বাংলা ভাষা এলো কোথা থেকে? বাংলা ভাষার জন্ম | History of Bengali Language | Think Bangla

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 592

  • @ThinkBangla
    @ThinkBangla  2 года назад +106

    দর্শকরাই থিংক-এর এগিয়ে যাবার অনুপ্রেরণা। আমাদের ভিডিওগুলো ভাল লাগলে লাইক করুন, থিংক-এর বাংলা এবং ইংরেজি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ❤

    • @dyt48
      @dyt48 2 года назад +4

      🥰🥰

    • @swapnosohagdream4002
      @swapnosohagdream4002 2 года назад +1

      💚

    • @believer5578
      @believer5578 2 года назад +1

      It would be better if you put English caption as well, I wanna share it with some of my foreign friends.

    • @swapnosohagdream4002
      @swapnosohagdream4002 2 года назад

      জনাব “বিলিভার” এ চলৎছবিটি বাঙালীদের জন্য করা হয়েছে, সুতরাং এর সবকিছুই বাংলা/বাঙলা ভাষায় প্রকাশ হবে। যখন ইংলিশ ভাষায় বর্ণনা করা হবে, তখন সেই চলৎছবিতে (Video’তে) ইংলিশ শিরোনাম দেয়া হবে। ধন্যবাদ! “Think-বাংলা”র পাশেই থাকুন এবং অন্যান্য চলৎছবি (Video) গুলোও দেখতে পারেন...

    • @believer5578
      @believer5578 2 года назад

      @@swapnosohagdream4002 আচ্ছা!!

  • @Farjahanshawon
    @Farjahanshawon Год назад +13

    কী যে অসাধারণ এক কাজ করছেন আপনারা! এই ভিডিওটি আজ থেকে ২০ বছর আগে পেলে আমি বাংলা ক্লাসে ছাত্রদের আরো অনেক ভালো ভাবে এর জন্মের ইতিহাস বলতে পারতাম। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ও অফুরাণ শুভকামনা রইল থিংকবাংলার এই উদ্যোগের জন্যে।

  • @sheikhmujiburrahman.founde2528
    @sheikhmujiburrahman.founde2528 7 месяцев назад +2

    খুব সুন্দর যুক্তি দিয়ে যুক্তি সঙ্গতিপূর্ণ তথ্য দিয়ে বাংলা ভাষা ও বিভিন্ন ভাষার উৎপত্তি বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিভিন্ন ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, উর্দু ভাষা,(দ্রাবিড় তামিল মাদ্রাজি, কেরালার মালবারি ভাষা) এবং ইউরোপীয় বিভিন্ন ভাষার উৎপত্তি নিয়ে জানার কৌতূহল ছিলো। মানুষ জাতি প্রথম মানুষ বাবা আদম এবং মা হাওয়া বা ইভ প্রথমতো কোন মহাদেশের কোথায় বসতি করেছিলো তা জানার ইচ্ছে ছিলো। এসব গুরুত্বপূর্ণ মানব জাতির শিকড় সন্ধানি, মানব জাতির প্রথম ভাষায় উৎস, উৎপত্তি ও রুপান্তরিত হয়ে বিভিন্ন - ভাষার উৎপত্তি গবেষণার মাধ্যমে সঠিক তথ্য দিয়ে বিশ্লেষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @abdul.khalek74
    @abdul.khalek74 2 года назад +12

    বাংলা ভাষার উৎপত্তি নিয়ে বিস্তারিত ও প্রাঞ্জল আলোচনা এই প্রথম শুনলাম। অনেক কিছুই জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ থিংক বাংলা

  • @brainlost5404
    @brainlost5404 2 года назад +15

    অসাধারণ। আপনার মত মানুষ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নেই।সেটাই অবাক হচ্ছি। শিক্ষিক হিসাবে আপনাদের মত মানুষের খুবই অভাব এই অভাগা বাংলায়।

  • @mesbaulalam7418
    @mesbaulalam7418 2 года назад +8

    ধন্যবাদ বাংলা ভাষার পাশাপাশি চাটগাঁইয়া ভাষা নিয়ে কিছু বলার জন্য। আমাদের মায়ের ভাষা চাটগাঁইয়া এখন সংকটের মুখে প্রায়। তাই আমাদের সকলের দরকার বাংলা ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষাও চর্চা করা এই ফলে বিশ্ব থেকে প্রতি বছর ৯ টি করে ভাষা বিলুপ্ত হবে না।

