অসাধারণ! কী সুন্দর সবকিছু! এ জীবন স্বপ্নের, শৈশবের-কৈশোরের। বউ-বর সেজে খেলা -পাতির হালকা-আবছা স্বপ্নময় জীবন। আছে কফি-বিরতি,রান্নার ফাঁকে জায়া-পতি'র নির্দোষ খুনসুটি। স্পটে মিষ্টি বেবিটা নেই বটে, তবে তার অস্তিত্ব জোরদার। এই সবকিছুর মধ্যে রান্না বিষয়ক অভিজ্ঞতাগুলো ভিডিওটাকে আরও অর্থপূর্ণ করে তুলেছে। কলমি শাক খুব পছন্দ করে খাই, তবে সেটার চচ্চড়ি এভাবে অভিনব পদ্ধতিতে কখনও করা বা খাওয়া কোনোটাই হয়নি। অনেক ধন্যবাদ আর শুভকামনা।
আপ্নারা দুজনাই খুব গোছালো ভাবে কাজ করেন , সব চেয়ে ভাল লাগে ক্ষেত থেকে শাক সবজি তুলে নিয়ে সেগুলি কেটে ধুয়ে রান্না করেন, ভাল লাগে। আর আমার বাড়ি ঢাকা জিলায়। বগুড়া খালার বাড়ি অনেক গিয়েছি, বগুরার দই খেতে।
আপনাদের আয়োজনটা দারুণ। ঘরোয়া, বাঙালিয়ানা স্টাইলটা মুগ্ধ করে। আর আপনাদের নিজস্ব আঞ্চলিক রেসিপি যেগুলো দেখান, বেশ ক'টি নিজে করেছি। অনেক ধন্যবাদ পুরো পরিবারকে।
আপনাদের সাবসক্রাইবার আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় ছোট্ট একটা বাংলাদেশ গড়ে ফেলছেন।সত্যি আপু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ডিজার্ভ করেন নিসন্দেহে।
আপু আমার বাড়ি ও নরসিংদী পাঁচদোনা তে। সংসারের কাজকর্ম জন্য এই চ্যানেলটা চোখে পারেনি। আজকেই প্রথম আপনার রান্না দেখলাম। একসময় বগুড়া ছিলাম, সাহেবের চাকরির জন্য। জলেশ্বরীতলা। বর্তমানে ধানমন্ডি ঢাকা। আপনার আর না হলে অবশ্যই আমাকে নক দিবেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।
হা হা হা কফি মেকারে কফি পড দিয়ে কফি বানানো ইদানীং শিখেছে তাই সে খুব এক্সাইটেড, সব সময় সার্ভ করতে চায়। একটু বড় হচ্ছে তো তাই! কয়েকদিন আগেও ওর শুধুমাত্র সুইচটা অন করার পারমিশন ছিলো। এখনও গরম কাপ ধরার অনুমতি পায় নাই 😂😂 কবে নিজের হাতে করে বাবা মাকে দিতে পারবে সেই অপেক্ষায় আছে 😍😍😍😍😍
ওয়াও দারুন রেসিপি আপা। আপনাদের রাননা আমার অনেক পছন্দ। রাননা করার সময় ভালবাসা ও আন্তরিকতা থাকলে টেস্ট হবেই। আমার বাড়ী কুমিল্লা। আমিও অনেক মায়া দিয়ে রাননা করি। শুকরিয়া আপা।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবছরের মত বাগান শেষ কারণ শীতে সব গাছপালা মৃত প্রায়। আবার মে মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তখন আরো ভালোভাবে ভিডিও করবো। আমাদের চ্যানেলে গাছপালা নিয়ে পূর্বের কিছু ভিডিও অলরেডী দেওয়া আছে। গাছের পরিচর্যা নিয়ে বেশকিছু ভিডিও করাও আছে ধীরে ধীরে এডিট করে আপলোড করবো। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
শফিক ভাই আমিও বগুড়া সারিয়াকান্দির মানুষ। আপনাদেরকে দেখে অনেক আপন মনে হয়,কারন আমিও প্রবাসী আর আমাদের বগুড়ার খুব মানুষই তো বিদেশে থাকে।বর্তমানে আমি ফ্রান্সে আছি। আর মন থেকে চাচ্ছি আমার বাসায় আপনারা সপরিবারে ঘুরতে আসেন।কবে আসবেন বলেন ভাই।
Thank you so much deaaarrr appuu dula vai.. Khub valo laglo recepie ta ma sha Allah.... Apnara kotto valo amader jne koto easy hoe jae recepie gulo ❤️❤️❤️❤️❤️🎀🎀🎀🎀
Ami west Bengal thke. . ... Ami to konodin kolmi sag khaina... But eta dekhar por nischoi khabo.... Ilish mach die korle kmn lagbe... Pls ektu bolben .. .
