ই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। ২) ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যতীত অন্য সকলেই কাফের বা ইসলামের শত্রু। এখন ১ নং প্রশ্নের জবাবে আমি যতটুকু বুঝি,আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়। ২নং প্রশ্নের জবাবে বলতে যেয়ে আমি নিজেও অনেকটা দুঃখ অনুভব করি কেননা ধর্ম চলে তার অন্ধ বিশ্বাসের দ্বারা আর বিজ্ঞান চলে বাস্তবতার কঠিন পরিক্রমায়। ধর্মে ভণ্ডামি কার্যকলাপের ব্যাপক সুযোগ রয়েছে আপনি আশে-পাশে একটু খেয়াল করলেই বিষয়টা বুঝতে পারবেন কিন্তু বিজ্ঞানে এরকম কিছু নেই আর বিজ্ঞান কখনোই অযৌক্তিক অন্ধ বিশ্বাসের পক্ষ করেনা। যে বিজ্ঞান মানব জাতির জীবন বাঁচায় সেই বিজ্ঞান বিশ্বাসী মানুষ গুলোই যদি ইসলামের শত্রু হয় তাহলে হিন্দু, বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের কথা আর নাই বা বললাম। যদি উপরোক্ত ১নং ও ২ নং বক্তব্য সঠিক হয় তাহলে আমি বলবো শুধু বাংলাদেশের মুসলিমরা অশিক্ষিত বর্বর নয় সমগ্র বিশ্বের মুসলিমরাই অশিক্ষিত বর্বর। বিঃদ্রঃ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মেবিশ্বাসীরাও নিজের ধর্মকে উপরোক্ত ১নং ও ২নং বক্তব্যে একাত্মবোধ অনুভব করে তবে তারও সমভাবে "অশিক্ষিত বর্বর জাতি"
ইতিহাস বড়োই নিষ্ঠুর শুধুই মনে কষ্ট দেয়। একটি সময় এখানে কতো মানুষের বসবাস ছিল, ছিল মানুষের কোলাহল,আজ আর তাদের কেউ নেই শুধু রয়েগেছে সেই সমস্ত দিনের সাক্ষী পোড়া মাটির ইট গুলো। দাদা, বাংলাদেশে এমন একটি ঐতিহাসিক স্থান আছে আগে জানা ছিল না, ধন্যবাদ আপনাকে এবং ছোট ভাইটিকে এমন একটি ঐতিহাসিক স্থান দেখানোর জন্য। সর্বশেষ ছোট ভাইটির উপস্হাপনা ছিল চমৎকার, আশির্বাদ রইলো তুমি এগিয়ে যাও। ধন্যবাদ 🙏
যাই বলুন , Dear বনি আমিন Sir , এই লকডাউনের সময় আপনার সব ভিডিওর Premier গুলো যখন দেখি, তখন মনটা শান্তিতে ভরে যায় , মনে হয় সংসারের অনেক অশান্তির মধ্যে একটু শান্তির সন্ধান পেলাম । তবে ভিডিও তে আপনার সব থেকে বেশি কোন শব্দ গুলো বেশি ভালো লাগে জানেন, কোনটা আপনার ঐ,"ধীরে ধীরে ,দূরে দূরে ", বলার Style টা। এক কথা অনবদ্য ।
*চলে গেছে দিন তবু স্মৃতি রয়ে গেছে* সত্যিই *পানাম নগরী* র *অভিশপ্ত নাচঘর* অসংখ্য কৃতজ্ঞতা ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই পাপন ভাইকে। সত্যি সত্যিই ইতিহাসের পাতায় যেন ডুবে গিয়েছিলাম; বিশেষ করে Background music is very nice. All the best. Thanks Sir same to you. God Bless yours forever and always heartily.🙏🌷💕🌷
আমার মাথা খারাপ হয়ে গেলো। আপনি কি বলেন তো কাকু, সত্যিই সত্যিই সত্যিই আমি পরম আহ্লাদিত। ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া অংশটি পড়লাম, আর যতক্ষণ পড়েছি ততক্ষণ কতটা আনন্দ পেয়েছি আপনাকে বলে বোঝাতে পারবোনা। আমি হোয়াটসঅ্যাপের অনেকগুলো গ্ৰুপের সাথে যুক্ত আছি, খুব ইচ্ছা করে যে আপনার ভিডিওগুলো ওখানে শেয়ার করে ফেলি। কিন্তু দূঃখের বিষয় কাকু, আমাদের এখানেও জালিম, শয়তান, হারামি মোল্লাদের উৎপাত বড্ড বেশি। এক একদিন এইসব ধর্মীয় বিষয় নিয়ে অনেকের সাথে টুকটাক তর্ক হয়ে যায়, তখন মনটা খুব খারাপ লাগে, আপনার কথা খুব বেশি মনে পড়ে ওই সময়। আমি আপনার অনুসারী, যুক্তি ছাড়া কথা বলিনা (যেমনটা আপনি বলেন) তাই ওরা তর্কে হেরে গেলে অযৌক্তিক অনেক কথা বলে ফ্যালে। আসলে ওইসব লোকগুলোর চিন্তাধারা ভাবতেই কেমন লাগে, অনেককে বোঝানোর চেষ্টা করেছি। সব কথাতেই আমার সাথে একমত হয়েও শেষমেশ তারা আবার সেই মেইন ভুল জায়গাটিতেই ফিরে যায়। ধন্যবাদ কাকু, ভালো থাকবেন
"মনে পড়ে সে-ই সব দিন সেই সব ঝড়ে যাওয়া, স্বপ-নো রঙ্গিন সেই সব ঋতু জুড়ে ফাগুনেরও দিন মনে পড়ে সে-ই সব দিন।" ভিডিওটা দেখে কিশোর কুমারের গাওয়া এই অনবদ্য গানটি মনে পড়লো,বনিদা
Thank you Mr. Boni and Mr. Azizul for presenting a most famous and historic ruins of Bangladesh. These are our old heritage and glory, which should be preserved for our next generations. Mr.Azizul your presentation is elegant, loud and clear. Thank you for the video. B. Paul from Calcutta.
