বাংলাদেশে লাখো শিক্ষার্থীর ডিগ্রির সনদ লিখেছেন যিনি

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @sajolmandal9907
    @sajolmandal9907 5 лет назад +658

    ১টা স্যালুট হয়ে যাক এই ব্যাক্তিটির জন্য ❤

    • @AbCd-xs8vq
      @AbCd-xs8vq 4 года назад +2

      Of course

    • @pabitromondol7004
      @pabitromondol7004 4 года назад +2

      স্যালুট টাও অনেক কম হয়ে যাবে

  • @imranhuquesumon
    @imranhuquesumon 4 года назад +346

    উনি নিজের ছেলেমেয়েদের সার্টিফিকেট ও নিজের হাতেই লিখেছেন, এটা বাবা হিসেবে অনেক বড় পাওয়া।

  • @kanizmehzabinliza2799
    @kanizmehzabinliza2799 5 лет назад +1145

    আমি জানি না এই কথাটা বলা ঠিক হবে কিনা তবুও বলি আপনি হলেন আমাদের বাংলাদেশের জীবন্ত ঐতিহ্য। আপনি হলেন বাংলাদেশের গর্ব।

  • @khansaheb2138
    @khansaheb2138 4 года назад +181

    স্যারকে খুব কাছে থেকে অনেক দেখি। অসাধারণ একজন ব্যাক্তিত্ববান মানুষ তিনি। ঢাবি প্রশাসনিক ভবনে যে কয়েকজন ভালো অফিসার রয়েছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম।

  • @abdullahworld7540
    @abdullahworld7540 6 лет назад +737

    অসাধারণ!! চাচার জন্য দোয়া রইল।

    • @bourhanuddin8936
      @bourhanuddin8936 6 лет назад +4

      Abdullah World's is he brother of your father? Why don’t you call him SIR? After all he is a old man too.

    • @shantoroy3754
      @shantoroy3754 5 лет назад +7

      @@bourhanuddin8936 আমি একজন মাস্টার্স পাশ ছেলে। উনাকে আমি চিনি সবাই তাঁকে স্যার বলে ডাকে।সেটা আসল কথা নই আসল কথা হলো উনার মতো ভদ্রলোক আমি জীবনে কমে দেখছি

    • @NisCho754
      @NisCho754 5 лет назад +12

      Bourhan Uddin
      Calling someone “Chacha” isn’t disrespectful, calling someone “Sir” doesn’t give anyone more respect, it’s just taken from the British (as far as I know), I don’t think this man in the video would mind at all that brother Abdullah called him Chacha.

    • @NisCho754
      @NisCho754 5 лет назад +2

      BC 123 what the heck are you even barking? What do you mean tribal and convert? Mate I’m a Muslim and I was born in a Muslim family

    • @billisultan6224
      @billisultan6224 5 лет назад +1

      BC means 'Botched Cow'. Botched Cow 123

  • @tanxisdiary7382
    @tanxisdiary7382 4 года назад +186

    কথাবলার ধরণ খুব সুন্দর, অনেক
    শিক্ষিতরাও উনার মত শুদ্ধ করে কথা বলতে পারেন না।

  • @farhadhossain8954
    @farhadhossain8954 6 лет назад +757

    এমন ব্যক্তিকে নিয়ে সত্যি গর্ব হয়।

  • @shohagahmad4347
    @shohagahmad4347 4 года назад +152

    আমার সার্টিফিকেট টাও উনিই লিখেছেন। আল হামদুলিল্লাহ

  • @ashrafmunia4207
    @ashrafmunia4207 5 лет назад +81

    বয়ষ্ক মানুষ দেখলেই সম্মান চলে আসে কেমন জানি মনের মধ্যে,,,,,আমার নানার মত লাগে ওনাকে,,,,,

  • @ব্ল্যাকহোল-ব৬ধ
    @ব্ল্যাকহোল-ব৬ধ 4 года назад +355

    জীবনের এই প্রথম জানলাম যে,, সার্টিফিকেট গুলো হাতে লেখা,, মাশাল্লাহ।

    • @iamalamgirhossain
      @iamalamgirhossain 4 года назад +1

      Perhaps, it's only for DU.

