প্রবাসে থেকেও আপনারা যে ভাবে বাঙালির সনাতন ঐতিহ্যকে শ্রদ্ধার সাথে বহন করে চলেছেন, সেটা সত্যিই আপনাদের প্রতি সম্ভ্রম জাগায়। ভিডিওর শেষে পূর্ণিমার চাঁদ দেখানোর ব্যাপারটা অনেকদিন মনে থেকে যাবে। সবাই ভালো থাকবেন।
সত্যিই সাত রাজার ধন-- এক মানিক🙏 আজ আপনার ব্লগে তা প্রমাণিত। একজন পুরুষ মানুষ যে এতো সুন্দর ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা সহকারে পূজো আচার করতে পারে--- তা মানিকবাবু কে দেখেই উপলব্ধি করা যায়। খুব সুন্দর লাগলো ব্লগটা। শাড়ি পরে আপনাকেও সাক্ষাত মা লক্ষ্মী লাগছে আজ। খুব ভালো থাকবেন,,সুস্থ থাকবেন। ভালোবাসা নেবেন ❤️❤️❤️❤️❤️❤️❤️
অসাধারণ হয়েছে পূজোর আয়োজন। মেহার ফুল দিয়ে সিঁড়ি হাতল সাজানো অপূর্ব হয়েছে। দাদার ভোগ রান্না সাথে গান শুনে খুব ভালো লাগলো। রামকৃষ্ণ ছোট হয়ে ও ফুল ঠিক করে তুলে রাখছে মা যে পূজোর কাছে আসেনি তাই তারা হাত ধরে নিয়ে আসেছে সে দিকে ও তার খেয়াল আছে। আপনাকে খুব মিষ্টি লাগছে। সবাই ভালো থাকবেন।
বাংলাদেশ থেকে দেখছি,,মঙ্গলবার থেকেই মনে হচ্ছিল ব্লগ দিলো না তো দি'ভাই,, আজ নোটিফিকেশন দেখে আর কমেন্ট করার লোভ সামলাতে পারিনি,, উপরওয়ালা আপনাদের ভালো রাখুন,, দা'ভাই কিন্তু খুব ভালো গায়,, 🥰
আপনাদের এই নিজেদের শিক্ষা সংস্কৃতি ছেলেমেয়েদেরও শেখানো যে কতোটা জরুরী তা আমরা বাংলাতে থেকেও প্রায় ভুলতে বসেছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই কাজটি করার জন্য।খুব সুন্দর পূজো হয়েছে।মন থেকে পূজোই তো আসল পূজো।👌👌🙏🏻🙏🏻👌👌জয় মা লক্ষ্মী।
মানিক বাবু কি সুন্দর গুনগুন করে গান করলো আর মায়ের ভোগ রান্না করলো 😊🤗❤️খুব ভালো লাগলো 😊 এই পুজোর সময় হাতে হাতে কাজ করলে বেশ ভালো লাগে 🤗 🤗 কি সুন্দর মায়ের পূজো করলে দেখে ভালো লাগলো 😊 😊 জয় মা লক্ষ্মী 🙏🏽 🙏🏽 🙏🏽
Bidese thekeo ato sundor Bengali culture ta dhore rekhechen dekhe ato vlo lage j mon ta vore jay.... Bengali ra chaile sob pare...manik sir gaan ta kintu khub gan.sune khub vlo laglo...
খুব সুন্দর পুজো হয়েছে, আর রান্না করতে করতে মানিক দা এত সুন্দর গান করছিলেন 🤗👌👌 অপূর্ব। আর আপনাকে তো লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল ❤️❤️ মেহা, রামা কেও খুব ভালো লাগছিল, সাথে নিয়ে গিয়ে মেহা কে দিয়ে ফুল তোলালেন, নিজের ছোটবেলাটা সন্তানের মধ্যেও কি অনায়াসে আপনি প্রবাহিত করে দেন 🙏🙏😍😍....