    • @Simon12822
      @Simon12822 Месяц назад

      কথা সত্য প্রত্যেকটি আঞ্চলিক ভাষার অনুশীলন করা উচিত তাদের নিজেদের

  • @kanijfatemanury
    @kanijfatemanury 11 месяцев назад +3

    মাশাআল্লাহ, আপনার কণ্ঠ আর ভাষার শুদ্ধ উচ্চারণে মুগ্ধ হয়েছি।

  • @subhrasarkar1146
    @subhrasarkar1146 Год назад +2

    খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা,একজন ভাষা শিক্ষিকা হিসাবে খুশি হলাম ,আমাদের
    পশ্চিমবঙ্গে এই ধরণের ভিডিও দেখতে পাই না।

  • @HridoyHasan-sf4dj
    @HridoyHasan-sf4dj Месяц назад +3

    বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা ❤

  • @nsinha9579
    @nsinha9579 2 года назад +3

    অনেক উপকৃত হলাম।
    অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি,
    ত্রিপুরা ও মনিপুর রাজ্যে ছড়িয়ে পড়া ভাষায় বিবর্তনের ধারাবাহিকতায় সিলেটি ভাষা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উৎপত্তির কারণ ও উৎপত্তিস্থল সন্মন্ধে সবিস্তারে জানালে উপকৃত হব।

  • @shathisarnal7699
    @shathisarnal7699 2 года назад +24

    আমি বাংলার স্টুডেন্ট। আমরা তো এভাবেই পড়ে এসেছি।তবে এতো কিছু জানতাম না।
    ধন্যবাদ বন্যা আপু😍😍😍

  • @Roop1962
    @Roop1962 8 месяцев назад

    সমৃদ্ধ হ'লাম, মুগ্ধ হ'লাম। অনেক ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা জানাই।

  • @depression2178
    @depression2178 2 года назад +2

    ভালো জিনিস সবাই দেখে না। কত গুরুত্ব পূর্ন বিষয়ে জানলাম। সত্যি ই এমন একটা Chanel পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। love u #thinkbangla.

  • @subhasishmitra7565
    @subhasishmitra7565 2 месяца назад +1

    আমি গর্বিত আমি বাঙালি আর আপনিও..
    খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ..🙏🙏

  • @sridharjas7838
    @sridharjas7838 2 года назад +2

    খুব ভালো লাগলো। নিজের ভাষার ইতিহাস জানা ছিলো না।
    এতদিন, বাংলা ভাষা সংস্কৃত থেকে উৎপত্তি হয়েছে জানতাম। এখন ভুল ভেঙ্গে গেলো।

  • @basudebmajumdar190
    @basudebmajumdar190 Год назад +1

    আপনি অসাধারণ বলেন। অনেক শ্রদ্ধা।

  • @kaushikmitikchatterjee2084
    @kaushikmitikchatterjee2084 2 года назад +3

    অনেক সমৃদ্ধ হলাম ।

  • @bijoybain6674
    @bijoybain6674 2 года назад +2

    পৃথিবীর কত গুলো ভাষার লিখিত রুপ আছে জানালে উপকৃত হতাম,ধন্যবাদ থিংক বাংলাকে এমন সব অনবদ্য তথ্য বহুল ভিডিও উপহার দেয়ার জন্য৷

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад +2

      ৪০৬৫টা। তবে তার মধ্যে অনেকগুলি লেখা হয় না
      www.ethnologue.com/enterprise-faq/how-many-languages-world-are-unwritten-0

  • @manikadnan8342
    @manikadnan8342 2 года назад +1

    আমার যে বিষয়টা সবচেয়ে বেশি জানার ছিলো তা হলো মূলত প্রথম কোথা থেকে পৃথিবীর প্রথম ভাষা আবিষ্কার বা সৃষ্টি হলো....
    আর তার উত্তর পেয়ে গেলাম থিংক বাংলা পরিবার থেকে.....
    অসংখ্য ধন্যবাদ।।
    একটা রিকোয়েস্ট থিংক বাংলাকে....
    ভূত বা ভৌতিক বিষয় কতটা বিজ্ঞানসম্মত ??? তা নিয়ে যেন একটা ভিডিও তৈরী হয়।।।
    অপেক্ষায় রইলাম।।।

    • @mst.tasminakter1026
      @mst.tasminakter1026 2 года назад

      ভাই অাপনাদের কি হলো😥কোনো দিন কি কোরঅান খুলে পড়েছেন?

