আমি সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর করেছি দেশের পরিস্থিতি যতই খারাপ হোক এই ব্যাংকে টাকা রাখলে কি নিশ্চিত গ্যারান্টি পাবো যে টাকা যেকোনো মুহূর্তে তুলতে পারবো? সঠিক জানতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম
দেখুন প্রতিটি ব্যাংকেই নিরাপদ, তবে বর্তমানে সামান্য সমস্যা হওয়ার কারনে সবাই আতংক। তবে সব ব্যাংকই নিরাপদ। আর পোস্ট অফিস সরকারি ভাবে, এটাও নিরাপদ। তবে দেখে শুনে বুঝে টাকা রাখবেন।
আমি একটা স্টুডেন্ট একাউন্ট খুলতে চাই, পড়াশোনার পাশাপাশি ব্যবসা করি। সুতরাং কিছু টাকা সপ্তাহে বা মাসে কয়েকবার টাকা জমা রাখতে চাই। সর্বোচ্চ কত টাকা রাখতে পারবো।। আমার জন্য কোন ব্যাংক ভালো হবে স্যার।
নির্দিষ্ট করে কোন ব্যাংকের কথা বলা ঠিক নয়। এটি একান্ত আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করবে। তবে স্টুডেন্ট একাউন্টে যেহেতু বছরে কোন চার্জ নেই, একজন স্টুডেন্ট হিসেবে এই অ্যাকাউন্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই একাউন্টের সর্বোচ্চ সীমা বলতে কোন কিছু নেই। তবে অধিক সংখ্যক লেনদেন করলে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ করতে পারে।
দেখুন নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই। ব্যাংক শব্দ টাই আস্থা এবং বিশ্বাসযোগ্য। তবে বেক্তিবেধে সকলের পছন্দ অপছন্দ আছে। তাই আপনিও দেখে শুনে পছন্দনীয় ব্যাংকে টাকা রাখতে পারেন৷
যমুনা ব্যাংকে ২০১৪ একটি ডিপোজিট করা হয় ১০০০ টাকা করে ১০ বছরের জন্য। তখন যমুনা ব্যাংকের চারট ১০ বছর পর মানে ২০২৪ সালে ২১১০০০ টাকা পাব।কিন্তু ব্যাংকে যাওয়ার পর উনারা বলেন ১৯৩০০০ টাকা পাব। উনারা বলছেন যে ভ্যাট ট্যাক্স বাবদ ১৮০০০ টাকা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এতটা কথা হওয়ার কথা না। কত টাকা ভেট টেক্সট কাটানো হয় দয়া করে আপনি একটু জানাবেন।
ভাই আমি সোশ্যাল ইসলামী ব্যাংকূ নতুন একটা একাউন্ট খুলছি,, আমার কোন ডিপোজিট বা ডিপিএস খুলা নাই,, আমি এখন বিদেশে গিয়ে টাকা জমাতে পারবো এই একাউন্টে।। আর আমি এখান থেকে কোন লাভ পাবো কি না??,
আপনি যে একাউন্ট টি চালু করে গেলেন সেটা সেভিংস একাউন্ট। তবে, এখানে আপনি লাভে পরিমাণ টি অন্যান্য একাউন্ট এট তুলনায় কম পাবেন। এবং ২৫০০০ টাকর বেশি টাকা জমার উপর বছরে ২ বার লাভ পাবেন, জুন এবং ডিসেম্বর.... ধন্যবাদ।
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আশা করি আল্লাহ্র রহমতে ভালো আছেন। ভাই আমি দুই লাক টাকা তিন বছরের জন্য ডিপোজিট করেছি আমি প্রবাসে আছি।। এখন ভাইয়া আমি তিন বছরের মধ্যে দেশে আসতে পারব না হয়তো কিছু দিন পরে আসতে হবে।। আমি ব্যাংকের সাথে কোনো ভাবে যোগাযোগ করতে পারছি না এখন আমার টাকা গুলো কি কোনো সমস্যা হবে, পরে উঠালে বা আমার যোগাযোগ ছাড়া কি তারা অটো আপডেট করে দিবে নাকি আমার বলতে হবে তাদের কে অটো আপডেট করে দেওয়ার জন্য।
প্রয়োজন ছাড়া কার্ড গ্রহন না করাই ভালো, প্রথম কথা। আপনি যে ব্যাংকে একাউন্ট করেছেন সেখানে গিয়ে কার্ডের আবেদন করলে, আপনি ভিসা কার্ড পাবেন৷ চার্জ এর বিষয় টি হলো ব্যাংক অনুযায়ী কার্ড চার্জ ভিন্ন হতে পারে। তবে ৫০০০০ টাকার কার্ড এর চার্জ বাৎসরিক, ২৫০ - ৫০০ টাকার মধ্যে থাকতে পারে। ধন্যবাদ ...