কি সুন্দর আয়োজন করে সব কিছুই করলেন মানিক দা❤️❤️ আপনি তো দিদি সবসময়ই পরিপাটি এই পুজোর দিনেও কি সুন্দর সবকিছুই করে গুছিয়ে দিলেন। মা লক্ষ্মীর কৃপায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ❤️❤️❤️❤️❤️
ইচ্ছে থাকলে সব হয়। যারা বলে বিদেশে থাকি কি করে সব কিছু পালন করব। তাদের দেখা উচিত। নেহার ছোটো থেকেই কতো উৎসাহ সব কিছুতেই। এটা হয়তো তোমাদের সুশিক্ষা। খুব ভালো লাগে তোমার যে কোনো ভিডিও দেখতে। নদীয়া থেকে সুচিত্রা
খুব সুন্দর হয়েছে লক্ষ্মী পুজোর আয়োজন,, মেহুরানীর সিঁড়ি সজ্জাও অসাধারণ,, মানিক ভাই এর এত সুন্দর ভোগ রান্না, তোমার সাহচর্য সব মিলিয়ে চমৎকার মহুয়া। তবে একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা তো আমাদের থেকে সাড়ে বারো ঘন্টা পিছনে থাকো,, তবে লক্ষ্মী পুজো কেন আমাদের থেকে আগে হোল? আমরা রবিবার করেছি,, হিসেবে তোমাদের তো সোমবার হওয়া উচিত তাই তো?
লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা কি সুন্দর পুজোর আয়োজন করেছো দিদি দেখে মন ভরে গেলো বাইরে থেকেও এতো sundr করে সব কিছু করছো তোমাকে দেখে তাই অনেক এনার্জি পাই আর dadar জন্য একটা হাততালি👏দিলাম উনি যা করলেন গ্রেট meha আর রামকৃষ্ণ কে অনেক ভালোবাসা আর তোমরা ও ভালো থেকো🙏⚘
খুব সুন্দর ভাবে পুজো করলেন মানিক বাবু,মেহা কে খুব মিষ্টি দেখাচ্ছিল, রামা তো দারুন কাজের হয়েছে দেখছি, মা লক্ষ্মী তোমাদের সুখ ও সমৃদ্ধি তে ভরিয়ে তুলুন এই শুভ কামনা করি, ভালো থেকো তোমরা সকলে
Mamoni তুমি কথা টা 100/ঠিক bolecho।শুধু মাত্র maharai লক্ষ্মী monto হলে হয় না বাড়ির প্রতি টিmanush ভালো হতে হয়। মানিক ভাই যথার্থ ওই ভালো মানুষ। rupa aunty ভাল থেকো।
শুভ কোজাগরী লক্ষ্মী পূজা মহুয়া মাণিক এত কাজের দেখেই মন ভরে গেল microwave oven ভিতরে ভিনিগার দিয়ে ফুটিয়ে নাও আর যখন ব্যাবহার করবে না পাতিলেবু এক টুকরো রেখে দেখ কি হয় আজ তোমাদের ৪ জনকেই খুব সুন্দর লাগছিল আর রামা বুড়োর মত আমার নাতিও খুব দুষ্টু এতটুকু পার্থক্য নেই ভালো থেকো ভালোবাসা নিও
Tremendous excellent performance of Mr Manik alongwith two children and you. Goddess of wealth ma Laxmi surely has accepted your pujo and devotion. Jai maa Laxmi. Nomoskar. We will listen songs from Mr Manik in future. Okay? His voice is excellent. It seems that you have become ma Laxmi in house.
I was waiting for your this particular blog " Kojagori Lokhhi pujo"... Sob khub sundor r valo hoyche.. Bhog ranna to Decoration... Apna Rao valo thakben sustho thakben.... Bye....
লক্ষী পুজোর অনেক শুভেচ্ছা দিভাই । মানিকদার এর গলায় নিজের প্রিয় গান টা শুনতে দারুন লাগলো । দাদার গানের গলা খুব সুন্দর এবার তোমার ভিডিও তে দাদার গান শোনার জন্যে অপেক্ষায় থাকবো ।দাদা মাঝে মাঝে আমাদের গান শুনিও।
I always see all your videos. It's really nice to see all your videos. There is one request that please make all efforts to teach Bengali to your son, or otherwise he will forget from where he has come from. It's just a small request from a well wisher of yours.
