Это видео недоступно.
Сожалеем об этом.

শুকনো পাতার নূপুর পায়ে | Shukno Patar Nupur Paye | Puja Shill | Club Young Star

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июл 2022
  • Song: Shukno Patar Nupur Paye
    Lyric & Tune: Kazi Nazrul Islam
    Singer: Puja Shill
    Music Director : Shouquat Ali Imon
    Bass Guitar : Rana
    Guitar : Samu/Emil
    Stroke Instrument : Anonda
    Keyboard : Razib
    Drums & Octapad : Mithun
    Flute : Babu/Rana
    Dhol : Noyon
    Percussion : Debasish
    Saxophone : Pavel
    Dotara : Sumon Roy (Banglar Gayen)
    Sound Recordist: Biplob
    Assistant Producer: Fahed Mahmud Sarthak & Zahid Hasan Fahim
    Video Editor : Ekramul Haque Poyel / Pinto Dey
    Director : Sohag Masud
    Subscribe Now: www.youtube.co...
    Program : Banglar Gayen
    বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
    rtvbanglargayen অথবা,
    Rtvonline.com/banglargayen
    #BanglarGayen #RealityShow #SongCompetition

Комментарии • 1,7 тыс.

  • @indranilmukherjee4299
    @indranilmukherjee4299 2 года назад +192

    খুব ভাল লাগলো মা রে, অনেক দূর থেকে, কাঁটা তারের এইপার থেকে অনেক আশীর্বাদ পাঠালাম ছোট্ট একটা মাকে।💚💙

    • @indranilmukherjee4299
      @indranilmukherjee4299 Год назад

      @@kaushikdas4606 ভাই তোর হেয়ালি ঠিক নিতে পারলাম না। বাড়ি কোথায় তোর? একটু ভেবে কথা বললে বোধহয় আরো বুদ্ধি খরচ হতো তাই দুম করে বলে দিলি। বড় হয়ে কিছু করার ক্ষমতা দেখা তবে তো সাপ বা বাপ নিয়ে নাড়াচাড়া করবি। এখন ভাল কাজে মন দে ভবিষ্যতে সাপের ভয় করতে হবে না, তার বিষ হজমের শক্তি জন্মে যাবে।😊

    • @kashinathhazra1123
      @kashinathhazra1123 Год назад +5

      অপূর্ব লাগলো,মন ভরে গেল,

    • @kmandurrahim5971
      @kmandurrahim5971 Год назад +1

      Very good , thank you.

    • @tapasdas9178
      @tapasdas9178 7 месяцев назад +1

      এক বারে নূতন রূপে / just অসাধারণ

    • @paritoshbhowmick7788
      @paritoshbhowmick7788 7 месяцев назад

      Very nice song

  • @mdmoshiurrahaman4495
    @mdmoshiurrahaman4495 10 месяцев назад +75

    বাংলা গানের জগতের সেরা গানগুলোর মধ্যে অন্যতম একটি গান,
    হয়তো এই গানগুলো বিশ্বের সেরা গানগুলোর মধ্যে জায়গা করে নিবে না,
    কিন্তু এই গানগুলোতে যে আবেগময় ভালোবাসা ফুটে উঠেছে তা সত্যিই অসাধারণ, পরবর্তী যুগের পাঠকদের জন্য কমেন্টে রেখে গেলাম, এই গানের সকল কলা কৌশলী শিল্পী গীতিকার সুরকার ক্যামেরাম্যান সহ সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ❤️❤️❤️

    • @user-ex1mf7qs2p
      @user-ex1mf7qs2p 7 месяцев назад +2

      মানে কি বলছেন ভাই । গীতিকার নজরুল ইসলাম , বিশ্বের সেরা গান এগুলি

    • @user-lz6vu1rt1x
      @user-lz6vu1rt1x 6 месяцев назад +1

      🎉❤

  • @tahsanahmedjulhash9181
    @tahsanahmedjulhash9181 Год назад +64

    নজরুল তুমি পৃথিবীতে একজনি এসেছিলে আর আসবেনা তোমার মতো কেউ!!
    অসাধারণ হয়েছে আপু গান এমনি হওয়া উচিত,সারা জীবন গানের পাখি হয়ে থেকো আপু❣️
    গানের প্রতিটি লাইন আমি তোমার জন্য তোমাকে উদ্দেশ্য করে এরেকটিবার গাইলাম🙊❣️