এই রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ নতুন। নীজে রান্না কোরবো আপনার পদ্ধতিতে। বগুড়ায় কি সবসময়ই শাকের সংগে মাছ দিয়েই করতে হবে না মাছ ছাড়াও শুধু শাক রাঁধা যায়?
মাছ ছাড়াও করা যায় তবে ছোট সাইজের কয়েকটি আলু স্লাইস করে দিবেন। দুইতে মিলে অপূর্ব স্বাদ নিয়ে আসবে। প্রথমবার রান্নার পর দ্বিতীয় বারে আরো ইমপ্রুভ হবে। কারণ তখন প্রথমবারের শিক্ষা থেকে একটু এদিক ওদিক adjust করে নিবেন।
লাল পেড়ে শাড়ি পরে বগুড়ার বধুয়া গো/ কলমি শাকের চ্চড়িটা আমাদেরও পাঠিও গো/ যুগ যুগ জিও দুজন/ দোয়া করে দিছি গো/ এমনি করে বাংলাকে সদাই ভালোবেসো গো। কবি প্রাবন্ধিক সালমা সেতারা। রংপুর, বাংলাদেশ। আমার ঘরে দুটি বগুড়ার মেয়ে ভাড়া থাকে। ওরা খুব ভাল মেয়ে। আমাকে খুব ভালবাসে।
খুবই সুন্দর মাদকতায় পরিপূর্ণ মাটির সোঁদা গন্ধযুক্ত কবিতা। বালাতেই আমাদের প্রাণ রেখে এসেছি গো অংপুরের আপা শুধু দেহগুলো বিলেতে আছে। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
বগুড়ার বৌ বলে কথা। এসব কথা শুনতে কার না ভালো লাগে, আবেগী হয়ে যাই। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
আমি আজ প্রথম দেখলাম চ্যানেল টা. সত্যি খুব ভালো লাগলো আর প্রায় 15 টা ভিডিও ও দেখে ফেলছি 😍😍. গার্ডেন এর প্রেমে পরে গেলাম. আসলে আমি ও এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী. কিন্তু সময় এর অভাবে সেইভাবে কখনো গার্ডেন করতে পারিনি. ইনশাআল্লাহ আপনাদের টা দেখে অনুপ্রাণিত হচ্ছি 😃😃
আপু এই পুঁইশাক গাছটা বাইরে রেখেছি শোপিস হিসাবে। পুইশাক গরমের সবজি আর ইউকেতে তেমন গরম পড়েই না তাই খাওয়ার জন্য যেগুলো সেগুলো Greenhouse এ থাকে। বাইরে থাকার জন্য একটু অসুস্থ হয়েছে। অনেক research করে দেখেছি এই ধরনের ফুটা হলেও এটি খাওয়া যায় এবং সম্পূন স্বাস্থ্য সম্মত।
আপা ----আপনার চুলায় গ্যাসের সাথে কম বাতাস ঢুকছে আর তাই হলুদ আগুন দেখা যাচ্ছে সঙ্গে বোনাস হিসেবে পাতিলের তলায় কালি পাচ্ছেন। বাতাসের পরিমান বাড়ান নয়তো তুলনা মুলক ছোট অরিফাইস লাগান গ্যাস নিয়ন্ত্রনের জন্য।
আস্সালামু আলাইকুম আপু অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাদের প্রশংসা পেলে বিশেষ করে বগুড়ার মানুষদের কাছ থেকে পেলে খুবই ভালো লাগে। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
@@rounakislam897 Ata Bogura teo khay vaiya,,,ami shidol ar recipe dekhte cheyeci,,,sathe bogurar othijobahi khabar gulo,,,shidol je sudhu bogurar oitijobahi seta boli ni
Apnader bagan ta dekhlei shanti lage.. deshi sobji r shaak gulor seeds kivabe ar kotha theke collect koren? Ami Germany te thaki.. sob somoy to desh theke ana tao possible hoy na.. ektu janale khub help hoto.. and lots of love and care for you ☺️
Assalamualikum, thanks apu. Amra online sellers ache thader kache kini.. tachara Amazon or ebay te o paoa zae. Sometimes Bengali shops e paben seeds. Love you too apu 😍💕
Shafiq Tanjeena, I’m watching your videos since one week. It’s very impressive video. I think you are a brilliant and talented boy and God give you a perfect life partner. Wish your happy and healthy life baba.
Sometimes the simplest things mean the most. We are humbled and grateful to you Auntie. We are touched beyond words Alhamdulillah. Our hearts just keep thanking you and thanking you. You’re a blessing to us. Take care yourselves.