    • @cutesworld1669
      @cutesworld1669 4 года назад +9

      সার্টিফিকেট তো হাতেই লিখা হয়। আমাদের ভার্সিটিতেও হাতে লিখে দেয়া হয়। খুবই সুন্দর হাতের লেখা গুলো, বোঝায় যায়না যে কম্পিউটারে নাকি হাতে লেখা।

    • @iamalamgirhossain
      @iamalamgirhossain 4 года назад +3

      @@cutesworld1669 Varsity level is different. Everybody thinking that all the public exam certificate are written such as J.S.C., S.S.C. & H.S.C.

    • @MohammadAbdullaAlMamun-c7u
      @MohammadAbdullaAlMamun-c7u 4 года назад

      আসলেই তাই

    • @mdsoyket9066
      @mdsoyket9066 4 года назад

      আমিও এই প্রথম জানলাম

  • @khanmdabdullah789
    @khanmdabdullah789 6 лет назад +197

    স্যালুট স্যার এতো সুন্দর হাতের লেখা বাংলাদেশের ১৬ কোটি মানুষদের উপহার দেয়ার জন্য

    • @mdshoaib113
      @mdshoaib113 4 года назад

      Uni Dhaka University r ekjon certificate writter not any other Institute

  • @mdshohag5284
    @mdshohag5284 4 года назад +57

    স্যারের হাতের লিখা যেমন সুন্দর ঠিক কথাও সুন্দর মার্জিত ভাষায় বলছেন

  • @s.m.rezaulkarim5368
    @s.m.rezaulkarim5368 4 года назад +3

    আমি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধীনে ১৯৯০ সনের ডিগ্রী পরীক্ষায় পাস করেছি। আর আমার সনদ খানি ওনার হাতের লেখা। সত্যই আমার খুব ভাল লেগেছে। মহান আল্লাহর কাছে ওনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি।

  • @scholarsteaching8808
    @scholarsteaching8808 4 года назад +51

    জনাব আমরা আপনার মূল্যায়ন করতে পারি নি। তবে আপনি অসাধারণ এবং অতুলনীয়। আপনি যে কত বড়ো শিল্প সেটা বুঝতে না পারটা আমাদের জন্য দুর্ভাগ্য।

  • @fatema-tuj-johora6516
    @fatema-tuj-johora6516 5 лет назад +1384

    আমরা এত বছর পড়ালেখা করেও এতটা বিনয়ের সাথে কথা বলাও শিখতে পারলাম না।

  • @allwinherbal297
    @allwinherbal297 4 года назад +39

    সব শিক্ষার্থীদের পক্ষ থেকে ওনাকে একটা সম্মাননা প্রদান করা দরকার

  • @shamsulhoque1863
    @shamsulhoque1863 4 года назад +4

    জীবনে অনেক কমেন্টস লিখেছি l আজ মনে হচ্ছে এই মহৎ ব্যাক্তির উপর কিসু না লিখলে জীবনটা বৃতা l তাই বলছি মানুষটাকে খুব শ্রদ্ধা করতে ইচ্ছে হচ্ছে কাছ থেকে l কি সন্দুর তাঁর হাতের লিখা, কি বিনয়ী তাঁর ভাষা l যার মন ভালো তাঁর লেখা ভালো হয় l যাক উনার জন্য দুয়া করি l ভালো থাকুন l

  • @raihanuddin6953
    @raihanuddin6953 4 года назад +2

    স্যারকে অভিনন্দন,,,
    এক একটি সনদ ব্যক্তিকেন্দ্রীক অনেক স্মৃতি রোমন্থন করে থাকে,, ওনাকে সর্বশেষ দেখেছিলাম ২০১৭ সালে রেজিস্টার ভবনে। অক্লান্তকর্মী মানুষটির জন্য সবাই দোয়া করবেন,,,

  • @সূর্যশাওন
    @সূর্যশাওন 5 лет назад +124

    আঙ্কেল আপনি বাংলাদেশের একটি জাতীয় সম্পদ।আপনার দেশের প্রতি এ অবদান সমগ্র জাতি আজীবন মনে রাখবে। আপনাকে সেলাম। 💝💝💝💝💝💝