    • @myWeltanschauung
      @myWeltanschauung 5 месяцев назад +2

      এক এবং অনবদ্য,নজরুল মনের সিংহাসনে সদা বিরাজমান

    • @ThelightofIslam-gq1yl
      @ThelightofIslam-gq1yl 4 месяца назад +2

      এক কথায় অসাধারণ 💞💞

    • @haque2002
      @haque2002 Месяц назад +1

      Awsam 🎉🎉🎉

    • @sarojmahata8796
      @sarojmahata8796 24 дня назад

      অসাধারণ।

  • @omargazi8320
    @omargazi8320 Год назад +32

    ভংকয় রকম সুন্দর।
    প্রিয় কবির লেখা এতো সুন্দর কি ভাবে লিখলেন এমন সব রচনা।
    প্রিয় কবিকে যত যানার চেষ্টা করি তত বেশি অবাক হয়ে যাই।
    প্রিয় কবি তুমি মোর অনুপ্রেরণা।
    তুমিই মোর শিক্ষা।

    • @Rude_Thunder
      @Rude_Thunder Месяц назад

      কপি করা সুর অটোমান গান থেকে

  • @bimolbabu8912
    @bimolbabu8912 5 месяцев назад +58

    নজরুল সঙ্গীত গেয়েছেন শিল্পী পুজা শীল বিশ্বের সেরা কন্ঠে, শুভ কামনা রইলো বোন

  • @muzahidulislam3707
    @muzahidulislam3707 4 месяца назад +26

    শিল্পীর অদ্ভুদ অঙ্গভঙ্গি সত্য গানের মধ্যে একটা আলাদা রোমাঞ্চকর মুহূর্তর জন্ম দিয়েছে।
    অসাধারণ

  • @rafiya4218
    @rafiya4218 Год назад +51

    অসাধারণ হয়েছে।বাহিরে বৃষ্টির হচ্ছে আর আপনার গানটা শুনছি ।এক কথায় অনেক ভালো লাগছে❤️❤️আপনার এরকম সুন্দর কন্ঠ আর অনেক গান আমাদের জন্য নিয়ে আসবেন।

  • @banamalikundu4128
    @banamalikundu4128 Год назад +25

    মাগো,অনেকদিন পর সেই পুরোনো দিনের একটা সুরেলা কন্ঠের গান তোমার কণ্ঠেই শুনলাম1আমি এপার বাংলার মানুষ হয়ে ঈশ্বরের কাছে কামনা করি তুমি বড়ো মাপের গায়িকা হও1

  • @smoliar6894
    @smoliar6894 2 года назад +72

    যখন জন্ডিস মার্কা ডায়বেটিস মার্কা
    গান শুনে মনটা অতিষ্ট হয়ে যায়, তখন এমন গুণি শিল্পিদের গান শুনলে মনটা ভরে যায়,,,*★এই গানটা গাওয়ার জন্য★পুজা★ তোমাকে,,অযুত লক্ষ্য,নিযুত, কোটি, সালাম,,

  • @syedmdhassan7967
    @syedmdhassan7967 Год назад +66

    নজরুলের গান কোনদিনই পুরানো হবেনা।সব সময় একইভাবে আনন্দ দিয়ে যাবে। শিল্পীকে কোটি কোটি বার ধন্যবাদ।খুব খুব খুব ভালো হয়েছে।

    • @bidyutsantra7964
      @bidyutsantra7964 Год назад

      Very beautiful song. Very nice presentation.

    • @shariftanvirzaman
      @shariftanvirzaman 8 месяцев назад

      এই গানের ১:০৮ মিনিট থেকে যা, Rasputin 1979 গানেও সেই সেইম টিউন, কপি কপি কপি 🌚🤣

    • @mrhasan5310
      @mrhasan5310 8 месяцев назад +1

      @@shariftanvirzaman 1930 সালের ডিসেম্বরে প্রথম রেকর্ড হয় ”শুকনো পাতার পায়ের নুপুর”
      1935 সালে ত্রিভুবনের প্রিয় মুহম্মদ রেকর্ড হয় ।
      রবি ঠাকুরের প্রতিভা বা কপি নিয়ে বিতর্ক হতে পারে নজরুলকে নিয়ে নয় । তিনি একজন অসমান্য প্রতিভাধর নক্ষত্র । রা রা রাসপুতিন যে নজরুলকে অনুকরন করে তৈরি করেনি সেটার প্রমান কি??

    • @Arjunjana-tw7cc
      @Arjunjana-tw7cc 5 месяцев назад

      😅​@@mrhasan5310

    • @meghchau1
      @meghchau1 5 месяцев назад

      ​@@mrhasan5310
      "রবি ঠাকুরের প্রতিভা নিয়ে বিতর্ক হতে পারে, নজরুলকে নিয়ে নয়" !!! ........... সাহিত্য এর সঙ্গীত নিয়ে এত পড়াশুনা করেছেন যে এতবড় কথা বলে দিলেন ?