Manik da ke ranna korte dekhte kub e valo lage .. chele der ranna ghore dekha ta akebare unknown....r apnar o akdin chuti ranna ghor theke..😊😊valo thakben sustho thakben r ai vabai hasi khushi thakben apnara sobai.. amar onek valobasha Mehu r Ramkrishna r jonno...❤❤
শুভ লক্ষীপূজো। তোমার ব্লগের আশাতেই ছিলাম। খুব সুন্দর হয়েছে তোমার পূজো।মেহাকে খুব মিষ্টি লাগছিল। মহুয়া শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছিল। মানিক দার সম্পূর্ণ নিজ হাতে ভোগ রান্না,পূজো করা দেখে খুব ভালো লাগল, বারতি পাওনা আমাদের গান শোনা। খুব সুন্দর। সব মিলিয়ে আজকের ব্লগটা খুব ভালো লাগল। ভালো থেকো। রামা, মেহাকে অনেক ভালবাসা।
সত্যি দাদাভাই বিদেশে থেকেও আজ খাটি বাঙালি বাবুই লাগছিলো সঙ্গে রাজাকেও দিদিভাই তোমাকেও খুব ভালো লাগছিলো তবে আজ লাল শাড়ি পরলে আরো বেশি সুন্দর লাগতো ।দাদাভাই একা হাতে কত সুন্দর ভোগ রান্না করলো।বিদেশে থেকোও বাঙালির ঐতিহ্য বজায় রেখেছো তার জন্য আমরা খুব খুব গর্বিত ।
জয় মা লক্ষ্মী।সবার মঙ্গল করো মা। অনেক শুভকামনা রইল মেহু,রামা, তোমাদের সবার জন্য। খুব ভালো থেকো। পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম, মুর্শিদাবাদ জেলার কান্দী থেকে।
ভাই মহুয়া,আমি বেশ চিন্তিত ছিলাম দাদার ধুতি পৌঁছাতে পারবে কিনা, কিন্তু আজ দাদার পরনে ধুতি দেখে খুব ভালো লাগলো।আজ বৃহস্পতিবার গত রবিবার লক্ষী পুজো হয়ে গেছে , কিন্তু তোমাদের পুজোতে আমি আর একবার পুজোয় সামিল হলাম। ভালো থেকো আর এমনি sweet girl হয়ে।
তুমি বলেই সম্বোধন করছি, তোমার ভিডিও গুলো অনেক দিন ধরেই দেখেছি খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় ভাবি skip করব কিন্তু কিছুতেই সেটা পারিনা এতো সুন্দর করে গুছিয়ে তুমি কথা বলো আর ভিডিও খুব সুন্দর।
শুভ লক্ষ্মী পুজো দিদি। সবথেক ভাল লাগে প্রতিবার মানিকদার ভোগ রান্না করা আর খুব ভাল লাগল মনে করে তোমার চাঁদ দেখানো। আর দিদি আর একটা অনুরোধ সামনেই হ্যালোইন ডে আসছে ওখানের সব সজানো, বাচ্চাদের সাজ - এইসব নিয়ে যদি একটা ব্লগ বানানোর। ছোটদের অনেকেই খুব ভাল বাসে।
Kub sundor hoyeche apnader pujo didivai. Apnake sareete kin sundor lagche, Meha Ramake o kub valo lagche Dada r ganer goola kub i sundor, sobai kub valo thakben.
মানিক দাদা বাবু বিদেশে কর্মরত, কিন্তু কতো টা নিয়ম নীতি বাঙালির কালচার ধরে রেখেছে, সত্যিই মন ছুঁয়ে যায়।আর মহুয়া দি তোমার মতো মানিক দাদা বাবু ও খুব কাজের মানুষ, শুভ কোজাগরী লক্ষ্যী পুজো
True words..🙏🙏💐💐
শুধু কাজের মানুষই নন, মানিকদাদার গানের গলাটিও বেশ সুরেলা...Multitalented Man !
Tumi nijeo khub lokkhimonto Mahua,
dhore rekhechho sundor kore, valo theko.
Khub valo laglo ❤️❤️❤️❤️❤️
ruclips.net/channel/UC__pEQ2YYIxm91fvyAXVfnA
মন প্রাণ ভরে গেল।সবাই কে খুব সুন্দর লাগছে।আর এত সুন্দর করে কোজাগরী লক্ষীর আরাধনা করলেন সবাই মিলে।আপনি খুব ভাগ্যবতী।এত ভালো মানিক বাবু ।কি সুন্দফ রান্না করলেন।আর এত ফুল বাগানে পাওয়া গেলো।সবই মা এর ইচ্ছে।
আপনাদেরকে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে যে বিদেশে থেকেও আপনারা বাঙালির নিয়ম গুলো তাদের কালচার গুলো ভোলেন নি।♥️
বিদেশে থেকে ও বাঙালি কালচার দেখে ভীষণ ভালো লাগলো 👌❤️❤️ ভালো থেকো তোমরা সবাই ❤️❤️ জয় মা লক্ষ্মী 🙏🙏