Incredible remnants of the old heritage of the rich and the richest. My heart felt thanks to Mr. Azizul Haque Papun and Mr. Bonie Amin for depicting such wonderful heritage, culture and its structure of the past. It is indeed sad that cultured administrators should have come forward and given the old city a good shape to preserve the history in proper shape. Unfortunate. There are rich people in the world. I sincerely hope, some of them should come forward to preserve the rich heritage and glory of the past.
আমার অনেক অনেক শুভেচ্ছা। আমারও সোনারগাও এ একটি শিল্প প্রতিষ্ঠান আছে। এ পানাম নগরীর আজ যতটুকু আমরা সংস্করণ দেখছি তা হুসাইন মোঃ এরশাদ সাহেব করে গিয়েছিলেন। পরবর্তী তে এখন আর এ জায়গায় কোন উন্নয়ন দেখা যাচ্ছে না।
বিনিতো আবেদন ঃ বনি আমিন স্যার আমি আপনার বড় ফ্যান শুধু তার কারন হলো আপনি পুরো দুনিয়া ঘুরে ঘুরে দেখান বিস্ময়কর তবে স্যার আমার সপ্নো অস্ট্রেলিয়া যাবো কিন্তু গরিব হওয়ায় সম্ভব হয়নি একমাত্র সে ব্যাক্তি আপনি স্যার আপনার সিডনি বাসার চাকর হিসাবে আমি থাকতে চাই
বনি আমিন স্যার, আমার সালাম নিবেন। আমি এই অধম আপনার একনিষ্ঠ ভক্ত। আপনার কথা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ভন্ড মুসলিম দের নিয়ে বিষ্ফোরক আলোচনা আমার কাছে খুবই ভালো লাগত। তাই আমি আপনার প্রতিটি ভিডিও দেখতাম আর ভাবতাম আপনি নিঃস্বার্থ ভাবে এই সমাজের কতটা উপকার করে যাচ্ছেন। কিন্তু আজকে আপনার ভিডিওর নিচের অংশের লিখাটা পড়ে আমি হিসাব মেলাতে পারছিনা যে , এই আমি কোন বনি আমিন কে দেখছি। যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত ভালবাসেন তিনি ই কিনা বলছেন যে নবীজী আরবিদের কে হুরের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। তাহলে আল্লাহ পাক কুরআন শরীফে সুরা আর - রাহমানে হুর সম্পর্কে যা বললেন তা ও কি মিথ্যা? যদি মিথ্যা না হয়, তাহলে দয়াকরে আপনি যা লিখেছেন তা সম্পর্কে আমাকে বুঝিয়ে দিন আল্লার- ওয়াস্তে।
আজিজুল হক @ বন্ধু আমাদের এই চ্যানেল বাংলাদেশী 'মুমীন মুসলিমদের' জন্যে নয়। তবুও বলছি - মনে রেখো শুধুমাত্র বিশ্ব শান্তি ও মানবতা প্রতিষ্ঠার জন্যেই তিনি 'মিথ্যার' আশ্রয় নিয়েছিলেন (যদি ইসলাম বলে থাকে যে, কোন ভালো মানুষকে নির্ঘাত মৃত্যু বা ফাঁসি থেকে বাঁচাতে একজন মুসলিম হয়ে 'মিথ্যা' সাক্ষী দেয়া জায়েজ আছে, তাহলে বিশ্ব মানবতাকে 'অপমৃত্যু' থেকে বাঁচাতে আমার প্রিয় নবী (সঃ) তখন 'মিথ্যা' গল্প ফেঁদে কোন অপরাধ করেন নি)। যেগুলোর বাসি নির্যাস পান করে এখনকার (৮০%) মুসলিমরা সারা বিশ্বে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে, যেমনভাবে বাংলাদেশের ৮০% মুসলিম এবং ওয়াজিরা সাত আসমান, নারী-পুরুষ উভলিঙ্গের বোরাক, দোফালা চাঁদ ইত্যাদি ভুয়া চুটকি ও সতী সুন্দরী ৭২ হুরের ফালতু গল্পগুলো বিক্রি করে তামাম জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে (আমীন)। আবারো বলছি: দেবদাস এর আরবী অনুবাদ হচ্ছে গোলাম মাওলা, মহাদেব এর আরবী অনুবাদ হচ্ছে 'আল্লাহ', আরেকটু লেখা পড়া কর, শুধু কোরআন পৈড়লে ছৈলবে না।