  • @sheikhkhalidhasan83
    @sheikhkhalidhasan83 Год назад +1

    খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো। তবে বিষয়টি খুব কঠিন লাগে।

  • @tonmoyroy2723
    @tonmoyroy2723 2 года назад +13

    আমি think Banglar নতুন দর্শক,
    অনেক ভালো লাগে প্রতিটি ভিডিও।
    আমি এই চ্যানেলটির উন্নতি কামনা করি।

  • @RiazKhan-wq9qt
    @RiazKhan-wq9qt Год назад

    অসাধারণ।।

  • @nsinha9579
    @nsinha9579 2 года назад +1

    অনেক কিছু জানলাম, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

  • @hanifgul5664
    @hanifgul5664 9 месяцев назад

    এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। এতো বিস্তারিত এর আগে কোথাও পাইনি। ধন্যবাদ এইজন্য। তবে ভিডিওটি তে তথ্যসূত্র গুলো উল্লেখ করলে ভালো হতো, এই যেমন কিছু প্রাচীন ভাষার প্রভাবের কারণে মাগধী প্রাকৃতের হয়েও বিহারী ভাষাগুলোর চেয়ে বাংলা অনেকটাই আলাদা,,, এইগুলো

  • @KHSrabon
    @KHSrabon 2 года назад +14

    আপনার ভিডিও টি বাংলা ভাষার লোকদের জ্ঞানের পরিধি একটু হলেও বাড়িয়ে তুলবে। এসব তরুন প্রজন্মকে জানা দরকার।
    আমিও ভাষা আন্দোলনের উপর একটি ডকুমেন্টারি আপ দিয়েছি।❤️🌸

  • @EnamulHoque-io5er
    @EnamulHoque-io5er 2 года назад

    দুনিয়াতে এত মজার মজার বিষয় থাকতে আপনি/আপনাদের প্রচেষ্টা অভিজ্ঞতা গবেষণা এমন একটা নিরস বিষয়ে আপনার/আপনাদের আগ্রহ দেখে আমরা অভিভূত !এগিয়ে যাক থিংক বাংলা।
    এগিয়ে যাক বাংলাদেশ।

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад +1

      আমাদের কাছে আসলে এগুলোকেই খুব মজার বিষয় মনে হয়!

  • @kayesfunclub.3565
    @kayesfunclub.3565 2 года назад +36

    আমরা বাঙালিরাই একমাত্র জাতি, যারা ভাষার জন্য লড়াই করে বাংলা ভাষাকে টিকিয়ে রেখেছি।
    ২১ আমাদের অহংকার।

    • @tanmoy7616
      @tanmoy7616 2 года назад +7

      এটা ভুল।
      শুধু আমরা বাঙালিরা না, আরো অনেক জাতি আছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে
      নেটে সার্চ দিয়ে দেখেন।
      এটা নিচক ভুল ধারনা

    • @robinkumar8618
      @robinkumar8618 2 года назад +6

      @@tanmoy7616 তাহলে ঐই জাতি গুলো ভাষার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলো না কেন আর শুধু বাংলা ভাষা কেন আন্তর্জাতিক স্বীকৃতি পেলো?

    • @tanmoy7616
      @tanmoy7616 2 года назад

      @@robinkumar8618 আপনি Enayat Chowdhury ভাইয়ের মাতৃভাষা নিয়ে করা ভিডিওটা দেখে আসেন, বড়লেখা তো আর ইউটিউবে লিখে দেখানো সম্ভব না

    • @DwaipayanRC
      @DwaipayanRC 2 года назад +3

      Bangladesh er jne not West Bengal

    • @hijabnikab8241
      @hijabnikab8241 Год назад

      O vai, ohonkar potoner mul!

  • @murschid
    @murschid 2 года назад +62

    ভিডিও থেকে টোটাল ট্রি টা বুঝতে খুব সমস্যা হচ্ছে। বাংলা ভাষা উৎপত্তির টোটাল ট্রি টা একটা ছবির মাধ্যমে ফেসবুক বা ইউটিউবে পোস্ট করার অনুরোধ রইল।

    • @swapnosohagdream4002
      @swapnosohagdream4002 2 года назад +5

      “Think-বাংলা”র ‘মুখপত্র পাতা ও যূথ বা গোষ্ঠী’তে বা FacebookPage & Group’এ আছে তো!

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад +5

      ভিডিওটির স্ক্রিপ্ট এখানে পাবেন ভাষাবৃক্ষের ছবিগুলোসহ : tinyurl.com/thinkschool

    • @niloygangulee3867
      @niloygangulee3867 2 года назад +1

      'The origin and development of the Bengali language'
      by Suniti Kumar Chatterjee
      এটা পড়তে পারেন। আশাকরি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

  • @psychicgotf3
    @psychicgotf3 2 месяца назад +1

    ওতি চমৎকার তথ্য দিলেন দিদি। ভালো লাগলো।

  • @manikadnan8342
    @manikadnan8342 2 года назад +2

    অসংখ্য ধন্যবাদ থিংক বাংলা পরিবারকে এবং বিশেষ করে উপস্থাপিকা ম্যামকে।।।
    ভাষা সম্পর্কে আমি মোটামুটি গবেষণা করেছিলাম।। কিন্তু সঠিক ও তথ্যবহুল অনেক কিছু যুক্তিগত ভাবে পাইনি।। যা আমারই ব্যার্থতা হতে পারে।।।
    তবে থিংক বাংলা থেকে জীবনের সেরাটা জানতে পারলাম।।
    আবারো অসংখ্যা ধন্যবাদ ম্যামকে এবং থিংক বাংলাকে।।।