  • @subratapaltuchowdhury7885
    @subratapaltuchowdhury7885 11 дней назад

    বাহ্, নতুন প্রচেষ্টা, খুব ভালো লাগলো, মনটা ভরে গেলো ❤️❤️

  • @Nahid-nm9jd
    @Nahid-nm9jd 2 года назад +47

    অসাধারণ
    কাজী নজরুল ইসলাম কে তুলে ধরার জন্য ধন্যবাদ। ❤️

    • @myWeltanschauung
      @myWeltanschauung 5 месяцев назад

      কাজী নজরুল ইসলাম বিরচিত ভক্তিগীতি বিশেষ করে শ্যামাসংগীত অনবদ্য,মনে ভক্তি স্রোতের এক প্লাবন বয়ে আনে।

  • @shiburoy9572
    @shiburoy9572 11 месяцев назад +13

    ছোট বেলায় শুনেছি, আর আজ শুনলাম 😍 সত্যি খুব সুন্দর হয়েছে 😍
    ছোট বেলার কথা মনে পরে গেল 🥰

  • @RokiBodhak
    @RokiBodhak 3 месяца назад +1

    Khub sundor ❤❤❤❤

  • @knowledge15134
    @knowledge15134 22 дня назад +2

    সত্যিই, রাধাকৃষ্ণ নামের কী অপূর্ব অপার মহিমা.....চোখের জল অজান্তেই চলে আসে.....বেঁচে থাকুক মানুষের প্রকৃত প্রেম, ভালোবাসা.....❤😢🕉🙏🚩🌿🌺🌼

  • @prizejoarder7722
    @prizejoarder7722 Год назад +17

    চমৎকার গান! চমৎকার কম্পোজিশন!! শুনেই যাচ্ছি!! ভালোবাসা সবাইকে !!! ❤

  • @subhasmandal393
    @subhasmandal393 Год назад +10

    খুব স্বাচ্ছন্দ গায়কি ঢঙে নূতন ভাবে শুনলাম। অসাধারণ।।অনবদ্য । যারপর নাই আনন্দিত।।

  • @dilipacharjya3370
    @dilipacharjya3370 Месяц назад +2

    তুমি জনমে জনমে এই জায়গায় আসবে আর এত সুন্দর করে গান করিবা আর আমরাও তোমার গান শুনতে শুনব।
    ঈশ্বরের নিকট আমার প্রার্থনা রইলো।
    God bless you.
    Thank you.

  • @bakulsova3039
    @bakulsova3039 5 месяцев назад +3

    Khub Valo 🤩 ❤

  • @Rajsekhoryt
    @Rajsekhoryt 2 года назад +16

    Khub sundor hoyeche ❤❤❤from india🇮🇳

  • @hamidulislamraju
    @hamidulislamraju 5 месяцев назад +7

    নজরুল গীতি চির অম্লান হয়ে থাকবে, কিংবদন্তি মরে নাই, বেচে আছে কোঠি বাংগালীর হৃদয়ে,,, এক কথায় অনবদ্য, হৃদয়ছোয়া 🥀♥️

  • @habiburrahaman8131
    @habiburrahaman8131 Месяц назад

    এক কথায় আসাধারণ ❤❤

  • @user-te1io7xm5i
    @user-te1io7xm5i 21 день назад +1

    দারুন হয়েছে এরকম গান আমি কোনদিন শুনিনি না আমি একজন শিল্পী

  • @subhasishghosh7566
    @subhasishghosh7566 Год назад +14

    এক অদ্ভুত আনন্দে ভরে গেল মন তোমার এই গান শুনে ।বাংলার স্বর্ণ যুগের গানে তারুন্যের আধুনিক উপস্থাপনার যথাযথ মিশেল।

    • @parthasm
      @parthasm Год назад +1

      Ghoshbabu Eta famous Turkish folk song - Ottoman Era ->> Üsküdar'a gider iken (Katibim)
      ruclips.net/video/Ddz3uX4GFj4/видео.html
      Bony M's "Rasputin" also an adaptation of the same

    • @subhasishghosh7566
      @subhasishghosh7566 Год назад

      @@parthasm I knew about Rasputin, it was also one of my favorite childhood song. But I didn't know about Turkish folk song. Thanks for this valuable information.

  • @tarunkumarmali6608
    @tarunkumarmali6608 Год назад +9

    খুব খুব খুব ভালো লাগলো, অনেক অনেক অনেক শুভকামনা রইলো, আগামী দিনে অনেক বড় মঞ্চে দেখতে পাব বলে আশা রাখছি, তোমার সকলেই খুব খুব খুব ভালো ও সুস্থ থেকো।

  • @ShuvroHalder-xt1ll
    @ShuvroHalder-xt1ll 18 дней назад +1

    🎉🎉🎉🎉 অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ডাবেরকুল,উজিরপুর থেকে দেখছি....