  • @drkamrulhasanshahin5937
    @drkamrulhasanshahin5937 4 года назад +56

    আলহামদুলিল্লাহ, আমার এমফিল ডিগ্রির সার্টিফিকেট তিনিই লিখেছেন।

  • @sagorhasan5011
    @sagorhasan5011 4 года назад +84

    আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুন স্যার ❤️❤️

  • @প্রতিবাদহোকঅন্যায়েরবিরুদ্ধে

    আমার কাছে, ওনার লেখা সাটিফিকেট আছে।আমি হাজারো সালাম জানায়👋👋👋👋👋👋

    • @mdmushfiqurrahman4970
      @mdmushfiqurrahman4970 4 года назад

      হসজস

    • @Itsme-ux1dc
      @Itsme-ux1dc 4 года назад

      nice bro

    • @sakibahmed1815
      @sakibahmed1815 4 года назад +2

      জানায় না । জানাই হবে ।

    • @weirddev
      @weirddev 4 года назад +6

      সার্টিফিকেট রেখে কি করলেন বানান তো ঠিক নাই আপনার,

    • @xaniyat9491
      @xaniyat9491 4 года назад +2

      @@weirddev lol
      Nice reply

  • @Free-Wind-slyer
    @Free-Wind-slyer 5 лет назад +11

    আঙ্কেলের প্রতিভার কথা বাদ দিলেও তার মুখের ভাষা কত সুন্দর, বিনয়ী, নম্রতা কতপ্রকার সব আছে ওনার মুখে। দোয়া করি আল্লা আপনাকে আরো একশত বছর বাচিয়ে রাখুক।

  • @imdadnoor9613
    @imdadnoor9613 4 года назад +94

    মাশাআল্লাহ।
    কিভাবে এতো সুন্দর করে লিখা যায়??

  • @sharifmedia3273
    @sharifmedia3273 6 лет назад +124

    মাশা আল্লাহ্- অসাধারণ লেখার ডিজাইন

  • @sofiqulislamsofiqulislam6536
    @sofiqulislamsofiqulislam6536 4 года назад +71

    সত্যি ভাবতে খুব অবাক লাগে,একজন মানুষের হাতের লেখা এত সুন্দর হয় কিভাবে।

  • @abdullahalsami307
    @abdullahalsami307 6 лет назад +195

    মাশা আল্লাহ,, চাচা খুবই সুন্দর লিখেছেন,,জাজাকাল্লাহ।

    • @bourhanuddin8936
      @bourhanuddin8936 6 лет назад +1

      Abdullah Alsami what is caca? Why don’t you called him sir?

    • @tauhidulislam3350
      @tauhidulislam3350 5 лет назад

      আসলামি তোর গোয়ার ভিতর রড দিমু

    • @israilhossain6324
      @israilhossain6324 5 лет назад

      osadharon ankel

    • @kaalapasa3848
      @kaalapasa3848 5 лет назад

      @@tauhidulislam3350 bhai tomare ki gora kirmi kamraise?

    • @alihasan-qc1wy
      @alihasan-qc1wy 5 лет назад

      Amio tai vabtam

  • @hmtuhin5695
    @hmtuhin5695 4 года назад

    কতটা বিনয়ের সাথে কথা বলেন সত্যিই আপনি মহান ব্যাক্তি

  • @md.basirkhan8487
    @md.basirkhan8487 6 лет назад +24

    হাজার সালাম আপনাকে আপনার জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল

  • @mahfuzazamanshova8086
    @mahfuzazamanshova8086 4 года назад +1

    ভিডিও টা ডাউনলোড করে রাখলাম,যখন আমার এসএসসি সার্টিফিকেট হাতে পাই,বাড়িতে বলতাম ইশশশ এতো অসাধারণ লেখা কার হাতের,আপনাকে দেখার বড় সাধ ছিলো।
    স্যার আপনাকে সকল স্টুডেন্ট দের পক্ষ হতে হাজারো সালাম এবং শ্রদ্ধা!😍🙂😍
    আপনার হাতের লেখা এবং বাচনভঙ্গি সমান সম্মানিত। 🙂❤️

  • @hobbydetective880
    @hobbydetective880 6 лет назад +5

    ঢাবির শিক্ষার্থীরা সত্যিই সৌভাগ্যবান, এমন সুন্দর হাতে লেখা সার্টিফিকেট পায়। ✌👏👏
    মানুষটা সত্যিই অসাধারণ লিখে