Asalamualikum apu . Kalmi shak r UK te kivabe grow korechen ? Mane seed kothay peyechen ? Ami scotland thaki . Ki je valo lage kalmi sakh . But seed r ovabe kokhon a korte pari nai
আমাজান থেকে কিনেছি লিংকঃ Chinese Water Spinach Seeds 20g About 350+(Ipomoea aquatica) Organic Green Vegetabales Chinese Watercress Plants Easy to Grow Seeds for Planting Farm Yard Cooking www.amazon.co.uk/dp/B08B87VQT5/ref=cm_sw_r_cp_api_glt_fabc_W22JAA64PFJMC1R533K6
সাবস্ক্রাইব করলাম আপু। আপনারা যে উত্তরবঙ্গের এটা তো জানতামই না! নিজের দেশের মানুষ বলে কথা। এজন্যই বলি রান্না একদম মনের মত কেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার আশায়।
অনেক ধন্যবাদ আপু, মনে অনেক প্রশান্তি লাগে যখন শুনি আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেন, এত এত প্রশংসাসূচক কথা বলেন, আমাদেরকে সম্মান দেখানোর জন্য রেসিপিগুলো নিজেরা বানিয়ে ট্রাইও করেন, আমাদেরকে ভালোবাসেন। দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍💕💕💕❤️❤️❤️❤️
অসাধারণ! কী সুন্দর সবকিছু! এ জীবন স্বপ্নের, শৈশবের-কৈশোরের। বউ-বর সেজে খেলা -পাতির হালকা-আবছা স্বপ্নময় জীবন। আছে কফি-বিরতি,রান্নার ফাঁকে জায়া-পতি'র নির্দোষ খুনসুটি। স্পটে মিষ্টি বেবিটা নেই বটে, তবে তার অস্তিত্ব জোরদার। এই সবকিছুর মধ্যে রান্না বিষয়ক অভিজ্ঞতাগুলো ভিডিওটাকে আরও অর্থপূর্ণ করে তুলেছে। কলমি শাক খুব পছন্দ করে খাই, তবে সেটার চচ্চড়ি এভাবে অভিনব পদ্ধতিতে কখনও করা বা খাওয়া কোনোটাই হয়নি। অনেক ধন্যবাদ আর শুভকামনা।
আপু এত সুন্দর করে বর্ণনা করেছেন আমরা দুজনেই অভিভূত। এভাবে অনেক শাকই আমার শ্বশুর বাড়িতে চচ্চড়ি রান্না করে, খুবই মজা হয় 😍😍😍😍
সুন্দর একটা পরিবেশ। আর সুন্দর সুন্দর রান্না। দেখে যেন মন ভরে যায়।
আন্টি অনেক কিউট, কথাগুলি ভীষণ সুন্দর, আস্তে কথা বলার জন্য আমি ওনাকে ভীষণ লাইক করি, উনি অনেক বুদ্ধি মতি, সোভার।
Thank you so much 💖💝💕
অনেক ভালো একটা পরিবেশ রান্না খুব ভালো এক কথায় দেশের মতো দেখতে
ভালোবাসা আর কৃতজ্ঞতা 😍💕
আপু আপনাদের রান্নার পরি বেশ আর বাগানের সুন্দর দেখে আমি মুগ্ধ সাধু দেখে যাই আপু তোমাকে শাড়ির অনেক ভাল লাগে
আপ্নারা দুজনাই খুব গোছালো ভাবে কাজ করেন , সব চেয়ে ভাল লাগে ক্ষেত থেকে শাক সবজি তুলে নিয়ে সেগুলি কেটে ধুয়ে রান্না করেন, ভাল লাগে। আর আমার বাড়ি ঢাকা জিলায়। বগুড়া খালার বাড়ি অনেক গিয়েছি, বগুরার দই খেতে।
জিংক্যা করে আন্দিচ্ছেন মনে হয় অনেক স্বাদ হবি। আর ভাবির মুখে বগুরার কথা শুনতে চাই।
আপনাদের আয়োজনটা দারুণ। ঘরোয়া, বাঙালিয়ানা স্টাইলটা মুগ্ধ করে। আর আপনাদের নিজস্ব আঞ্চলিক রেসিপি যেগুলো দেখান, বেশ ক'টি নিজে করেছি। অনেক ধন্যবাদ পুরো পরিবারকে।
আমিও শাকে ধনিয়া পাতা পছন্দ না করার দলে, তবে ভাইয়া যে বলেন কিভাবে খাবেন এটা নিজের কাছে,,,, এটা ও আমি সম্মান করি, যার যার পছন্দ যার যার টেস্ট।।।