আপনার জন্য আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আপনাকে হেদায়েত দান করেন এবং চিরকাল হেদায়েতের পথে রাখেন।আপনার এই যুক্তি আমার দ্বারা বা কোন প্রকৃত ঈমানদারের পক্ষে মানা সম্ভব নয়।আর প্রিয় নবীজি কখনোই কোন কারনেই মিথ্যা আশ্বাস দেননি, উনি যাই বলেছেন তা ছিলো চরম সত্য এবং সত্য। উনি পবিত্র এবং উনার সব কিছু ছিল পবিত্র।আর এই বিশ্বাস রাখার নাম ই হচ্ছে ঈমান।
The historical monuments of a country are its assets. These decayed monuments depict a rich historical background of Bangladesh. These monuments should be preserved, protected and maintained for the dignity, nobility, majesty and regality of the nation. This job can be done only by dedicated individuals of the country who harbor a great pride in the history of the nation. Once they come forward they will be able to motivate the government to cooperate with them as much as possible. Otherwise these assets will end up just to satisfy the greedy endeavor of some corrupt politicians and their followers.
Thanks for ur early response, wouldn't u say something about anti india feelings of bangladeshi, I don't understand this sort of sinister attitude. Pl, say something.
বনি আমীন সাহেব,আপনার বিরুদ্ধে অভিযোগ , আপনি নাকি ভারতের ‘র, এর কাছ থেকে বহু টাকা খেয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছেন, যদি সত্যি হয় , তা হবে খুবেই দুক্ষজনক, আর বেশী বললাম না।
Vai apnader ami akta kotha boli apnara jara ai nastik ke bissas korsen sobai take support koiren na nahole uni ja guna korsen sobai kintu tar ongsidar hoben. Plz sobai allah ke Voi korun And QURAN Mene Amol korun. Plz plz plz 🔍🔍🔍plz plz plz plz plz
@@mosarafhossain5728 vai sunen aikhane je ami islammer sob buji ta kintu nooi. Islam konkaj ke shotto ar kon kaj ke mittha bolse sehta amake bolte hobe katon sehta ami jani.
@@ajeyashaktishaliyoddhaskan6286 sunen vai amader kotha ke guruto na dile lab nai ai kotha gular morjada bujben ahkirate.Ohh apnara to ahkiratkei Bissas koren na tahole ki koree bujben.
আহাদ আমিন@ সালাম, জনাব আমি বনি আমিন সরাসরি আপনার উত্তর দিচ্ছি, যদিও বেশ দেরি হয়ে গেছে, ক্ষমা চাইছি। প্রিয় বন্ধুঃ আমার দৃষ্টিতে বাংলাদেশের ৮০% মুসলিম (দেশে এবং প্রবাসে) অশিক্ষিত এবং বর্বর। বাংলাদেশী যেকোন নুতন ব্যাক্তির সাথে পরিচিত হবার সময় আমার প্রথম প্রশ্ন (১) আপনি কি বাংলাদেশী? (২) আপনি কি মুসলিম? (৩) আপনার বাড়ী কোন জেলায়? এই তিনটি প্রশ্নের উত্তরের পর আমি নিজেই আমার ব্রেইনকে তাৎক্ষণিক টেইলার করে নেই বা সাজিয়ে নেই এবং আন্দাজ করি যে এই ব্যাক্তি কেমন হতে পারে এবং তার সাথে আমার কিভাবে কথা বলতে হবে। আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ লোক মনে করে লক্ষীপুর ও রংপুরের মাঝেই হচ্ছে সিঙ্গাপুর, এবং উগান্ডা হচ্ছে সিলেট জেলার পূর্বে গাছোঁয়া একটি দেশ। বেশিরভাগ বাংলাদেশী মুসলিমদের(৮০%) দিক নির্দেশনা জ্ঞান একদম নেই, সাহিত্য বা ইতিহাস তো দূরের কথা। বাংলাদেশে প্রকৃত শিক্ষার হার এখনো ৩০%এর নিচে (শিক্ষা ও শিক্ষিতের সঠিক সংজ্ঞা বোঝার জন্যে আপনাকে হয়ত চীন দেশের বেইজিং এর ফুটপাতে যেতে হবে, সেখানে দেখবেন গণ শিক্ষা বা শিক্ষিত কাকে বলে)। আশাকরি আমাকে বুঝতে চেষ্টা করবেন, (অহেতুক টিপিক্যাল বাংলাদেশি মুসলিমদের মত তর্কের ময়দানে