  • @khorshed-alampatwary5367
    @khorshed-alampatwary5367 2 года назад +1

    জানার অভিপ্রায়ে এই চ্যালেনটি প্রায়ই দেখে থাকি, সত্যি অন্নন্য। বাংলা ভাষার এক নতুন দিগন্তের উন্মোচন। বাংলা-ফরাসি অভিধান : নতুন স্বপ্ন, নতুন সাহস।

    • @Aditya-te7oo
      @Aditya-te7oo 2 года назад

      Khorshed-alam PATWARY আপনি কি বাংলা-ফরাসি অভিধান তৈরি করছেন ?

  • @Aditya-te7oo
    @Aditya-te7oo 2 года назад +2

    এই চ্যানেলের এটাই আমার দেখা প্রথম ভিডিও। ভালো লাগল দেখে।

  • @swapnosohagdream4002
    @swapnosohagdream4002 2 года назад +5

    আহ! এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো !!! 😲 আসলে সাড়ে বারো Minute’এর এতো ক্ষুদ্র চলৎছবিতে (Video’তে) কোন বিষয় সম্পর্কে মনের মতো করে তথ্য পাচ্ছি না! ভাষা বিষয়ে আপনারা যেহেতু বিস্তর তথ্য-উপাত্ত সংগ্রহ সহ গবেষণা করেছেন, সুতরাং বাকি তথ্যগুলো সহ আরো কয়েকটি চলৎছবি (Video) কি খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা যায় না? 🙏🏻 ভাষা সহ প্রতিটি বিষয়ের উপর “Think-বাংলা”র কমপক্ষে হলেও দশটি চলৎছবি (Video) থাকা উচিত এবং প্রতি সপ্তাহে একটি নতুন চলৎছবি (Video) প্রকাশ হওয়া উচিত! আমার মনে হচ্ছে, “Think-বাংলা” কে আমার পক্ষ থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া উচিত! “Think-বাংলা” যদি মনে করে যে, তাদের কোনো উপকারে আমি আসতে পারি, সে ক্ষেত্রে আপনারা আমাকে জানালে আমি সহযোগীতা করতে প্রস্তুত! আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো... 🌷🌻🌞
    চলৎছবিটি (Video’টি) ক্ষুদ্র সময়ের হলেও- এর থেকে আমি কিন্তু অনেক অজানা নতুন নতুন তথ্য পেয়েছি, যা আমার আগে জানা ছিলো না। যেমন- বাংলা/বাঙলা ও সংস্কৃত এবং হিন্দি ভাষার মধ্যে যে এতোটা পারিবারিক দূরত্ব তা আমার জানা ছিলো না। আমরা তো জানতাম ভারতবর্ষের ভাষাগুলো সংস্কৃত থেকেই এসেছে! এ’জন্য “Think-বাংলা”কে ধন্যবাদ দেই...

    • @swapnosohagdream4002
      @swapnosohagdream4002 2 года назад +1

      চলৎছবিটি (Video’টি) ক্ষুদ্র সময়ের হলেও- এর থেকে আমি কিন্তু অনেক অজানা নতুন নতুন তথ্য পেয়েছি, যা আমার আগে জানা ছিলো না। যেমন- বাংলা/বাঙলা ও সংস্কৃত এবং হিন্দি ভাষার মধ্যে যে এতোটা পারিবারিক দূরত্ব তা আমার জানা ছিলো না। আমরা তো জানতাম ভারতবর্ষের ভাষাগুলো সংস্কৃত থেকেই এসেছে! এ’জন্য “Think-বাংলা”কে ধন্যবাদ দেই...

  • @pk365degree5
    @pk365degree5 2 года назад +11

    ধন্যবাদ বন্যা আপু খুব সুন্দর তথ্যবহুল একটি ভিডিও

    • @mbh.10
      @mbh.10 2 года назад

      আধুনিক মানুষের বিকাশ ঘটে বিবর্তনের মাধ্যমে আফ্রিকা থেকে🤣🤣🤣🤣🤣

    • @pk365degree5
      @pk365degree5 2 года назад

      @@mbh.10 তো আপনার কি মনে হয়?

  • @dakshinaranjanbhattacharje1346
    @dakshinaranjanbhattacharje1346 2 года назад

    APURBA...Dhonyabad Ae Prochar Protisthan Ke.

  • @meditationnaturalist3311
    @meditationnaturalist3311 2 года назад

    osadharon mam mughdo hoe sunchilam apnar kotha , koto sohoje bojhalen. darun , darun.