  • @cookinghousebynipa2164
    @cookinghousebynipa2164 5 лет назад

    এই চাচা কে নিয়ে আমাদের সবারই গর্বিত হওয়া উচিত এবং উনার পাশে দাঁড়ানো উচিত ।ধন্যবাদ আপনাকে উনাকে নিয়ে রিপোর্ট করার জন্য।

  • @SkjoyBd
    @SkjoyBd 5 лет назад +313

    উনার হাতের লেখা দিয়ে একটা কম্পিউটার ফ্রন্টের ক্যারেক্টার সেট তৈরী করতে পারলে সারাবিশ্বে উনার পরিচিতি তৈরী করা যেতো। পাশাপাশি উনার একটা প্যাসিভ ইনকামের পথ তৈরী হত।

  • @aswinimitra5968
    @aswinimitra5968 5 лет назад +1

    আপনাকে ধণ্যবাদ। আমার অনেকদিনের সাধছিল যিনি এত নিখুঁতভাবে সার্টিফিকেট লিখেন তাকে একবার নিজের চোখে দেখার। সেটা পূর্ণ হোল! স্রষ্টা আপনাকে ভাল রাখুন।

  • @palashrahman6470
    @palashrahman6470 6 лет назад +62

    হাজার সালাম আপনাকে

    • @soraiamina7966
      @soraiamina7966 5 лет назад

      right bilin amra hocchi r amader protiva o bilin hocche..

  • @mdfarukhossinjob6231
    @mdfarukhossinjob6231 4 года назад +19

    এতো সুন্দর হাতের লেখা,সত্যিই প্রসংশা না করে পারা যায় না।

  • @mainuddinkhan2609
    @mainuddinkhan2609 5 лет назад +78

    ওয়াও ! হাতের লেখা এত সুন্দর হতে পারে, তাও আবার ক্যালিগ্রাফি ? আপনার মঙ্গল কামনা করছি ।

  • @samirhosainmafi8880
    @samirhosainmafi8880 5 лет назад +18

    সত্যিকার জীবনের নায়ক তিনি।
    লাখো জাতির শিহ্মার ভিত্তি প্রস্থর তিনি একাই করেন। যেই কাগজের মাধ্যমে এখন ব্যক্তিকে মূল্যায়ন করা হয়

  • @prof.hijibiji9649
    @prof.hijibiji9649 6 лет назад +36

    খুব ভাল লাগল। Love from India

  • @sohaghossain9531
    @sohaghossain9531 4 года назад +3

    অসাধারন এই মানুষটির হাতের লেখা যেমন সুন্দর, তার চেয়েও মার্জিত তার কথা-বার্তা। অনেক দোয়া রইল আপনার জন্য।

  • @Shaonshei
    @Shaonshei 5 лет назад +520

    একটা সার্টিফিকেট এই চাচার প্রাপ্য । আপনারা কি বলেন?

  • @golammohammedkhan7730
    @golammohammedkhan7730 5 лет назад +6

    ভাই পৃথিবীর সব চাইতে দামী গাড়ি গুলো হাতের তৈরি।
    আর আপনার হাতের এত সুন্দর লিখা আমাদের কাছে তার চাইতেও বেশি দামি।
    আপনার এত সুন্দর লিখা কম্পিউটারকে নিমিষেই হার মানায়।
    আমরা ধন্য আপনাকে নিয়ে।

  • @siddique5097
    @siddique5097 5 лет назад +4

    অনেক সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা রইল স্যার আপনার জন্য।

  • @deendeenislam9768
    @deendeenislam9768 4 года назад

    আমরা শুনেছি, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক।
    আমার দেখা প্রথম, সার্টিফিকেট গড়ার কারিগর হলেন আপনি। না জানি কত সহস্র মহান ব্যক্তিত্বের সার্টিফিকেট আপনি লিখেছেন।
    আমার মনে হয়,ওনার মত জিবন্ত কিংবদন্তি কে শিক্ষা মুলক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হোক যাতে আমরা সবাই ওনাকে চিনতে পারি।যার লেখা প্রতিটা ঘরে ঘরে আছে তাকে সবার সামনে সম্মান জানানো উচিৎ।

  • @suzanmia1
    @suzanmia1 4 года назад +37

    এই সমস্ত ক্যালিগ্রাফার দের আজ বাংলা দরকার আছে

  • @triptichakraborty6148
    @triptichakraborty6148 4 года назад +1

    ভাল কিছু দেখলে বা শুনলে আমি সবসময় আবেগাপ্লুত হয়ে যাই! চোখ ঝাঁপসা হয়ে আসে জলে-- আজকেও এই মহান ব্যক্তির কথা শুনে তাই হচ্ছে! কি মিস্টি উনার কথা বলা, কি গুণ উনার ভেতরে! এমন একজন মানুষকে প্রণাম তো করতেই হয়। সরকারের উচিত উনাকে বিশেষভাবে পুরস্কৃত করা!