@@LearningPoint609 Ami Kichu taka FDR korechi to oi takar interest er Jonno card nite chacchi 1lak takar card er charge koto hote pare.. markentile bank er
@@LearningPoint609 uttolon and joma korar somoy kono charge katbe... R card diye jodi kono lenden na kori ba account a kono taka na thake tahole ki kono problem hobe sir
Sir ...ami aj k 9 lakh 50 hjr taka ...fixed deposit koresi ... Amar account thekr taka kete niyese ... Kintu fixed deposit er kono sme aseni .. Amake ekta Fixed deposit (FD) Certificate diyese Eta ki thik ase ?????
ব্যাংক তার নির্দিষ্ট গতিতে চলবে এবং ব্যাংকগুলো সচল থাকবে। তবে ব্যক্তিগতভাবে আপনার যদি টাকা রাখতে আপনার সংকোচ বোধ মনে হয় তাহলে সেটি হবে আপনার ব্যক্তিগত বিষয়।
স্যার, আমি সৈদি থেকে বাংলাদেশ জনতা ব্যাংক একাউনট এ টাকা পাঠিয়েছি আজ ১৫ দিন হলো এখন জনতা ব্যাংকে গেলে বলে আসে নি,তারা বলে ইসলামি ব্যাংকে চলে গেছে সব কিছু ঠিক আছে ভুল করে ইসলামিক শাখা দিয়ে দিছে, এখন কি করবো
আচ্ছা স্যার আমার একটা বিষয় জানার ছিল অনুগ্রহ করে উত্তর দেবেন প্লিজ। ২০ লাখ টাকা একসাথে এফ ডি আর করতে চেয়েছিলাম এখন ভাবতেছি একটা বিষয় যেহেতু পাঁচ লাখ টাকার উপরে হলে প্রতি বছরে ৫০০ টাকা করে সরকারকে চার্জ দিতে হয় তাহলে ২০ লাখ টাকা একসাথে না করে পাঁচ লাখের নিচে মানে ৪ লাখ করে করলে ভাল হয় না??? অনুগ্রহ করে জানাবেন. নাকি ৫ লাখ করে করা যাবে ৫ এর উপরে বরাবর করে করলে কি ৫০০ টাকা হারে কাটবে?দশ বছরের জন্য স্ক্রিম গুলো ভাবতেছি।
আসসালামু আলাইকুম। আপনার ভিডিও গুলো খুবই হেল্পফুল।ভাই আমার প্রশ্ন হলো আমি কি একই ব্যাংকে একই একাউন্ট এ ৪ লাখ করে ৩/৪ বার ফিস্কট ডিপোজিট করতে পারবো।আর এর সিস্টেম টাই বা কিভাবে।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আপনার ভিডিও দেখে আমি আজ থেকে ২মাস আগে ৪লাখ টাকা ইসলামি ব্যাংক ডিপোজিট রেখেছি ৩মাসের জন্য। এখন কি টাকা টা তুলা যাবে? আর বর্তমান পরিস্থিতিতে টাকা রাকাটা কি টিক হবে?
ধন্যবাদ স্যার উপকৃত হলাম ভীষণ আপনাকে সাবস্ক্রাইব করলাম চোখ বন্ধ করে আশা করি প্রতিনিয়ত এমন ভিডিওগুলো দেবেন আমরাও পাশে থাকবো। ইনশাল্লাহ
ইনশাআল্লাহ, সঠিক এবং নির্ভর যোগ্য ব্যাংকিং নিউজ পাবেন।
Jeddah. ...nice.