  • @RAYHAN.......
    @RAYHAN....... 3 месяца назад

    আহা কি কম্পোজিশন❤️❤️

  • @user-pu5xo5dz1t
    @user-pu5xo5dz1t 2 месяца назад +11

    স্কুল লাইফে এ গান শুনতাম আর এখন ফিরে গেলাম স্মৃতিতে ❤

  • @jobayeralam4340
    @jobayeralam4340 4 месяца назад +5

    নজরুল গীতি, অসাধারণ গান, ধন্যবাদ প্রিয় কবি কাজী নজরুল ইসলাম।

  • @SomaMaity-d1j
    @SomaMaity-d1j 3 дня назад

    এত বছর পর আবার এই গান টি শুনে ছোটবেলার স্কুলে সেই নাচের কথা মনে পড়ে গেলো ।।❤❤❤❤❤❤

  • @26775331
    @26775331 3 месяца назад

    Darun hoeche, music composition darun hoyeche

  • @TotaSoundOfficial
    @TotaSoundOfficial 10 месяцев назад +5

    দারুন হয়েছে

  • @farabiahmed8033
    @farabiahmed8033 11 месяцев назад +32

    প্রিয় একজন কবি ছিলেন কাজী নজরুল ইসলাম! 🖤 মেয়েটির কণ্ঠ সত্যিই অসাধারণ!🖤🖤

    • @user-ub1lc7ck7f
      @user-ub1lc7ck7f 7 месяцев назад

      অসাধারণ একটা গান❤❤❤

  • @UjjwaldasDas-kg1iv
    @UjjwaldasDas-kg1iv Месяц назад

    Khubi sundar hoyechhe .vande mataram. ❤

  • @kanizfatemamoni2241
    @kanizfatemamoni2241 Год назад +8

    সহজ সুন্দর আর নিখুত ভাবে গাওয়া নজরুল গীতী -মন কেড়ে নিলো! অপুর্ব অপুর্ব অপুর্ব

  • @kabirhossain-mo8bk
    @kabirhossain-mo8bk 5 месяцев назад +2

    কমেন্ট গুলো পড়ে গর্বে বুক ভরে যায় চোখ ভিজে যায় এই ভেবে যে আমি বাঙ্গালি।
    তানা হলে এই সৃষ্টির স্বাদ পেতাম না।
    চমৎকার পরিবেশনা।

  • @juwelalam
    @juwelalam Год назад +7

    অসাধারণ! সুর, আবেগ পারফেক্ট ছিলো। ❤👍

  • @tanvirmahbub1950
    @tanvirmahbub1950 Год назад +13

    এর চাইতে ভাল আর কি হতে পারে! দারুন লেগেছে।

  • @biswajitdebnath533
    @biswajitdebnath533 3 месяца назад

    Khub sundor hoyeche♥️

  • @mithundas9525
    @mithundas9525 Год назад +8

    ছোট্ট বেলার সেই দুষ্টু মিষ্টি বিকেলে বিটিভির পর্দায় নজরুলগীতির অনুষ্ঠান দেখার দিনগুলোতে ফিরে গেলাম❤❤❤❤😢 দারুণ

  • @amitacharjee77
    @amitacharjee77 Год назад +8

    একটা নতুন স্বাদে অনন্য মন্ত্রমুগ্ধ উপস্থাপন, সত্যিই দারুণ লাগলো

  • @tanvirtmh
    @tanvirtmh Месяц назад

    মনের শান্তি এই গানটা,,,,খুব সুন্দর গেয়েছেন ❤

  • @user-zc8fo8fv4v
    @user-zc8fo8fv4v 5 месяцев назад +7

    অসাধারণ গেয়েছে, ধন্যবাদ কম্পোজার কে

  • @jahidahsan2
    @jahidahsan2 9 месяцев назад +13

    সত্যিই নজরুল বাংলা সাহিত্য ও সঙ্গীতাঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

  • @user-oc7vj8sl1p
    @user-oc7vj8sl1p Год назад +8

    অনেক সুন্দর লাগলো দারুণ। ❤❤❤❤

  • @VIRALGOLU
    @VIRALGOLU 2 месяца назад

    অসাধারন। গানটাকে অন্য মাত্রা দিলেন।

  • @sanjoydewan9072
    @sanjoydewan9072 5 месяцев назад +1

    অসাধারন ❤

  • @NitaiDah
    @NitaiDah 2 месяца назад +3

    খুব সুন্দর হয়েছে

  • @shakeelahmed-dn2be
    @shakeelahmed-dn2be Год назад +5

    খুব খুব খুব ভাল লাগল । সত্যিই অপূর্ব ।

  • @DebasishSarkar-cd7wx
    @DebasishSarkar-cd7wx 3 дня назад

    ওয়াও ❤ খুব সুন্দর।

  • @audiojukebox-musicforconte7672
    @audiojukebox-musicforconte7672 Год назад +8

    অসম্ভব সুন্দর কম্পোজিশন, সুন্দর কন্ঠে আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে উপস্থাপন করছেন সুন্দরী পূজা শীল❤❤❤

