আমার ঠাকুর দা বাংলাদেশের বগুড়া মানুষ ছিলেন, এই মেলার কথা কোন দিন শুনিনি, তবে আমার বাবা কে এই ভিডিও টা দেখাব, দেখি বাবা কি বলেন, তবে আমার এই মেলা র কাহিনী এবং মেলা ভীষণ ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ সুমন ভাই খুব খুব ভালো থাকবেন
খুব সুন্দর ভাই আমি একজন ভারতীয়🇮🇳👳বাঙালি আপনার ভিডিও গুলো অসাধারণ ভাই আমাদের মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার ঐতিহাসিক সব কিছু তুলে ধরেছেন ওনেক অজানা তথ্য জেনেছি আপনার মাধ্যমে,, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন আপনি,,, 🥰🥰ভালোবাসা রইল,, (শুভেচ্ছা রইল বাংলা ভাষার দিবসের) love from🇮🇳 West Bengal,, Mursidhabad
বলার ভাষা হারিয়ে ফেলেছি দাদা।আজ খুব কান্না পাচ্ছে।আমরা বাঙালি যারা আছি,আমাদের কালচার আমাদের খাদ্য,আমাদের মেলা পার্বন পৃথিবীর সেরা।কিন্তু সেই সব সংকৃতি আজ হারিয়ে যাচ্ছে দিন দিন।এখন শুধু মুঠো ফোনে ধর্ম নিয়ে বিতর্ক করতে ব্যস্ত আমরা।
এক সপ্তাহে আগে জামায় কে দাওয়াত দেওয়া হয়, এবং জামায়ের হাতে যার যার সার্ধ অনুযায়ী টাকা দেওয়া হয়,,, ৩০০০ থেকে ৩০০০০ টাকা বা তার বেশি, এখান কার মানুষ ঈদেও এতো আনন্দ করে না, যা এই মেলাই করে,, তাই না যেনে কেও কার কিছু মন্তব্য না করা টাই ভালো,,
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনার উপস্থাপনা খুবই সহজ এবং সুন্দর ।গ্রামের এইসব মেলাকে আপনার মাধ্যমে আমরা জানতে পারছি, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে, মেলাতে এত মানুষের সমাগম সত্বেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক বর্জিত ।
সত্যিই অসাধারণ প্রতিবেদনের । মেলার দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। মনটা চলে যায় সুদূর অতীতের স্মৃতিতে। আমি পশ্চিমবঙ্গে থাকি। এখানের চ্যানেলগুলিতে এইজাতীয় ভিডিও দেখায় না। শুধু বস্তাপচা শহুরে জীবনেরই মেকি কথাবার্তা মেকি জীবনের কথা বলা হয়। আপনার ভিডিওতে একটা সহজ সরল গ্রায়্য সমাজের প্রতিচ্ছবি পেলাম যেটা আমাদের পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে পাওয়া বিরল। এখানে শুধুই গ্রাম্য নোংরা রাজনীতি ঝগড়াঝাটি আর মারদাঙ্গা খুনোখুনি। আপনার ভিডিওটা দেখে মনটা উদাস হয়ে যায়। কোন এক বাস্তব রূপকথার দেশে যেন হারিয়ে যায়। আরো এইরকম গ্রামের উপর ভিত্তি করে ভিডিও দেখতে চাই। ধন্যবাদ ।
দারুন এক তথ্য মূলক প্রতিবেদন ভিডিওর মাধ্যমে আমাদের কাছে উপস্হাপনের জন্য ধন্যবাদ । আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে এই মেলা দারুন উপভোগ করলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
সুমন ভাইয়ের বগুড়ায় পোড়াদহ মেলা দেখে , খুব ভালো লাগলো। বগুড়ার মহম্মদ আলি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গ্রাম বাংলা দেখতেই খুব ভালো লাগে , ইচ্ছে হচ্ছে এক্ষুনি চলে যাই ,মন চাইলেও বয়েস সায় দেয়না সুমন ভাই। কি সুন্দর এই গ্রামীণ বাংলাদেশ । আমি থাকি পশ্চিমবাংলায়। হাঁসি খুশী আনন্দ শান্তি এর থেকে ভালো কিছু হতে পারেনা।
দক্ষিন সুদান থেকে ভিডিওটি দেখছি। বাঙালি আমরা সত্যিই মাছে ভাতে বাঙালি এটা আবারও প্রমাণিত হলো। গ্রাম বাংলাকে দেখে চোখের কোনায় পানি এসে গেলো। আজ ২০ বছর গ্রামের সেই সুঘ্রান থেকে বঞ্চিত হয়ে আছি। প্রবাস জীবনে নিজেকে বিসর্জন দিয়েছি।
ভিডিওটি দেখতে দেখতে চোখে পানি চলে আসলো ভাই, সত্যি আমাদের দেশের কিছু ঐতিহ্য আছে যা পৃথিবীর আর কোথাও নেই। কি অসাধারণ আমার গ্রাম বাংলা, গ্রামের মানুষগুলো কত আনন্দে থাকে। অন্তরের অন্ত স্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো সুমন ভাই, মালয়েশিয়া থেকে।
অসাধারন একটা প্রতিবেদন... শুধু বড় বড় মাছই নয় এর সাথে জামাই এবং শশুর বাড়ীর আবেগ অনভূতি তুলে ধরেছেন সত্যই আসাধারণ এক বাঙ্গালীয়ান যা আজ হারাতে বসেছি আমরা ... অসংখ্য ধন্যবাদ প্রানবন্ত উপস্থাপনার জন্য..