  • @ershaaaa
    @ershaaaa Год назад

    উপস্থাপিকা খুবই সুন্দর

  • @mamunurrahman672
    @mamunurrahman672 2 года назад +6

    মনের ভাব প্রকাশিতে, ভাষার উদয় এ জগতে,,,,,
    মহাত্মা লালন____

  • @ranjitmondal3028
    @ranjitmondal3028 2 года назад +8

    🙏আপনার উপস্থাপনা খুবই সুন্দর। 🇮🇳

  • @bazlursyed7597
    @bazlursyed7597 2 года назад +3

    এতো দ্রুত বললেন, মনে হলো এই উপস্থাপন শুধুমাত্র - যাঁরা জানেন তাঁদের জন্যই । আশাকরি পরবর্তীতে সহজ বোধ্য হবে ।
    আমি জীবনে প্রথম ইউটিউবে কমেন্ট করলাম । ভুল ভাবে কমেন্ট করা হলে ক্ষমা করবেন ।

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад +2

      ইউটিউবের ভিডিও স্লো করে দেখার সুযোগ আছে। আপনি সেটিংসে (চাকার মত যে অপশানটা আছে ভিডিওর নীচে ডান দিকে) ক্লিক করে প্লে-ব্যাক স্পিড কমিয়ে নিতে পারেন।

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад +1

      আমাদের ওয়েবসাইটে স্ক্রিপ্ট দেখে আর ভিডিও স্লো করে শুনে দেখতে পারেন। স্ক্রিপ্টের লিঙ্ক:
      thinkschool.org/script/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE

  • @tarunosrm
    @tarunosrm Год назад +2

    This lady is really talented....I feel sorry for her husband....I for her name too....she is a gem that Bangladesh should protect in their country....lots of love from Syleti speaker in India

  • @swapanswapan9248
    @swapanswapan9248 2 года назад +1

    অসাধারন লাগলো আপু

  • @souravsantra8292
    @souravsantra8292 2 года назад

    আপনার তথ্য ভান্ডার ও উপস্হাপনা দুটোই অসাধারণ। আমি থিংক বাংলা নতুন দেখলাম। আর প্রথম ভিডিওটাই আমার দারুণ লাগল। অসংখ্য ধন্যবাদ।

  • @joymukherjee658
    @joymukherjee658 2 года назад +1

    asadharan ! joy bangla ! joy sakal bhasar joy !

  • @TheAlpha608
    @TheAlpha608 2 года назад +14

    আমাদের জ্ঞান কুঠুরিকে আরও একটু পূর্ণ করার জন্যে 'থিংক বাংলা' -কে ধন্যবাদ।

  • @Imdadbd1
    @Imdadbd1 2 года назад +6

    অভিনন্দন ও শুভকামনা নিরন্তর।বাংলাদেশ থেকে বন্যাটাকে শুভেচ্ছা জানাচ্ছি।

  • @khayebibneraj123
    @khayebibneraj123 2 года назад +4

    this video was very helpful

  • @movielover1125
    @movielover1125 4 месяца назад

    আপনার কন্ঠস্বর ও উপস্থাপনা ❤
    সত্যিই মন‌ মুগ্ধকর 🎉🎉🎉

  • @nuritan.khandoker3875
    @nuritan.khandoker3875 2 года назад +2

    খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে পার্ট পার্ট করে ব্যাখ্যাগুলো দিলে বাংলা ভাষার এই বিশাল জিওগ্রাফি বুঝতে সুবিধা হত। বিশেষ করে ভাষার ট্রি, মহাকাব্য যুগ ইত্যাদি নিয়ে আরও পোস্টের অনুরোধ রইল। আপনাকে ধন্যবাদ চিন্তার উদ্রেক ঘটানোর জন্য।

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад

      ভিডিওটির স্ক্রিপ্ট এখানে পাবেন ভাষাবৃক্ষের ছবিগুলোসহ : tinyurl.com/thinkschool

  • @sunilshaw751
    @sunilshaw751 2 года назад

    খুবি গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি আরও অনেক নতুন তথ্য জানতে পারবো

  • @anutapabhattacharya7541
    @anutapabhattacharya7541 2 года назад +14

    বাংলা ভাষা, ব্যাকরণ সবটাই সংস্কৃত থেকে উৎপন্ন ও নির্ভর।তাতে মিশ্রিত হয়েছে দেশী ও বিদেশী শব্দ।বহু সংস্কৃত শব্দও যেমন কিছুটা পরিবর্তিত হয়েছে বিদেশী শব্দও তাই।

    • @bhashashikkhakendro
      @bhashashikkhakendro 2 года назад +2

      👍👍👍
      এর কারণ হচ্ছে বাংলা ভাষার জন্ম বৈদিক সংস্কৃত থেকে ।

    • @anutapabhattacharya7541
      @anutapabhattacharya7541 2 года назад +4

      @@bhashashikkhakendro বৈদিক টৈদিক জানি না,সংস্কৃত বিদেশী ভাষা,মধ্য প্রাচ্য থেকে আগত।ভারতের লিংগুয়া ফ্রাংকা হয়ে যায়, তারপর সারা ভারতে ছড়িয়ে যায়।