প্রবাসে থেকেও আপনারা যে ভাবে বাঙালির সনাতন ঐতিহ্যকে শ্রদ্ধার সাথে বহন করে চলেছেন, সেটা সত্যিই আপনাদের প্রতি সম্ভ্রম জাগায়। ভিডিওর শেষে পূর্ণিমার চাঁদ দেখানোর ব্যাপারটা অনেকদিন মনে থেকে যাবে। সবাই ভালো থাকবেন।
সত্যিই সাত রাজার ধন-- এক মানিক🙏 আজ আপনার ব্লগে তা প্রমাণিত। একজন পুরুষ মানুষ যে এতো সুন্দর ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা সহকারে পূজো আচার করতে পারে--- তা মানিকবাবু কে দেখেই উপলব্ধি করা যায়। খুব সুন্দর লাগলো ব্লগটা। শাড়ি পরে আপনাকেও সাক্ষাত মা লক্ষ্মী লাগছে আজ। খুব ভালো থাকবেন,,সুস্থ থাকবেন। ভালোবাসা নেবেন ❤️❤️❤️❤️❤️❤️❤️
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
চাঁদটা যখন দেখালে হাজার হাজার মাইলের দূরত্বটা যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। খুব ভাল লাগলো।
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
অসাধারণ হয়েছে পূজোর আয়োজন।
মেহার ফুল দিয়ে সিঁড়ি হাতল সাজানো অপূর্ব হয়েছে।
দাদার ভোগ রান্না সাথে গান শুনে খুব ভালো লাগলো। রামকৃষ্ণ ছোট হয়ে ও ফুল ঠিক করে তুলে রাখছে মা যে পূজোর কাছে আসেনি তাই তারা হাত ধরে নিয়ে আসেছে সে দিকে ও তার খেয়াল আছে।
আপনাকে খুব মিষ্টি লাগছে।
সবাই ভালো থাকবেন।
বাংলাদেশ থেকে দেখছি,,মঙ্গলবার থেকেই মনে হচ্ছিল ব্লগ দিলো না তো দি'ভাই,,
আজ নোটিফিকেশন দেখে আর কমেন্ট করার লোভ সামলাতে পারিনি,, উপরওয়ালা আপনাদের ভালো রাখুন,, দা'ভাই কিন্তু খুব ভালো গায়,, 🥰
কি সুন্দর সন নিয়ম অনুযায়ী কোজাগরী লক্ষী পুজো হলো খুব ভালো লাগলো
মানিক দার গানের গলা খুবই সুন্দর। গুনগুন করে গান গাইছে তাতেই এত সুন্দর লাগছে। love from chakdaha
আপনাদের এই নিজেদের শিক্ষা সংস্কৃতি ছেলেমেয়েদেরও শেখানো যে কতোটা জরুরী তা আমরা বাংলাতে থেকেও প্রায় ভুলতে বসেছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই কাজটি করার জন্য।খুব সুন্দর পূজো হয়েছে।মন থেকে পূজোই তো আসল পূজো।👌👌🙏🏻🙏🏻👌👌জয় মা লক্ষ্মী।
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
মানিক বাবু কি সুন্দর গুনগুন করে গান করলো আর মায়ের ভোগ রান্না করলো
😊🤗❤️খুব ভালো লাগলো 😊 এই পুজোর সময় হাতে হাতে কাজ করলে বেশ ভালো লাগে 🤗 🤗 কি
সুন্দর মায়ের পূজো করলে দেখে ভালো লাগলো 😊 😊
জয় মা লক্ষ্মী
🙏🏽 🙏🏽 🙏🏽
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
লক্ষ্মী পূজার সমস্ত আয়োজন ভালো লাগলো মানিক বাবু খুব কাজের মানুষ.।
খুব ভালো পূজো হয়েছে মহুয়া ।দাদা খুব যত্ন করে ভোগ রান্না করলেন তার সাথে একটা ভালো গান শুনতে পেলাম।সবাই ভালো থেকো
🙏💝😊❤😘🤗😇💛💙❤🤲Joi Ma Lokhi thakur pujo vogar prosad khubi sundor laglo dakha monta vora jai💥💓
শুভ লক্ষী পুজো 🙏🙏🙏 ভালো থাকবেন সবাই
খুব সুন্দর হয়েছে লক্ষী পূজার আয়োজন দাদার কন্ঠে গানটা খুব ভালো লাগলো
*সত্যিই মানিক বাবুর মতো খাঁটি বাঙালি আজকালকার দিনে পাওয়া যায় না*
*আমরা বাঙালি গর্বিত মানিক বাবুর উপর*
বাহ মানিক ভাই এর গলায় প্রাক্তন এর গান টা শুনতে খুব ভালো লাগলো।
"তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর"🖤😌
ruclips.net/video/EpJG59vzIjQ/видео.html
মানে????
Bidese thekeo ato sundor Bengali culture ta dhore rekhechen dekhe ato vlo lage j mon ta vore jay.... Bengali ra chaile sob pare...manik sir gaan ta kintu khub gan.sune khub vlo laglo...