এমন ঐতিহ্য দেখে অভিভূত ৷ অনেক ধন্যবাদ ৷ আপনার ঐতিহ্যময় উপস্থাপনার জন্য অনেক পূরানো ইতিহাস ফিরে দেখছি ৷ সত্যিকথা বলতে জাতি ধর্মের উর্দ্ধে অপনাকে একজন যথার্থ মানুষ বলে মনেকরি ৷
আমি ইন্ডিয়ার যেখানে থাকি সেখানে এ ধরনের সুন্দর মেলা আমি কখনো দেখি নাই। মেলাটা যেমন দেখতে সুন্দর সেইসঙ্গে আপনার উপস্থাপনা ও খুব সুন্দর। যদি কোনদিন আমাদের এই সোনার বাংলায় আসার সুযোগ হয় তবে অবশ্যই এই মেলায় আসবো ।ধন্যবাদ আপনাকে।
যে জায়গায় দাড়িয়ে ইন্ট্রো দিলেন. সেখানেই আমার বাড়ি.. আজ সময়ের সংস্করণে বাস্তবতার শিকার হয়ে নিজ গ্রাম, নিজ দেশ, ছেড়ে পড়ি জমায়েছি দূর পরবাসে... বন্ধু গুলো ও হাড়িয়ে গেছে সামরিক সময়ে জন্য.. আপনার এই ভিডিও দেখে সত্যিই আবেগ আপ্লুত হয়ে গেলাম.. যেন স্মৃতি থেকে উঁকি দিচ্ছে বার বার আমার গ্রামের বৈচিত্র্য... এই তো কিছু দিনের মদ্ধেই শুরু হতে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা.. মেলাটা বার বার ফিরে আসে মাঘের শেষে, শুধু আমার ফিরে যাওয়া হয় না😥😥.. বিঃদ্রঃ সবাইকে আমন্ত্রণ রইলো...।
Dada aapnar Bangladesh bhison sundar khub valo laglo. Aapnader gram and gramer manush vison sarol khub valo laglo from West Bengal, India 🇮🇳♥ love you all
পোড়াদহের মেলার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। 12 বছর গত হয়ে গেল দেশের বাহিরে আছি। আজকে মেলা টার ছবি দেখে ছোটবেলার অনেক স্মৃতি ভেসে উঠলো মনের মাঝে। অনেক মিস করছি দেশ ও দেশের মানুষকে। ভাল থাকবেন সবাই। আপনজন আত্মীয়-স্বজন বিহীন এতিমের মতো আমরা যত প্রবাসী ভাইরা দেশের বাহিরে আছি সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ
ভাইজান ধন্যবাদ। অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত ভিডিওটি করার জন্য।আমার খুবই ভালো লেগেছে যে আপনি জামাইদের কোন অদ্ভুত প্রশ্ন করে বিব্রত অবস্থায় ফেলে দেন নি।কৌশলে সবার সম্মান বজায় রেখেছেন। আজকাল অনেক অনেক চ্যানেল যা করছে না।ধন্যবাদ।
সত্যিই অসাধারণ!!!! ভ্লগিং মানে যে শুধু শহুরে চাকচিক্যময় জিনিস হতে হবে সেটা না । গ্রাম মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই গ্রাম । অনেক অনেক শুভ কামনা ভবিষ্যতের কাজের জন্য ।
ভাই মনে মনে এই বাজারের ভিডিও টা আশা করেছিলাম আপনার কাছ থেকে ২৭ মিনিট কিভাবে কাটছে। আমিই অনুভব করতে পারছি,,,আর একটা কথা না বললেই নয়, আপনার উপস্থাপন এমন ছিল মনে হয়েছে ওই মেলায় আছি আমি,,, ধন্যবাদ ভাই 💜💜💜💜💜💜💜
সালাউদ্দিন সুমন ভাই এ যুগের জীবনানন্দ দাশ। বাংলার মা মাটির ইতিহাস -ঐতিহ্য সুমন ভাই এমন ভাবে আমাদের মাঝে তুলে ধরে সত্যিই মন ভরে যায়। ভালোবাসি ভাই, এগিয়ে যান
একটা গরুর চেয়ে মাছের দাম বেশি আজব ব্যাপার,, নিঃসন্দেহে প্রশংসা যোগ্য মেলা ,তবে কারো না কারো উপর প্রচন্ড আর্থিক চাপ হয়ে পড়ে,,যেটা দুই পক্ষেরই খেয়াল রাখা উচিত,, আপনার ভিডিওটা চমৎকার লাগলো,,,,,,,,,,,,ধন্যবাদ আপনাকে,,,, গ্ৰাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য 💞💞
ভাইয়া আপনার ধারনাটা ভুল। এটা আমাদের পাশের এলাকা। আমি বিষয়টা জানি। এই মেলাতে জামাইকে শ্বশুরবাড়ি থেকে 5 ,10, 20 হাজার টাকা দেওয়া হয়। জামাই ইচ্ছা করলে সামর্থ্য অনুযায়ী নিজে কিছু টাকা দিয়ে অথবা শশুর যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে যায়।
আলহামদুলিল্লাহ, আয়োজন খুব ভালো লাগলো। যে ( জামাই বা শশুর) যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করুক আর উপহার দিক এটা তুলনায় না নিয়ে আয়োজন টা কে প্রাধান্য দিবেন। টাকা পয়সা সবার কাছে সমান থাকে না। তাই বড়ো মাছ বা বেশি উপহার এ তুলনা করবেন না। তাহলে এই মেলার ঐতিহ্য ও আনন্দ টিকে থাকবে।
ভাইয়া , ধন্যবাদ আমাদের পোড়াদহ মেলা নিয়ে ভিডিও তৈরি করার জন্য । আমি শুভ্র আপনার সাথে মেলার দিন দেখা হয়েছিল । আপনি একজন অনেক ভালো মনের মানুষ । একটা ছবি তোলার ভাগ্য হয়েছে আমার ।দোয়া করি অনেকদুর এগিয়ে যান । ভালোবাসা অবিরাম ❤️
I am staying in newyork although I was Born in india but my grandparents are from Bangladesh..I love your videos and I can feel that simplicity,love and affection in your videos..brother you are doing great job and you are an incredible human being ..