  • @tjuddin2879
    @tjuddin2879 6 лет назад +1438

    হাতের লেখার কাছে কম্পিউটার ফেইল।

    • @mdnazir429
      @mdnazir429 6 лет назад +24

      কম্পিউটার এটা তো মানুষের তৈরি ফেল হবে না কি হবে ধন্যবাদ আপনাকে।

    • @MAMunayem
      @MAMunayem 6 лет назад +48

      কম্পিউটার হেন্ডরাইটিং ফন্টগুলোর অনেকগুলই হাতে তৈরি হয় , পরে সেগুলো দ্রুত ব্যবহারের জন্য ফন্টে রুপান্তর করা হয়। উনার হেন্ড্রাইটিং নিয়ে একটা ফন্ট করতে পারলে অনেক ভালো হত , সারা বিশ্ব উনার হাতের লেখা ইউজ করত। সে ফন্ট থেকে নিঃসন্দেহে উনি বিশাল একটা ইনকাম পেতে পারতেন , যা ইউজ হত প্রজন্মান্তর

    • @MdMahedihasanB
      @MdMahedihasanB 5 лет назад +1

      হুম।

    • @redchilli2785
      @redchilli2785 5 лет назад +4

      @@MAMunayem চমৎকার আইডিয়া।

    • @ahmedaraf8188
      @ahmedaraf8188 5 лет назад +2

      @@MAMunayem u should research and justify first.... ur knowledge is arguable

  • @mahmuduljewel7150
    @mahmuduljewel7150 4 года назад

    স্যার কে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই,, আপনি ভাল থাকবেন সুস্থ থাকবেন এই দোআ কামনা করি,, আমরা শিক্ষার্থীদের চেষ্টা করব স্যার ধন্যবাদ জানানোর জন্য

  • @amitentertainment1748
    @amitentertainment1748 5 лет назад +48

    আমি অবাক হয়েছি আজ।সত্যি ভাবতাম সার্টিফিকেট কম্পিউটার দ্বারা হয়।কিন্তু এই ভদ্রলোক এটা লিখেন, তা বুঝতে পারেনি।সত্যি খুব গর্ববোধ হচ্ছে,এনি আমাদের বাংলাদেশের মানুষ।
    আল্লাহ্‌ আপনাকে ভালো রাখুন।

  • @edwardcollege4899
    @edwardcollege4899 4 года назад +2

    এ এক বিরল প্রতিভা । আপনাকে অনেক শ্রদ্ধা । আপনার বিনয় এবং নম্রতা আমাকে অভিভূত করেছে । চেষ্টা করবো আপানাকে অনুকরন করতে।

  • @ashikbillah1301
    @ashikbillah1301 6 лет назад +314

    আগে ভাবতাম এটা কম্পিউটারের একটা ফন্ট!
    😱😱😱

  • @roushonjahan4242
    @roushonjahan4242 4 года назад +1

    উনাকে পুরস্কৃত করা উচিত। যদি ওনার রিটারমেন্ট এর টাইম এসে যায় , আমি মনে করি তাকে বেশি সম্মানী দেওয়া উচিত যেহেতু তিনি এই পদের ইনিই সর্বশেষ ব্যক্তি। চমৎকার এই পদবী , এই পদ এবং এই ভদ্রলোক সবই অসাধারণ । আমি বুঝতেই পারিনি এমন চমৎকার লেখা একজন বড় মনের বিনয়ী মানুষ লিখছেন।

  • @khadijaakter5364
    @khadijaakter5364 4 года назад +37

    মাশাল্লাহ অনেক সুন্দর লেখা কম্পিউটার এর চেয়ে ও অনেক সুন্দর।। 🥰

  • @washimakram1055
    @washimakram1055 4 года назад

    এই স্যার আমাকে অনেক বড় একটা সাহায্য করেছে এবং স্যার অনেক ভালো মনের মানুষ। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন।

  • @krishm2291
    @krishm2291 5 лет назад +4

    অসাধারণ সুন্দর আপনার হাতের লেখা।। From West Bengal.

