শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত | আদিলীলা | ৩য় পরিচ্ছেদ | পর্ব - ৩ | হরিপদ সরকার
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত আদিলীলা ৩য় পরিচ্ছেদ পর্ব - ৩
সুধী ভক্তজন, আজ আমরা শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত গ্রন্থের আদি লীলার ৩য় পরিচ্ছেদ ৩য় পর্বের সারর্থ, তাৎপর্য ব্যাখ্যা করলাম। আশা করি, সকল সনাতনী ভক্তবৃন্দ সহজেই তাহা হৃদয়ঙ্গম করতে পারবেন। আপনাদের হৃদয়ে ভক্তি ও প্রেমের সঞ্চার হইলে আমরা নিজেদের ধন্য ও কৃতার্থ মনে করব। আর চৈতন্য মহাপ্রভুর অপার করুনা আপনাদের উপর বর্ষিত হউক। এই কামনা করি। করুণানিধি তাঁহার প্রেম থেকে আপনাদের যেন বঞ্চিত না করেন। তাঁহার কৃপায় ধন্য হউন।
দাদা আপনি কোন গ্রন্থে পেয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান। আর উনিই ভগবান শ্রী কৃষ্ণ। উনি কি কখনো বলেছেন উনি ভগবান। হে উনি কলি যুগের হরিনাম বিলিয়েছেন জীবের দারে দারে হে উনি হরিনাম কৃর্তন রুপে আমাদের বিলিয়েছেন। তাই বলে উনাকে ভগবান বলাযায় কি ??? আমাদের আদি ধর্মগ্রন্থ বেদ, আমাদের মূল ধর্মগ্রন্থ গিতা সেখানে কি কোথাও উল্লেখ আছে কলি যুগে কোন ভগবান আসবে, উল্লেখ আছে কলকি অবতার আসবে। দাদা ভুল হলে বলবেন।
দাদা আপনার শ্রীচরণে আমার অনন্ত কোটি নমস্কার। আপনি যে প্রশ্নটি করেছেন তা অতিব সুন্দর। এই প্রশ্নের উত্তর দেওয়া অতিব দূরহ। যদি ভগবান কৃপা করেন আর আপনার মতো বৈষ্ণবের আশীর্বাদ থাকে তবেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আমার সাধ্য ও সামর্থ্য নেই বললেই চলে। তবুও অধম হয়ে আপনার প্রশ্নের উত্তর দানে চেষ্টা করছি মাত্র। আশাকরি এই তত্ত্ব পাঠ করে আপনার হৃদয়ের অন্তঃস্থলে মহাপ্রভুর প্রতি প্রগাঢ় ভক্তিবিশ্বাস উদয় হবে।
বিশ্বসারতন্ত্র নামক এক পুরাণগ্রন্থের উত্তরখন্ডের একাদশ শ্লোকে লেখা আছেঃ
গঙ্গায়া দক্ষিণভাগে নবদ্বীপে মনোরমে
কলিপাপ বিনাশায় শচীগর্ভে সনাতনি
জনিষ্যতি মিশ্রপুরন্দর গৃহে স্বয়ং
ফাল্গুনে পৌর্ণমাস্যাঞ্চ নিশায়াং গৌরবিগ্রহ।
অর্থাৎ - অদূর ভবিষ্যতে কলিকালে, ত্রিতাপজ্বালায় জর্জরিত কলিজীবের পাপতাপ বিনাশের নিমিত্ত স্বয়ং ভগবান নবদ্বীপে, গঙ্গার দক্ষিণতীরে অর্থাৎ মায়াপুরে মিশ্র পণ্ডিতের গৃহে, ফাল্গুনী পূর্ণিমার তিথিতে, শচীগর্ভে স্বয়ং ভগবান গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হইবেন।
অখণ্ডসংহিতা নামক পুরাণে একস্থানে স্বয়ং মহাদেব পার্বতীকে বলিতেছেনঃ
যঃ এব রাধিকাকৃষ্ণ স এব গৌরবিগ্রহঃ
যচ্চ বৃন্দাবনং দেবী নবদ্বীপঞ্চ তৎ শুভম্
বৃন্দাবনে নবদ্বীপে ভেদবুদ্বিশ্চ নরঃ
তথেব রাধিকাকৃষ্ণে শ্রীগৌরাঙ্গে পরাত্মনি
মৎ শূলপাত নির্ভিন্নদেহঃ সোহনি নরাধম
পচ্যতে নরকে ঘোরে যাবদাহত সংপ্লবম্।
অর্থাৎ - মহাদেব স্বয়ং পার্বতীকে উপলক্ষ্য করিয়া বলিতেছেনঃ "হে পার্বতী, যিনি রাধাকৃষ্ণ তিনিই হইতেছেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ রাধাকৃষ্ণ মিলিত তনু। যাঁহা বৃন্দাবন তাঁহা নবদ্বীপ। কৃষ্ণলীলায় যাঁহারা সখীমঞ্জরীগণ বা গোপীবৃন্দ, গৌরলীলায় তাঁহারাই সব গৌরাঙ্গপার্ষদ। ইহাতে যে সন্দেহ বা ভেদবুদ্ধি করিবে সেই নরাধম আমার শূলাঘাতে প্রাণত্যাগ করিয়া অনন্তকাল নরকযন্ত্রণা ভোগ করিবে।"
