একেবারে ঠিক বলেছেন, আমার মা-ও তাই বলতেন- সব্জি কাটা সুন্দর না হলে তরকারি সুন্দর হয় না। আমরাও লাবড়া বলি, খেতে অসাধারণ ; বিশেষ করে শীতের দিনে সকালে গরম ভাতের সঙ্গে, রুটি/পরোটার সঙ্গে। ভিডিওর সবকিছু অসাধারন। ধন্যবাদ।
Amra নাবরা boli...amr ammu khub shundor kore ranna kore..ammu er votore lau, fulkopi, badhakopi,gajor, mane shitkalin sobji gulo add kore...Alhamdulillah onk moja lge
Assalamu alaikum oa rahmatullahi oa barakatoh ! Apnader kotha r rannar style dutui mojar ! Tai jokhon ranna shesh koren tokhon ichcche kore apnader ghore giye kheye aashi ! Onek onek Dhonnobaad ! Allaha apnader shobai k nek haiyat daan korun ! Allaha hafej !
আসসামু আলাইকুম ভাই ও আপু!অনেক ভাল লাগল সবজি নিরামিষ খেতে খুব মন চাইতেছে!বাগান ও অনেক সুন্দর!ভিডিও দেখার পর 🛎বাঝিয়ে রাখলাম!আশাকরি 1 দিন পর পাসে পাব! ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য!😋👌
এই মজার ধনিয়া পাতা আমার স্বামী খায়না তাই ২২বছর ধরে আমার ও তেমন ভাবে খাওয়া হয় না, মাঝে মাঝে আলাদা ভাবে দেই কিন্তু এভাবে কি ভালো লাগে । উনি কিনেন না আমি এর উপর দ্বারা কিনাই , মুলত পাবনা সিরাজ গন্ধের মানুষরা ধনিয়া পাতা কম খায়। ওদের কাছ নাকি গন্ধ টা সহ্য হয় না। সবচেয়ে মজার ব্যাপার ধনিয়া পাতা দিয়ে রান্না করার জন্য বিয়ের ৩ মাস পর আমার ভাসুর যা আমাকে আলাদা হতে বাধ্য করে।
দারুণ ছন্দের কবিতা আপু ! এলার্জির জন্য মন চাইলেও অনেক কিছু খাওয়া হয় না। আপনার চোখ জহুরী চোখ মাশাআললাহ! Thumbnail এর জন্য ছবি তুলেছিলাম নিনজা দেখে মাইনষে দৌড় মারবে 🤣🤣🤣😂😂😂🤣 তাই খুঁজে খুঁজে ভিডিও থেকেই Snap নিয়ে দিলাম। 😍😍😍
@@BelethBilash আমি তো রান্নার ইতিহাস মন দিয়ে দেখি, শুনি। আপনাদের সব কিছু এতো পারফেক্ট থাকে! এতো সুন্দর! রান্নার স্টাইল টা আমাদের বাড়ীর সাথে মিল আছে। কিন্তু আমাদের পূর্ব পুরুষ খুলনার। ঢাকা, মৈমনসিংহ এর মানুষ লাব্রা বলে, আমরা ও। খিচুড়ির সাথে সাথে অবশ্যই থাকে। পাঁচ মিশালী সবজি দিয়ে করা হয়। পাঁচ ফোড়ন, আদা বাটা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি, সব কিছুই এতো শিল্প মন্ডিত থাকে!🤗🙏🙏🙏
আহারে আপু ও ভাইয়া আপনাদের সুখী পরিবার দেখে খুব ভালো লাগছে। আর এত সুন্দর রান্নাবান্না দেখে ভীষণ খেতে ইচ্ছা করছে। যে পিচ্চি বাবুটা বগুড়ার ভাষায় কথা বলল এই ভিডিওতে সে বাবুটার নাম কি? যেহেতু আমার দৃষ্টি প্রতিবন্ধকতার রয়েছে তাই আমি এতোসব রান্নাবান্না করতেও পারিনা শুধু শুনে শুনে মজা পাই তাছাড়াও সারাদিন অফিস করে রাতের রান্না করতে ভালো লাগেনা। আর একা একা বাসায় থাকি এবং আপনাদের সম্মিলিত ভিডিও দেখে আমার পরিবারের ছোটবেলার কথা মনে পড়ে যায়
আপু আপনি যে আমাদের ভিডিও দেখেন এতেই আমরা অনেক সম্মানিত। এত ব্যস্ততা ও সীমাবদ্ধতাকে জয় করে আমাদের ভিডিও দেখেন এখানেই আমাদের স্বার্থকতা। ওর নাম তীর্ণ আমাদের ৫ বছর বয়সী ছেলে। দোয়া করি ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও একটু দোয়া করবেন। 😍😍😍