মেহা বুড়ি কে কি মিষ্টি লাগছে😍👌 সব খুব সুন্দর😍💓 সব সময় তো ভালো ই লাগে দেখতে
ruclips.net/video/EpJG59vzIjQ/видео.html
মানিক দা দেখি গুন গুন করে গান ও গাইলেন।এই গানটা বেশ ভালো লাগে,তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর।দিদি তোমাকে অনেক ভালো লাগে।💖
খুব সুন্দর পুজো হয়েছে, আর রান্না করতে করতে মানিক দা এত সুন্দর গান করছিলেন 🤗👌👌 অপূর্ব। আর আপনাকে তো লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল ❤️❤️ মেহা, রামা কেও খুব ভালো লাগছিল, সাথে নিয়ে গিয়ে মেহা কে দিয়ে ফুল তোলালেন, নিজের ছোটবেলাটা সন্তানের মধ্যেও কি অনায়াসে আপনি প্রবাহিত করে দেন 🙏🙏😍😍....
Bhaaa....khub sundar ganer gola.
I just love rama’s accent .
N mehu is sooooo sweet .
It feels like they r my own brother n sister .. ❤️I really wanna meet them
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
Khub khub bhalo laglo Mahuya
Gan ta arektu sunte mon korchilo
Rama sonar kando dekhe hansi dhore rakhte parlam na ar mehu ke khub misti lagche go
কি সুন্দর আয়োজন করে সব কিছুই করলেন মানিক দা❤️❤️
আপনি তো দিদি সবসময়ই পরিপাটি এই পুজোর দিনেও কি সুন্দর সবকিছুই করে গুছিয়ে দিলেন।
মা লক্ষ্মীর কৃপায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ❤️❤️❤️❤️❤️
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
মানিক বাবুর গানের গলা বেশ সুন্দর
ইচ্ছে থাকলে সব হয়। যারা বলে বিদেশে থাকি কি করে সব কিছু পালন করব। তাদের দেখা উচিত। নেহার ছোটো থেকেই কতো উৎসাহ সব কিছুতেই। এটা হয়তো তোমাদের সুশিক্ষা। খুব ভালো লাগে তোমার যে কোনো ভিডিও দেখতে। নদীয়া থেকে সুচিত্রা
খুব সুন্দর হয়েছে লক্ষ্মী পুজোর আয়োজন,, মেহুরানীর সিঁড়ি সজ্জাও অসাধারণ,, মানিক ভাই এর এত সুন্দর ভোগ রান্না, তোমার সাহচর্য সব মিলিয়ে চমৎকার মহুয়া।
তবে একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা তো আমাদের থেকে সাড়ে বারো ঘন্টা পিছনে থাকো,, তবে লক্ষ্মী পুজো কেন আমাদের থেকে আগে হোল? আমরা রবিবার করেছি,, হিসেবে তোমাদের তো সোমবার হওয়া উচিত তাই তো?
Darun laglo gaan ta.....dada apnar golay
লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা কি সুন্দর পুজোর আয়োজন করেছো দিদি দেখে মন ভরে গেলো বাইরে থেকেও এতো sundr করে সব কিছু করছো তোমাকে দেখে তাই অনেক এনার্জি পাই আর dadar জন্য একটা হাততালি👏দিলাম উনি যা করলেন গ্রেট meha আর রামকৃষ্ণ কে অনেক ভালোবাসা আর তোমরা ও ভালো থেকো🙏⚘
Khub valo laglo. .bises paona Manik babu r konthe gan sunlam......subho bijoyar valobasa janai tomar porobar sobai ke...
শুভ লক্ষ্মীপুজো। তোমাদের সবাই কে খুব খুব সুন্দর লাগছিল। মানিক বাবুর গানের গলাটা দারুণ। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর অনেক অনেক ভালো বাসা নিও।❤🌸🌼❤
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
Wanderful video dekhlam......
খুব সুন্দর ভাবে পুজো করলেন মানিক বাবু,মেহা কে খুব মিষ্টি দেখাচ্ছিল, রামা তো দারুন কাজের হয়েছে দেখছি, মা লক্ষ্মী তোমাদের সুখ ও সমৃদ্ধি তে ভরিয়ে তুলুন এই শুভ কামনা করি, ভালো থেকো তোমরা সকলে
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
আমি নৈহাটি থেকে। মানিকবাবুর গলায় গান তো অসাধারণ।
শুভ লক্ষী পূজা। ভীষণ সুন্দর দিদি আপনারা সবাই ভাল থাকবেন। 🙏🙏
Praktan boi er gaan tta aamar favourite.... Aar dada khub sundor gaiye u chhen.....