Khube nice laglo.sob thake valo Lage apnader video karon apnara comment ar reply den. Khube valo Lage se jonno
অন্য সবার ভ্লগ থেকে আপনাদের ভ্লগ টা অনেক বেশি অন্যরকম হয় আপু, দেখতেই কেমন একটা শান্তি শান্তি ভাব লাগে।
মন থেকে ভালোবাসা আপনার জন্য💗💕💜
সত্যি আমার ও এক ই কথা।ওনাদের দেখলে ই শান্তি লাগে
@@BelethBilashনা করে ৈঔবই ঞঞঞঞচঙগখ
আপনাদের জন্য ও মন থেকে ভালোবাসা রইলো।
এরকম বাগান আমিও করব একদিন ইনশাআল্লাহ.।।।
আপু চমৎকার, বগুড়ার বউ বলে কথা,সেই হয়েছে
Thank you so much 💝
অনেক সুন্দর একটা পরিবেশ সেই সাথে গ্রামের মতো রান্না বান্না দেখে খুব ভালো লাগে
Amr khub pochonder sob dhoroner purpuri...amr ammu onek dhoroner purpuri ranna kre...so yuammi..love from Bogura 😍😍
মন থেকে ভালোবাসা আপনার জন্য আর কৃতজ্ঞতা💜❣️💕
আমার দেখা সব গুলো ইউটিউব ব্লগ থেকে আমার সবচেয়ে প্রিয় এই চ্যানেল।আপু আপনাদের বাড়ি টা এত সুনদর আমার কাছে সপ্নে বাড়ী মনে হয়
মন থেকে ভালোবাসা আপনার জন্য আর কৃতজ্ঞতা 💗আপনার সুন্দর কথার কারনে উৎসাহ বেড়ে গেলো, দোয়া করবেন আপু। ❤️💖
আপনাদের সাবসক্রাইবার আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় ছোট্ট একটা বাংলাদেশ গড়ে ফেলছেন।সত্যি আপু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ডিজার্ভ করেন নিসন্দেহে।
আপু আমার বাড়ি ও নরসিংদী পাঁচদোনা তে। সংসারের কাজকর্ম জন্য এই চ্যানেলটা চোখে পারেনি। আজকেই প্রথম আপনার রান্না দেখলাম। একসময় বগুড়া ছিলাম, সাহেবের চাকরির জন্য। জলেশ্বরীতলা। বর্তমানে ধানমন্ডি ঢাকা। আপনার আর না হলে অবশ্যই আমাকে নক দিবেন। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।
Thank you আপনার ভালোবাসা আমাদের আরও উৎসাহ দিবে☺️ মন থেকে ভালোবাসা আপনার জন্য আর কৃতজ্ঞতা, আমাদের জন্যও দোয়া করবেন
আমি ও বগুড়ার মেয়ে এবং বউ। বর্তমানে আমেরিকায় ছেলের বাসায় । সবগুলো রান্নায় আমি অভ্যস্ত এবং অনেক রান্না জানা তবুও ভাল লাগে যে তোমরা বগুড়ার রান্না দেখাও।
সত্যি মাখানো দেখেই খেতে ইচ্ছা করছে।
Khub vhalo legeche,poribesh ta onek sundor❤️❤️❤️
আপু কাচ্চি বিরিয়ানি তে কি কি মসলা ব্যাবহার করছেন সেটা description box এ দিয়ে দিবেন প্লিজ
তীর্ণ বাচ্চাটা কফিও বানাতে পারে! 🤤🤤
মাশআল্লাহ বাচ্চারাও তাদের আম্মু পাপার মতো খুব গুণের হচ্ছে 😇
বাগানের ফ্রেশ শাকসবজি দিয়ে তানজিলা আপুর রান্না চচ্চড়ি দেখেই খেতে ইচ্ছে করছে 😍😍😋
হা হা হা কফি মেকারে কফি পড দিয়ে কফি বানানো ইদানীং শিখেছে তাই সে খুব এক্সাইটেড, সব সময় সার্ভ করতে চায়। একটু বড় হচ্ছে তো তাই! কয়েকদিন আগেও ওর শুধুমাত্র সুইচটা অন করার পারমিশন ছিলো। এখনও গরম কাপ ধরার অনুমতি পায় নাই 😂😂 কবে নিজের হাতে করে বাবা মাকে দিতে পারবে সেই অপেক্ষায় আছে 😍😍😍😍😍
ওয়াও দারুন রেসিপি আপা। আপনাদের রাননা আমার অনেক পছন্দ। রাননা করার সময় ভালবাসা ও আন্তরিকতা থাকলে টেস্ট হবেই। আমার বাড়ী কুমিল্লা। আমিও অনেক মায়া দিয়ে রাননা করি। শুকরিয়া আপা।
Mashallah khub shundor video sharing. Big Like. Pashay thakben.