অনেক ধন্যবাদ আপু , বড়রা এসব খাবার একটু বেশিই পছন্দ করে কারণ এসব খাবারে অনেক সময় আবেগ জরিয়ে থাকে। আজ কালকার বাচ্চারা খুব একটা পছন্দ করে না দেখি 😭😭 তীর্ণ বগুড়ার ভাষায় বলেছে সিঙ্কা মজা মানে সেই রকম মজা হয়েছে। ওর বাবা ওকে বগুড়ার ভাষা চর্চা করাচ্ছে ❤️❤️❤️
ওয়া আলাইকুম আচ্ছালাম। আপনাদেরকেও আচ্ছালামু আলাইকুম। লাবরা তো আমাদের এলাকায় ছোট্ট বেলায় জাদের নতুন বেবি হতো সাত দিনের যে আকিদা অনুষ্টানে লাবরা টা থাকবেই।এখন তো এই নামে কেউ বলে না বলে মিক্স ভেজিটেবল। আপনদের প্রেত্যেকটা রান্না ঐতিহ্যবাহী অত্যন্ত রুচিশীল মজাদার।😋😋😋👌👌👌💗💖💝 তুর্ণ বাবা কিন্তু ফাকে একটা বগুড়ার ভাষায় কথা বলছে খুবই ভালো লেগেছে বগুড়ার লাবরা শেনকা মজা।😘😘😘👌👌👌🍭🍭🍭
লাবড়া আমার অনেক পছন্দের। আমাদের দিকে (পাবনা) মিষ্টিকুমড়া, বেগুন, আলু, কাঁচাকাল আর কলার ভিতরের অংশ লাবড়াতে দিতেই হবে, সঙ্গে অন্য সবজিও দেয়া যেতে পারে। বগুড়ার রান্না আমার অনেক ভালোলাগে, আমার সেজো চাচিমা বগুড়ার।
অনেক অনেক ধন্যবাদ । সাগর পাড়ে আপনাদের এই প্রচেষ্টা । সব রেসিপি গুলো দেখি । আচ্ছা ওদেশে পাঁচ ফোঁড়ন , বরি পাওয়া যায় কি ? সুস্থ থাকুন, ভালো থাকুন। ---- মিলন, কলকাতা, ভারত
আমাদেরকে সম্মান দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। খুব ভালোলাগে এবং আবেগী হয়ে যাই! জ্বী দাদা এখানে আমাদের অঞ্চলের সব মশলাই মোটামুটি পাওয়া যায়। বড়িটা খুব একটা ভালো ঘ্রান হয় না রপ্তানী হয়ে দূর পথে আসতে আসতে একটা চিমটা গন্ধ হয়ে যায়। এজন্য আমরা যখন দেশে যাই তখন টাটকা বানিয়ে শুকিয়ে সাথে করে নিয়ে আসি। ভালো থাকবেন সূস্থ থাকবেন। 😍😍😍😍
@@shadiyaafrine7785 আমি আমার দুই মেয়ের অনেক কাশি,সর্দি জ্বর। আল্লাহ রহমতে আমার স্বামি ভালো আছে।আমাদের দেখার মত কেউ নাই বাচ্ছারা ও ছোট তাই অনেক কষ্ট হচ্ছে।
বগুড়ার ভাষা আপনাদের কাছ থেকে শুনে শুনে আমিও মনে হয় টুকটাক শিখে ফেলছি ❤️ "লাবড়া খাইতে সেঙ্ক্যা মজা"(লাবড়া খেতে সেই মজা)- তীর্ণ বাচ্চাটা যেহেতু বলেছে সেহেতু রান্না করে লাবড়ার টেস্ট নিতেই হবে।
@@BelethBilash yes right veg k onak vabe fusion kora jay nonveg chaite beshi.apnara 2jon k onak valo lagar karon ta holo apnader khabarer proti chinta,tips,shoukhinota amar shathe mele jay tai aro valo lagy.ai channel ta onak boro hok mane,gune shobdik theke airokomi exceptional always thakuk
Hae eita ekdom shotti je torkari Katar upor eitar taste onek depend kore. Sheta lomba hok, gol hok, chikon hok, mota hok. Simple shape e onek matter kore taste e. Labrao Amar onek fav. Allah jaa e banao shob e Amar personal favorite food 😭❤️ Ar ekhon thik Abar raat biratei video niye boshlam ☺️🤝🏼🙏🏻