ভাইরে ভাই এত বড় বড় মাছ জীবনে দেখি নাই আর মাছের আকৃতির এক একটা মিষ্টির সাইজ দেখে মনটা উত্তোলিত হয়ে গেল ছোটবেলা থেকেই মেলার প্রতি আকৃষ্ট ছিল আর ছোটবেলা থেকেই বড় মাছের প্রতি আকর্ষণ ছিল তাই ছোট মাছ কম খাই এত বড় বড় মাছ দেখে সত্যিই খুব ভালো লাগলো
আমার ঠাকুর দা বাংলাদেশের বগুড়া মানুষ ছিলেন, এই মেলার কথা কোন দিন শুনিনি, তবে আমার বাবা কে এই ভিডিও টা দেখাব, দেখি বাবা কি বলেন, তবে আমার এই মেলা র কাহিনী এবং মেলা ভীষণ ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ সুমন ভাই খুব খুব ভালো থাকবেন
🇧🇩 বাংলাদেশে স্বাগতম আসবেন কিন্তুু দিদি
Yes Amer bari bogura
Bogurar shob manush jane na.
ruclips.net/video/lfxHj7EGmKI/видео.html
আপনার বাড়ি এখন কোথায়?
সত্যিই বাংলাদেশ প্রকৃতীর এক অনন্য নিদর্শন, ইন্শাল্লাহ যাবো একদিন বাংলাদেশ, অনেক ভালোবাসা ভারত থেকে।
আপনি আসুন আপনাকে সাগ্তম
Welcome Brother
আসুন আমাদের বগুড়ার পোড়াদহ মেলায় .
@@nitaychandra2356 অনেক শুভেচ্ছা ❤
মেলা কোন মাসে কয় তারিখ
সুমন আপনাকে কি বলে ধন্যবাদ জনাব আপনি যে ভাবে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন আপনি অতুলনীয়। ধন্যবাদ আপনাকে। আপনি এভাবেই আমাদের কে সমৃদ্ধ করুন।।
খুব সুন্দর ভাই আমি একজন ভারতীয়🇮🇳👳বাঙালি আপনার ভিডিও গুলো অসাধারণ ভাই আমাদের মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার ঐতিহাসিক সব কিছু তুলে ধরেছেন ওনেক অজানা তথ্য জেনেছি আপনার মাধ্যমে,, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন আপনি,,, 🥰🥰ভালোবাসা রইল,, (শুভেচ্ছা রইল বাংলা ভাষার দিবসের) love from🇮🇳 West Bengal,, Mursidhabad
সুমন ভাই একজন টেলিভিশন সাংবাদিক যার কারনে এতো সুন্দর করে কথা বলতে পারে।
ও আচ্ছা
সত্য কথা।
Hi
দারুণ লাগলো..
এত বড়ো বড়ো মাছ দেখে সত্যি ই খুব আনন্দিত হলাম!!! আপনার Back ground music টা এককথায় অসাধারণ!!! খুব খুব ভালো লাগলো সুমনদা!!
বলার ভাষা হারিয়ে ফেলেছি দাদা।আজ খুব কান্না পাচ্ছে।আমরা বাঙালি যারা আছি,আমাদের কালচার আমাদের খাদ্য,আমাদের মেলা পার্বন পৃথিবীর সেরা।কিন্তু সেই সব সংকৃতি আজ হারিয়ে যাচ্ছে দিন দিন।এখন শুধু মুঠো ফোনে ধর্ম নিয়ে বিতর্ক করতে ব্যস্ত আমরা।
দাদা আমি ভারত থেকে বলছি খুবই আনন্দ লাগলো এই জামাই মেলা দেখে কত আনন্দ বলার ভাষা নেই 🙏🙏🙏🙏❤
হুম
তুমি যদি কখন আসো আমাদের সোনার বাংলায় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় ।
খুব আনন্দ, আমাদের জামাই ষষ্ঠীর মত,
Darun laglo
💙💙"""প্রকৃতির পথিক""💙💙
সালাউদ্দীন সুমন ভাই
আচ্ছা যে জামাই গুলা গরিব তাদের অবস্থা কি একবার চিন্তা করুন তো?? সব গরিব জামাইদের প্রতি রইলো সন্মান ও ভালবাসা।
Vai juwtok cara oi oncole beye hoina.