  • @muhammadakash5841
    @muhammadakash5841 5 месяцев назад +5

    শুকনো পাতার নূপুর পায়ে (shukno patar nupur paye)
    আরবি সুর, তাল: কাহারবা
    শুকনো পাতার নূপুর পায়ে
    নাচিছে ঘুর্ণিবায়
    জল তরঙ্গে ঝিল্‌মিল্ ঝিল্‌মিল্
    ঢেউ তুলে সে যায়॥
    দীঘির বুকে শতদল দলি'
    ঝরায়ে বকুল-চাঁপার কলি
    চঞ্চল ঝরনার জল ছল ছলি
    মাঠের পথে সে ধায়॥
    বন-ফুল আভরণ খুলিয়া ফেলিয়া
    আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
    পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
    ধূলি-ধূসর কায়॥
    ইরানি বালিকা যেন মরু-চারিণী
    পল্লীর-প্রান্তর-বনমনোহারিণী
    আসে ধেয়ে সহসা গৈরিক বরণী
    বালুকার উড়্‌নি গায়॥
    ভাবার্থ: ফাল্গুন চৈত্র মাসে, গ্রাম বাংলার পথে-প্রান্তরে অনেক সময় এক ধরনের ঘূর্ণিবায়ু দেখা যায়। এই ঘূর্ণিবায়ু কোনো প্রলয়ঙ্করী ঝড়ের সৃষ্টি করে না। ধুলিবালি, শুকনো পাতা ইত্যাদি ঘূর্ণিত করে এই বায়ু ছুটে চলে। তারপর এক সময় গতি হারিয়ে তা মিলিয়ে যায়। গ্রাম-বাংলার এই নিতান্ত সাধারণ ঘূর্ণি বায়ুকে কাজী নজরুল ইসলাম অসাধারণ রূপকল্প এবং উপমার ভিতর দিয়ে সুর ও ছন্দ দিয়ে উপস্থাপন করেছেন- একটি সচল চিত্রকল্পের ক্যানভাসে। যা চোখে দেখা যায়, তা মনোজগতের বাস্তব স্তর। শিল্প এই স্তরকে অতিক্রম যখন কল্প-বাস্তব জগতে প্রবেশ করে তখন তা হয়ে উঠে শিল্পীর সৃষ্টি। বাস্তবজগতকে দেখতে হয় চোখে খুলে, আর শিল্পের জগৎ দেখতে হয় বাইরে চোখকে বন্ধ করে। এই গানের রূপ মনোজগতের, যা একান্তই শিল্পের জগত, শিল্পীর জগৎ। তাই এই জগতের সাধারণ একটি ঘূর্ণি বায়ু হয়ে উঠেছে ছুটে চলা নৃত্যশীলা চঞ্চলা বালিকা। তার অবয়ব ধূলিময়, তাই তার বর্ণ গৈরিক। তার পায়ে পাতার নূপুর বাজে, তার গতিময় আবর্তনের ছন্দে।
    তার চলার পথের জলাশয়ের পদফুলের পাপড়ি, জলের ভিতরে প্রথিত হয়ে যায়। একে সাধারণভাবে বলা যায় বায়ুদলন। কবি তাই ঘূর্ণি-বালিকার নৃত্যাঘাতে পদফুলের অবস্থাকে 'শতদল দলি' ব্যবহার করেছেন। ঘূর্ণি-বালিকা থেমে থাকে না। সে শতদলকে দলিত করে এগিয়ে যায় বনভূমির পথে। সেখানে সে আন্দোলিত করে বনভূমির বকুল-চাঁপাকে। চঞ্চলা ঝর্নার বুকে ছলছল জলতরঙ্গধ্বনি মুখরিত করে, কিন্তু থেমে থাকে না। মুহুর্তেই সেই নৃত্যময়ী ঘূর্ণিবায়ু মাঠের পথে ধেয়ে যায়। চলতে চলতে তার চাপল্যে বনভূমির আভরণরূপী বনফুল খসিয়ে দেয়।
    কবির কল্পজগতের এই নৃত্যশীলা বালিকার ধূলিধূসরিত শরীরে ঊর্ধদিকের বিস্তার- হয়ে উঠেছে আলুথালু কেশ। আর তার এই অস্থির চলা যেন কোনো এক দিকভ্রান্ত পাগলিনীর সচঞ্চল গমন। ফাল্গুন-চৈত্র মাসের শুকনো প্রান্তর যখন মরুময় হয়ে উঠে, আর সেই প্রান্তরে ছুটে চলা ঘূর্ণিবায়ু হয়ে উঠেছে কবির কাছে মরুচারিণী ইরানি বালিকা। যেন হঠাৎ ছুটে আসা ধূলিধূসরিত গৈরিকবর্ণা নৃত্যশীলা বালিকা, যার অঙ্গের উড়নি বালুকাখচিত। ছুটে আসে প্রকৃতি তথা পল্লী, প্রান্তর, বনান্তের মনকে আপন সৌন্দর্যবিভায় মোহিত করে। আপনার নৃত্যান্দনে সে সবার মনকে হরণ করে নেয়।
    গানটিতে ব্যবহার করা হয়েছে আরবের মরুসুর। কিন্তু বাণী ও সুরের অপূর্ব মিশ্রণ, আরব-পারশ্যের প্রাকৃতিক পরিবেশকে অতিক্রম করে বাংলার হয়ে উঠেছে। গানের শুরুতে পাই বাংলার পদ্মফুল শোভিত জলাশয়, পাই বাংলার আরণ্যক ফুলের নাম। গানের শেষ অন্তরার ইরানি বালিকা শুধুই উপমা, সে পারশ্য-কন্যা হয়েও বঙ্গীয় জনপদের।
    ঘূর্ণিবায়ুর চাঞ্চল্যে এ গানের সুর বাঁধা, তাই এর প্রতিটি স্তবকের সুরের চলন পাল্টে যায়। স্থায়ীর শুরু থেকেই এর শুরু। চঞ্চল ঘূর্ণিবায়ুর ঘূরণন, স্থায়ীর 'ঘূর্ণি বায়'-এ স্পষ্ট হয়ে উঠে- 'জ্ঞ া মা া । ণা দা পা মা। জ্ঞা রা জ্ঞা মা'- সুরবিন্যাসে। এই চলনের ঘূর্ণিই সুরের অলঙ্কার হয়ে উঠেছে। একই ভাবে জলতরঙ্গের ঝিলিমিলি আন্দোলন নান্দনিক হয়ে উঠে ভিন্নরূপ স্বরবিন্যাসে। সুর-বাণীর এই মনকে ছুঁয়ে যায় 'ঢেউ' শব্দের মীড়সহযোগে 'রমা'। এখানে এসে শব্দের ঢেউ আর সুরের ঢেউ একাকার হয়ে যায়।
    গানটির প্রথম অন্তরায় সুরকার, দীঘির বুকে 'শতদল দলি'-তে কোমল ঋষভ ব্যবহার করেছেন। সুরের চঞ্চল চলনকে এই কোমল ঋষভ কিছুটা মন্থর করে দেয়। অন্যদিকে ঘূর্ণির বালিকা যে কোমল ঋষভে পা রেখে পদ্মফুলকে দলিত করে, তার চিত্ররূপ মূর্তমান হয়ে উঠে অন্যান্য স্বরসমূহকে সাথি করে। আবার এই কোমল ঋষভে ভর করেই ঘূর্ণিবালিকা বনভূমিতে পথে ধেয়ে যায়, সেখানে ঝরিয়ে দেয় বনের বকুল চাঁপাকে।
    দ্বিতীয় অন্তরায় আবার ঘূর্ণিবালিকা চঞ্চল হয়ে উঠে। সুরে বিন্যাসে অস্থির আলুথালু অবস্থাকে মূর্তমান করে তোলে। এই বিন্যাসে সুরের অস্থিরতা পাগলিনীর মতোই যেন দিকভ্রান্ত। শেষ অন্তারাতেও এই অস্থিরতা ইরানি বালিকার মনোহারিণী রূপকে স্পর্শ করেছে। এবং সেই রূপই সুরের ছোঁয়ায় ধ্বনিচিত্রের ব্যঞ্জনায় অপরূপ হয়ে উঠেছে।