Labra ta onek yummy lagche are Naan er tips tao onek useful 👌 apnader duijon kei onek dhonnobad eto shundor kore shob kichu explain kore recipes deyar jonno. I really love the way you do all your vlogs 💕 lots of duas and love ❤
Mashallah khub shundor sharing. Pashay thakben
বাহ্ চমৎকার। কিন্তুু আফসোস খেতে পারছি না। সুধু দেখে দেখে জিবে পানি আসা।
একেবারে ঠিক বলেছেন, আমার মা-ও তাই বলতেন- সব্জি কাটা সুন্দর না হলে তরকারি সুন্দর হয় না। আমরাও লাবড়া বলি, খেতে অসাধারণ ; বিশেষ করে শীতের দিনে সকালে গরম ভাতের সঙ্গে, রুটি/পরোটার সঙ্গে। ভিডিওর সবকিছু অসাধারন। ধন্যবাদ।
মায়েরা হলেন গবেষক, বৈজ্ঞানিক ও এক কথায় লিজেন্ড 😍😍😍 পৃথিবীর সমস্ত মায়েদের জন্য শ্রদ্ধা আর ভালোবাসা 😍❤️❤️❤️❤️
খুব ইয়াম্মি হয়েছে দেখতে আর রান্না টাও খুব সহজ, ধন্যবাদ শেয়ার করার জন্য
I am from Khulna Bangladesh, we call it ghonto, some people also say labra, JazaakAllaah, very nice,
R apnader recipe tao Ma Shaa ALLAH onk shundor hoise.. Kheteo onk moja hoise amr bissas
Kolkata theke onek shroddha o bhalobasha. Khub bhalo laglo dekhe bilete apnader ei chhotto shongshar.
Bhai apner recipe ......amar kachy bison nostalgia....onek dhonobad
আপু আমাদের কুমিল্লায় ১০/১২ পদ সবজি দিয়েও লাবড়া করে। আবার এই লাবড়ার সাথে মুগডাল হালকা ভেজে রাননা করে। খুব মজা হয়।।
আপু অনেক ধন্যবাদ কুমিল্লার পদ্ধতিটি জানানর জন্য ❤️❤️❤️❤️ কত কিছু যে অজানা
Khub e valo laglo apu
Ish ato shadharon ranna but jivhe pani chole eseche ❤️
Amra নাবরা boli...amr ammu khub shundor kore ranna kore..ammu er votore lau, fulkopi, badhakopi,gajor, mane shitkalin sobji gulo add kore...Alhamdulillah onk moja lge
Good job Masha Allah .Very simple looks yummy , 👍❣💖healthy, like it so much. Thanks for sharing. I watched this long time ago and still watching.
Thank you so much
আপনাদেরকে অনেক ভালো লাগে । আলু বেগুনের লাবড়ার রেসিপি দেখতে লোভনীয় লাগছে। ইনশাআল্লাহ ট্রাই করব।
Insha Allah 💜thanks dear
Very easy recipe for the beginners. Plz upload this type of easy recipe again.
সকালবেলা নাস্তার সাথে লাবরা ভিডিও দেখে খুব লোভ হচ্ছিলো 😋😋
আপু ভাইয়া তোমাদের রেসিপিটা খুবই সুন্দর হয়েছে আমি বাংলাদেশ থেকে দেখছি তোমাদের ❤❤❤❤❤❤❤❤❤
কথার বৈচিত্র্য তোমার চ্যানেলের নামটি খুব সুন্দর হয়েছে ❤️💚🧡💜💙💛🤍❣️
ধন্যবাদ ভাই অনেকদিন পর পুরনো দিনের কথা মনে পরলো।
Assalamualaikum brother and sister how are you all. What an amazing recipe looking delicious and yummy stay blessed ❤❤
Bah khoob yummy recipe Apu
Apnader video dhekhte onek valo lage...r sob thekhe besi valo lage apnader garden....khubi sundor...