    • @bhashashikkhakendro
      @bhashashikkhakendro 2 года назад +1

      @@anutapabhattacharya7541 প্রমাণ দিন

    • @shalcueva4074
      @shalcueva4074 2 года назад

      @@bhashashikkhakendro পুরা ভিডিও বুঝি আপনার মাথার উপর দিয়ে গেসে দাদা ভাই। আমি বলবো আবার দেখতে এরপর প্রয়োজন হইলে হয়ত ৩০০+ বছরের বৈজ্ঞানিক গবেষণার তথ্য প্রমাণদি হাজির করা যাইব। তবে এইসব গবেষণা তো ইংরেজি ভাষায়, সমস্যা হবে না তো যেহুতু এই অলসের বাংলা ইয়ুটুবে পোষাইলো না?( ধরে নিলাম জানার আর পড়ার সদিচ্ছা আছে)

    • @bhashashikkhakendro
      @bhashashikkhakendro 2 года назад

      @@shalcueva4074 আপনি যে কি বলতে চাইছেন সেটা আমি কিছুই বুঝতে পারলাম না দয়া করে একটু খুলে বলবেন 🙏🙏।

  • @FactJiggasa
    @FactJiggasa 2 года назад

    ভাষা নিয়ে সত্যি অনেক কিছু জানতে পারলাম। অসাধারন ভিডিও। 👍🏻

  • @md.sadmansakib230
    @md.sadmansakib230 2 года назад +1

    আমার মতে এটি থিংক বাংলার সেরা ভিডিও।

  • @kaifulislamwolffrum3041
    @kaifulislamwolffrum3041 2 года назад

    চমৎকার তথ্যবহুল আলোচনা

  • @SobujBiswas-uk9tc
    @SobujBiswas-uk9tc 4 месяца назад

    নমস্কার,
    জয় হরিগুরুচাঁদ।
    বন্যা ম্যাডাম আপনার সত্য ইতিহাস তুলে ধরা ধরা ব্যক্তি খুবই।
    যাও বা যারা আছে তারা ধর্মের দালালদের ভয়ে সত্য বলতে সাহস পায় না।
    আপনার প্রতি শুভকামনা রইল আমাদের মতুয়াদের পক্ষ থেকে।।

  • @souravmitra071187
    @souravmitra071187 2 года назад +3

    অনেক ধন্যবাদ।

  • @Allinone-kc5be
    @Allinone-kc5be 2 года назад

    সহজ কথাটি অনেক ঘুরিয়ে বললেন জানতে চেয়েছিলাম কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি?

  • @ashokchakraborty5460
    @ashokchakraborty5460 Месяц назад

    খুব সুন্দর প্রতিবেদন 👌

  • @suvammondal698
    @suvammondal698 Год назад +1

    পার্থনা করি প্রতিটি মানব মস্তিষ্ক যেন আপনার মতন একটি শিক্ষিকা ভাগ্য করে।

  • @mridulasarker4532
    @mridulasarker4532 2 года назад

    Think bangla,just mindblowing all videos

  • @bakulchbhowmik7979
    @bakulchbhowmik7979 2 года назад

    বঙাল শব্দ থেকে বাংলা উত্পত্তি। বঙাল শব্দের অর্থ পশুপালক। আদিম মোঙ্গলীয় ও প্রটোদ্রাবিড় শব্দ এর সন্ধি বদ্ধ শব্দ। ধন্যবাদ ম্যাডাম।

    • @nirobmajumdar4075
      @nirobmajumdar4075 2 года назад

      ভাই এটা কোথায় পেলেন? রেফারেন্স দিতে পারবেন?

    • @saswatabiswas3342
      @saswatabiswas3342 14 дней назад

      All nonsense
      it came from vanga kingdom.

  • @rkkhan7843
    @rkkhan7843 2 года назад +3

    সিলেটী আলাদা ভাষা।ধন্যবাদ।❤️❤️❤️

    • @jumman5589
      @jumman5589 Месяц назад

      বাংলার সব উপভাষাই আলাদা ভাষা বাংলাদেশে কোনো ভাষাই শুব্দ বাংলা না । বাংলা ভাষা লিপি সিলেটি সহ সম্পুর্ন উপভাষা থেকে নিয়ে তৈরি ভাষা । মুল কথা আপনি কথা বলার সময় অন্য উপভাষিরা যদি আপনার কথা বুঝে তাহলে গুরেফিরে এটি একই ভাষার সাথে সংযুক্ত