🥰🥰🥰
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ, আসা করি সাথে থাকবেন। ❤️
আমি সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র ও এফডিআর করেছি দেশের পরিস্থিতি যতই খারাপ হোক এই ব্যাংকে টাকা রাখলে কি নিশ্চিত গ্যারান্টি পাবো যে টাকা যেকোনো মুহূর্তে তুলতে পারবো? সঠিক জানতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম
❤️❤️
Vaiya apnar ki Kono sms asce phn a ...Ami o FDR korace kintu Kono sms aseni
Many Many Thanks
welcome ❤️
Good 😊❤
❤️❤️❤️
Good
Thanks... ❤️❤️
Vhai post office tk rakha kotota nirapodh ektu janaben plzz . Kon bank tk rakhle ekdom safe thakbe seta o janaben plz
দেখুন প্রতিটি ব্যাংকেই নিরাপদ, তবে বর্তমানে সামান্য সমস্যা হওয়ার কারনে সবাই আতংক। তবে সব ব্যাংকই নিরাপদ। আর পোস্ট অফিস সরকারি ভাবে, এটাও নিরাপদ। তবে দেখে শুনে বুঝে টাকা রাখবেন।
ধন্যবাদ ভাইয়া আপনার সবকিছু ভালো লাগছে আল আরাফা ব্যাংকের কি অবস্থা একটু জানাবেন
ব্যাংক গুলো বর্তমানে স্বাভাবিক আছে।
সাড়ে পাঁচ বছরের স্কিম টা করলে ভালো হবে,,,এই মুহূর্তে
আমি একটা স্টুডেন্ট একাউন্ট খুলতে চাই, পড়াশোনার পাশাপাশি ব্যবসা করি। সুতরাং কিছু টাকা সপ্তাহে বা মাসে কয়েকবার টাকা জমা রাখতে চাই। সর্বোচ্চ কত টাকা রাখতে পারবো।। আমার জন্য কোন ব্যাংক ভালো হবে স্যার।
নির্দিষ্ট করে কোন ব্যাংকের কথা বলা ঠিক নয়। এটি একান্ত আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করবে। তবে স্টুডেন্ট একাউন্টে যেহেতু বছরে কোন চার্জ নেই, একজন স্টুডেন্ট হিসেবে এই অ্যাকাউন্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই একাউন্টের সর্বোচ্চ সীমা বলতে কোন কিছু নেই। তবে অধিক সংখ্যক লেনদেন করলে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ করতে পারে।
@@LearningPoint609 অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকটি তথ্য লাগতো আমি স্টুডেন্ট একাউন্ট খুলে কি ডিপিএস করতে পারবো
নাইছ
ধন্যবাদ
Vaiya akhon jodi bank theke taka tulte chai tahole ki tulte parbo
Hae tola jabe..
আস্লামুলাইকুম । দয়া করে জানাবেন কোন ব্যাংকে এফ ডি আর করার জন্য নিরাপদ বা উত্তম ব্যাংক ।
দেখুন নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই। ব্যাংক শব্দ টাই আস্থা এবং বিশ্বাসযোগ্য। তবে বেক্তিবেধে সকলের পছন্দ অপছন্দ আছে। তাই আপনিও দেখে শুনে পছন্দনীয় ব্যাংকে টাকা রাখতে পারেন৷
যমুনা ব্যাংকে ২০১৪ একটি ডিপোজিট করা হয় ১০০০ টাকা করে ১০ বছরের জন্য। তখন যমুনা ব্যাংকের চারট ১০ বছর পর মানে ২০২৪ সালে ২১১০০০ টাকা পাব।কিন্তু ব্যাংকে যাওয়ার পর উনারা বলেন ১৯৩০০০ টাকা পাব। উনারা বলছেন যে ভ্যাট ট্যাক্স বাবদ ১৮০০০ টাকা হয়েছে।
কিন্তু আমার কথা হচ্ছে এতটা কথা হওয়ার কথা না। কত টাকা ভেট টেক্সট কাটানো হয় দয়া করে আপনি একটু জানাবেন।
আপনাকে যত টাকা লাভ দিবে, তার উপর ১৫% কাটবে, যদি আপনি টিন জমা না দেন৷
❤❤❤❤
ভাই আমি সোশ্যাল ইসলামী ব্যাংকূ নতুন একটা একাউন্ট খুলছি,, আমার কোন ডিপোজিট বা ডিপিএস খুলা নাই,, আমি এখন বিদেশে গিয়ে টাকা জমাতে পারবো এই একাউন্টে।। আর আমি এখান থেকে কোন লাভ পাবো কি না??,
আপনি যে একাউন্ট টি চালু করে গেলেন সেটা সেভিংস একাউন্ট। তবে, এখানে আপনি লাভে পরিমাণ টি অন্যান্য একাউন্ট এট তুলনায় কম পাবেন। এবং ২৫০০০ টাকর বেশি টাকা জমার উপর বছরে ২ বার লাভ পাবেন, জুন এবং ডিসেম্বর.... ধন্যবাদ।
আসসালামু আলাইকুম
কেমন আছেন ভাইয়া আশা করি আল্লাহ্র রহমতে ভালো আছেন। ভাই আমি দুই লাক টাকা তিন বছরের জন্য ডিপোজিট করেছি আমি প্রবাসে আছি।। এখন ভাইয়া আমি তিন বছরের মধ্যে দেশে আসতে পারব না হয়তো কিছু দিন পরে আসতে হবে।। আমি ব্যাংকের সাথে কোনো ভাবে যোগাযোগ করতে পারছি না এখন আমার টাকা গুলো কি কোনো সমস্যা হবে, পরে উঠালে বা আমার যোগাযোগ ছাড়া কি তারা অটো আপডেট করে দিবে নাকি আমার বলতে হবে তাদের কে অটো আপডেট করে দেওয়ার জন্য।
সমস্যা নেই। আপনি আসলে সেটা তুলতে পারবেন। আর অটো আপডেট হয়ে যাবে, তবে আপনি চাইলে লাভ সহ ভেঙ্গে পেলতে পারবেন।
Bank a naki taka nai...Fix deposit er takar kono somossa hobe ki?