আরে এই মেলাই জামাইকে সর্বনিম্ন ৫০০০ টাকা হাথে দিতে হয় এখন চিন্তা করেন গরিব শশুরবাড়ির কি অবস্থা
মাশাল্লাহ
ওয়াও গরীব হওয়ার কি সুবিধা । সবার ভালোবাসা পাওয়া যায় একদম ফ্রি তে
এক সপ্তাহে আগে জামায় কে দাওয়াত দেওয়া হয়, এবং জামায়ের হাতে যার যার সার্ধ অনুযায়ী টাকা দেওয়া হয়,,, ৩০০০ থেকে ৩০০০০ টাকা বা তার বেশি, এখান কার মানুষ ঈদেও এতো আনন্দ করে না, যা এই মেলাই করে,, তাই না যেনে কেও কার কিছু মন্তব্য না করা টাই ভালো,,
আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা, আপনার উপস্থাপনা খুবই সহজ এবং সুন্দর ।গ্রামের এইসব মেলাকে আপনার মাধ্যমে আমরা জানতে পারছি, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে, মেলাতে এত মানুষের সমাগম সত্বেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক বর্জিত ।
সত্যিই অসাধারণ প্রতিবেদনের । মেলার দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। মনটা চলে যায় সুদূর অতীতের স্মৃতিতে। আমি পশ্চিমবঙ্গে থাকি। এখানের চ্যানেলগুলিতে এইজাতীয় ভিডিও দেখায় না। শুধু বস্তাপচা শহুরে জীবনেরই মেকি কথাবার্তা মেকি জীবনের কথা বলা হয়। আপনার ভিডিওতে একটা সহজ সরল গ্রায়্য সমাজের প্রতিচ্ছবি পেলাম যেটা আমাদের পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে পাওয়া বিরল। এখানে শুধুই গ্রাম্য নোংরা রাজনীতি ঝগড়াঝাটি আর মারদাঙ্গা খুনোখুনি। আপনার ভিডিওটা দেখে মনটা উদাস হয়ে যায়। কোন এক বাস্তব রূপকথার দেশে যেন হারিয়ে যায়। আরো এইরকম গ্রামের উপর ভিত্তি করে ভিডিও দেখতে চাই। ধন্যবাদ ।
Thx❤️💕❤️
দারুন এক তথ্য মূলক প্রতিবেদন ভিডিওর মাধ্যমে আমাদের কাছে উপস্হাপনের জন্য ধন্যবাদ । আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে এই মেলা দারুন উপভোগ করলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
খুবই সুন্দর একটি জামাই বাজার মন মুক্ত করা
দাদা ইন্ডিয়া থেকে বলছি আপনার প্রত্যেকটা ব্লক আমার মনের ভীতর অফুরন্ত খুশি দিতে থাকে 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
সুমন ভাইয়ের বগুড়ায় পোড়াদহ মেলা দেখে , খুব ভালো লাগলো। বগুড়ার মহম্মদ আলি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গ্রাম বাংলা দেখতেই খুব ভালো লাগে , ইচ্ছে হচ্ছে এক্ষুনি চলে যাই ,মন চাইলেও বয়েস সায় দেয়না সুমন ভাই। কি সুন্দর এই গ্রামীণ বাংলাদেশ । আমি থাকি পশ্চিমবাংলায়। হাঁসি খুশী আনন্দ শান্তি এর থেকে ভালো কিছু হতে পারেনা।
এই বাংলা থেকে আপনার প্রতি রইলো অনেক অনেক ভালবাসা। সময় করে বেরাতে আসবেন, দুই বাংলাইতো আসলে আপনার-আমার বাংলা, শুধু রাজনীতির কারনে আমরা আজ বিভক্ত।
দাদা আপনার video গুলো খুব ভালো লাগে❤️.. বাংলাদেশ ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে আছে❤️❤️.... from india
😍🥰🤩🥰😆😆🙃🤣🤣📞☎️💻🖱️💰💡🔏❤️
বলার কোনো ভাষা নেই খুব আনন্দ উপভোগ করলাম আমি চাই যুগ যুগ ধরে এই মেলা চলুক থাকুক 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ধন্যবাদ সুমন ভাই , গ্রাম বাংলার এমন ঐতিহ্য তুলে ধরার জন্য। গ্রাম বাংলার এমন ঐতিহ্য যেন চিরকাল বেঁচে থাকে। Love from India ❤️🇮🇳❤️🇧🇩❤️
❤️❤️❤️
ভাই এই মেলাটা কোন মাসে হয়
@@kaziyasinrony9326 ফেব্রুয়ারি মাসে।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🏆🎀🎁🚵🚴🤴👸👣🌇🌅🌄☀️🌾
@@kaziyasinrony9326 Suu Kyi’os
সুমন ভাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গ্রাম গঞ্জের ঐতিহ্য ইতিহাস নতুন করে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্য কথা।
প্রথম যে ব্যাক্তি এই মেলার উদ্যোক্তা তঁাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারন এই মেলার মাধ্যমে আত্বীয়তার বণ্ধন সুদৃঢ় হয়েছে । এটাই বাঙালীর ঐতিহ্য
কলকাতা থেকে দেখছি খুব সুন্দর ভিডিও।
Akbar amader ei melai asen
Khub Valo lagbe
কি দারুণ উপস্থাপনা আর গ্রামবাংলার ঐতিহ্য। উপভোগ করলাম। অনেক ধন্যবাদ সুমন ভাই।
ধন্যবাদ।
ভালো লাগার মত একটি ভিডিও ।খুব সুন্দর মেলা । From India ❤️