অসংখ্য ধন্যবাদ আপনাকে 💕
দারুন মজার খাবার এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনি স্বাদ শীতের দিনে এটা আমাদের বগুড়া জেলায় সবাই পছন্দ করেন
জি আপু রাতে রেঁধে সকালে খেতে একটু বেশিই মজা আলহামদুলিল্লাহ্ 😍😍😍😍
বেগুন আমার খুব পছন্দের সব্জি, কিন্তু এটা ট্রাই করা হয়নি।করবো একদিন।
আমিও উত্তরবঙ্গের থাকি নওগাঁ তে আমার বাসা আর এইটা আমার খুব প্রিয় একটা খাবার😋😋 আর দেখতেও খুব সুন্দর হইসে মুখে পানি চলে আসছে😋😋😋😋
ধন্যবাদ আপু , খুব সহজে তৈরী করা কিন্তু এত মজার 😍
Appi amder ctg bashei bola .allo bagoner bazi bola .nice recipi .ami tri korvo .r apner recipi golo onk shondor hoi .USA taka bolsi .valo takven
Assalamu alaikum oa rahmatullahi oa barakatoh ! Apnader kotha r rannar style dutui mojar ! Tai jokhon ranna shesh koren tokhon ichcche kore apnader ghore giye kheye aashi ! Onek onek Dhonnobaad ! Allaha apnader shobai k nek haiyat daan korun ! Allaha hafej !
মাসাল্লাহ আলহামদুল্লিলাহ একেকটা গাছে এতো বেগুন ধরেছে?সোবসান আল্লাহ্ ।জাঝাকাল্লাহ খাঈরান।লাবরা টাও দারুন হয়েছে ।
Alhamdulillah Apu
Allah apnader valo rakhuk... i realy miss this type of food.. Austria .. Original from kushtia..
Ameen 💜ঈদ মোবারক
আসসামু আলাইকুম ভাই ও আপু!অনেক ভাল লাগল সবজি নিরামিষ খেতে খুব মন চাইতেছে!বাগান ও অনেক সুন্দর!ভিডিও দেখার পর 🛎বাঝিয়ে রাখলাম!আশাকরি 1 দিন পর পাসে পাব! ধন্যবাদ ভিডিও শেয়ার করার জন্য!😋👌
Mone pore jai nanir hater labra
আপু দারুন লাগছে দেখতে। আমিও করি লাবড়া। হ্যা আপু আমিও রসূন বেশী দেই। রসূন বেশী খাওয়া ভাল।
আপু দেশি রশুন বেশি মজা চাইনীজগুলো মজা না 😍😍😍
লোভনীয় লাবড়া।
masallah khub valo hoiche ❤️❤️
Thanks a lot, really appreciate your hard works😃 Take care and stay safe 👍🧡...
আলহামদুলিল্লাহ আপু , অনেক ধন্যবাদ। সকল প্রশংসা একমাত্র আল্লাহতায়ালার 😍😍😍😍😍
এই মজার ধনিয়া পাতা আমার স্বামী খায়না তাই ২২বছর ধরে আমার ও তেমন ভাবে খাওয়া হয় না, মাঝে মাঝে আলাদা ভাবে দেই কিন্তু এভাবে কি ভালো লাগে । উনি কিনেন না আমি এর উপর দ্বারা কিনাই , মুলত পাবনা সিরাজ গন্ধের মানুষরা ধনিয়া পাতা কম খায়। ওদের কাছ নাকি গন্ধ টা সহ্য হয় না। সবচেয়ে মজার ব্যাপার ধনিয়া পাতা দিয়ে রান্না করার জন্য বিয়ের ৩ মাস পর আমার ভাসুর যা আমাকে আলাদা হতে বাধ্য করে।
আমরা ও লাবরা বলি।আমার আব্বা করতেন অনেক ধরনের সবজি দিয়ে বিশেষ করে লাউয়ের সিজনে।আহ্ সেই স্বাদ এখোনও মুখে লেগে আছে
দেশের টাটকা শীতের সব্জী আহা কী যে মজা আপু 😍😍😍
Onk yummy apu
আপনাদের রান্ন খুব ভালো লাগে আমার
Looking yammm
Apu vortar recipe share korben
ইনশাআল্লাহ আপু ! ভালো থাকবেন ♥️♥️♥️
মনের দুঃখে বনে যাইতে ইচ্ছা করেরে তীর্ণমনা😢
বেগুনে মাত্রাতিক্ত এলার্জির কারণে খাইতে মানা😭😭 সব সিনকা মজা মিস হইয়া যায়। ঠান্ডায় শাড়ি পরার নিনজা টেকনিক সেই হইছে আপু সেইইইইইই😃👍🏼🤩
দারুণ ছন্দের কবিতা আপু ! এলার্জির জন্য মন চাইলেও অনেক কিছু খাওয়া হয় না। আপনার চোখ জহুরী চোখ মাশাআললাহ! Thumbnail এর জন্য ছবি তুলেছিলাম নিনজা দেখে মাইনষে দৌড় মারবে 🤣🤣🤣😂😂😂🤣 তাই খুঁজে খুঁজে ভিডিও থেকেই Snap নিয়ে দিলাম। 😍😍😍
@@BelethBilash আমি তো রান্নার ইতিহাস মন দিয়ে দেখি, শুনি। আপনাদের সব কিছু এতো পারফেক্ট থাকে! এতো সুন্দর! রান্নার স্টাইল টা আমাদের বাড়ীর সাথে মিল আছে। কিন্তু আমাদের পূর্ব পুরুষ খুলনার। ঢাকা, মৈমনসিংহ এর মানুষ লাব্রা বলে, আমরা ও। খিচুড়ির সাথে সাথে অবশ্যই থাকে। পাঁচ মিশালী সবজি দিয়ে করা হয়। পাঁচ ফোড়ন, আদা বাটা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি, সব কিছুই এতো শিল্প মন্ডিত থাকে!🤗🙏🙏🙏
Nan er recipe ta kori amra apu.. soft and tasty hoi..🧡
apu&vaiya thanks r akta new reciper jonno.labra dekhte khub tasty mone hossce.try korbo inshaallah.
অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য দোয়া করবেন 💕
apu&vaiya tomader jonno doa and valobasa sobsomoy.
Darun hyeche 👌 kitchen ta Darun 👌
love from বিলেত বিলাস ❤️❤️❤️❤️
Ami akbar banabo apnar ei labrar recipe ta khube yummy 😋😋
রেধে ফেলুন আরো অন্যান্য সব্জীও দিতে পারেন অথবা একেবারে এটার মত সিম্পলও করতে পারেন। রেসিপি আপলোড দিলে জানাবেন 😍😍😍
@@BelethBilash অবশ্যই জানাব আপু। খুব ভালো থাকবেন ❤
Amar onek posonder ei labra
সিলেটে অনেক রকম সবজি দিয়ে করে তার মধ্যে বিছি শিম দিলে বেশ মজা হয়.
শিমের বিচি আমাদের খুব প্রিয় 😍😍😍
Mashallah oshadharon hoyeche 👌😍
অসংখ্য ধন্যবাদ 💗💕
দারুন হয়েছে আপু🌹আম্মুর খুব প্রিয় এই রান্না টা কিন্তু আমাদের এইখানে আলু,বেগুন আর শুটকি দিয়ে রান্না করে😇
আমরাও শুটকি দিয়ে করি আপু একটু ঝোল ঝোল হয়। খুবি মজার হয়। 😍😍😍
কোলকাতার স্টাইলে লাবড়া রান্না করা দেখাবেন প্লিজ।
Both dishes looks soo delicious
Alhamdulillah thank you so much 😊
Love to watch such delicious 'labra' !
Thanks dear for watching 💙💛❤️
@@BelethBilash Apnader gramin cooking er amy fan.Chotobelar smrity mone ase.Shitkale ma eivabe bori diten. Macher jhole kumro bori futle sughran ber hoto. Thank u vaia vabi. Apnader bagan o chamatkar.
আহারে আপু ও ভাইয়া আপনাদের সুখী পরিবার দেখে খুব ভালো লাগছে। আর এত সুন্দর রান্নাবান্না দেখে ভীষণ খেতে ইচ্ছা করছে। যে পিচ্চি বাবুটা বগুড়ার ভাষায় কথা বলল এই ভিডিওতে সে বাবুটার নাম কি? যেহেতু আমার দৃষ্টি প্রতিবন্ধকতার রয়েছে তাই আমি এতোসব রান্নাবান্না করতেও পারিনা শুধু শুনে শুনে মজা পাই তাছাড়াও সারাদিন অফিস করে রাতের রান্না করতে ভালো লাগেনা। আর একা একা বাসায় থাকি এবং আপনাদের সম্মিলিত ভিডিও দেখে আমার পরিবারের ছোটবেলার কথা মনে পড়ে যায়
আপু আপনি যে আমাদের ভিডিও দেখেন এতেই আমরা অনেক সম্মানিত। এত ব্যস্ততা ও সীমাবদ্ধতাকে জয় করে আমাদের ভিডিও দেখেন এখানেই আমাদের স্বার্থকতা।
ওর নাম তীর্ণ আমাদের ৫ বছর বয়সী ছেলে। দোয়া করি ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও একটু দোয়া করবেন। 😍😍😍
@@BelethBilash অবশ্যই আমিও দোয়া করি আপনাদের জন্য
You guys deserve more followers and likes. 👍
Thank you so much apu ❤️❤️❤️❤️
আপু, শুটকি দিয়ে এই রান্নাটা করে দেখাবেন,প্লিজ।
ফাইন হইসে 😼
ঘন্টু সোনা কী বোগড়োর ক্যাট নাকি বারে?