সবাইকে তো টাকা দেওয়া হচ্ছে।
Sir ami new account korchi ekhon ami card nite chacchi but card er system and charge kichui bujhtesina amake kindly help korte parben
প্রয়োজন ছাড়া কার্ড গ্রহন না করাই ভালো, প্রথম কথা। আপনি যে ব্যাংকে একাউন্ট করেছেন সেখানে গিয়ে কার্ডের আবেদন করলে, আপনি ভিসা কার্ড পাবেন৷ চার্জ এর বিষয় টি হলো ব্যাংক অনুযায়ী কার্ড চার্জ ভিন্ন হতে পারে। তবে ৫০০০০ টাকার কার্ড এর চার্জ বাৎসরিক, ২৫০ - ৫০০ টাকার মধ্যে থাকতে পারে। ধন্যবাদ ...
@@LearningPoint609 Ami Kichu taka FDR korechi to oi takar interest er Jonno card nite chacchi 1lak takar card er charge koto hote pare.. markentile bank er
৫০০ টা থেকে ৭০০ টাকার মধ্যে। ১ লক্ষ টাকার ভিসা কার্ড
@@LearningPoint609 uttolon and joma korar somoy kono charge katbe... R card diye jodi kono lenden na kori ba account a kono taka na thake tahole ki kono problem hobe sir
Sir bollen na to
Sir ...ami aj k 9 lakh 50 hjr taka ...fixed deposit koresi ...
Amar account thekr taka kete niyese ...
Kintu fixed deposit er kono sme aseni ..
Amake ekta
Fixed deposit (FD) Certificate diyese
Eta ki thik ase ?????
হ্যাঁ ঠিক আছে। এসএমএস চলে আসবে সন্ধ্যার মধ্যে।
Ekhon o kono sms aseni ...
😥
ভাই আপনার এসএমএসটা কি এসেছে দয়া করে একটু জানাবেন @@rahid7693
ইসলামিক ব্যাংক এখন কতোটুকু নিরাপদ ভাই, আপনারা ভালো জানেন যদি একটু সঠিক তথ্য দিতেন ভাইজান❤
ব্যাংক স্বাভাবিক কার্যক্রম চলছে।
Jeddah. Bhanga
🙂
যমুনা ব্যাংকে টাকা ডিপোজিট করা ভাই কোন সমস্যা হবে??
ব্যাংক ছাড়া মানুষের জীবন অচল
ভাইজান ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্টের মোবাইল নাম্বার নষ্ট হয়ে গেলে একাধিক 5 10 বছর একাউন্টে টাকা থাকলে কিনো সমস্যা হইবে
না। তবে মোবাইল নাম্বার পরিবর্তন করে নিবেন।
দেশের বর্তমান পরিস্তিতিতে ব্যাংকে ফিক্সড ডিপজিট করা উচিত হবে কি? ব্যাংকে কিন্তু ইতোমধ্যে টাকা পাওয়া যাচ্ছে না
ব্যাংক তার নির্দিষ্ট গতিতে চলবে এবং ব্যাংকগুলো সচল থাকবে। তবে ব্যক্তিগতভাবে আপনার যদি টাকা রাখতে আপনার সংকোচ বোধ মনে হয় তাহলে সেটি হবে আপনার ব্যক্তিগত বিষয়।
Account na kole taka rakle sms ase na kno
একাউন্ট না করে, কোথায় টাকা রাখেন?