    • @paltunath6388
      @paltunath6388 2 месяца назад

      সুন্দর ব্যাক্ষা করেছেন ।❤

  • @user-su7sy6ml6g
    @user-su7sy6ml6g 3 месяца назад

    Darun hoyachay❤❤

  • @anamikamukherjee5620
    @anamikamukherjee5620 Месяц назад

    Khub sundor hoyeche ❤

  • @sanchitaroychoudhury1585
    @sanchitaroychoudhury1585 Год назад +3

    দারুন হয়েছে ❤ খুব ভাল লাগল ❤ 👌

  • @syedmdhassan7967
    @syedmdhassan7967 Год назад +9

    খুব খুব খুবই সুন্দর হয়েছে,যা ভাষায় প্রকাশ করা যায়না।

  • @dhimansarkar849
    @dhimansarkar849 8 месяцев назад

    ❤❤❤ khub bhalo laglo

  • @Nayan085-qm2fq
    @Nayan085-qm2fq 7 месяцев назад +2

    Va.ki oshadaron.❤

  • @nasiruddin7960
    @nasiruddin7960 2 года назад +19

    এই গান টা গাইতে অনেক দম লাগে এবং অনেক কঠিন গানের কথা গুলো উচ্চারণ করা এই মেয়েটা যেনো হাসতে হাসতে গেয়ে গেলো এই বোনের জন্য অনেক দোয়া আর ভালবাস রইলো আমার