আপনাদের রান্নার ব্লগ জাস্ট অসাধারণ লাগে
খুব ভালো লাগলো আপুনি , বিশেষ করে শাড়ি পড়ে রান্না করা মনে হয় নতুন বউ রান্না করছে 🥰🥰 মাসা আল্লাহ
সালাম আপু। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ শাড়ী আমার খুব পছন্দের পোষাক। সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
@@BelethBilash অলাইকুম আসসালাম ফি আমানিললাহ
@@BelethBilash বব
পখগীঈককখখীঈঈ
আমি আপনাদের প্রতিটি ভিডিও খুব আনন্দ নিয়ে দেখি, কখন যে সময় চলে যায় বুঝতেই পারিনা।
Khub khub valo legese apu r eta ki ki mas diy ranna kora jay
এক কথায় অসাধারণ লাগলো ভিডিওটা। পুরোটাই দেখলাম। বন্ধু বানিয়ে নিলাম।
অসাধারণ রান্না। নাটর আমার বাসা। আমাদের এলাকাতেও কুরি কচু বলে। চচ্চড়ি কে পুরপুরি বলে।
নাটোর আর বগুড়া পাশাপাশি দুই ভাই। 😍😍😍
আপু আপনাদের পুরো বাগানের একটা ভিডিও দিলে খুশি হব। কিভাবে গুছিয়ে ফুল ও সবজি লাগিয়েছেন ভিডিও দিলে আমার খুব উপকার হত। ধন্যবাদ।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবছরের মত বাগান শেষ কারণ শীতে সব গাছপালা মৃত প্রায়। আবার মে মাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তখন আরো ভালোভাবে ভিডিও করবো। আমাদের চ্যানেলে গাছপালা নিয়ে পূর্বের কিছু ভিডিও অলরেডী দেওয়া আছে। গাছের পরিচর্যা নিয়ে বেশকিছু ভিডিও করাও আছে ধীরে ধীরে এডিট করে আপলোড করবো। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
যত দেখি মন ভরে যাই আপনাদের ভিডিও ❤️🥰😋
আসসালামুয়ালাইকুম কেমন আছেন আপু, আপু আপনার রান্না টা দেখতে দারুন হয়েছে আপু, লাইক দিয়ে দিলাম, ভালো থাকবেন বোন দোয়া রইল,
ওয়া আলাইকুম সালাম ফাহমিদা আপু। সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
Ami India thake upnader vedio guli dekhi...Ami West Bengal theke belong kori ....
শফিক ভাই আমিও বগুড়া সারিয়াকান্দির মানুষ। আপনাদেরকে দেখে অনেক আপন মনে হয়,কারন আমিও প্রবাসী আর আমাদের বগুড়ার খুব মানুষই তো বিদেশে থাকে।বর্তমানে আমি ফ্রান্সে আছি। আর মন থেকে চাচ্ছি আমার বাসায় আপনারা সপরিবারে ঘুরতে আসেন।কবে আসবেন বলেন ভাই।
মন থেকে ভালোবাসা আর কৃতজ্ঞতা , আপনার জন্য দোয়া রইলো, Insha Allah France এ কখনো গেলে যানাবো💙💜
@@BelethBilash অবশ্যই জানাবেন। অনেক খুশি হবো।আসার আগে শুধু আমাকে একটু নক দিবেন।
Thank you so much deaaarrr appuu dula vai.. Khub valo laglo recepie ta ma sha Allah.... Apnara kotto valo amader jne koto easy hoe jae recepie gulo ❤️❤️❤️❤️❤️🎀🎀🎀🎀
Ami west Bengal thke. . ... Ami to konodin kolmi sag khaina... But eta dekhar por nischoi khabo.... Ilish mach die korle kmn lagbe... Pls ektu bolben
..
.
এই রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ নতুন।
নীজে রান্না কোরবো আপনার পদ্ধতিতে।
বগুড়ায় কি সবসময়ই শাকের সংগে মাছ
দিয়েই করতে হবে না মাছ ছাড়াও শুধু শাক রাঁধা যায়?
মাছ ছাড়াও করা যায় তবে ছোট সাইজের কয়েকটি আলু স্লাইস করে দিবেন। দুইতে মিলে অপূর্ব স্বাদ নিয়ে আসবে। প্রথমবার রান্নার পর দ্বিতীয় বারে আরো ইমপ্রুভ হবে। কারণ তখন প্রথমবারের শিক্ষা থেকে একটু এদিক ওদিক adjust করে নিবেন।
Eto plants hoyece. Amar vegetables onek valo lage khete. Amazing Garden. Ami chai 1 hour boro video 😍😍😍😍😍😍😍😍😍
আপু লোকজন আমাদেরকে সবুজের মা বাবা বলে হাহাহা। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
Ato shundor bagan apnar mashalalh. Birmingham e amar mama ra thaken. Summer e berate jai ami. Akbar apnar bagan dekhte ashbo jodi permission den😊
Insha Allah, will see if we can meet
আমার বারান্দায় কল্মি শাক উঠেছে। সুন্দর মজাদার রান্না।
অসংখ্য ধন্যবাদ আপু