অনেক ভালোবাসা নিও দিদিভাই❤️🌼. তোমার মতো লক্ষীমন্ত মেয়ের ঘরে যেন মা লক্ষী সব সময় বিরাজ করেন 🌼❤️🙏🏻
Sudhu mayara lokkhi holai hoina.husband kao dadar moto responsible hota hoi.dada Kato helpful,Santo,vodro
Mamoni তুমি কথা টা 100/ঠিক bolecho।শুধু মাত্র maharai লক্ষ্মী monto হলে হয় না বাড়ির প্রতি টিmanush ভালো হতে হয়। মানিক ভাই যথার্থ ওই ভালো মানুষ। rupa aunty ভাল থেকো।
ruclips.net/video/g0dBx8_li3g/видео.html
Absolutely right🙏🙏💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐 happy Lakshmi puja to all🙏🌹🌹🙏
Han ekmat mahuyar sange manik o vison vadro manush rab ne bana di jodhi
Dadar ganer gola ...darun .... arektu sunte mon chachhilo
খুব ভালো লাগলো লক্ষী পূজো, সাথে দাদার এতো সুন্দর ভোগ রান্না, সবাই খুব ভালো থাকবেন ❤️❤️❤️❤️❤️
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
Khub bhalo laglo manick babur pujo r onar gaan tomake bhison sundar lagchhe meha r rama k anek ador 😘
সত্যি বিদেশে থেকেও নিজের দেশকে কিভাবে মনে থরে রাখতে হয় তোমার থেকে শিখতে হয়, খুব ভালো লাগলো
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
মানিক বাবুর গলাতে প্রাক্তন মুভির গান শুনে অভিভূত। সত্যিই অভিভূত। আপনাদের সকলকে কোজাগরি লক্ষ্মী পূজার শুভেচ্ছা।
শুভ লক্ষী পূজো দিদি তোমারা সবাই ভালো থাকবে।
তোমার পূজার আয়োজন আর মানিক বাবুর ভোগ রান্না আর বাচ্ছা দের ফুল তোলা সব মিলিয়ে দুর্দান্ত।👍👍👍👍👍👍
দিদি ভাই আপনারা কেমন আছেন আর লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা 🙏🙏🙏🙏
ruclips.net/video/g0dBx8_li3g/видео.html
রিয়া আর মহুয়া দির মিট আপ দেখতে চাই
তোমরা দুই জন bloger আমার খুবই প্রিয় 💕💕
রিয়া দি মহুয়া দির ভিডিও তে কমেন্ট করছে খুব খুব খুশি হলাম। দুজন আমার খুব প্রিয় মানুষ।
আমি দুজনেই ভিডিও দে খি আমার খুব ভালো লাগে
শুভ কোজাগরী লক্ষ্মী পূজা মহুয়া মাণিক এত কাজের দেখেই মন ভরে গেল microwave oven ভিতরে ভিনিগার দিয়ে ফুটিয়ে নাও আর যখন ব্যাবহার করবে না পাতিলেবু এক টুকরো রেখে দেখ কি হয় আজ তোমাদের ৪ জনকেই খুব সুন্দর লাগছিল আর রামা বুড়োর মত আমার নাতিও খুব দুষ্টু এতটুকু পার্থক্য নেই ভালো থেকো ভালোবাসা নিও
Tremendous excellent performance of Mr Manik alongwith two children and you. Goddess of wealth ma Laxmi surely has accepted your pujo and devotion. Jai maa Laxmi. Nomoskar. We will listen songs from Mr Manik in future. Okay? His voice is excellent. It seems that you have become ma Laxmi in house.
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
Exactly ☺️🥰
Thanks
Bar bar dekhchilm kokhon notification ashbe.. khub valo laglo video ta
শুভ লক্ষ্মী পুজো। খুব সুন্দর লাগলো আজকের ভিডিও টা 👌❤️
ruclips.net/video/g0dBx8_li3g/видео.html
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
ruclips.net/video/EpJG59vzIjQ/видео.html
Didi dadar ganer gola ta kintu khub sundor 👌👌 dada r ka6e r ekdin gan sonar request roilo
কি মিষ্টি লাগছে দুই ভাই বোন কে 😍😍❤️❤️
দিদি একদিন মৈনাকের সারাদিনের Vlog দেখতে চাই 😇😀
কি কি করে সারাদিন ❤️❤️
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
খুব পরিচ্ছন্ন ভিডিও। ভালো লাগলো।
'ও মেহা ডিডি ' how cute🥺❤... Love u rama😘😘😘😘
Dadar gaan sunlam. Khb valo laglo
Notification পেলেই ছুটে চলে আসি দেখতে ❤️❤️
খুবই ভালো লাগে আপনার vlog দেখতে ♥️♥️
Khub bhalo laglo. Meha aar Rama ke anek asirbaad railo.