অযৌক্তিক লড়বেন না) যারফলে আমি কখনোই আশাকরি না বাংলাদেশের ২০%এর বেশি লোক আমার চ্যানেল ভিসিট করুক বা আমার ভিডিও দেখুক, বিশ্বাস করুন আমি দিল থেকে বলছি, খোদা কি কসম আমার মন থেকে বলছি কথাগুলো। আমি পরিমানে নয় আমি পরিশীলতায় বিশ্বাসী। চ্যানেলের আয় নয় বরং ভালো দর্শক সংখ্যা বাড়ানোই আমার এবং আমাদের টিমের মূল উদ্দেশ্য। আমি ৯৯ জন শয়তানের বাহবাহ বা আশীর্বাদ চাই না, আমি একজন সাধু বা পবিত্র আত্মার দোয়া চাই। আপনি বুঝতে চেষ্টা করুন তা না হলে আমি কতটুকু বিরক্ত ও তিক্ত অভিজ্ঞ হয়ে আমি 'আন্দামান সেলুলার জেল'এর উপরে করা আমার এমন একটি সুন্দর, একটি রুচিশীল ও দামি ভিডিওর শেষে আমি সেই 'গরু মুসলিম' শব্দটি ব্যবহার করেছি। আমি বুঝিনা বাংলাদেশের প্রায় সকল মুসলিম নিজেকে কেন আমার ঘোষিত সেই ৮০%এর ভেতর খুঁজে বেড়ায়, কেন সে নিজেকে ২০%এর ভেতর দেখে না। বন্ধুঃ দুঃখিত আমার হাতে জেয়াদা সময় নেই, আপনার বাকি প্রশ্নের উত্তর আমার কো অ্যাডমিনরা সময় পেলে দেবে। দীর্ঘ ৪ মাস পর আমার একজন অ্যাডমিন আপনার কমেন্টটি মাত্র গতকাল আমার দৃষ্টিতে এনেছে এবং আপনাকে উত্তর দিতে বলেছি। পুনরায় ক্ষমা চাইছি আমি আপনাকে এতো মাস পরে উত্তর দেয়ার জন্যে। তবে আমি মনে করি আপনি সম্মানিতভাবে সেই ২০%এর অন্তর্ভুক্ত, (আশাকরি আমার সহজ বাঙলা বুঝেছেন) অর্থাৎ আপনাকে আমি সেই ৮০% অন্তর্ভুক্ত মনে করি না। ধন্যবাদ ভালো থাকুন - This is BONI AMIN, Sydney
ভাইয়া বলেই সম্মোধন করলাম, আপনার প্রতিটি ভিডিও আমি সময় নিয়ে দেখি কিন্তু আপনার এই লেখার সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি কারণ আমি ছেলেবেলা থেকে মুসলিম বন্ধুদের সাথেই বড় হয়েছি। তাই ইসলামের প্রতি সবসময় জানার আগ্রহ বলতে পারেন একটু বেশিই ছিলো তাই বিভিন্ন ওয়াজ মাহফিলে এমনকি কিছু দিন তাবলীগ জামাত করারও সুযোগ হয়েছিল এসব জায়গায় গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি তা হলোঃ
১)একমাত্র ইসলাম-ই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম।
২) ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যতীত অন্য সকলেই কাফের বা ইসলামের শত্রু।
এখন ১ নং প্রশ্নের জবাবে আমি যতটুকু বুঝি,আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়।
২নং প্রশ্নের জবাবে বলতে যেয়ে আমি নিজেও অনেকটা দুঃখ অনুভব করি কেননা ধর্ম চলে তার অন্ধ বিশ্বাসের দ্বারা আর বিজ্ঞান চলে বাস্তবতার কঠিন পরিক্রমায়। ধর্মে ভণ্ডামি কার্যকলাপের ব্যাপক সুযোগ রয়েছে আপনি আশে-পাশে একটু খেয়াল করলেই বিষয়টা বুঝতে পারবেন কিন্তু বিজ্ঞানে এরকম কিছু নেই আর বিজ্ঞান কখনোই অযৌক্তিক অন্ধ বিশ্বাসের পক্ষ করেনা।
যে বিজ্ঞান মানব জাতির জীবন বাঁচায় সেই বিজ্ঞান বিশ্বাসী মানুষ গুলোই যদি ইসলামের শত্রু হয় তাহলে হিন্দু, বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের কথা আর নাই বা বললাম।
যদি উপরোক্ত ১নং ও ২ নং বক্তব্য সঠিক হয় তাহলে আমি বলবো শুধু বাংলাদেশের মুসলিমরা অশিক্ষিত বর্বর নয় সমগ্র বিশ্বের মুসলিমরাই অশিক্ষিত বর্বর।
বিঃদ্রঃ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মেবিশ্বাসীরাও নিজের ধর্মকে উপরোক্ত ১নং ও ২নং বক্তব্যে একাত্মবোধ অনুভব করে তবে তারও সমভাবে "অশিক্ষিত বর্বর জাতি"
a tip: you can watch movies on Flixzone. Me and my gf have been using it for watching loads of movies these days.