  • @albatrossmelody1741
    @albatrossmelody1741 4 года назад

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে হাতে লেখা দুটো সার্টিফিকেট পেয়ে যতটা না গর্ববোধ করেছি তার চেয়েও অনেক বেশি গর্ববোধ করছি সেই সার্টিফিকেট লখার কারিগরকে দেখে, তাঁর বিনয় দেখে। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা হে জাতির শ্রেষ্ঠ কারিগর।

  • @rayhantec4833
    @rayhantec4833 4 года назад +317

    হাতের লেখার সাথে কম্পিউটারের লেখার তুলনা হয়না। হাতের লেখায় প্রান খুজে পায়াও যায় আর কম্পিউটারের লেখা প্লাস্টিকের ফুলের মতো।

  • @shamsulalam8431
    @shamsulalam8431 4 года назад

    উনার মুখের বিনয়ী ভাষা তার হাতের লেখাকেও হার মানায়।
    I salute you from my deep heart😍
    You're a great person..

  • @theprince3045
    @theprince3045 5 лет назад +7

    Wow.. His handwriting is amazing 😍😍😍from India

  • @mdnasiruddinofficiall
    @mdnasiruddinofficiall 4 года назад +1

    সত্যিই আপনার প্রতি শ্রদ্ধা সম্মান এর ঘাটতি নেই আমাদের দেশ থেকে💟💟💟💟💟

  • @motiurrahman5368
    @motiurrahman5368 5 лет назад +6

    A truly humble man.... Thank you for your great service ... Guys like you inspired us ...

  • @mdjohirulislam3473
    @mdjohirulislam3473 4 года назад +1

    সত্যি অসাধারণ প্রতিভা,, মুগ্ধ হয়ে গেলাম।

  • @tanzimahmed717
    @tanzimahmed717 4 года назад +3

    We Proud of you(আপনার উপর আমরা গর্বিত)

  • @user-kq5be7hd3i
    @user-kq5be7hd3i 4 года назад

    আজকে জানতে পারলাম সার্টিফিকেট গুলো হাতের লেখা ছিলো, মাশাল্লাহ দোয়া ভালোবাসা অবিরাম স্যার।

  • @ishratjahanchowdhury2830
    @ishratjahanchowdhury2830 5 лет назад +12

    আমি অতি ভাগ্যবান যে আপনার অসম্ভব সুন্দর হাতে লেখা সারটিফিকেট আমার আছে। আপনার জন্য মন থেকে অনেক দোয়া করি।

  • @zulafrosmozumder
    @zulafrosmozumder 4 года назад

    অসাধারন লেখা। মনোমুগ্ধকর এতে কোন সন্দেহ নাই। আমি চাই এই লেখা যেন অব্যাহত থাকে।

  • @MdSojib-wx6to
    @MdSojib-wx6to 6 лет назад +54

    এনি একজন বিখ্যাত মানুষ,

  • @rasalraj8221
    @rasalraj8221 4 года назад

    লেখা এবং ওনার মুখের ভাষা দুটি অনেক সুন্দর

  • @itishreemallik7640
    @itishreemallik7640 5 лет назад +10

    আপনার হাতের লেখার কাছে কম্পিউটার কিছুই না।
    অসাধারণ আপনার হাতের লেখা 📝👌

  • @AyubAli-hp7fl
    @AyubAli-hp7fl 4 года назад +1

    কি আযব প্রতিভা।চমৎকার লেখা

  • @didarulalam3361
    @didarulalam3361 5 лет назад +72

    সবার এতো সন্দুর, মার্জিতরুচি সম্মত কমেন্ট দেখে
    আমি কি কমেন্ট করব তা খুঁজে পাই নাই।