@@BelethBilash 😺
Absolutely delicious 😋. You presentation Just wow. I am your big fan.
Thank you so much ☺️
Labra recipe village biay barir kharab ma sha Allah onk mojha
বিয়ে বাড়ীর লাবড়ায় আরো অনেক ধরণের সব্জী দেয় ঐটা খেতে বেশী মজা 😍😍😍
@@BelethBilash ji ❤️
অসম্ভব সুন্দর হয়েছে আপু👌👌👌 আমার এবং আমার আব্বুর খুব প্রিয় একটা খাবার ❤️তৃর্ণ বাবাই কি বললো, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালবাসা ❤️❤️❤️
অনেক ধন্যবাদ আপু , বড়রা এসব খাবার একটু বেশিই পছন্দ করে কারণ এসব খাবারে অনেক সময় আবেগ জরিয়ে থাকে। আজ কালকার বাচ্চারা খুব একটা পছন্দ করে না দেখি 😭😭
তীর্ণ বগুড়ার ভাষায় বলেছে সিঙ্কা মজা মানে সেই রকম মজা হয়েছে। ওর বাবা ওকে বগুড়ার ভাষা চর্চা করাচ্ছে ❤️❤️❤️
Salaam sis.Nice labra.The nun trick is very useful.see you soon.❤️
Walaikum Salam, thank you so much dear for watching
আমার আরেকটা পছন্দের খাবার 💜💜💜💜💜💜
আপু আমাদেরকে অনেক বেশি ভালবাসেন তাই আমরা যাই করি সবই আপনার ভাল লাগে মাশাআল্লাহ ❤️❤️❤️❤️
@@BelethBilash না আপু সত্যি আমি সব কিছু খাইনা কিন্তু আজকাল আপনারা সব আমার প্রিয় খাবার বানাচ্ছেন।
ওয়া আলাইকুম আচ্ছালাম। আপনাদেরকেও আচ্ছালামু আলাইকুম। লাবরা তো আমাদের এলাকায় ছোট্ট বেলায় জাদের নতুন বেবি হতো সাত দিনের যে আকিদা অনুষ্টানে লাবরা টা থাকবেই।এখন তো এই নামে কেউ বলে না বলে মিক্স ভেজিটেবল। আপনদের প্রেত্যেকটা রান্না ঐতিহ্যবাহী অত্যন্ত রুচিশীল মজাদার।😋😋😋👌👌👌💗💖💝 তুর্ণ বাবা কিন্তু ফাকে একটা বগুড়ার ভাষায় কথা বলছে খুবই ভালো লেগেছে বগুড়ার লাবরা শেনকা মজা।😘😘😘👌👌👌🍭🍭🍭
Thank you 😍💕খুব ভালো একটা ইনফরমেশন 😍, আপনার বাড়ী কোন অন্চলে জানলে ভালো লাগতো
@@BelethBilash বি. বাড়াীয় জেলার মিরপুরে।
MA SHA ALLAH ! ❤❤
লাবড়া আমার অনেক পছন্দের। আমাদের দিকে (পাবনা) মিষ্টিকুমড়া, বেগুন, আলু, কাঁচাকাল আর কলার ভিতরের অংশ লাবড়াতে দিতেই হবে, সঙ্গে অন্য সবজিও দেয়া যেতে পারে। বগুড়ার রান্না আমার অনেক ভালোলাগে, আমার সেজো চাচিমা বগুড়ার।
আপু আমাদের উত্তরবঙ্গের রান্নার উপর রান্না হয় না। আমাদের মা - খালারা এক একজন Cooking Researcher ও Scientist. 😍😍😍
Vojun bilashi Couple , Alhumdulilh!
নাইছ রেসিপি 😋😋
তোমাকে অনেক ধন্যবাদ 😍😍
অনেক অনেক ধন্যবাদ ।
সাগর পাড়ে আপনাদের এই প্রচেষ্টা ।
সব রেসিপি গুলো দেখি ।
আচ্ছা ওদেশে পাঁচ ফোঁড়ন , বরি পাওয়া যায় কি ?