দক্ষিন সুদান থেকে ভিডিওটি দেখছি। বাঙালি আমরা সত্যিই মাছে ভাতে বাঙালি এটা আবারও প্রমাণিত হলো। গ্রাম বাংলাকে দেখে চোখের কোনায় পানি এসে গেলো। আজ ২০ বছর গ্রামের সেই সুঘ্রান থেকে বঞ্চিত হয়ে আছি। প্রবাস জীবনে নিজেকে বিসর্জন দিয়েছি।
ভিডিওটি দেখতে দেখতে চোখে পানি চলে আসলো ভাই, সত্যি আমাদের দেশের কিছু ঐতিহ্য আছে যা পৃথিবীর আর কোথাও নেই।
কি অসাধারণ আমার গ্রাম বাংলা, গ্রামের মানুষগুলো কত আনন্দে থাকে। অন্তরের অন্ত স্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইলো সুমন ভাই, মালয়েশিয়া থেকে।
আহা আমার প্রিয় বগুড়া❤️দূরে আছি তবে দেখে মন ভরে গেলো।
বগুড়া জেলা খুব পরিষ্কার
হুম ভাই আমাদের বগুড়া
আপনার ভিডিও উপস্থাপনা খুব সুন্দর!❤️
আমিরুল।ইন্ডিয়া।🇮🇳
খুব ভালো লাগলো আমার ... বাংলাদেশে বেড়াতে গেলে আমি অবশ্যই এখানে যাবার চেষ্টা করবো ❤️❤️❤️❤️❤️❤️
Hyyrhj
🥱😤🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱😈🤓😨😦😤🤯😪🥱
অসাধারন একটা প্রতিবেদন... শুধু বড় বড় মাছই নয় এর সাথে জামাই এবং শশুর বাড়ীর আবেগ অনভূতি তুলে ধরেছেন সত্যই আসাধারণ এক বাঙ্গালীয়ান যা আজ হারাতে বসেছি আমরা ... অসংখ্য ধন্যবাদ প্রানবন্ত উপস্থাপনার জন্য..
মা কে আপনার ব্লগ দেখালাম এত আনন্দ হয়েছে বলার নেই ❤️ ধন্যবাদ আপনাকে 🇮🇳
Nc.
Amr nanimunir basar kace ai mala hoi....
এমন ঐতিহ্য দেখে অভিভূত ৷ অনেক ধন্যবাদ ৷ আপনার ঐতিহ্যময় উপস্থাপনার জন্য অনেক পূরানো ইতিহাস ফিরে দেখছি ৷ সত্যিকথা বলতে জাতি ধর্মের উর্দ্ধে অপনাকে একজন যথার্থ মানুষ বলে মনেকরি ৷
খুব সুন্দর একটি মেলা দেখতে পেলাম
অনেক ধন্যবাদ আপনাকে
পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে আপনাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা
আমার মাতৃভূমি বাংলাদেশে কোন কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ
চিকিৎসার জন্য অভাব আছে কারন বাংলাদেশ থেকে অনেক লোক আসে আমাদের ভারতে
saluddin.bhai.ami.india.thake.sotty.tomar.a.blok.golu.amar.chot.baler.kotha.mone.kori.thanku
অসাধারণ লাগলো সুমন দা । জীবনের প্রথম এমন একটা মেলা দেখলাম। এমন মেলা দেখানোর জন্য অনেক ধন্যবাদ সুমন দা।
তোমার ব্যাকগ্ৰাউড মিউজিক মন ছুঁয়ে গেল ❤️❤️
মিউজিক জন্য এত জন প্রিয়
আমি ইন্ডিয়ার যেখানে থাকি সেখানে এ ধরনের সুন্দর মেলা আমি কখনো দেখি নাই। মেলাটা যেমন দেখতে সুন্দর সেইসঙ্গে আপনার উপস্থাপনা ও খুব সুন্দর। যদি কোনদিন আমাদের এই সোনার বাংলায় আসার সুযোগ হয় তবে অবশ্যই এই মেলায় আসবো ।ধন্যবাদ আপনাকে।
Asben bogra,gabtoli ai mela hoi❤
কত সহজ সরল মানুষ কত ভাল লাগছে দেখে। আর দুর্নিতিবাজরা এই দেশটারে শেস করেদিল ভাল তাকুক সব সহজ সরল মানুষ।
সত্য কথা।
মাছের দকানের ফোননং চাই
ধন্যবাদ সুমন দা, আপনার ভিডিও খুব সুন্দর দেখে মন ভরে যায়।(কলকাতা, ভারত🇮🇳)
মেলা মানেই তো মিলনের সম্ভার। মেলা মানেই তো মিলিয়ে দেওয়া। মেলা মানেই তো মিলে মিশে একাকার হয়ে যাওয়া। মেলা মানেই তো মিলনের বন্ধন মেলবন্ধন।। অসংখ্য ধন্যবাদ জানাই সুমন ভাই তোমাকে আমি কলকাতা নিউ গড়িয়া থেকে দেখছি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই
আলহামদুলিল্লাহ।
Same........😶😶😶😶
আনন্দাবাজার
Plz amr ranna ghore o
ruclips.net/video/g1nK5b_4mfg/видео.html
সুমন ভাই এর সবগুলো ভিডিও ইতিহাস সাক্ষী মাশাআল্লাহ
সত্য কথা।
Itihas sober mane bojen Itihas to sorotai hoe gelo notun kore ki itihas
@@fakrulalam3016 xxx
@@আধুনিককবিরাজ portfolio fypfffcbpf cc
দারুন একটা বিষয় সবাই মাছ কিনে সে যেই দামই হোক না কেন। বেপারটা একেবারেই জানতাম না আপনার মাধ্যমে জেনে খুব ভালো লাগলো ধইন্যবাদ আপনাকে।
এটাই আমাদের সোনার বাংলাদেশ,ধন্যবাদ সুমন ভাইকে।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য
Rite bru
পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:). একমত হলে লাইক দিন।
আমি ভালোবাসি বাংলাদেশকে,বাংলাদেশের সব মানুষজনকে অনেক অনেক অভিননদন ও ধন্যবাদ!