  • @mollahbd680
    @mollahbd680 4 года назад

    লেখাগুলো যেন মনের সবটুকু মাধুরী দিয়ে লেখা। এক কথায় অসাধারণ। বাংলার সম্পদ আপনি।

  • @s.m.foysalmahmud6561
    @s.m.foysalmahmud6561 6 лет назад +8

    মাশা আল্লাহ্ হাতের লিখা অনেক সুন্দর।ওনার সব কথার যুক্তি আছে।

  • @furkamkhan6339
    @furkamkhan6339 5 лет назад

    অসাধারণ হাতের লেখা চাচার আমি রীতিমতো অবাক হয়ে গেলাম দেখে মানুষ এত সুন্দর করে কি ভাবে লিখে। চাচার জন্য দোয়া রহিল।

  • @zannatulferduszuthi5699
    @zannatulferduszuthi5699 6 лет назад +21

    হাতের লেখা অনেক সুন্দর। মাশ্আল্লাহ... ☺

  • @rubelrana1924
    @rubelrana1924 4 года назад

    এই চাচাড় জন্য দোয়া ও ভালোবাসা রহিলো,,,

  • @faisalshikder4320
    @faisalshikder4320 6 лет назад +795

    ডাক্তার গুলি রে ধইরা আইনা আসে হাতের লেখা শিখানো উচিত। এর পর প্রেস্ক্রিপশন লেখতে দেওয়া উচিত।

    • @kawsarahmad4621
      @kawsarahmad4621 6 лет назад +2

      R8

    • @نورسيدالمصطفى
      @نورسيدالمصطفى 5 лет назад +2

      ওয়াও

    • @rifatahmed9359
      @rifatahmed9359 5 лет назад +7

      😂😂😂😂😂😂👌 best comment

    • @LOVEtulip72
      @LOVEtulip72 5 лет назад +39

      যদি একজন ডাক্তার প্রতিদিন ১০০ টা প্রেস্ক্রিপশান লিখতে হয় তা হলে এভারেজ ৫/৭ টা মেডিসিন হয়, তাহলে ৫০০/৭০০ শুদু মেডিসিনের ই নাম লিখতে হবে,সাথে আছে আরও বিভিন্ন ধরনের রোগের উপদেশ,,সাথে খাবারের নিয়মকানুন, সব মিলিয়ে প্রচুর লিখা,,তাই ডাক্তারদের হাতের লিখা সুন্দর রাখা সম্ভব না😀😀😀
      Take is easy!!!!!

    • @teatimetutoring6262
      @teatimetutoring6262 5 лет назад +16

      Apni daktari porte gia bujben hater likha kake bole....
      Nijer khomota nai onno k dos den keno

  • @rafihimel3449
    @rafihimel3449 5 лет назад

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গর্ব হচ্ছে

  • @abdulalimsherebanglamedical
    @abdulalimsherebanglamedical 4 года назад +17

    কিভাবে সম্ভব। আমিতো ভাবতাম ইটালিক অক্ষরে কম্পিউটারে লিখত।মাশাআল্লাহ

  • @saifjinnah9303
    @saifjinnah9303 5 лет назад

    একদম অবাক হয়ে গেলাম।জীবন্ত কম্পিউটার। কি করে সম্ভব। মহান আল্লাহ একেক জন একেক রকম প্রতিভা দিয়েছে।কি অসাধারণ।

  • @sumaiyasultanausmi763
    @sumaiyasultanausmi763 5 лет назад +30

    MaShaAllah he is blessed with beautiful handwriting!!!!!!

  • @pakhirbasha7187
    @pakhirbasha7187 4 года назад

    বিবিসি কে ধন্যবাদ,, এমন একটি মহান নায়েক কে আমাদের সামনে নিয়ে আসার জন্য।

  • @ashamonisorna1672
    @ashamonisorna1672 6 лет назад +51

    কি বলবো বলার ভাষা নাই

  • @badeshmondal4190
    @badeshmondal4190 4 года назад

    সত্যি ইনি একজন ভদ্র, নম্র,বিনয়ী এবং উদার মনের মানুষ, কি তার কথাই বলার ধরন কি দারুণ ভাষা শৈলী অবাক হলাম, ইনি একজন জীবন্ত কম্পিউটার হাতের লেখায় তার প্রমাণ। I salute you auncle.