সুস্থ থাকুন, ভালো থাকুন।
---- মিলন, কলকাতা, ভারত
আমাদেরকে সম্মান দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। খুব ভালোলাগে এবং আবেগী হয়ে যাই!
জ্বী দাদা এখানে আমাদের অঞ্চলের সব মশলাই মোটামুটি পাওয়া যায়। বড়িটা খুব একটা ভালো ঘ্রান হয় না রপ্তানী হয়ে দূর পথে আসতে আসতে একটা চিমটা গন্ধ হয়ে যায়। এজন্য আমরা যখন দেশে যাই তখন টাটকা বানিয়ে শুকিয়ে সাথে করে নিয়ে আসি। ভালো থাকবেন সূস্থ থাকবেন। 😍😍😍😍
সুধু মাসা আল্লাহ না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিও ধনে পাতা ছাড়া কোন রান্না করতে পারিনা।
apnader ranna ami sob somoy daykhi,uncle...
তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো 😍😍😍
@@BelethBilash Thanks,uncle...
আপু আমার বাড়ি বগুড়া জেলায় , এই রান্না সত্যিই খেতে খুব মজা
Alhamdulillah, it’s really easy and tasty 😋
Khub moja r sobji
আসলেই আপু যে খায়নি সে বুঝবে না 😍😍😍
@@BelethBilash ji apu amader home town madaripure...amara khai ai labra ba sobji..jai bolina kno onek yummy
আজকে ৩ দিন ধরে আমার অনেক জ্বর। এর রেসিপি টা দেখে জিভে জল চলে আসছে। কিছু খেতে পারতেছি না মনে হচ্ছে এটা এখন গরম গরম খেয়ে ফেলি। 🥰👌❤️😋
আহা আপু 😢, দোয়া রইলো। যতটা সম্ভব লিকুইড খাবেন ইচ্ছা না করলেও 💜💕
আপনার মত আমারো একি অবস্থা গত শুক্রবার থেকে আমার আমার হাসবেন্ড ও দুই ছেলে গায়ে জ্বর মুখে য়া দি সব তিতা লাগে
@@shadiyaafrine7785 আমি আমার দুই মেয়ের অনেক কাশি,সর্দি জ্বর। আল্লাহ রহমতে আমার স্বামি ভালো আছে।আমাদের দেখার মত কেউ নাই বাচ্ছারা ও ছোট তাই অনেক কষ্ট হচ্ছে।
@@RSRajifaVlogs আমাদের ও দেখার মত কেউ নেই সবাই বাংলাদেশে আমরা ওমানে থাকি আমাদের সবার জন্য আল্লাহ আছে তার দয়া তে জেন সবাই সুস্থ থাকতে পারি
@@shadiyaafrine7785 ও আচ্ছা আপু। আমরা দুবাইতে থাকি। আমার সুস্থ হলে ইশাআল্লাহ ওমানে যাবো।
Love ur recipe
Yammi 👌👌👌
বগুড়ার ভাষা আপনাদের কাছ থেকে শুনে শুনে আমিও মনে হয় টুকটাক শিখে ফেলছি ❤️
"লাবড়া খাইতে সেঙ্ক্যা মজা"(লাবড়া খেতে সেই মজা)- তীর্ণ বাচ্চাটা যেহেতু বলেছে সেহেতু রান্না করে লাবড়ার টেস্ট নিতেই হবে।
খুব সহজ করে দিয়েছি যাতে দুটি সব্জী দিয়েই ধুপধাপ বানিয়ে ফেলা যায়। রাতে বানিয়ে সকালে খাবে তাহলে সিঙ্কে মজা লাগবি বারে। তীর্ণর পক্ষথেকে খালামনির জন্য 🥰🥰🥰 ভালো থেকো আপু 😍😍😍
@@BelethBilash ❤️❤️❤️
আমার তৃর্ণ পাখিটা কি বলে , আমার আম্মুর অনেক পছন্দের লাবরা , আমারও অনেক পছন্দ 🥰🥰❤️❤️👌👌
তোমার আর আন্টির জন্যও মন থেকে ভালোবাসব আর দোয়া রইলো 💕
Please 🙏🙏
আসছালামুআলাইকুম আপু আজকের লাবরা রেসিপি অনেক ভাল লাগল। আমিও এভাবেই রান্না করি।
Alhamdulillah thanks dear Apu
@@BelethBilash welcome sister
আপনার গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া টা দেখাবেন।
অসাধারন ♥️♥️♥️
🤩লাব্রা খাইতে সিংকা মজা 💙
অসংখ্য ধন্যবাদ আপু 💕
Very nice recipe 👌
Thanks a lot sister ❤️❤️❤️
শীতের মধ্যে এই লাবরা সেই লাগে