খুব সুন্দর হয়েছে রান্না। সেই সাথে শাড়ি মাথায় ঘোমটা বিদেশে থেকেও সব মিলিয়ে পরিচ্ছন্ন একটি ভিডিও।
আস্সালামু আলাইকুম আপু অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাদের প্রশংসা পেলে খুবই ভালো লাগে। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
Mashallah apu vaiya r bagan ta khub Shundor 😍nijer gacher tatka Shobji tule ranna kore khawar mojai Alada 🥰
সবই গাছ থেকে তুলে নিয়ে রান্না করেন গ্রাম্য একটা পরিবেশের মতো লাগে অনেক ভালো লাগে আপু❤️
অনেক সুন্দর লাগছে মনে হয় মজা হবে । বানায়ে খাব ইনশাল্লাহ
Darun ...🥰
অনেক নাইচ ভিডিও সব থেকে ভালো লাগে আপনাদের বাগানের করা সবজিগুলো 👌👌💖
Thank you 😊
আমার তো খেতে ইচ্ছে করছে 🤤🤤🤤
লাল পেড়ে শাড়ি পরে বগুড়ার বধুয়া গো/ কলমি শাকের চ্চড়িটা আমাদেরও পাঠিও গো/ যুগ যুগ জিও দুজন/ দোয়া করে দিছি গো/ এমনি করে বাংলাকে সদাই ভালোবেসো গো।
কবি প্রাবন্ধিক সালমা সেতারা।
রংপুর, বাংলাদেশ।
আমার ঘরে দুটি বগুড়ার মেয়ে ভাড়া থাকে। ওরা খুব ভাল মেয়ে। আমাকে খুব ভালবাসে।
খুবই সুন্দর মাদকতায় পরিপূর্ণ মাটির সোঁদা গন্ধযুক্ত কবিতা।
বালাতেই আমাদের প্রাণ রেখে এসেছি গো অংপুরের আপা শুধু দেহগুলো বিলেতে আছে। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
আসছালামুআলাইকুম আপু আজকের রেসিপি অনেক ভাল লাগল আমিও এভাবেই রান্না করি আপু
সব কিছু কি যে অপূর্ব সুন্দর আপু মাশাল্লাহ বগুড়ার বউয়ের চচ্চড়ি তো সেই রকম হয়েছে💚💚💚💜
বগুড়ার বৌ বলে কথা। এসব কথা শুনতে কার না ভালো লাগে, আবেগী হয়ে যাই। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
Valoi hobe apu wait korbo ai dintar jonno
হামি বোগড়্যার ছোল বারে, আর ঢাকাইয়া বউ..খুব মিস করিচ্চি মায়ের হাতের চচ্চড়ি,উনকা সাদ কুটিও পাইনা বারে
অনেক দিন ধরে আপনাদের সাথে আছি। তবে বৃষ্টিকে ধন্যবাদ। ওর জন্য আরও অনেক নতুন সদস্য বেড়েছে 🌸🌿
সত্যি বলেছেন আপু 😍🥰মন থেকে ভালোবাসা আপনার জন্য আর কৃতজ্ঞতা আপনার জন্য
@@BelethBilash 🥰🥀
আমি আজ প্রথম দেখলাম চ্যানেল টা. সত্যি খুব ভালো লাগলো আর প্রায় 15 টা ভিডিও ও দেখে ফেলছি 😍😍. গার্ডেন এর প্রেমে পরে গেলাম. আসলে আমি ও এই ব্যাপারে অত্যন্ত আগ্রহী. কিন্তু সময় এর অভাবে সেইভাবে কখনো গার্ডেন করতে পারিনি. ইনশাআল্লাহ আপনাদের টা দেখে অনুপ্রাণিত হচ্ছি 😃😃
Alhamdulillah, 💕❤️খুব ভালো লাগলো শুনে , আমরা চেষ্টা করছি নিয়মিত ভ্লগ দেয়ার .. দোয়া করবেন এবং ভালো থাকবেন 💝
Apu puisak gacer patai aktu pata sidro Roger alamot dakci.atar dike nojor den .karon apnader garden ar sobji dakhi sotejo rog muktu tai bollam
আপু এই পুঁইশাক গাছটা বাইরে রেখেছি শোপিস হিসাবে। পুইশাক গরমের সবজি আর ইউকেতে তেমন গরম পড়েই না তাই খাওয়ার জন্য যেগুলো সেগুলো Greenhouse এ থাকে। বাইরে থাকার জন্য একটু অসুস্থ হয়েছে। অনেক research করে দেখেছি এই ধরনের ফুটা হলেও এটি খাওয়া যায় এবং সম্পূন স্বাস্থ্য সম্মত।
Bagane gach gulo k ki sar den.ato valo dkhte
Mashallah Alhamdulillah anek Sundar
মাশো আল্লাহ সত্যিই যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি ।ইচ্ছে হচ্ছে একদিন ঘুরতে যাব আপু আর ভাইয়ার বাসায় ।
Insha Allah মন থেকে ভালোবাসা আপনার জন্য আর কৃতজ্ঞতা
Can u give information about ur kitchen?
I’m living usa I like to build outdoor kitchen like ur kitchen but I want to some info thank you
Salam, thanks for your msg, actually we are working on it and still 50% work has been done. After finished we will upload soon the whole process 😊😍
@@BelethBilash thank you so much 😊
Assalamualaikum Apu & vaiya
Such a lovely to watch ur video
Mashallah ur garden & cooking recipe really so precious.