@Nixon Uriel yea, I've been watching on flixzone} for since december myself :D
পৃথিবীতে কত অজানা তথ্য পড়ে আদৌ জানিনা
যে টুকু জানতে পারছি তাও আপনাদের মাধ্যমে,
ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।💗💗💗🙏🙏
এত সুন্দর দৃশ্য... সত্যিই অসাধারণ ধন্যবাদ স্যার আপনাকে।
পানাম নগরী দেখার শখ অনেকদিন থেকে কিন্তু সুযোগ হয়ে উঠেনি। এটা দেখে মুগ্ধ হলাম। আমার সশরীরে উপস্থিত থেকেই যেন দেখলাম। আপনাদেরকে ধন্যবাদ।
ইতিহাস বড়োই নিষ্ঠুর শুধুই মনে কষ্ট দেয়। একটি সময় এখানে কতো মানুষের বসবাস ছিল, ছিল মানুষের কোলাহল,আজ আর তাদের কেউ নেই শুধু রয়েগেছে সেই সমস্ত দিনের সাক্ষী পোড়া মাটির ইট গুলো। দাদা, বাংলাদেশে এমন একটি ঐতিহাসিক স্থান আছে আগে জানা ছিল না, ধন্যবাদ আপনাকে এবং ছোট ভাইটিকে এমন একটি ঐতিহাসিক স্থান দেখানোর জন্য। সর্বশেষ ছোট ভাইটির উপস্হাপনা ছিল চমৎকার, আশির্বাদ রইলো তুমি এগিয়ে যাও। ধন্যবাদ 🙏
যাই বলুন , Dear বনি আমিন Sir , এই লকডাউনের সময় আপনার সব ভিডিওর Premier গুলো যখন দেখি, তখন মনটা শান্তিতে ভরে যায় , মনে হয় সংসারের অনেক অশান্তির মধ্যে একটু শান্তির সন্ধান পেলাম । তবে ভিডিও তে আপনার সব থেকে বেশি কোন শব্দ গুলো বেশি ভালো লাগে জানেন, কোনটা আপনার ঐ,"ধীরে ধীরে ,দূরে দূরে ", বলার Style টা। এক কথা অনবদ্য ।
ইতিহাসে সামপ্রদায়িক নির্মম থাবার দীর্ঘশ্বাস পানাম নগরী! ধন্যবাদ বনি আমীন স্যার ও আজিজ ভাইকে ইতিহাসের সত্যান্বেষণ করার জন্যে।
মিস্টার বনি আমিন,
গানটি আপনি একেলা উপভোগ করেছেন গাড়ির মধ্যে, তাইতো আপনার চোখের কোনেতে অশ্রু ফোঁটা জমেছিল।
তাতে মনে হয় এখনো সত্তিকারের ভালোবাসা পৃথিবীতে বিদ্যমান।
*চলে গেছে দিন তবু স্মৃতি রয়ে গেছে* সত্যিই *পানাম নগরী* র *অভিশপ্ত নাচঘর* অসংখ্য কৃতজ্ঞতা ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই পাপন ভাইকে।
সত্যি সত্যিই ইতিহাসের পাতায় যেন ডুবে গিয়েছিলাম; বিশেষ করে Background music is very nice. All the best. Thanks Sir same to you. God Bless yours forever and always heartily.🙏🌷💕🌷
ভাই আমি একটা কথা বলি আমাদের পশ্চিমবঙ্গ টাও কি মুসলিমরা দখল করবে? সেটাই তো ভয় পাই তাহলে আমাদের কি হবে? ঐ সম্পত্তি এখন কার?
Khub sundar narration and the video. Wish to watch more like this video.
Please take care. Stay safe and blessed always.
darun sundor gaaner gala, r apnar travel video guli o osadharan
MR BONI AMIN GOOD THANKS.