নারদীয় শাস্ত্রপ্রমাণে লেখা আছে যেঃ
দ্বিবিজা ভুবি জায়ধ্বং ভক্তরূপিনঃ
কলৌ সঙ্কীর্ত্তনারম্ভে ভবিষ্যামি শচীসুতঃ
অহম্ এব দ্বিজশ্রেষ্ঠঃ নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহঃ
ভগবদ্ভক্তরূপেণ লোকং রক্ষামি সর্ব্বদা।
অর্থাৎ - স্বয়ং ভগবান নিজমুখে বলিতেছেনঃ "নারদ, আমি কলিযুগে শচীগর্ভে অবতীর্ণ হইয়া ঘোর তমাসাচ্ছন্ন সদাচার বর্জিত সর্বলোকের উদ্ধার করিব। হে দেবগণ, আপনারা ভক্তরূপে ধরাধামে অবতীর্ণ হউন। আমি কলিযুগে সঙ্কীর্ত্তনারম্ভে অবতীর্ণ হইব। হে দ্বিজবর, আমিই কলিযুগে ভগবদ্ভক্তরূপে সর্বদা লোকরক্ষা করিব।"
ইহারই ফলে
মহাবিষ্ণুর অবতাররূপে শ্রীঅদ্বৈত আচার্য্য,
ব্রহ্মার অবতাররূপে ঠাকুর হরিদাস,
নারদের অবতাররূপে শ্রীবাস পণ্ডিত,
শ্রীরাধিকাভাবে ভাবিত হইয়া গদাধর পণ্ডিত,
ললিতা বিশাখারূপে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর
বৃষভানুরূপে পুণ্ডরীক বিদ্যানিধি,
মঞ্জরীরূপে ষড়গোস্বামীগণ,
ব্রজের সখা সুবল রূপে গৌরীদাস পণ্ডিত।
এইরূপ অজস্র গৌরভক্তগণ দেবাজ্ঞা পালনের নিমিত্তে ধরাধামে অবতীর্ণ হন। গোপীগণ যেরূপ শ্রীকৃষ্ণকে প্রাণাধিক ভালোবাসিতেন সেইরূপ কলিযুগে গৌরাঙ্গপার্ষদগণ পুরুষদেহ ধারণ করিলেও সখীভাবে মহাপ্রভুর সেবাপূজা করিয়া গিয়াছেন, যাহার বিস্তৃত বিবরণ বৈষ্ণবগ্রন্থে পাইবেন।
গৌরাঙ্গ মহাপ্রভু যে কলিযুগে স্বয়ং কৃষ্ণভগবান রূপে অবতীর্ণ হইবেন ইহার ভুরি ভুরি প্রমাণ প্রাচীন হিন্দুশাস্ত্রে আছে।
আশাকরি নিচের শ্লোকটি পাঠ করার পর আপনার মনে গৌরাঙ্গ মহাপ্রভুর ভগবত্তায় আর কোন সন্দেহের অবকাশ থাকবে না।
পূজ্যপাদ কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ও লিখিয়াছেনঃ
আদ্যোপান্ত চৈতন্যলীলা অলৌকিক জেনো।
শ্রদ্ধা করি শুন ইহা সত্য করি মেনো।।
যেই তর্ক করে ইহা সেই মুর্খরাজ।
আপনার মুণ্ডে সেই আপনা পারে বাজ।।
অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস।
ইহকাল পরকাল তার হয় নাশ।।
অর্থাৎ - এতসব পাঠ করিবার পরও যাঁহার গৌরলীলায় বিশ্বাস বা ভক্তি না জন্মিবে বুঝিতে হইবে তিনি ভাগ্যহীন এবং তাঁহার চিত্তদর্পণ(আত্মা) হইতে মলিনতা এখনও অপসারিত হয় নাই।
খুব ভালো লাগলো পরমেশ্বর আপনার মঙ্গল করুক। জয় নিতাই গৌর হরিবোল।
নমস্কার প্রভু👃👃👃. অনেক ভালো লাগলো পাঠ । অসংখ্য ধন্যবাদ ।পুরো চৈতন্যচরিতামৃত প্লেলিস্ট করে দিলে ভালো হয় । আপনাদের মতো মহান মানুষের কারণে পৃথিবীটা এত অসাধারণ ।
"জয় নিতাই জয় গৌর "
🌸প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ🌸
প্রান গৌরাঙ্গ নিত্যানন্দ
হরেকৃষ্ণহরেকৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরেহরে হরেরাম হরেরাম রাম রাম হরে হরে🌹🌹🌹🌹🍁🍁💐💐💐💐🌷🌷💲💲💑💑❤❤👨👨👦👨👨👦💲💲😍😍💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙆🏻♀️🙆🏻♀️🙏🏼🙏🏼🙆🏽♀️🙆🏽♀️🙏🏽🙏🏽🙌🏼🙌🏼👏🏻👏🏻 জয় গোর জয় নিতাই🌹🌹🍁🍁😍😍💲💲🦋🦋🙏🏻🙏🏻🙌🏼🙌🏼👏🏻👏🏻
দাদা আপনে জে কৃষ্ণ দাস কবিরাজ গোসাঁই জীবনী পাট করলেন।। সে বইটা নাম কি বলবেন
Hara krishna aponar program ki korchen na amra jante parchi na
গোসাঁই আপনি অন্য কোন জায়গায় গিয়ে পাঠ করেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার টা দিন কমেন্ট বক্সে।