মন থেকে ভালোবাসা আপনার জন্য আর কৃতজ্ঞতা
🙏🙏সালাম ও অভিনন্দন, বাংলাদেশ থেকে।
Bangladesher khabar anek testy
আপু আপনাদের বাড়িটা মাশা আল্লাহ খুব সুন্দর। আপু ভিডিওর সাউন্ড টা আরেক টু বেশি হলে শুনতে খুব ভাল লাগতো।
Thanks dear apu, চেষ্টা করছি improve করতে💙💕
@@BelethBilash অনেক ধন্যবাদ এবং ভালবাসা রইলো আপু।
আপা ----আপনার চুলায় গ্যাসের সাথে কম বাতাস ঢুকছে আর তাই হলুদ আগুন দেখা যাচ্ছে সঙ্গে বোনাস হিসেবে পাতিলের তলায় কালি পাচ্ছেন। বাতাসের পরিমান বাড়ান নয়তো তুলনা মুলক ছোট অরিফাইস লাগান গ্যাস নিয়ন্ত্রনের জন্য।
আপু। রান্না টা। খুব। হইছে তরকারি। যতো। মাখানজাবে। ততো। মজা। হবে। এই। কথাটা। আমার মা। বলে। ❤️❤️
আমার শ্বাশুড়ীর কাছ থেকে শেখা। এভাবে তরকারি এত মজা হয় বলে বোঝানো যাবে না 😍😍😍😍😍 ভালোবাসা অবিরাম 😍😍😍
আপনাদের সব রেসিপি খুব ভাল লাগে।❤️❤️❤️❤️
mon teke doa kori ei happy family r jonno
চচ্চরি শিখলাম,থেংক ছ আপু।
Apu khub valo laglo recipe ta dekha ami bogurar maya
আস্সালামু আলাইকুম আপু অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাদের প্রশংসা পেলে বিশেষ করে বগুড়ার মানুষদের কাছ থেকে পেলে খুবই ভালো লাগে। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
@@BelethBilash Thank you so much apu amar comment ar reply daoyar jonno ❤❤❤
Assalamu Alaikum, Ma Shaa Allah, the recipe looks so yummy 😋
হামাগেরে বগুড়ার মানষের কাচে চচ্চড়ি (পুরপুরি) খুবই মজার খাবার,,,শিদল এর রেসিপি দেখতে চাই,,,বগুড়ার ঐতিহ্যবাহী খাবারগুলো সবার মাঝে ছড়িয়ে দিন
Insha Allah 💙dua korben thank you so much 😊
Shidol bograr khabar holo kobe theke? eita Dinajpur and rangpur er oitijjobahi khabar .
@@rounakislam897 Ata Bogura teo khay vaiya,,,ami shidol ar recipe dekhte cheyeci,,,sathe bogurar othijobahi khabar gulo,,,shidol je sudhu bogurar oitijobahi seta boli ni
Achaa!asole bujte parini apu sorry.shidol er recipe dhekte chaoyar por bograr khabarer kotha likhesen to tai bujte parini bon.
@@rounakislam897 It’s ok brother,,
Apu dekte kinto daroon lagche try korbo In sha Allah" judi ei shak ta pai, apnake oshonko dunnobad ei recipe share korar junno
ইনশাআল্লাহ আপু
চাইনিজ or থাই grocery এই শাক পাওয়া যায়। 😍😍😍😍
Thank you apu for information
Bogura kothai bari apnader
Bograr konti bari apnigere
কি যে ইচ্ছে করছে খেতে😋😋
আসলেই দেশী খানা বলে কথা so tempting 😋😋😋😋
@@BelethBilash exactly 👍 best wishes for u khalamoni😘😘
Apnader bagan ta dekhlei shanti lage.. deshi sobji r shaak gulor seeds kivabe ar kotha theke collect koren? Ami Germany te thaki.. sob somoy to desh theke ana tao possible hoy na.. ektu janale khub help hoto.. and lots of love and care for you ☺️
Assalamualikum, thanks apu. Amra online sellers ache thader kache kini.. tachara Amazon or ebay te o paoa zae. Sometimes Bengali shops e paben seeds. Love you too apu 😍💕
Shafiq Tanjeena,
I’m watching your videos since one week. It’s very impressive video. I think you are a brilliant and talented boy and God give you a perfect life partner.
Wish your happy and healthy life baba.
Sometimes the simplest things mean the most. We are humbled and grateful to you Auntie. We are touched beyond words Alhamdulillah. Our hearts just keep thanking you and thanking you. You’re a blessing to us. Take care yourselves.
@@BelethBilash Alhamdulillah. My doa to your kids. I think they are growing a very beautiful family atmosphere.
