Hangseshwari Temple, Bansberia | হংসেশ্বরী মন্দির | Anant Basudev Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়া | Hangseshwari Temple Bansberia ‪@BohemianTraveller0‬
    #bansberia
    #viral #temple #hooghly #bengalivlog #king #maa #hindutemple
    #maakali #krishna #rajbarivlog #bengali
    #westbengal #kolkata #bandel #chandannagar #chinsurah #kalna
    #minivlog #hindutemple
    #hindu #historical
    🙂ভোগ প্রণামী - ৫০ টাকা (১০ টার আগে কুপন কাটুন )
    🙂নিত্য পূজা - সকাল ১০ টা
    🙂পুষ্পাঞ্জলি - সকাল ১১১ টা
    🙂মা কে ভোগ নিবেদন - দুপুর ১২ টা
    🙂 সবাইকে ভোগ প্রসাদ বিতরণ - দুপুর ১ টা
    ✔️✔️মন্দিরে ছবি এবং ভিডিও তোলা যাবে ✔️✔️
    ❌❌ সেলফি তোলা এবং reels বানানো নিষেধ। এই মন্দিরে বিবাহ সম্পন্ন হয় না।❌❌
    🏞️ খুব কাছেই হুগলী নদী। চাইলে নদীর পাশে ঘাটে বসে বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারেন।
    🏚️ মন্দিরের বাইরে জুতো রাখার ব্যবস্থা এবং সুলভ শৌচালয় রয়েছে।
    🏛️ রাজবাড়িতে প্রবেশ অনুমতি সাপেক্ষ লেখা থাকলেও তেমন কোনো বিধিনিষেধ চোখে পরে নি।
    🙂রাজা নৃসিংহ দেবের ছোট রানী শঙ্করী দেবীর নামে কোলকাতায় রাস্তা রয়েছে রানী শঙ্করী লেন।
    🙂অনন্ত বাসুদেব মন্দিরের ওপরে ওঠা নিষেধ, শুধুমাত্র পুরোহিত এবং সাফাই কর্মীদের ওপরে ওঠার অনুমতি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে শিল্পী নন্দলাল বসু এখানে এসে এক মাস থেকেছিলেন এবং মন্দিরের দেওয়ালের চিত্র গুলি পুনরায় চিত্রিত করেন।
    🏛️এই রাজবংশের আদি বাসস্থান ছিল বর্ধমানের পাটুলি।
    🙂 বাঁশবেড়িয়ার নীলকুঠিতে নীলকর সাহেবদের অত্যাচার দেখে দীনবন্ধু মিত্র লিখেছিলেন "নীলদর্পন "।

Комментарии • 12