এতো সুন্দর Video Content র সাথে শেষের দিকে অশ্লীল কথাগুলো একেবারেই মানায় নেই ।
পাপন ভাই অনেক ভালো করে যত্ন করে বানিয়েছ ভিডিও টা। খুব ভালো লাগলো।
Darun Mon bhora music ahahahahah.ki choice Gooo DARUN
ভিডিও 'র মাধ্যমে সঠিক তথ্য জানতে পারলাম।আপনাদের অশেষ ধন্যবাদ।
Tomar bolar dhara aonekta Bhalo, bonidar Moto , Tobe arektu doraj dea, sashta dheere dheere chhere thik bonida ja kore thake , Tomar kothar modhye ektu bhou bhoy achey👌👍👌👍👌👍👌👍👌👍😷👍👌👍🙏🙏
Thanks. Boni. .DA
আমার মাথা খারাপ হয়ে গেলো। আপনি কি বলেন তো কাকু, সত্যিই সত্যিই সত্যিই আমি পরম আহ্লাদিত। ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া অংশটি পড়লাম, আর যতক্ষণ পড়েছি ততক্ষণ কতটা আনন্দ পেয়েছি আপনাকে বলে বোঝাতে পারবোনা। আমি হোয়াটসঅ্যাপের অনেকগুলো গ্ৰুপের সাথে যুক্ত আছি, খুব ইচ্ছা করে যে আপনার ভিডিওগুলো ওখানে শেয়ার করে ফেলি। কিন্তু দূঃখের বিষয় কাকু, আমাদের এখানেও জালিম, শয়তান, হারামি মোল্লাদের উৎপাত বড্ড বেশি। এক একদিন এইসব ধর্মীয় বিষয় নিয়ে অনেকের সাথে টুকটাক তর্ক হয়ে যায়, তখন মনটা খুব খারাপ লাগে, আপনার কথা খুব বেশি মনে পড়ে ওই সময়। আমি আপনার অনুসারী, যুক্তি ছাড়া কথা বলিনা (যেমনটা আপনি বলেন) তাই ওরা তর্কে হেরে গেলে অযৌক্তিক অনেক কথা বলে ফ্যালে। আসলে ওইসব লোকগুলোর চিন্তাধারা ভাবতেই কেমন লাগে, অনেককে বোঝানোর চেষ্টা করেছি। সব কথাতেই আমার সাথে একমত হয়েও শেষমেশ তারা আবার সেই মেইন ভুল জায়গাটিতেই ফিরে যায়। ধন্যবাদ কাকু, ভালো থাকবেন
Valo laglo. Video ta.
"মনে পড়ে সে-ই সব দিন
সেই সব ঝড়ে যাওয়া, স্বপ-নো রঙ্গিন
সেই সব ঋতু জুড়ে ফাগুনেরও দিন
মনে পড়ে সে-ই সব দিন।"
ভিডিওটা দেখে কিশোর কুমারের গাওয়া এই অনবদ্য গানটি মনে পড়লো,বনিদা
কত গুণে গুণান্বিত আমার প্রিয় বনি আমিন স্যার ❤️
Thank you Mr. Boni and Mr. Azizul for presenting a most famous and historic ruins of Bangladesh. These are our old heritage and glory, which should be preserved for our next generations. Mr.Azizul your presentation is elegant, loud and clear. Thank you for the video. B. Paul from Calcutta.
ভাই উচিত কথা বলার জন্য অন্তর থেকে দোয়া রহিলো,
আজ খুব দারুন লেগেছে, ঐতিহাসিক একটা ভিডিও দেখলাম
বনি স্যার বাঁশির সুরে আমি কই জানি হারিয়ে গেছি ধন্যবাদ
Khub Bhalo laglo
Great history. Nice
হে সত্যের দিশারি আমি আপনার মত অমানুষ হতে চাই.....স্যালুট
Well. I always enjoy. @Guidetubebd
বনি আমিন ভাই,
পানাম নগরী সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। আমার কাছে বেশ কিছু স্থির চিত্র আছে।
your presentation and your philosophy is very libarel.nobody will forget you. Dr. Bidhan Datta Kolkata
via assalamualikum. apnar voice ta sotti onek sundor
many more heritage building in old town Dhaka, any plan visit in old town
Thank you very much shared for informative video 💖👍
Thanks a lot @ Sir
& specialy thanks to Azizul Haque Papon Vaia.
where are you going brother very nice song
দাদা গান গাইলেও তো আপনি বড় শিল্পী হতে পারতেন। একটু রেয়াজ করলে আপনার গুরু গম্ভীর কণ্ঠস্বর দারুন হতো। খুব ভালো থাকবেন দাদা।।
Incredible remnants of the old heritage of the rich and the richest. My heart felt thanks to Mr. Azizul Haque Papun and Mr. Bonie Amin for depicting such wonderful heritage, culture and its structure of the past. It is indeed sad that cultured administrators should have come forward and given the old city a good shape to preserve the history in proper shape. Unfortunate. There are rich people in the world. I sincerely hope, some of them should come forward to preserve the rich heritage and glory of the past.
I appeal to the world at large to please come forward and restore this old houses and the small city.
আমার অনেক অনেক শুভেচ্ছা। আমারও সোনারগাও এ একটি শিল্প প্রতিষ্ঠান আছে। এ পানাম নগরীর আজ যতটুকু আমরা সংস্করণ দেখছি তা হুসাইন মোঃ এরশাদ সাহেব করে গিয়েছিলেন। পরবর্তী তে এখন আর এ জায়গায় কোন উন্নয়ন দেখা যাচ্ছে না।
Fantastic 👏
Great video sir...
অজানা তথ্য জানতে পেরে ভালো ই লাগলো।
Power matter ... so world need to follow a common community rule for all
Thanks
এই পানাম নগরের খবর বাংলাদেশের ভূমিদস্যু হাসান মামুদ এবং তার ভাই এরসাদ মামুদ কি এখনও পায় নি ?