  • @souvikbiswas4353
    @souvikbiswas4353 10 месяцев назад +3

    Apnara achen bole ei misty bangla gan gulo bangali ekhono sunte pay love from India❤

  • @mdmoynulislam6951
    @mdmoynulislam6951 3 месяца назад

    খুবই চমৎকার হয়েছে।।

  • @ArnabChowdhury-qk1ro
    @ArnabChowdhury-qk1ro 3 месяца назад

    খুব সুন্দর । মন ভরে গেলো । ❤️

  • @pujashill7384
    @pujashill7384 2 года назад +1180

    কেমন হয়েছে জানাবেন সবাই 🙂

    • @redoyroy3768
      @redoyroy3768 2 года назад +54

      গানটা যেমন সুন্দর হয়েছে,,,তেমন আপনার হাসিতে ও আপনাকে খুব সুন্দর লাগছে গানটি তে,,,,

    • @prityroy3895
      @prityroy3895 2 года назад +13

      @@redoyroy3768 ধন্যবাদ

    • @supriarani537
      @supriarani537 2 года назад +11

      Khub shundor shona moni amar...Barguna theke onnnk valobasha roilo

    • @nusratchowdhury1360
      @nusratchowdhury1360 2 года назад +9

      ভালো লেগেছে আমার
      অনেকদিন পর নজরুল গীতি শুনলাম
      ধন্যবাদ আপনাকে

    • @J...D
      @J...D 2 года назад +6

      অনেক সুন্দর ❤️

  • @talashmahmud9148
    @talashmahmud9148 2 месяца назад +3

    শিল্পী আর মিউজিশিয়ানরা এই গানটি অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে

  • @susantamondal8129
    @susantamondal8129 4 месяца назад

    চমৎকার পরিবেষণ করছেন 💖💖💖💖💖

  • @SaadKhan-xo5li
    @SaadKhan-xo5li 19 дней назад

    Apa khub sundor hoyeche ❤

  • @devsircar2408
    @devsircar2408 Год назад +5

    Spellbound!!
    I think its following the steps of the lyrics of KAZI Nazrul Islam?

  • @msshanjida1941
    @msshanjida1941 Год назад +7

    এই গানগুলো খুব মিচ করি, এখন কার গান এই গানে কাছে কিছুই নয়।অনেক ভালো লাগলো।অসাধারণ গেয়েছে।

  • @protimamandal9111
    @protimamandal9111 Год назад

    Darun 😍

  • @Anunitadans
    @Anunitadans 6 месяцев назад

    হেব্বি হেব্বি 🤩🤩

  • @santanaraninandy8007
    @santanaraninandy8007 Год назад +4

    খুব সুন্দর হয়েছে ❤

  • @anuppatra3595
    @anuppatra3595 3 месяца назад +81

    2024 সালে কে কে শুনছেন

    • @NipaAkter-sk2gf
      @NipaAkter-sk2gf 2 месяца назад +1

      আমি

    • @souvik_vlogs
      @souvik_vlogs 2 месяца назад +2

      আমি ❤❤ আমি নাচ করি এই সব গানে

    • @JoyfulZebrafish-bj5qc
      @JoyfulZebrafish-bj5qc 2 месяца назад +3

      আমি😊😊😊😊😊😊

    • @nasirakhatun780
      @nasirakhatun780 2 месяца назад +1

      Ami❤

    • @nilamoni7153
      @nilamoni7153 2 месяца назад +1

      আমি, 👀আজকে আমার ক্লাস মেট এই গান টা গাইসে, আমার অনেক ভালো লেগেছে 😊,

  • @ranashaikh5895
    @ranashaikh5895 4 месяца назад

    ১০০ তে ১০০ হয়েছে ❤❤

  • @wahidjamanakash205
    @wahidjamanakash205 2 месяца назад

    সব মিলিয়ে অসাধারন

  • @nasinuddin6342
    @nasinuddin6342 Год назад +11

    বাদ্যযন্ত্র বাজানো অনেক সুন্দর হয়ছে

  • @samirkumarmondal864
    @samirkumarmondal864 Год назад +4

    খুব মনোরম আকর্ষণীয় excellent

  • @anupchatterjee1
    @anupchatterjee1 25 дней назад

    অসাধারণ একটি উপস্থাপনা..🎉🎉🎉

  • @user-fx3nd3cb4s
    @user-fx3nd3cb4s 3 месяца назад

    Khub sundor ❤

  • @surajitchakrabortytarakesw3931
    @surajitchakrabortytarakesw3931 10 месяцев назад +3