এই, সেই আমার প্রিয় বাংলাদেশ 💖💖💖 সোনার বাংলা 😄😄😄
B
হুম
আমি ভারতের কিন্তু বাংলাদেশকে কোন ভাবে ভুলিতে পারিবো না❤️❤️❤️
আমি ভারতের থেকে দেখছি মাছের এই রকম অন্যতম মেলা দেখে মনের মধ্যে খুবই আনন্দ লাগলো জীবনে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে নিশ্চয়ই যাবো বাংলাদেশে🥰
আমার খুব ভালো লাগলো মেলা টি। তোমাকে ধন্যবাদ
আপনার অনবদ্য একটা ভিডিও এর কারনে জীবনে প্রথম বারের মতো এ রকম একটা অনন্য সুন্দর মেলা দেখলাম.. আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা❤❤
Wow এতো সুন্দর মাছের মেলা জীবনের প্রথম দেখলাম তাও আবার জামাইদের জন্য আনন্দের একটি উৎসব এখানে পাওয়া যায় 😃
Yes
তবে জামায় কে কিন্তু নিজের টাকায় কিনতে হয় না।শাশুরি মা টাকা দেন তারপর এ কিনে
@@dishadiya2417 ওহ্ আচ্ছা শাশুড়ির টাকায় এতো বড় বড় মাছ কিনে নিয়ে যায় 😅😅
@@farhanaahmed3573,, ha
Outstanding... Amr dekha sob theke vlo 1ti mela ...many many thanks apanake emn 1ti osadaron mela dekhanor jonno...onk onk vlovasa roilo ...from tripura..
আপনার ভিডিও আজ প্রথম দেখলাম।পর পর দুটু দেখে এখন আমার বগুড়া যাবার জন্য মন ছটফট করছে।মনে হচ্চে আজই যেতে হবে।
যে জায়গায় দাড়িয়ে ইন্ট্রো দিলেন. সেখানেই আমার বাড়ি.. আজ সময়ের সংস্করণে বাস্তবতার শিকার হয়ে নিজ গ্রাম, নিজ দেশ, ছেড়ে পড়ি জমায়েছি দূর পরবাসে... বন্ধু গুলো ও হাড়িয়ে গেছে সামরিক সময়ে জন্য.. আপনার এই ভিডিও দেখে সত্যিই আবেগ আপ্লুত হয়ে গেলাম.. যেন স্মৃতি থেকে উঁকি দিচ্ছে বার বার আমার গ্রামের বৈচিত্র্য... এই তো কিছু দিনের মদ্ধেই শুরু হতে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা.. মেলাটা বার বার ফিরে আসে মাঘের শেষে, শুধু আমার ফিরে যাওয়া হয় না😥😥..
বিঃদ্রঃ সবাইকে আমন্ত্রণ রইলো...।
Dada aapnar Bangladesh bhison sundar khub valo laglo. Aapnader gram and gramer manush vison sarol khub valo laglo from West Bengal, India 🇮🇳♥ love you all
love u to vai
Tnx
পোড়াদহের মেলার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। 12 বছর গত হয়ে গেল দেশের বাহিরে আছি। আজকে মেলা টার ছবি দেখে ছোটবেলার অনেক স্মৃতি ভেসে উঠলো মনের মাঝে। অনেক মিস করছি দেশ ও দেশের মানুষকে। ভাল থাকবেন সবাই। আপনজন আত্মীয়-স্বজন বিহীন এতিমের মতো আমরা যত প্রবাসী ভাইরা দেশের বাহিরে আছি সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ
Vai melar date ta bolen to
সত্য।
@@mdmd-pr7xr ডেট বলতে যা বুঝায় মাঘ মাসের তৃতীয় সপ্তাহের বুধবারে মেলাটা বসে।
1 din
1 din na ke
ভাইজান ধন্যবাদ। অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত ভিডিওটি করার জন্য।আমার খুবই ভালো লেগেছে যে আপনি জামাইদের কোন অদ্ভুত প্রশ্ন করে বিব্রত অবস্থায় ফেলে দেন নি।কৌশলে সবার সম্মান বজায় রেখেছেন। আজকাল অনেক অনেক চ্যানেল যা করছে না।ধন্যবাদ।
Love from West Bengal , India
উত্তরবঙ্গের সহজ সরল মানুষ ❤️
দারুন লাগলো, অসাধারণ।
শিলচর, আসাম ,ভারত।
Sotti tai...amader uttorbonger manushra onek antorik r sorol hoy
গ্রাম বাংলার মাছের মেলা আজ প্রথম দেখলাম সত্যিই অসাধারণ দৃশ্য সেই সাথে পুরনো ঐতিহ্য সম্পর্কে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ❤️🩹
আহা ❤️ দেখতেই ভাল লাগে। এই ঐতিহ্য টিকে থাকুক ❤️
থাকুক।
Ahara amader vagge konodin ai melate jaowa o hobana dakha o hobena.mach o kinahobana.amra comilla r manus
এত বড় বড় মিষ্টি আগে কখনো দেখিনি
মেলাই এসে দেখে যেয়ো
আপা নামের শেষে USA না লাগালে কেউ বুঝবে না আপনি USA থাকেন 😅,বাঙালির বুদ্ধি বটে 😅
Tankas
আপনার ভিডিও সত্যিই খুব ভাল লাগল, দশকিলো ওজনের মিষ্টির কথা এই প্রথম শুনলাম, একবার নিশ্চয়ই দেখতে যাবো
আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে দেখছি অনেক সুন্দর হয়েছে ভাইজান
সত্যিই অসাধারণ!!!!