  • @rabindranathhalder8596
    @rabindranathhalder8596 2 года назад

    ভীষণ ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

  • @Nomans_Land
    @Nomans_Land 2 года назад +1

    ধন্যবাদ, খুব ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতেও অসম্ভব ভালো লাগতেছিল।

  • @supriyadasbera3188
    @supriyadasbera3188 2 года назад +4

    Khub valo laglo 🥰 (From West Bengal)

  • @selfishworld4175
    @selfishworld4175 Год назад

    এক বছর আগে দেখেছিলাম আজ আবার ও একবার দেখে গেলাম

  • @RakibulHasan-hk9iv
    @RakibulHasan-hk9iv 2 года назад +2

    সুস্বাগতম।বিজ্ঞান ও চেতনাকে সর্বদা এইভাবে স্বচ্ছ-সঠিক এবং যুক্তিসংঙ্গত পন্থায় আমাদের মাঝে প্রদর্শন করুন,তাহলে আমরা চির উপকৃত হবো।

  • @shohelahmed6217
    @shohelahmed6217 2 года назад +1

    অসাধারণ তথ্য।

  • @m.a.khaleque9927
    @m.a.khaleque9927 5 месяцев назад

    খুব সুন্দর আলোচনা

  • @backgroundtalent6259
    @backgroundtalent6259 2 года назад +3

    সত্য - সুন্দর উপস্থাপনা।

  • @chayankarmakar4201
    @chayankarmakar4201 2 года назад

    খুব ভাল লাগল এবং সমৃদ্ধ হলাম।

  • @shishmohammad803
    @shishmohammad803 2 года назад

    আপনার শব্দ চয়ন অত্যান্ত শ্রুতি মধুর। ধন্যবাদ আপনাকে।

  • @kabirhasan7003
    @kabirhasan7003 Год назад

    অসাধারন বর্ণনা…. খুব ভালো লাগলো…. অজস্র ধন্যবাদ

  • @shalayahmed8204
    @shalayahmed8204 2 года назад +1

    ভালো লাগলো। ধন্যবাদ...

  • @suvodipmondal7625
    @suvodipmondal7625 2 года назад +1

    অসাধারণ হয়েছে।

  • @anirbanbose8559
    @anirbanbose8559 2 года назад +1

    very informative......waiting 4 next video

  • @nirmalmitra1364
    @nirmalmitra1364 2 года назад +2

    আস্তে আস্তে ভাষার সংখ্যা কমে যবে এটাই স্বাভাবিক। ইংরেজির দাপট বর্তমানে চলছে এবং এটি দ্রুততার সহিত বেগবান হচ্ছে এবং হবেও। কারণ সহজ সাধ্য এবং এ ভাষাটি সবচেয়ে সমৃদ্ধ।

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад +4

      ভাষাবিদেরা এভাবে কোন ভাষাকে 'সমৃদ্ধ' বলেন না। ইংরেজির রাজত্ব চলছে মাত্র কয়েকশ' বছর, মানবসমাজে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষার রাজত্ব চলেছে ইংরেজির মতই কিন্তু তারপরে সেটা আবার শেষও হয়ে গেছে।

    • @robinkumar8618
      @robinkumar8618 2 года назад +1

      বাংলা ভাষা কমার সম্ভাবনা নেই বরচং এইটা সামনের দিকে আরো বাড়বে কারন বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

    • @TheAlpha608
      @TheAlpha608 2 года назад

      প্রকৃতির অংশ হিসেবে আমাদের পরিবর্তন মেনে নিতে হবে কারণ পরিবর্তন প্রকৃতির বৈশিষ্ট্য। শক্তিশালীর প্রভাবে দুর্বল বিলুপ্ত হবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় বিশ্বে একটা ভাষা একটা সংস্কৃতি এবং একটাই ধর্ম থাকা সবচেয়ে উত্তম এতে এক মানুষ হিসেবে আমাদের পরিচয় আরও পোক্ত হবে।

  • @salahuddin7493
    @salahuddin7493 2 года назад +1

    এত কষ্ট করে বুঝানোর চেষ্টা করলেন কিন্তু ফলাফল শূন্য! সবকিছু মাথার উপর দিয়ে গেল।

  • @biswajithaldar1235
    @biswajithaldar1235 2 года назад

    ভিডিওটা আমার ভাল লাগল।আমার সমীক্ষা অনুযায়ী ইংরাজীর পর যে ভাষার লোক বিশ্বের বেশি দেশে দেখতে পাওয়া যায় তাহল বাংলা।বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ আফ্রিকায বাংলা ভাষার প্রসারের জন্য।নমস্কার বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад

      স্প্যানিশ। বাংলা তার তুলনায় কম
      সাথে থাকার জন্য ধন্যবাদ

  • @shahadathossain5850
    @shahadathossain5850 2 года назад +1

    অসাধারন এবং তথ্যবহুল।

  • @saptarshichakraborty5113
    @saptarshichakraborty5113 2 года назад +1

    অসাধারণ ! খুব ভালো লাগলো। খুব ই detailed একটি উপস্থাপনা |

  • @bharatabhagyavidhata2534
    @bharatabhagyavidhata2534 5 месяцев назад +1

    আমাদের মধ্যে এমন অনেকেই আছি যাদের পূর্বপুরুষ বৈদিক ভাষায় কথা বলত।
    এখন মুণ্ডা ভাষা অবলুপ্ত হয়ে যায়নি, এখনও আদিবাসীরা অনেকেই মুণ্ডারি ভাষায় কথা বলেন।

    • @ultranoobra343
      @ultranoobra343 29 дней назад

      আমি একজন মুন্ডা। মুন্ডারী ভাষায় কথা বলি

  • @minhajahammad2558
    @minhajahammad2558 2 года назад +2

    Lovely ,keep it up. Hope your success

  • @mdsaifulaziz1123
    @mdsaifulaziz1123 Год назад

    ভিডিও খুব ভালো

  • @mehebubsikdar5582
    @mehebubsikdar5582 2 года назад

    খুব সুন্দর ব্যাখ্যা

  • @Ask-s5u
    @Ask-s5u 5 месяцев назад

    গোড❤❤❤❤

  • @pankajkumarmondal4490
    @pankajkumarmondal4490 Год назад

    well done.

  • @jadabeswarbhattacharjee3537
    @jadabeswarbhattacharjee3537 2 года назад +1

    What a splendid presentation.

  • @farhanlabib7834
    @farhanlabib7834 2 года назад

    ভালো লাগলো

  • @Oppositeworld411
    @Oppositeworld411 2 года назад +1

    আমার এর ইতিহাস জানা আছে। তবে এমন সুন্দর ভিডিও বানানোর জন্য ধন্যবাদ। ❤️❤️❤️🥰🥰🇧🇩😍❣️✌️🇧🇩😍

  • @monawwarahmed4230
    @monawwarahmed4230 Год назад

    It seems a very well studied and well presented document. Thank you bonya Ahmed

  • @iqbalmahmud5567
    @iqbalmahmud5567 2 года назад +3

    তথ্যবহুল প্রতিবেদন, ধন্যবাদ Think Bangla ❤️

  • @raajshankar9850
    @raajshankar9850 2 года назад

    Thanks ma'am

  • @Sumon-gx8oe
    @Sumon-gx8oe 2 года назад +6

    আপনার জন্য রইল অন্তর থেকে ভালোবাসা।

  • @MindTuneCreativeChannel
    @MindTuneCreativeChannel 2 года назад +3

    Wonderful content! I must say that Think Bangla is the best youtube channel ever.

  • @khanabdulmalek
    @khanabdulmalek 2 года назад

    অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

  • @imranmahmud150
    @imranmahmud150 2 года назад

    বন্যা আপা আপনার উপস্থাপনা খুবই ভাল লাগে।
    আমি A to Z বুঝে যায়।
    আপনার মত টিচার যদি আমার সব অবুঝা বিষয়গুলা বুঝিয়ে দিত!!!!!
    Actually খুব ভালো লাগে আপনাকে।
    তাই আপনার চ্যানেলের সব গুলো Video দেখে ফেলেছি,
    এবং চট করে প্রথম কমেন্ট টাও করে ফেলেছি।❤️

  • @ছোট্টমনিদেরবিনোদন

    ভাল একটা অধ্যায় আলোচনা হয়েছে

  • @lutfarhossain9752
    @lutfarhossain9752 2 года назад +15

    অ্যামাজন বন সংরক্ষন নিয়ে একটি ভিডিও চাই আপু। প্রাকৃতিক বন রক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

    • @ThinkBangla
      @ThinkBangla  2 года назад +4

      আমাজন নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে আছে অদূর ভবিষ্যতে। আপনি কি আমাদের জলবায়ু পরিবর্তনের ভিডিও সিরিজটি দেখেছেন? এখানে প্লে লিস্টের লিঙ্কটা দিচ্ছিঃ ruclips.net/video/kS_tNLyRZlY/видео.html

  • @tusharsinha4490
    @tusharsinha4490 2 года назад +14

    মোদের গর্ব মোদের আশা
    আমরি বাংলা ভাষা।
    আমি গর্বিত আমি বাঙালি। (কলকাতা থেকে।)

    • @SYLHETIISNOTBONGLI
      @SYLHETIISNOTBONGLI 2 года назад

      কঙলা ভাহা 🤣

    • @pinkimitra7021
      @pinkimitra7021 11 месяцев назад

      ​@@SYLHETIISNOTBONGLIKangladeshi vadu😂😂😂😂