    যেটা বলবো, সেটাই কম বলা হবে৷ তাই কিছু না বলাই ভালো...❤❤❤
    ❤❤অ সা ধা র ণ❤❤

  • @sandipkumarnandi4567
    @sandipkumarnandi4567 7 месяцев назад +3

    খুব সুন্দর হয়েছে দিদি।মন ভরে গেলো।

  • @bristidey2651
    @bristidey2651 Месяц назад

    Darun poribeshona ❤

  • @somenbera6185
    @somenbera6185 Год назад

    Khub valo.. ❤

  • @user-zu4mi8tv6b
    @user-zu4mi8tv6b 11 месяцев назад +7

    গানটা শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ❤

  • @laxmichandrasil1761
    @laxmichandrasil1761 Год назад +6

    এই গানটা অসাধারণ হয়ছে❤
    শুভ কামনা রইল আপনার জন্য❤

  • @BhumikaSarkar613
    @BhumikaSarkar613 3 месяца назад +1

    Prothom theke e bakruddho ❤❤❤, janina ato sundor gangulo kano underground e theke jai

  • @samirankhutia9837
    @samirankhutia9837 9 месяцев назад +2

    Darun❤

  • @user-ml7mr6bv6z
    @user-ml7mr6bv6z 3 месяца назад +3

    তোমরা আছো বলে এসব গান আজও মন ছুয়ে যায় আমি কলকাতার একজন যে বাংলাদেশের শিল্পী মন্ডল কে খুবই ভালোবাসি

  • @sheikhmusafir
    @sheikhmusafir 2 года назад +9

    বাংলাদেশের মিউজিশিয়ানরা যে এত সুন্দর গান কম্পোজিশন করতে পারে তা এই গান না শুনলে বুঝতে পারতাম না।

    • @mahmudkhanseam1482
      @mahmudkhanseam1482 2 месяца назад

      এই গানের কম্পোজিশন নজরুল তুর্কি গান থেকে নিয়েছে

  • @hitanshuprasadchakraborty6102
    @hitanshuprasadchakraborty6102 9 месяцев назад +1

    Khub bhalo. Nice presentation

  • @subhasismukhopadhyay730
    @subhasismukhopadhyay730 11 месяцев назад +3

    খুব ভাল লাগল ❤❤

  • @Qwert38848
    @Qwert38848 7 месяцев назад +4

    Suparb... Puja shil... 🕉🕉🕉🕉🕉

  • @sanjoykumarroy4982
    @sanjoykumarroy4982 2 месяца назад

    This is Evergreen song and the recreation is also superb... Hats off...

  • @user-zj4wx4xm5l
    @user-zj4wx4xm5l 3 месяца назад

    অনেক অনেক বেশি ভালো হয়েছে।❤🎉

  • @jayantaofficeal1958
    @jayantaofficeal1958 Год назад +4

    খুব খুব ভালো হয়েছে। অসাধারণ কন্ঠস্বর।
    Thank you so much.

  • @arijitmaity4752
    @arijitmaity4752 Год назад +4

    অনেক দিন পরে গানটি আবার শুনলাম, অসাধারণ লাগছে মনে হলো সেই পুরোনো দিনে ফিরে গেছি।

  • @amcreation8875
    @amcreation8875 Год назад +2

    দারুণ হয়েছে ❤❤❤❤

  • @user-bv2mb7jp8j
    @user-bv2mb7jp8j 2 месяца назад +2

    ❤❤❤❤অসাধারণ সুর আপনার ❤❤❤❤

  • @abhijitmondal2621
    @abhijitmondal2621 Год назад +3

    শুধু সুন্দর হয়েছে বলবো না, সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে,

  • @md.rafiqulislam2456
    @md.rafiqulislam2456 Год назад +28

    বাঙালির একজন কাজী নজরুল ইসলাম ছিলেন। ❤️❤❤

    • @____-ww5me
      @____-ww5me 11 месяцев назад +1

      আজও আছেন এবং থাকবেন আজীবন। 🙏

    • @gulshandui6317
      @gulshandui6317 10 месяцев назад

      @@____-ww5me llllolkoki

    • @mofazzalmonir1562
      @mofazzalmonir1562 10 месяцев назад +1

      আজীবন থাকবে অমর হয়ে ❤️❤️

    • @ashiq9179
      @ashiq9179 2 месяца назад

      কবি নজরুল সবার। যারা ধর্মবাদী, যারা ধর্মবিরোধী, যারা একত্ববাদী, যারা বহুত্ববাদী, যারা বাস্তববাদী, যারা আশাবাদী, যারা সাম্যবাদী, যারা ন্যায্যবাদী সকলের এক নজরুল। কেবল নজরুল অত্যাচারীদের নয়। অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে নজরুল সারাজীবন যুদ্ধ করে গেছেন।

    • @supriyobhattacharyya791
      @supriyobhattacharyya791 15 дней назад

      যিনি মহাভারত লিখেছিলেন

  • @Gaanegaaneaditi123
    @Gaanegaaneaditi123 2 месяца назад

    Osadharon ❤