আমাদের কাছে রাতে রেধে সকালে ঠান্ডা বাসী হইলে বেশী মজা লাগে
আহা আমারো অনেক পছন্দ বাসী লাবরা
🤤
দোয়া রাখবেন ,
অনেক অনেক thanks uncle and aunty 😍
তোমাকেও অনেক অনেক ধন্যবাদ 😍😍😍
আসসালামুয়ালাইকুম,, কেমন আছেন আপু,,, আমার শশুর বাড়ি,, উওর বঙ্গে,,লাবরা সেই হয়েছে,,,
Walaikum Salam apu, অসংখ্য ধন্যবাদ আপনাকে❤️
Nice recipe apu
😋👌👌
আপনার জন্য ভালোবাসা আর দোয়া রইলো 💕
শফিক ভাই অনেক ভালো রান্না করে
Nice 👍😁👌🌹
Thank you so much 😊
amadero khub pochondo. amder kache labra manae holo lauer shathe onno veg mix.but main is lau
সব ধরনের লাবড়া নিরামিশই মজার ও সুস্বাদু খাবার 😍😍
@@BelethBilash yes right veg k onak vabe fusion kora jay nonveg chaite beshi.apnara 2jon k onak valo lagar karon ta holo apnader khabarer proti chinta,tips,shoukhinota amar shathe mele jay tai aro valo lagy.ai channel ta onak boro hok mane,gune shobdik theke airokomi exceptional always thakuk
frist like and frist comment
অসংখ্য ধন্যবাদ 💕
Hae eita ekdom shotti je torkari Katar upor eitar taste onek depend kore. Sheta lomba hok, gol hok, chikon hok, mota hok. Simple shape e onek matter kore taste e. Labrao Amar onek fav. Allah jaa e banao shob e Amar personal favorite food 😭❤️
Ar ekhon thik Abar raat biratei video niye boshlam ☺️🤝🏼🙏🏻
আপু-ভাইয়া শীত তো চলে আসছে পাটিসাপটা পিঠার রেসিপি দেখতে চায়।
হবে হবে আপু সব হবে আর কটা দিন সবুর করো রসুন বুনেছি 😂😂😍😍😍
আমরা কয়েক পদ সবজি কিউব করে কেটে তেলে ভেজে তারপরে হালকা মসলা দিয়ে রান্না করি এই তরকারি টাকে লাবরা বলি ধন্যবাদ
Masallah
আলহামদুলিল্লাহ্
বিলেত বিলাসের প্রত্যেকটা খাবার সেইঙকা মজা |আলহাদুল্লাহ
Alhamdulillah Apu 💜💕
আপু, ভাইয়াতো সবসময় ভাইয়ার দেশের বগুড়ার রান্না দেয়, আপনিও তো আমাদের নরসিংদীর রান্না দিতে পারেন।
Vaiya misty doi recipe ta diben please
দেশ থেকে এসে দিবো ইনশা আল্লাহ
আসসালামু আলাইকুম আপু আর ভাইয়া কেমন আছেন ❤️❤️খুবই মজাদার খাবার আপু আমরা ও খাই ❤️ভাইয়া ও আপুতোমাদের কিভাবে দেখা করবো
Walaikum Salam thanks dear, apni kothae thaken?
দারুণ মজার খাবার 😋😋😋
ধন্যবাদ 😍💝
Labra ta onek yummy lagche are Naan er tips tao onek useful 👌 apnader duijon kei onek dhonnobad eto shundor kore shob kichu explain kore recipes deyar jonno. I really love the way you do all your vlogs 💕 lots of duas and love ❤
Alhamdulillah, we are really honoured and blessed, এভাবেই দোয়া করবেন আমাদের জন্য আপনার জন্যও মন থেকে ভালোবাসব আর দোয়া রইলো 💕
Thanks Dhaka
Thank you Apu and Bhaiya for your kind response and duas 🤗❤
আপু একটা পেজ থাকলে ভালো হত আমরা রান্না করে পিক শেয়ার করতাম😊
ফেইসবুকে পেইজ এবং গ্রুপ আছে আপু 💙💕
Link din
আপু প্রত্যেকটা ভিডিওর Description Box এ ফেসবুক পেজের লিংক দেয়া আছে
Nice 👍👍
💙💗
এটা আমি পেয়াজ ছাড়া পাচফোড়ন আর আস্ত শুকনা মরিচ দিয়ে করি