😀😀😝😃😃
Awesome melody ❤️😍❤️
👍👍👍
NICE VIDEO!!! I AM REMEMBERING The Brook by Alfred Lord Tennyson -men may come and men may go, But I go on forever, tHANKS
অনেক দূঃখ পাই যখন আমাদের দেশের এ ইতিহাস দিনদিন বিলিন হয়ে যাচ্ছে।।।দেখার কেউ নাই
Very good Hello Duniya
চমৎকার লাগলো। উভয়কেই অনেক ধন্যবাদ।
আপনি ভীষণ ভালো গান করেন
Khub valo laglo
Nice
so thanks
💞💝💞💝💞💝💞
বিনিতো আবেদন ঃ বনি আমিন স্যার আমি আপনার বড় ফ্যান শুধু তার কারন হলো আপনি পুরো দুনিয়া ঘুরে ঘুরে দেখান বিস্ময়কর
তবে স্যার আমার সপ্নো অস্ট্রেলিয়া যাবো কিন্তু গরিব হওয়ায় সম্ভব হয়নি
একমাত্র সে ব্যাক্তি আপনি
স্যার আপনার সিডনি বাসার চাকর হিসাবে আমি থাকতে চাই
2011 সালে গিয়েছিলাম পুরোটা খোলা ছিলো কোন গেইট ছিলো না।।খুব সুন্দর লাগছিলো কিন্তুু আপছোস তখন স্মাটফোন ছিলো না তাই পিকগুলো ভালোভাবে রাখতে পারিনাই
Khub valo laglo..
সব সময় দেখতে চাই অাপনাকে।
Boni vi is great
Great hero
আপনার সুস্বাস্থ্যের কামনা করছি আশাকরি, রাঙামাটি পার্বত্য জেলা বেড়াতে আসবেন। কাপ্তাই উপজেলা কর্ণফুলীপেপার মিল নিয়ে একটা ছবি ভিডিও চিত্র করবেন।
চিৎমরমের মং দাদা নাকি? @mong marma
এ সব প্রত্নতাত্তিক নিদর্শন গুলো ধরা থাক আমাদের মনের মনিকোঠায়।
বনি আমিন স্যার, আমার সালাম নিবেন। আমি এই অধম আপনার একনিষ্ঠ ভক্ত। আপনার কথা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ভন্ড মুসলিম দের নিয়ে বিষ্ফোরক আলোচনা আমার কাছে খুবই ভালো লাগত। তাই আমি আপনার প্রতিটি ভিডিও দেখতাম আর ভাবতাম আপনি নিঃস্বার্থ ভাবে এই সমাজের কতটা উপকার করে যাচ্ছেন। কিন্তু আজকে আপনার ভিডিওর নিচের অংশের লিখাটা পড়ে আমি হিসাব মেলাতে পারছিনা যে , এই আমি কোন বনি আমিন কে দেখছি। যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত ভালবাসেন তিনি ই কিনা বলছেন যে নবীজী আরবিদের কে হুরের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। তাহলে আল্লাহ পাক কুরআন শরীফে সুরা আর - রাহমানে হুর সম্পর্কে যা বললেন তা ও কি মিথ্যা? যদি মিথ্যা না হয়, তাহলে দয়াকরে আপনি যা লিখেছেন তা সম্পর্কে আমাকে বুঝিয়ে দিন আল্লার- ওয়াস্তে।
আজিজুল হক @ বন্ধু আমাদের এই চ্যানেল বাংলাদেশী 'মুমীন মুসলিমদের' জন্যে নয়। তবুও বলছি - মনে রেখো শুধুমাত্র বিশ্ব শান্তি ও মানবতা প্রতিষ্ঠার জন্যেই তিনি 'মিথ্যার' আশ্রয় নিয়েছিলেন (যদি ইসলাম বলে থাকে যে, কোন ভালো মানুষকে নির্ঘাত মৃত্যু বা ফাঁসি থেকে বাঁচাতে একজন মুসলিম হয়ে 'মিথ্যা' সাক্ষী দেয়া জায়েজ আছে, তাহলে বিশ্ব মানবতাকে 'অপমৃত্যু' থেকে বাঁচাতে আমার প্রিয় নবী (সঃ) তখন 'মিথ্যা' গল্প ফেঁদে কোন অপরাধ করেন নি)। যেগুলোর বাসি নির্যাস পান করে এখনকার (৮০%) মুসলিমরা সারা বিশ্বে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে, যেমনভাবে বাংলাদেশের ৮০% মুসলিম এবং ওয়াজিরা সাত আসমান, নারী-পুরুষ উভলিঙ্গের বোরাক, দোফালা চাঁদ ইত্যাদি ভুয়া চুটকি ও সতী সুন্দরী ৭২ হুরের ফালতু গল্পগুলো বিক্রি করে তামাম জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে (আমীন)। আবারো বলছি: দেবদাস এর আরবী অনুবাদ হচ্ছে গোলাম মাওলা, মহাদেব এর আরবী অনুবাদ হচ্ছে 'আল্লাহ', আরেকটু লেখা পড়া কর, শুধু কোরআন পৈড়লে ছৈলবে না।
আপনার জন্য আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আপনাকে হেদায়েত দান করেন এবং চিরকাল হেদায়েতের পথে রাখেন।আপনার এই যুক্তি আমার দ্বারা বা কোন প্রকৃত ঈমানদারের পক্ষে মানা সম্ভব নয়।আর প্রিয় নবীজি কখনোই কোন কারনেই মিথ্যা আশ্বাস দেননি, উনি যাই বলেছেন তা ছিলো চরম সত্য এবং সত্য। উনি পবিত্র এবং উনার সব কিছু ছিল পবিত্র।আর এই বিশ্বাস রাখার নাম ই হচ্ছে ঈমান।
The historical monuments of a country are its assets.