এতো সুন্দর প্রানবন্ত blog দেখলে যেন মন ভালো হয়ে যায়।। 😊
Wow America te praktan er gaan khub bhalo laglo
Rama is so cute🥰
দাদার গলায় গান টা কি দারুন লাগলো গো দিদি....কি সুন্দর গলা দাদার
শুভ কোজাগরী লক্ষ্মীপূজো দিদি 🙏 সবাই খুব ভালো থেকো ❤️❤️
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
Sobai k khb sundr lagche... r dadavai ganta osadharon geyeche..😊 onk valobasa tmdr sobai k❤️❤️❤️❤️ Valo theko ❤️❤️❤️
শুভ লক্ষ্মী পূজো দিদিভাই 🙏🙏❤️❤️সবাইকে দেখতে খুব মিষ্টি লাগছে আজ। আর প্রতিদিন তোমার রান্না দেখি ,কিন্তু আজ দাদার রান্না দেখলাম খুব ভালো লাগলো😊
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
I was waiting for your this particular blog " Kojagori Lokhhi pujo"... Sob khub sundor r valo hoyche.. Bhog ranna to Decoration... Apna Rao valo thakben sustho thakben.... Bye....
Your husband's singing skill is awesome....
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
Dada golay gan ta khub valo laglo didi, ar Rama gola Tao khub misti..... love from santragachi.....didi....
দাদাভাই কি সুন্দর এত কিছু রান্না করলো 🥰🥰খুব ভালো লাগলো,, দেশীয় সংস্কৃতি এতো ভালো ভাবে পালন করো,,,, সত্যি মন ভরে যায় ❤❤
লক্ষী পুজোর অনেক শুভেচ্ছা দিভাই । মানিকদার এর গলায় নিজের প্রিয় গান টা শুনতে দারুন লাগলো । দাদার গানের গলা খুব সুন্দর এবার তোমার ভিডিও তে দাদার গান শোনার জন্যে অপেক্ষায় থাকবো ।দাদা মাঝে মাঝে আমাদের গান শুনিও।
ruclips.net/video/g0dBx8_li3g/видео.html
Subho bijaya🙏🙏 didi subho laxmi puja🙏🙏 Aaj fast really 🌹🌹🌹kmon acho meha r rama kamon acha🌹🌹🌹 🥰🥰🥰
মেহু রাণী কে পরীর মত লাগছে ।রামা কে ও খুব মিষ্টি লাগছে ।ফোন টা খুলে দেখলাম নটিফিকেশন টা খুব খুব খুব ভালো লাগলো ।
Thanks❤🌹🙏 year
Khub bhalo hoyeche apnar laxmi pooja.. darun sundor ..
শুভ লক্ষ্মী পুজো❤️❤️
Eirokom cool helpful,coopretiv haband thakle songsar sukher hobei.
I always see all your videos. It's really nice to see all your videos. There is one request that please make all efforts to teach Bengali to your son, or otherwise he will forget from where he has come from. It's just a small request from a well wisher of yours.
কি সুন্দর গান গাইলেন মানিক বাবু খুব খুব খুব সুন্দর লাগলো পুরো ভিডিও টা ❤️🥰
শুভ লক্ষী পূজো❤❤আপনাদের পরিবারেও যেন সবসময় সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে এমনটাই কামনা করি😊😊
ruclips.net/video/ULYUa1TtMLo/видео.html
Manik da ke ranna korte dekhte kub e valo lage .. chele der ranna ghore dekha ta akebare unknown....r apnar o akdin chuti ranna ghor theke..😊😊valo thakben sustho thakben r ai vabai hasi khushi thakben apnara sobai.. amar onek valobasha Mehu r Ramkrishna r jonno...❤❤
আপনাকে আর মেসোমশাই কে প্রনাম জানায়, রামা আর আর মেহা কে অনেক অনেক ভালোবাসা দিলাম। সবাই ভালো থাকবেন।🥰🥰
Ota জানাই hobe,
Shrishti chatterjee maam nahoy ekta okkhor bhul hoyeche..ota typo o hote pare. Eijonye eto judgemental hobar dorkar chilo na.
@@sumana1707 উনি শুধু বাইরের লেখা টা দেখলেন লেখার ভিতরের ভালোবাসা টা দেখতে পেলেন না।😔😔
@@sumana1707 ei bhul ta anekei kore,,
Tai shudhre dilam,,
Judgemental hoini ami....!