  • @msiborhan4722
    @msiborhan4722 6 лет назад +291

    আমি আজ প্রথম জানতে পারলাম সার্টিফিকেট হাতে লেখা হয়।😲😲😲😲

    • @masumbhuiyan4768
      @masumbhuiyan4768 5 лет назад +2

      I am also

    • @LOVEtulip72
      @LOVEtulip72 5 лет назад +5

      পুরো টা না,,,কিছু কিছু pre printed করা থাকে,,,আর নাম, সন,তারিখ,ডিভিশন সহ অনান্য জিনিস, যেটা এক হয় না,,সেইটুকু উনি নিজের হাতে লিখে থাকেন,,একটা certificate দেখলেই বুযতে পারবেন।ধন্যবাদ।

    • @sajibsium8279
      @sajibsium8279 5 лет назад

      @@LOVEtulip72 ভালো

    • @kowserahmed6682
      @kowserahmed6682 5 лет назад +1

      Amio

    • @SenseofCreativity
      @SenseofCreativity 5 лет назад +1

      আমিও

  • @moynapakhi4244
    @moynapakhi4244 5 лет назад

    সার আপনকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই তার পরও বলি সার আপনি অমর হয়ে থাকবেন বাংলার সকল মানুষের অন্তরে আমরা গর্ব করি আপনার মতো মানুষদের কে নিয়া ।

  • @BDITSolution
    @BDITSolution 4 года назад +12

    এরা আমাদের দেশের মূল্যবান সম্পদ এদের মাধ্যমে আমাদের দেশ এত উন্নত হয়েছে

  • @mdmahbuburrahman9337
    @mdmahbuburrahman9337 5 лет назад

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ যিনি লিখেন, তার চেয়ে বড়ো আর কে হতে পারে। স্যালুট স্যার আপনাকে।।

  • @mysteriousworldanddiscover383
    @mysteriousworldanddiscover383 5 лет назад +7

    এমন প্রতিভা সবার হয় না,বেঁচে থাকুক এসব মানুষ।কর্মের মাধ্যমে

  • @shohagthi1123
    @shohagthi1123 4 года назад

    একজন প্রতিভাবান মানুষকে তার যোগ্য স্থানে দেখে অনেক ভাল লাগল।

  • @Avijitroy00
    @Avijitroy00 4 года назад +4

    খুব সুন্দর লেখা আপনার. মা সরস্বতীর আশীর্বাদ আপনার ওপর রয়েছে. আপনার ভালো হোক. আপনাকে নমস্কার জানাই.

  • @romeoasif
    @romeoasif 4 года назад +1

    Around 3 minutes video but this man describes his entire job life with the past starting of the career, present days and the future of the calligraphy. How politely he talks.

  • @FardinMubin
    @FardinMubin 6 лет назад +5

    খুব সুন্দর একটি প্রতিবেদন, ভাল লাগল

  • @mdzahidkhan6199
    @mdzahidkhan6199 4 года назад

    মাশাআল্লাহ...
    উনার লেখা খুব সুন্দর...
    না জানি কত শিক্ষার্থীদের স্বপ্নের সার্টিফিকেট উনি লিখেছেন....

  • @Wahidulislamjihadi
    @Wahidulislamjihadi 5 лет назад +6

    মাশাআল্লাহ চমৎকার ৷৷ হাতের লেখার কাছে সত্যিই কম্পিউটার ফেল করলো!!!

  • @mohammaddelwarhossain4863
    @mohammaddelwarhossain4863 3 года назад

    ঐতিহ্য ধরে রাখা বিশব্বিদ্যালয়ের দায়িত্ব। ধন্যবাদ আপনাকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ আপনার হাতের লেখা।

  • @shohelranarana8362
    @shohelranarana8362 4 года назад +1

    আপনাদের মতো মানুষ দের জন্য অভিরাম ভালোবাসা রইলো আল্লাহ আপনাদের কে নেক হায়াত দান করুক আমিন

  • @Alam.khan0088
    @Alam.khan0088 4 года назад +22

    তাহাদের কে যথাযথ সম্মানের সহিত নিযুক্ত রেখে ভবিষ্যৎ প্রজন্ম কে তাহাদের মত করে দার করাতে হবে । কারন এটা একটা আর্ট ।

  • @ismailidris3301
    @ismailidris3301 3 года назад

    আপনাকে সম্মান জানানোর ভাষা আমি
    খুঁজে পাচ্ছিনা । আল্লাহ আপনাকে দীর্ঘ জীবি করুন ।

  • @Abdullahskbd
    @Abdullahskbd 4 года назад +3

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।