These decayed monuments depict a rich historical background of Bangladesh.
These monuments should be preserved, protected and maintained for the dignity, nobility, majesty and regality of the nation.
This job can be done only by dedicated individuals of the country who harbor a great pride in the history of the nation.
Once they come forward they will be able to motivate the government to cooperate with them as much as possible.
Otherwise these assets will end up just to satisfy the greedy endeavor of some corrupt politicians and their followers.
কি সুন্দর গলা!
দাদা আমার/আমাদের খুবই ইচ্ছা আপনার সাথে ফ্রাঙ্কফুর্ট এ রেড ওয়াইন এর সাথে গান & নাচা। দাওয়াত রইল
Subscribe..korechi..azijul haq
Ontor theke valovasa apner jonno
Waiting
you ar great boss bangla
🌻 খুব সুন্দর 🌿
বস আপনার মত আমার দেশ বিদেশে ঘুরে বেরাতে মন চায়
কিন্তু সামরথো নাই
Amra Amon keno..... kno etihas k jotno korte jani na parina afsosssss
Thank you very much for your nice post bhaisab
Always welcome
অতীত থেকে বর্তমান, বিনোদনে রসায়ন।
আপনাকে এত ভালোলাগে কেন বলেন তো?
boni amin der manus der karone ahkon ai boro ajab dise allah pak.
EK KOTHAY ANOBODYO SIR. CHOKH JURIYE GYALO.
Andaman Bangladesh parthoko ki
I miss you brother
How are u sir?
Thanks for ur early response, wouldn't u say something about anti india feelings of bangladeshi, I don't understand this sort of sinister attitude. Pl, say something.
প্রতিদিন রাত ০৯:০০ টায়
একটা একটা করে ভিডিও চাই
By the end of this century, there will not be any Hindus left in Bangladesh.
দাদা আপনার গানের কন্ঠ খুবই সুন্দর, ডাক্তার মাহফুজুর রহমানের মত আপনিও গান তৈরি করেন।
তার আগে আপনি ডাক্তার ও ডক্টরেটের মধ্যে তফাৎটা বুঝে নিন। মাহফুজুর রহমান চিকিৎসক নন। উনি PhD করা।
😲
Ato boro boro Video keu kore???? Time na thakar karone apnar Video guli dekhte paina.
दश अथवा विश किलोमीटर 🙃🤔!?
আগেকার দালান গুলো এত উচা কেন থাকতো
hi
সালাম নিবেন আশা করি ভালো আছেন?
আজ চলবে অভিশপ্ত নাচ ঘর
Md moznur Rahman .USA.fall church varzina. 22041
.
ভাই এই পানামে তো আগুন লেগেছিল তাই দরজা জানালা গুলো পুরে গিয়েছিলো আমার জতটুকু জানা।
আগুন কে লাগিয়েছিল?
আগুন কে লাগিয়েছিল?
Boni amin apna k Hindu rai valo bole karon apni Hindu.
আর আপনি গান্ডু। মৌলবাদী গান্ডু।
🐐
বনি আমীন সাহেব,আপনার বিরুদ্ধে অভিযোগ , আপনি নাকি ভারতের ‘র, এর কাছ থেকে বহু টাকা খেয়ে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছেন, যদি সত্যি হয় , তা হবে খুবেই দুক্ষজনক, আর বেশী বললাম না।
Vai apnader ami akta kotha boli apnara jara ai nastik ke bissas korsen sobai take support koiren na nahole uni ja guna korsen sobai kintu tar ongsidar hoben. Plz sobai allah ke Voi korun And QURAN Mene Amol korun. Plz plz plz 🔍🔍🔍plz plz plz plz plz
🐐
hA hA hA... This is the pure "Mumin"
@@mosarafhossain5728 vai sunen aikhane je ami islammer sob buji ta kintu nooi. Islam konkaj ke shotto ar kon kaj ke mittha bolse sehta amake bolte hobe katon sehta ami jani.
মুমিনের সঠিক সংজ্ঞা বোধহয় আপনাদের মতো লোকদের কে দেখেই সঠিক ভাবে বলা যায় । যাক আপনি সেই সংজ্ঞা টাকে পাকাপোক্ত করলেন, মুমিন। 😎😎😁😁😆😆😅😅😂😂🤣🤣😈😈😎😎
@@ajeyashaktishaliyoddhaskan6286 sunen vai amader kotha ke guruto na dile lab nai ai kotha gular morjada bujben ahkirate.Ohh apnara to ahkiratkei Bissas koren na tahole ki koree bujben.