Bhul korle accept kora uchit 🙂
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
শুভ লক্ষীপূজো। তোমার ব্লগের আশাতেই ছিলাম। খুব সুন্দর হয়েছে তোমার পূজো।মেহাকে খুব মিষ্টি লাগছিল। মহুয়া শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছিল। মানিক দার সম্পূর্ণ নিজ হাতে ভোগ রান্না,পূজো করা দেখে খুব ভালো লাগল, বারতি পাওনা আমাদের গান শোনা। খুব সুন্দর। সব মিলিয়ে আজকের ব্লগটা খুব ভালো লাগল। ভালো থেকো। রামা, মেহাকে অনেক ভালবাসা।
শুভ লক্ষী পূজা ❤️❤️🌾🌾🙏
ruclips.net/video/e37yVr_Mrp8/видео.html
মানিকদার গানটাও খুব ভালই লাগলো আরও শনার ইচ্ছা রইল
Darun laglo vdo ta.Shobai bhalo theko..
♥️🥰😍😊 darun laglo manik uncle er ganer gola darun ♥️😍🥰😊
সত্যি দাদাভাই বিদেশে থেকেও আজ খাটি বাঙালি বাবুই লাগছিলো সঙ্গে রাজাকেও দিদিভাই তোমাকেও খুব ভালো লাগছিলো তবে আজ লাল শাড়ি পরলে আরো বেশি সুন্দর লাগতো ।দাদাভাই একা হাতে কত সুন্দর ভোগ রান্না করলো।বিদেশে থেকোও বাঙালির ঐতিহ্য বজায় রেখেছো তার জন্য আমরা খুব খুব গর্বিত ।
জয় মা লক্ষ্মী।সবার মঙ্গল করো মা। অনেক শুভকামনা রইল মেহু,রামা, তোমাদের সবার জন্য। খুব ভালো থেকো। পরবর্তী ব্লগের অপেক্ষায় রইলাম, মুর্শিদাবাদ জেলার কান্দী থেকে।
ruclips.net/video/g0dBx8_li3g/видео.html
ভাই মহুয়া,আমি বেশ চিন্তিত ছিলাম দাদার ধুতি পৌঁছাতে পারবে কিনা, কিন্তু আজ দাদার পরনে ধুতি দেখে খুব ভালো লাগলো।আজ বৃহস্পতিবার গত রবিবার লক্ষী পুজো হয়ে গেছে , কিন্তু তোমাদের পুজোতে আমি আর একবার পুজোয় সামিল হলাম। ভালো থেকো আর এমনি sweet girl হয়ে।
মানিক দাদার গানের গলাটা খুব সুন্দর। সত্যি আপনাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা য় থাকি
Bah!!! Dada to osadharon gan koren.. Khub valo rannao koren..
Darun hoiyache maa lokkhi bhog 👌👌👌👌👌
তুমি বলেই সম্বোধন করছি, তোমার ভিডিও গুলো অনেক দিন ধরেই দেখেছি খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় ভাবি skip করব কিন্তু কিছুতেই সেটা পারিনা এতো সুন্দর করে গুছিয়ে তুমি কথা বলো আর ভিডিও খুব সুন্দর।
বাহ মানিক তো ভালো রানা করে আবার খুব ভালো গান ও গায়ে 👌👍 আবার পুজো করবে multi talented Man 👌👍
Khub bhalo laglo go tomar barir Laxmi pujo dekhe
Apnader dekhlei ekta onno rokom respect ase mon theke..khub valo laglo.
Asadharon 🥰😍 khub bhalo laglo laxmi pujo dekhe 🥰 subha Laxmi pujo ☺️aar subha bijoya anek subhechha tomader sobai ke 🙏🍫🧁🥧🍰👭💏
শুভ লক্ষ্মী পুজো দিদি। সবথেক ভাল লাগে প্রতিবার মানিকদার ভোগ রান্না করা আর খুব ভাল লাগল মনে করে তোমার চাঁদ দেখানো। আর দিদি আর একটা অনুরোধ সামনেই হ্যালোইন ডে আসছে ওখানের সব সজানো, বাচ্চাদের সাজ - এইসব নিয়ে যদি একটা ব্লগ বানানোর। ছোটদের অনেকেই খুব ভাল বাসে।
Kub sundor hoyeche apnader pujo didivai. Apnake sareete kin sundor lagche, Meha Ramake o kub valo lagche Dada r ganer goola kub i sundor, sobai kub valo thakben.
Uncle er song..❤️ আহা সুন্দর গানের গলা😍