ভ্লগিং মানে যে শুধু শহুরে চাকচিক্যময় জিনিস হতে হবে সেটা না । গ্রাম মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই গ্রাম । অনেক অনেক শুভ কামনা ভবিষ্যতের কাজের জন্য ।
আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা আমার হৃদয় কাড়ে❤️❤️
একটু বেশিই ভালোলাগে
ভাই মনে মনে এই বাজারের ভিডিও টা আশা করেছিলাম আপনার কাছ থেকে ২৭ মিনিট কিভাবে কাটছে। আমিই অনুভব করতে পারছি,,,আর একটা কথা না বললেই নয়, আপনার উপস্থাপন এমন ছিল মনে হয়েছে ওই মেলায় আছি আমি,,, ধন্যবাদ ভাই 💜💜💜💜💜💜💜
আমারো আপনার মতো কোথাই দিয়ে সময় কাটছে আমি নিজেও যানি না
সত্যি দারুন একটি উৎসব। সারাদেশে এরকম উৎসব একযোগে করলে মন্দ হয় না। আয়োজকদের জন্য শুভকামনা রইলো। ❤️❤️
সালাউদ্দিন সুমন ভাই এ যুগের জীবনানন্দ দাশ। বাংলার মা মাটির ইতিহাস -ঐতিহ্য সুমন ভাই এমন ভাবে আমাদের মাঝে তুলে ধরে সত্যিই মন ভরে যায়।
ভালোবাসি ভাই, এগিয়ে যান
কত সুন্দর পরিবেশ... অসাধারণ মেলা 🇮🇳
Hi
অনেক দিন পর.. অপেক্ষায় ছিলাম ❤✊
হু।
খুব ভালো লাগলো ভাই এত সুন্দর একটা মেলা lবাঙালির ঐতিহ্য ধারণ করা একটা মেলা l কি ছিল না এই মেলাতে যেখানেই দেখি শুধু মেলার আমেজ ,অনেক ধন্যবাদ আপনাকেl
" মাছে ভাতে বাঙ্গালী " আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে এই উৎসব টি পুরো দেশে ছড়িয়ে দেয়া উচিৎ 😊😊
সত্য কথা।
aije jene gelam aibar...avabe sobai e jene jacce r agamite hobe dekha in sha Allah,,but date ta kobe melar ??
উৎসবটি কি মাসে হয়,,,,বলেন
@@alaminkhan-pq7vh আমি জানিনা ভাই।
@@alaminkhan-pq7vh এই যে বললেন মাঘ মাসের শেষে
এত বড় মেলা, এত বড় বড় মাছ, এত এত মানুষ দেখে অবাক হয়ে গেলাম..😱😱😱❤️❤️
ni
ভাই অসাধারণ আমি পুরো ভিডিওটা দেখেছি আমার কাছে যে এত ভালো লেগেছে আমি বুঝাইতে পারবো না অনেক অনেক ভালো লেগেছে সুবহানাল্লাহ অনেক সুন্দর দৃশ্য
একটা গরুর চেয়ে মাছের দাম বেশি আজব ব্যাপার,, নিঃসন্দেহে প্রশংসা যোগ্য মেলা ,তবে কারো না কারো উপর প্রচন্ড আর্থিক চাপ হয়ে পড়ে,,যেটা দুই পক্ষেরই খেয়াল রাখা উচিত,, আপনার ভিডিওটা চমৎকার লাগলো,,,,,,,,,,,,ধন্যবাদ আপনাকে,,,, গ্ৰাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য 💞💞
এই এলাকার জামাই হইলে তো বিপদ প্রতি বছর মাছ আর মিস্টি কিন্না তো ফকির হইয়া যাইতাম 🤭🤓 যাই হোক ভালো লাগলো অনেক❤️
Dada Ami zamai hobo
ভাইয়া আপনার ধারনাটা ভুল। এটা আমাদের পাশের এলাকা। আমি বিষয়টা জানি। এই মেলাতে জামাইকে শ্বশুরবাড়ি থেকে 5 ,10, 20 হাজার টাকা দেওয়া হয়। জামাই ইচ্ছা করলে সামর্থ্য অনুযায়ী নিজে কিছু টাকা দিয়ে অথবা শশুর যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে বাজার করে নিয়ে যায়।
Amr nanimunir basar kace vaiya
vai mela ta bosor er kon time e hoi??