@@LearningPoint609 First security islami bank a FDR KORLE SMS ASE KINA
@@LearningPoint609 account na kore ki taka raka jai
ওহ!
FDR করে টাকা জমা রাখলে অবশ্যই SMS আসবে।
@@LearningPoint609 ওনারা বলল আসবে না, তাই জানতে চাইছি
ভাইয়া, এখন ইসলামি ব্যাংকের কি অবস্থা
ইয়েলো জোনে আছে।
ইসলামি ব্যাংকে এখন টাকা রাখলে কেমন নিরাপদ হবে
Ami dbbl bank e ...fdr korte chaasi ...
Ami ki dhoroner documents pbo oder theke?
Dbbl ei amr tk joma kora ase ..
চেক ব্লক পাবেন। প্রমাণপত্র
@@LearningPoint609 amar account e taka ase ... tahole seta uthiye ... oikhane abr rakha lagbe?
চেক বৈধ কিনা কি করে বুঝবো,,
শাখায় অন্যান্য অফিসার এর সাথে কনফার্ম হবেন।
ভাই নগদ থেকে টাকা ওঠানো যায়না কেনো
যায়, ইতিমধ্যে অনেকে টাকা উত্তোলন করেছে।
ইসলামী ব্যাংক ১০০% নিরাপদ।
সেটাই
ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য।
ফালতু আলোচনা ছাড়া আর কিছুই না
ইসলামিক ব্যাংকে টাকা জমা রাখছি,এখন দিচ্ছেন না।
দিবে, পরিস্থিতি তে হয়তো ক্যাশ কম তাই। তবে আপনি আপনার টাকা পাবেন।
স্যার, আমি সৈদি থেকে বাংলাদেশ জনতা ব্যাংক একাউনট এ টাকা পাঠিয়েছি আজ ১৫ দিন হলো এখন জনতা ব্যাংকে গেলে বলে আসে নি,তারা বলে ইসলামি ব্যাংকে চলে গেছে সব কিছু ঠিক আছে ভুল করে ইসলামিক শাখা দিয়ে দিছে, এখন কি করবো
ইসলামী ব্যাংকে এইভাবে যাওয়ার কথা না। তারপরও, আপনি ভালো করে চেক করে দেখুন।
আপনার নাম্বার টা দেওয়া যাবে@@LearningPoint609
আচ্ছা স্যার আমার একটা বিষয় জানার ছিল অনুগ্রহ করে উত্তর দেবেন প্লিজ। ২০ লাখ টাকা একসাথে এফ ডি আর করতে চেয়েছিলাম এখন ভাবতেছি একটা বিষয় যেহেতু পাঁচ লাখ টাকার উপরে হলে প্রতি বছরে ৫০০ টাকা করে সরকারকে চার্জ দিতে হয় তাহলে ২০ লাখ টাকা একসাথে না করে পাঁচ লাখের নিচে মানে ৪ লাখ করে করলে ভাল হয় না??? অনুগ্রহ করে জানাবেন. নাকি ৫ লাখ করে করা যাবে ৫ এর উপরে বরাবর করে করলে কি ৫০০ টাকা হারে কাটবে?দশ বছরের জন্য স্ক্রিম গুলো ভাবতেছি।
৪ লাখ করে ৫ টা করেন, তাহলে আবগারী শুল্ক কম আসবে ১৫০ টাকা করে৷ ৫ লাখ হলে ৫০০ টাকা করে আসবে... তাহলে প্রায় ২০০০ টাকা পড়ে যায়।
আসসালামু আলাইকুম। আপনার ভিডিও গুলো খুবই হেল্পফুল।ভাই আমার প্রশ্ন হলো আমি কি একই ব্যাংকে একই একাউন্ট এ ৪ লাখ করে ৩/৪ বার ফিস্কট ডিপোজিট করতে পারবো।আর এর সিস্টেম টাই বা কিভাবে।
এপডিযার করেচি কিতু মেসেস দেয়নাই চেকটা দিচে কি করবো
একটা যত্ন করে রেখে দিবেন। পারলে এফডিআর এর একাউন্ট স্টেটমেন্টটি চেক করে নিবেন।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই।
আপনার ভিডিও দেখে আমি আজ থেকে ২মাস আগে ৪লাখ টাকা ইসলামি ব্যাংক ডিপোজিট রেখেছি ৩মাসের জন্য।
এখন কি টাকা টা তুলা যাবে?
আর বর্তমান পরিস্থিতিতে টাকা রাকাটা কি টিক হবে?
ব্যাংকে গ্রাহকের টাকা নিরাপদ থাকবে।