আপু,,, আজ তোমাকে খুব সুন্দর লেগেছে দেখতে। আর তোমার রান্না টি ও দারুণ হয়েছে। ধন্যবাদ তোমাদের দুজনকেই,, এত সুন্দর উপস্থাপনার জন্য।💖💖💖
অসংখ্য ধন্যবাদ আপু, ❤️
Good sharing. Thanks
Ki mach diye ranna krte hoi
ছোট মাছ বড় মাছ সবই চলবে। যেহেতু ফ্রেশ কাঁচা মাছ সরাসরি ব্যবহার করা হয় তাই নদীর বা বিলের মাছ সব চাইতে বেশী মজা হয়।
Abar r akta yummy racipe drklam
Asslamualaikum apu mashoallah oshadaron vlog really so different 👌❤️❤️❤️
Thanks dear
দেখেই জিভে মানি এসেযাবার মত একটা রেসিপি
Asalamualikum apu . Kalmi shak r UK te kivabe grow korechen ? Mane seed kothay peyechen ? Ami scotland thaki . Ki je valo lage kalmi sakh . But seed r ovabe kokhon a korte pari nai
Walaikum Salam thanks for your comment dekhi ami detail ta pai naki
Assalamualaikum apu vaiya kamon achen mashallah so beautiful video mojar recipe ❤️❤️👌🇧🇩
Apu o Vaiya,apnara kolmi shak er beez kothai theke shongroho kore chilen?please ektu janaben….khub valo hoto……..thank you
আমাজান থেকে কিনেছি লিংকঃ
Chinese Water Spinach Seeds 20g About 350+(Ipomoea aquatica) Organic Green Vegetabales Chinese Watercress Plants Easy to Grow Seeds for Planting Farm Yard Cooking www.amazon.co.uk/dp/B08B87VQT5/ref=cm_sw_r_cp_api_glt_fabc_W22JAA64PFJMC1R533K6
@@BelethBilash MashaAllah……many many thanks apu……Allah khub valo rakhun apnaderke❤️❤️❤️
Very nice.Suvo kamona roilo.
Thank you so much ❤️💕
বিদেশের মাটিতে এই তাজা যদি আমরা দুবাই পেতাম 🤣🤣🤣🤣
Khub bhalo laglo
Thanks api nice hoyce.
পুইশাক এর সাথে মুসুরের ডাল দিয়ে রান্না করলে অনেক মজা হয়
খুবই সুন্দর রান্না। আপনাদের চ্যানেলটা দিন দিন আমার মোস্ট ফেবারিট হয়ে যাচ্ছে ❣️
কি যে সুন্দর করে বলেন আপু মনটা ভরে যায় আরো উৎসাহ পাই। 😍😍😍😍
আপু তোমার বাড়ি কোথায়... আমার বাড়ি বগুড়া
আস্সালামু আলাইকুম আপু আমার বাবার দেশের বাড়ী নরসিংদী শ্বশুর বাড়ী বগুড়া। ভিডিওতে বলেছি তো আপু। আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
সাবস্ক্রাইব করলাম আপু। আপনারা যে উত্তরবঙ্গের এটা তো জানতামই না! নিজের দেশের মানুষ বলে কথা। এজন্যই বলি রান্না একদম মনের মত কেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার আশায়।
মন থেকে ভালোবাসা আপনার জন্য, ধন্যবাদ ❤️💕💖
Salaam sis.very nice chorcori.For me it's new technique. Next time i will follow your recipe.Take care.see you soon.❤️
Walaikum Salam, Thanks dear sister. 💗Insha Allah
আপনাদের রান্নার ভিডিও গুলি খুব ভালো লাগে ।
Thank you so much dear apu
৬৩ বছরের জীবনে যিনি একটিও মিথ্যা কথা বলেন নি তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
একদিন রান্নাটা ট্রাই করতে হবে দেখতে অনেক ভালো লাগছে ।
Thanks dear Apu 😍😍
As salamu alaykum apu bhaia dekhlei to khete icche korse ekhon kolmi shak kinte grocery te jete hobe dua thakbe
ওয়া আলাইকুম সালাম আপু অনেক অনেক ধন্যবাদ আপু, কলমি শাক অনেকবেশী ভালো লাগে যেভাবেই রান্না করা হোক না কেন।
সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্যও দোয়া করবেন। 😍😍😍❤️❤️❤️❤️
ami apnar kac teke deke Hajir biriani try koreci sobai bolce kob moja hoce
অনেক ধন্যবাদ আপু,
মনে অনেক প্রশান্তি লাগে যখন শুনি আপনারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেন, এত এত প্রশংসাসূচক কথা বলেন, আমাদেরকে সম্মান দেখানোর জন্য রেসিপিগুলো নিজেরা বানিয়ে ট্রাইও করেন, আমাদেরকে ভালোবাসেন। দোয়া করি ভাল থাকবেন ইনশাআল্লাহ । 😍😍😍😍💕💕💕❤️❤️❤️❤️
Didi mach ta lite fry kora niya jodi kori.... actually amara kacha mach a khub e gondho laga...ami India thaka bol chi
হ্যা দিতে পারেন, কাঁচা fresh মাছ দিলে মজার হয় ফ্লেভারটা, কিন্তু টাটকা না হলে আবার গন্ধ লাগে… মাছ না চাইলে ডিম বা গোশ্ত দিয়েও করা যায় ।