ফকিরনি কোথা কার কিপটা পুলা
আলহামদুলিল্লাহ, আয়োজন খুব ভালো লাগলো। যে ( জামাই বা শশুর) যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করুক আর উপহার দিক এটা তুলনায় না নিয়ে আয়োজন টা কে প্রাধান্য দিবেন। টাকা পয়সা সবার কাছে সমান থাকে না। তাই বড়ো মাছ বা বেশি উপহার এ তুলনা করবেন না। তাহলে এই মেলার ঐতিহ্য ও আনন্দ টিকে থাকবে।
সত্যি কথা বলতে কি অনেকদিন ধরে আপনার ভিডিও এর অপেক্ষায় ছিলাম,অবশেষে পেলাম, ধন্যবাদ 💝😁
আলহামদুলিল্লাহ।
জজ
হ
হড
ভাইয়া , ধন্যবাদ আমাদের পোড়াদহ মেলা নিয়ে ভিডিও তৈরি করার জন্য ।
আমি শুভ্র আপনার সাথে মেলার দিন দেখা হয়েছিল । আপনি একজন অনেক ভালো মনের মানুষ । একটা ছবি তোলার ভাগ্য হয়েছে আমার ।দোয়া করি অনেকদুর এগিয়ে যান ।
ভালোবাসা অবিরাম ❤️
এসব কালচার, ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরা উচিত। ধন্যবাদ সালাহউদ্দিন সুমন ভাইকে। 💝
দারুন দাদা দারুন🥰👍, আপনার ভিডিও মন জুরিয়ে দেয়।
সত্য কথা।
বাংলাদেশ যে কত সুন্দর তার প্রমাণ❤️
একদম
Ahare eto shundor jaiga etho bhalo moner manush😊😊😊jethe icha korse India theke onek bhalobhasha
সুপার প্রতিটা ভিডিও সুমন ভাই এমন এমন ভিডিও বানায় না দেখে থাকা যায় না next ভিডিওর অপেক্ষায় থাকবো amarbari Murshidabad West Bengal
I am from India,খুব খুব খুব ভালো লাগলো👍
আমাদের গ্রামে এই মেলা টি অবস্থিক ❤️❤️❤️
I am staying in newyork although I was Born in india but my grandparents are from Bangladesh..I love your videos and I can feel that simplicity,love and affection in your videos..brother you are doing great job and you are an incredible human being ..
Thanks I'm bangladeshi from England
Love from India to Bangladesh 🇮🇳🇮🇳🇧🇩🇧🇩
আপনার ভিডিও গুলো দেখে মনে খুব শান্তি পাই,,,,সোনার বাংলা,,,, এমনি এমনি বলেনা,,,, ভারত থেকে অনেক ভালোবাসি বাংলাদেশী ভাই বন্ধুদের❤️❤️❤️
🇧🇩💞অসাধারণ সুমন ভাইয়া 💞🇧🇩
মা
ভাইয়া ভিডিও টা খুব সুন্দর লাগলো।
Bangladesh আসলেই খুব সুন্দর
দারুন উপভোগ করলাম যেনো নিজেই গিয়েছিলাম তাই মনে হচ্ছে । Love ❤️ from india
Sara jibon Beche thakok jamai .sosor sasorir valobasa.🥰🥰🥰👌👌
ভাই, অপেক্ষায় থাকি আপনার প্রতিটি ভিডিওর জন্য। অসাধারন আপনার উপস্থাপনা, মুগ্ধতা এবং বিস্ময় নিয়ে দেখি আপনার প্রতিটি প্রতিবেদন।
Love from India ❤️.
মটোর সাইকেল ঘোরানো , এটাকে আমাদের ভারতে মতকুম্ভা , মানে ((mout Ka kuwa ))🌻
আমি যেহেতু এইসব বিষয় এর ভক্ত ।।আমার এটি অসাধারণ লেগেছে... আশাকরি এমন বিষয় আর ও দেখব।।Ramta sadhu channel এর পক্শুষ থেকেভেচ্ছা রইল।।আরো এগানোর জন্য...
কীভাবে যে ২৭ মিনিট কেটে গেল বুঝতেই পারিনি, বরাবরের মতই সুমন ভাইয়ের ভিড়িওতে ফুটে ওঠেছে গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য। ভালবাসা নিবেন💝💝💝
আমারয় একি মনেহলো সময়টা এক নিমিসেই চলেগেল
Lots love from Vietnam ,you are really deserve for more views
Thx bro 💕
ভাইরে ভাই এত বড় বড় মাছ জীবনে দেখি নাই আর মাছের আকৃতির এক একটা মিষ্টির সাইজ দেখে মনটা উত্তোলিত হয়ে গেল ছোটবেলা থেকেই মেলার প্রতি আকৃষ্ট ছিল আর ছোটবেলা থেকেই বড় মাছের প্রতি আকর্ষণ ছিল তাই ছোট মাছ কম খাই এত বড় বড় মাছ দেখে সত্যিই খুব ভালো লাগলো
আমাদের এলাকার ঐতিহ্য কে এত সুন্দর করে উপস্হাপনের জন্য আপনাকে ধন্যবাদ।।।।
vai mela ta kobe hoi
@@afranislam5747 মাঘ মাসের শেষ ও ফাল্গুন মাসের প্রথম দিকের বুধবার ও বৃহস্পতিবার।
বুধবার হয় জামাই মেলা আর বৃহস্পতিবার বউ মেলা
Thanks for representing Bogura..🇧🇩🥰
দাদা আপনার জামাই মেলা আর চলন বিল এর ভিডিও পাঁচ বার দেখেছি। খুব ভালো । (WB)
ভিডিও টি উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। । একসাথে অনেক মাছ দেখলাম বেশ ভালো লাগলো। সচক্ষে দেখার ইচ্ছা রইল। অনেক ভালোবাসা কলকাতা থেকে।